নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

পল্লীকবি জসীমউদ্দীনের ১১১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮



তুমি যাবে ভাই - যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,

গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;


বন্ধুকে নিন্ত্রণে এমন আন্তরিক আহ্বান যাঁর লেখায় প্রকাশ পায় তিনিই বিখ্যাত বাঙালি কবি জসীমউদ্দীন। যুগে যুগে বাংলা সাহিত্যে অনেক উজ্জ্বল প্রতিভার আবির্ভাব হয়েছে। তাঁদের প্রতিভা স্পর্শে বাংলাসাহিত্য আজ বিশ্বমানের। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ তাঁরা সবাই স্বমহিমায় ভাস্বর প্রতিভাবান। কিন্তু এদের সবার মধ্যে যে নামটি উচ্চারিত হলে কাদা মাটির গন্ধে, কৃষকের হাসি ফোটা মুখচ্ছবি, ফসল ঘেরা সবুজ মাঠ এবং প্রেমিকের ছন্দচিত্র আমাদের চেতনায় ফুটে ওঠে তিনি আমাদের প্রিয় পল্লীকবি জসীমউদ্দীন। পল্লীকবি জসীমউদ্দীন, বাংলা কবিতায় যার অবস্থান সাতন্ত্র্যে উজ্জল। কবি জসীমউদ্দীনের শৈশব, কৈশোর ও যৌবনের অনেকটা সময় কেটেছে লোকজ ও গ্রামীণ পরিবেশে। জসীমউদ্দীন দশম শ্রেণীর ছাত্র থাকাবস্থায় তাঁর বিখ্যাত কবিতা ‘কবর’ রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থাবলী- রাঁখালী, নকশীঁ কাঁথার মাঠ, ঠাকুর বাড়ির আঙ্গিনায়, সুজন বাদিয়ার ঘাট, বালুচর, মাটির কান্না ইত্যাদি। তাঁর নকশীঁ কাঁথার মাঠ ইংরেজী ভাষায় অনূদিত হয়। ১৯৬৯ সালে ‘রবীন্দ্র ভারতী’ থেকে তিনি ‘ডক্টর অব লিটারেচার’ উপাধি লাভ করেন। ১৯৭৬ সালে তিনি একুশে পদক লাভ করেন। ১৯৭৮ সালে তাঁকে মনোনোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। তাঁর লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বলখানা গ্রামে জন্মগ্রহণ করেন জসীমউদ্দীন। পল্লী কবির ১১১তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৭

নুর ইসলাম রফিক বলেছেন:
পল্লী কবির ১১১তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।


পথশিশু ছোট গল্প

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

কোবিদ বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ নুর ইসলাম রফিক
পল্লীকবির জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য।

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: পড়ন্ত বিকেলে গুরুত্বরপূর্ণ পোষ্ট দিলেন তাও আবার সংক্ষিপ্ত ভাবে।



১১১তম জন্মবার্ষিকীতে পল্লীকবিকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ফুলেল শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭

কোবিদ বলেছেন:
ধন্যবাদ ইমতিয়াজ ভাই
বিরতিহীনভাবে সাথে থাকার জন্য।
পল্লীকবিকে বিস্তারিত ভাবে জানতে হলে দেখুন আমার পূর্বের পোস্ট

৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

♥কবি♥ বলেছেন: কবির নিজ এলাকার লোক হিসেবে আপনাকে সালাম ভ্রাতা। ভাল থাকুন লিখতে থাকুন।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: প্রিয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি

৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

অপূর্ণ রায়হান বলেছেন:
পল্লী কবির ১১১তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।


বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেওয়ায় আবারও ধন্যবাদ ভ্রাতা +

নতুন বছরের শুভেচ্ছা রইল ।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৫

সবুজসবুজ বলেছেন: প্রিয় সম্মানীয় মানুষদের প্রতি আপনার এই শ্রদ্ধাঞ্জলি আমার খুবই ভালো লাগে।
আপনার প্রচেষ্টা সার্থকতামণ্ডিত হোক।

অনেক ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.