নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

ডাক্তার বাবু

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

২০৩০ সাল।
আমি হাসপাতালের জরুরী বিভাগে! ক্ষত বিক্ষত পা দিয়ে রক্ত পড়ছে (আল্লাহ না করুক) ।
বাংলা সিনেমার এক কালের অমর নায়ক মিশা সওদাগরী স্টাইলে ডাক্তার আসলো।
একটা কাঁচি নিয়ে আমার চোখের দিকে আসছে। আমি ভয়ে ভয়ে সুধাইলাম, ‘স্যার, সমস্যা পায়ে। ’
উনি প্রতিত্তুরে বললেন তার জন্য আগে চোখ উপরে ফেলতে হবে।
এতে করে পায়ের রক্ত পড়া-টা দেখা যাবে না ফলে কষ্ট আপাতত একটু কম হবে।
আমি আরো ভয়ে জিজ্ঞেস করলাম “আপনি কত ব্যাচ” স্যার?
উনি চোরা একটা হাসি দিয়ে বললেন আজ্ঞে #২০১৫-১৬!
আমি ক্ষত-বিক্ষত পা নিয়েই হাসপাতাল থেকে দৌড়ে পলায়ন করিলাম...
(কাল্পনিক)

মন্তব্য ৫৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

সুমন কর বলেছেন: উনি চোরা একটা হাসি দিয়ে বললেন আজ্ঞে #২০১৫-১৬! =p~ B-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: হাসির মাঝে চোরা ভাব লুকিয়ে ছিল।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

আমি আবুলের বাপ বলেছেন: এই ব্যাচের ডাক্তারদের আগে ভাগে চিহ্নিত করা হোক।যাতে এদের কাভহে চিকিৎসা নিতে নাহয়।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: যদি এমন ডাক্তার চিকিৎসা করে তাহলে রুগির অবস্থা কেমন হতে পারে??

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

চ্যাং বলেছেন: আর হের পরে আমি আপনেরে ধইর‌্যা ফালাইলাম । জোর করে টেনে হিঁচড়ে নিয়ে আসলাম ডাক্তারের ঐখানে । আর ডাক্তার মশায় আপনার পিছে লাত্থি দিয়া কইল "পালায়া কই যাইবা । ঐ আবুলের ঐখানেও ১৫-১৬-১৭-১৮-১৯-২০ ব্যাচ । আর সবগুলো যে একি ভাবে পাস করছে ।"

হেরপরে ঐ ডাক্তার আপনার চোখ কাইট্টা পায়ের মাঝে এসিড দিয়া ব্যান্ডেজ দিয়া ফেরত পাঠাইল ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: সুযোগ পান নাই আমি দৌড়ে পলায়ন করেছিলাম।ঐ ডাক্তার #২০১৫-১৬ ব্যাচের ছিলো। ১৭-১৮-১৯-২০ ব্যাচের কাউকে খুজেঁ পাই নাই। পরে আবার যাবো পাই কিনা..

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: : B-) B-)

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইনিও বোধ হয় ২০১৫-১৬ ব্যাচ এর ! =p~ B-)=p~ B-)

সফদার ডাক্তার
মাথা ভরা টাক তার
খিদে পেলেপানি খায় চিবিয়ে ।

চেয়ারেতে রাত দিন
বসে গুনে দুই তিন
পড়ে বইআলোটারে নিভিয়ে ।

ইয়া বড় গোফ তার
নাই তার জুড়ি দার
শুলে তারভুড়ি ঠেকে আকাশে ।

নুন দিয়ে খায় পান
সারাক্ষন গায় গান
বুদ্ধিতেঅতি বড় পাকা সে ।

রোগী এলে ঘরে তার
খুশিতে সে চার বার
কষে দেয় ডন আর কুস্তি ।

তার পর রোগীটারে
গোটা দুই চাটি মারে
যেন তার সাথে কত দোস্তি ।

ম্যালেরিয়া রোগী এলে
তার নাই নিস্তার
ধরে তারে দেয় কেচো গিলিয়ে ।

আমাশার রোগী এলে
ই হাতে কান ধরে
পেটটারে ঠিক করে কিলিয়ে ।

কলেরার রোগী এলে
দুপুরের রোদে ফেলে
দেয় তারে কুইনিন খাইয়ে।

তারপরে দুই টিন
পচা জলে তারপিন
ঢেলে তারে দেয় শুধু নাইয়ে ।

ডাক্তার সফদার
নামডাক খুব তার
নামে গাও থরথরি কম্প,
নাম শুনে রোগীসব
করে জোরে কলরব
পিঠটান দেয় দিয়ে লম্ফ ।

একদিন সক্ কাল
ঘটল কী জঞ্জাল
ডাক্তারে ধরে এসে পুলিশে,

হাত কড়া দিয়ে হাতে
নিয়ে গেল থানাতে
তারিখটা আষাঢ়ের উনিশে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা.. ২০১৫-১৬ ব্যাচ এর ডাক্তার চোরা ভাব তার। ;) B:-)
কষ্ট করে পড়ার ও কমেন্ট করার জন্য ধন্যবাদ গিয়াসলিটন ভাই।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: ২০৩০ সালের ঘটনা, কাহিনীটা খুব বাসি হয়ে গেল না। এত বাসি নিউজ পড়ার পরেও চমকে উঠলাম। চমৎকার আগামীর বাস্তবতার কল্পকাহিনী। ধন্যবাদ

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ প্রামনিক ভাই।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

ভালো লাগা থাকলো। অনেক।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


ঝাঁ ঝাঁ

২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: ঝাঁ ঝাঁ ,,,,,,,হা হা হা

৯| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২

গেম চেঞ্জার বলেছেন: ২০১৫-১৬ ব্যাচের সবাইকে নিয়ে এত ভয় পেলে যারা মেধা নিয়ে চান্স পেয়েছে তাঁরা কোথায় যাবে?

২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমিও আপনার মত চিন্তিত ওনারা কোথায় যাবে?

১০| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৫

অবনি মণি বলেছেন: এই ইউজার নাম টি আজও আমাকে ভীষণ কাঁদায় ; জানিনা আপনি কে? তবে এই নামটা দেখেই ভালো লাগছে । অনুসরণ করলাম ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার কাদাঁর সঠিক কারণ আমার জানা নাই।অনুসরণ করবার জন্য অসংখ্য ধন্যবাদ।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

কিরমানী লিটন বলেছেন: দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

ভালো লাগা থাকলো। অনেক।

অনিঃশেষ শুভকামনা।

আমার পক্ষ থেকে নিরন্তর ভালোবাসা আর শুভাশিস ...

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা .....

সবাইকে ধন্যবাদ।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

আরণ্যক রাখাল বলেছেন: চ্যাং এর মন্তব্য পড়ে হাসতেছি

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০০

শাহরিয়ার কবীর বলেছেন: আমিও হেসেছিলাম।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

আরণ্যক রাখাল বলেছেন: আপনার রম্য চরম হইছে

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১২

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

আরণ্যক রাখাল বলেছেন: @গিয়াসলিটন ভাই, ছড়াটা কার? চরম লিখেছে?
সুকুমার রায়ের নাতো? যারই হোক, মাথার টুপি খুলে দিলাম তাঁরে

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১

শাহরিয়ার কবীর বলেছেন: গিয়াসলিটন ভাই ডাইরেক্ট কপি মারছে।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪

আরণ্যক রাখাল বলেছেন: :)

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ........

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা । :(
কান্নার ইমোও হবে সাথে।

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: আজ্ঞে ...হি হি হি ... সত্য বলেছেন। ধন্যবাদ

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

সুলতানা রহমান বলেছেন: হাহাহা হিহিহি :P

২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: আজ্ঞে ...হি হি হি.........।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

জুন বলেছেন: আর যারা নিজেদের যোগ্যতায় সুযোগ পেয়েছে তাদের জন্য কষ্ট হচ্ছে। ভালো লিখেছেন

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক বলেছেন।কষ্ট করে পড়বার ও কমেন্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ জুন আপা।

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

জনম দাসী বলেছেন: ক্ষত বিক্ষত পা নিয়া দৌড়াইলেন ক্যামনে ... মনে অয় চ্যাং আননেরে ধইরাআলাই চিলো না রুগী ... আহারে এই পাও লইয়া আবার স্টেশনেও যাইবার চান। অ মোর খোদা, আল্লায় বাচাইয়া রাহুক আননেরে...

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: হুম....... তুফান পরিবহনে চড়ে। আর দৃশ্যপট ছিল সেপ্টেম্বর। এখন আমি ভালা । আনহের লগে স্টেশনে যামু আরও ছয় মাস বাকি ঠিক আছে ক্যন?

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

জয়ীর পরাজয় বলেছেন: প্রশ্ন ফাঁস বন্ধ করতে না পারলে সব ক্ষেত্রেই এমন হবে

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক বলেছেন।কষ্ট করে পড়বার ও কমেন্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ

২১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

জনম দাসী বলেছেন: জীবন ক্ষণস্থায়ী তবু হায়; ডাক্তারি শাস্ত্র মতে বলিয়াছে এ যে নীরব ঘাতিনী হায়, সময় যে বেশী নাই। তয় আআর দাক্তর আবার আননের দাক্তরের লাহান ২০১৫ ব্যাচের নয় বুজযেন নি। বহু আগের হেমাটলজি না জানি হিম ঘরে পাঠানোলজি বিশেষজ্ঞ । ছয় মাসতো বহুত ঢের বাত হে কবি সাব। বেদনার মাঝেও হাসি খুজিয়া মরি হায়। ভাল থাকুন সকলে সব সময়।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০

শাহরিয়ার কবীর বলেছেন: হেমাটলজি মনে হয় রক্তের ডিসঅর্ডার জনিত রোগ । এই বিষয় জ্ঞান কম। ছেড়া তার জোড়া লাগনোর কাজ করতে করতে কখন তারছেড়া গেছি বুঝতে পারিনি। ছয় মাসতো আপনার পোষ্ট মনে করেছি ২১/৫/২০১

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

জনম দাসী বলেছেন: আননে তো ২০৩০ সালের কতা ২০১৫ তে লিকছেন গো... আর আই চলমান কতা লেইক্ষা গেলাম...

২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন ।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

আমি মিন্টু বলেছেন: ২০৩০ সাল কিন্তু শাহরিয়ার ভাই বহু পুরনো হয়েগেছে ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: ২০৩০ সালে এমন হতে পারে কাল্পনিক ভাবনা ত !!!!! নতুন কি পুরাতন বুঝতে পারছি না। কষ্ট করে পড়বার ও কমেন্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

নুরএমডিচৌধূরী বলেছেন: এবসুলিট রাইট
দিনে দিনে যা হচ্ছে
ক্রমশই বাংলাদেশের রূপ খারাপের দিকে
লিখায় হাসি মাখা +++

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
এ থেকে মুক্তি চাই ........

ধন্যবাদ ভাই।

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

এম.এ.জি তালুকদার বলেছেন: ব্লগে আমি নতুন হওয়ায় লেখাটি আমার কাছে একদম নতুন এবং পড়ে,খুব ভয় পাচ্ছি। আল্লারে, আমাদের হয়তো নিস্তার নাই,অদুর ভবিষ্যতে এই ভাগের একজন ডাক্তার আমরা আমাদের এলাকায় পাই নাকি!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভয় কিছু নাই সবাই ত আর ঐ পথে পাশ করে নাই। আমার ব্লগে আপনাকে স্বগতম

২৬| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মজা পেলাম।

এরকম আরও দিন না!
প্লাস!

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: লেখার সময় পাই না। মূলত বাংলা শব্দ শেখার জন্য ব্লগিং করি ,ব্লগ পড়া হয় বেশি।
কেমন আছেন?

২৭| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল।
আপনি কেমন আছেন?

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার মত .............।

২৮| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩

খায়রুল আহসান বলেছেন: ভয়টা জেনুইন। জানিনা, এদের হাতে পড়ে রোগীদের কী অবস্থা হবে!

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
দিন দিন শিক্ষার যে অবস্থা হচ্ছে, তাতে ভয় পওয়াটাই স্বাভাবিক ! তারা কি শিখবে আর মানুষকে কি সেবা দিবে .....

সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.