নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

অনন্ত কালের প্রহরী

১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:০০



অপদার্থ ভেবে ডাষ্টবিনে দিলে ফেলে
সেদিন নিদারুন-নিরুপায় আমি শুনেছিলাম,
হৃদয় ভাঙ্গার বোবাকান্না ___

রোবটের মত অনুভুতীহীন হয়ে দাঁড়িয়ে।
কেনই বা হারিয়ে গেলে এই অবেলায়?

ক্রমাগত বাড়ছে যত হৃদয়ের ক্ষত।
সেদিন হতে , এ আত্নাকে রেখেছি ঢাকা মেডিকেলের হিমঘরে
হঠাৎ যদি দেখা হয় তোমার-আমার একশত বছর পরে___;
ফের দেখা হবে কিনা জানিনা !!!

খুঁজছি মরুভুমির এক প্রান্ত হতে আরেক প্রান্তে,
কত দিবা-নিশি ক্ষয়ে বয়ে গেল !!!
তবুও অপেক্ষায় রবো আমি অনন্তকালের প্রহরী হয়ে।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: রমাগত বাড়ছে যত হৃদয়ের ক্ষত।
সেদিন হতে , এ আত্নাকে রেখেছি ঢাকা মেডিকেলের হিমঘরে
হঠাৎ যদি দেখা হয় তোমার-আমার একশত বছর পরে___;
ফের দেখা হবে কিনা জানিনা !!!

খুঁজছি মরুভুমির এক প্রান্ত হতে আরেক প্রান্তে,
কত দিবা-নিশি ক্ষয়ে বয়ে গেল !!!
তবুও অপেক্ষায় রবো আমি অনন্তকালের প্রহরী হয়।

অসাধারন লিখনি কবি হে.........।!

১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

২| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৯

কল্লোল পথিক বলেছেন:





অনুভূতির চমৎকার প্রকাশ।
কবিতায়+++++++++++

১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

৩| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারন লেখনী

১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

৪| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৬

মহসিন ৩১ বলেছেন: হঠাৎ যদি দেখা হয় তোমার-আমার একশত বছর পরে___;
ফের দেখা হবে কিনা জানিনা !!
টেম্পো প্লাস +++++++

১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

৫| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল ! +।

১২ ই জুন, ২০১৬ রাত ৩:১১

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

৬| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালোলাগা রেখে গেলুম, ভ্রাতা....
চমৎকার..!! +++

১২ ই জুন, ২০১৬ রাত ৩:১১

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

৭| ১১ ই জুন, ২০১৬ রাত ৮:৫৯

দীপংকর চন্দ বলেছেন: ক্রমাগত বাড়ছে যত হৃদয়ের ক্ষত।

শুভকামনা কবি।

ভালো থাকবেন। সবসময়।

১২ ই জুন, ২০১৬ রাত ৩:১১

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

৮| ১১ ই জুন, ২০১৬ রাত ১১:৩৩

উল্টা দূরবীন বলেছেন: ভালো হয়েছে।

১২ ই জুন, ২০১৬ রাত ৩:১২

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

৯| ১৩ ই জুন, ২০১৬ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর, সাবলীল কবিতা। ছবিটা খুবই আবেদনময়।
সেদিন হতে , এ আত্নাকে রেখেছি ঢাকা মেডিকেলের হিমঘরে
হঠাৎ যদি দেখা হয় তোমার-আমার একশত বছর পরে___;
-হৃদয়স্পর্শী অভিব্যক্তি।
ভালো লেগেছে, + +

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

১০| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৭

বিজন রয় বলেছেন: ঢাকা মেডিকেলের হিমঘরে............. সমগ্র কবিতাকে এই তিনটি শব্দ দৃষ্টিকটু করেছে। এমনকি শুধু হিমঘরে দিলেই হতো।

তা না হলে প্রহরী কীর্তণ ভাল লেগেছিল।

১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক করে দিবো কি?

১১| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১২

বিজন রয় বলেছেন: হা হা হা .............

আমি আপনাকে ঠিক করে দিতে বলবো, এটা ভাল দেখায় না। ওখানে অামার মতামত জানিয়েছি। হয়ত ভবিষ্যতে আপনার ভাবনায় কাজে লাগবে।

শুভকামনা।

১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে দাদা
ভাল থাকুন।

১২| ১৩ ই জুন, ২০১৬ রাত ৮:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

১৪ ই জুন, ২০১৬ রাত ৩:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

১৩| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:২২

অতৃপ্তচোখ বলেছেন: হঠাৎ যদি দেখা হয় তোমার-আমার একশত বছর পরে...;
বড়ই আত্মবিশ্বাসী ভালোবাসা। স্পর্শকাতর।

শুভ হোক আপনার পথচলা

০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.