নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

প্রেমের আত্নহত্যা

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৫



আত্মার-প্রেমের আত্নহত্যার কথা
কাকে বলিবো,কাকে বলিবো?
বেদনার অব্যক্ত বোবা কান্না
স্মৃতিতে বাজে হৃদয়ে প্রান্তরে।
তোমারি রেখে যাওয়া তিন বছরের পুরানো স্মৃতি_

কেমনে ভুলিবো, কেমনে ভুলিবো।
ফের দেখা হবে কিনা জানিনা__
কি অপরাধ ছিল মোর?
কোন বাদশার হাসি দেখে অন্ধের হাসি কেড়ে নিলে,
তুমি কি বলিতে পার ,তুমি কি বলিতে পার?

মানুষের মন নিয়ে কেন খেলা কর,
এর উত্তর কি দিতে পার?
প্রশ্ন করো, প্রশ্ন করো, তুমি তোমাকে।

ছবিঃ নেট



মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১:০১

অরুনি মায়া অনু বলেছেন: কিছু কিছু কষ্ট নিজের মাঝেই রেখে দিতে হয় | এই পৃথিবীতে কেউ কারো নয়, কেউ কাউকে বোঝেনা | মনের বোঝা হালকা করতে কাউকে কিছু বলবেন তো উল্টো সে ই ভুল বুঝবে |

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: পৃথিবীতে সবাইকে বিশ্বাস করতে হবে আবার জেনে বুঝেও করতে হবে।
যদি কোন সমস্যা থাকে, তাহলে তার মুক্তির পথও থাকে।

কিন্তু ,তা কত মাইল দূরে???
গল্পে ছিল ভিন্নতা আর প্রেক্ষাপট ছিল অন্য।।

২| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১:১৬

অরুনি মায়া অনু বলেছেন: এই গল্প থেকে এটুকুই বুঝেছি, প্রেমের মৃত্যু হয়ত হয়নি তবে প্রেমময় একটি আত্মার মৃত্যু হয়েছে নিশ্চিত |
বিশ্বাস তা নিজেকেও করতে নেই

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: বিশ্বাস করেছি যত
ঠকেছি তত।
তবুও বিশ্বাস কমেনি
কারো হতে।।
অদৃশ্য ঘেরে দেখেছি কত
তাহারি মুখছবি যত।
ইশারায় আমায় ডাকোনি কখনও
দেখেছ যত মৃত মানুষের মত।

৩| ২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৫:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর হয়েছে

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকুন।

৪| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৩

জুন বলেছেন: একটু আগেই তিন ভুবন বিখ্যাত শিল্পীর আত্মহত্যা নিয়ে একটি প্রতিবেদন পড়লাম পেপারে। চিত্রশিল্পী ভ্যান গগ, কবি সিলভিয়া প্লাথ আর লেখক আর্নেষ্ট হেমিংওয়েকে নিয়ে। আর আপনার এখানেও দেখি একই বিষয়। বিষয়টি নেতিবাচক হলেও কবিতাটি সুন্দর শাহরিয়ার কবির।
+

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: আপু, বিষয়টা কাকতালিও ভাবে মিলে যেতে পাড়ে কিন্তু লেখাটা অনেক আগে লিখেছিলাম। ঐ কবিতার সাথে কি আমার এ লেখার হুবাহুব মিল আছে ?

৫| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩১

অরুনি মায়া অনু বলেছেন: এই জীবন শুধু তুমি আমিতেই শেষ হয়ে যায়না। এই জীবন শুধু নিজের নয়। এই জীবন অনেকের। আজ আমার কথায় হয়ত রাগ হতে পারে আপনার। অল্প বয়স তাই বুঝতে পারছেন না। কিন্তু অনেক গুলো বছর পার হবার পর মনে হবে বৃথাই সেই তুমির জন্য জীবন ক্ষয় করেছেন। ভালবাসা ভাল, তবে ভালবাসার জন্য নিজেকে বলি দেওয়া ভাল নয়।
ভাল থাকুন সারাক্ষণ এই কামনা করি।

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: জীবনটা মমবাতির মত দাড়িয়ে থেকে আলো দেওয়া। মমবাতি নিজের জন্য জ্বলে না, অন্য জন্য জ্বলে এবং জ্বলতে জ্বলতে, একসময় শেষ হয়ে যায়।
জীবনের মানে খুজতে গিয়ে অনেক বছর খুয়ে গেছে, সেখানে ছিল দুঃখ, কান্না, হাসি। আছে শুধু বাকি পথ বাকি।
প্রেম করার মানে কেন বা কি কারণ!!
উপলব্ধি করার ক্ষমতা ,হয়ত বা আমার নাই।।বুবু

কোন এক ক্ষণে ভাল লেগেছিল মনে
উন্মাদের মনে কথা হয়নি বলা ব্যকরণের নিয়মে।

৬| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩২

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ দাদা।

৭| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ২:২২

জেন রসি বলেছেন: প্রেমের আত্মহত্যা ব্যাপারটা ইন্টারেস্টিং।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: কেন জানি মনে হয়েছিল,
তাই লিখেছিলাম।।
আমার কাছেও ব্যাপারটা ইন্টারেস্টিং...............

৮| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৩:১২

শেয়াল বলেছেন: স্যাক কাইসেন নাকি ? :-/ :-P :-P :-P

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: ছেঁকা খেয়ে বেঁকা হয়েছে, যে বীর তার নাম কবীর !!!

৯| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এই বৃত্ত থেকে বেরিয়ে আসা যায়না ভাই?
আর কতো?

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক বলেছেন আর কত?
আস্তে আস্তে চেষ্টা করবো।
ধন্যবাদ ভাই

১০| ৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৭

গেম চেঞ্জার বলেছেন: মানুষের মন নিয়ে কেন খেলা কর,
এর উত্তর কি দিতে পার?
প্রশ্ন করো, প্রশ্ন করো, তুমি তোমাকে।


হাঃ হাঃ হাঃ খপ্পরে পইড়া গেছেন নাকি? ;) ;)

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েনি, খপ্পরে যদি পড়তাম তার পরের অনুভুতি কেমন তার বহিঃপ্রকাশ।

১১| ৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৬

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




মানুষের মন নিয়ে কেন যে আর একটি মন খেলা করে, সে কথা সেই মনখানা নিজেও জানেনা । এটাই এরকম খেলার নিয়ম । শেষ হয়েও হবেনা শেষ !

প্রশ্ন হয়তো করা যায় কিন্তু উত্তর মিলবেনা কখনও । তাই " প্রশ্ন করো, প্রশ্ন করো..." এমন চীৎকার নিরুত্তরের দেয়ালে মাথাকুঁটে মরবেই শুধু।
কবিতাটিতে সে কথাই লেখা ।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: শুধুমাত্র আকাশের ঠিকানায় লেখা।।
এর উত্তর কথনো মিলবেনা।
জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয়।
ভালো থাকুন ভাই।

১২| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫

মশিউর বেষ্ট বলেছেন: ভালো হয়েছে।

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২১

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৩| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: কেমনে ভুলিবো, কেমনে ভুলিবো।
ফের দেখা হবে কিনা জানিনা__
কি অপরাধ ছিল মোর?
কোন বাদশার হাসি দেখে অন্ধের হাসি কেরে নিলে,
তুমি কি বলিতে পার ,তুমি কি বলিতে পার?

মানুষের মন নিয়ে কেন খেলা কর,
এর উত্তর কি দিতে পার?
প্রশ্ন করো, প্রশ্ন করো, তুমি তোমাকে।


হৃদয় ছুঁয়ে গেল কবিতাটি। ভুল: কেরে। সঠিক: কেড়ে। ধন্যবাদ কবি।

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক করে নিচ্ছি।
ধন্যবাদ
ভালো থাকুন।

১৪| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:




আমাদের তরুণরা কি হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে, কবিরা কেন এই গান গাচ্ছেন?

৩০ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আমাদের, কমের সঠিক মুল্যায়ন নাই, কথা বলার অধিকার নাই,
পাশের বাড়ির লোক চুরি করে, তা দেখে কি আমার মন ভরে ?

সবকিছু দেখা দেখি বাদ দিয়ে
পিরিত গবেষনায় ব্যস্ত আছি।

ভালো থাকুন ভাই।

১৫| ০১ লা আগস্ট, ২০১৬ ভোর ৫:৩১

টাইম টিউনার বলেছেন: । আকাশের টিকানায় চিতি লিখেন। সুন্দর লিখেছেন। যার জন্য লিখেছেন , তার পর্যন্ত যাবে আশা করি।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: তাই ভাবছি !!! পোষ্ট অফিস এখন বন্ধ...........।

১৬| ০১ লা আগস্ট, ২০১৬ ভোর ৬:৫০

সাগর মাঝি বলেছেন: ভালো লাগলো, জ্বালাটাও আবার শুরু হলো।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: তাহলে আমি আর কি বলি ???

১৭| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৫

খায়রুল আহসান বলেছেন: কেমনে ভুলিবো, কেমনে ভুলিবো - একেবারে ভোলা না গেলেও ভুলে থাকার মত কিছু নিয়ে ব্যস্ত থাকার পথসন্ধান এ জগত সংসার আমাদেরকে যথাসময়ে দেখিয়ে দেয়।
কবিতায় ৬ষ্ঠ প্লাস দিয়ে গেলাম।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ।।।

১৮| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৪১

মেহেদী রবিন বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা।

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৯| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:১০

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২০| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১

পথহারা পথিক আমি বলেছেন: ভাবনাটা অসাধারণ কবি।।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২১| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর । শুভেচ্ছা

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২২| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

কল্লোল পথিক বলেছেন:





ভালো লাগল।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২৩| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটিরকম লাগল।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২৪| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.