নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির পাতায়

০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৩



সুতোয় বাঁধিনি তারে বেধেছিনু পরাণে,
অসীম শূন্যতা দিয়ে গেল সে কোন দূরে।

আজও স্মৃতির পাতায় রয়ে গেল সে,
কল্পনার রেল পথে চলেছি কত
বহু পথ ঘুরেছি সন্যাসীর মত।

কত রাত্রি ক্ষয়ে গেল বয়ে গেল নেমে এল অন্ধকার__;

আজও এ হৃদয়, না অশান্ত না প্রশান্ত
না সবুজ না হলুদ পাতাটির মত করে।

হয়তবা আমি মিশে যাবো একদিন
পৃথিবীর পথে স্বাদে কিংবা বিস্বাদে।

মন্তব্য ৪৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫০

কানিজ ফাতেমা বলেছেন: পৃথিবীর পথে স্বাদে কিংবা বিস্বাদে। দারুন কথা ।

১০ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ০৯ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতার প্রথম লাইনটুকু একটু বেশী ভাল লাগায় অন্যায় করে নিলাম একটুখানি, আশা করি মনে কিছু করবেন না কবি সাহেব।

সুতোয় বাঁধিনি তারে বেধেছিনু পরাণে,
সকলের অগোচরে, একান্ত গোপনে
মনের চোরাগলি পেড়িয়ে
লোকচক্ষু এড়িয়ে
বেসেছিলেম ভাল তারে
রেখেছিলেম মন মাঝারে
আজ দিয়ে অসীম শুন্যতারে
গেল সে চলে কোন সুদূরে


ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য। ভাল থাকুন সবসময়।

১০ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ
আপনিও ভালো থাকুন।

৩| ০৯ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

১০ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৪| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৪৮

টাইম টিউনার বলেছেন: হি হি দুক্ষ নিপাত যাক , আপনার ব্লগে ডু মারি নতুন কোন লিখা পাইনা , অনেক ভাল লাগলো পড়ে।

১০ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: নিপাত যাক .......
ধন্যবাদ।

৫| ১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৮

মৌমুমু বলেছেন: সুতোয় বাঁধিনি তারে বেধেছিনু পরাণে,
অসীম শূন্যতা দিয়ে গেল সে কোন দূরে।

পুরো লিখাটাই অনেক ভালো লেগেছে কিন্ত এই লাইন দুটি একটু বেশি সুন্দর।
ভালো থাকবেন।

১০ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:

আমার লেখা পড়েছেন এবং
মন্তব্য রেখেছেন, এ কারণে আপনাকে
অসংখ্য ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন।

৬| ১০ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৫

অরুনি মায়া অনু বলেছেন: সুতোয় বাঁধিনি তারে বেধেছিনু পরাণে"..... মন ছুঁয়ে গেলরে নাতি।

১০ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
আনহের কথায়
আমারও মন ছুঁয়ে গেলরে নানী।

বুড়ি বয়সে ভিমরুতি
আমি ছাড়া নাই গতি

৭| ১০ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৯

অরুনি মায়া অনু বলেছেন: এমন ভাল সবাই বাসতে জানেনা। আজ মন খারাপের দিন। কেন যেন আরও বিষণ্ণ হয়ে গেলাম।

১০ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: একজন কবি
সাধারণ মেয়েকে
অসাধারণ ভেবেই কবিতা লেখে।।
আর সেই জরিনা তা বুঝেনা, বলেই এত সমস্যা !!!

আনহের মন খারপে কি সেশন জট চলছে নাকি ?

না কৃত্রিম মন খারাপ??
নাকি কোন কি স্পেশাল ডে আজ।

৮| ১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো।

সুতোয় বাঁধিনি তারে বেধেছিনু পরাণে,
অসীম শূন্যতা দিয়ে গেল সে কোন দূরে।

আজও স্মৃতির পাতায় রয়ে গেল সে,
কল্পনার রেল পথে চলেছি কত
বহু পথ ঘুরেছি সন্যাসীর মত।

কত রাত্রি ক্ষয়ে গেল বয়ে গেল নেমে এল অন্ধকার__;

আজও এ হৃদয়, না অশান্ত না প্রশান্ত
না সবুজ না হলুদ পাতাটির মত করে।

হয়তবা আমি মিশে যাবো একদিন
পৃথিবীর পথে স্বাদে কিংবা বিস্বাদে।

১২ ই আগস্ট, ২০১৬ রাত ১:২২

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৯| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৬

অরুনি মায়া অনু বলেছেন: নাতি আপনি আছেন কেমন?

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: যায়যায় দিন আর কি !!!
সবি, তো চলে গেছে আর কি বাকি আছে,


আমার নিজেকে দেখার,আর সময় নাই
আমার চারপাশ ভালো থাকলে আমিও ভালো থাকবো।
আনহে কেমন আছেন???

১০| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৬

অরুনি মায়া অনু বলেছেন: ওরে বাবা আপনি আবার এত ভাল হয়ে গেলেন কবে। সেদিনই তো প্রায় প্রাণ ত্যাগ করে দিচ্ছিলেন :P

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
মন ক্ষণে,ক্ষণে রঙ বদলায়
নিজেকে বদলানো চেষ্টায়।
নিয়তির কাছে আর কোন
মিনিত নাই।
আমার সবকিছুতে চাওয়া-পাওয়া ছিল সামান্য কিন্তু এই সামান্য,
যে কখন অসামান্য হয়ে গিয়েছে
বুঝতে পাড়ি নাই।

১১| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৯

অরুনি মায়া অনু বলেছেন: থাক থাক এত রাতে মাথা গরম করে আর কাজ নেই। এখন মাথা ঠাণ্ডা করার একটা সিরাপ খেয়ে ঘুমিয়ে পড়ুন :)। ওহহহ এখন আবার বলবেন নাতো,
ঘুম নাহি মোর চোখে
আপনি বকে বকে,
আপনারে কই ঘুমাস যদি
মারব কিন্তু তোকে।

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১:০১

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক বলেছেন , ঘুম দরকার ।।।

১২| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: "আজও স্মৃতির পাতায় রয়ে গেল সে,
কল্পনার রেল পথে চলেছি কত
বহু পথ ঘুরেছি সন্যাসীর মত" - চমৎকার বলেছেন এ কথাগুলো! খুব ভালো লেগেছে।

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৩| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৮

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো । ++

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৪| ১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৪

মেহেদী রবিন বলেছেন: দুঃখ নিপাত যাক। সুন্দর কবিতা।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: দুঃখ নিপাত যাক,
ধন্যবাদ।

১৫| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৭

কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুন

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ।

১৬| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০১

রমিত বলেছেন: সুন্দর কবিতা!

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৭| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৪

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৮| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৫

খোলা মনের কথা বলেছেন: সুতোয় বাঁধিনি তারে বেধেছিনু পরাণে,
অসীম শূন্যতা দিয়ে গেল সে কোন দূরে।


অসাধারন বিরহের কবিতা। ভাল লাগলো

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৯| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৪

ডঃ এম এ আলী বলেছেন: আজও স্মৃতির পাতায় রয়ে গেল সে,
কল্পনার রেল পথে চলেছি কত
বহু পথ ঘুরেছি সন্যাসীর মত।

ভাল লাগল কবিতাটি
আসলেই ঘুরছি সন্যাসির মত ।
শুভেচ্ছা রইল

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২০| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০২

গেম চেঞ্জার বলেছেন: ;) কবিতায় ছ্যাঁকাপ্রীতির গন্ধ পেলেও বেশ মানসম্পন্ন লাগলো। :)

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ছ্যঁকা খেয়ে বেঁকা হয়েছে যে বীর তার নাম শাহরিয়ার কবির।।
ভবিষৎ এ যে আরো লিখতে পারি।।

ধন্যবাদ লুমান্টিক দাদা ।।

২১| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১০

শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.