নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:২৮



তোমার দাম্ভিকতার আঘাতে
এ হৃদয় হয়েছে ক্ষত-বিক্ষত।

তোমার জগৎ জুড়ে রঙিনতায় অনাবৃত,
দিশাহীন যাত্রী নিঃঙ্গ নিস্তব্ধতার আধাঁরে
হেঁটেছি অজস্র কল্পনার বহুপথে।

আমি ব্যস্ত অবিরাম ফলশূন্য কাজে
তবুও এ হৃদয় মানে না যে !
দুনিয়াটা রঙিন বটে সাদা-কালোর সংমিশ্রনে।
আজও জানা হলনা তোমার হৃদয় কোন জনের

যতবার আমি ভেবেছি তোমায় ভুলে যাব
ততবার হেরে গিয়েছি নিজের সাথে,
মরিচিকা ধরতে আর কতদূর ?
তোমায় নিয়ে যত স্বপ্ন আমার ছিল,
তুমি তা জাননি, বোঝার চেষ্টাও করনি।

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫২

অরুনি মায়া অনু বলেছেন: হুম তারপর? কি পেলেন অবশেষে? নি:স্ব হাত বাড়িয়ে নিজেকে ভিখিরি বানিয়ে তার বিনোদন হয়ে রইবেন আর কতকাল!

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: কেহ যদি বিপদে পড়ে তাহলে
কেহ কেহ মশকারা করে X((

২| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে , ব্লগে স্বাগতম।

৩| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৭

অরুনি মায়া অনু বলেছেন: মশকরা নয়, খুব রাগ হচ্ছে আপনার উপর। সামনে থাকলে নির্ঘাত কানমলা পেতেন।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: আপনি আমার নানী ১০০ বার কানমলাও দিলেও,আমার সমস্যা নাই কিন্তু তার কারণ জানার ছিল।

৪| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৫

অরুনি মায়া অনু বলেছেন: অযথা কান্নাকাটি, ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে দেখলে মেজাজ কিন্তু খাঁচা ছাড়া হয়ে যায়। আনন্দের লেখা লিখুন। কষ্ট সব বাদ দিন।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: আনন্দের একটাও শব্দও বের হয় না, এখন আমি এখন কি করবো। :`>

৫| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৫

অরুনি মায়া অনু বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে",,,,,,
হুম এইবার কুড়িয়ে নিন।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: থাক কিছু কমুনা শুধু দেখুম......

আমার ঘর ভেঙ্গেছে
নানী আমার লাফাচ্ছে। B-) =p~ :-B

৬| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:২৫

কানিজ রিনা বলেছেন: একজন বানর ছিল মানুষ রুপি মুখোশ। তার অনেক
সঙ্গী ছিল। কিন্তু আমি তাকে সোনার ছিকলে বেঁধে
রেখে ছিলাম দুই যুগ। কেন? তাকে বলতে যাব প্রেম
কোনটা। সেতো বানর অনেক বানরী থাকে যার।
সে কি করে বুঝবে এহৃদয় মন কোন জনের।
আমি বুঝতে চাই আর কত খেলা বাকী।

আপনি কিছু মনে করেন না,আপনার ছবির মানুষ
আমার খুব প্রিয়,
ধন্যবাদ

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: আবার ফিরে আসুক সে B-))

ধন্যবাদ ব্লগে স্বাগতম।

৭| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:৪১

গেম চেঞ্জার বলেছেন: এইটা কি হইলো! কেন হইলো!! বুদ্ধি আর কিছু রোমান্স দিয়েই তো জয় করা যেত! :| :|

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: যা গেছে ক্ষয় হয়ে তা আর কিভাবে ফিরে দেখি।
এখন শুধু স্মৃতিতে বাজে।

৮| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:৪৬

nilkabba বলেছেন: তাইতো আমি তাকে ছুটি দিয়ে দিয়েছি।

আজকে তোমায় দিলাম ছুটি
হাতটা এবার ছাড়ো
হাতটা তুমি অন্য হাতে
শক্ত করে ধর।।।।।
খুব সুন্দর লিখেছেন।।।।।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ২৬ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:১৯

ফেরদৌসা রুহী বলেছেন: আহারে।
এজন্যই সময় থাকতেই যা বলার বলে দেয়া উচিত

২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

শাহরিয়ার কবীর বলেছেন: ভুলটা ঐ খানে হয়েছে ।
ব্লগে স্বাগতম।

১০| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৩

এস আই সুমন বলেছেন: অনেক ভাল।

২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১১| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০২

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১২| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যতবার আমি ভেবেছি তোমায় ভুলে যাব
ততবার হেরে গিয়েছি নিজের সাথে,
মরিচিকা ধরতে আর কতদূর?" তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না!

২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১২

শাহরিয়ার কবীর বলেছেন: কল্পনা মানেই মরিচিকার মত
ওখানে অনেক কিছু আসে
কিন্তু তার বাস্তব ফলশূন্য।

ধন্যবাদ।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩

প্রামানিক বলেছেন: আমি ব্যস্ত অবিরাম ফলশূন্য কাজে
তবুও এ হৃদয় মানে না যে !
দুনিয়াটা রঙিন বটে সাদা-কালোর সংমিশ্রনে।


ভালো লাগল। ধন্যবাদ

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৪| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।++

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৫| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: গুরু, কি ভালো ?

১৬| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: যতবার আমি ভেবেছি তোমায় ভুলে যাব
ততবার হেরে গিয়েছি নিজের সাথে,
মরিচিকা ধরতে আর কতদূর ?
তোমায় নিয়ে যত স্বপ্ন আমার ছিল,
তুমি তা জাননি, বোঝার চেষ্টাও করনি।[/sb

চমৎকার++

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

ব্লগে স্বাগতম।

১৭| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৯

নামে বইয়ের পোকা বলেছেন: ভুল করিনি ভালোবেসে
তবু তুমি ভুলে গেলে!
স্বপ্ন দেখার পড়ে কেন
স্বপ্ন তুমি ভেঙ্গে দিলে! :||

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: যে যাবার সে তো চলে যায়
র্নিলজ্জ মন না মানতে চায়
যে এসেছিল সে থাকার নয় !!!

ধন্যবাদ, ব্লগে স্বাগতম।

১৮| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৬

ধ্রুবক আলো বলেছেন: সত্যি ভালো লেখেন, নিয়মিত পড়ার চেষ্টা করব

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: পাশে পাবো বলে অসংখ্য ধন্যবাদ । B-)

শুভ কামনা রইল।

১৯| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
শব্দের সঙ্গম।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১২

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২০| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০৮

অ্যালেক্স আমিন বলেছেন: অসাধারণ হইছে শাহরিয়ার কবীর ভাই।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২১| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: যতবার আমি ভেবেছি তোমায় ভুলে যাব
ততবার হেরে গিয়েছি নিজের সাথে,


সুন্দর লিখেছেন। B:-/

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

ফরহাদ মেঘনাদ বলেছেন: চাইনা তোমায়, কারণ পেলেই ভরে যাবে বুক
পাওয়া হবেনা আমার প্রিয় রোদনভরা সুখ !

বেদনা মঙ্গলময় কবি ভাই!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.