নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

তুমি প্রতিমা হৃদয় মন্দিরে

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:০৫



পদ্মাবতী-
কেন তোমায়,
এ হৃদয় মন্দিরে বসিয়ে ছিলাম এক প্রতিমা রুপে,
কেন তোমায় পূজেছিলাম নীরবে ?
কেন তবে ভেঙ্গে দিয়ে গেলে এ হৃদয়টাকে,
তোমার ছলনার বাঁধভাঙ্গা শব্দের আওয়াজে।

পদ্মাবতী -
ভালোবাসায় কি আছে?
তোমায় ভালোবেসে,
আমি জেনেছি আমি যে এক জুয়াড়ি ;
এই জুয়াড়িদের জীবনে শান্তি বলে কিছু থাকে না,
থাকে শুধু তাতে, না পাওয়ার দুঃখ, কষ্ট, আর যন্ত্রণা....

পদ্মাবতী -
তোমায় না জেনে, না বুঝে,
তোমায় একতরফা ভালোবেসে
এ হৃদয়টাকে আহত করেছি'
তোমার ঐ ছল-চাতুরি নামক জুয়ার বোর্ডে।
সত্যিকারের আমি যে এক আনাড়ি-জুয়াড়ি বলে,
তারপরেও আজও তোমায় অনেক ভালোবাসি ।

ছবিঃ নেট ।



মন্তব্য ৭৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:১৫

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কবিতা। :)

তবে ভাইয়ুর জীবনে কি শুধু প্রেম একবারই এসেছিল? নাকি একাধিক বার? জাতি জানতে চায়। ;)

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: যদিও বলি এক বারও না ; এ কথা শুনার পরে আপনার অনুভূতি কি ?


ধন্যবাদ ।।

২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:১৭

অর্ক বলেছেন: খুব সহজ সরল একটি কবিতা! সত্যি ভাল লাগলো। আসলেই কি নাম পদ্মাবতী?

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। পদ্মাবতী নামটা, আসলে ওখান থেকে নেওয়া........ তারপরে কি, তা জানিনা B-)


ধন্যবাদ ।।

৩| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:২১

আলভী রহমান শোভন বলেছেন: ধুর ! প্রেম না আসলে প্রেমের কবিতা ক্যামনে লিখলেন? মগা পাইছেন? ভংচং বুঝায়া লাভ নাই। সত্যি কথা কইয়া ফালান। ;)

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবীর কবির ওপেন চ্যালেঞ্জ B-) কোন মেয়ে যদি বলেতে পারে, তাহলে, সেই হবে আমার স্বপ্নে রানী !!! ঐ পথে আজও যায়নি.... ভাই ।। প্রেম করিতে টাকা লাগে ;) কারো জীবনের গল্প থেকে কাল্পনিক কবিতা লিখি, এই আর কি ...... এই হল আমার লাভ স্টোরি !!! B-)



ধন্যবাদ ।

৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:২৯

নাগরিক কবি বলেছেন: বাহ! ;)

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: এতো ছোট মন্তব্য কেন !!! এখন কি শীতের দিন । B-)


ধন্যবাদ ভাই ।

৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৪০

ওমেরা বলেছেন: এক পক্ষের কথা শুনে কিছু বলা যায় না ! !! আপনি আপনার কথা বলতে পারেন , সে যে ছল চাতুরী করেছে সেটা বুঝব কি ভাবে ! তার দিক থেকে হয়ত সেই ঠিক আছে । এমন ও কো হতে পারে সেই ঠিক ।
সহজেই যে জিনিস পাওয়া যায় তার কোন মূল্য থাকে না !

যাগ গা এটা তো একটা কাল্পনিক কবিতা আমি এত কথা বলছি কেন !!

কবিতা ভাল হয়েছে ধন্যবাদ ।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা ওমেরা ..... আগে, বলুন ব্লগে প্রেমিক-প্রেমিকাদের বিচার করা শুরু করলেন কবে থেকে ? ;)


ধন্যবাদ ।।

৬| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৪২

ইফতেখারুল মবিন বলেছেন: সুন্দর____!!

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম !!!!


ধন্যবাদ ভাই ।।

৭| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৭

ওমেরা বলেছেন: আমি বিচার করব কেন , ব্লগ তো আপনারাই শুধু ঘৃনা জানান আবার বিচার চান ।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: কেন, মাইয়াগো বিরুদ্ধে লিখলেই গা জ্বলে !! :P পারলে ছেলেদের দোষগুলো বের করে নিয়ে আসুন, ব্লগ হল মুক্ত চিন্তার জায়গা এখানে কেউ বাধা দিবে না।। তাতে ছেলেরা ভুল থেকে শিক্ষা নিবে ।


ধন্যবাদ ।

৮| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ২:১৪

ওমেরা বলেছেন: জী না আমি নারীবাদি না গো ভাইয়া ।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: 'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।'

কবি কাজী নজরুল ইসলামের অর্ধেক অনুপ্রেরণা ছিল নারী!!! এখন, আমি কিভাবে নারীদের বিরুদ্ধে যাই বা কথা বলি ।। আমি কিছু টাউড-বাটপার মেয়ে আছে না, তাদের বিরুদ্ধে লেখার চেষ্টা করি, সেটা আমার জীবনের গল্প না হলেও। অন্য কারো জীবনের গল্প থেকে নিয়ে বা কল্পনা থেকে নিয়ে তা বাস্তবতার রুপ দেওয়ার চেষ্টা করি ।। আর, মানছি আমি আমার কবিতাগুলো একদম ছন্দহীন,তারপরেও একটু খেয়াল করে দেখবেন কবিতাগুলোতে গভীরতা আছে ।।

ধন্যবাদ ।।

৯| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৪১

ওমেরা বলেছেন: আমি কবিতা ভাল বুঝি না তবে আপনার বেশীর ভাগ কবিতাই ছ্যাঁকা খাওয়া মার্কা ।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: : হা হা হা... ছ্যাঁকা খেয়ে বেকা হয়েছে যে বীর তার নাম শাহরিয়ার কবীর!!

১০| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫৮

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর হয়েছে +++

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ।

১১| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১০

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১০

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম !!!!


ধন্যবাদ ভাই ।।

১২| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য...

ভালোলাগা রেখেগেলাম।

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ভাই ।

১৩| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৪

জনতার আদালত বলেছেন: ব্লগের প্রথম দিনের দিত্বীয় পাঠ এবং দিত্বীয় মন্তব্য। ভালো লাগল পড়ে কবিতা ।

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম !!!!

শুভ ব্লগিং ..........

ধন্যবাদ ভাই ।।

১৪| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার কবিতা কবি সাহেব।

১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৫| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৪

সাহিদা সুলতানা শাহী বলেছেন: ভালবাসার এক দম্পতিকে দেখলাম আজ, স্বামী স্ত্রীকে দাও নিয়ে কোপাতে তাড়া করছে। স্ত্রী প্রাণ ভয়ে অন্যের ঘরে আশ্রয় নিয়েছে। হায়রে ভালবাসা!

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
সত্যিই দুঃজনক ঘটনা..


ধন্যবাদ ।

১৬| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪১

ব্লগ মাস্টার বলেছেন: পদ্মাবতীর জন্য আবার নতুন করে প্রেম জেগে ওঠুক।

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৭| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫

মোস্তফা সোহেল বলেছেন: শুধু ভালবেসেই যান। যারা প্রকৃত ভালবাসে তারা প্রতিদান আশা করেনা।

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, তাহলে, ভালোবাসায় কি আছে ??? জানার জন্য প্রশ্ন করা ।। ;)


ধন্যবাদ ।

১৮| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১২

কল্লোল পথিক বলেছেন:

বেশ হয়েছে!

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ গুরু !!

১৯| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৮

মৌমুমু বলেছেন: কবিতা বাদ দিয়ে কবি এখন পদ্মাবতীর প্রেমে পড়েছে। পদ্মাবতীর পর কি কঙ্কাবতী!!
কবিতায় ভালোলাগা রইল কবি ।
ভালো থাকবেন।

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১২

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হ, সবাই এ কবিতা পড়ে কবির প্রতি এতো ক্ষ্যপা কেন, বুঝলাম না কিছু !! কবিতা কি বেশি কঠিন হয়ে গেছে নাকি, প্রিয় কবি !!! =p~

ধন্যবাদ
আপনিও ভালো থাকুন সবসময়......

২০| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৯

মৌমুমু বলেছেন: ক্ষ্যপা!! কই নাতো!!
তবে যে হারে আপনার কবিতার নায়িকা বদল হচ্ছে সে ক্ষেত্রে আপনার এই মন্তব্যটি
"ছ্যাঁকা খেয়ে বেকা হয়েছে যে বীর তার নাম শাহরিয়ার কবীর!!"
Perfect! :)

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: গতকাল জাতিস্মর মুভির গানটা শুনছিলাম; আর এ কবিতা লিখছিলাম। এখানেও পদ্মাবতী নামটা ছিল !! আর পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। পদ্মাবতী নামটা, আসলে ওখান থেকে নেওয়া.......

ধন্যবাদ ।

গানঃ

E TUMI KEMON TUMI

২১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ দাদা !

ভালো থাকুন সবসময়...।

২২| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর
ভাল লাগল কবিতা

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ, আপা।

ভালো থাকুন সবসময়...

২৩| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দুঃখ ভালোবেসেই প্রেমের খেলা খেলতে হয়!

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, বিরহ অভিজ্ঞতা থাকা দরকার......


ধন্যবাদ ভাই ।

২৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ!! কবিতা ছেড়ে পদ্মাবতী!!


পদ্মাবতী -
তোমায় না জেনে, না বুঝে,
তোমায় একতরফা ভালোবেসে
এ হৃদয়টাকে আহত করেছি'
তোমার ঐ ছল-চাতুরি নামক জুয়ার বোর্ডে।
সত্যিকারের আমি যে এক আনাড়ি-জুয়াড়ি বলে,
তারপরেও আজও তোমায় অনেক ভালোবাসি ।


ভালো লাগলো ভাই।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ।

২৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৯

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: অসাধারণ +++++

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ।

২৬| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৪

মৌমুমু বলেছেন: ব্লগার শাহরিয়ার কবির,
এভাবে ব্লগ ছেড়ে আছেন কেন? ব্লগে কোন কিছু হলে বা কারো দ্বারা কষ্ট পেয়ে থাকলে সেটা শেয়ার করতে পারেন অথবা সেটা মিমাংশা করার চেষ্টা করা যেতে পারে। তাই বলে অন্য কারো কারনে বা অন্য কোন কারনে ব্লগ ছেড়ে যাওয়াটা বোকামী ছাড়া কিছুই না! অনুরোধ রইল আপনার এতদিনের এত সুন্দর সুন্দর লিখাগুলো নিয়ে আবার ব্লগে ফিরে আসুন। যতদূর আপনার মন্তব্য পড়ে বুঝেছি যে ব্লগে সবার সাথেই আপনার সুসম্পর্ক। আপনি অনেক মজা করে মজার মজার মন্তব্য করেন। তাই কিছু অনাকাঙ্খিত ঘটনার জন্য ব্লগ ছাড়বেন না। ফিরে আসুন আপনার লিখা নিয়ে আপনার জন্যই!!
ভালো থাকবেন।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: আমি একজন কপিবাজের বিরুদ্ধে কথা বলেছিলাম, সে ছিল একজন মেয়ে ব্লগার। ঐ মেয়ে ব্লগার ও আরেক ব্লগারের পোষ্টে তার মন্তব্য ঘরে ছবি আদান প্রদান করছিল । একারণে, আমি শুধুমাত্র সে মেয়ে ব্লগারকে মেনশন করে , এর কারণ জানতে চেয়েছিলাম। তার কিছুকক্ষণ পরে, আরেক ব্লগার, ঐ মেয়ে ব্লগারের পক্ষ নিয়ে, আমাকে গালি দিয়েছে এবং আমার চরিত্র নিয়ে খারাপ অপবাদ দিয়েছে, ।।আমি নাকি ব্লগে মেয়েদের সাথে অশ্লীল আড্ডা দেই ।। এখন আপনি বলুন,এ ব্লগে আমি কিভাবে লিখি ? একারণে আমি নীরবে ব্লগ থেকে চলে বিদায় নিয়েছি। হয়তো, আর ব্লগে ফেরা হবে না, আপনাদের সাথে অনেক দিন চলেছি । অনেক সময় অনেক কথা হয়েছে । সাবাই ভালো থাকবেন।সবার জন্য শুভ কামনা রইলো ।



২৭| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৮

ধ্রুবক আলো বলেছেন: মৌমুমু আপুর কথার সাথে একমত। ব্লগ ছেড়ে যাবেন না। সাথে থাকুন নাহলে উৎসাহ পাইনা লেখার।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: একজন কপিবাজের বিরুদ্ধে কথা বলেছিলাম এবং ঐ মেয়ে ব্লগার আর আরেক ব্লগার তার মন্তব্য ঘরে ছবি আদান প্রদান করছিল ।একারণে আমি শুধুমাত্র সে মেয়ে ব্লগারকে মেনশন করে , এর কারণ জানতে চেয়েছিলাম।। তার কিছুকক্ষণ পরে, আরেক ব্লগার ঐ মেয়ে ব্লগারের পক্ষ নিয়ে আমাকে গালি দিয়েছে এবং আমার চরিত্র নিয়ে খারাপ অপবাদ দিয়েছে, ।।আমি নাকি ব্লগে মেয়েদের সাথে অশ্লীল আড্ডা দেই ।। এখন আপনিও বলুন,এ ব্লগে আমি কিভাবে লিখি ? একারণে আমি নীরবে ব্লগ থেকে চলে গিয়েছি ।।

২৮| ১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৪:২১

উম্মে সায়মা বলেছেন: আড্ডাঘরে সুজন ভাইয়ের মন্তব্য থেকে জানলাম আপনি ব্লগ ছেড়ে দিয়েছেন। পরে আরো কয়েকজনের মন্তব্য থেকে বুঝলাম কারো কথায় মনক্ষুন্ন হয়ে ব্লগিং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা কোন কথা হল শাহরিয়ার ভাই? কারো উপর রাগ করে ব্লগ ছেড়ে দিলে তো নিজেই হেরে গেলেন। আপনার 'কবিতা'র কবিতা নিয়ে ব্লগে ফিরে আসুন। শুভ কামনা রইল.....

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: আমি একজন কপিবাজের বিরুদ্ধে কথা বলেছিলাম, সে ছিল একজন মেয়ে ব্লগার। ঐ মেয়ে ব্লগার ও আরেক ব্লগারের পোষ্টে তার মন্তব্য ঘরে ছবি আদান প্রদান করছিল । একারণে, আমি শুধুমাত্র সে মেয়ে ব্লগারকে মেনশন করে , এর কারণ জানতে চেয়েছিলাম। তার কিছুকক্ষণ পরে, আরেক ব্লগার, ঐ মেয়ে ব্লগারের পক্ষ নিয়ে, আমাকে গালি দিয়েছে এবং আমার চরিত্র নিয়ে খারাপ অপবাদ দিয়েছে, ।।আমি নাকি ব্লগে মেয়েদের সাথে অশ্লীল আড্ডা দেই ।। এখন আপনি বলুন,এ ব্লগে আমি কিভাবে লিখি ? একারণে আমি নীরবে ব্লগ থেকে চলে বিদায় নিয়েছি। হয়তো, আর ব্লগে ফেরা হবে না, আপনাদের সাথে অনেক দিন চলেছি । অনেক সময় অনেক কথা হয়েছে । সাবাই ভালো থাকবেন।সবার জন্য শুভ কামনা রইলো ।

২৯| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

মৌমুমু বলেছেন: আপনি আমার মন্তব্যের প্রতিউত্তরে লিখেছেন-
আরেক ব্লগার, ঐ মেয়ে ব্লগারের পক্ষ নিয়ে, আমাকে গালি দিয়েছে এবং আমার চরিত্র নিয়ে খারাপ অপবাদ দিয়েছে, ।।আমি নাকি ব্লগে মেয়েদের সাথে অশ্লীল আড্ডা দেই ।। এখন আপনি বলুন,এ ব্লগে আমি কিভাবে লিখি ?

যদি আপনি আমার মতামত জানতে চান তবে বলবো, আপনার অবশ্যই ব্লগে ফিরে আসা উচিত। তানাহলে যারা আপনাকে চিনেনা তারা ভাববে যে ঘটনা হয়তো আসলেই সত্যি। মানুষকে এমনটা ভাবার স্কোপ কেন দিবেন? আপনি কখনোই আমার সাথে অশালীন আচরন করেন নি কিন্তু যদিও আমি বাকিদের কথা জানিনা। আপনি যদি আপনার দিক থেকে ডিটারমাইন্ড থাকেন যে আপনি কোন অন্যায় করেননি তবে কেনই বা আপনার সাথে ঘটে যাওয়া অন্যায়কে প্রশ্রয় দিবেন? তাই নিজেকে প্রমান করে হলেও আপনার উচিত ব্লগে ফিরে আসা। আপনি ব্লগিং করতেন কি শুধুই একজন, দুইজন বা তিনজনের জন্য?!! আশা করবো উত্তরটা হবে "না"। ফিরে আসুন আপনার জন্যই।
ভালো থাকবেন।

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: সত্যিই আপনার একজন সহব্লগারের প্রতি এ আন্তরিকতা দেখে আমি মুগ্ধ ! কিন্তু ব্লগে ফিরবো কিনা তা অনিশ্চত । যদিও আমি ফেসবুক ব্যবহার করি কিন্তু ফেসবুকে কোন কবিতা বা লেখা লিখি না। তা না হলে, আপনাকে আমার ফেসবুক আইডিটা দিতাম । তখন ফেসবুকে কবিতা পড়তে পাড়তেন।।

দেখুন, ব্লগার মৌমূমূ! একজন অভিজ্ঞ ব্লগার যদি,ঐ মেয়ে ব্লগারের সমন্ধে না জেনে ,না বুঝে। তার পক্ষ নিয়ে আমার সমন্ধে বাজে মন্তব্য করে। তখন আসলে সবকিছু মেনে নিতে কষ্ট হয় । ঐদিন, ঐ মেয়ে ব্লগারকে আমি প্রশ্ন করেছি বা এমন করার কারণ কি জানতে চেয়েছি ।। আমি তার সাথে কথা বলছি ।। ইতিমধ্যে, ঐ ছেলে ব্লগার, ঐ মেয়েটাকে মেইল আইডি দিয়েছে,।তারপরে তাদের কি কথা হয়েছে, তা আমি জানিনা, তার ঠিক ১০-১৫ মিনিট পরে, ঐ ছেলে ব্লগার আমাকে বাজে মন্তব্য করেছে ।

স্কিনশটঃ



(ঐ ব্লগারের ব্যক্তিগত তথ্য রক্ষার স্বার্থে কিছু তথ্য মুছে দেওয়া হল)

স্কিনশটঃ




আশা করি, এখন সবকিছু পরিষ্কার বুঝবেন ।
ধন্যবাদ,
ভালো থাকুন সবসময়...।

৩০| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: ব্লগে আবার কবিতা নিয়ে ফিরে এসেছেন দেখে ভাল লাগছে।
কবিতার শিরোনামটা সুন্দর!
তবে প্রেমকে, এমনকি একতরফা ভালবাসাকেও, জুয়া খেলা ভাবতে অসুবিধা হচ্ছে।
তবুও, কবিতায় দ্বাদশ ভাল লাগা + +

২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: জুয়া খেলার সাথে তুলনা করেছি । এ কারণে, যে জুয়া খেলা এক ধরণের নেশা ।। ঠিক তেমনি প্রেমের ক্ষেত্রেও তাকে যতবার ভুলে যেতে চাই , ঠিক ততবার মনে পরে ....। নেশার মত ।

ধন্যবাদ বড়ভাই ।
ভালো থাকুন সবসময়...।

৩১| ১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১০

নীলপরি বলেছেন: প্রথমে বলি কবিতা খুব ভালো লাগলো । ++++

আপনার কমেন্ট থেকে যা বুঝলাম , তাতে মনে হোলো কে্উ আপনাকে বলেছেন যে আপনি মেয়েদের সাথে ভালো ব্যবহার করেন না ! তাতে আপনি দুঃখ পেয়েছেন । অপমানিত হয়েছেন । তবে ঘটনাটাকে অন্য দৃষ্টিকোন থেকে দেখার জন্য অনুরোধ করছি ।
সত্যিই যদি আপনি তেমন করে থাকতেন , তাহলে তো সেসব মেয়ে ব্লগাররাই প্রতিবাদ করতেন । তাঁরা তা করেননি , তারমানে আপনার নামে যে অভিযোগ করা হয়েছে তা সত্য না ।
আমি সহব্লগার উম্মে সায়মার সাথে সহমত । এখন যদি আপনি ছেড়ে দেন তবে আপনিই শুধু হারবেন না , সেটাতে এটাও প্রমান হবে যে , মেয়েরা আপনার আচরণকে প্রশ্রয় দিয়েছেন ! তারমানে , আপনার সাথে সাথে মেয়েরাও অপমানিত হলেন না কি ?

তাই নিজের জন্যে না হোক সকলের স্বার্থে আবারো আপনাকে অনুরোধ করলাম ব্লগিং করতে ।

শুভকামনা ।

২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
সহব্লগারের প্রতি আপনার এ আন্তরিকতা ও ভালোবাসা দেখে, আমি আবার ব্লগে ফিরে আসতে বাধ্য হলাম । আপনার প্রশংসা করে আপনাকে ছোট করতে চাই না।
সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো ।

৩২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৭

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ, তবে ব্লগে বিচরন করা না করা নিয়ে মন্তব্যের ঘরে যে সমস্ত কথামালা দেখতে পেলাম তাতে অনেকটাই ব্যতিথ,
ব্লগে বিচরণ করা হোক আগের মত , এক কথায় বলব Please stay in the Blog as our literature claims you.

অনেক শুভেচ্ছা রইল ।

২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ভাই ।

সহব্লগারের প্রতি আপনার এ আন্তরিকতা ও ভালোবাসা দেখে, আমি আবার ব্লগে ফিরে আসতে বাধ্য হলাম । আপনার প্রশংসা করে আপনাকে ছোট করতে চাই না।
সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো ।

৩৩| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:১০

ভ্রমরের ডানা বলেছেন:



ফিরে আসুন...... ব্লগে আপনার মত প্রাণবন্ত মানুষকে মিস করছি!

২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১

শাহরিয়ার কবীর বলেছেন: কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়?
না জেনে ,বুঝে এক ব্লগার আমাকে অহেতুক গালি দিয়েছে । যদিও তার দোষ নেই। নাটের গুরু আরেক জন ।। সে যাইহোক, সে সব কথা, আর মনে করতে চাচ্ছি না । এখন থেকে আছি আপনারদের সাথে ।
আর সহব্লগারের প্রতি আপনার এ আন্তরিকতা ও ভালোবাসা দেখে, আমি আবার ব্লগে ফিরে আসতে বাধ্য হলাম । আপনার প্রশংসা করে আপনাকে ছোট করতে চাই না।
সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো ।

৩৪| ২০ শে জুলাই, ২০১৭ রাত ২:৪৩

ফকির জসীম উদ্দীন বলেছেন: পড়লে যেন হারিয়ে যাই কবিতার ভূবনে।

২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো ,

ধন্যবাদ ভাই ।
ভালো থাকুন সবসময়..।

৩৫| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৩

ধ্রুবক আলো বলেছেন: আমি ঐ মন্তব্য টা দেখেছি। ঐ ব্লগারের মাথায় সমস্যা আছে।
বাদ দেন ওসব, কপিবাজ এখন বাজারে ভরে গেছে, বললে উঠলে উঠে চোরের মার বড় গলা টাইপ।
এই জন্য এখন সব পোস্টে কমেন্ট করি না।

ফিরে এসেছেন ভালো লাগলো খুব।++++

২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: সে যাইহোক, সে সব কথা আর মনে করতে চাচ্ছি না । এখন থেকে আছি আপনারদের পাশে ।
আর সহব্লগারের প্রতি আপনার এ আন্তরিকতা ও ভালোবাসা দেখে, আমি আবার ব্লগে ফিরে আসতে বাধ্য হলাম । আপনার প্রশংসা করে আপনাকে ছোট করতে চাই না।
সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো ।

৩৬| ২১ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্যথিত হইলাম আপনার ব্যথায়।

কৃতজ্ঞতা ফিরে আসার জন্য। ভাই, কতজনে কতকিছু বলবে! সব কথায় গুরুত্ব দেয়া যায় না, দিতে নেই।

২১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: সহব্লগারের প্রতি আপনার এ আন্তরিকতা ও ভালোবাসা দেখে, আমি আবার ব্লগে ফিরে আসতে বাধ্য হলাম । আপনার প্রশংসা করে আপনাকে ছোট করতে চাই না।
সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো ।

৩৭| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০১

নীলপরি বলেছেন: খুশি হলাম আপনার সিদ্ধান্তে । আপনাকেও কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: আজও যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে । তার একটা দৃষ্টান্ত রাখলেন। যাক, আর আপনার প্রশংসা করে ছোট করতে চাই নাই। ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.