নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

সমাপ্তির রেখা টান

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৪



নীলিমা-
আমার কবিতার খাতাগুলি,
ফাঁকা পড়ে থাকার যন্ত্রণায়
দিচ্ছে নিষ্ঠুর অভিশাপ!
সত্যিই কি তুমি -আমায় ভুলে যাবে?
তুমি ছিলে আমার কবিতার সুর ও ছন্দ সবি !
যাও ভুলে যাও-
সবকিছু ভুলে যাও,মন থেকে মুছে ফেলো,
ভালোবাসার যত পুরাতন স্মৃতি।
এ যন্ত্রণারর হাত থেকে আমিও বাঁচি।


নীলিমা -
কিছু প্রশ্নের উত্তর আজও দিলে না;
এ কেমন নিষ্ঠুর ধ্বংসযজ্ঞ চালালে
আমাদের পবিত্র প্রেমের প্রতি
সবকিছু ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে দুটি হৃদয়ের
মাঝখানে সমাপ্তি রেখা টেনে
বিদায় নিয়ে।

নীলিমা -
যাও চলে যাও
আর ফিরে এসো না।
আমাদের ভালোবাসা...
থাক পড়ে অন্ধকারে।।

ছবিঃ নেট।

মন্তব্য ১০৭ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর!!!

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:০০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই ।
ভালো থাকুন সবসময়.....

২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:০২

উম্মে সায়মা বলেছেন: আপনার কবিতার নায়িকা বারবার বদলে যায় কেন? ;)
কবিতা বেশ ভালো লেগেছে....

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: একটা মেয়ের চার-পাঁচটা কি নাম থাকতে পারে না ?
.
রমণী, রামা, বামা, অবলা, মহিলা, স্ত্রী, মেয়ে, মেয়েমানুষ, ললনা, মানবী, মানবিকা, কামিনী, আওরত, জেনানা, যোষা, জনি, বালা, বনিতা, ভামিনী, শর্বরী। নারীর সমার্থক শব্দ যদি এতোগুলো থাকতে পারে। তাহলে আমার নায়িকার চার-পাঁচটা থাকলে ক্ষতি কী ;)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
ভালো থাকুন সবসময়.....।

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:২২

উম্মে সায়মা বলেছেন: আচ্ছা বুঝলাম আপনার নায়িকার নাম কবিতা পদ্মাবতী নীলিমা ইত্যাদি ;)

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: হা,হা,হা, কবিতা,পদ্মাবতী,নীলিমা,জরিনা ও জোসনা এই পাঁচটা হল আমার নায়িকার নাম, সবগুলো বলে দিলাম। ;)



ধন্যবাদ ।
ভালো থাকুন......

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:২৬

কাছের-মানুষ বলেছেন: এই কবিতা খানা নীলিমা পড়লে লুঙ্গি কাছার দিয়ে দৌড়ে চলে আসবে তাতে সন্দেহ নাই!
চমৎকার হয়েছে। আবেগ ঢেলে দিয়েছন কবিতায়।
শুভেচ্ছা রইল কবির প্রতি।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: এই কবিতা খানা নীলিমা পড়লে লুঙ্গি কাছার দিয়ে দৌড়ে চলে আসবে তাতে সন্দেহ নাই!
মেয়ে মানুষ লুঙ্গি পড়া শুরু করলো কবে থেকে !! ;)
হা, হা, হা.. জটিল ধাঁধাঁয় ফেলে দিলেন ভাই । ;)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....।

৫| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:২৭

জাহিদ অনিক বলেছেন: কবিতাটা পড়ার পরে শামসুর রাহমানের এই কবিতাটা মনে পড়ল,


তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি না।
আমাকে মন থেকে মুছে ফেলে
তুমি
আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো
আয়নায়, আঙুলে জড়াচ্ছো চুল, দেখছো
তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তুহীন উদ্যানের পথ, দেখছো
তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালি শহর,
আমাকে মন থেকে মুছে ফেলে
তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছো ফুল
আমি ভাবতেই পারি না।


নীলিমা-
আমার কবিতার খাতাগুলি,
ফাঁকা পড়ে থাকার যন্ত্রণায়
দিচ্ছে নিষ্ঠুর অভিশাপ!


সত্যিই কি তুমি -আমায় ভুলে যাবে?
তুমি ছিলে আমার কবিতার সুর ও ছন্দ সবি !


নীলিমা-থাকা কালে আপনার কবিতা আসত, এখন নেই তাই কবিতার খাতা ফাঁকা ।
আমার ক্ষেত্রে উল্টোটা হয় কেন কবীর ভাই কন তো !

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: শামসুর রাহমানের কবিতা ...

উপরের লাইনে কিছু মিলে গেছে দেখি
কপি পেষ্টর মামলায় পড়ার সম্ভবনা আছে কিনা?

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা,পদ্মাবতী,নীলিমা,জরিনা ও জোসনা ।

যদি তুমি না থাকো পাশে জীবনে আমার কি জীবনে আমার । গানটা মনে আছে নিশ্চয় ???

৬| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৮

কাছের-মানুষ বলেছেন: অনেক বিদেশী আছে বলে তোমরাতো মেয়েদের স্কাট পড় (আমাদের লুঙ্গিকে স্কাট বলে )! মেয়েরাতো স্কাট পড়ে তাই সেই লজিকে স্কাটকে লুঙ্গি বললাম আরকি! :)

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা,ঠিক আছে । সে যাই পড়ুক না কেন দৌড় দিলেই হলো ! আপনার মুখে চন্দন ফুল ফুটুক !! ;)

আবারও ধন্যবাদ ভাই।

৭| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪৪

জাহিদ অনিক বলেছেন: হা হা, না না । কপি পেস্ট মামলায় পড়বেন না । কয়েকটা এলোমেলো শব্দ মিলে গেছে শুধু ।

কবিতা,পদ্মাবতী,নীলিমা,জরিনা ও জোসনা আপনার নায়িকারা ?? বেশ তো মহাভারতে দ্রোপদীর পাচ স্বামী ছিল, আর আপনার কবিতায় পাচ নায়িকার একজন নায়ক (আপনি) ।

যদি তুমি না থাকো পাশে জীবনে আমার কি জীবনে আমার - নিশ্চয়ই মনে আছে । ববিতা ম্যাডামের আর ফারুখ স্যারের এই গান ভোলা যায় !

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: বর্তমানে এই কপি পেস্ট মামলা বড় ঝামালো ! বড় ডর লাগে ......... তাই আগেই ক্ষামা চাওয়া ভালো ।

০+০+০
ডাক্তারের প্রেসক্রিপশন এমন থাকে কেন ??


(কবিতা+পদ্মাবতী+নীলিমা = আমার এক নায়িকা)
এখন রইলো বাকি দুই ...
এখন আধুনিক যুগ তাই ঐ দু নামে ডাকলে সে মাইন্ড খাইতে পারে !!! :P

৮| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৫

চাঁদগাজী বলেছেন:


সামুর সব কবিতার বক্তব্য প্রায় এক, প্রিয়া অথবা প্রি্য নেই, চলে গেছে, ভুলে গেছে।
পদ্য মোটামুটি

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৩:০১

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই আমি নতুন লেখক ! আপাতত যাত্রা শুরুটা এগুলো দিয়ে করি । তারপরে না হয়, মঙ্গল কাব্য ও অমঙ্গল কাব্য অল্প-স্বল্প লেখার চেষ্টা করবো ।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....।

৯| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৩:১৫

জাহিদ অনিক বলেছেন: হা হা হা, কবিতা আধুনিক হয়ে যাবে না কিন্তু কবিতার নায়িকারা আধুনিক হয়ে যাবে ? নাম বদলে ফেলবেন না আবার !
জোসনা বেশ ভাল নাম ।

আপনার সকাল বিকাল প্রেসক্রিপশন দেখে দেখে নায়িকার নাম ঠিক করা উচিত । কখন কার নামে লিখবেন !

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা,সকাল-বিকাল ডাক্তারের প্রেসক্রিপশনের ঔষধগুলোর মত আমার নায়িকার নামও মনে রাখতে চাই । আর কবিতার নায়িকাগুলো যত আধুনিক হচ্ছে তত প্রেম-পিরিতে ঝামেলা বাড়ছে!!এখনও কি আগের মত খাঁটি প্রেম আছে !!! :P


ধন্যবাদ ।

১০| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:১৮

মৌমুমু বলেছেন: চমৎকার লিখেছেন কবিতাটা।
প্রথম প্যারাটা বেশি সুন্দর হয়েছে।
কবিতায় ভালোলাগা রইল। অনেক শুভকামনা।
ভালো থাকবেন কবি।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, প্রিয় কবি।
আপনিও ভালো থাকুন সবসময়.....।

১১| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৯

সনেট কবি বলেছেন:




কবি শাহরিয়ার কবির

‘সমাপ্তির রেখা টান’ কেন এ হতাশা?
আরেকটু প্রচেষ্টায় ফিরবেনা প্রাণ,
জড়ানো সম্পর্কে? তবে ছাড়ুন হতাশা
নীলিমা আসবে ফিরে আনন্দ বিলাতে।
সময় থমকে গেলে চালিয়ে দিবেন
নতুনত্ব যোগ্যতায় চমকে দিবেন
নীলিমার বাপশুদ্ধ অবাক হবেন
সমাপ্তির রেখাটানা নীলিমা ভুলবে।

আবার ভরবে শূণ্য কবিতার খাতা
আনন্দে আকুল হবে কবির হৃদয়
নীলিমা হাসবে, কবি ভালবাসবেন।
হে কবি শাহরিয়ার কবির হে গুণী
আপনার কবিতায় অনেক প্রাণের
নৈর্বদ্য দেখেছি তাই এত ভালবাসি।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: নতুনত্ব যোগ্যতায় চমকে দিবেন
নীলিমার বাপশুদ্ধ অবাক হবেন
সমাপ্তির রেখাটানা নীলিমা ভুলবে।


হা, হা, হা.... বড়ভাই, বাস্তবে নীলিমা অস্তিত্বহীন ! সুম্পর্ণ এটা কাল্পনিক কবিতা ।
আপনি অল্প সময়ে খুব সুন্দর সনেট লিখে ফেলেন দেখে খুব ভালো লাগলো ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, প্রিয় কবি।
ভালো থাকুন সবসময়.....।

১২| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৬

সনেট কবি বলেছেন:



কবি শাহরিয়ার কবির

সমাপ্তির রেখাটেনে নীলিমা গেলেন?
ফিরিয়ে আনুন তবে নিজ যোগ্যতায়।
এ যাওয়াই না হয় শেষ যাওয়ার
যেন ক্ষণকাল কোন, কবি প্রচেষ্টায়।
নীলিমার বাপসহ ফিরিয়ে আনুন
ফাইজলামি নাকি হে, মনভাঙ্গা কারো?
মানব বন্ধন করে প্রতিবাদ হবে
প্রয়োজনে প্রতিবাদী মিছিল চলবে।

আমারা কবির সাথে সকলেই আছি
মনভাঙ্গা অনাচার রুখবই তবে
চলে যদি যাবে তবে এসে ছিলে কেন?
ব্যার্থ প্রেমিকের দল এক হও সবে
হারাবার কথা নয় আর কোন দিন
নীলিমাদের ছিনিয়ে আনব এবার।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমারা কবির সাথে সকলেই আছি
মনভাঙ্গা অনাচার রুখবই তবে


লাইনটা খুব ভালো লাগলো । সবসময় সকলের ভালোবাসা পাই বলে.তাই তো কিছু লেখার সাহস করি......
আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, বড়ভাই ও প্রিয় কবি।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: ব্যর্থতার কবিতা অনেক লিখেছেন। এবারে কিছু সফলতার কথা শোনান। কিংবা একপাক্ষিক হলেও, শুধুই ভালবাসার কথা।

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: এবারে কিছু সফলতার কথা শোনান।

অবশ্যই, শোনাবো।এখনো নিজেকে একটু গুছানো বাকি আছে..........
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, বড়ভাই ও প্রিয় কবি।
আপনিও ভালো থাকুন সবসময়.....




১৪| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭

ধ্রুবক আলো বলেছেন: যত যাই হোক, এই যন্ত্রনা থেকে আর মুক্তি পাওয়া গেছে!!!
সব নিষ্ঠুর যন্ত্রনা।

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: কোন কিছুতে আটকে থাকা মানেই পচন ধরা....... দেখি মুক্তি পাওয়া যায় কিনা।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
ভালো থাকুন সবসময়.....

১৫| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




যে মেয়ে কবির অমন ভালোবাসাও আমলে আনেনা তাকে খারিজ করে দেয়াই ভালো । ;)
ভালোবাসার মামলাটা থাক পড়ে অন্ধকারে। :((

মোটামুটি লাগলো । তবে হাহাকার বেশি ।

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
যে মেয়ে কবির অমন ভালোবাসাও আমলে আনেনা তাকে খারিজ করে দেয়াই ভালো । :P

ভাইজান,তাকে অনেক ঝাড়া-ফু দেওয়ার পরেও সে সোজা হয়নি। :P এখন থেকে ভালোবাসার মামলাটা খারিজ .......


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
ভালো থাকুন সবসময়.....

১৬| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৫

বিজন রয় বলেছেন: নীলিমা ধূসর হলে কে তাকে মনে রাখে, হৃদয়ের সমাপ্তিরেখায় কি অলিখিত প্রেম খেলা করে?

নীলিমা -
যাও চলে যাও
আর ফিরে এসো না।
আমাদের ভালোবাসা...
থাক পড়ে অন্ধকারে।।
.............................. এটুকু অতিরিক্ত মনে হচ্ছে।

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
নীলিমা ধূসর হলে কে তাকে মনে রাখে,
হৃদয়ের সমাপ্তিরেখায় কি অলিখিত প্রেম খেলা করে?


আপনার লাইনটা খুব সুন্দর হয়েছে । তাহলে কি লাইনগুলো কেটে দিবো, না থাকবে ?

১৭| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৮

বিজন রয় বলেছেন: না লাইন কেটি দিতে হবে না। যা সৃষ্টি হেয়েছে সেটা থাক।
পরের লেখাগুলোতে এই বিষয়টি খেয়াল রাখার অনুরোধ থাকল।

ভাল থাকেন।

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে দাদা ।


ধন্যবাদ ।
আপনিও ভালো থাকুন।

১৮| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১

মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা কি দোষ করল যে অন্ধকারে ফালাইয়া রাখবেন।
ভাল কাম হইতাছেনা কিন্তু হু।
আর অন্য কবিদের সাথে কবিতার লাইন কেমনে মেলে।
সাবধান চোর হইতে সময় লাগে না।

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: ভালোবাসা বোতল বন্দি করে রাখি ......

আর, ভাবছি আর কবিতা কষ্ট করে লিখে কি লাভ হবে !! এখন থেকে অন্যর কবিতার লাইন চুরি করমু..... !! ;) ব্লগে দেখছি কেউ কেউ নাকি পূর্বজন্মে ককিল ছিল ;এখন আবার কাউয়া হয়ে যাচ্ছে । কিছুই বুঝতেছি না বিষয়টা । :P

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
ভালো থাকুন সবসময়.....।


১৯| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩

জনতার আদালত বলেছেন: অনেক সুন্দর ছন্দে কবিতা ভালো লাগল।

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
ভালো থাকুন সবসময়.....

২০| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

সুমন কর বলেছেন: যাক নীলিমা'র জন্য আমরা কিছু সুন্দর কবিতা পাচ্ছি..... ;)

ভালো হয়েছে।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা , ঠিক আছে দাদা । ;)
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
ভালো থাকুন সবসময়.....

২১| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিরহের কবিতাটি অনেক বেশি ভাল লাগলো।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই।
ভালো থাকুন সবসময়.....

২২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

নীলপরি বলেছেন: নীলিমা -
যাও চলে যাও
আর ফিরে এসো না।
আমাদের ভালোবাসা...
থাক পড়ে অন্ধকারে।।


হুম ! সেই ভালো ! ভালোবাসা ? সে অন্ধকারে থাকলেও চাপ নেই । বাস তো করি নিওন বাতি জ্বেলে! :)

কবিতা অসাধারণ লাগলো । ++++++++

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২১

শাহরিয়ার কবীর বলেছেন: সখী ভালোবাসা কারে কয় ?
কবিগুরু এতো জ্ঞনী-গুনী ও নবেল পাওয়া একজন ব্যক্তি।তিনিই বুঝতে পারলেন না যে, ভালোবাসা কী ?
এখন আমি কেমনে এর উত্তর দেই !! :P
আমার পেশা জীবনে তৈল ছাড়া বাত্তি জ্বলানোই আমার কাজ। নিজেকে আলোকিত করতে পারিনি,
এখনো অন্ধকারের পড়ে আছি...তাহলে বোঝেন এখন আমার কি অবস্থা । :D
আমার কবিতা,পদ্মাবতী, নীলিমা ,জরিনা ও জোসনার অস্তিত্ব ঠিক কারেন্ট এর মত আছে বোঝা যায় কিন্তু ধরতে পারিনা। :P

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
ভালো থাকুন সবসময়.....

২৩| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: যেয়ো না নীলিম
সুন্দর হয়েছে

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমার স্বগে আপনাকে স্বাগতম !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
ভালো থাকুন সবসময়.....

২৪| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৯

আখেনাটেন বলেছেন: বিরহেই নাকি কবিতা খোলে ভালো; সেখানে বিরহে আপনার কবিতার পাতা ফাঁকা পড়ে থাকবে; কবিতার মিথটা উল্টো হয়ে গেল না।

রুমি যদি বন্ধু তাবরিজের বিরহে না পড়তেন, তাহলে কি বিশ্ব 'মসনভি' পেত; কিংবা...

বিরহের জ্বালাকে ইগনাইট করে জীবন্ত অাগ্নেয়গিরির মতো লকলকে কবিতার লাভা ছড়িয়ে দিন অামাদের মাঝে। ;)

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: এখানে আপনার যুক্তি সাথে আমি সুম্পর্ন একমত ।
আমি আসলে লেখাতে বোঝাতে চেয়েছি।কবি এখন ধৈয্যহারা হয়ে সবকিছু ছেড়ে দিতে চাচ্ছে !
কবিতা কবির প্রাণ ; সেখানে কবি কবিতা লিখবে কিনা এটা সন্দেহ ! একটা রোমান্টি সম্পেকের মাঝে বিরহ থাকবেই ! তাই তো বলা হয়েছে
আমার কবিতার খাতাগুলি,
ফাঁকা পড়ে থাকার যন্ত্রণায়
দিচ্ছে নিষ্ঠুর অভিশাপ!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই।
ভালো থাকুন সবসময়.....

২৫| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: অন্ধকারে থাকবে কেন ? আপনারটা আলোয় রেখে দিন, দ্যুতি ছড়াবে !

কবিতা ভাল লেগেছে ।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
যাহা চাই তাহা ভুল করে চাই,. যাহা পাই তাহা চাই না। কবিগুরুর মত আমারও এক অবস্থা ! :P

সত্যিই কথা বলতে কি !! আমার নায়িকা অস্তিত্ববিহীন ! কাল্পনিক কবিতা । আর, বাস্তবে কেউ কোন দিন বললো না চল ভালোবাসি ....... ;)
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
ভালো থাকুন সবসময়.

২৬| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৫

ধ্রুবক আলো বলেছেন: ভাই আপনার ফেবু আইডির লিঙ্ক দেয়া যাবে?

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার পোষ্টে মন্তব্য রেখে এসেছি .......... একটু দেখুন ।

২৭| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৮

করুণাধারা বলেছেন: নীলিমা ফিরে আসুক, ভালবাসা অন্ধকারে পড়ে থাকবেনা বরং আলোর মুখ দেখবে।শুভকামনা রইল।

এত চমৎকার কবিতা। কিন্তু বিরিয়ানিতে একটা কাঁকর আছে। শিরোনামে সামাপ্তি নাকি সমাপ্তি হবে?

ভাল থাকবেন।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা..... আচ্ছা ঠিক আছে ভাই। দেখা যাক কি হয় !! ;)


সমাপ্তি হবে বানান ভুল ছিল !!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
ভালো থাকুন সবসময়.....

২৮| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০০

সনেট কবি বলেছেন:



কবি শাহরিয়ার কবির

এভাবেই নীলিমারা যায় সব ছেড়ে
অতীতের কথাগুলো ভুলে নিরিবিলি
আর তাতে হাহাকার পড়ে অনবদ্য
বিরহের দাবদাহে প্রিয়জন মনে।
হে কবি শাহরিয়ার কবির, নীলিমা
হৃদয় রাজ্যের এক তোল পাড় করা
মানবী, আপনি যাকে তুলেছেন ভাল
কবিতার ক্যানভাসে ধন্যবাদ তাই।

যে যায় সে বুঝে নাকি বিরহের জ্বালা
শূণ্যতায়? অহরহ অগ্নিগিরি জ্বলে
ঘুমকাড়ে দু’চোখের, কাটেনা সময়।
কবি কথা চেতনায় নীলিমারা বুঝে
সমাপ্তির রেখাটেনে না গেলেই হয়
জীবনটা সুখকর সঙ্গীর বেলায়।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

শাহরিয়ার কবীর বলেছেন: আমাকে নিয়ে খুব সুন্দর করে সনেট লিখেছেন ভাই ।
অশেষ কৃতজ্ঞতা জানবেন ।

২৯| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৬

মোস্তফা সোহেল বলেছেন: শাহরিয়ার কবির ভাই
আজ বন্ধু দিবস।
আজকের এই দিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
হ্যাপি ফ্রেন্ডশীপ ডে।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকেও বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
হ্যাপি ফ্রেন্ডশীপ ডে।


ধন্যবাদ, ভালো থাকুন ।

৩০| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: নীলিমা -
কিছু প্রশ্নের উত্তর আজও দিলে না;
এ কেমন নিষ্ঠুর ধ্বংসযজ্ঞ চালালে
আমাদের পবিত্র প্রেমের প্রতি
সবকিছু ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে দুটি হৃদয়ের
মাঝখানে সমাপ্তি রেখা টেনে
বিদায় নিয়ে।

তীব্র আকূতি । :(

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
ভালো থাকুন সবসময়.......

৩১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২২

নীলপরি বলেছেন: আরে তাই তো বলেছি ভালোবাসা অন্ধকারে থাকলেও অসুবিধা নেই ! :)

শুভকামনা ।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ... এতা কিছু বুঝিতে অক্ষম ! :D

বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
হ্যাপি ফ্রেন্ডশীপ ডে।

ধন্যবাদ ।

৩২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,



প্রতিমন্তব্যের সূত্র ধরে বলি --- ভালোবাসার সব মামলাই খারিজ হয়ে যায়না ।
কিছু কিছু মামলাকে আমলে নিতে হয় বন্ধুর মতো ....



০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার কাছে ভালোবাসা পাওয়া মানে, এ তো আমার পরম পাওয়া ...।


বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা, বড়ভাই
হ্যাপি ফ্রেন্ডশীপ ডে।
ধন্যবাদ
ভালো থাকুন সবসময়....।

৩৩| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

অপ্‌সরা বলেছেন: অন্ধকারে একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া যেতে পারে!

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: কারো পৌষ মাস কারো সর্বনাশ :P
মনের বাত্তি বড় বাত্তি
বাহিরে বাত্তি কিছু না !! ;) ;)


ধন্যবাদ আপুমনিতা ।

৩৪| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৬

অপ্‌সরা বলেছেন: :P

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আপুমনিতা,!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!বাহ !!!!!!!!!! মুগ্ধ !!!!!!!!!!!!
কেন মুগ্ধ
তা তো জানিনা !!!!!!!!!!!!!!!!!!!!!! X(( :P

৩৫| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৭

এফ.কে আশিক বলেছেন: আহা ব্যথা জাগানিয়া...
দারুন লিখেছেন ভাই

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই।
ভালো থাকুন সবসময়.....

৩৬| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৮

নীলপরি বলেছেন: বি লেটেড হ্যাপি ফ্রেন্ডশীপ ডে।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা ............. ধন্যবাদ ।

৩৭| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৪

নীলপরি বলেছেন: আমার প্রতিউত্তরটা দেখেছেন কি ? বললেন না তো আমার অনুবাদ করার চেষ্টাটা কেমন লাগলো ? সময় পেলে জানাবেন । :)

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: দেখেছি !!!!!!! নিশ্চয়, এ নিয়ে পরে আলোচনা করবো !! আমি সাজিয়ে গুছিয়ে মন্তব্য করতে পাড়ি না, একারণে অন্য ব্লগারা মন্তব্য করুক! :P ! তারপরে ....


ধন্যবাদ।

৩৮| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: এইটা না পারা ? আমার আগের পোষ্ট বা অন্যান্যগুলোতে বেশ গুছিয়েই মন্তব্য করেছেন ।

আপনার যখন সময় হবে তখনই মন্তব্য জানাবেন । :)

ধন্যবাদ ।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: আরে, একখানা লজ্জা বিষয় বলি !!!!!!! বুড়া হয়ে গেলাম তারপরে আজও দাড়ি, কমা এখনো ঠিক মত ব্যবহার করতে পাড়িনা।। আগের পোষ্টে অনেক বানান ভুল ছিল!!! আপনি হয়তো চশমা ছাড়া পড়েছেন । তাই হয়তো চোখে পড়ে নাই !!!!!!!! :P


ধন্যবাদ!!!!

৩৯| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা+

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই ।
ভালো থাকুন সবসময়.....

৪০| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

রওশন_মনি বলেছেন: এত সুন্দর সুন্দর নামে আপনি প্রেয়সীকে ডাকেন, একটি নামও কি তার হৃদয় স্পর্শ করেনা? অনেক সুন্দর অভিমানী লেখা। সফলতা কামনা করি।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: মনে হচ্ছে, প্রেয়সী আমার হৃদয়হীনা...।



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল আপা।
ভালো থাকুন সবসময়.....

৪১| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৪

সামিয়া বলেছেন: ভালোবাসা কখনো অন্ধকারে থাকেনা,
ভালোবাসার অবস্থান আলোতে।
ভালোলাগা+++

০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন: কেউ কখনো ভালোবাসেনি তো, তাই তাহার মর্মকথা এখনো বুঝিনি !!
কল্পনায় আকাশে উড়েছি বহুবার ........ :P

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, প্রিয় কবি।
ভালো থাকুন সবসময়.....

৪২| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: নীরব ভালোবাসা অন্ধকারেই পড়ে থাকে।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই ।
ভালো থাকুন সবসময়.....

৪৩| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সব ব্যথা নীরবে সইবো,
তোমার লেখা গান আমি গাইবো
যদি ভুল বোঝে চলে যাও...

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ...... :P

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই ।
ভালো থাকুন সবসময়.....

৪৪| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবির নীলিমাটাকে সুবিধার মনে হচ্ছে না ! বিরাট হারামী।
কাব্য ভাল হয়েছে।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ...... এর পরে ‘‘‘বিরাট হারামী’’ শিরোনামে একটা কবিতা লিখবো, ভাই :P

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই ।
ভালো থাকুন সবসময়.....

৪৫| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৭

বিলিয়ার রহমান বলেছেন: কোন এক নীলিমা থাকলে হয়তো আমরা কিছু প্রণয়ের সুর শুনতাম!!:)

নীলিমারা নেই বলে এখন শুনছি বিরহের সুর!:)


জয় নীলিমাদের জয়!;)


কবিতায় প্লাস!:)

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: নীলিমারা বিরাট হারামী’ গো দাদু ভাই !!!!!!!!


ধন্যবাদ !!

৪৬| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১২

বিলিয়ার রহমান বলেছেন: সাবধান!!!! নারীবাদীরা আপনার ঐ প্রতি উত্তর পড়লে কিন্তুক কেল্লা ফতে!!!;)

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: কুনু সমস্যা নেই !!!!!!!! নীলিমারা বড় হারামী, এই শিরোনামে এরপরে একটা কবিতা মুক্তি পাবে !! :P

৪৭| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪

বিলিয়ার রহমান বলেছেন: অপেক্ষায় থাকলুম!:)

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদু দাদু !!!

৪৮| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই ।
ভালো থাকুন সবসময়.....

৪৯| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



যাও ভুলে যাও-
সবকিছু ভুলে যাও,মন থেকে মুছে ফেলো,
ভালোবাসার যত পুরাতন স্মৃতি।
এ যন্ত্রণারর হাত থেকে আমিও বাঁচি।


যত কথাই হোক না বলা
জীবনেও হবেনা ভুলা
যতই যন্ত্রনা ও কষ্টই হোক না কেন
স্মৃতিতে জেগে থাকবেই থাকবে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই ।
ভালো থাকুন সবসময়.....

৫০| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪১

সিনবাদ জাহাজি বলেছেন: কবিতারে ছাইড়া আবার নীলিমা
:D

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা+পদ্মাবতী+নীলিমা = আমার এক নায়িকা............ আরো দুইটা নাম আছে !!! জরিনা ও জোসনা !!!




ধন্যবাদ ।

৫১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৩

সিনবাদ জাহাজি বলেছেন: নীলিমা বা কবিতা যাঈ হোক, সুন্দর লিখা।
:) +

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ !!

৫২| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৭

আলো_ছায়া বলেছেন: বিরহের লেখা পরতে ভালো লাগে ভাই। বিরহদানকারীর কথা মনে পরে যায়।
কবিতা ভালো লাগলো।

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম !!

বিরহ আছে বলে তো ভালোবাসা এতো সুন্দর !!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই ।
ভালো থাকুন সবসময়.....

৫৩| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২১

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর ।নীলিমা এখন ভালো আছে নিশ্চয় ;)

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: নীলিমা এখন গোল্লায় গেছে ..

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ভাই ।
ভালো থাকুন সবসময়.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.