নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

নীলিমা বড় হারামী

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৫



নীলিমা-
তুমি আর কতকাল অবলা, সরলা,
কোকিলা হয়ে থাকবে,
এবার মুখ ফুটে কিছু একটা বলো?
তুমি না মানুষ, আমিও তো মানুষ
তবে কেন এ ব্যবধান রাখো
শুধু তোমার বুদ্ধিতে ?


নীলিমা-
তুমি কিসের প্রতীক
ভালোবাসার না নিষ্ঠুরতার ?
তোমার হৃদয় কিসে গড়া ;
পাথরের না, কোমলতার
তুমি কি হৃদয়হীনা?


নীলিমা-
তোমার নীরবতায় অনেক প্রশ্নের জন্ম দেয়;
তুমি একটা ছলনাময়ী
তোমার চোখে আছে যাদু, মুখে মধু,
আর অন্তরে বিষে ভরা,
এক নাগিনী
সত্যিই তুমি বড় হারামী !


ছবিঃ নেট ।


মন্তব্য ৮৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


নীলিমা বুঝার চেস্টা করছে, এটা কি বসন্তের কোকিলের গান?

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই, বসন্ত এখনো অনেক দেরি আছে ! এখন বর্ষাকাল চলে আর বর্ষাকালে নাকি মানুষ একটু রোমান্টিক কিন্তু এ কবিতা ভিন্ন কথা বলছে..... ! এটা আসলে টিনএজদের জন্য লেখা ! তাদের গায়ে দখিনা বাতাস গায়ে একটু বেশি লাগে ....... :D

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....।

২| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩

জুন বলেছেন: কবিতার শিরোনামে অবাক হোলাম শাহরিয়ার কবির । ছলনাময়ী লিখলে কি ভালো হতো না ?
যাই হোক আপনার রাগী রাগী কবিতায় অনেক ভালোলাগা রইলো ।
+

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপু, ভালো হতো কিন্তু এটা আসলে টিনএজদের জন্য লেখা ! তাদের গায়ে দখিনা বাতাস গায়ে একটু বেশি লাগে আবার তাদের কথার কোন গুরুত্ব দেওয়া ঠিক না......


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, আপু
ভালো থাকুন সবসময়.....

৩| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২

জুন বলেছেন: তাইলেতো আমার মত বুড়া মানুষের এইখানে মন্তব্য করা ভুল হৈলো :(
এইটা সহ আগের মন্তব্য ও ১ নং প্লাস চিনহ টা মুইছা দেন :((

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০

শাহরিয়ার কবীর বলেছেন: আপু, হা, হা, হা লাইক ও মন্তব্য ফেরত নিবেন !!! বুড়া কবিতা আমি লিখতে পাড়িনা ।। সবাই খুব সুন্দর, সুন্দর কবিতা লেখে !! যদিও আমার কবিতাগুলো অকবিতা হয় । তারপরেও চেষ্টা করি পোলাপানদের মন রক্ষা করতে ।কারণ, অল্প বয়সের প্রেমের তো আর প্রেম না ! :P কবিতায় রঙিন আবেগ যে সবসময় জ্বালা দেয়, আসলে সেগুলো তুলে ধরার চেষ্টা করি ।


আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

প্রামানিক বলেছেন: বুঝলাম এটা তরুণদের কবিতা কাজেই জুন আপার সাথে আমিও নাই।

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২২

শাহরিয়ার কবীর বলেছেন: প্রামাণিক ভাই, তাহলে গোফূন কথা শুনেন !!
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবির নীলিমাটাকে সুবিধার মনে হচ্ছে না ! বিরাট হারামী।
কাব্য ভাল হয়েছে।

আমার আগের কবিতায় লিটন ভাই মন্তব্য করেছিল ; আমার কোন দোষ নেই ! শিরোনাম ওখান থেকে আমি চুরি করেছি !! ;)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৫| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

শায়মা বলেছেন: হায় হায় হারামী!!!!!!!!!!!

নিলীমা!!!!!!!! B:-)

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপুমনিতা, হুম নীলিমা দিন দিন বড় হারামী হয়ে যাচ্ছে ! এর একটা বিচার করা দরকার !! :P
এ কবিতা নিজেকে একটু টিনএজ এর কেউ কল্পনা করে লেখা !!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৬| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


"বসন্তের কোকিল" একটা প্রবাদ

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে ভাই !

আবারও্ আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৭| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই! নীলিমা'রা সবসময় হারামিই হয় ভাই! বুঝেনা তারা হৃদয়ের তাড়না!

দারুণ বলেছেন ভাই, মিলে গেছে।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা, এ কবিতার সাথে আপনারও কি জীবনের গল্প মিলে গেছে ! মনে কষ্ট নিয়েন ভাই !! সব নীলিমা আবার এক না !!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়

৮| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

জাহিদ অনিক বলেছেন: যাক নায়িকার নাম বদলায় নায় । আগের নায়িকাই আছে ।

এটা টিনেজারদের জন্য লেখা ? তাই হারামী শব্দ চয়ন, তাই না ? কবীর ভাই ?


তাহলে আমাদের মত বড়দের নীলিমার জন্য কিছু একটা লেখেন !

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: তাই হারামী শব্দ চয়ন, তাই না ?

হা,হা,হ. কাঁচা পিরিতির তিক্তা অভিজ্ঞতা কবিতায় উঠে এসেছে !!! নীলিমা নাম রেখে দিয়েছি। তবে যে কোন সময় পরিবর্তন হতে পারে !!!
আর বড় নীলিমারাদের নিয়ে লিখবো !!! কিন্তু কি লিখবো ভেবে পাচ্ছি না ।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়

৯| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

ধ্রুবক আলো বলেছেন: ভাই এর হারামিই হয়! দুঃখ এরা ভালো ছেলে চিনে না!

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা, সব নীলিমা আবার হারামী না ভাই !!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়

১০| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় +++

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়

১১| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

জেন রসি বলেছেন:

এইটা কি সুইসাইড নোট? :P

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: নীলিমার বিষে এমনিতেই মরে গেছি আবার সুইসাইড করা লাগে !!! ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়..........

১২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

সিনবাদ জাহাজি বলেছেন: :)
সবুরে মেওয়া ফলে।
নীলিমা হোক আর কবিতা হোক কেউই হারামী না।
আপনাকে একদিন অবশ্যই বুঝবে।
কবিতায় + + +

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা,, ধৈয্যহারা হয়ে গেলেম যে সিনবাদ সাহেব !! দিনদিন আরো দিশেহারা হয়ে যাচ্ছি !!! আপনার জাহাজের খবর কি !!!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়

১৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৬

উম্মে সায়মা বলেছেন: জুন আপুর মত আমিও ভাগি। টিনএজদের কবিতা তারাই পড়ুক। তবে কবিতা ভালো হয়েছে....

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা, আচ্ছা ঠিক আছে !!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়

১৪| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




বিভিন্ন মন্তব্যের উত্তরে বুঝলুম , এটা টীন এজারদের জন্যে । সে অর্থে বর্তমানের হালচাল মিলিয়ে কবিতা ঠিক আছে । শেষের অংশটা যথার্থ মনে হয় । টীন এজাররা ভালো থাকুক । এই বিশেষণটা যেন আর ব্যবহৃত না হয় সেদিকে তারা খেয়াল রেখে যত্নবান হবেন , এটা আশা করতে দোষ নেই ।

এবার কবিতার কথায় আসি --- কবিতা ভালো হয়েছে ।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই, খুব সুন্দর মন্তব্য করেছেন !!
আসলে এ কবিতার মেসেজ হল- দুষ্ট নারী হতে সাবধান ! এই দুষ্ট নারী সব কালেই ছিল এবং তা থাকবেই ! তাদের ফঁদে পড়ে কারো, কারো জীবন পযর্ন্ত নষ্ট হয়ে গেছে !!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়

১৫| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮

সুমন কর বলেছেন: এবার কিন্তু মোটামুটি হয়েছে। শিরোনাম ভালো হয়নি।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: এ কবিতা একদম ছেলে মানুষিকতা করা ! আচ্ছা, দাদা ঠিক আছে !


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়

১৬| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নীলিমাতো চোখের ভ্রম কবি! কষ্ট নিয়েন না শুভ্রতা একদিন ডেকে বলবে ভাল বাসি ....।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: নীলিমা কবির জীবনে আসুক আর না আসুক !! তবে এ যুগের পোলাপানদের যেন এমন কবিতা আর না লিখতে হয় !!!!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১৭| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: নীলিমারা এমনই হয়।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১২

শাহরিয়ার কবীর বলেছেন: সব নীলিমারা আবার এমন হয়না। যার ঠক খাওয়া রাশি তার কপালে এমন হয়....

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়

১৮| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

নীলপরি বলেছেন: শেষ শব্দ ছাড়া পুরো কবিতা ভালো লেগেছে । যদিও তার উত্তর আপনি দিয়েছেন ।
শুভকামনা । :)

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: নিজেকে একটু টিনএজ এর কেউ কল্পনা করে এ কবিতা লেখা ! আর ঐ বয়সেরে আবেগের পরজয় হলে ! তখনকার কি অনুভূতি হয়।তখন কেউ কেউ জ্ঞানশূন্য হয়ে যায়, মূলত এ কবিতায় তা তুলে ধরার চেষ্টা করেছি!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৯| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫১

আলো_ছায়া বলেছেন: ঠিকই বলছেন ভাই, নীলিমা, হালিমা আর জালিমারা হারামীই হয়।
ভালো লাগলো।+++

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনারও কি এ কবিতার সাথে জীবনের গল্প মিলে গেছে !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২০| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১০

কানিজ রিনা বলেছেন: হা হা শীরোনাম চুরি করেছেন। ভালই লাগল
কবিতা। তয় সবিতা রেগে যাওয়ার সম্ভাবনা।
কারন আপনি হাড়ামী বলেছেন। ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপা, উচিৎ কথা বলতে আর ভয় করি না ! আর বড় আপুরা সাথে থাকলে কিসের ভয় ।এখন থেকে সব বেজাতের নীলিমাদের সাইজ করা হবে!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়

২১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

নীলপরি বলেছেন: হুম , বুঝেছি । আপনি আগের প্রতিউত্তরে বলেছেন । :)

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২১

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা, বিশ্বাস করুন !! যখন এ কবিতা লিখেছি তখন ভীষণ হেসেছি !! :P


আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

২২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪২

পবন সরকার বলেছেন: তাহলে নীলিমারাও হারামী হয়- - - -

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই, সব নীলিমারা আবার এমন হয়না। যার ‘‘ঠক খাওয়া রাশি’’ তার কপালে এমন হয়.... :P

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়

২৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৪

রানার ব্লগ বলেছেন:

বেচারি নীলিমা !!!!

কেন এত ক্ষোভ ???

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
নীলিমা বোঝেনা সে বোঝেনা !!
তাই তাহার উপরে ক্ষোভ ....
সব নীলিমারা আবার এমন হয়না। যার ঠক খাওয়া রাশি তার কপালে এমন হয়.... ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়

২৪| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২১

উদাস মাঝি বলেছেন: বাহ নীলিমা হারামি !! বড়ই রোম্যান্টিক নাম :P
তয় সুন্দর হইসে কবিতা খানা

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে স্বাগতম ভাই !!

সব নীলিমারা আবার এমন হয়না। যার ঠক খাওয়া রাশি তার কপালে এমন হয়.... ;)
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.......

২৫| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৪

কেন্দ্রবিমুখ সঞ্জয় বলেছেন: নীলিমা

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে স্বাগতম !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.......

২৬| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪২

সাদা মনের মানুষ বলেছেন: এবার মনে হয় নীলিমার আশা ছেড়ে নতুন করে ভাবার সময় এসেছে।

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ... ভাই, দেখা যাব কি হয় !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.......

২৭| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা হা । কবিতাটা পড়ে মনে হলো এ এক মিষ্টি অভিমান প্রিয়সীর প্রতি !

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: এটা ছোটদের কবিতা ! অর্থাৎ, নিজেকে টিনএজের কেউ কল্পনা করে লেখা !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.......

২৮| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৯

ব্লগ মাস্টার বলেছেন: তুমি একটা ছলনাময়ী
তোমার চোখে আছে যাদু, মুখে মধু,
আর অন্তরে বিষে ভরা,
এক নাগিনী
সত্যিই তুমি বড় হারামী !

:P

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা ....লিখলাম আর কি !!!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.......

২৯| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০১

বিলিয়ার রহমান বলেছেন: নীলিমা কিসের প্রতীক????

নীলিমা ইজ অ্যা সিম্বল অব বোথ ডেসট্রয়ার এন্ড প্রিজারভার!

সি ইজ ডেসট্রয়ার বিকজ সি ডেসট্রয় ইউ #:-S ! এন্ড মেবি সি প্রিজারভ সাম ওয়ানস( নট ইউ) লাভ ইন হার হার্ট!!!!!!!!!!!! ;)

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা দারুণ বলেছেন !!!

এ কবিতা নিজেকে একটু পোলাপান বয়সের কেউ কল্পনা করে লেখা !! লেখার সময় অনেক হেসেছি !!! ;)

ধন্যবাদ ।

৩০| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ফিরতি ধন্যবাদ!!!!;)

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগে যতক্ষণ থাকি ঠিক ততক্ষণ নীলিমার, জরিনাদের নিয়ে গবেষণা !!মানে কবিতা লেখা ... বাংলা টাইপিং প্র্যাকটিস!!!!! আচ্ছা নীলিমারা কি সত্যিই কি হারামী হয় !!! জীবনে অনেক ধরণের অভিজ্ঞতা থাকলেও এই ধরণের অভিজ্ঞতা নাই বললে চলে ! যদিও আপনার কাছে এটা বিশ্বাসযোগ্য কথা না, তারপরেও এটাই সত্য !!!


ধন্যবাদ।

৩১| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪২

মৌমুমু বলেছেন: কি ভয়ংকর শিরোনাম!!!
এত রাগ কেন নীলিমার উপর! বেচারি নীলিমা।
কবিতা আর পদ্মাবতীর খবর কি?? ওদের সাথে সম্পর্ক ঠিকঠাক আছে তো কবি!! :)

লিখেছেন ভালো।
শুভকামনা জানবেন। ভালো থাকবেন।

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ..... শিরোনাম দেখে ভয় পাবেন না ! কারণ, এটা পোলাপানদের কবিতা !!
আপনি নিশ্চয় পোলাপান না !! :P


কবিতা আর পদ্মাবতীর.... বর্তমানে মঙ্গল গ্রহে আছে আবার ১০০ বছর পরে তাদের দেখা যাবে !!!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.......

৩২| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪

মৌমুমু বলেছেন: ১৩-১৯ বছরের টিনএজারদের যদি পোলাপাইন বলেন তবে আমি তাদের দলে পরিনা। :)
আপনার কল্পনার নীলিমা কি টিনএজার ছিল!! হাহাহা!

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা, ঠিক আছে !

আপনার কল্পনার নীলিমা কি টিনএজার ছিল!! হাহাহা!
মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই, কবি !!! তাই বলা যাবে না !! ;)


আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৩৩| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০২

সনেট কবি বলেছেন:


কবি শাহরিয়ার কবীরের নীলিমা বড় হারামী

‘নীলিমা বড় হারামী’ সর্বক্ষেত্রে নয়
সবার জন্যও নয় নীলিমারা মন্দ
পোষ মানিয়ে দেখুন, তবেই পাবেন
মুগ্ধতার উপলক্ষ্য প্রেয়সি সুধায়।
নীলিমাদের মাঝেই পাবেন নিখাঁদ
প্রেমের জ্যোতিময়তা, অকুন্ঠ অন্তর
ভালবাসার দ্যুতির আলা ঝলমল
দীপ শিখা অবিরত, উপযুক্ত হলে।

অপাত্রে কে ঢালে প্রেম? দায়িত্ব হীনের
কপালে ঝুটেনা কারো অন্তরের টান,
আর দূর্গজয়ী বীর পায় নীলিমায়!
নীলিমারা দূর্গে থাকে বীর অপেক্ষায়
কখন আসবে বীর তাকে তুলে নিতে,
সে বীর আর নীলিমা একে অপরের।

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: নীলিমাকে নিয়ে আপনার সনেট খুব সুন্দর হয়েছে ভাই ।। আর এ কবিতা পোলাপানদের ।
টিনএজদের প্রেমে না পাওয়ার হাহাকার কতখানি তাই মূলত এ কবিতায় উঠে এসছে !!!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.......

৩৪| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০

নাগরিক কবি বলেছেন: এত প্রেম B-)

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা.... নিজেকে একটু টিনএজের কল্পনা করে লিখা !!! :P



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.......

৩৫| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তুমি আর কতকাল অবলা, সরলা,
কোকিলা হয়ে থাকবে,
এবার মুখ ফুটে কিছু একটা বলো?

ঝামেলা লাগছে নাকি?

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: কাল্পনিক কবিতা !!! নিজেকে একটু পোলাপানদের বয়সের কেউ কল্পনা করে লেখা !!!!




ধন্যবাদ ভাই ।

৩৬| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতায় কবি বুড়া হয় না।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা ....... কবিতায় নিজের জীবনের গল্প কখনো লিখি না !! চারপাশের ঘটনার আলোকে লেখা !!



ধন্যবাদ ।

৩৭| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কালিতে পানি থাকে, ;)

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা ...... এতা গভীরে গিয়ে কখনো ভাবিনি !! :P


ধন্যবাদ ভাই।

৩৮| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা,

জীবন থামলেও সময় থামে না। পৃথিবী ঘুরতে থাকে।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১২

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, পৃথিবী সে তো পৃথিবীর নিয়মে চলচ্ছে কিন্তু নিজেকে নিজের নিয়মে চালাতে পারছি না ।।


ধন্যবাদ ভাই !!

৩৯| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৩

নক্ষত্র নীড় বলেছেন: সে ভোলে ভুলুক কোটি মন্বতরে,আমি ভুলিব না,আমি কভু ভুলিব না।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: কিছু বুঝিনি !!! আবার একটু কষ্ট করে বুঝিয়ে দিয়ে যান !!!


ধন্যবাদ ।

৪০| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই কে আছিস, পুলাপাইনডারে কিছু মিছু দেতো ;)

কেমেন্টর উত্তের খালি পুলাপাইন পুলাইন পড়তে পড়তে মনে আইল ;)
হা হা হা

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: পোষ্টে দেওয়া পরে তো ভেবেছিলাম এবার বুঝি আমার কবি গিরি শেষ !! সবাই ঝাড়ু নিয়ে না তারা ধরে ....... :P


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪১| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫০

মোস্তফা সোহেল বলেছেন: নীলিমা তুমি আরও বেশি হারামী হও।
হারামজাদাদের সব ঠিক করে দাও।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
দারুণ বলেছেন !


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪২| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৩

আহা রুবন বলেছেন: ছেলেবেলাকে স্মরণ করিয়ে দিলেন গো :``>>

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২০

শাহরিয়ার কবীর বলেছেন: এটা আসলে নিজেকে সেই বয়সের কেউ কল্পনা করে লেখা !!!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.