নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

দু\'দন্ড শান্তি নেই

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩১



কোথাও তো খুঁজে পেলাম না দু'দন্ড-শান্তি!
নির্বাক চিত্তে আজ নিজেকে নিজে প্রশ্ন করি
কে আমি, কোথায় আমি, কিসের আমি?
কী আমার পরিচয়, কী আমার নিয়তি;
আবার কোথায় গেলে ফিরে পাবো দু'দন্ড-শান্তি?

ওহে জীবন তুমি আসলে কী?
চারিদিকে দেখি শুধু অন্ধকার আর অন্ধকার
আর ওদিকে জ্বলছে মিথ্যার প্রদীপ দাউ দাউ।
এ জীবনের মহা জঞ্জাল এড়িয়ে
হেঁটে চলেছি অজানা মহা শূন্যের দিকে।
এ যুক্তির খেলাঘরে মুক্তির নেশায়
খেলেছি কত অযৌক্তিক চেতনা খেলা
তবে কি মরীচিকা জীবনের আরেক অংশের নাম;
কেন তবে আমার এ পথ
মরীচিকার পিছনে ছুটে চলা?
আমার অস্তিত্ব জুড়ে বিষাক্ত বিষের
ছোবল দিচ্ছে নীরবে!

ছবিঃ নেট ।

মন্তব্য ৮৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শান্তি আসলে আত্মায় থাকে।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমার আত্মা মনে হয় নাই ....



ধন্যবাদ ভাই ।

২| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বেশি গুরুত্বপূর্ণ হল রাখতে পারেন, "আমি যেন এক পূর্বজন্মের আজন্ম পাপের পাপী। "

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: লাইনটা খুব খারাপ লাগলে ডিলিট করে দেই !!



ধন্যবাদ ভাই ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৮

জাহিদ অনিক বলেছেন: আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। - আপনার বনলতাকে খুঁজে বের করেন দুদণ্ড শান্তি পেয়ে যাবেন।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: বনলতা তো দূরে কথা ! সে তো কাল্পনিক চরিত্র ! চন্ডীদাসের মত বার বছর অপেক্ষা করেও কোন রজকিনীর দেখা মিলবে না।। :P



ধন্যবাদ ।

৪| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতাটা আরো কয়েকবার পড়ুন, এবং প্রয়োজনে লাইটান রদবদল করুন। হাসরে বিশ্বাসীরা আগের জন্মে বিশ্বাস করে না।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: ব্যপারটা ধমীয় ভাবে ভেবে লেখা না !!! যদিও পূর্বজন্ম একটা অমীমাংসিত প্রশ্ন বা উত্তর !! যদি বলেন তাহলে লাইনটা বাদ দিয়ে দেই । কোন সমস্যা নেই ।


ধন্যবাদ ভাই ।

৫| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬

উম্মে সায়মা বলেছেন: আমাররও প্রথমে পড়ে অনিক ভাইয়ার মত এটা মনে হয়েছে। বনলতার কাছে গেলে দু'দন্ড শান্তি পাবেন। :)
কবিতা সুন্দর হয়েছে....

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: এটা আসলে কবিতা প্রেমের কবিতা না ! মাঝে, মাঝে দুনিয়াটাকে এক বিরাট প্রেসার কুকারের মত লাগে, যেখানে কিনা প্রতিনিয়ত কোথাও না, কোথাও চাপা দেওয়া হচ্ছে। আমাদের ইচ্ছাগুলোকে ,আমাদের স্বপ্নগুলোকে ।মানুষের জীবনে কি মুক্তো জীবন বলে কোন কিছু আছে? মনে হয় না। মানুষ তার ভাগ্যর কাছে হোক কিংবা দারিদ্র্যতার হোক। কেউ না, কেউ ।কোথাও না,কোথাও বন্দী।


ধন্যবাদ সায়মা ।

ভালো থাকুন ।

৬| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতা আপনার, সিদ্ধান্ত আপনি করবেন। আমি পাঠক, মতামত দেওয়া অধিকার আছে।


আমার সমস্যা হলো, আমি ধর্মকে আগে রাখি এতে অন্যকে সম্মান করতে সহজ হয়।

আপনার বিচারে ঠিক হলে থাক।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে ভাই, পাঠকের ভালো লাগা আমার ভালো লাগা !! লাইনটা কেটে দিচ্ছি !!


ধন্যবাদ ।

৭| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৭

জাহিদ অনিক বলেছেন: উম্মে সায়মা বলেছেন: আমাররও প্রথমে পড়ে অনিক ভাইয়ার মত এটা মনে হয়েছে। - দেখেছেন ? জাতি আমার সাথেই আছে। আমাকে দাবায়ে রাখতে পারবা না । B-)

চন্ডীদাসের মত বার বছর অপেক্ষা করেও কোন রজকিনীর দেখা মিলবে না।। :P - চন্ডীদাস খেতাব লইয়েন না, শেষে চন্ডিদাস বিভ্রাট হতে পারে ।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০২

শাহরিয়ার কবীর বলেছেন: হাজার বছর ঘুরে জীবন বাবু
পেল না খুঁজে বনলতাকে!
ভালোবাসায় কি আছে !!
কেন তোমায় পেল না খুঁজে জীবন বাবুর
হৃদয়ের মাঝে ?

ঠিক আছে ভাই !! আমার কাউকে লাগবে না ।। আমার জরিনা ও জোসনা হলেই চলতে !!! ;)

ধন্যবাদ ।

৮| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না কেটে ঠিকঠাক করলে অন্তত এক দণ্ডের জন্য শান্তি পাবেন।

এই সারছে! এখন আমার শান্তি নষ্ট হবে ...
দোর্দণ্ড [ dōrdaṇḍa ] বি. দণ্ড বা শক্ত লাঠির মতো বাহু, ভুজদণ্ড। বিণ. (গৌণার্থে) দুর্দম, দুর্দান্ত, অত্যন্ত পরাক্রমশালী (দোর্দণ্ড জমিদার, দোর্দণ্ডপ্রতাপ)। [সং. দোঃ(দোস্) + দণ্ড]। প্রতাপ বিণ. অত্যন্ত প্রতাপশালী। বি. প্রবল প্রতাপ, প্রচণ্ড পরাক্রম।

বিরক্ত করছি না তো?

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: কি যে বলেন না, বিরক্ত করবেন কেন !!! কয়ডা লাইক ও কমেন্টর জন্য ব্লগিং করা। আর আপনাদের মত বড় ভাইদের সাথে আড্ডা দিয়ে কিছু শেখা ।


ধন্যবাদ ভাই ।

৯| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৮

উদাস মাঝি বলেছেন: চারিদিকে দেখি শুধু অন্ধকার আর অন্ধকার
আর ওদিকে জ্বলছে মিথ্যার প্রদীপ দাউ দাউ


অসাধারণ লিখেছেন, বিশেষ করে এই ২লাইন।
লিখতে থাকুন ভাই, আপনার ভবিস্যত আমি দেখতে পাচ্ছি

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ভুতের আবার ভবিষ্যৎ কি !! :P

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১০| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৮

সুমন কর বলেছেন: ভালো লাগল। +।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, দাদা ।
ভালো থাকুন সবসময়.....

১১| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৮

ভ্রমরের ডানা বলেছেন:




সাধনায় সব মিলে.... শান্তি তো অবশ্যই..... কবিতার সত্যবচন ভাল লাগবেই!

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: জীবনটা যেন এক সাপ-লুডু খেলার মত ছোট সিড়ি দিয়ে উপরে উঠি আবার কিছু দূর যেতে না, যেতে বড় সাপের মুখে পড়ে ।একদম নিচে গিয়ে পড়ি । আর সাধু হতে গেলেও সাধনার লাগে আর অসাধু হতে গেলেও সাধনা লাগে ! আজও দুই দলের একদলেও যেতে পারলাম না।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১২| ১৫ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৩৮

লেখা পাগলা বলেছেন: ব্লগ নয় এ যেন কানার হাট বাজার ।

১৫ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: মিয়াভাই, তাহলে কি আমি ব্লগ লেখালেখি ছেড়ে দিবো? এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আশা করছি। কারণ, আমার ব্লগিং করে সংসার চলে। আর না, হলে অন্য ধান্দায় নেমে পড়ি।

ধন্যবাদ।

১৩| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৪

ধ্রুবক আলো বলেছেন: হুমম দুদন্ড শান্তি!
শান্তি 404 not found.

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: শান্তি কি আর গুগুলে সার্চ দিলে পাওয়া যায় ! :P

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১৪| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫০

রানার ব্লগ বলেছেন: শান্তি আমিও খুজি, পাইনা তো !!!

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো করে খুঁজতে থাকুন পেয়ে যাবেন ।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১৫| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১২

মৌমুমু বলেছেন: মনের শান্তিই বড় শান্তি। আল্লাহ্ সকলের মনে শান্তি দিন।
শুভকামনা রইল।
ভালো থাকবেন।

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: মনের শান্তিই বড় শান্তি। একমত !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১৬| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কে আমি, কোথায় আমি, কিসের আমি? এই প্রশ্ন গুলির উত্তর খুজতে গিয়েই মানুষ মুনি ঋষি হয়েছে।

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই, কবিতা রেখার জন্য লেখা !! এতো গভীরে গিয়ে কখনো ভাবা হয়নি, এখনো জীবন কী !


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৭| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

তপোবণ বলেছেন: দু'দন্ড শান্তি দেয়েছিলেন নাটোরের বনলতা সেন।

আপনার কবিতা ভাল লেগেছে। ধন্যবাদ চরম সত্য গুলি গুছিয়ে লেখার জন্য।

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা.. তাহলে এখন দু'দন্ড শান্তির জন্য নাটোর যাওয়া লাগবে !!!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৮| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:



জীবনকে জীবন ভেবে নিলে দু'দন্ড শান্তি পাওয়া যায় বৈকি । যাবতীয় সুখ, দুঃখ, আকাঙ্ক্ষা, আবেগ, ভালোবাসা, সম্পর্ক, বিচ্ছেদ, মৃত্যু, জন্ম... সবই জীবনের উপসর্গ । যার জীবনে যে উপসর্গগুলো বেশি ধরা দেয় সে সেই ভাবে জীবনকে ভেবে নেয় । কেউ বলে জীবন, কেউ বলে মরিচিকা । আর আমি বলি, জীবন তো জীবনই, এর কোন বাড়তি মেদ নেই । যেভাবে চলে এসেছে সেভাবেই চলছে এবং চলে যাবে ঠিক স্রোতের মত.....

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: এখনো নিরন্তর ভাবে ভেবে দেখা হয়নি জীবন মানে কী !! জীবনের মানে খোঁজা মানেই বোঝামি ছাড়া কিছুই না !
আমি শুধু জানি, জীবন মানে চালাকি নয়, জীবন মানে অন্যর স্বাধীনতা খর্প করা নয়।
জীবন মানে ধর্ম,বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসা ।

খুব সুন্দর মন্তব্য করেছেন, আপু ।

আর কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৯| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫

সনেট কবি বলেছেন:





কবি কবিরের দু’দন্ড শান্তি নেই কবিতায় মন্তব্য-

শান্তি বাজারে বিকালে আমি কিনতাম
দু’কেজি শান্তি হে কবি। পাশের বাড়ির
শান্তি চলে গেল সোজা ভারতে, অথচ
সে রেখে গেল দারুণ কষ্টকর চিন্তা।
দু’দন্ড শান্তি কোথাও পেলেই ধরব
সে শান্তির টুটিচেপে তারপর তারে
আনব কবির জন্য হিঁচড়ে চেঁচিয়ে
কবির জন্য এটুকু করতেই পারি।

কিন্তু শান্তি যদি হয় কোন কন্যা নাম
তাহলে বিপদ হবে সেকন্যা টানাতে
ফেঁসে যেতে হবে কেসে অপহরণের।
হে শান্তি কোথায় তুমি লুকিয়ে হারাও?
শান্তি চাই শান্তি চাই শান্তি নাই কেন?
তবে শান্তির চাষের কর আয়োজন।

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: পৃথিবীর সকল মানুষ সুখে ও শান্তিতে থাকুন । সবসময় এই কামনা করি। আপনি খুব সুন্দর সনেট লিখেছেন ভাই !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, বড় ভাই ও প্রিয় কবি ।
ভালো থাকুন সবসময়.....

২০| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: রানার ব্লগ বলেছেন: শান্তি আমিও খুজি, পাইনা তো !!! আসলে শান্তি কোথায় ?

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: শান্তির মা মরে গেছে ! এখন গুগুলে সার্চ দিয়ে দেখুন পান কিনা .... :P

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২১| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১

উদাস মাঝি বলেছেন: এতভাল কবিতা লিখেন ক্যাম্নে ?
শিখাবেন আমারে ? আশায় রইলাম

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই আর উপহাস করিয়েন না !! বাংলা টাইপিং শেখার জন্য লেখা !!!



ধন্যবাদ ।

২২| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

পলষ্টার বলেছেন: হতাশ হওয়ার কিছু নাই। পেয়ে যাবেন একদিন নিশ্চয়।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০২

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম !!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২৩| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,



কেন .. শান্তি নেই কেন ?
জীবনানন্দ তো বলে গেছেন তাঁকে নাকি দু'দন্ড শান্তি দিয়েছিলো কোথাকার নাটোরের এক বনলতা সেন !!!!!!!!!!!
বনলতা না হোক , ঐ জাতীয় কোন লতাতে জড়িয়ে শান্তি খুঁজলেই তো হয় !!!! পৃখিবী অনেক বড় জায়গা । অনেক লতাপাতা আছে এখানে ।
ভালো হয়েছে শান্তির খোঁজে লেখা কবিতাখানি ।

( মন্তব্য লিখে চেক করতে গিয়ে দেখি ৩নং মন্তব্যে জাহিদ অনিক প্রায় আমার মতোই বলেছেন । কাকতালীয় না টেলিপ্যাথি? )

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই, এই দু'দন্ড শান্তি কথা একদম কবিতাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে ! কথাটা এক মুহুর্ত দিলে আর এই প্রশ্নের সামনে পড়তে হতো না। হুমম, জীবনে বনলতার প্রয়োজন আছে । এখন একটু মজা করে বলি: পুরুষ মানুষের বনলতা হল টাকা ! আর টাকা না, থাকলে কোন বনলতার বাবা তার মেয়ে বনলতাকে দেয় না। :P

কোথাও তো খুঁজে পেলাম না দু'দন্ড-শান্তি!
নির্বাক চিত্তে আজ নিজেকে নিজে প্রশ্ন করি
কে আমি, কোথায় আমি, কিসের আমি?
কী আমার পরিচয়, কী আমার নিয়তি;
আবার কোথায় গেলে ফিরে পাবো দু'দন্ড-শান্তি?

মানুষের তো বিষ নেই, তবুও এই মানুষ কাল সাপের মত ছোবল মারে কেন? আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ। তারপরেও এই মানুষ কেন এতো নিকৃষ্ট ! আজ আমি পৃথিবীর যেখানে যাই না, কেন।সেখানেই কোন না,কোন অশান্তি লেগেই আছে! আর কোথায় যে কোন নিশ্চিত অনিশ্চয়তা লুকিয়ে আছে। তা নাহয়, বাদ দিলাম ।। এখন আপনি ভালো কিছু করতে যাবেন, অন্যরা তা সহ্য করবে না। আপনার পথ আটকাবে। যদি আপনি সৎ লোক হন তাহলে আরো আপনার কপালে শত বিপদ। সবকিছুর সহ্য সীমানা্ও আছে । মানুষ সু-শান্তির জন্য সবকিছু করে । তাহলে, নিজের স্বাধীনতা কোথায়? একটু খেয়াল করলে দেখতে পাবেন ! এ কবিতা, আসলে খানিকটা আমার জীবনের গল্প এবং আশে-পাশের মানুষের গল্প নিয়ে লেখা।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২৪| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে, সুতরাং ধৈর্য ধরুন, আলো আসবেই।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০১

শাহরিয়ার কবীর বলেছেন: এ কবিতায় আমার জীবনের গল্প ও খানিক আশে-পাশের অনেকের জীবনের গল্প লুকিয়ে আছে !


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২৫| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: .................❀✿...❀✿.......................................❀✿......❀✿..................................❀✿.........❀✿............................❀✿.............❀✿.....................❀✿.................❀✿………....❀✿.....................❀✿......❀✿............ ...... ..❀❀✿.sanath❀✿♥♥❇▶nice pic◀❇⏬♥❇▶nice pic◀

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২৬| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৩

নীলপরি বলেছেন: এ যুক্তির খেলাঘরে মুক্তির নেশায়
খেলেছি কত অযৌক্তিক চেতনা খেলা
তবে কি মরীচিকা জীবনের আরেক অংশের নাম;
কেন তবে আমার এ পথ
মরীচিকার পিছনে ছুটে চলা?
আমার অস্তিত্ব জুড়ে বিষাক্ত বিষের
ছোবল দিচ্ছে নীরবে!


অসাধারণ লাগলো । ++++++

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২৭| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

সোহানী বলেছেন: অনেক ভালোলাগলো..........

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২৮| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩২

উম্মে সায়মা বলেছেন: বুঝতে পেরেছি শাহরিয়ার ভাই। কিন্তু দু'দন্ড শান্তির কথা বললেই বনলতা সেনের কথা মনে পড়েতো তাই বললাম :)

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, এই শব্দটাই সব ঝামেলার মূল ! ;)


আবারও আপনাকে ধন্যবাদ ।

২৯| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪২

একলা ফড়িং বলেছেন: দু'দন্ড শান্তি বনলতার কাছে পাওয়া যাবে! তবে সেটাও বোধহয় সাময়িক!

কবিতা ভালো লেগেছে :)

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:২০

শাহরিয়ার কবীর বলেছেন: এতো কিছু বুঝিতে অক্ষম! :P
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবস

৩০| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫০

নক্ষত্র নীড় বলেছেন: সহানুভূতি নিন।নিশ্চয়ই ভালো আছেন।আপনার কষ্ট শুনে সত্যিই কষ্ট হচ্ছে।ভালো থাকবেন।

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
জি, আমি ভালো আছি !!!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

৩১| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

মোস্তফা সোহেল বলেছেন: কি করবেন এত শান্তি?
শান্তি যদি বিক্রি করা যেত তবে না হয় শান্তি নিয়ে লাভ আছিল।
আপনি বরং অশান্তিতেই থাকেন।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
হুমম, শান্তির মা মরে গেছে ভাই !! কোথাও শান্তি নেই !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

৩২| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: কে আমি, কোথায় আমি, কিসের আমি?

এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গিয়ে অনেকেই বটগাছতলে আস্তানা গেড়েছে। এখন আপনিও কি সেই পথ ধরবেন?

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা .. তাই তো মনে হচ্ছে !!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

৩৩| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮

সনেট কবি বলেছেন:

কবি কবিরের জন্য দু’দন্ড শান্তির তালাসে

দু’দন্ড শান্তি অভাবে নিজেকে ভুলেই
হতাশ কবি কবির এখন হাজার
প্রশ্নের ভিড়ে খুঁজছে হারানো শান্তির
গোপন ঠিকানা ঘোরে, নিত্য ব্যর্থতায়।
শান্তি বর্ধন বাবুর ফোনে কল দিয়ে
জানতে পারি নিজেই তিনি অশান্তিতে
ভুগছেন, অসহায়ে তাহলে উপায়?
শান্তি পালের কথাও সেরকম জানি।

মাথা চুলকাই আর ভাবি অনবরত
দু’দন্ড শান্তির জোগাড় তাওকি
হবেনা আমার প্রিয় এ কবির জন্য?
বেটা শান্তি চক্রবর্তী তাও ইন্ডিয়ায়
তার ভাই চিন্তা দেশে একলা আছেন,
এমন পোড়া কপাল, পুতায় টাক্কাই।
পিছনে ছুটতে গিয়ে শ্রান্ত ক্লান্ত কবি।

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: পৃথিবীর সকল মানুষ সুখে ও শান্তিতে থাকুন । সবসময় এই কামনা করি। আপনি খুব সুন্দর সনেট লিখেছেন ভাই !


আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৩৪| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০০

সনেট কবি বলেছেন:




কবি কবিরের জন্য দু’দন্ড শান্তির তালাসে

দু’দন্ড শান্তি অভাবে নিজেকে ভুলেই
হতাশ কবি কবির এখন হাজার
প্রশ্নের ভিড়ে খুঁজছে হারানো শান্তির
গোপন ঠিকানা ঘোরে, নিত্য ব্যর্থতায়।
শান্তি বর্ধন বাবুর ফোনে কল দিয়ে
জানতে পারি নিজেই তিনি অশান্তিতে
ভুগছেন, অসহায়ে তাহলে উপায়?
শান্তি পালের কথাও সেরকম জানি।

মাথা চুলকাই আর ভাবি অনবরত
দু’দন্ড শান্তির জোগাড় তাওকি
হবেনা আমার প্রিয় এ কবির জন্য?
বেটা শান্তি চক্রবর্তী তাও ইন্ডিয়ায়
তার ভাই চিন্তা দেশে একলা আছেন,
এমন পোড়া কপাল, পুতায় টাক্কাই।

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনি খুব সুন্দর সনেট লিখেছেন ভাই !


আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩৫| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০১

সনেট কবি বলেছেন: কবি ৩৩ ও ৩৫ নং মন্তব্য মুছে দিয়েন।

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: কষ্ট করে লিখেছেন মন্তব্যগুলো ডিলিট করতে হবে না, আছে থাক ।


ধন্যবাদ ।

৩৬| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৬

আহা রুবন বলেছেন: খেলেছি কত অযৌক্তিক চেতনা খেলা
তবে কি মরীচিকা জীবনের আরেক অংশের নাম;
দারুণ উপলব্ধি! অন্ধকারে পথ চলতে নিজকেই পুড়িয়ে আলো জ্বালতে হবে। খুব ভাল!

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩৭| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৯

জাহিদ অনিক বলেছেন: আর আমি দুই বছর উপরে ব্লগিং করেও কেউ কখনো ফেসবুক আইডি চাইলো না। কুচু গাছের সাথে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করমু!) =p~ - এই মন্তব্য আপনি করেছিলেন ব্লগার মৌমুমু এর বনলতাও যে ভালো নেই...! শীর্ষক কবিতায়।

আপনার ফেসবুক আইডিটা দেন কবি ! B-)

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা.. রিকুঃ চলে গেছে ! ফেসবুক চেক করুন গিয়ে !!


৩৮| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫১

জাহিদ অনিক বলেছেন: B-)

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে :P

৩৯| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬

ফেল কড়ি মাখ তেল বলেছেন: ভাই একটা প্রেম করেন???

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১০

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা .. সে বয়স আমার নেই ভাই ! আমি বৃদ্ধ হয়ে গেছি । এই বৃদ্ধ বয়সে এসে প্রেম করা অপরাধ !

আমার ব্লগে আপনাকে স্বাগতম !

আপনাকে ধন্যবাদ ভাই ।

৪০| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৯

কাছের-মানুষ বলেছেন: কোথাও তো খুঁজে পেলাম না দু'দন্ড-শান্তি!
নির্বাক চিত্তে আজ নিজেকে নিজে প্রশ্ন করি
কে আমি, কোথায় আমি, কিসের আমি?
কী আমার পরিচয়, কী আমার নিয়তি;
আবার কোথায় গেলে ফিরে পাবো দু'দন্ড-শান্তি?

খুবই দার্শনিক প্রশ্ন। এই প্রশ্নগুলোই যুগে যুগে দার্শনিকের জন্ম দিয়েছে ।
আমি আপনার মাঝে ভবিষ্যৎ দার্শনিকের ছায়া দেখতে পাচ্ছি ! (মজা করলাম কিছু মনে করবেন না)

খুবই সুন্দর করে লিখেছেন।

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা .... কোন ব্যপার না ! জীবনে দার্শনিক না হতে পারলেও আপনি যে মজা করে বলেছেন তাতেই আমি ধন্য।।

এখনো নিরন্তর ভাবে ভেবে দেখা হয়নি জীবন মানে কী !! জীবনের মানে খোঁজা মানেই বোঝামি ছাড়া কিছুই না !
আমি শুধু জানি, জীবন মানে চালাকি নয়, জীবন মানে অন্যর স্বাধীনতা খর্প করা নয়।
জীবন মানে ধর্ম,বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসা ।

আর কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪১| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭

এফ.কে আশিক বলেছেন: ভালো লিখেছেন কবি
কবিতায় ভালো লাগা রইলো...

১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪২| ১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: বনলতা-টনলতা নয়, আমি দু'দন্ড শান্তি কবিতার মাঝেই খুঁজে পাই। কত মানুষের কত বিচিত্র ভাবনা ও অনুভূতি নিয়ে কবিতা নদীর মত বয়ে চলে!
কথাকথিকেথিকথন এর দার্শনিক মন্তব্যটা (১৮ নং) ভাল লেগেছে।

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
যার যার একটা নিজস্বতা আছে ! আসলে জীবনকে কেউ খুব সহজ ভাবে দেখে আবার কেউ কঠিন ভাবে দেখে !!
আপনার মন্তব্যটা খুব সুন্দর ! আর কথাকথিকেথিকথন আপুর সুন্দর মন্তব্যটা অনেক করেছেন ।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪৩| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শান্তির মা পটল তুলেছে।

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: শান্তির মা মরে গেছে গো-দাদা ভাই ! :P

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪৪| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

রওশন_মনি বলেছেন: জীবন বড় কঠিন!

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: জীবনের হিসাব-নিকাষ বড় জটিল ......


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগল, আপা !
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.