নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

শঙ্খনীল কারাগার হতে

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৫



সীমাহীন দুঃখ, কষ্ট ও যন্ত্রণার থেকে মুক্তির
আশায় একটি মুক্ত আকাশ দেখি।
আমার নিরন্তর ভাবনার অন্তরালের
কোন এক চন্দ্র-তিথির রজনী শেষে
আমি লিখতে চাই আরেকটি কাব্য।
ধূসর এক পান্ডুলিপিতে,
বয়ে যাওয়া সময়ের স্রোতহীন জোয়ারে
ভাঙ্গা এ হৃদয়ের আত্মকথন দিয়ে।
ডুবে থাকা অন্ধকারের শঙ্খনীল কারাগার হতে।


নিরবে নিভৃতে অতি যতনে এঁকে চলেছি এক ছবি,
প্রেয়সীর রুপের যাদুতে আমি সম্মোহিত হয়ে।
যে সাধনায় মগ্ন আছি এর নাম কী প্রেম বলে!
ঐ রুপের যাদুতে-কী যাদু মিশে আছে ?



ছবিঃ নেট।

মন্তব্য ৭২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

জাহিদ অনিক বলেছেন: হোক তবে হৃদয়ের আত্মকথন দিয়েই ধূসর পাণ্ডুলিপিতে আরেকটি কাব্য।
শুভ সন্ধ্যা।

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা.... তাহলে,খাঁটি একটা প্রেম করতে হবে, একদম ফরমালিন ছাড়া ! তার পরে একটা অব্যথ চেষ্টা করে দেখা যেতে পারে !! কি বলেন !! :P



পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

২| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০২

উদাস মাঝি বলেছেন: ইশ,প্রথম হইতে পারলাম নাহ :(

শাহরিয়ার ভাই, কাব্য নিয়ে বলার কিছু নেই ।এটি আপনার আরও একটি
অনবদ্য সৃষ্টি । ভাল থাকুন, ভাবির প্রতিও খেয়াল রাখুন :)

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১

শাহরিয়ার কবীর বলেছেন: মনে কষ্ট নিয়েন না; আমি ধরে নিলাম আপনিই প্রথম !!! :P আর অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আপনার ভাবি এখনও তার বাপের বাড়ী, আমার বাড়ীতে আসে নাই ! বাজারে চাল, ডালের যে দাম তাতে নিজেরই চলে না ! এখন এই অবস্থায় কেমনে গলায় দাড়ি দেই :P
কবিতা লেখার জন্য লেখা ;এখন কেমন হলো না, হলো তা ভাবি না ! আপনাদের সাথে একটু আ্ড্ডা দেই এই ........


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, দাদা ।
ভালো থাকুন সবসময়.....

৩| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

উদাস মাঝি বলেছেন: আচ্ছা এটি কি, শঙ্গনীল না শঙ্খনীল হবে ?

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: শঙ্খনীল হবে বানান ভুল ছিল !!!


আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।।

৪| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


অস্তিত্বহীন ভাবনার রূপক পদ্য

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: আপনি ঠিক ধরেছেন ভাই !

পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

৫| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

উদাস মাঝি বলেছেন: মালদার পার্টি দেখে বিয়ে করে ফেলুন, দেখবেন চাল ডালের সমস্যা চাউল ভাজার
মতই সুখাদ্য হয়ে গেছে :D :P

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: হা,হা,হা, ..... উচ্চ আকাঙ্ক্ষার আকাশক ছুতে গেলে তাকে অবশ্যই হতাশার চোরাবালিতে ডুবতে হয় । এমন স্বপ্ন কখনো আমার ছিলনা, এখনও নাই ......!! যা আছি ভালো আছি। আশা করি, কোনদিন কারো দিকে ফিরে তাকানো লাগবে না ! :P মাজা করলাম।
শুধু দোয়া করুন । সব হবে, একটু অপক্ষা...... ।


আবারও আপনাকে ধন্যবাদ ।

৬| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ধ্রুবক আলো বলেছেন: দারুন কবিতা +++

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

৭| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

আহা রুবন বলেছেন: অস্তিস্তহীন জোয়ার জমতে জমতে স্রোত তৈরি হবেই, এক সময় প্রেমের স্রোতে কারাগার ছিন্নভিন্ন হবে। সেদিন আপনার মিলন বেলায় আমরা দাওয়াত খামু :P

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: খারাপ সময় ও ভালো সময় মিলেই জীবন প্রবাহ ! খুব সুন্দর মন্তব্য করেছেন !! হা হা হা অবশ্যই দাওয়াত দেওয়া হবে ! আপনি আমার দেশি ভাই-ব্রদার !! :P

পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

৮| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৬

উদাস মাঝি বলেছেন: দোয়া করব মানে ? দরকার হলে হুজুর নিয়োগ দিয়ে কোরআন শরীফ খতম দেয়ার ব্যবস্থা করব ।
কেন ?... আরে এতে যে আমারও স্বার্থ (খুবি সামান্য) আছে ।
স্বপ্ন দেখছি, আপনি আমি একই বাড়িতে, একই কালারের,একই ডিজাইনের
শার্ট পরে আছি (গাঁয়ে কাঁটা দিচ্ছে) । :#)
হে হে হে ভায়রা......ভাই আপনি ভাল আছুইন ? ;)

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: হুম, সব হবে !!! যাক অবশেষে কেউ একজন আমাকে ভালোবেসে তার শালিকাকে আমার সাথে বিয়ে দিতে চাইলো , এতো দেখি আমার পরম সৌভাগ্যর ব্যপার !! =p~



ধন্যবাদ ভাই ।

৯| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

১০| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০০

কথাকথিকেথিকথন বলেছেন:




রূপের যাদুতে অনাকাঙ্ক্ষিত আকর্ষণ মিশে আছে !

কবিতা ভাল লেগেছে ।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, আপু ।
ভালো থাকুন সবসময়....

১১| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫২

মেঘের সাথী বলেছেন: "নিরবে নীভৃতে অতি যতনে এঁকে চলেছি এক ছবি," আজকাল আর কেউ আকেঁনা :( সবাই খুবই ব্যস্ত।

মজা করে বললাম। কবিতা ভাল লেগেছে অনেক :) ভালো থাকবেন আর মনের ইচ্ছে পূরনে শুভকামনা রইলো।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা... মজা করেছেন কোন ব্যপার না !!! ;) সব কবিরা একটু আকাশে উড়তে চায় !!! কেউ মুক্ত আকাশ পায়, আবার কেউ পায় না :P


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

১২| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬

জাহিদ অনিক বলেছেন: প্রথম হইছিলাম, চা খাওয়ান নাই। X(
আপনারে দোয়া দিব না। আপনারে বদ-দোয়া দিব।
ফরমালিন ছাড়া প্রেম আপনার হবে না।

বিঃদ্রঃ আমি যারে যে দোয়া দেই তার উল্টোটা ঘটে।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভেবে ছিলাম আপনি চা খান না !!! আর পোলাপানদের দোয়া কবুল হয়না !! ;) এখন পজেটিভ দোয়া করেন আর নেগেটিভ দোয়া করেন কোনটাই কবুল হবেনা ।।
চা এখন খান !!





১৩| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৭

সনেট কবি বলেছেন:






কবি শাহরিয়ার কবীরের ‘শঙ্খনীল কারাগার হতে’ কবিতায় মন্তব্য-

প্রেয়সির রূপরাজ্যে হারানো পথিক
নিজেরে আবদ্ধ করে নিজে কারাগারে
অতঃপর বিয়েকরে এনে তারে শুনে
রোজ রোজ ন্যাকা সুরে ঘ্যানর ঘ্যানর।
এই দাও সেই দাও অনুযোগ চলে
অহর্নিশ। না দিলেই যে কৈফিয়তের
কাঠগড়া। উকিলের জেরা তলে চ্যাপ্টা
জীবন পালাতে চায় রূপরাজ্য ছেড়ে।

রূপরাজ্য একমুখি পালাবার গথ
সেথা নেই। পদ ধরে বাচ্চা কাচ্চা ছাও
কোথা যাও কোথা যাও বলে তারা ফির।
নিরুপায় মনবলে ফেঁসেগেছি ভাই
এতো দেখি আরো গাঢ় কারা অন্ধকার!
এমনি প্রেয়সি রূপে বহুরূপি হয়।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: তোকে দেখে যত ভয় করি
আবার তোকে কেন এতো ভালোবাসি,
তোর মধ্যে আছে কি এমন যাদু?
আজ আমার হদয়ের মাঝে উদায় হয়েছে এক চাদ !
তুই কী আসবি আমার-এ ভাঙ্গা ঘরে ঘর বাধতে বল ?
চল এবার ঘর বাধি, এক বেলা খেয়ে আর এক বেলা না খেয়ে?
তবুও হোক না দুজনে একটা সুখের নীড়ের একটা স্বগ গড়ি


দেখুন তো এটা কেমন হয়েছে ??

আপনার সনেট খুব ভালো লাগলো !! ধন্যবাদ ভাই !!

১৪| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২১

মৌমুমু বলেছেন: আপনার একটা পোষ্ট জন্মদিনের চাওয়া থেকে জানতে পারলাম যে আজ আপনার জন্মদিন!!

শুভ জন্মদিন শাহরিয়ার ভাইয়া


ভালো থাকবেন ভাইয়া!

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা ... হুমম, মনে হয় এ নিয়ে ব্লগে একটা পোষ্ট দিয়েছিলাম !! কিন্তু এবার আমার ফেসবুক আইডি থেকে জন্ম তারিখটা হাইড করে রেখেছি ! কেউ যেন না জানতে পারে !! এবার আমার জন্মদিনে বন্ধু-বান্ধব সাথে আড্ডা না দিয়ে....... !! বন্যা দুর্গতদের জন্য কিছু করার প্ল্যান আছে.........!!

আপনাকে অসংখ্য ধন্যবাদ !

১৫| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৯

সনেট কবি বলেছেন:




কবি কবিরের প্রতি মন্তব্যে মন্তব্য-

না খেয়ে বাঁধবে ঘর আজকের নারী?
‘সে আশায় গুড়ে বালি’ আগে ভাল বাসা
যেথায় থাকবে দামী আসবাব পত্র
দামী গয়না-বস্ত্রের সমাহার ঢের।
কসমেটিক্স মেকাপ বিদেশী ও দামী
হাত খরচা যাচাই দিতে হবে তাই
তারপর ভালবাসা উপচাবে মনে
নতুবা এসব হবে অনাচারী বাত।

কবিরা ঘুমিয়ে লিখে কবিতার কথা
প্রেয়সি কবিতা যে কি সেটাতো বুঝেনা,
ঝাড়ি খেয়ে অবশেষে বুঝবে বাস্তব।
বিবাহিত বুঝে প্রেম হাড়ভাঙ্গা শ্রম
তাতেও হয়না খুশী আছে যারা ঘরে
এদুঃখে অকালে পাকে চুল দাঁড়ি সব।

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০২

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই, আপনার মন্তব্যর প্রতিউত্তর রাতে লেখার চেষ্টা থাকবে ! আপনি খুব অল্প সময়ে সুন্দর সুন্দর সনেট লিখতে পারেন ! ভালো লাগে বিষয়টা ! ধন্যবাদ ।

১৬| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: দেখেন আকাশ দেখতেই থাকেন। তাতে দুঃখ কমবে না বরং আরও বাড়বে।
সেই দুঃখ গুলো আকাশের মতই বড় হতে থাকবে।
কবিতায় +++

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: অতীতের অভিজ্ঞতা নেই ! এখন থেকে দেখতে থাকি না, আকাশের বিশালতা কতখানি !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

১৭| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৭

আলো_ছায়া বলেছেন: ভালো লাগলে ভাই!
ভালো থাকুন।

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনিও ভালো থাকুন সবসময়....

১৮| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

প্রেম সফল হোক

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপা !
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

১৯| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জন্মদিন শুভ হউক সুন্দর কাটুক আগামী প্রতিটি দিন

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: আমার জন্য দোয়া করবেন আপা !

আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

২০| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৩

নক্ষত্র নীড় বলেছেন: প্রকৃত শূন্যতাকে প্রকৃত কেউ পূর্ণতা দিক।ভালো আছেন নিশ্চয়ই।

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি ভালো আছি ! আপনি ভালো আছেন নিশ্চয় !


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

২১| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩১

রানা সাহেব বলেছেন: ++

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০১

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম !


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

২২| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬

কানিজ ফাতেমা বলেছেন: কবিতায় +++++++্ ।
কবির ইচ্ছা অচিরেই পূরণ হোক এই প্রত্যাশা

এবং জন্মদিনে শুভেচ্ছা, শুভকামনা ।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আপা, আমার জন্য দোয়া করবেন !


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

২৩| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩২

রায়হানুল এফ রাজ বলেছেন: হয়তো এটাই প্রেম।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে স্বাগতম !


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

২৪| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯

নীলপরি বলেছেন: আমি লিখতে চাই আরেকটি কাব্য।
ধূসর এক পান্ডুলিপিতে,
বয়ে যাওয়া সময়ের স্রোতহীন জোয়ারে
ভাঙ্গা এ হৃদয়ের আত্মকথন দিয়ে।
ডুবে থাকা অন্ধকারের শঙ্খনীল কারাগার হতে।


লাইন গুলো মন ছুঁয়ে গেলো । +++++++

জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো ।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা পেয়ে ভালো লাগলো ! আমার জন্য আশীর্বাদ করবেন !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

২৫| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর। অনুভূতিগুলো যেন হৃদয়ের দেয়াল ভেদ করে বাতাসে মিশে গেছে। সুন্দর উপস্থাপন।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অনেকদিন পরে ব্লগে পেয়ে ভালো লাগলো ! ভালো আছেন নিশ্চয় !


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

২৬| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪২

আখেনাটেন বলেছেন: সকল প্রেমিকের ভাবনা। সময়ের সাথে সাথে এই ভাবনার পরিবর্তন হবে।

কবিতায় ভালো লাগা রইল।

*নিভৃতে < নীভৃতে

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১০

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন ভাই ! আর বানানটা ঠিক করে দিচ্ছি !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

২৭| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ভাই !
ভালো থাকুন সবসময়....

২৮| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঐ রুপের যাদুতে-কী যাদু মিশে আছে ? এই লাইনটাতে-ঐ রুপেতে কী যাদু মিশে আছে ? লিখলে মনে হয় আরও সুন্দর হত। কারণ যাদু শব্দটা পর পর দুইবার ব্যবহার করায় একটু যেন ম্লান লাগছে। ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক করে দিচ্ছি ....

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ভাই !
ভালো থাকুন সবসময়...

২৯| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৪

শুভ্র বিকেল বলেছেন:
আমার নিরন্তর ভাবনার অন্তরালের
কোন এক চন্দ্র-তিথির রজনী শেষে
আমি লিখতে চাই আরেকটি কাব্য।
ধূসর এক পান্ডুলিপিতে,

দারুণ কথামালায় সাজানো। শুভেচ্ছা নিরন্তর।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ভাই !
ভালো থাকুন সবসময়...

৩০| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতা লিখতে বসলে কষ্ট লাঘব হয়। অন্তত কিছুটা সময় সুখের সাগরে মন ভাসে।


কেমন আছেন?

(ভালো হয়েছে অথবা ভালো হয়েছে বলে কবিতাকে সস্তা বানাতে চাই না)

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা ,হা ...... কবিতা লেখার জন্য লেখা ! আমার শব্দ ভান্ডার কম থাকায় কবিতা তেমন ভালো হয় না ।



আমি ভালো আছি !!

৩১| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুরুতে আমিও কাঙাল ছিলাম। ভাণ্ডার ছিল খালি। শব্দকো‌ষ দিয়ে শুরু করে‌ছিলাম। এখন আমি শব্দের কারিগর হয়েছি, হয়েছি শাব্দিক। শব্দরা আমাকে বান্ধব ডাকে। শব্দে শব্দে বন্দে বন্দি হয়ে আমি প্রতিপালকের বন্দনা করি। শব্দে শতাব্দী অতীত হয়।

খাইছে আমারে! :|| |-)

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ...... লেখালেখি তো আমাদের শুরু !! দেখি কত দূর যেতে পাড়ি !! দোয়া করবেন ভাই !

৩২| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৮

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: খুব ভাল লেগেছে শুভেচ্ছা রইল কবি
ভাল থাকবেন সুস্থ থাকবেন।।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ভাই !
আপনিও ভালো থাকুন সবসময়...

৩৩| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৭

সিনবাদ জাহাজি বলেছেন: শাহরিয়ার কবির ভাই এর কবিতার যাদুতে আমি সম্মোহিত হয়ে।
যে ইন্দ্রজালে জড়িয়ে আছি এর নাম কী বলে?????????????

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
এর নাম প্রেম বলে ! আমি যাকে খুঁজছি; আপনিও কী আমার মত কাউকে খুঁজছেন? :P আমি যাকে খুঁজছি তাকে দেখে আমার ভীষণ ভয় করে ! হয়তো, কোনদিন তাকে বলা নাও হতে পারে যে, আমি তোমাকে ভালবাসি ! অপেক্ষা আছি যদি কোন দিন সে বলে !! সেই দিনের !!


গানঃ শুনুন

view this link





৩৪| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫

সিনবাদ জাহাজি বলেছেন: শুনলাম গান ।
এটা আমারো অনেক ভালো লাগা একটা গান

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০

শাহরিয়ার কবীর বলেছেন:

প্রতিউত্তরের ব্যপারে কিছু বললেন না !!!


আপনাকে আবারও ধন্যবাদ !!

৩৫| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪

সিনবাদ জাহাজি বলেছেন: আসলে আমরা সবাই খুজে চলেছি , হ্য়তোবা আমৃত্যু কেবল খুজেই যাব। শেষে হয়তো না পাওয়াটা নিয়েই হারিয়ে যাব।
আমরা সবাই যে জিনিসটা খুজে চলেছি সেটা পাওয়াটা যে খুব কঠিন। সবাই পায়না কিন্তু খোজে সবাই।
:)

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন !!


আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ !

৩৬| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: শেষের স্তবকটা খুব সুন্দর হয়েছে। কবিতায় ভাল লাগা + +
এবং জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা!
পূর্বের পোস্ট পড়ে আপনার জন্মদিনের তারিখটা সবাইকে মনে করিয়ে দেয়ার জন্যে মৌমুমুকে ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা পেয়ে ও কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো......
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ভাই !
ভালো থাকুন সবসময়.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.