নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

স্পর্শহীন ভালেবাসা

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫২



ভালোবাসা আর ভালোলাগা কী এক?
এ দু'য়ের মাঝে তফাৎ কী!
এক ললনার অসীম ছলনায় এ হৃদয়ের চারপাশ জুড়ে
রক্ত জমাট বাঁধার মত বেঁধে আছে কিছু নীলকষ্ট।
কী এক জ্বলনে জ্বলছি, কী যেন এক ব্যথার অনলে
আমি আবেগের পরাজয়ে পরাজিত;
তবে কী আমার সংজ্ঞা সংজ্ঞায়িত হবে ব্যর্থতায়?


আজও কী এর উত্তর খুজে পেয়েছে কোন কবি?
তবে রঙহীন ভালোবাসার হাহাকারে
কবিদের ঘুম হয় বুকের ব্যথায়।
তবে কেন কবিদের মনে এতো হাহাকার
এই নিরুউত্তরে উত্তর;
কোথায় গেলে কীভাবে মিলবে?
ভালোবেসে যে ব্যথা পেয়েছে সে,
তবে কী ব্যথার অপর নামই ভালোবাসা।


তোমাকে আর ভালোবাসতে চাইনা।
ধূসর মলিন ধূলি কনায় আমার এ পথ চলায়,
কোথায় কিসে আমি বন্দী?
এই প্রশ্নটা আমায় বারে বারে কুড়ে কুড়ে খায়।
ওহে হৃদয়হীনা তুমি কি একবারও-
নিজেকে নিজে কখনো প্রশ্ন করে দেখেছ?
তোমার অস্তিত্ব আসলে কিসে?
তুমি যদি আসবেই আমার জীবনে,
তবে কেন এতো শত বছর পরে!
স্পর্শহীন ভালেবাসায়
তুমি আসলে কেন তবে!


মন্তব্য ৮৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতার নাম দেখেই প্লাস!

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
উপরে প্লাস আবার নিচে মাইনাস কেনু কেনু সোহেল ভাইয়া !! ;)


ধন্যবাদ!

২| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে মাইনাস দিয়ে গেলাম।
সবাই প্রথম কমেন্ট কইরা চা কফি চাই আমি কি চাই ভাবতাছি।
সামনে কোরবানির ঈদ একখানা গরু উপহার দিয়েন শাহরিয়ার ভাই।

ভালোবাসা আর ভালোলাগা কী এক? মোটেও এক নয় অবশ্যই আলাদা । (এই টা কবি জানে তবুও ভনিতা করে!)
ললনার ছলনায় ছাই হইয়া যান। ছাই উড়াইয়া যদি আমরা একখানা মানিক খুজিয়া পাই।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমি হাড়কিপটা কাউকে কোন উপহার দেই না !!! ;) তয়, গরুর হাড় হাড্ডি উপহগার দিতে পারি !! :P


ললনার ছলনায় ছাই হইয়া যান। ছাই উড়াইয়া যদি আমরা একখানা মানিক খুজিয়া পাই।

মুগ্ধ ! মুগ্ধ ! মুগ্ধ !

দারুন বুদ্ধি দিয়েছেন সোহেল ভাই !! ;)

পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

৩| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

নাগরিক কবি বলেছেন: খুব প্রেম তাইনা ;)

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রেমের অমৃত সুধা পান করিতে চাই ! কিন্তু কেউ হৃদয় তার দেয় না ! হৃদয় শূন্যতায় ভুগছি :P


পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

৪| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে কী হয়েছে, সুন্দর দেখতে খুব ভালো লাগে। সব সুন্দরে আনন্দ থাকে না তা যখন আমরা জানি তখন বেশি দেরি হয়।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর দেখার চোখ মনে হয় সবার থাকেনা !!! ;)


পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

৫| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮

মোস্তফা সোহেল বলেছেন: এত্ত এত্ত বিরহ ভাল্লাগে না তাই মাইনাস!

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২১

শাহরিয়ার কবীর বলেছেন: সাবাই যদি সুখের কবিতা লেখেন ,তবে বিরহের কবিতা কে লিখবেন !! ;)



ধন্যবাদ ।

৬| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২১

আহা রুবন বলেছেন: আপনি যেন তাকে নিয়ে অবিরাম কবিতা লিখে বই বের করতে পারেন; সেই সুযোগ করে দিতে এতশত বছর পরে তিনি এলেন। :-B

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: আপনি বলতে চাচ্ছেন; আমার কবি হওয়ার পিছনে সে দায়ী !! এই তো, ;) ভালো তো সে কাব্যগুলোর নাম কি দেওয়া যায় !


পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

৭| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: তবে কী ব্যথার অপর নামই ভালোবাসা ? কে জানে হতেও পারে। ভাল থাকুন কবি।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিগুরু এতো জ্ঞানীগুনী মানুষ হয়েও তিনিই বুঝলে না, আর লিখলেন ‘‘সখি ভালবাসা কারে কয়’’

পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

৮| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার কবিতা পড়ে আমি একটা লিখতে শুরু করেছি। দেখি শেষ করতে পারি কি না?

আমিতো আর আপনাদের মত কবিতা লিখতে পারি না। আমি শব্দ নিয়ে খেলা শুরু করি :((

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভাইজান, লজ্জা দিয়ে গেলেন কিন্তু !! :((
আমি শুধুমাত্র ব্লগে লিখি ! এই বাহিরে কোথায় লেখা হয় না ! আর আপনি বই লিখেন, একজন লেখক আপনি যদি এই কথা বলেন !! কথা বিশ্বাস করা কঠিন !! লেখন একটা কবিতা লেখেন ! পড়ি... !!!



ধন্যবাদ !


৯| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

ধ্রুবক আলো বলেছেন: তবে কেন কবিদের মনে হাহাকার
এই নিরুউত্তরে উত্তর
কোথায় গেলে কীভাবে মিলবে?

এটা একটা সর্বকালের ধাধা, কোথায় মিলবে কেউই জানে না!!

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: তাইলে, দেখি ঘরে ঘরে কবির জন্ম হবে ! আর কোন আমরা বিরহের কবি চাই না !! :P

পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

১০| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: সময়ের চাওয়া অসময়ে এসে যায় । তাই প্রস্তুত থাকা চাই । প্রেম কার উপর কখন পড়ে বলা কঠিন !

কবিতা ভাল লেগেছে ।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা, আপু দারুণ বলেছেন..... !! :P


পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

১১| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে বিশ্বস করতে হবে, আমি যা বলি তা সত্য বলি। আপনাদের মত আমি কবিতা লিখতে পারব না।

যাক, দেখি কী লিখেছি, আরো কয়েকবার পড়ে পোস্ট করব।
একটু দোয়া করবেন, কবিতা মাত্র ১৪ লাইন আছে এবং সনেটকবিও অনলাইন আছেন। :|

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: লিখুন......পড়ার অপেক্ষায় আছি ; আর আমি সনেট কবি ভাইকে বলেছি আমার কবিতা নিয়ে তিনি যেন কিছু একটা লিখেন !!



ধন্যবাদ ভাই !!

১২| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সনেট-কবিকে আমি ডরাই :|

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০

শাহরিয়ার কবীর বলেছেন: সনেট কবি ভাই অল্প সময়ে খুব ভালো লিখেছেন !!


ধন্যবাদ ভাই !

১৩| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

জাহিদ অনিক বলেছেন: কবি নির্ঘাত সিজোফ্রেনিয়াতে আক্রান্ত।
একবার বলছে ব্যথাই কি তবে ভালবাসা?
আবার শেষে এসে হেসে বলছে ,

তবে কেন এতো শত বছর পরে!
স্পর্শহীন ভালেবাসায়
তুমি আসলে তবে কেন!


কে এসেছে, কেন এসেছে, কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে !
প্রেমিকা এসেছে ভালবাসা হয়ে নাকি ব্যথা ভেসেছে ভালবাসার রূপে?
এত রূপের রূপকে পাঠক হতভম্ব !

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার প্রতিউত্তর দিবো ! আগে একটু ব্লগে কবি ভাইদের এ কবিতা নিয়ে তারা গবেষণা করে দেখুক; দেখি তারা কি বলেন !!



ধন্যবাদ ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি ঠিক ধরেছেন; এ কবিতায় অলীকতা আছে ! আর অলীক স্বপ্ন বা কল্পনা সিজোফ্রেনিয়া লক্ষণ ....

ভালোবাসা আর ভালোলাগা কী এক?
এ দু'য়ের মাঝে তফাৎ কী!

এটা একটা সবজনীয় সাধারণ প্রশ্ন !!

এক ললনার অসীম ছলনায় এ হৃদয়ের চারপাশ জুড়ে
রক্ত জমাট বাঁধার মত বেঁধে আছে কিছু নীলকষ্ট।
কী এক জ্বলনে জ্বলছি, কী যেন এক ব্যথার অনলে


এর পিছনে মেয়েটাকে দায়ী করা হয়েছে !!

আমি আবেগের পরাজয়ে পরাজিত;
তবে কী আমার সংজ্ঞা সংজ্ঞায়িত হবে ব্যর্থতায়?

এখানে কবি নিজেকে নিজে দায়ী করেছে !

আজও কী এর উত্তর খুজে পেয়েছে কোন কবি?
তবে কেন রঙহীন ভালোবাসার হাহাকারে
কবিদের ঘুম হয় বুকের ব্যথায়।
তবে কেন কবিদের মনে এতো হাহাকার
এই নিরুউত্তরে উত্তর; কোথায় গেলে কীভাবে মিলবে?

মোটামুটি যারা প্রেমের কবিতা লেখেন, তাদের উদ্দেশ্য বলা হয়েছে !!

ভালোবেসে যে ব্যথা পেয়েছে সে,
তবে কী ব্যথার অপর নামই ভালোবাসা।


যত মুধুর প্রেম হোক না কেন ,তাতে মান অভিমান থাকবে !!!

তোমাকে আর ভালোবাসতে চাইনা।
ধূসর মলিন ধূলি কনায় আমার এ পথ চলায়,
কোথায় কিসে আমি বন্দী?

এখানে দুটি প্রশ্ন আছে ........

এই প্রশ্নটা আমায় বারে বারে কুড়ে কুড়ে খায়।
ওহে হৃদয়হীনা তুমি কি একবারও-
নিজেকে নিজে কখনো প্রশ্ন করে দেখেছ?
তোমার অস্তিত্ব আসলে কিসে?


শুরুতে ছলনাময়ী দিয়ে শুরু করেছি ; এখানে কোন অস্তিত্ব পাঠক বুঝবে ?
তুমি যদি আসবেই আমার জীবনে,
তবে কেন এতো শত বছর পরে!
স্পর্শহীন ভালেবাসায়
তুমি আসলে কেন তবে!


আমার অতীতের অনেক কবিতা শতাব্দীয় ব্যবধান আছে !! অতীতে প্রেম ছিল আবার সে ফিরে এসেছিল......
সবসময় কি এ তালে ভালবাসা হয় ??? আর যখন দুটি বস্তুু একত্রে করা হয়,তখন তকে স্পর্শ বলা হয় !!! এখানে অবশ্যই দূরত্ব আছে !!!
দেখুন এবার .........

১৪| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

সনেট কবি বলেছেন:





কবি শাহরিয়ার কবিরের ‘স্পর্শহীন ভালোবাসা’ কবিতায় মন্তব্য-

ভালোবাসা থেকে ভালো, ভালো বাসা। আর
ভালোলাগা থাকে সব ভালো বাসায় কি
নিদারুণ ভাবে। তাই ওরকম বাসা
ভাঁড়ায় একটু বেশী; গুণের কারণে।
দাম্পত্যে আমরা খুঁজি ভালোবাসা আর
বেকার যুবক খোঁজে বৃথা ভালোবাসা,
তাদের অযথা কষ্ট, অন্ধকার আনে
জীবন জুড়ে অযথা, নেড়া-নেড়ী প্রেমে।

তথাপি কবির মন হয় তার বলি,
বলি হে কবি কবীর, কচুগাছে দিতে
গলায় দড়ি কি ইচ্ছে? তবেত থামুন।
ভালোবাসা ভাল নয়, অহেতুক প্রেম
ছেড়ে দিয়ে, মনকরে মোহমুক্ত চলে
সাধারণের মতন, শান্তিতে থাকুন।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২১

শাহরিয়ার কবীর বলেছেন: খুব অল্প সময়ে দারুণ একটা সনেট লিখেছেন ভাই !


পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

১৫| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১০

সনেট কবি বলেছেন:




কবি শাহরিয়ার কবিরের ‘স্পর্শহীন ভালোবাসা’
কবিতায় জাহিদ অনিকের প্রশ্নের উত্তর-

প্রেমিকার স্পর্শহীন উপস্থিতি বলে
প্রেমিকও স্পর্শহীন আত্মার জগতে
শতবর্ষ পরে সেথা অভিমানী প্রেম
প্রেমিকায় করে পেশ অনুযোগ তার।
স্পর্শের সুযোগ সেথা নেই বলে দগ্ধ
ব্যাথার বন্যায় ভাসে প্রেমিক হৃদয়।
প্রেমিকাও ব্যাথার এ যুগ্ম উপস্থিতি
কবি তুলেছেন তাঁর কাব্যের ভিতর।

কবিগুণে পাঠকের হতভম্ব মন
সত্যিই এ বিস্ময়ের দারুণ ব্যাপার
আধ্যাত্মিক রসবোধ এখানে বিস্তর।
জাহিদ অনিক তার মন্তব্যে ভীষণ
গভীর বিষয় ধরে তুলে এনেছেন,
হে কবি আপনার এ স্বার্থক কবিতা।

বিঃদ্রঃ ভুল থাকায় ১৪ ও ১৫ নং মন্তব্য মুছে দিন।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সনেট ভাইয়া !!

১৬| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৪

সুমন কর বলেছেন: প্রথম প‌্যারা'র তুলনায় দ্বিতীয় প‌্যারা ভালো হয়েছে।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা ঠিক আছে দাদা !!


পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

১৭| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

সুমন কর বলেছেন: দুঃখিত, ২য় আর ৩য় !!

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা, ঠিক আছে ...... কোন ব্যপার না !!



আবারও আপনাকে ধন্যবাদ !

১৮| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ্

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

১৯| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

জাহিদ অনিক বলেছেন: দেখলুম কবি,
সবজনীয় সাধারণ প্রশ্নটার উত্তর দিলেন না ? :-B

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: আরে ভুল বুঝবে না ! এটা গল্প না ... কবিতা!!! অনেক কথা প্রকাশ করা যায় না ! আর আমার চেয়ে সনেট ভাই আপনাকে ভালো প্রতিউত্তর দিয়েছে !!!



আবারও ধন্যবাদ

২০| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




কবিতার ভাবখানা মনে হয় এই -------------
" আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইলোনা কেহ..........."

অথবা ---
" ভালোবাসা মোরে ভিখারী করেছে....... "

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: " আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইলোনা কেহ..........."
.... এখন আর বুড়া বয়সে কে শুধাইবে !! :P


ভাই, সময় করে একটু এই কবিতা এডিট করে দিবেন !! আমার কাছে মনে হচ্ছে, কবিতা ঠিক কিন্তু পাঠকের বলছে অন্য কথা......... !



ধন্যবাদ ভাই !!

২১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০১

উদাস মাঝি বলেছেন: তুমি যদি আসবেই আমার জীবনে,
তবে কেন এতো শত বছর পরে!


ভাবলাম যাক কবির কপাল খুলল অবশেষে, কিন্ত পরের লাইনে ভুল ভাঙল ।কবির জন্য ১গামলা আফসুস । :((

ধন্যবাদ শাহরিয়ার ভাই, আরও একটি চমৎকার কবিতা উপহার দেয়ার জন্য :)
১০০ বছর বেঁচে থাকুন ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: হা. হা, হা, ১০০ বছর বেঁচে থাকতে গেলে তো ফরিক হয়ে যাবো !!


পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....


২২| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্য লিখেছেন।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভাল লাগলো ভাই !
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

২৩| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৭

মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন শাহরিয়ার ভাইয়া।
শিরোনামটাও চমৎকার।
শুভকামনা আপনার জন্য।
ভালো থাকবেন।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভাল লাগল !
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
আপনিও ভালো থাকুন সবসময়....

২৪| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:



কিছু উত্তর খুঁজে ফেরার নয়.... কিছু প্রশ্ন পথের দিশা.... এগিয়ে চলুন কবি!

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: কল্পনা আর বাস্তবতা দুটির জগত সুম্পণ আলাদা...... ! যতবার আমি পরীক্ষা দিতে চাই না, ঠিক ততবার এই পরীক্ষার সামনে এসে হাজির! .........

পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....


২৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৬

আখেনাটেন বলেছেন: অাপনার কবিতার প্রথম লাইন পড়েই কলেজ জীবনে ভয়ঙ্কররূপে শুনতে্ থাকা কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া একটি গানের কথা মনে পড়ল, 'ভালোলাগা ভালোবাসা এক নয়'।

ক্বেন এৃক নয় স্বেটা স্বেখান্বে অবশ্য বলা হ্যয়েছে।

ভালো লাগল কবিতা পাঠে।

*কিবোর্ড মাঝে মাঝে ঝামেলা করছে। দুঃখিত।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা .... আচ্ছা ভাই আগামীতে আরো ভালো লেখার চেষ্টা করবো !!

পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

২৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:০২

সোহানী বলেছেন: ভালোবাসা আর ভালোলাগা কী এক?
এ দু'য়ের মাঝে তফাৎ কী!...........


বিশাল তফাৎ!!! এ নিয়ে রীতিমত গবেষনা হয়েছে।

অনেক ভালোলাগলো দু:খী দু:খী কবিতা।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভাল লাগল আপু
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

২৭| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৯

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ভাল লাগল বিরহ কবিতা

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপা
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

২৮| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩০

গেম চেঞ্জার বলেছেন: বিরহের গান আর কতদিন চলবেক? ;)

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: সামুতে তাহলে বিরহের কবিতা কে লিখবে !!!


পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ।
ভালো থাকুন সবসময়.....

২৯| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: জন্মান্তরের বিরহ শেষে স্পর্শহীন ভালবাসায় আফসোস থাকতে নেই কবি।
বরং প্রকৃত ভালবাসাতো স্পর্শহীনই হয় ;)

স্পর্শে আসে কাম, কার আর প্রেমতো অনেক ব্যবধানের কাব্য

ভালবাসা ছাড়াও কাম হতে পারে, স্পর্শ হতে পারে। কিন্তু প্রেমে স্পর্শ আবশ্যিক নয় ;)
তুমি এসেছো তাতেই ধন্য আমি এ জনমে
চিনেছ আমায় আপনার করে
আর জমনে নয় হোক মধু মিলন
এই জনমে যাই শুধু ভালবেসে ;)



২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন; কবির মনের কথা ধরেছে ফেলেছেন !

আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ভাই!
ভালো থাকুন সবসময়.....






৩০| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৬

প্রামানিক বলেছেন: নিজেকে নিজে কখনো প্রশ্ন করে দেখেছ?
তোমার অস্তিত্ব আসলে কিসে?


কবিতায় প্রশ্নের গভীরতা দেখে মুগ্ধ। খুব ভালো লাগল। ধন্যবাদ

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ছেন জেনে ভালো লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল, ভাই
ভালো থাকুন সবসময়.....





৩১| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৩

সামিয়া বলেছেন: সুন্দর কবিতা।++++++

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:







কবিতা পড়ছেন জেনে ভালো লাগলো....
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....








৩২| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬

সিনবাদ জাহাজি বলেছেন: অনেক সুন্দর কবিতা ।
++

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: কেমন আছেন ???

কবিতা পড়ছেন জেনে ভালো লাগলো....
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম কবিতার কথামালায়।
প্রিয় কবি ভাইয়ের জন্য শুভকামনা সবসময়।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: কেমন আছেন ???

কবিতা পড়ছেন জেনে ভালো লাগলো....
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩২

উদাস মাঝি বলেছেন: হাআআআআআআআচ্চো...

ব্রা দার আছেন কিবা ? শালি ভাল আছে তো ? ;)

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা .......তাহার খবর তো আপনার কাছে !!! আমার কাছে থাকলে কি আর আমি বিরহের কবিতা লিখতাম !!




ধন্যবাদ ভাই !!

৩৫| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫১

নীলপরি বলেছেন: স্পর্শহীন ভালেবাসায়
তুমি আসলে কেন তবে!


অসাধারণ । ++++++

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: এ দুই লাইন নিয়ে যত সমস্যা ! উপরে একজন কবিকে মানষিক রুগীও বলেছে....... ;)



কবিতা পড়ছেন জেনে ভালো লাগলো....
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩৬| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

উম্মে সায়মা বলেছেন: বাহ। সুন্দর লিখেছেন। শুভ কামনা

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ছেন জেনে ভালো লাগলো....
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩৭| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১২

উদাস মাঝি বলেছেন: কি একখানা জিনিশ ছাড়লেন ভাই ,
আমার ধারনা আরও ৪০-৫০ বছর কমেন্ট চলবে এতে :D

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: তাইলে, নতুন পোষ্ট দিবো নাকি !!




ধন্যবাদ !

৩৮| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৭

আলো_ছায়া বলেছেন: কবিতায় ভালো লাগা রইল ভাই।
ভালো থাকুন।+++++++

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনিও ভালো থাকুন সবসময়.....

৩৯| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সুন্দর!
কবিতায় ভালো লাগা জানাচ্ছি :)

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
আপনিও ভালো থাকুন সবসময়.....

৪০| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০০

রওশন_মনি বলেছেন: ভালো লাগলো

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪১| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮

ফয়সাল রকি বলেছেন: স্পর্শহীন ভালবাসার মধ্যে একরকম মাদকতা আছে যা স্পর্শময়তায় অনুপস্থিত।

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ছেন জেনে ভালো লাগলো....
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.