নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

নিষ্ফল অপেক্ষা

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩




পাগলী-
আর কতটা ভালবাসলে তোকে পাব!
আর কতটা কবিতা লিখলে আমি কবি হবো?
কি এক ছায়ার নেশায়, কি এক মায়ার নেশায়;
আজও শত শতাব্দীর মায়াজালে জন্মান্তরের,
এক ঘুর্নিপাকে নিমজ্জিত হয়ে আছি,
হতাশার চোরাবালিতে।


পাগলী-
হয়তো বা কখনো তোকে সাজিয়ে-গুছিয়ে
বলা হবেনা কোনদিনও- ভালবাসি ।
কারণ, বোবা বালক আর অন্ধ বালিকার প্রেম হয় না,
হয় শুধু নিষ্ফল অপেক্ষা।
আজও অজস্র নিশির আঁধারে
পাগলি তোর অপেক্ষার প্রহর গুনে গুনে
আজ আমি ব্ড্ড বেশি ক্লান্ত।

পাগলী-
কিছু সহজ শব্দ বুননে হয়েছি কবিতার কারিগর-
তবুও আজও উপলব্ধিতে আসেনি,
কবি কী আর ভালবাসা কী!


ছবিঃ নেট !

মন্তব্য ১১০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫

জাহিদ অনিক বলেছেন: এটা নিশ্চয়ই ছোট নীলিমাদের নিয়ে লেখা ?

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার কী মনে হয়, কবি সাহেব ?


ধন্যবাদ !

২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০০

জাহিদ অনিক বলেছেন: আমি পাঠক, আমার মনের কথা কইব না। কবির মনের কথা জানতে চাই

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: এখানে অতীব-ভালবাসার বহিঃপ্রকাশ ঘটেছে, আজ নীলিমা নাম আসেনি এসছে পাগলীর নাম; এখন পাঠক নিজগুনে বুঝে নিন ! কী হতে পাতে পারে !!




ধন্যবাদ !

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১০

জাহিদ অনিক বলেছেন: পাঠক ভেবেছিল রূপক অর্থে পাগলীই নীলিমা । পাঠকের আক্কেল-গুড়ুম B:-) B:-)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: আমার নায়িকা খুঁজে কখনো পাবেন না। কারণ, আমার নায়িকা বর্তমানে ৮ ক্লাসে পড়ে ! ;) এখন যদি তার নাম ব্লগে নেই; তাহলে বাল্য প্রেমের অপরাধে পাঠক ও লেখকের বিরুদ্ধে মামলা হতে পারে !! :P

এবার বলুন এটা কবিতা হয়েছে না-অকবিতা ! পাঠক আলোচনা-সমলচনা না করলে, কবিতা লেখার স্বথকতা থকে না।



ধন্যবাদ ।

৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গভীর ভাব প্রকাশ।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
সহজ কবিতায় গভীর প্রকাশ !! কবিতা প্রকাশ করার আগে তো একটু ভয়ে ছিলাম !



ধন্যবাদ ভাই !

৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২০

জাহিদ অনিক বলেছেন: ওরে বাবা ! এ যুগের রহীম-রূপবান!

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: এ যুগের রহীম-রূপবান!

কবি সাহেব, উল্ট কথা বলেন কেন ! রহীম তো ছিল ছোট আর রুপবান ছিল বড় !! কিন্তু আমার ক্ষেত্রে তা নয় ! :P


ধন্যবাদ ।

৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পানির মূল্য একমাত্র তখন আন্দাজ হয় যখন পিপাসায় বুক ফাটে। তদ্রুপ কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবি হতে গেলে অনেক হিসাব কষতে হয় এবং শব্দ জানতে ; ব্লগে কবি শখের কবি !! যাই লিখি না কেন, এখন আপনার পড়েন এটাই বড় পাওয়া, এর বাহিরে আর কোন চাওয়া পাওয়ার নেই ।



ধন্যবাদ ।

৮| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৬

জাহিদ অনিক বলেছেন: ক্লিক করিবার পরে বোধ উদয় হইয়াছিল, ততক্ষণে কর্ম চলিয়া গিয়াছিল মফিজের মায়ের হাতে।
আপনি বিচক্ষণ মানুষ, বুঝিয়া লইবেন এই অভিপ্রায় লইয়া আর কিছু করি নাই ।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা.... কোন ব্যপার না !! আমরা তো ভাই-ব্রদার !! আমরা নিজেদের মত করে বুঝে নিলেই হল !!



ধন্যবাদ ।

৯| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা, আমি হাসলাম।

কেন হাসলাম বিশ্লেষণ করলে আপনি খুশি হবেন।

ব্লগে উনারা আছেন, যাদের সাথে পরিচিত হওয়ার জন্য ত্যাগ সাধনার সাথে টাকা খরচ করতে হয়। লাখ লাখ টাকা খরচ করার পরেও উনাদের সাথে দেখা হয় না।

ব্লগিং করার সুবাদে উনাদের সাথে সহজে পরিচয় হয়, মন্তব্য বিনিময় হয়। যা পাওয়ার জন্য যুগের পর যুগ অপেক্ষা করতে হত তা এখন কয়েক দিনে হয়।

ব্লগিং শুভ হোক।

কবিতায় কয়েকটা মন্তব্য পড়লে তা অনেক জনপ্রিয় কবিতার পর্যায়ে পড়ে। আপনি অনকে বড় কবি।

শুভ কামনা।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
হা,হা,হা ......... সে যাইহোক, তবে আপনার কয়েক টা কবিতা পড়েছি!! আপনিও অনেক ভাল লিখেছেন !!
আপনি যেন একটা টেনিং করছিলেন ,এখন কী শেষ হয়েছে!!


ধন্যবাদ ।

১০| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: পাগলী-
আর কতটা ভালবাসলে তোমাকে পাব!
আর কতদিন তোমার ছবি আঁকব, মনে বা কবিতায়?
লিখব তোমাকে নিয়ে গান ?
আজ আমি ব্ড্ড বেশি উদ্দীপ্ত,
উপলব্দিতে বার বার তোমায় টের পাই।

পাগলী-
আর কতটা ভালবাসলে তোমাকে ছুঁতে পারব!

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা....... খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে মন্তব্য করেছেন !



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: বেশ ভাল লেগেছে শুভেচ্ছা রইল কবি।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

জেন রসি বলেছেন: বোবা বালক আর অন্ধ বালিকার প্রেম হয় না কেন? বালিকা যদি বোবা হয় আর বালক যদি অন্ধ হয় তাহলেও কি একই ঘটনা ঘটবে? ;)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। স্যার আইজ্যাক নিউটন এটাই বলে গেছেন।

তয়, আপনি বড় বিজ্ঞানী দাদা, কঠিন একটা প্রশ্ন করেছেন!!স্যার আইজ্যাক নিউটন বেচে চিনিও চিন্তায় পড়ে যেতেন !! এখন প্রাকটিক্যাল না করে কিছু বলা যাচ্ছে না..........


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আগামী মাসে টেস্ট দেব, এখও বুকিং হয়নি। ১২ তারিখ পরে বুকিং করতে হবে। টেস্প পাস করার পর মিনিবাস (১৮ সিট +) চালানির জন্য ইনটেনসিব ট্রেনিং করতে হবে। ওটা পাস করার পর কাজ পাব। আমার জন্য দোয়া করবেন, কাজটা হলে আমার একটা দুশ্চিন্তা কমবে। এটা জনসেবামূলক কাজ। দৈনিক ৫ ঘণ্টা। আমার সময় কাটবে, ব্যস্ত থাকব। এখন আমি স্বস্তির সাথে ব্যস্ত থাকতে চাই।
প্রায় ৬ শো পৃষ্টার বই সাড়ে তিন বার পড়েছি। আমি আর পড়তে পারব না। এই জন্য ব্লগে সময় দিচ্ছি। মাথার ভিতর খালি প্রশ্ন. ঘুরপাক খাচ্ছে।

|-)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: অবশ্যই দোয়া করি ভাই ! হুম, পাস করুন ! জীবনে চালাতে গেলে নিজেকেও সময় দিতে হয় !! ব্যস্ততার কারণে মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে এই শহর ছেড়ে চলে যাই আর ভালো লাগে না !

ধন্যবাদ ভাই ।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবি কী আর ভালবাসা কী! সত্যি এর মানে খুজে বের করা দূরহ ব্যাপার । যারা জানে তারা উত্তর দিয়ে ধন্য করুক। ধন্যবাদ।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১০

শাহরিয়ার কবীর বলেছেন: আমরা নয়া কবি ! দেখি পুরাতন কোন কবি এর উত্তর দিতে পারে কিনা।



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

তামান্না তাবাসসুম বলেছেন: বোবা বালক আর অন্ধ বালিকার প্রেম হয় না,

চমৎকার লাইন :)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম !!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৯

উদাস মাঝি বলেছেন: হয়তো বা কখনো তোকে সাজিয়ে-গুছিয়ে
বলা হবেনা কোনদিনও- ভালবাসি ।


এখানে বোবা বালক কি রূপক অর্থে, মুখ চাপা বোঝাতে চেয়েছেন ?

সে যাই হোক, সবমিলিয়ে চমৎকার লেগেছে ।
এখনঅব্দি আমার দেখা সামুর শ্রেষ্ঠ কবি, প্রামানিক ভাই আর আপনি ।

ভাল থাকবেন কবি :)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
এখনঅব্দি আমার দেখা সামুর শ্রেষ্ঠ কবি, প্রামানিক ভাই আর আপনি ।

শব্দ চাষ করলে ভাষা হয় না ভায়া !! আমাকে আর এতো পাম দিয়েন না- তাইলে কবিগিরি আমার শেষ !! :P সামুতে অনেক বড় মাপের কবি আছেন ! তবে, প্রামানিক ভাই ব্লগের সুকুমার রায় !!


এখানে বোবা বালক কি রূপক অর্থে, মুখ চাপা বোঝাতে চেয়েছেন ?


কবিদের চাল-চুলা কিছু থাকে ভায়া, একারণে মেয়ে হৃদয় তার দিতে চায় !! তাই তো কল্পনায় আকাশে-বাতাসে উড়ে বেড়িয়ে চলেছি ; কি আর করা আছে বলুন । :P


ধন্যবাদ ।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১২

সনেট কবি বলেছেন:

কবি কবিরের‘ নিস্ফল অপেক্ষা’ কবিতায় মন্তব্য

ভালবাসার মানুষ সহজে মিলেনা
সেজন্য যে মিলে তাকে ভালবেসে পার
করতে হয় জীবন। নতুবা অপেক্ষা
ব্যার্থ জীবনের গল্প বয়ে নিয়ে চলে।
ঘরের খেয়ে বনের মোষ যে তাড়ায়
সেইতো বেকার কবি, আর ভালবাসা
বানে ভাসা টগরের ফুলে হৃদয়ের
অহেতুক টান, যার কোন অর্থ নেই।

নেড়া-নেড়ীদের প্রেম বড্ড বেড়ে গেছে
সেজন্য দুশ্চিন্তা বেড়ে তাদের বাবা-মা
নির্ঘুম রাত্রি কাটান মন যন্ত্রনায়।
একটাইতো করবি বিবাহ তাহলে
নিস্ফল অপেক্ষা কেন? চট জলদি এ
কর্মসেরে সুথে থাকা, সেইতো সুন্দর।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর মন্তব্য করেছে ভাই !! ভালো লাগলো !!

কবিদের চাল-চুলা কিছু থাকে ভাই, তাই তো মেয়েরা তার হৃদয় দিতে চায় !!
এখন কল্পনার আকাশে-বাতাসে উড়ে বেড়িয়ে চলেছি ; কি আর করা আছে বলুন !!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১৮| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১২

ধ্রুবক আলো বলেছেন: আসলেই আজও উপলব্ধিতে আসেনি, কবি কি আর কবিতা কি!!

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা.... এ উত্তরগুলো জানা জন্য তো প্রশ্ন করলাম !!



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১৯| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৪

ধ্রুবক আলো বলেছেন: অপেক্ষাগুলো সব নিষ্ফোলই হয়!!

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা.....তাইলে মালা কার লাগি গাথি !!!



আবারও আপনাকে ধন্যবাদ !

২০| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ষোলতে শুরু করেছিলাম, এখন সত্যি ক্লান্ত। এখন আমি চলনসই একটা কাজ চাই। অসমাপ্ত লেখা এবং কবিতায় কাজ করতে হবে।

আপনার সফলতা কামনা করি।

(আমি পালিয়ে কোথাও যেতে পারব না। এখন ওরা তিনজন। দুই নাতনি এবং স্ত্রী। কোথাও গেলে তিনজনকে সাথে নিয়ে যেতে হবে। বাসায় থাকলে অন্তত তিন কাপ চা পাই।)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: যদিও লেখালেখিটা আমার শখের বশে ! আর বলা চলে আমার জীবন তেমন ভালো করে শুরু হয়নি !! একটা ঘর হবে, সংসার হবে! তার পরে ছেলে মেয়ে জীবনে কত কিছু পরে আছে !! দেখি কত দুর যেতে পারি ! আমার জন্য দোয়া করবেন !!

ধন্যবাদ ভাই ।

২১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাইয়ের পাগলি পড়ে পাগল পাগল হবে তাদের পাগলিকে শুনাতে, এটা নিশ্চিত হয়েই বলা যায়
অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই। (চুরি যাওয়ার ভয় করছি)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: আমার পাগলীর কী হবে, তা জানি না ! চোরের মন আছে যদি কবিতা চুরি করে তার পাগলীকে পায় ; তাহলে তো আমি ধন্য !! ভালবাসা জিন্দাবাদ !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৬

মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন।+++++
ভালো থাকবেন ভাইয়া।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৫

ধ্রুবক আলো বলেছেন: জানি না ভাই কার লাগি মালা গাঁথি!?

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: আশাহত হয়েন না ভাই !! দিবে দিবে !!



আবারও ধন্যবাদ !!

২৪| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: বোবা বালক আর অন্ধ বালিকা!


হায় হায় !


বালিকারা অবশ্যই বেশি ভাগ সময় অন্ধই হয়!

আর বালকেরা বোকা ওপস স্যরি বোবা! :)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: ইশ ! একটু আমার পক্ষে কথা বলবে কিনা !! তানা সেই এক সুর ......


এ বান্দরের গালায় কে দিবে মুক্তা মালা ! :P


অসংখ্য ধন্যবাদ !

২৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮

উম্মে সায়মা বলেছেন: আহা। হাহাকার..... কবিতায় ভালোলাগা

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: বোবা বালক আর অন্ধ বালিকার প্রেম হয় না,
হয় শুধু নিষ্ফল অপেক্ষা। :(

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫১

শায়মা বলেছেন: আরেকটা বান্দরী!!!!!!!! :)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: এখন বোধহয় শান্তি আছি !! বান্দরী চলে আসলে, তখন আমার কবিগিরি শেষ ... চাল নাই, ডাল নাই, শুনতে শুনতে দিন পার !! :P


ধন্যবাদ ।

২৮| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, দাদা
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২৯| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৫

শায়মা বলেছেন: বান্দরীরা চাল ডাল খায় নাকি!

কলাগাছ লাগাবে! বলবে নিজেই কলা পেড়ে পেড়ে খা যা!!!! ডোন্ট ডিস্টার্ব!!! :)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: জানিনে ভাই !! অতীতে এ বিষয়ে অভিজ্ঞতাও নেই !

ডোন্ট ডিস্টার্ব! হায়, হায় এই কথা এই যুগের মাইয়াগো...... তাইলে হয়েছে !!

আমার ঘরে আমি মেম্বার পরের মাইয়া চেয়ারম্যান....

তখন এই গান ধরতে হবে !!

৩০| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৯

ভ্রমরের ডানা বলেছেন:



সহজ প্রকাশ, সহজ ভাব, সুখপাঠ্য !

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, দাদা
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩১| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৫

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




হালকা চালে দুলকি প্রেমের কবিতা ।
আমরাও অপেক্ষায় রইলুম কবি আর কয়টা কবিতা লিখতে পারে দেখার জন্যে !

সহজ শব্দে ভালো হয়েছে পাগলীর জন্যে কবিতা ।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩২| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৮

এম আর তালুকদার বলেছেন: ভালবাসি বলতে গিয়ে বোবা হয়ে যাওয়া বালক ও ভালবাসায় অন্ধ বালিকার প৾েম হতেই পারে। চমৎকার কবিতা।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩৩| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:২১

ঘাসফুলে প্রজাপতি বলেছেন: অসাধারণ

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম !


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩৪| ২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকেও ঈদের অগ্রীম শুভেচ্ছা !



ধন্যবাদ !

৩৫| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:০১

নীলপরি বলেছেন: শিরোনাম ও কবিতা দুটোই খুব ভালো লাগলো । +++++++

শুভকামনা ।

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩৬| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা কবির মনের প্রতিচ্ছবি। আর কবি একটা আস্ত পাগল।
শুধু মাত্র পাগলীর পাগল!

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩৭| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১০

আখেনাটেন বলেছেন:
অকৃত্রিম প্রেম; অব্যক্ত ভালোলাগা; -ভালোা লেগেছে।

ঘূর্ণিপাকে < ঘুর্নিপাকে

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
বানানটা ঠিক করে নিচ্ছি ভাই !


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩৮| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪

নির্বাসিত কবি বলেছেন: কিছু সহজ শব্দ বুননে হয়েছি কবিতার কারিগর-
তবুও আজও উপলব্ধিতে আসেনি,
কবি কী আর ভালবাসা কী!

ভাল লাগা ++ :)

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩৯| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২২

বিজন রয় বলেছেন: পাগলী রে!

ভালবাসায় এত হাহাকার কেন?

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবি গুরুর মত এতো জ্ঞানী গুনী তিনিই বুঝলেন ভালবাসা কী ; সখি ভালবাসা কারে কয় !!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪০| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বোবা বালক আর অন্ধ বালিকার প্রেম হয় না, সুন্দর বলেছেন তো !!!

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪১| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কোন কিছূই নিষ্ফল নয় কবি...
অপেক্ষায় (সবুরে) মেওয়া ফলে....

দারুন দারুন মন্তব্য প্রশংসা আর অভিনন্দনের পর আমি বোবা ;) হা হা হা

অনেক অনেক ভাল লাগা
++++

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা... আচ্ছা ভাই, তাহলে পাগলীর অপেক্ষায় থাকলাম ..... !

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো !
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪২| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

লিযেন বলেছেন: আধারের অপসরী =p~

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪৩| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:



প্রেম আর আক্ষেপে ভরা কবিতা । তবে থমকে দাঁড়ালাম শেষের প্রশ্নে ! কবি এবং ভালোবাসার মধ্যে একটা নির্লজ্জ যোগসূত্র আছে- কবিরা ভালবাসাকে নগ্নরূপ দিয়ে সব প্রকাশ করে দেয় !!

কবিতা ভাল লেগেছে ।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০২

শাহরিয়ার কবীর বলেছেন: আপনি সবসময় আমার কবিতাগুলো খুব সুন্দর করে বিশ্লেষণ করেন ! বিষয়টা খুব ভালো লাগে .....



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপু !
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....



৪৪| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাগল না হলে প্রেম যেমন হয়না পাগল না হলে কবিতাও হয়না। কবিতা কবির আরাধোনা কি নাকি পাগলের আক্ষেপ দুই এক যার ভাব যেরূপ। অনেক ভাল লেগেছে কবিতা।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন বলেছেন সুজন ভাই !! আজও আমার সখির দেখা পেলাম না ......

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪৫| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২২

লিযেন বলেছেন: খারাপ না......

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
এভাবে লিখলে কি কবি হতে পারবো !! ;)

আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ!

৪৬| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেদনাবিধুর প্রকাশ!

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম,,, কি আর করার আছে !! :P



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪৭| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: অসাধারণ। খুবই ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫২

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা!!


ধন্যবাদ।

৪৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

ধ্রুবক আলো বলেছেন: ঈদ মোবারক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা!!


ধন্যবাদ।

৫০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

নীলপরি বলেছেন: ঈদ মোবারক। অনেক শুভেচ্ছা রইলো ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা!!


ধন্যবাদ।

৫১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২১

শাহানাজ সুলতানা বলেছেন: গভীর ভাব প্রকাশ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৫২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫

শায়মা বলেছেন: পাগলীর ভালোবাসায় আমার পাগলভাইয়াটা কি কবিতা লেখা ভুলে গেলো নাকি!!!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা.... আগামীকাল ঢাকায় ফিরছি.......



তারপরে পাগলা-পাগলি গবেষণা!!! :P

৫৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

শায়মা বলেছেন: হায় হায় কই গেলো আমার টেবিল!!!!!!!!! :||

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

শাহরিয়ার কবীর বলেছেন: জানিনে!!! :P


আবার আাসিবে ফিরে........

৫৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

নীলপরি বলেছেন: নতুন পোষ্ট কোথায় ? এটাই জানতে এসেছিলাম । একথা দেখছি শায়মাদি আগেই বলে দিয়েছেন । :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম .....


দেখি আপনাদের সামনে কী হাজির করতে পারি ।


ধন্যবাদ ।

৫৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২২

ডঃ এম এ আলী বলেছেন: পাগলী নিয়ে লেখা সুন্দর কবিতাটি পাঠে মুগ্ধ ।

অনেক শুভেচ্ছা রইল ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.