নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার মৃত্যু পরোয়ানা...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৫



ওহে আগ্রাসী-ওহে সর্বনাশী,
ভালবাসা কী চন্দ্র-তিথির নিয়ম মেনে
কিংবা শুভ দিন ক্ষণ দেখে হয়?
কখন যে কার সাথে হয়ে যায়,ঘটে যায়!
পূর্ব পরিকল্পনা করে নয়
আমি আবেগের আয়নায় তোমায় দেখে,
ভুল করে তোমায় ভালোবেসে, জেনেছি আমি এক বামন ;
বামনদের চাঁদ ধরার স্বপ্ন কখনো থাকেনা
আর থাকা উচিৎও না।


যেদিন তুমি-তোমার নিজ হাতে
আমার জীবনের এক কালো অধ্যায় রচনা করে দিয়ে,
আমাদের পবিত্র ভালোবাসার
মৃত্যু পরোয়ানা জারি করে চলে গেলে,
সেদিন তোমার ঐ ছলনার আঘাতে
এ হৃদয়টা হয়েছিল ক্ষত-বিক্ষত যে;
আজও সেসব স্বপ্ন আমার ভাসে চিতার অনলে,
কেন এ হৃদয়টাকে লুটপাট করে নিয়ে গেলে,
দিয়ে গেলে অসীম যন্ত্রণা মাঝে?


ছবিঃ নেট !

মন্তব্য ৭৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৯

সনেট কবি বলেছেন: ভয় পেয়েছি!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

শাহরিয়ার কবীর বলেছেন: কেন ভাই ??

কবিতা কেমন হয়েছে !!!


ধন্যবাদ !!

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২

নুসরাত অনি বলেছেন: ছবি দেখে ভয় পেয়েছি!



তবে কথা গুলান ভালোই লাগলো।
ভালোলাগা রইল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম !!

ভয় পওয়ার কিছু নেই .......


ধন্যবাদ ।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: বাহ, বেশ ভালো হয়েছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:



ধন্যবাদ ভাই !

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯

উম্মে সায়মা বলেছেন: হায় হায় ভালোবাসার মৃত্যু পরোয়ানা জারি করে ফেলল? তাহলে তো আসলেই আগ্রাসী-সর্বনাশী... B:-)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: ও প্রেম করতে দুইদিন ভাংতে একদিন ওমন প্রেম কইরো না দরদী।। :P
কবিতার নায়িকা বড়লোকের মেয়ে তো তাই ...... :P

এখানে নায়কের কী দোষ বলুন !! :P



ধন্যবাদ !!

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

সনেট কবি বলেছেন:





কবি শাহরিয়ার কবীরের‘ভালোবাসার মৃত্যু পরোয়ানা...’ কবিতায় মন্তব্য-

ফাঁসির দড়িতে পেয়ে নিদারুন ভয়
কবিতা দেখার সাধ উবে গেছে কবি
ঐ দড়িতে কি এমন লাভ? যাতে বলে
‘আই লাভ ইউ’ কবি সম্মান দিলেন?
গিট্টুটা খুলে ফেলুন আর দড়িটারে
লম্বায় শুইয়ে দিয়ে বুঝান এ সাপ
মরেগেছে, ফিরবেনা জনমের তরে
তবে যদি ডর কমে মন হাল্কা হয়।

তারপর না হয় এ দেখব কবিতা
কার হাত ধরে কার সাথে পালিয়েছে
ওর যা স্বভাব মন্দ, প্রেমিকে অজ্ঞান।
কবীর-কবিতা প্রেম ঢলাঢলি আর
গলাগলি চলে কত নিশি দিন দেখি
মরি মরি এ লজ্জায় কি করে কি বলি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: কার হাত ধরে কার সাথে পালিয়েছে
ওর যা স্বভাব মন্দ, প্রেমিকে অজ্ঞান।
কবীর-কবিতা প্রেম ঢলাঢলি আর
গলাগলি চলে কত নিশি দিন দেখি
মরি মরি এ লজ্জায় কি করে কি বলি।


খুব সুন্দর একটা মন্তব্য করেছেন !!


কবিতার নায়ক গরীব আর নয়িকা হল খুব বড়লোক !! বেশির ভাগ গরীব আর বড়লোকের প্রেমের শেষ পরিনিত যা হয় আর কি ; তা এই কবিতা ওঠে এসেছে !!


ধন্যবাদ ভাই ।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

তারেক ফাহিম বলেছেন: দড়ি দেথে ভয় পাইলুম
চমৎকার কবিতায় পাঠে ভয় দুর করলুম

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: হা ,হা ,হা.......... ঠিক আছে ভাই !!




ধন্যবাদ !

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

তারেক ফাহিম বলেছেন: দেখে

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: কোন ব্যপার না !! ঠিক আছে !!


আবারও ধন্যবাদ ভাই !!

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

সুমন কর বলেছেন: চমৎকার।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ দাদা!

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

নীলপরি বলেছেন: কেন এ হৃদয়টাকে লুটপাট করে নিয়ে গেলে,
দিয়ে গেলে অসীম যন্ত্রণা মাঝে?


মর্মস্পর্শী । ++++

শুভকামনা ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ !

আপনাকেও শুভ কামনা !!

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: আহালে!!!!!!

ভালোবাসা ভালো নয়!!!!!!!! :P

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০১

শাহরিয়ার কবীর বলেছেন: মনেরে আজ কহ যে,. ভালো মন্দ যাহাই আসুক. সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে. কেউ বা বাসতে পারে না যে,.
কবি গুরু বলিয়াছেন !! :P


ধন্যবাদ !!


১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

সনেট কবি বলেছেন:





কবি শাহরিয়ার কবীরের‘ভালোবাসার মৃত্যু পরোয়ানা...’ কবিতায় দ্বিতীয় মন্তব্য-

তিনি ‘কবিতা কেমন হয়েছে’ জিজ্ঞাসে
কবিতার সাথে নিত্য ঢলাঢলি করে
বলি ও কবীর তবে গলাগলি শেষে
যায় নাকি কিছু বুঝা, শেয়ানা পাগল?
কবিতা এখন বড় হয়েছে অনেক
শেয়ানা পোলার সাথে কাটায় সময়,
বিবাহ ছাড়াই তার এমন উম্মাদ
অবস্থা সমাজে বড় অসহ্য যন্ত্রণা।

তথাপি সমাজ তারে কয়না কিছুই
সবার আদর পেয়ে বেড়েছে কন্যার
এমন বাড় সে সাথে দূরন্ত পনার।
তাতেই কবি কবীর-কবিতার প্রেম
ডালপালা মেলে শেষে মহীরূহ হয়ে
এখন এ ছায়া তরু, সহিত্য সম্পদ!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আবারও খুব সুন্দর মন্তব্য করেছেন ভাই !

কথায় আছে না, প্রেম মানেই পাগলামী কিন্তু সব প্রেম না ! স্বাথের প্রেমগুলো কী সত্যিইকারের প্রেম ?




আবারও ধন্যবাদ ভাই !!

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯

সনেট কবি বলেছেন:





কবি শাহরিয়ার কবীরের‘ভালোবাসার মৃত্যু পরোয়ানা...’ কবিতায় তৃতীয় মন্তব্য-

হৃদয়টা লুটপাট অসীম যন্ত্রণা
অবধারীত মৃত্যুর আলামত এটা
কারণ হৃদয় ছাড়া বাঁচেনা মানুষ,
রূহের মাগফেরাত কামনা করছি।
কেউ হৃদয় টানতে আসলেই তার
হাতে একটা সাগর কলা দিয়ে দিন
আর নিজে একদম পালিয়ে যাবেন
এভাবে রক্ষা করুন নিজের হৃদয়।

নতুবা বিপদ দেখে খবর জানিয়ে
আমাদের সহায়তা নিয়ে হৃদটা
রক্ষায় চেষ্টা করুন; এটাই উত্তম।
এত্ত সহজে কবীর হৃদয় কে নিবে?
আমরা থাকতে হবে এমন ঘটনা?
এ সম্ভব নয় কবি, নিশ্চিত থাকুন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: প্রেম মনে হয় কিছুটুকু নেশার মত ! চাইলে কী তারেভোলা যায় !! যদি তাই হতো তাহলে, এতো বিরহের কবিতা কেউ লিখত না !! কবিতায় এখানে আসলে বোঝাতে চেয়েছি ! উচু নিচু বাধানগুলো আসলে ঠিকে থাকে কিনা !!



আবারও আপনাকে ধন্যবাদ ভাই ।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩১

মনিরা সুলতানা বলেছেন: যেই করছে ,কাজ টা ঠিক হয় নাই :(
লেখায় ভালোলাগা !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:

আপা,কবিতায় যা বোঝাতে চেয়েছি ,একটু খেয়াল করে দেখবেন তা প্রতিনিয়ত আমাদের সমাজে কোথাও না, কোথাও প্রেমের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে....



ধন্যবাদ ।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:




আরো লিখুন...... আরো..... আরো......

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
জি, কবি সাহেব লিখব ! সবসময় পাশে পাই বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭

জাহিদ অনিক বলেছেন: ভালবাসি বলতে নেই, ভালবাসা হয়ে যায় ।

কেন এ হৃদয়টাকে লুটপাট করে নিয়ে গেলে,
দিয়ে গেলে অসীম যন্ত্রণা মাঝে?
- ভাল লাগলো বেশ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: ও প্রেম করতে দুইদিন ভাংতে একদিন ওমন প্রেম কইরো না দরদী।। :P

কবি সাহেব এবার এ কবিতায় কী বুঝলেন ? ...... :P

ধন্যবাদ !

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: লুটেরাতো তাই করবে, লোহার সিন্ধুকের গোপন বক্সে রাখলে হয়তো পেতনা। যখন নিজেই হাতে তুলে দিল লু্টেরা কি করবো!!

কবিতা ভাল লেগেছে কবি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: মন্দ বলেন নাই , তাইলে কি লোকজন প্রেম করবেনা !!!!




ধন্যবাদ ভাই !!

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিরহের কবিতা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ভাই !

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৮

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লিখেছেন,
ভয় নাই প্রেমের মরা জলে ডুবেনা ।
প্রেমে নির্যাতনকারী সমাজটাই একদিন জলে ডুবে মরে যাবে ।
শুভেচ্ছা রইল ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো বলেছেন ! এখন যুগটা যেন এমন কোন স্বাথ ছাড়া প্রেম হয়......



ধান্যবাদ ভাই !!

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১০

মলাসইলমুইনা বলেছেন: নেই প্রয়োজন কবিতার স্নিগ্ধতার (সুকান্ত)
নেইতো প্রয়োজন ফাঁসিতে ঝুলবার
ভালোবাসাহীন জীবন খুশিতে জেরবার (শেষ দুই লাইন আমি কবির)

ভয় পেয়েছি বলে মন খারাপ বা কাঁদা হয়নি | এটা আমার কোনো দোষ না |সেটা আপনার না আপনার দেওয়া ফটোর সেটা অবশ্য ক্লিয়ার না এখনো |

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম !!!

আপনার কথা আমি কিছুই বুঝিনি !! যদি আরো একটু সহজ করে মন্তব্য করে যেতেন !! তাহলে আমার জন্য বুঝতে সহজ হতো !!!



ধন্যবাদ !!

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩

মলাসইলমুইনা বলেছেন: দিলেনতো হাটে হাড়ি ভেঙে ! কথা গুছিয়ে বলতে পারিনি বা পারিনা এটা আমি সব সময়ই জানি মনে প্রাণে, অন্তরে অন্তরে | এখন সেটা সারা বিশ্বই জেনে গেলো ! মন্তব্যে যা বলতে চেয়েছিলাম তা হলো, কবিতাটা খুবই ভালো হয়েছে | মৃত্যু পরোয়ানায় মন খারাপ হয়েছে (দুঃখের কবিতা পড়লে যা হয় আর কি)| ভালোবাসা নেই,মৃত্যু পরোয়ানার আশংকাও নেই মন তাই খুশিতে জেরবার | আরো কিছু টুকটাক লিখেছিলাম মনে হয় | সেটা আর এক্সপ্লেইন করলাম না | দরকার নেই মনে হয় | ধন্যবাদ নিন কবিতার জন্য |

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: হাটে হাড়ি ভেঙে দিলেও কোন সমস্যা নেই ! কারণ, আমার এমন কোন অতীত নেই অতীতে !! আপনি আমাকে অন্য কাউকে ভেবে মন্তব্য করেছেন ?


আরো কিছু টুকটাক লিখেছিলাম মনে হয় | সেটা আর এক্সপ্লেইন করলাম না |

কে আপনি ?? প্রয়জনে আপনার মন্তব্য ডিলিট করে দিব !!!

আপনার মন্তব্য ঠিক এবং পাঠকের মন খারাপ হয়েছে !! সবঠিক আছে ...... কিন্তু মৃত্যু পরোয়ানায় জারি হয়ে !!! এখনো মৃত্যু হয়নি ।।



ধন্যবাদ ।

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

জাহিদ অনিক বলেছেন: কি বুঝলাম?

বুঝলুম এই যে,

প্রেয়সীর ছলনা ও বিয়োগে কবি হৃদয় ভারাক্রান্ত; নিজেকে চলে যাওয়া প্রেয়সীর অযোগ্য মনে করে বামুন বলে আখ্যায়িত করেছে যেখানে প্রিয়সীর উপমা চাঁদ !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:

ঠিক!!! ঠিক!! ঠিক !!

চৌধুরী সাহেবে তার মেয়েকে কবিতার নায়কের সাথে বিয়ে না !!! এই হল কবিতা মুল বক্তব্য !!! :P



আবারও ধন্যবাদ প্রিয় কবি ।

২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

জাহিদ অনিক বলেছেন: যাক ! কবি শাহরিয়ার কবীরই যে কবিতার নায়কটি নয় সেটা বুঝতে পেরে অন্তত ভাল লাগছে।

কবিতার নায়ক চুলোয় যাক !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
হায় !!!হায়!!! হায়!!


বলেন কী !!অন্য ভাই-ব্রদার গোল্লায় যাবে এটা কি ঠিক !!আমরা চেয়ে চেয়ে দেখব !!! সবার ভুল থেকে শিক্ষা নিতে হবে !!


ধন্যবাদ ।

২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

মলাসইলমুইনা বলেছেন: শাহরিয়ার কবীর: আমার মন্তব্য আপনি বুঝতে পারেননি বলে লিখেছিলেন, তাই আমার দুর্বল লেখার ব্যাপারে হাটে হাড়ি ভাঙার কথাটা বলা | ওটা আপনাকে উদ্দেশ্য করে বলা নয় একদমই | আর প্রথম মন্তব্যের শেষ সোয়া একলাইন প্রসঙ্গে লিখেছিলাম টুকটাক আরো কিছু লিখেছিলাম মনে হয়, যেটা এক্সপ্লেইন করার দরকার নেই | দ্যাটস অল | আমার রসিকতা করার ক্ষমতা খুবই কম | আমার রসিকতাগুলো ঠিক রসিকতা হয়ে উঠেনা | আপনার কঠিনমন্তব্যে আবার খুব ভালো করে বুঝলাম | আপনার কবিতা পড়েই মন্তব্য | অন্য কোনো বিষয়ে বা আপনার কোনো ব্যাপারে নয় | আমার ব্লগের সময় একদিন চৌদ্দ ঘন্টা (আমার ব্লগ একাউন্টের হিসেবে অনুযায়ী) | কয়েক মিনিট আরো বেশি হতে পারে | ব্লগে কাউকেও চিনিনা | আমাকেও কেউ চেনে তা মনে করার কারণ ঘটেনি এখনো | যে মন্তব্যগুলো করছি, সেগুলো ব্লগ পড়েই করা | নাথিং মোর, নাথিং লেস | এর ভিতর আর কোনো কিন্তু নেই | যাহোক, কোনো ভাবে আপনাকে হার্ট করে থাকলে খুবই সরি |

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা, কোন ব্যপার না !! আপনার নিকটা নতুন তো একারণে, এতো কথা বলা !!আর এই নতুন নিকগুলো একটু সমস্যাও আছে !!! সে যাইহোক, আপনি ব্লগিং করুন
আশা করি সবসময় পাশে পাবো !!!



ধন্যবাদ !
ভালো থাকুন ।

২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা চিরকাল বিদ্রোহীই থেকে গেলো! মিললো না কেবল ভালোবাসার স্বাধীনতা! হৃদয় পুড়ার গন্ধে মাতাল হয়ে ছুটে চলি দিক্বিদিক, ঘুরেছি দ্বারেদ্বারে ধূপের ধোঁওয়ার মতো সকাল থেকে সন্ধ্যা, কোথাও মিলেনি ল্যাম্পপোষ্টের ন্যায় নীরব স্থিরতা! অস্থির মনটা একদিন দেখেছিল সুখের স্বপ্ন, বুঝিনি! স্বার্থত্যাগী ভালোবাসার জয় হয় না কোনদিন!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হা ,হা ,হা .... বতমানে স্বাথ ছাড়া ভালবাসা হয় না !! খুব সুন্দর মন্তব্য করেছেন !




ধন্যবাদ !

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

প্রামানিক বলেছেন: কবিতার বক্তব্য সুন্দর। আসলেই পূর্ব পরিকল্পিতভাবে কখনও ভালবাসা হয় না। কার সাথে কার ভালোবাসা হবে এটা কেউ জানে না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক বলেছেন ভাই !! ভালবাসা কখন যে কার সাথে হয়ে যায় বলা যায় না।




ধন্যবাদ ভাই ।

২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

আলো_ছায়া বলেছেন: ফাঁসির লগে আবার লেখা আছে ভালোবাসি! অন্যের লেইগা মইরা কি হইবো রে ভাই? আমি না হয় মরলাম কিন্ত সে তো আবার অন্যকে বিয়ে করে সুখের সংসার করিবে।:(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভালবাসার মৃত্যু পরোয়ানায় জারি হয়ে কিন্তু মৃত্যু কাযকর তো হয়নি। !! কি বুঝলেন !!! :P ভালবাসার মরণ হয়েছে !! আমার অকাল মরণ না, হলেই হয়েছে !!




ধন্যবাদ ভাই !!

২৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: নিদারুণ প্রেমিকা !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
হুমম.... ভাই !!



ধন্যবাদ ।

২৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

জুন বলেছেন: কেন এ হৃদয়টাকে লুটপাট করে নিয়ে গেলে, :-*
এই প্রশ্নের উত্তর জানতে পারলে তো আর এই মহান কাব্য রচনাই হতো না শাহরিয়ার কবির #:-S
আর আমরা পাঠককুলও বঞ্চিত হোতাম এক অসাধারন কবিতা থেকে ।
অনেক ভালোলাগা রইলো ।
+

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আপু, সিনেমাতে রাজ্জাক-শাবানার অসংখ্যার বিয়ে হয়ে ! বাস্তবে কি তাই !!! ঠিক আমার কবিতাও এ রকম !! পাঠকের ভালো মানে আমার ভালো লাগা !! আমার আবার বিরহের কবিতা লিখতে ভালো লাগে !!! এখন যদি আপনারা সাহস দেন তাহলে আরো কবিতা লিখব, কোন সমস্যা নেই !!



ধন্যবাদ ।

২৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার আগের মন্তব্যটি লিখেছিলাম গতরাত ১টার পরে। কিন্তু সেন্ড করবো কি করবোনা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পরি মনে নেই, সকালে মানে দুপুরে যখন ঘুম ভাঙে তখন দেখি মোবাইল আমার বিছানায় পড়ে আছে। লক খুলতেই দেখি আপনার কবিতার মন্তব্যের ঘরে। শুধু সেন্ড বক্সে ক্লিক করে আবার হয়তো ঘুমিয়ে পরেছিলাম।

অসাধারণ কবিতা লিখেছেন ভাই, একেবারে সার্বজনীন করে তৈরি করেছেন। রাতে পড়েই ভেবেছি অনেকক্ষণ।

শুভকামনা প্রিয় কবির জন্য সবসময়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা ,কোন সমস্যা নেই !! আপনাকে সবসময় পাশে পাই তাতেই বা কম কিসের !!



ধন্যবাদ ভাই !!

শুভ কামনা রইলো!!

৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:


শাশ্বত কিছুই থাকে না হৃদয় মাঝে,
জলের মতই স্বচ্ছতা চারিদিক,
তবুও সমুদ্র বুকেপিঠে সে
জমে যায়, বয়ে যায়, ফুঁসে ওঠে,
একসমুদ্র মাঝে শুধুই অন্য মহাসমুদ্র জলখেলা।
আর তা দেখে অনেকেই বলেছে-
কতই না মোহন্ত মোহনার ভাসবাসা বিসুখ,
সেরে যাবে কদিন গেলেই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
নতুন একটিা কবিতা দিয়েছি দেখুন ......



ধন্যবাদ ।

৩১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

সামিয়া বলেছেন: আহা!!
কবিতার লাইনে লাইনে যেমন আক্ষেপ তেমনি অভিযোগ!!
চমৎকার লিখেছেন।
শুভকামনা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা , অভিযোগ কারো প্রতি নেই !! কাল্পনিক কবিতা !!
ধন্যবাদ !!

৩২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

নক্ষত্র নীড় বলেছেন: ভালো লেগেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

শাহরিয়ার কবীর বলেছেন: কারো কষ্টের কথাগুলো,কারো ভালো লাগে, এর ভালো আর কি হতে পারে, কবি ! :P


তারপরেও ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।



ধন্যবাদ ।

৩৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০

মোস্তফা সোহেল বলেছেন: কবির যন্ত্রনা আমরা ভাগাভাগি করে নিতে চাই।
কবি কি এতই স্বার্থপর যে আমাদের যন্ত্রনার ভাগও দিবে না?

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনকে সব যন্ত্রনা দিয়ে দিলাম................




ধন্যবাদ ।

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

বিলিয়ার রহমান বলেছেন: কবিতায় বিরহটা স্পষ্ট!!


তবে বামনের জন্য প্রেম হারাম এরকম চিন্তার সাথে সহমত পোষণ করছি না কবি!!:)


১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: কেনু কেনু ব্রাদার ।।



ধন্যবাদ ।

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

বিলিয়ার রহমান বলেছেন: প্রেম স্বর্গীয়!

জাত-পাত, সুন্দর-অসুন্দর, যোগ্য-অযোগ্য বিবেচনা করে প্রেম হয় না!!:)

প্রেমের জন্য কেবল দুটি নির্ভেজাল আত্মা চাই!:) দ্যাটস অল!

আমি জানি আপনি নিজেও এসব জানতেন!!! ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: সব ঠিক আছে দাদু ....


কিন্তুু ।।।



আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল,. শুধাইল না কেহ। :P


৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

বিলিয়ার রহমান বলেছেন: ওকে, দেন রিড হাউ টু সিডিউচ অ্যা ওম্যান!!!;):)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা. হা ...


কিছু কমু না



ধন্যবাদ ।

৩৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: না না না !! কোন খোঁচা দেই নাই আমি!

আমিতো আফনের ভা..রা ভাই , আমি ক্যামতে আফনেরে খোঁচা দেই ভাই!:)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে


মুগ্ধ !!! মুগ্ধ !!!


ধন্যবাদ ।

৩৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০

ধ্রুবক আলো বলেছেন: কেন এ হৃদয়টাকে লুটপাট করে নিয়ে গেলে,
দিয়ে গেলে অসীম যন্ত্রণা মাঝে?

ভাই এমনই হয়!!

আর শোনেন কোন ব্যান ট্যান কথা মনে আনা যাবে না!

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা .... ওটা মজা করে বলেছি !!!



ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.