নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪



অজস্র দীর্ঘ নিঃশ্বাসের ব্যাকুলতায় ভারী এ প্রাণ
নিস্তব্ধ একাকী নীরবে মৌন পাহাড়ের মত করে;
নিঃসঙ্গতায় শব্দহীন ঝরাপাতার মত অবিরাম ঝরে চলেছি,
অফুরান চোখের অশ্রু বিসর্জনে।

খানিকটা অতৃপ্ত হৃদয়ে; চলে যাওয়া সময়ের কাছে অনেক কিছুর জলাঞ্জলি দিয়ে,
আজও ক্লান্ত হৃদয়ে ; প্রতিটি দিবানিশি কাটে যেন এক আঁধার দর্শনে।
তবুও বেঁচে থাকার আশায় বেঁচে আছি ,
আশা আর নিরাশার মাঝে বিলাসিতা নামক স্বপ্ন নিয়ে।
এ জীবনের কাঁটা তারে আমি কোথায় বন্দী,
আমার স্বপ্ন ডানায় ভেসে আসা নক্ষত্রের ওপারে

শঙ্খচিল চিলের হাতছানি দিয়ে _;
সময়ের কাঁটাটার বিরাম নেই
চলছে অবিরাম তার নিয়মে,
অন্ধকারের বুক চিরে আলোর নিশান
দেখা দিবে কী এই জীবনে ?


ছবিঃ নেট।

মন্তব্য ৮৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আ হাহাহাহাহাহা বিরহ রে বিরহ
ঘুচে যাক সব বিরব

দেখা দিক হতভাগী
আইজ বুঝবি না বুঝবি কাইল হাহাহাহ

সুন্দর হয়েছে ভাইয়া
শুভেচ্ছা শুভকামনা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপা !
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দরও নির্মল সকালের প্রত্যাশা কার না থাকে। কবি আলোকিত জীবন হউক আপনার আপনার সকল সদইচ্ছারা যেন পূর্ণ জীবন পেতে পারে সেই ভাবে আপনার জীবন ঘরে উঠুক। কবিতা অনেক ভাল লেগেছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই !
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

মোস্তফা সোহেল বলেছেন: ফাঁকি মারলেন আমার মত?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: কিসের ফাঁকি ??? একটু বিস্তারিত .....



ধন্যবাদ ।।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬

জাহিদ অনিক বলেছেন: তবুও বেঁচে থাকার আশায় বেঁচে আছি ,
আশা আর নিরাশার মাঝে বিলাসিতা নামক স্বপ্ন নিয়ে
কবিতার সবথেকে প্রিয় লাইন এই দুইটা।

তবু বেঁচে থাকা হয়, তবু বেঁচে থাকতে হয় হাজারটা বাহানা বানিয়ে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
যদি সময়কে আটকানো যেত; তবে কেমন হতো !!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১

করুণাধারা বলেছেন: অন্ধকারের বুক চিরে আলোর নিশান
দেখা দিবে কী এই জীবনে ?

দেবেই: If winter comes
Can spring be far behind. আপনার মত এক কবিই তো বলে গেছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর কবিতা। পড়ে ভালো লাগলো, ভালোবাসা রইলো কবির প্রতি…

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই !
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লুকিয়ে আছে অনেক কথা সব লেখকের অন্তরে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই !
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবি কবিতা ভাল লাগিয়াছে যে!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই !
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

কেউ দেখার নাই কি.... এই বিরহ বিলাপ...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা হিসাবে নেন না ! যদি কবি’র বিরহ দেখার মানুষ থাকতো তবে, কবি কবিতা লিখত না....।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৮

উম্মে সায়মা বলেছেন: কবিতা ্ভা্লো লাগল শাহরিয়ার কবীর ভাই।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: পারেন ও ভাই, এত সুন্দর শব্দের খেলায় আমার মুগ্ধতা সীমাহীন ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
একটু বাংলা টাইপিং শেখার জন্য লেখা ; কিন্তু আমার কবিতা পরে সব পাঠকের মন খারাপ হয়ে যায় ! এমন অবস্থায় কি করি বলুন তো । আমি আবার বিরহ কবিতা ছাড়া কবিতা লিখতে পারি না।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

বিলিয়ার রহমান বলেছেন: এটা আপনার কতো নম্বর শিরোনামহীন!!

একশো একুশ নাকি দুইশ বাইশ???:)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
শিরোনামহীন এর হিসাব নেহি মোর কাছে দাদা!! আপনিই হিসাবটা করে দিন না ।।



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১০

বিলিয়ার রহমান বলেছেন: শিরোনামহীন আমার কেমন লেগেছে তা বোঝার জন্য লাইক বাটনটা চেক করার পরামর্শ প্রদান করা হইলো!;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:

মুগ্ধ !! মুগ্ধ!! মুগ্ধ !!


আবার ধন্যবাদ ।।।।।




১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বেঁচে থাকতেই হয়, হবে। তবেই জীবনের সার্থকতা।
মনটার সার্থকতা খুঁজতে গেলেই প্রয়োজন ভালবাসা।

মুগ্ধ হইলাম প্রিয় কবি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

মনিরা সুলতানা বলেছেন: সবকিছুর শিরোনামের প্রয়োজন হয় না !!
+++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপা !
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

সনেট কবি বলেছেন:




কবি শাহরিয়ার কবীরের ‘শিরোনামহীন’ কবিতার ছায়া অবলম্বনে-

আঁধারের মধ্য হতে আলোর প্রকাশে
হতাশা বিনাশে কোন উপলক্ষ্য হবে
এমন প্রত্যাশা করা অমুলক নয়
যদি খোলে ভাগ্য দার হয়ত কখনো।
সময় চলবে তার নিজস্ব নিয়মে
আশা হতাশার কোন তোয়াক্কা না করে
তথাপি সে সময়ের সাথে পা মিলিয়ে
এ গিয়ে যেতেই হবে প্রত্যাশা পূরণে।

বিরহের দিন শেষে শুনা যায় কোন
মিলন বাঁশির সুর, যোগ্যতার বলে
ভাগ্য এসে অবশেষে দুয়ারে দাঁড়ায়।
রণজয়ী বীর চলে মহা পরাক্রমে
করতে সমর জয়, হারতে সে বীর
জানে না ত্যাজ দীপ্তির স্বীয় মহিমায়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০২

শাহরিয়ার কবীর বলেছেন: এবারও খুব সুন্দর মন্তব্য করেছেন +



ধন্যবাদ ভাই ।

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩

নক্ষত্র নীড় বলেছেন: কবিতা পড়লে মনে হয়,অনেক দুঃখে আছেন।ওদেরকে ভুলে যান।যারা ওরকম তাদের জন্য কষ্ট পেয়ে কী লাভ?
(সকালে উঠে ব্লগ করছেন,দুঃখ-টুঃখ আছে বলে তো মনে হয় না! এবার কল্পনা করুন,আমার মুখের মাংসপেশীগুলো শিথিল হয়ে হাসি হাসি হয়ে ছড়িয়ে রয়েছে।তবে,ভালো তো আছেন, বুঝতেই পারছি।নিরন্তর কামনা করি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন: কাদের ভুলে যাবো আর কাকে মনে রাখব ? একটু বলুন না, আর এ বিষয়ে বুদ্ধি দিয়ে হেল্প করুণ না! এমন কোন অতীত আমার নেই যে, আমি তাতে কষ্ট পাবো। থাকলে তা স্বীকার করতাম। আর আমি মিথ্যা বলা পছন্দ করি না; যারা ব্যক্তিগতভাবে তারা জানেন বিষয়টা। আমার ব্লগে কবিতা লেখার বিষয়গুলো সব আমার অভিনয় ছাড়া কিছু না। এখানে পাঠককে মনে দাগ কাটানো আমার উদ্দেশ্য কিন্তু কোনকিছুতে আমার মনে দাগ কাটে না।


আমি ভালো আছি, আপনিও ভালো আছেন নিশ্চয় ।।


ধন্যবাদ।

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

নীলপরি বলেছেন: অন্ধকারের বুক চিরে আলোর নিশান
দেখা দিবে কী এই জীবনে ?


অসাধারণ । ++++++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঢাকার রাস্তায় বের হয়ে মাথা নষ্ট হয়ে গেছে। ভাল না খারাপ হইছে কিছু বুঝতাছি না। :D

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ...............ঠিক আছে !!!


ফুঁ দিয়ে দিলাম রাস্তার জ্যাম যেন ছেড়ে যায় ।। :P



ধন্যবাদ ।

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একটানে পড়ে যাচ্ছিলাম আর বলতাছিলাম ব্যাডায় কি লিখছে এগুলা! B:-) শেষ লাইন পড়ে মনে হইল এই লাইনটা বুঝতে পারছি। পরে সময় নিয়ে পড়বনে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা ঠিক দাদা !! পড়ে গালি দিলেও সমস্যা নেহি !! কারণ,আই অকবি ।।



ধন্যবাদ ।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনে অকবি হইলে আমি কি? :((

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: আপনি মহাকবি মোহবুল্লাহ অয়ন !!



ধন্যবাদ ।

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই কি আমার কোন কথায় আঘাত পাইছেন?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: আরে না ; আমার মন মানসিকতা এমন না!! জাষ্ট ফান !!!




ধন্যবাদ ।।

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাইলে তো ভালই। আপনাকে আরো বেশি খোচানো যাবে। :D

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: কুনু সমস্যা নেই !! আমি মূলত সবার সাথে আড্ডা দেওয়ার জন্য ব্লগ লিখি !!! জীবনেও কবি হওয়ার শখ নেই !! আর আমাকে দিয়ে তা হবেও না ।।




ধন্যবাদ ।

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই,এটা কি আপনের বাচ্চাকালের ছবি?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ... না !!! নেট থেকে নেওয়া !!!




ধন্যবাদ ।।

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২২

এফ.কে আশিক বলেছেন: দারুণ লিখেছেন +++

অজস্র দীর্ঘ নিঃশ্বাসের ব্যাকুলতায় ভারী এ প্রাণ
নিস্তব্ধ একাকী নীরবে মৌন পাহাড়ের মত করে;
নিঃসঙ্গতায় শব্দহীন ঝরাপাতার মত অবিরাম ঝরে চলেছি,
অফুরান চোখের অশ্রু বিসর্জনে।
খানিকটা অতৃপ্ত হৃদয়ে; চলে যাওয়া সময়ের কাছে অনেক কিছুর জলাঞ্জলি দিয়ে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৭

উদাস মাঝি বলেছেন: আহা বিরহ বিলাপ :((

আরও একটি মারভেলাস কবিতা +++++

কেমন আছেন কবি সাহেব ? নিশ্চয় বিরহের যাতনায় হা হা হা ;)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি !!! আপনি কেমন আছেন ? অনেক দিন ব্লগে আপনার দেখা নেই !!!

হুমম, জীবন মানেই যন্ত্রণা !!



ধন্যবাদ ভাই ।

২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

চানাচুর বলেছেন: কোবির ভাই awesome হোয়েছে B-)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে না,পড়ে ...

তয় আমার ব্লগে এসেছেন দেখি খুশি !! ;)


ভালা থাকুন


ধন্যবাদ ।

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫

চানাচুর বলেছেন: আমি পোড়ে ই কমেন্ট দিয়েছি। টাইপে দুরবোল তাই কমেন্ট কোরতে পারলাম না ভাল। যেই কোমেন্ত কোরটে চািচিলাম তা দেখলে আপনার কোবি মন দু:খ পাবে #:-S

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা,

ম্যাডাম, কবিদের আর কি মন কিছু থাকে !!


দুঃখ আমার বন্ধু; এই বন্ধুর মুখ কে না দেখতে চায়।। ;)


ধন্যবাদ।

৩১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩১

চানাচুর বলেছেন: কোথা সত্য , কোবিদের মন হল বাতাসের ন্যায়

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: সব কবিরা আকাশে বাতাসে সব জায়গায় উড়তে পারে !! এই ব্যপারটা দারুন না !!




ধন্যবাদ ।

৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর, শুভকামনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

৩৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি যে একটা দারুণ কবিতা লিখছেন সেটা ওইদিন বুঝতেই পারি নাই। এই কবিতা পড়ে আমার নিজের লেখা কবিতা নিয়েই লজ্জা হচ্ছে। প্রতিটা লাইনই কি সুন্দর! এখন থেকে কিছু লিখার আগে অনেকবার ভাবব।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: হায়,হায় ....


যখন ব্লগিং শুরু করি তখন আর লেখা দেখলে ; হাসাতে হাসতে মরে যাবে । লিখতে লিখতে এখনো অকবি থেকে নাম কাটাতে পারিনি ।। এখন এতো মেয়েদের মত রং ঢং না করে লেখা শুরু করেনদেন । আপনিও ভালো লিখেন।

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: স্বতু মিয়াকে তো ভালই চেপে ধরেছেন। আমিও কোরবানী নিয়ে একটা পোস্টে কথা চালাচালি করছিলাম। শেষে বলে আমার অন্তর্দৃষ্টি নাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা.... প্রশ্নগুলো ঠিক আছে তো !! সবকিছু রেফারেন্স দিয়ে প্রশ্ন করেছি !! মনগড়া কোন প্রশ্ন করি নাই ; এখন দেখি সাইজি কি করেন ।। সে সবসময় মনগড়া যুক্তি দিয়ে !! মানুষকে পথ ভ্রষ্ট করতে চায় ।।



ধন্যবাদ ।

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি উনারে প্রশ্ন করছিলাম নিজের নাম আর ছবি দিয়ে আইডি খুলেন নাই কেন?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
মাল্টি-নিক মানুষের থাকতেই পারে, কোন ব্যপার না ।।। আপনার প্রশ্নের উত্তর কি দিয়েছেন ??? সাইজি কামের ফাঁদে পড়েছেন !! :P খালি দেখি মেয়েদের ব্লগে মন্তব্য করেন । আমরা নাকি লিখতে পারি না ।।। শরীর জাগে শরীরের নিয়মে !!! :P




ধন্যবাদ ।

৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উত্তর জানতে হলে ওই পোস্ট থেকে ঘুরে আসুন। :-B

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: কোন পোষ্টের বা লিংক দেন !!! দেখি .........




ধন্যবাদ ।।

৩৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দেখেন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: দেখলাম !!! প্রথম মুক্তমনা কে, নিশ্চয় তা জানেন!!! শয়তান !!




ধন্যবাদ ।

৩৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার প্রশ্নের উত্তর দিলে জানাইয়েন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা, ঠিক আছে !!!




ধন্যবাদ !!!

৩৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সে যেন হয় হয় চাঁদ, তুমি হবে তার রবি।
জীবনে তার কতটুকু অংশগ্রহণ চাও, কবি?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
এখন তার উপর তা নিভর করবেন... সে যত দিতে পারবে তার দ্বিগুন চেষ্টা আমার থাকবে ।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১

ধ্রুবক আলো বলেছেন: নিঃসঙ্গতায় শব্দহীন ঝরাপাতার মত অবিরাম ঝরে চলেছি,
অফুরান চোখের অশ্রু বিসর্জনে।

সুন্দর +++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:




হৃদয়ে আলো জ্বেলে দিলে ঠিকই তা আলো দিবে ।স্বচ্ছ প্রেম, আবেগ, ভালবাসা, এগুলোই হবে সুখের এক একটা মোমবাতি । হৃদয় হবে ঝিকমিক !

কবিতা ভাল লেগেছে ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপু
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.....

৪২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: সময়ের কাঁটাটার বিরাম নেই
চলছে অবিরাম তার নিয়মে,
অন্ধকারের বুক চিরে আলোর নিশান
দেখা দিবে কী এই জীবনে ?


অবশ্যই আলো আসবেই।

কবিতায় ভালোলাগা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

৪৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: আজও ক্লান্ত হৃদয়ে ; প্রতিটি দিবানিশি কাটে যেন এক আঁধার দর্শনে - আঁধারের পর আলোর দর্শনও মিলবে, প্রকৃতির নিয়মেই। সুতরাং, দুঃখবোধ ঝেরে ফেলুন, আলোর জন্য প্রস্তুত হউন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রকৃতির নিয়মেই আমাদের শেষ ভরসা! সুন্দর মন্তব্য করেছে ,ভাইজান ।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

৪৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লিখেছেন , ধন্যবাদ ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.