নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

অগ্নিপ্রভা জ্বলে তোর নয়নে....

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩



পাগলী-
তুই কী কোন জাদুকরণী;
তোর চোখে রাখিস কোন যাদু,
তোর চোখের রঙ ক্ষুদ্র, ক্ষুদ্র বিদুৎ চমকের মত,
ছোট,ছোট আকৃতি-আসলেই কোন আকৃতি?
একটি অগ্নিপ্রভা জ্বলে তোর নয়নে !!
তুই আছিস-এ বুকের শহর জুড়ে,
তবে কেন- চলে যেতে চাচ্ছিস অনেক দূরে?


পাগলী-
আমাদের-এ প্রেম কাহিনী লেখা থাকবে কী
কোন বিতর্কিত কাব্যতে,
পড়ে থাকা কোন ধুলো মাখা ডাইরীতে?
নিঃসঙ্গ গ্রহের মত আমিও আজ নিঃসঙ্গ একলা পথিক,
সময়-অসময়,অনেক সময় পেরিয়ে গেল,
মনের ক্ষতটা আজ কন্সারে রুপ নিল!
বিষন্নতার অনুভূতিগুলো সংক্রামক ব্যধির মত
মস্তিস্কের নিউরনে ছড়িয়ে পড়া আঘাতগুলো বেজে উঠে।
জ্বলন্ত সিগারেটের ছাইগুলো হচ্ছে
আমার জীবনে একমাত্র আলো
তুই চলে যেতে চাচ্ছিস যা ... !!



ছবিঃ নেট।

মন্তব্য ৮৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: পাগলী তুই যাস না চলে ভাইয়াটাকে ছেড়ে

সুন্দর হয়েছে

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: পাগলী তুই পালাবি কোথায় ..... আমাদের বড় আপা আছে আমার সাথে ।। ;)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপা ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: শুনিলাম কবিরা কবিতা লেখা ছেড়ে দিয়েছে!
তবে এটা কি কবির লেখা কোন গজল?

পাগলি এখন কোথায় থাকে শাক ভাইয়া?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: সবার অভিযোগ খালি কষ্টের কবিতা লিখি । :P একারণে, কবিতা লেখা ছেড়ে দেওয়া প্রস্তব।। আর এটা কবিতা; এতো বড় অপমান মেনে নেওয়া যায় না । :P

পাগলীর এখন মঙ্গল গ্রহে আছে !! আপনাকে ঠিকানা বলে দিলাম, এখন যদি পাগলী আপনার হাত ধরে পালিয়ে যায় ,তবে সব দোষ আপনার । বলে দিলুম ‍কিন্তু । :(


ধন্যবাদ ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০২

তারেক ফাহিম বলেছেন: কবিতা ভালো লাগলো।

অনেক দিন পর কবির কবিতা পেলাম।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ব্লগে কবিতা একটু সময় নিয়ে পোষ্ট দেই,ভাই ।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কালকে বলল কবিতা লেখা ছেড়ে দিছে। তাইলে ওই কথাতেও কি গাজার প্রভাব ছিল?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি ভেবেছিলাম সবাই সাইজির মুরিদ হচ্ছে; আমি এখন তা থেকে বাদ যাই কিভাবে , আবার শুনলাম সাইজি নাকি গাজা খাওয়া জায়েজ করেছে । ব্লগার কাউয়ার জাত নাকি বিষয়টা সবার সামনে এনে দিয়েছে :P ।গাজা খেয়ে তোর আর কবিতা লেখা যায় না। :P তাই, আমি আর ভ্রমরের ডানা ভাই সহ কবিতা লেখার ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলাম ।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

উদাস মাঝি বলেছেন: পাগলি তুই যেতে চাচ্ছিস যা
সাথে করে পাগলারেও লইয়া যা ;)

অনবদ্য !!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: ওহে ভাইসাব এইডা কনু কথা হইল মোরে আনহে পাগলা কইলেন । মাইন্ড খাইলাম কিন্তু ।। X(( :)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

উদাস মাঝি বলেছেন: পাগলির পরিচয় এবং সম্ভব হলে পাগলা পাগলি যুগলের
ক্লোজ ফোকাসের একটি ফটো দেখার সামুবাসির বহুদিনের প্রানের দাবি :)

কেউ এড়িয়ে যাবেন না প্লিজ ;)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার এই দাবী না, মানা পযন্ত সামুবাসীকে হরতাল করার আহবান জানাচ্ছি!! :P




ধন্যবাদ ।।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর পরিপাটি, মুগ্ধতা রইল বিরহিত কথামালা আর ভালোবাসার গভীরতায়

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: চলে যায় যদি কেউ বাধন ছেড়ে...........................................

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: চলে যায় যদি কেউ বাধন ছিড়ে কাদিস কেন মন ........ ঠিক !! ঠিক !!! ঠিক কথা বলেছেন কবি । :P


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....



৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

জাহিদ অনিক বলেছেন: পাগলীকে নিয়ে আপনার লেখা পাগল পাগল চিন্তাভাবনাগুলো ভালোই লাগে কবি কবীর ভাই।

কোথায় যেন একটা আবেশ আছে ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে পাগলীর ভাল না, লাগলেও
আপনাদের যে ভাল লেগেছে
এইটা এখন আমার কাছে ভাল লাগা ।।

মিঃ জাহিদ ভাই ।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....


১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

জাহিদ অনিক বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো - সবার কবিতা পড়ি না, সব কবিতা পড়া যায় না। কিছুকিছু মানুষের কবিতা না পড়লে অস্বস্তি লাগে।আপনিও আমার অস্বস্তির কারণ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা...........


তাইলে, দেখি আমার মত বিখ্যাত অকবির আপনি একমাত্র বড় ভক্ত !!! :P



ধন্যবাদ !!! ধন্যবাদ ।।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর হযেছে কবীর ভাই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগল,সুজন ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়..

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

উদাস মাঝি বলেছেন: জাহিদ অনিক একাই নাহ

লাইনে আমিও আছি, ভুইলা যাইয়েন নাহ :-0

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা,ঠিক আছে আপনি আমার বিক্যাত অকবির দুই নাম্বার ভক্ত ।। :P


ধন্যবাদ ।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

জাহিদ অনিক বলেছেন: দলে দলে ভক্ত সংখ্যা বেড়েই যাচ্ছে।




ভাইসব, দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ কবিতা হাসিল করুণ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

শাহরিয়ার কবীর বলেছেন: হায়,হায়, এতো আয়োজন ..

মারহাবা ।।



ধন্যবাদ ।

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

উদাস মাঝি বলেছেন: জাহিদ অনিক ভাই ,যেহেতু ভক্ত সংখ্যা বেড়ে গেছে,
সেহেতু আমাগো কবির একটা নাম থাকা দরকার না ?

বাবা টাইপের কিছু একটা ?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
হয় চুন্দর একটা নাম দেন !!!




ধন্যবাদ ।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

ভ্রমরের ডানা বলেছেন:



মনের ক্ষতটা আজ কন্সারে রুপ নিল! ঠিক করে নিয়েন। কবিতা ভাল লাগল। শুভেচ্ছা শাকবীর ভাই!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক করে দিয়েছি !!!



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

ধ্রুবক আলো বলেছেন: মূলকথা,
পাগলী মানুষ চিনলো না!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কাউকে চেনালে তো, চিনবে ..... :P


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

মার্কো পোলো বলেছেন:

সুন্দর হয়েছে। কেমন আছেন ভাই?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি ভালো আছি !!! আপনি কেমন আছেন ? অনেকদিন পড়ে আপনাকে ব্লগে পেলাম ।।



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

মার্কো পোলো বলেছেন:

ভালো আছি। ব্যস্ততার কারণে আসা হয়নি। আপনাদের অনেক মিস করেছি। তবে এখন শত ব্যস্ততার মাঝেও থাকবো ব্লগে। ব্লগিং এ আলাদা ভালোলাগা আছে।
ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমিও আমাকে ভীষণ মিস করি !!! ব্লগে আপনাকে ছাড়া আইন-কানুন শেখা হচ্ছে না ।।



ধন্যবাদ ভাই ।

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: উদাস মাঝি বলেছেন: পাগলি তুই যেতে চাচ্ছিস যা
সাথে করে পাগলারেও লইয়া যা ;)

হা হা হা

সহমত না হয়ে কি পারি ;)

+++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে ভাই....

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৮

কথাকথিকেথিকথন বলেছেন:




একজন ক্যান্সার আক্রান্ত প্রেমিকের হৃদয়ে 'পাগলী' শব্দটি মনে হয় নিষ্ঠুর অদ্ভুত, প্রেম বাড়ায়, ক্যান্সার বাড়ায় !

কবিতা ভাল লেগেছে ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপু।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়....

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



মোস্তফা সোহেল বলেছেন: শুনিলাম কবিরা কবিতা লেখা ছেড়ে দিয়েছে!
তবে এটা কি কবির লেখা কোন গজল?

পাগলি এখন কোথায় থাকে শাক ভাইয়া?



লেখক বলেছেন: সবার অভিযোগ খালি কষ্টের কবিতা লিখি । :P একারণে, কবিতা লেখা ছেড়ে দেওয়া প্রস্তাব। আর এটা কবিতা; এতো বড় অপমান মেনে নেওয়া যায় না । :P

পাগলীর এখন মঙ্গল গ্রহে আছে !! আপনাকে ঠিকানা বলে দিলাম, এখন যদি পাগলী আপনার হাত ধরে পালিয়ে যায় ,তবে সব দোষ আপনার । বলে দিলুম ‍কিন্তু । :(


ধন্যবাদ ।



যাক বাবা, এটা কবিতা, ভাগ্যিস আমি র‍্যাপ গান হিসেবে গুণগুণ করেছিলাম তাই পাগলি এখন আমার কাছে.......

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন: একখানা টিপসই দিয়ে আপনার নামে ``পাগলীরে লিখ্যা‘‘ দিলাম।


তাইলে,এখন আমার কবিগিরি শেষ। এবার খুশি তো বস !!! =p~ মন থেকে দিয়েছি কিন্তু ....



ধন্যবাদ ।

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৬

ভ্রমরের ডানা বলেছেন:


প্রতিদো প্রতিদো
তেব্র প্রতিদো
ডানা ভাইয়ের
ভালো প্রতিদো তেব্র ফ্রতিদো
সব পাগলীর জন্যে তেব্র ফ্রতিদো...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
টিপ সই দিয়ে আমার পাগরীরে আপনাকে দিয়ে দিলাম, তাও খুশি হলেন না । খালি আপনার এলিটার কথা একবার বলে দেখুন না । :) আমি রাজি হই কিনা ।। যা শুরু করেন না,তাতে পাবলিক এখন দুজনকে মাইর দেওয়া বাকি আছে ।। :P



ধন্যবাদ ।

২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩০

মনিরা সুলতানা বলেছেন: একদম ঠিক যে চলে যেতে চায় তাকে যেতে দেয়াই ভালো ;
আফটার অল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ;)

কবিতা ভালো লেগেছে জানিয়ে রাখলাম !!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা..... দারুণ বলেছেন !!!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপু।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৬

কাছের-মানুষ বলেছেন: বুঝা গেল পাগলী পাকা জহুরি নয়, পাকা জহুরি হলে খাটি স্বর্ন চিনত!

কবিতা পাঠে মুগ্ধ হলাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: পাগলীরা খালি টাকওয়ালা মাথা চেনে ; মানে যার টাকা আছে । :P

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৫

মলাসইলমুইনা বলেছেন: এই প্রেম কাহিনী কেন শুধু লেখা থাকবে
"কোন বিতর্কিত কাব্যতে,
পড়ে থাকা কোন ধুলো মাখা ডাইরীতে?"

ক্যাসিওপিয়ার আলো ছড়ানো পথে নয় কেন? এতো জমজমাট প্রেম বিরহ! কবিতা মধুর হয়েছে | কবি,ধন্যবাদটা নিতেই হবে কিন্তু |

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: এ উত্তরগুলো পারলে, আপনিই একটু গবেষণা করে তার ফলফল কি হতে পারে? তার বের করে দিয়ে যান না ।।বা এ প্রেমের ভবিষৎ কি !! :P


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৩

শহিদুল ইসলাম সাজু বলেছেন: পড়ে ভালো লাগলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৬

সুমন কর বলেছেন: ভালোই লাগল। শুভ সকাল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা রইলো দাদা ।।



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...



২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ ভাল লাগা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

সামিয়া বলেছেন: বরাবরের মতই চমৎকার লিখনি।। অসাধারন।। ++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

শায়মা বলেছেন: মনে হয় সে পাবনা যাচ্ছে!
চিকিৎসা শেষ হলেই ফিরবে!

ডোন্টো ওয়ারী ভাইয়াজান! :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: এই বুবু শোন, আমার পাগলীর নামে বদদোয়া করবে না ;দিলে চোট লাগে, বলে দিলাম কিন্তু !!! =p~


একটা গান শোনঃ


view this link


ধন্যবাদ আপু।

৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৯

প্রামানিক বলেছেন: পাগলা পাগলীর কবিতা ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.

৩৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৪

মলাসইলমুইনা বলেছেন: আমি কিন্তু মাইন্ড করলাম ! আমার না হয় প্রেম নেই, লুমান্টিক জীবন নেই, কোনো পাগলিও আমার অপেক্ষায় বসে নেই, রসময় জীবন নেই তাই বলে আমাকে এতো কঠিন করে রসকষহীন গবেষণার কাজ করার কথা বলতে হবে !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: মাইন্ড করার করার জন্য প্রথমে সরি বললাম !!!! আচ্ছা,পানির কালার কী? আর আপনার কোন কিছু নাই বলে তো পরউপকারি হতে বলেছি ও জটিল কিছুর সমাধান করতে। আর ব্লগে দেখি এক বিশ্ব টাউটের সাথে ভাল ভাব জমিয়েছেন ; তবে ও জিনিষ একটা। দেখি আপনাকে যে আবার বেচে না দেয়।



ধন্যবাদ ।

৩৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: বাহ , খুব ভালো লাগলো । +++++++

শুভকামনা ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: শারদীয় (দূর্গা পূজার) শুভেচ্ছা রইলো......

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.

৩৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৬

মলাসইলমুইনা বলেছেন: আচ্ছা, কবিরা কি রসিকতাতেও সবসময় সিরিয়াস হয়ে থাকে ? স্যরি প্রসঙ্গটা আবার এর মধ্যে আসছে কেন ? ওটার জন্য এখনও মাইন্ড করাটা কমাতে পারছি না | বাদবাকিটুকু কমেন্টসটুকু সিরিয়াসলি বুঝিনি | আমার বয়সটা তিন সপ্তাহ এক দিন কনসিডার করতে হবে কিন্তু ! নারে ভাই, নিজে নিজেই থাকেতে পছন্দ করি | সেই প্রথম ক্লাস ফাইভে থাকতে প্রথম পেপারের প্রিন্টেড ভার্সনে নিজের একটা লেখা (ছোটদের পেপার) ছাপা হওয়ার পর থেকে ছাপানো কাগজে নাম দেখার কৌতূহল নিয়ে লেখা জোখার শুরু | তারপর অনেক দিন, মাস, বছর পেরিয়েছে | আরো অনেক কিছু শেখা হলো কৃষ্ণচূড়ার তলায় হামিদ স্যারের ক্লাস থেকে দেশ বিদেশে ইউনিভার্সিটিতে | লেখাজোখা করি কিছু চিন্তার থেকে | কিন্তু ওটা আমার জীবন নয় | জীবনটাকে আমি আরো বড় করে দেখি| একদিন যদি মনে হয় কেউ নোংরামি করছে আমার সাথে বা আমার নোংরামি না করলে হবে না সেদিনই ব্লগে ক্ষান্ত | সেটা আমি খুবই পরিষ্কার করেই জানি | ভয় পাবেন না | তবে কিছু থেকে সাবধান করতে চাইলেন মনে হয় | তার জন্য অনেক ধন্যবাদ |

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার এই দশ কথার চেয়ে, এ এক কথা গুরুত্বটা একটু বেশি দিলাম; জীবনটাকে আমি আরো বড় করে দেখি !!! মূল্যবান কথা বলার জন্য ধন্যবাদ।



অতীব বিনয়ের সহীত আমি আপনার কাছে শুধুমাত্র পানির কালার জানেতে চেয়েছি, আর আপনি মাইন্ড কর বসলেন !!! :P



ধন্যবাদ ।।

৩৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




চলনসই । তবে কবিতাতে শুধু একতরফা বিরহ কেন ? :(
শচীন দেবের মতো আপনিও কি এখন বলবেন ----- " বিরহ বড় ভালো লাগেএএএএএএএ... " ?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাইজান,
আমি সবসময় আধুনিক কবিতা (বিরহ) লিখতে পছন্দ করি ।আশা রাখি, আমার বয়স বাড়ার সাথে সাথে কবিতার ভিন্নতাও চলে আসবে। পরে চেষ্টা থাকবে রোমান্টিক কবিতা লেখার ।। আর, এগুলো আমার একটাও জীবনের গল্প না। চারপাশে যা হচ্ছে, সে অলোকে, সে বিষয়গুলো কবিতায় ফুটিয়ে চেষ্টা করি।।আমার উদ্দেশ্য পাঠকের মনে বিরহের জ্বালাগুলো তুলে ধরা। আমি শুধুমাত্র অভিনেতাদের মত অভিনয় করে চলেছি.......।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.

৩৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২

মলাসইলমুইনা বলেছেন: সাংবিধানিক সংশোধিনী দিয়ে মাইন্ড কড়া তুলে নিলাম | তারপরও আমাকে গবেষণা গবেষণা প্রশ্ন (পানির কালারের মতো তাত্ত্বিক ব্যাপার নিয়ে)আর কাজের কথা বলা যাবে না একদমই, বলে রাখলুম কিন্তু !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: শেষে এসে মহিলাদের মত কথা বলে কিন্তু; প্রশ্ন করবেন না-কেন?!!! :P অনেক সময় মহিলারা লজিক মানতে চায় না; তারা যা বলে তাই ঠিক- এটা কি ঠিক? :)



ধন্যবাদ ।

৩৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৪

মলাসইলমুইনা বলেছেন: প্রশ্নে আপত্তি নেই I প্রশ্ন করুন, কঠিন আর তাত্ত্বিক নয় শুধু সেটাইতো মনে হয় বলে ছিলাম ! মাঝে মাঝে কোনো যেন প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করে না I তাই প্রশ্ন করা নিয়ে এতো কথা I জানি না এটা আলসেমী কিনা I কিন্তু খুবই জানি যে সেটা কোনো ভীরুতা নয়I বিরহের কবিতা নিয়ে না আমাদের কথা হচ্ছিলো ! অনেক ধন্যবাদ I

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: তাত্ত্বিক ও প্রাকটিক্যাল কী এক? আমি একটু বেশি কল্পনা বিলাসী ও অতীব আবেগী । জীবনে আমায় দিয়ে আর যাই হোক না, কেন কিন্তু কোন মেয়ের মন বোঝার ব্যপারটা আমায় দিয়ে হবে না।এবার আসি এই কবির প্রতি পাঠকের বিরহের কবিতা লেখার কৌতুহল নিয়ে; ‘‘ছেঁকা খেয়ে ব্যাঁকা হয়েছেন যে বীর তার নাম- শাহরিয়ার কবীর’’ !! :P এই তত্বের উপরে থাকলেও আপনার ভুল হবে না। কারণ, আমার বেশির ভাগ কবিতা লেখা হয় বিরহের। কিন্তু কেন বা এই বিরহ নিয়ে লিখি; এটি একটি রহস্য। এই জগতে,জগত দু-প্রকার-আলোর জগত ও অন্ধকার জগত। এর বাহিরে আর কিছু বলতে পারব না । উপরে আপনি বলেছে আপনার জন্ম দু-সপ্তাহ, ঠিক আছে । "জন্ম হোক তথা যথা কর্ম হোক ভাল" আপনার লেখা পড়েছি; লিখতে থাকুন। আপনিও ভালো লিখেন আর একটা বিষয় লক্ষ্য করেছি,আপনার মধ্যে আন্তরিকতা অভাব নেই। আর অবশ্যই, প্রশ্ন করবেন জানা থাকলে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো।


ধন্যবাদ ।

৩৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩০

কলিমুদ্দি দফাদার বলেছেন: প্রেমের কবিতা দারুন হয়েছে। তবে ভালবাসা রোমান্স এইসব কবিতা, গল্প, নাটক, উপন্যাসে মনের মাধুরি মিশিয়ে লিখতে ই ভাল লাগে।বাস্তবে মনে হয় নাহ এত মধুর নাহ :P

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: এ বিষয়ে অভিজ্ঞতার সাটিফিকেট না কারণে, এর সঠিক উত্তর দিতে অক্ষম ।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.

৪০| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৫৯

মলাসইলমুইনা বলেছেন: কবি, একটা বলি I আমার প্রশ্ন খুব বেশি নেই ই আপনি কবিতায় যেটুকু বলবেন সেটা পড়েই আমি খুশি I একাডেমিক পড়াশোনার বাইরে নানা কারণেই আমার পড়া খুব সিলেক্টিভ এখন I কিন্তু আমি আপনার লেখা মন দিয়েই পড়ি|এতো কিছু বলে যা বলতে চাইলাম, তা হলো আপনি লিখুন I রাইটার্স ব্লকেও যেন আপনার লেখা না থেমে যায় I

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতার বিষয় বস্তু যাইহোক না-কেন।এর বাহিরেও কবি’কে ঘিরে যদি কোন কৌতুহল থাকে।অবশ্যই,সে প্রশ্ন করবেন ;একজন লেখক বা কবি পাঠককে নাকে দঁড়ি দিয়ে সবসময় ঘুরানোর ক্ষমতা রাখেন। কখনো, কখনো লেখকের লেখাতে তার বিষয় বস্তু ধারর ক্ষমতা পাঠকের থাকে না। একদম সহজ শব্দের লেখাতেও।যদিও আপনি লেখক তার পরেও বললাম ।ধরুণ,কোন বই একজন লেখক পড়বেন একভাবে আর পাঠক পড়বেন আরেক ভাবে।লেখক আর পাঠকের মধ্যে অবশ্যই একটা পাথক্য থাকে।ততে কি বলেন?আর লেখালেখি কতদূর এগিয়ে নিয়ে যেত পারবো; তা জানি না। তবে শখের বসে লিখি!! আর আপনাদের মত কিছু জ্ঞানী,গুনী লোকের সাথে আড্ডা দেওয়ার সুযোগ মেলে,এটা আমার জীবনের বড় প্রাপ্তি।



ধন্যবাদ।

৪১| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন সুপ্রিয় কবিবর....

আপনার 'অপেক্ষা তোমার' কবিতায় মন্তব্য আছে, উত্তর না পেয়ে নিরাশ আমি.....

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

শাহরিয়ার কবীর বলেছেন: আমি খেয়াল করিনি ভাই !!


দেখছি ..............

৪২| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৯

মিরোরডডল বলেছেন: khub valo laglo
pagli kothatar majhe kemon jeno ador makha
pagli jokhon bhalobashbe pagoler motoi bhalobashbe
so get ready for that

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.

৪৩| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:৩১

ভ্রমরের ডানা বলেছেন: গানটি শুনে দেখতে পারেন.... ব্লগ বাসি তো... রাতের বিনোদন...

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
হেব্বি গানা বস !!!


ধন্যবাদ ।।

৪৪| ০২ রা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:



ভাই, আপনার এই কবিতা থেকে গান-




গান : প্রিয়'তমা চিরায়ত নিরন্তর অপেক্ষা তোমার


প্রিয়'তমা!
চিরায়ত নিরন্তর অপেক্ষা তোমার,
চাতকের ন্যায় তৃষিত হৃদয়ে
অবিরাম হাহাকার।।
মরুর বুকে যেন হয়না অবসর
বৃষ্টির অপেক্ষার,
আসুক ওগো সেই শুভক্ষণ
তোমাকে দেখার।

উত্তল জলধির তীরে অনন্তকাল হেঁটে চলা
উচ্ছ্বল তরঙ্গ বুকে তোমার কথা বলা।।
এ'তো নয় আমাকে নিয়ে
মধুময় ক্ষণিক কোন খেলা...। প্রিয়'তমা

সেদিনের মিলন উদ্যানে উদ্ভাসিত তোমার আলোয়,
কোটি-বর্ষের অপেক্ষার তৃষ্ণা মেটাবে হৃদয়।।
অকুণ্ঠ বিশ্বাস বুকে
ধরে নেবে রক্তকণিকা...। প্রিয়'তমা


একবার শুনে দেখার নিমন্ত্রণ রইল,

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: গানটা ভীষণ ভালো লাগলো ভাই !! আমি শুনেছি ......



ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.