নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসর গল্প-উপন্যাস এখন বেশ জনপ্রিয়....

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২



কবি ভালোবাসে কাকে,আর কবি'কে ভালোবাসে কে,
কবি বলে হৃদয়রের কথা,কবি বলে প্রকৃতির কথা....
কবি’দের জীবনে কখনো কী সত্যিকারের প্রেম এসেছে ;
কেউ কখনো কী কবি’কে ভালোবেসেছে, না-ভালোবাসে কবি’র প্রভিভাকে?
তাহলে কবি’র প্রতি সবার এতো ভালোবাসা আসলে কিসে?


আজ আমার মিথ্যে আবেগ জুড়ে,মিথ্যে অনুভূতি জুড়ে
কি যেন এক সুর বাজে !!
আমি দীর্ঘ শ্বাসে নয়,আমি এক রুদ্ধ শ্বাসে বন্দী,
জানি না- কখনো ভালোবাসার বাঁশিতে বাজবে কিনা আমার এ সুর?


তবুও ভালোবাসার প্রতি কি যেন এক অলৌকিক ভালবাসার টানে
সবকিছু ভালবেসে চলেছি কিছু মিথ্যে অভিনয়ের ছলে!
তবে কী আমার-এ ভালোবাসার ভবিষ্যৎ দ্বিধাগ্রস্ত,অনিশ্চয়তার মাঝে....
যার শুরুটা দেখেছি কিন্তু তার শেষটা এখনো দেখিনি,
ভালোবাসর গল্প-উপন্যাস এখন বেশ জনপ্রিয়......

ছবিঃ নেট।


মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন ভালোবাসর গল্প-উপন্যাস বেশ জনপ্রিয়......


তাই নাকি কবি? মানুষের ইমোশন দিয়ে তো ভালই ব্যবসা হচ্ছে তাহলে।

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা....ভালোবাসার ব্যবসা এটাতে কেমন পুজি লাগতে পারে ?? ;) কবিতা লিখতে চাইলাম এক রকম। আর কবিতা হয়ে গেল আরেক রকম? কবিতা হিসাবে এটা চলে কিনা? না হাইড করে দিবো ?


ধন্যবাদ।

২| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উপরের কথাটা আপনাকে বলি নাই। চিন্তা কইরেন না। ভালোবাসার গল্প উপন্যাস বেশ জনপ্রিয় তাই বললাম বাজারে যেহেতু ভাল চলছে তাই ব্যবসাও ভাল হচ্ছে।
কয়টা বিড়ি খাইয়া কবিতাটা লিখছেন? গতকাল তো বিড়ি নিয়া খুবই চমকপ্রদ তথ্য দিছিলেন।
ভালো কথা, পীরকে দেখা যাচ্ছে না ইদানিং। B:-)

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বিড়ির প্যকেটের গায়ে লেখা ।। বিড়ি খাওয়ার দায় সেও নিতে চায় না। বিড়ি উপ্রে উঠার সিড়ি !!!লোকজন সবোচ্চ ভ্যট দিয়ে বিড়ি খায়। এ বিড়িকে অবহেলা করা উচিৎ নহে ;)


আজ পীর সাহেবকে ব্লগে দেখলাম ।।


ধন্যবাদ ।।

৩| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

আখেনাটেন বলেছেন: কিছুটা অাক্ষেপ, ভালোবাসাজনিত হাহাকার প্রকাশ পেয়েছে মনে হচ্ছে। অবশ্য অামার বোঝারও ভুল হতে পারে।

কবিতা কেমন হয়েছে তা যারা কবিতা সমঝদার পাঠক তারাই বলুক। আমি বরং নিরব থাকি।

শুভকামনা।

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন: এ কবিতা লিখতে চাইলাম একরম করে আর হয়ে গেলো অন্য রকমের! এখন এ কবিতা ব্লগে প্রকাশ পেয়ে গেছে আর কি করার আছে ! আমার প্রতিটি কবিতা বিরহের আর হাহাকারে।।এতে করে কবি’র বিন্দু পরিমানেও দোষ নেই !! সব দোষ করি’র চিন্তা-ভবনার ফসলের !!! :P



ধন্যবাদ ভাই ।

৪| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১

মাহবুবুল আজাদ বলেছেন: আহা - ইচ্ছের প্রবল জোয়ার ভাসিয়ে নিয়ে যাক ভালবাসার তীরে।

এ উপেক্ষা করে এমন কঠিন হৃদয় কার।

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২

শাহরিয়ার কবীর বলেছেন: তিন টিম বিশিষ্ট এ কঠিন হৃদয়ের ময়না তদন্ত করা হোক !!!




ধন্যবাদ ভাই ।

৫| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এখন ভালোবাসার গল্প-উপন্যাস বেশ জনপ্রিয়


ঠিক বলেছেন ভাই।

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:

হা হা হা .......

ধন্যবাদ ভাই ।।

৬| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৪

জাহিদ অনিক বলেছেন: পুত্তুম পিলাচ ! =p~ ;)




ভালবাসার গল্প উপন্যাসের চাহিদা থাকবে আজীবন।
আপনি যে অর্থে বুঝিয়েছেন সে অর্থেও চাহিদা থাকবে।
প্রতিদিন নতুন করে কেউ না কেউ কোন না কোন অর্থে পড়তে চাইবে ভালবাসার কবিতা উপন্যাস !

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ধন্য,ধন্য আপনার প্রথম পিলাচের জন্য........ :P

তাহলে, ঠিক আছে !!! ভালোসার গল্প উপন্যাসগুলো....... আরো জনপ্রিয় করা হোক।ভালোবাসার সুদিন ফিরে আসুক।


ধন্যবাদ ।

৭| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮

মোস্তফা সোহেল বলেছেন: কবিকে কেউ না কেউ এক জন নিশ্চয় ভালবাসে। তবে কবিরা মনে হয় সে ভালবাসা নিয়ে বেশ উদাস থাকে।
কবি মাত্রই উদাস হয় বুঝি। কি জানি।
তবে যায় হোক কবির জীবনে ভালবাসা সত্য।কবি নিজে যেমন সত্য।
ভালোবাসর গল্প-উপন্যাস সব সময়উ জনপ্রিয় ছিল,থাকবে।
কবিতায় কি আর দেব শুধু প্লাস দেই।

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
সোহেল ভাই,একখানা ভংকর তথ্য দিয়ে গেলেন।এই ক্ষ্যাত মাকা কবিকে কে ভালোবাসে!!! এখন চিন্তার বিষয় :P
ভালোসার গল্প উপন্যাসগুলো....... আরো জনপ্রিয় হোক।


ধন্যবাদ ।।

৮| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৮

ধ্রুবক আলো বলেছেন: ভালোবাসার গল্প-উপন্যাস এখন জনপ্রিয়,
এখন তাই সত্য।

কবি ভালোবাসে কাকে,আর কবি’কে ভালোবাসে কে,

বড়ই কঠিন প্রশ্ন !!

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা .হা হা....... খুব সহজ প্রশ্ন ভাই ।।



ধন্যবাদ ।।

৯| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালোবাসর গল্প-উপন্যাস এখন বেশ জনপ্রিয়......
হ্যা জনপ্রিয় কিন্তু কবিতাকে যে ভালবাসে তার কাছে অন্য কিছু তুচ্ছ।
কবি কবিই, কবিতা কবিতাই।

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
একজন কবি বেঁচে থাকে তার সৃষ্টির মাঝে
আর কবিতা কবি’র প্রাণ !!!



ধন্যবাদ ভাই ।।

১০| ০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার লেখা অনেক সন্দেহপ্রবন। আপনি প্রেম ভালবাসা নিয়ে এর ফুল ঝরান।
এখন ও প্রেম করেন নী??? প্রেম নাহ করে লিখছেন-
আলগা করো গো খোপার বাধন
প্রেমে পড়লে কি হবে কে জানে???? B:-)

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:২০

শাহরিয়ার কবীর বলেছেন: প্রেম আমার উপ্রে পড়েছে কিন্তু আমি পড়িনি .....


নটকের স্ক্রিপ্ট লেখার মত আমার কবিতাগুলো !!! এখন প্রেমের পড়ে দেখতে হবে !! তার ফল কি তিতা না, মিটা !! :P



ধন্যবাদ ভাই।

১১| ০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

উম্মে সায়মা বলেছেন: হুম ভালোবাসার গল্প-উপন্যাস এখন জনপ্রিয় আর ভালোবাসা থাকে শুধু গল্প-উপন্যাসে।
কিছু টাইপো আছে। ঠিক করে নেবেন।
শুভ কামনা।

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:২১

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে !!! টাইপো ঠিক করে নিচ্ছি ....



ধন্যবাদ।।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:২২

সুমন কর বলেছেন: এবার, মোটামুটি লাগল !

০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে,দাদা !!! আরো ভাল করার চেষ্টা থাকবে ....


ধন্যবাদ ।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩৩

মলাসইলমুইনা বলেছেন: শুধু "ভালোবাসর গল্প-উপন্যাস এখন বেশ জনপ্রিয়" ? নাহ, নাহ, কবির কবিতাও। কবির বিরহেইতো বিরহী আমি ও আমরা | "জানি না- কখনো ভালোবাসার বাঁশিতে বাজবে কিনা আমার এ সুর?" বাজুক ভালোসার অনন্ত ভৈরবী উৎসবে, উল্লাসে | অনেক ধন্যবাদ নেবেন |

০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: যাক, কবি’র একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী পাওয়া গেল।যেন কিনা কবি’র ব্যথায় ব্যথিত........





ধন্যবাদ ।

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।

০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।।

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: কবিরা ভালোবাসাতে না জানলে ,ভালোবাসা বিলাবে কিভাবে ?
লেখায় ভালোলাগা !

০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা.......... দারুণ বলেছেন,আপু।।



ধন্যবাদ ।

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লেগেছে। ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম !!!!


ধন্যবাদ।

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

ফারহানা শারমিন বলেছেন: ভাল লেগেছে। শুভ কামনা রইল।

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম !!!!


অসংখ্য ধন্যবাদ।

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: গল্প উপন্যাসের লোভ দেখাইয়া কবিতদা পড়াইলেন!!!!!! X(


আড়াআড়ি দুইডা মাইনাস!;)

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: আমিও আপনার পোষ্টে দিবো কিন্তু বলে দিলুম ........

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮

এফ.কে আশিক বলেছেন: কবিতা ভালো লেগেছে.......

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ ভাই।

২০| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

নীলপরি বলেছেন: তবুও ভালোবাসার প্রতি কি যেন এক অলৌকিক ভালবাসার টানে
সবকিছু ভালবেসে চলেছি কিছু মিথ্যে অভিনয়ের ছলে!
তবে কী আমার-এ ভালোবাসার ভবিষ্যৎ দ্বিধাগ্রস্ত,অনিশ্চয়তার মাঝে....
যার শুরুটা দেখেছি কিন্তু তার শেষটা এখনো দেখিনি,
ভালোবাসর গল্প-উপন্যাস এখন বেশ জনপ্রিয়......


খুব ভালো লাগলো । +++++

শুভকামনা

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ।

২১| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:




ভালোবাসর গল্প-উপন্যাস এখন বেশ জনপ্রিয়......



তা তো হবেই। এতে আপনার অবদান আছে বৈকি.....

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা..... কিছুদিন একটু ভীষণ ব্যস্ত গো ভাই ।।


ধন্যবাদ।

২২| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৬

উদাস মাঝি বলেছেন: ভাল আছেন কবি সাহেব ?
কবিতা নিয়ে কিছু বলবনা আজকে :)

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: বেশি ভাল নাই ; খালি দৌড়ের উপরে আছি ।

আপনার কি খবর বলুন?

২৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১১

উদাস মাঝি বলেছেন: আপনার বিপরিত অবস্থা আমার ;)

মিরপুরের দিকে আসলে নক দিয়েন,চা পাওনা আছে আপনার :)

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
বলেন কি !!!! অবশ্যই হবে ........

দেখি সময় করে চলে আসবো !!!

২৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: একটু আগে প্রোফাইল পিকচারে দেখলাম হাড্ডি-বিপজ্জ্বনক চিহৃ, এখন আবার তা পালটাইয়া চঞ্চল এর ছবি ব্যাপার কি ? মন ভাল নেই কবির ?

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
না, তেমন কোন কিছুর ব্যপার না। এমনিতে প্রোফাইল পিকচারে পরিবতন আনতে চাচ্ছিলাম ..... =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.