নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা কী অন্ধকারের বন্দী?

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮



আজ প্রায় কলমের কালি শেষ,কি আর লিখব তোমায় নিয়ে নতুন কাব্যে
আমাদের এই লাল,নীল,ধূসর প্রেম কাহিনীতে?
আামদের এ গল্প আছে অজস্র কল্পনার রঙে রাঙিয়ে,
থাক পড়ে এ ভালবাসা কোন বিতর্কিত কাব্যে
এ পৃথিবীতে,নয়তো কোন ভিন্ন গ্রহে।


আজ নৈঃশব্দের মাঝে দাঁড়িয়ে তুমি কি কোন শব্দ শুনতে পাও...
ভালবাসা কী অন্ধকারের বন্দী না আলোতে আলোকিত?
তুমি কি শুধু নীরবে মৌন পাহাড়ের মত করে দাঁড়িয়ে
আমায় দিয়ে যাবে আমরণ যন্ত্রণা-এ হৃদয়ে!!
আমার হৃদয় নিয়ে তুমি আর কত এ খেলা খেলবে ,
অবশেষে, এ খেলাতে তুমি কী পাবে?


তবুও আমি শূন্যতার চোখে চেয়ে দেখি তোমার ঐ মুখছবি
তোমার প্রতীক্ষার প্রহর গুনে গুনে কয়েক শত শতাব্দী ধরে প্রতিক্ষায় আছি।
আমার হৃদয়ে তোমার পরিচয় শূন্যতা......


কিছু একটা লিপিবদ্ধকরণ করে যাও এ হৃদয়ে
বাঁচি এ যন্ত্রণার হাত থেকে।


ছবিঃ নেট।

মন্তব্য ১৭৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১৭৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

মানিজার বলেছেন: হায় এ কি হইল । :||

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
কি হইলো ??? বিস্তারিত বলুন .....




ধন্যবাদ ।

২| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

মানিজার বলেছেন: বুঝলাম ভালুবাসার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে অবশ হই গেছেন । :-/

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: ধূর মিয়া, ভয় পাইছিলাম। আপনি এই ব্লগের গোয়েন্দা ......আমি ভাবলাম যে কবিতা চুরির অভিযোগ নাকি !!! :) =p~



আমার ব্লগে আপনাকে স্বাগতম ।


ধন্যবাদ ।

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

উম্মে সায়মা বলেছেন: আজ নৈঃশব্দের মাঝে দাঁড়িয়ে তুমি কি কোন শব্দ শুনতে পাও...
ভালবাসা কী অন্ধকারের বন্দী না আলোতে আলোকিত?
তুমি কি শুধু নীরবে মৌন পাহাড়ের মত করে দাঁড়িয়ে
আমায় দিয়ে যাবে আমরণ যন্ত্রণা-এ হৃদয়ে!!

এই লাইনগুলো বেশি ভালো লেগেছে.....
শুভ কামনা শাহরিয়ার ভাই।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

মানিজার বলেছেন: তাইলে টুরি চুরি আগে করসেন বুঝা গেল । B-))

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আগে কবিতা চুরি করিনি ;এখন থেকে করতে চাচ্ছি !!তাতে আপনি কি বলেন। :) =p~

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৫| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

জীবন সাগর বলেছেন: ভালো লাগলো কবিতা। ভাবিজান'রা আসুক, কিছু লিপিবদ্ধ করে যাক ভাইয়ের মরুর মতো শুষ্ক হৃদয়ে

শুভকামনায়

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা... ঠিক !!!! ঠিক!!! =p~

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৬| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

মলাসইলমুইনা বলেছেন: "আজ নৈঃশব্দের মাঝে দাঁড়িয়ে তুমি কি কোন শব্দ শুনতে পাও...
ভালবাসা কী অন্ধকারের বন্দী না আলোতে আলোকিত?"

কি দরকার আমার অত জেনে? আমি শুধু বুঝলাম এতো গভীর প্রেমের দারুন ভালো লাগার কবিতা | কোথায় ছিলেন ? মনে হলো দেড় দিন বা পুরো দু'দিন ব্লগে নেই ? ভালো থাকুন |

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: আগে বললে কাউকে জানাতাম না। :( =p~

এবার দেড় দিন না, যদি ব্লগ থেকে চিরদিনের জন্য বিদায় নেই,তাহলে বিষয়টা কেমন হবে? সকল ভালো লেখার ভিড়ে আমার লেখা বেমানান। শুধুমাত্র স্রোতের গায়ে গা ভাসিয়ে আছি। আর গত দুদিন একটু ভীষণ ব্যস্ত ছিলাম,একারণে ব্লগে আসা হয়েছে কম....


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৭| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

ফয়সাল রকি বলেছেন: কিছু একটা লিপিবদ্ধকরণ করে যাও এ হৃদয়ে
বাঁচি এ যন্ত্রণার হাত থেকে।

ভাল লাগলো। +++

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৮| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: আমাদের ভালোবাসার কথকথা অজস্র কল্পনার রঙে রাঙানো,
তোমার আর আমার মনের রংধনুর সেতুতে নিঃসীম খেলা
কাব্য-মহাকাব্য।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৯| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ ভাই। একেবারে হৃদয়ের গভীর থেকে উঠে আসা আকুতি। ভাল লাগল।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১০| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও ভাই, ছবিটি চমৎকার জোগাড় করছেন

কবিতা মাশাল্লাহ্ , মুগ্ধ কথামালায়

দারুণ কবিতা উপহার দিয়েছেন ভাই

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবি ইন্টারনেট থেকে চুরি করা না,কপি করা..... =p~


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১১| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

কথাকথিকেথিকথন বলেছেন:





ভালবাসার রঙে লাল হলে ভেবে দেখুন সেটা কী রক্ত নাকি গোলাপ । নাকি রক্তাক্ত হৃদয়ে প্রস্ফুটিত গোলাপ !

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
সত্যিইকারের ভালবাসায় অনুভবে অনভিজ্ঞ !!! :(
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,আপু
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১২| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,দাদা
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৩| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

তারেক ফাহিম বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে শাহরিয়ার ভাই।

নিঃশব্দেরও কোন শব্দ আছে তাহলে।
অনেক কিছুই অজানা আছে এখনো।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: আজ নৈঃশব্দের মাঝে দাঁড়িয়ে তুমি কি কোন শব্দ শুনতে পাও...

মিরাকল টাইপরে কিছু একটা বোঝাতে চেয়েছিলাম,হয়তো তা পারিনি। আর কবিতা পড়ে সিরিয়াস চিন্তা করলে; সিরিয়াস কিছু পাওয়া অসম্ভব। শুধু কবিতার ছন্দ মেলানোর চেষ্টা । :)



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৪| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: কিছু একটা লিপিবদ্ধকরণ করে যাও এ হৃদয়ে
বাঁচি এ যন্ত্রণার হাত থেকে।


দারুণ লাগল। ধন্যবাদ

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৫| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮

নীলপরি বলেছেন: আমার হৃদয় নিয়ে তুমি আর কত এ খেলা খেলবে ,
অবশেষে, এ খেলাতে তুমি কী পাবে?


খুব সুন্দর । +++++++

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
হা,হা,হা.... বন্ধু, আপনার এই লাইন বেশি পছন্দ হল :( :)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৬| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯

মলাসইলমুইনা বলেছেন: দাড়াও পথিকবর ...! কবিতার পথে পথিক হয়েছেন থেমে থাকলেই তো মনে হয় অনেক কিছু নেই | যেমন দু'দিন নেই সেটা চোখেই পড়লো সহজেই | আর না থাকলে চলবে কেমন করে ? তাছাড়া শরৎ-এ তো উৎসব হয়, হবে তখন যাবার কথাই বা উঠবে কেন ? ব্লগে থাকুন সবসময় কবিতার পঙতিতে পঙতিতে | বিরহী হয়েও ভালো থাকুন সবসময় |

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার ‘‘জনাব খায়রুল আহসান সাহেব’’ ওনার এক কবিতায় তিনি লিখেছিলেন,

কেউ ব্যথা পেয়ে কবি হয়েছেন,
আবার কেউ বা কবি হয়ে ব্যথা পেয়েছেন
(খুব সম্ভবত, লাইনটা এমন ছিল।) কিন্তু আমার কোনটাই হয়নি। তবে হ্যাঁ, হয়েছে এক প্রকার লেখালেখির নেশা।এখন লেখার জন্য লিখি। আমার বিরহ নিয়ে লিখতে একটু বেশি ভাল লাগে.... তারপরেও দেখি কতদিন লিখতে পারি। প্রতিদিন ভাবি,আর লিখবো না, পরে আর নিজেকে দেওয়া কথা নিজেই ভঙ্গ করি।


আবারও আপনাকে ধন্যবাদ।

১৭| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

মলাসইলমুইনা বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার ‘‘জনাব খায়রুল আহসান সাহেব’’-এর কথাটা সত্যি জেনেও (কখনো কখনো) বলি : নিজের কাছে শপথ ভঙ্গকারী হয়ে একটু থাকুন না ! জীবন কি বদলে যাবে পুরোই? নদী তার তীর ভেঙেইতো বহমান রাখে তার স্রোতস্বিনী ধারা |

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: নেশার কারণে,পৃথিবীতে মানুষ যা ইচ্ছে তাই করতে পারে,যেহতু লেখালেখি আমার একপ্রকার নেশায় রুপ নিয়েছে। তাই দেখি ব্লগে কতদিন লিখতে পারি।আচ্ছা,কৃত্রিম হাসির মাঝে কী কোন ছলনা লুকিয়ে থাকে?


আবারও আপনাকে ধন্যবাদ।

১৮| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

ধ্রুবক আলো বলেছেন: কিছু একটা লিপিবদ্ধকরণ করে যাও এ হৃদয়ে
বাঁচি এ যন্ত্রণার হাত থেকে।
যন্ত্রণার হাত থেকে বাঁচার আর উপায় নাই ভাই!!

কবিতায় +++++

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা.. তাইলে একটা গান গাই !!! আমি বন্দি কারাগারে ... :) :)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৯| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: ছবিতা আর কবিতা !

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!

কেনো মুগ্ধ জানি! :)

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে অনেকদিন পরে আপনার দেখা পেলাম, :)
আমিও মুগ্ধ !!! মুগ্ধ !!! মুগ্ধ!!!
শুভ ব্লগিং....। =p~

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২০| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিটা যেন কবিতার সৌন্দর্য আরো বাড়িয়েছে।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা.. ছবির ব্যপারে কোন আপত্তি থাকলে নাহয়, ছবিটা সরিয়ে দিচ্ছি..


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...



২১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: হুম আমি তো আজকাল অনেক ঝামেলায় থাকি। কবিতা পড়ার সময়ই পাইনা ! :(

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হুমম,ব্যস্ততাই জীবনের আসলে সুস্থতা ;ব্যস্ত থাকা ভাল !!!


আবারও ধন্যবাদ আপুমনিতা।

২২| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪

কানিজ রিনা বলেছেন: রবীন্দ্রনাথের গান, অনেক কথা যাও যে বলে
কোনও কথা না বলে,
তোমার ভাষা বোঝার আসা দিয়েছি জলাঞ্জলি।

শাহরিয়ার কবীর,প্রেমতো অন্ধকারের তাই নয়
কি? সেতো হীরক অন্ধকারেও জলে। হীরকের
আলোর হাসি আকাশ বিদীর্ন বিদ্যুৎ চমকিয়া
ধাম ধাম করে কালো মেঘ ভেঙে পড়ে বৃষ্টি
জলধারা।
বেশ সুন্দর কবিতা ভাললাগা রেখে গেলাম।

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:

খুব সুন্দর মন্তব্য করেছেন। প্রেমের উৎস কী,তা সঠিক বলতে পারবো না,তবে সবাই আলোকিত হবার আশায় প্রেমে পড়ে বা প্রেম করে....
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,আপা
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৩| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫

জাহিদ অনিক বলেছেন: একটু পরে বলি ...

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
হুমম, অপেক্ষায় রহিলাম !!!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৪| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবির বাঁচার কি আকুতি!

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা.... কবিদের সব স্বপ্ন কি সত্যিই হয়!!!! :)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১০

আখেনাটেন বলেছেন: এত কষ্ট ক্যানে ভালোবাসায়!!!!

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:

বিখ্যাত জ্ঞানী-গুনী একজন বলেছেন, সখী, ভালোবাসা কারে কয় ! সে কি কেবলই যাতনাময় ?

আমিও বুঝিতে অক্ষম !!! :)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৩

মনিরা সুলতানা বলেছেন: থাক কিছু লিপিবদ্ধ নৈ:শব্দ লিপিবদ্ধ !!!

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,আপু
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩২

মার্কো পোলো বলেছেন:
চমৎকার।

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৬

জাহিদ অনিক বলেছেন: কিছু একটা লিপিবদ্ধকরণ করে যাও এ হৃদয়ে
বাঁচি এ যন্ত্রণার হাত থেকে।
- মুগ্ধতা রইলো কবি

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৩

মলাসইলমুইনা বলেছেন: লেখার নেশা যখন আপনার তীব্র তখন আপনার লেখা নিয়ে ব্লগে সম্ভবত আমাদের চিন্তা করতে হবে না | আশাকরি নেশার কারণেই লিখে যাবেন | মাঝে মাঝে বিরতি হতেই পারে | স্বল্প বিরতির পর আরো না হয় উদ্যোগী হয়ে লিখবেন | আমি অনেক্ষন আপনার প্রশ্ন নিয়ে ভাবলাম | কিন্তু আপনার প্রশ্নের উত্তর অনেস্টলি জানিনা | অনেক ধন্যবাদ |

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:

হা,হা,হা...এই লেখালেখি পিছনের একটা গল্প আছে। একজন একটু অপমান করে বলেছিল।তুমি জীবনে কখনো কবি হতে পারবেনা। সেই থেকে চেষ্টা শুরু করে দিলাম....। কিন্তু আজও অকবির খাতায় নাম রয়ে গেল। অনেক প্রশ্নের উত্তর হয়না,থাক তাহলে-এ প্রশ্নে উত্তর অজানা হয়ে থাক। আবারও আপনাকে ধন্যবাদ।

৩০| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৪

মলাসইলমুইনা বলেছেন: মানুষতো বলবেই |মানুষের কথা এতো ধরতে নেই | মানুষের কথা এতো ধরলে কেউ জীবনে খুব বেশি কখনোই যেতে পারবে না | আপনি কত জন মানুষের কথা শুনবেন ? এগুলি এক কানে শুনে অন্য কানে বের করে দেওয়া ভালো |আর "কিন্তু আজও অকবির খাতায় নাম রয়ে গেল " আপনার এই কথার সাথে কঠিন দ্বিমত রইলো আমার, জানিয়ে রাখলাম |

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবির ভাষায় বলতে হয়, - নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো। আমাকে কে, কিভাবে দেখল, সেটা আমি কখনো মনে করি না। তবে, সবসময় একটা কথা মাথায় থাকে,আমি যেন কারো মাথা ব্যথার কারণ,না হই।আর কোন অন্যায় বা হিপোক্রেসি দেখলে মেজাজটা একটু হট হয়, এই হুট করে রেগে যাওয়ার স্বভাবটা আমার বেশ পুরনো। সিরিয়াস ভাবে বলছি আমি অকবি। ব্লগে অনেকে সুন্দর সুন্দর কবিতা লেখেন। তাদের পাশে দাঁড়াতে আমাকে বেমান লাগে। :( আবারও আপনাকে ধন্যবাদ।

৩১| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৭

রানার ব্লগ বলেছেন: কবিতা খানি চমৎকার !!!! ভালবাসায় টইটুম্বুর !!!!! লাইক প্রদান যোগ্য ।

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩২| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৪

অভিজিৎ দাস বলেছেন: "তবুও আমি শূন্যতার চোখে চেয়ে দেখি তোমার ঐ মুখছবি"
ভালো লাগলো কবিতাটি ।

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগল দাদা
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮

আটলান্টিক বলেছেন: "আজ প্রায় কলমের কালি শেষ"
নতুন আরেকটা কিনে ফেল। :(

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিদের পকেট সবসময় শূন্য থাকে!!! একটু উদাস টাইপরে ,তাদের কোন কাজে-কমে মনোযোগ কম :P কলম কেনার টাকা নেই.......


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২

নীলপরি বলেছেন: হুম ! আমার এই লাইনটাই বেশী পছন্দ হোলো । :)

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা .... ঠিক আছে !!! :)


আবারও ধন্যবাদ ।

৩৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫

বিলিয়ার রহমান বলেছেন:

হে হে হে মেয়াবাই!

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
এবার আমি ধন্য !!!! আমার মত অকবির কবিতা চুরি করেছে জেনে খুবি ভালা লাগলো !!!! =p~




৩৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

পবন সরকার বলেছেন: দারুণ লাগল।

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব্বাইেতা সব কয়ে ফেলেচে!!!
আমি কি বলি? ;)

ভালবাসা ভালু নয়, খালি খালি বুকটা মুচরায় ;) হা হা হা

আফনের কোবতের লাহান =p~

+++++

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
একজন বিখ্যাত জ্ঞানী-গুনী বলিয়াছেন,সখী, ভালোবাসা কারে কয় ! সে কি কেবলই যাতনাময় ?


আমিও বুঝিতে অক্ষম !!! :)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৮

মোঃ রাশেদুল ইসলাম বাদল বলেছেন: কলমের কালি শেষ,
তবে মনের কথা তো শেষ নয়।
ভালো লাগল খুব।
লিখেচলুন কবি। নতুন কলমে। নব উদ্যমে।

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আশা করি, সবসময় পাশে থাকবেন !!

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,



"আমার হৃদয় নিয়ে তুমি আর কত এ খেলা খেলবে ,
অবশেষে, এ খেলাতে তুমি কী পাবে? "

এমন ভালোবাসার খেলায় ফলাফলটা বাংলাদেশের ক্রিকেটের ফলাফলের মতো । প্রতি খেলাতেই জয়ের বরমাল্য গলায় পরার অদম্য শখ । কিন্তু ঘটে উল্টোটা । হয়ে যায় ইনিংস পরাজয় ।
আবার -
"কিছু একটা লিপিবদ্ধকরণ করে যাও এ হৃদয়ে
বাঁচি এ যন্ত্রণার হাত থেকে।"

এ জন্যে ভালোবাসার খেলায় একটু হালকা চালে খেলতে হয় উভয় পক্ষকে, যাতে কারো ইনিংস পরাজয় না হয় ।

বিরহী এই কবিতায় এটাই বলার ----
ভালোবেসে সখি নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে ...........


বেশ হয়েছে কবিতা । অনেক সহজবোধ্য । আকুতি ভরা ।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: এমন ভালোবাসার খেলায় ফলাফলটা বাংলাদেশের ক্রিকেটের ফলাফলের মতো । প্রতি খেলাতেই জয়ের বরমাল্য গলায় পরার অদম্য শখ । কিন্তু ঘটে উল্টোটা । হয়ে যায় ইনিংস পরাজয় ।

জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছ কেন মিছে আসল কথা সামনে যাবো রইব না কেউ... গানটার কথা মনে পড়ে গেল। :)

খুব সুন্দর করে এ কবিতাটি বিশ্লেষণ করেছেন !!!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...



৪০| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

মো: নিজাম গাজী বলেছেন: আজ প্রায় কলমের কালি শেষ,কি আর লিখব তোমায় নিয়ে নতুন কাব্যে
আমাদের এই লাল,নীল,ধূসর প্রেম কাহিনীতে?
আামদের এ গল্প আছে অজস্র কল্পনার রঙে রাঙিয়ে,
থাক পড়ে এ ভালবাসা কোন বিতর্কিত কাব্যে
এ পৃথিবীতে,নয়তো কোন ভিন্ন গ্রহে।

কলমের কালি শেষ হলে কিবোর্ড তো আর শেষ হয়নি।। অনেক সুন্দর লেখা। শুভকামনা।

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
হা। হা, হা... সুন্দর মন্তব্য করেছেন ।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২০

ভ্রমরের ডানা বলেছেন:





কবি, খুব ফূর্তিতেই আছেন দেখছি! কবিতারা কেমন দুরন্ত হয়ে উঠছে। বাহ!! খুব ভাল লিখেছেন!

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েন নাই.... :( এটি একটি খাঁটি বাংলায় কইতে গেলে, ছেঁকা খাওয়ার কবিতা । :P


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩২

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতা পড়েছি! দুঃখের কবিতা লেখতেও মনে একটু সুখ লাগে! নইলে কবিতা আসে না কবি! আপনার কবিতার ধার বাড়ছে! আপনি এটা ছেঁকা খাওয়া কবিতা বলতে পারেন কিন্তু নৈরাশ্য একটি সাধনা! সবাই এই উপলব্ধি খুঁজে পায় না!

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: মজা করে বলেছি !!! না-পড়ে কেউ মন্তব্য করে না ব্রদার। :) আর আমি অল টাইম হ্যাপি থাকার চেষ্টা করি; ছোট এই জীবনে এতো হতাশা ভুগে লাভ কি!!!! কবিতায় নায়ক-নায়িকার চরিত্রগুলো কাল্পনিক।



আবারও ধন্যবাদ।

৪৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১০

মোস্তফা সোহেল বলেছেন: শাহরিয়ার ভাই কবিতা অনেক ভাল লেগেছে।
বিলি ভাইয়া দেখি চোর ধরছে। নাকি আপনিই চোর বুঝতাছিনা ;)
না মানে এত্ত তাড়াতাড়ি চুরি হইল কেমনে।

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আমিই কবিতা চুরি করেছি !!! :)



ধন্যবাদ ।

৪৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: কিছু একটা লিপিবদ্ধকরণ করে যাও এ হৃদয়ে
বাঁচি এ যন্ত্রণার হাত থেকে।
ভালোলাগা জানিয়ে গেলাম।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:

এই লাইনটা ভাল লাগলো আপনার ? :(


ধন্যবাদ ।

৪৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

নায়না নাসরিন বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৯

উদাস মাঝি বলেছেন: কবি দিনে দিনে আরও পরিপক্ক হয়ে উঠছেন আপনি !:#P

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: হাঃ হাঃ হাঃ ...... একটু বেশি বলে ফেলেছেন, ভাইসাব ।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: তুমি কি শুধু নীরবে মৌন পাহাড়ের মত করে দাঁড়িয়ে
আমায় দিয়ে যাবে আমরণ যন্ত্রণা-এ হৃদয়ে!!
- কিছু করছেনা, কিছু বলছেনা, শুধু মৌন পাহাড়ের মত দাঁড়িয়ে আছে, তাতেও এতটা যন্ত্রণা পাচ্ছেন? :)
খায়রুল আহসান এর অকবিতার দুটো লাইন আজো মনে রেখেছেন দেখে তিনি ধন্য হয়েছেন। :)

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার কবিতা সবসময় আমার কাছে ভাল লাগে,আর বিশেষ করে আপনার ঐ কবিতার দু লাইনের গভীরতা অনেক খানি আছে বলে মনে করি। একারণে আজও মনে রেখেছি । আপনি যদি অকবি হোন, তাহলে আমরা কি কবি !!! :)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৪

গেম চেঞ্জার বলেছেন: আবার শুরু হলো? :|

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:

গেমু দাদু !!!! ছেঁকা খেয়েছি তো তাই আবার শুরু !! :)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: কবিতা নিয়ে কিছু বলার নাই, ছবিটাই ভাল লেগেছে বেশি :P

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আহা !!! হা ,হা ,হা আমার নায়িকার দিকে নজর দিয়েন না ।। :)



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৫০| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১

অনিক_আহমেদ বলেছেন: তোমার প্রতীক্ষার প্রহর গুনে গুনে কয়েক শত শতাব্দী ধরে প্রতিক্ষায় আছি। আহ শুধু অপেক্ষা!

ভাল লাগল।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৫১| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার পোস্টে মন্তব্য দেখি সেঞ্চুরি করছে। পার্টি হবে। ইয়েই :D

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কুনু সমস্যা নেহি!!!!! ডিজে পার্টি হপে !!! =p~

৫২| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

গেম চেঞ্জার বলেছেন: আপনে কতোবার ছেঁকার সম্মুখীন হইসেন? ;)

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:

ও মনু, কবিতা লেখা আমার ভন্ডামী, ছেঁকা খাওয়া লেখতে ভাল লাগে!!! বাস্তবে কোন ছেঁকা খাইনি !!! =p~

৫৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ইয়ে মানে , ছবিটা তো বেশ সমস্যা করছে। বার বার চোখ পড়ে! বেগানা মহিলা দেখা ঠিক না। =p~

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:


আমার ভালবাসার মানুষ জরিনার দিকে নজর দিলে খবর আছে কিন্তু, কয়া দিলাম ।। =p~ =p~

৫৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কিন্তু চোখের সামনে ঝুলায় রাখলে তো লোভ লাগবেই! :-B

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: আমার প্রিয়ার রূপের বাহার, আমারই তো অধিকার
হাজার লোকের দুষ্টু চোখে করবে কে প্রতিকার
তুমি কী এমন ফুল, হাজার অলির বিনোদন



হায়দার আলীর গান ।।

৫৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার বিয়া যাতে না হয়। /:)

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১২

শাহরিয়ার কবীর বলেছেন:

সেই বদদোয়া !!!! :( কনু সমস্যা নেই !!! বাজারে চাল ডালের যা দাম তাতে না হয় তাই ভাল ।। =p~




৫৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাহলে আপনি রেলমন্ত্রীর ভূমিকা নিতে চাচ্ছেন? =p~

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
ওনি আমার একজন আইডল !!! আবার জিগায়!!! :) =p~

৫৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আচ্ছা, পীরকে কিন্তু খুব মিস করছি। :((

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আজ মনে হয়, লালন মরা দিবস !!! তাই হয়তো, সে এ নিয়ে ব্যস্ত !! :)



৫৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, টিভিতে খবর দেখে তার কথা মনে পড়ল। মনে হয় ওখান থেকে এসে বেশ ফাটাফাটি লেখা দিবে।

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ..... হবো হয়তো !!!!



আমার পছেন্দের একটা গান শুনি !!!


view this link

৫৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মুমু নামে একজন ব্লগার ছিল খালি প্রেমের কবিতা লিখত। সে কই? :-&

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
মৌমুমু বেচারিকে আমিও ভীষণ মিস করছি !! কারণ, সে ভীষণ মিশুক ও আন্তরিক একটা মেয়ে। মোটামুটি সবার সাথে বন্ধু সলুভ আচরণ করে। এখন কই যে হারিয়ে গেল, হয়তো তার কোন ব্যস্ততার মধ্যে দিয়ে সে দিন পার করছে।। :-B

৬০| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এক ব্লগার এর সাথে ঝামেলা হওয়ার পর তাকে আর দেখা যায় নাই। ওদিকে এখনো পীরের দেখা নাই।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম, একটু ঝামেলা হয়েছিল। অবশ্য, আমার কাছে মনে হয় ঐ ব্লগার একজন মানসিক বিকারগ্রস্ত। ওখানে ব্লগার মৌমুর কোন দোষ ছিল না। আর এ নিয়ে সামু কর্তৃপক্ষের ভুমিকা তেমন একটাও নেই ।এই সব কারণে মাঝে মাঝে সামুর প্রতি বিরক্ত লাগে। একজন হারিয়ে গেল তাকে তো পাওয়া যায় না।। কারণ সবার সাথে নিকে পরিচয় ।।

৬১| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি বেশ অবাক হয়েছিলাম মন্তব্য দেখে। কবিতা খারাপ লাগতেই পারে। সেটা বলার অনেক উপায় আছে। লিখা ভাল না লাগলে আমিও বলে দেই। কিন্তু অভদ্রের মত ব্যাক্তিগত আক্রমণ শুরু করে দিল কেন সেটাই বুঝলাম না।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:

তার কাছে মেইল আইডি চেয়েছিল কিন্তু মৌমুমু দেয়নি। এটাই ছিল তার অপরাধ অন্য কোন অপরাধ না। সামুকে এ সব কথা বলে লাভ নেই। পরে মেয়েটা এ নিয়ে পোষ্ট দিয়েছিল। ঐ পোষ্ট পড়েছিলেন নিশ্চয়।

৬২| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, দেখেছিলাম। কিন্তু পোস্ট তো কোন কাজেই দেয় নাই। আর কয়দিন ধরে পীরের নাতনীকে দেখা যাচ্ছে না। অদ্ভুত না?

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই, ঐ পীরের নাতীনকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না। কারণ, তার লেখা চুরির ঘটনা আমার নজরে প্রথম এসেছিল, অনেক আগে তার বিরুদ্ধে আমি কথা বলাতে। এই বিকৃত মষ্কিকের ব্লগারকে দিয়ে আমাকেও ব্যাক্তিগত আক্রমণ করেছিল । তখন আপনার জন্ম হয়নি। থাক সে সব কথা। এখন,সবাই ভাল থাকুন। এই কামনা করি ।


৬৩| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কবিতাটি পড়ে কেন জানি একটি গানের কলি মনে পড়ে গেলো-

'খেলিছো, এ বিশ্ব লয়ে, বিরাটো শিশু।
আনমনে খেলিছো......'

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৬৪| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০০

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতার হাত আরো পাকাপোক্ত হোক।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৬৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতা সরাইছেন কেন?

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
এমনিতে !!!! কেমন আছেন ??



শুভ সকাল !!!

৬৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার ভালো-খারাপ মিলিয়ে চলে যাচ্ছে। উহু,এর আগেও একটা সরাইছেন। কাহিনী কি? /:)

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা খালি চুরি হচ্ছে ..... কবিতা লিখে আর কি হবে । :)

৬৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আর যাই হোক, কমেন্ট চুরি হয় না। তাই ঠেইলা কমেন্ট করি। :D

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কমেন্ট চুরি করবে কেডা?? আমার কবিতা যদি কেউ চুরি করতো তাকে আমি পুরস্কার দিতাম ।। :)

৬৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উপরে তো দেখলাম একজন করছে।এক্কেবারে ছবি সহ পেস্ট করে দিছে।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন:

হা হা হা .... দিবো তাকে কিছু পুরস্কার !!!

৬৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি দিবেন? বিড়ি?

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:

বিড়ি দিমু না মানে !!! এক কাটুন কিনে দিমু !! :)

৭০| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পির আসছিল দুইদিন।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
বুঝিনি !!! :(

৭১| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে আমাদের পীরের কথা বলতাছি।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
বেচারার তার নাতীন ব্লগে নেই বলে !!! সে বেচারাও ভাগছে !! :)

৭২| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও অবাক হইছিলাম নাতনীর চলে যাওয়াতে। :-B

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:

নাতী মানে ???? নাতীন হবে !!! ‍দুজনেই ভন্ড।। তাদের দারুণ মিল । :-B

৭৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ, নাতীন। অনেকে মনে হয় তার প্রস্থানে দুঃখ পাইছে।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:


আপনিও কি তাই ??? :) আপনার অনুভুতিটা ব্যক্ত করুন =p~

৭৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কিছু অর্থকড়ি না দিলে কিভাবে ব্যক্ত করি? :P

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই, সবাই আামকে কবি বলে....... কিন্তু আমি আমাকে কখনো কবি বলতে পারলাম না । :) । সে যাইহোক, কবিদের কাছে অর্থকড়ি বেশি থাকে না। এখন দান-দখিনা করে যদি বলেন।তাইলে শুনম । =p~

৭৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কথায় চিড়ে ভিজে না। B-))

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
তাইলে আমার কিচ্ছু করার নেই!!! =p~

৭৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: প্রেমের আঁকুতি ভরা লেখাটি ভালো লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৭৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: কিছু একটা লিপিবদ্ধকরণ করে যাও এ হৃদয়ে
বাঁচি এ যন্ত্রণার হাত থেকে।

সুন্দর ।

এক চোখ অন্ধ নাতো ????? ;)

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
না এক চোখ টেরা ..... =p~



ধন্যবাদ ।।

৭৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮

এফ.কে আশিক বলেছেন: তবুও আমি শূন্যতার চোখে চেয়ে দেখি তোমার ঐ মুখছবি।
দারুণ লিখেছেন...
শুভকামনা কবি...

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৭৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৫

ফকির জসীম উদ্দীন বলেছেন: আজ নৈঃশব্দের মাঝে দাঁড়িয়ে তুমি কি কোন শব্দ শুনতে পাও______ খুব ভালো লাগলো ভাই।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২২

শাহরিয়ার কবীর বলেছেন:


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৮০| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন:




কবির ভাই
আপনার কোন দেখা নাই।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:

একটু ব্যস্ত ছিলাম ।


আপনার খবর কি ভাই?

৮১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বেচে আছি। :)

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:

এটাই এখন বড় কথা !!! :-B

৮২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একটা জিনিস খেয়াল করছি বেশ কয়দিন ধরে। বাইরে বের হলে দেখা যায় মানুষ কেমন অস্থির। যেমন ফোনে কথা বললে জোরে জোরে কথা বলে, রেগে যায় ইত্যাদি। কি যেন একটা মিসিং এই দেশের মানুষের মাঝে। হয়ত আমার পর্যবেক্ষণ ভুল ও হতে পারে।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:

মানুষের দিন দিন স্থিরতা কমে যাচ্ছে !! আর বিশেষ করে এই ফেসবুক এসে .......


তাবিজ ফরুকের গান শুনেনঃ


view this link

৮৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতা কবে পাচ্ছি? এবারো কি পিরিতের কবিতা? :P

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আগামীকাল একটা কবিতা মুক্তি পেতে পারে ........


তবু মনে রেখ কবিতা অংশ বিশেষ থাকবে .........

৮৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শুভ মুক্তি! পোস্টার কই? =p~

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০১

শাহরিয়ার কবীর বলেছেন:


ভাল জিনিষের বিজ্ঞাপন হয় না বৈকি !!! =p~

৮৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আশা করি কাল আপনার কবিতা চুরি হবে।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:

চারিদিকে চোর আর চোর, এই ক্যাচাল শুনতে আর ভাল লাগে না।। :D

৮৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৫

মেহেদী হাসান তামিম বলেছেন: কে বেশী সুন্দর
কবিতা বা ছবি
নাকি এই কবি?

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:

আপনি বলে ফেলুন ??


নিজে ঢাক আর কেউ কী নিজে বাজায় ? =p~

৮৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪০

মেহেদী হাসান তামিম বলেছেন: তিনজনে যায় জিতে
কেহ নাহি হারে যে

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:

হা হা হা ঠিক আছে !!!!!



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.