নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

তবু মনে রেখো.....

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৯



আবেগের আয়নায় তোমায় দেখে,ভাল লেগে,ভালোবেসে
ভালোবাসার শীতল পরশ পাওয়ার আশায়,
ভেবেছিলাম ,ঝড়ের রাতে ধোঁয়াশার আঁধার পেরিয়ে
স্বপ্নময় জোসনায় তোমায় নিয়ে যাব,
ভালোবাসার মিলন মেলাতে।


সেদিন শুনেছিলাম,তোমার কৃত্রিম হাসির ভিতরে
লুকিয়ে থাকা তোমার দাম্ভিকতার সুর...
বল কী দোষ দিবে আমায়,আর কী দোষ দেই তোমায়?


সে সুর আজও যে ভেসে আসে কর্কশ শব্দের ন্যায়,আমার কানে
সে শব্দের আওয়াজে নিষ্ক্রিয় হয়ে যাই বারে বারে ....
থাক পরে সে সব কথা, সে সব ব্যাথা, আমারি থাক.....
এখন, হয়তো তোমার ভুলে, নয়তো আমার ভুলে
আমাদের কাহিনী হয়ে গেছে এক অবোধ্য প্রেম-কাহিনী!
তবু মনে রেখো.....


ছবিঃ নেট।



মন্তব্য ৭০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৫

শূন্যনীড় বলেছেন: খুব ভালো লাগলো কবিতা, মগ্ন হয়ে পড়লাম।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল হয়েছে শাহরিয়ার ভাই।
এ কদিন মনে হয় একটু ব্যস্ত ছিলেন?

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:

হুমম,ব্যস্ততা আসলে জীবনের সুস্থতা !!!! :)
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩

নীলপরি বলেছেন: তবু মনে রেখো.. --

মনে রাখার মতোই কবিতা লিখেছেন । কবিতার শব্দে ভালো লাগা রইলো ।

+++++++

শুভকামনা

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২০

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অপূর্ব, হে কবি। সত্যিই মনমুগ্ধকর।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
মনে রাখবে ভাই ....., দোআ করে গেলাম কাব্যের মুগ্ধতায়।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২২

শাহরিয়ার কবীর বলেছেন:

মনে রেখেছেন!!!! :) সবসময় আপনাকে পাশে পাই.......

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: "ভালোবাসার মিলন মেলাতে।" নিশ্চয় এখানে ঝামেলা লেগেছিল?

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:

ঝামেলা বলতে শব্দের........ :)


ধন্যবাদ ভাই।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আরে না, যাকে নিয়ে কবিতা লিখেছেন তার সাথে :P

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:

সে এখনও কাল্পনিক !! :) নিজের খেয়ে মেয়েদের মন বোঝার সময় নেই ।। কবিতা লেখার জন্য একটা নায়িকার চরিত্র নেওয়া ...... =p~



ধন্যবাদ।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাইলে ঠিকাছে। আমি ভেবেছিলা আর কিছু হয়তো। (হাহাহাহা)

সময় হলে এই লেখাটা পড়বেন

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:


হা, হা, হা ..... ঠিক আছে পড়ে নিব, ভাই।


ধন্যবাদ।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

মলাসইলমুইনা বলেছেন: "দ্যা" মুগ্ধ হলাম ! কবিতা পরে যা ভাবলাম বা হলাম সেটা কিভাবে বলবো ভাবতেই অনেক্ষন লাগলো | এক ভাষায় বললে আমার ভালো লাগাটা বোঝানো যাবে না | তাই একটা "দ্যা" যোগ করে দিলাম | যেমন তেমন মুগ্ধ হওয়া না এটা |অসম্ভব মুগ্ধ হওয়া | খুবই ভালো লাগলো আপনার এই কবিতা | খুব বেশি ব্যাখ্যা করে বোঝাতে পারলে আমি আরো লিখেই তা করতাম | সেটা করা যাচ্ছে না আর | আশাকরি আমার কথায় বিশ্বাস করবেন | এই কবিতাটা আপনি আগে লিখলে আমার "দ্বৈত সংলাপ: বিলেটেড শুভ জন্মদিন তোমার (দ্বিতীয় পর্ব)"-কবিতাটায় এই কবিতাটার নাম থাকতো আর সেই কবিতাটা আরো সুখপাঠ্য হতো নিঃসন্দেহে | আরো অনেক দিন আপনার কবিতার ভালো লাগাটা সাথে থাকবে | ভালো থাকবেন |অনেক ধন্যবাদ |

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

উম্মে সায়মা বলেছেন: আমি চিরতরে দূরে চলে যাব,
তবু আমারে দেবনা ভুলিতে....

আপনার কবিতা পড়ে এ দুটো লাইন মনে পড়ল। :)

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:

আমার কবিতা পড়ে কেউ হাসিখুশি মনে ফিরতে পারে না।। কবিতা মনেই বিরহ ! /:)
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...


১১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: না পড়ে কমেন্ট করলাম। :)

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২২

শাহরিয়ার কবীর বলেছেন:

হায় হায় ..... দিনে দুপুরে এতো ফাঁকিবাজি ।।

আশা করি পড়বেন ।।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

এখন, হয়তো তোমর ভুলে, < তোমার। টাইপো।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২১

শাহরিয়ার কবীর বলেছেন:

ঠিক আছে দাদা ...ঠিক করে নিচ্ছি ।।



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো....
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: রাখুম না মনে!!:)


পারলে ঠেকান! B-)

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:

কি কবার লাগচ্ছেন !!! মুই কিন্তু ঢাকার পোলা ......




১৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: কোবতে কিন্তুক ভালা হইছে!:)


পিলাচ!:)

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:

ধন্যবাদ প্লিলাচ ।

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: বউ খাইতে ডাকতাছে!:)


শুভ রাইত!:)

পরে আমুনে!:)

বিদায়!:)

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: যান !!!! যান !!! যান !!!!


তারাতারি যান আমাদের ভাবী বলে কথা .....

আর গানটা মনে আছে তো ......

view this link

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এতকিছুর পরও কেন মনে রাখতে বলছেন?

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১১

শাহরিয়ার কবীর বলেছেন:

হুমমম...... গোফূন কথা বলা যাবে না।। দেখি না হেতি..... মনে রাখে কিনা। :)

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫

জাহিদ অনিক বলেছেন:


বিলিয়ার ভাই তো মহা ধুমধামে রাতের ডিনার করতে গেলেন !
আমাদের কি হইবেক কবি !
এই তুমি গুলো তো বেশ পোড়াচ্চে !
আপনার ডীনার হয়েছে তো !

আর কতবার একই ডাইনিং, আর কত প্লেট!

তবুও কেবল একটাই চাওয়া, মনে রেখ।
তবে আবেগের আয়নাটা ভেঙে ফেলতে পারলে খুব ভাল হত!

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:

নিরাশ হয়েন না, কবি। তারাতারি আপনিও দেখিয়ে দেন। :)


রাতের খাবার খেলাম মাত্র। তবে ব্যচেলর জীবনটা আমার কাছে খারাপ লাগে না । আর আমার বিশেষ একটা ক্ষমতা আছে; যে কারো সাথে অল্প সময়ের মধ্যে বন্ধুত্ব করার। সব পরিবেশে খাব-খাইয়ে নিতে পারি।


আয়না ভাঙ্গা.... !!! :)


ধন্যবাদ ।

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩১

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,



নিজের খেয়ে মেয়েদের মন বোঝার সময় নেই যার , তাকে তবুও কেন কেউ মনে রাখবে ? ধন্ধে পড়ে গেলুম ।
মানুষের মন তবুও গান গেয়ে যায় -----
মনে রেখো আমিও ছিলাম
ছোট্ট জীবন আর যতো হাসি গান
আমি তোমাকে দিলাম
মনে রেখো ।


২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন:

এ কবিতাটা আমার কাল্পনিক নায়িকার উদ্দেশ্য লেখা ছিল। আর, হক ভেবেছে কারো সাথে ঝামেলা লেগেছে। একারণে তাকে প্রতিউত্তরে সত্যেটা জানিয়ে জানিয়ে ছিলাম। জীবনে কাউকে মনে রাখতে বলিনি; মানে কাউকে হৃদয় দেইনি। আবার কাউকে দিতে চেয়েছি কিন্তু সে নিতে পারেনি। এখন কেউ মনে না রখে তাই ভাল। আর কবি গুরু এতো জ্ঞানী,গুনী হওয়ার পরেও বলেছিলেন ,সখী ভালবাসা কারে কয়। :)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৩

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: একাকীত্বতা খুব উপভোগ করছেন নাকি কবি?
এটা কিন্তু দারুন। বিষাদ বৃষ্টি একটা সময়ের আমার প্রিয় সঙ্গী ছিল।যে কারণে ওটাকে বাদ দিতে পারিনা,অবশ্য চাইও না।


ভাল লেগেছে।ভাল থাকবেন।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
একাকীত্বকে আমি চরম উপভোগ করি। ভাল লাগে গান শুনতে আর বই পড়তে ও ব্যস্ত থাকতে ।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২০| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৭

জীবন সাগর বলেছেন: মনে রাখতেই হবে..... চাইলেও সবকিছু ভুলে থাকা যায় না, কেবল ভুলে থাকার অভিনয় করা যায়
কবিতা ভালো লাগলো

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর বলেছেন ।তবে,কেউ আমাকে মনে রাখিনি।

আবারও আপনাকে ধন্যবাদ ভাই।

২১| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল ♥♥♥♥♥



মনে পড়ে নিত্য....
ব্যথাহত চিত্ত মুহূর্তে মেতে উঠে,আনন্দে হই উচ্ছ্বসিত।
চারিদিকে কষ্ট....
কত-সময় নষ্ট করেছি মনের ভুলে,মিথ্যে প্রেমে পথভ্রষ্ট!

২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর মন্তব্য করেছেন !!!

আবারও ধন্যবাদ ভাই।

২২| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এ সংসারে কে আর কাকে মনে রাখে?

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:


মনে রাখার মত কেউ নেই ! =p~

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭

রাসেল উদ্দীন বলেছেন: কবিতায় যাহা লেখেন কবি
তাহাই কবির হৃদয়ের ছবি।

কবিতা ভালো লেগেছে!

২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

শাহানাজ সুলতানা বলেছেন: তোমারি হাতে রেখে হাত আমিও ভেসে যেতেচাই
নীল জোছনার বুক চিরে,
গেরুয়া নদীর তীর ছুঁয়ে অসীমা আকাশের গায়। অসাধারণ একটি কবিতা মুগ্ধতা রেখে গেলাম কবি।

২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...


২৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

শায়মা বলেছেন: আমি তো মুগ্ধের মুগ্ধ!!!!!

তারও মুগ্ধ হয়ে গেলাম ভাইয়ু!!!!!!!!!!

২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:

আমিও মুগ্ধ !!!!!!!!!!!! =p~


আন্তরিক ধন্যবাদ ।।

২৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

শায়মা বলেছেন: কেনো মুগ্ধ জানি!!!!!!!!!!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:

হা, হা, হা..... ঠিক আছে !!!!


মুগ্ধ থেকে বিমুগ্ধ হতে কতক্ষণ সময় লাগবে ??

:-B

২৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: তবু মনে রেখো.....


হৃদয়ের গভীর হতে ভেসে আসা নবজাতক শব্দের আবেগে অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম ভাইয়া।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩০| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: লিখে রেখো একফোঁটা দিলেম ‘কমেন্ট’!

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:

হা হা হা ........ ধন্যবাদ !!!!

৩১| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে।

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, প্রিয় কবি ।।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩২| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯

এফ.কে আশিক বলেছেন: কবিতা ভালো লেগেছে...

হয়তো তোমার ভুলে, নয়তো আমার ভুলে
আমাদের কাহিনী হয়ে গেছে এক অবধ্য প্রেম-কাহিনী!
তবু মনে রেখো.....

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩৩| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: এখন, হয়তো তোমার ভুলে, নয়তো আমার ভুলে
আমাদের কাহিনী হয়ে গেছে এক অবধ্য প্রেম-কাহিনী!
তবু মনে রেখো.....
- সুন্দর লিখেছেন।
তবে, কবিতা পড়ে যতটুকু বুঝতে পেরেছি, "অবধ্য" শব্দটা অবোধ্য হবে বলে মনে হয়।
অবধ্য <<< যাকে বধ করা যায়না।
অবোধ্য <<< যাকে বোঝা যায় না।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি আসলে ‘‘বধ’’ করা অথে বোঝাতে চেয়েছিলাম। কোন সমস্যা নেই । আমি ঠিক করে নিচ্ছি... অবোধ্য

৩৪| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন:





প্রেম যখন একটি ব্যার্থ কাহিণী হয়ে যায় তখন হৃদয়ের দেয়ালে অগোছালো কিছু নিঃশ্বাস ঘোরাঘুরি করে, তাদের দেহে অদৃশ্য কন্টক রয়েছে তাই ঘটে দুঃখ ক্ষরণ....

কবিতা ভাল লেগেছে ।

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:

সুন্দর মন্তব্য করেছেন !!!


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪

ভ্রমরের ডানা বলেছেন:




চমৎকার লিখেছেন। পাঠে মুগ্ধ হয়েছি!

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.