নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের রিখটার স্কেলে উঠেছিলো কম্পন

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০



কবি নীলপরী-এর তোমাকে ভুলতে শিখিয়ে দাও........কবিতার অনুভবে এই কবিতাটা লিখলাম


তুমি কি জানো ?
সেদিন চন্দ্র তিথির রজনী ভেদ করে
লক্ষ কোটি দূরে তোমার নগরীতে গিয়েছিলাম,
তোমার দ্বারে
আমাদের ভালবাসার মিলন মেলা হবে বলে!


আমাদের ভালবাসা অমর হয়ে গেছে
তবে কেন এভাবে আবার এর পিছনে দায়ী করছো ?
তুমি তো আমায় বুঝে গেছো-----
আমি এক আনাড়ী
সত্যি বলছি আমি এক আনাড়ী
আজও তোমায় বুঝেও বুঝিনি?

তোমার কাছের আমি কোন তরল পদার্থ নই
তুমি, যে পাত্রে রাখবে, আমি সেই
পাত্রের আকার ধারণ করব?
এখন কেন এসে বলছো তবে এভাবে
যা ছিল সব তোমার অভিনয়?
তোমাকে ভুলতে শিখিয়ে দাও.....
আজ তোমার অনুভবে তুমি
করো অনুভব, বুঝে নাও;
সেদিন কত রিখটার স্কেলে হৃদয় কম্পন দিয়েছিল--এ হৃদয়ে!


ছবিঃ নেট।

কবি নীলপরী -এর কবিতা--

তোমাকে ভুলতে শিখিয়ে দাও......




মন্তব্য ১১০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬

ধ্রুবক আলো বলেছেন: বেশ দারুন লিখেছেন +++

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন তো

মাত্রই নীল পরির কাব্যে মন্তব্য করে প্রথম পাতা রিফ্রেশ দিলাম আর প্রতিকাব্যে আপনার নতুন কাব্য :)

ভাল লাগছে। চলুক। সিরিজ কাব্য প্রতিকাব্য :)

+++

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
অতীতে সিরিজ কাব্যে লেখার অভিজ্ঞতা আমার নেই। এখন দেখি কতদূর যেতে পারি..... :)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭

মলাসইলমুইনা বলেছেন: ম্যান ! প্রথম দুটো কবিতা পড়েই নীলকণ্ঠ হলাম | এটার পরে যে কি অবস্থা হবে কে জানে ! প্রিয় কবি সন্ধ্যায় মন্তব্য করবো |এটা মন্তব্যের আগে ঠুক ঠাক তাল তোলার চেষ্টা ...|

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১০

শাহরিয়ার কবীর বলেছেন:

আগামীতে পাঠকের ভগ্য আবার কী আছে, তা আমি নিজেও জানি না...... দেখি নীলপরী আমাদের আবার কী উপহার দেয়। :)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮

শায়মা বলেছেন: নাম দেখেই বিমোহিত হলাম!


নীলপরির কবিতার উত্তর !!!!!!!


বাহ বাহ বাহ !!!!!!!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:

শায়মা আপু কবিতা কেমন হয়েছে? তারাতারি বল??


ধন্যবাদ পরে ......

৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯

শায়মা বলেছেন: ৩. ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭ ০
মলাসইলমুইনা বলেছেন: ম্যান ! প্রথম দুটো কবিতা পড়েই নীলকণ্ঠ হলাম | এটার পরে যে কি অবস্থা হবে কে জানে ! প্রিয় কবি সন্ধ্যায় মন্তব্য করবো |এটা মন্তব্যের আগে ঠুক ঠাক তাল তোলার চেষ্টা ...


ভাইয়া ঝাঁপতাল নাকি তিনতাল কোনটা ধরিবেক???

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১২

শাহরিয়ার কবীর বলেছেন:


হা হা হা ...... B-)

৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১

মলাসইলমুইনা বলেছেন: @ শায়মা : সেটা এখনই বুঝতে পারলেতো হয়েই ছিল !!!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:



আমি কিন্তু কিছু বুঝিনি........ আবার অনেক কিছু .... =p~

৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮

রাসেল উদ্দীন বলেছেন: নীলপরির কবিতা হৃদয় কেড়ে নিল! একদম মন থেকে বললাম কিন্তু...

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:

নীলপরির কবিতার প্রতিউত্তরে লেখা। :)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২

শায়মা বলেছেন: কবিতা তো একেবারে ........

হয়েছে কবিতার উত্তরের মতই!!!!!!!!!!!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:

আচ্ছা, ঠিক আছে...... এখন নীলপরি পড়ে যদি তার কবিতার প্রতিউত্তর পায়, তবে এ কবিতা লেখার স্বাথকতা। :-B

আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল.....

৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬

জাহিদ অনিক বলেছেন:


বাহ ! বাহ ! বাহ ! বাহ !

কবিতার নাম দেখেই তো মুগ্ধ হয়ে রইলাম কবি!
আপনাদের কাব্য জুটি বেশ বেশ ভাল হচ্ছে। এক একটা কবিতার সাথে অন্য কবিতার ঠিক যেন একটা উত্তর পাওয়া যাচ্ছে।
এবং উত্তর যে মগজ থেকে নয় বরং মন থেকেই লেখা হচ্ছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই; তাই জন্যেই তো হৃদয়ের রিখটার স্কেলে উঠেছিলো কম্পন

দুজনকেই অভিনন্দন। মোবারাকবাদ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:

হা, হা, হা.... এতো দিন লিখাত আমার কাল্পনিক নায়িকার জন্য। সে আদো আছে কী নাই, তা আমি নিজেও জানি নাহ। এখন লিখেছি অভিনয়ের খাতিরে.......... !!! মনে করুন, এখন আমার কিন্তু উত্তম-সুচিত্রা জুটি । =p~ অভিনয় করে চলেছি ..... দুজনে এখন দেখি কতদূর যেতে পারি। আর আপনার এখন থেকে নিরপেক্ষ ভাবে কবিতার বিচার-বিশ্লেষণ করবেন।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬

নীলপরি বলেছেন: শায়মদির সাথে আমি একমত । নাম দেখেই বিমোহিত হলাম!

সেই সাথে আমার আবার হাতও কাঁপছে । এর প্রতিউত্তরে কবিতা বের হবে কিনা কে জানে !:(

আপনার কবিতা খুব ভালো হয়েছে । +++++++

শুভকামনা

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:

সেই সাথে আমার আবার হাতও কাঁপছে ।


এমন করে বললে কি আর চলে? :) অভিনয় করবে কে? :) সাহস রাখুন; আর একটু সময় নিয়ে প্রতিকাব্যে লিখে ফেলুন।।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০০

উম্মে সায়মা বলেছেন: শিরোনামটা দারুন! কাব্যোত্তর ভালো লেগেছে। চলুক লড়াই। গ্যালারীতে বসলাম কবিতার খেলা দেখতে :)
দুজনের জন্যেই শুভ কামনা।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:


গ্যালারীতে বসেছেন যে, আপনার টিকিট কোথায়? এখন যদি বিচারকের আসনে বসতে চান, তবে আপনার টিকিট লাগবে না, নিরপেক্ষ ভাবে দুজনের কবিতার বিচার-বিশ্লেষণ করবেন। :-B :)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতা লিখেছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:


এটা কিন্তু কবিকে অপমান করার জন্য বলা চরম মাইন্ড খাইলাম X(( =p~

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এজন্যেই তোমায় বলেছিলাম, হে ছন্দরাজ কবি,
তোমার মাঝে লুকিয়ে আছে
লুকানো এক সত্ত্বা
যে সত্ত্বা সদা ডাকছে কাছে
হয়ে ছন্দ প্রমত্তা
তাইতো আবার বলে দিলাম, তুমি এ ব্লগের রবি।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:

হা, হা, হা.... ভাই! আমার লেখাতে কি এমন আছে।জাষ্ট বাংলা টাইপিং এর জন্য ব্লগিং করা... কিছু লিখি, এই আর কি। আর আপনারা পাশে থেকে উৎসাহ দেন বলে কিছু লেখার সাহস পাই.....।
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: তোমার কাছের আমি কোন তরল পদার্থ নই
তুমি, যে পাত্রে রাখবে, আমি সেই
পাত্রের আকার ধারণ করব?

সত্যিই দরুণ লিখেছেন !
শুভকামনা থাকলো।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭

মনিরা সুলতানা বলেছেন: অনুভবে কল্পনা তে যে
তার কাছে তার হয়ে হৃদয়ের রিখটার স্কেলে উঠেছিলো যে কম্পন বুঝে নেয়াই শ্রেয় ।

চমৎকার প্রতি মন্তব্য শাহরিয়ার কবীর

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:

আপু,নিরপেক্ষ ভাবে দুজনের কবিতার বিচার-বিশ্লেষণ করবেন। যদিও আগে কখনো প্রতিকাব্যে লিখিনি।এখন দেখি কতদূর যেতে পারি।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

জাহিদ অনিক বলেছেন:

উম্মে সায়মা বলেছেন: শিরোনামটা দারুন! কাব্যোত্তর ভালো লেগেছে। চলুক লড়াই। গ্যালারীতে বসলাম কবিতার খেলা দেখতে :)
দুজনের জন্যেই শুভ কামনা।



মন্তব্যটা আমাকেও কিছু একটা মনে করিয়ে দিল কবি !



উম্মে সায়মা বলেছেন: শিরোনামটা দারুন! কাব্যোত্তর ভালো লেগেছে। চলুক লড়াই। গ্যালারীতে বসলাম কবিতার খেলা দেখতে :)
দুজনের জন্যেই শুভ কামনা।



মন্তব্যটা আমাকেও কিছু একটা মনে করিয়ে দিল কবি !

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:



গভীর চিন্তাবিদ মানেই জাহিদ .... আমার ভুল কোথায়? =p~


আবারও ধন্যবাদ কবি।

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: তোমার কাছের আমি কোন তরল পদার্থ নই
তুমি, যে পাত্রে রাখবে, আমি সেই
পাত্রের আকার ধারণ করব?

চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ হয়েছে। চালিয়ে যান ভাই। আমরা গ্যালারির দর্শকরা তে আছিই আপনাদের সমর্থন দিতে। এভাবেই চলুক, একের পর এক বের হয়ে আসুক দ্য মাস্টারপিস।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
যদিও আগে কখনো প্রতিকাব্যে লিখিনি।এখন দেখি কতদূর যেতে পারি।

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়.

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আচ্ছা সরি।এরকম আর করব না। কিন্তু খোচাটা দিতে চাচ্ছিলাম। :-P

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:

যত পারেন দিয়ে যান, কোন সমস্যা নেই !!! আমার স্বভাব পুরোটাই শিশুসুলভ.... কখনো সিরিয়িাস চিন্তা করি না।। :-B আমিও এই সুযোগ বুঝে মজা নিচ্ছিলাম ।। =p~

২০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি যদি এখনো বুঝে না থাকেন তাহলে বলতে চাচ্ছিলাম যে একই প্রতিউত্তর সবাইকে দেয়া বন্ধ করেন। এজন্য এরকম প্রতীকি প্রতিবাদ করেছিলাম। :(

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:



হা, হা, হা... এটা একটা কম ডায়লক হয়ে গেছে !!! আচ্ছা ঠিক আছে, এখন থেকে সবাইকে শুকনা ধন্যবাদ দেওয়ার চেষ্টা করব। =p~

২১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাল কথা, আপনি কি জানেন যে আপনি কবি হয়ে গেছেন? ব্লগে আপনাকে কবি বলা হয়েছে! B-)

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
না তো ... কোথায়, কবে।আমাকে কবি উপাধি দিল ।। আর, এই ভুল কে করল ?? :D

২২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবি শাহরিয়ার কবীর-এর তবু মনে রেখো.....কবিতার অনুভবে এই কবিতাটা লিখলাম

নীল পরির ব্লগে পেলাম। আপনি এখন কবি। B-))

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন:

হা, হা, হা... কবি হতে হলে অনেক হিসেব-নিকাশ কষতে হয়। এভাবে আর বলিয়ে না। লজ্জা পাই। ব্লগে অনেক বড় মাপে কবি আছেন।ওনারা আমার চেয়ে শত গুনে ভাল লিখেনে।

আবারও ধন্যবাদ।

২৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৫

জাহিদ অনিক বলেছেন:



গভীর চিন্তাবিদ মানেই জাহিদ .... আমার ভুল কোথায়? =p~
- কবিদের কথা কখনও ভুল হয় না; কবিদের কথায় কবিতা হয়।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:

ওস্তাদ আমি না আপনি? আমি কিন্তু আপনাকে মনে মনে ওস্তাদ মানি।গোপন কথা ফাঁস করে দিলাম =p~ :)

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩২

জাহিদ অনিক বলেছেন:





আমি কিন্তু আপনাকে মনে মনে ওস্তাদ মানি।গোপন কথা ফাঁস করে দিলাম =p~ :)
- এক সমুদ্র নাইট্রাস অক্সাইডের মধ্যে পড়ে গেলাম !

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:

লাফিং গ্যাস ..... সেতো আমার খুব প্রিয়!!!! :) আমাকেও নিয়ে যান। আমার কথায় ভরসা রাখুন কবি। এটা কোন রাজনৈতিক বক্তব্য না। :)

২৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩

মনিরা সুলতানা বলেছেন: লেখক বলেছেন:

আপু,নিরপেক্ষ ভাবে দুজনের কবিতার বিচার-বিশ্লেষণ করবেন। যদিও আগে কখনো প্রতিকাব্যে লিখিনি।এখন দেখি কতদূর যেতে পারি।


বিচার -বিশ্লেষণ করে কি স্থান নির্ধারণ ও করতে হবে নাকি ?
সব কিছুই তো প্রথম থেকেই হয় ; অবশ্যই অনেক দূর যাবেন , যাচ্ছেন ।
শুভকামনা থাকল !!!

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:

ঠিক বুঝতে পারছি না।। প্রতিকব্যেতে নয় পাবলিক,একারণে একটু ভয় লাগছে !!! :) আপনার ও জাহিদেরটা কিন্তু অনেক ভাল ছিল ।


আবারও আপনাকে ধন্যবাদ আপু।

২৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫

জাহিদ অনিক বলেছেন:

বেশ ভরসা রাখলাম।

লাফিং গ্যাস নিয়ে বেশ হাসি খুশি আছি। আপনাকে নিমন্ত্রণ দিলাম। চলে আসুন

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আমাদের জীবন প্রবাহটা আসলে মৃত্যতে শেষ,তারপরে মহাকালের পথের পথিক। একারণে, আমি আমার প্রতিটি শ্বাস-প্রশ্বাসকে উভোগ করার চেষ্টা করি এবং আমি সবসময় হাসিখুশি থাকারও চেষ্টা করি। :) আর সময় পেলে নিজে হাসি এবং অন্যকে হাসানোর চেষ্টা করি।

আবারও ধন্যবাদ কবি।

২৭| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৫

উম্মে সায়মা বলেছেন: আরেহ জাহিদ ভাইয়া তাইতো! মনে হয় শাহরিয়ার ভাইয়ের মন্তব্যটি দেখেছিলাম। আর সেটি অবচেতন মনে সেইভ হয়ে ছিল। এখন উগরে দিয়েছে :)

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:

জাহিদ ভাইয়া সায়মার কথার উত্তর দেন, প্লিজ ।। আমি কিন্তু কিছু শুনিনি। :)

২৮| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইতো জমেছে বেশ!!! ;) বসে গেলাম উম্মে সায়মা বোনের মতো পাটি বিছিয়ে বসলাম কাব্যে লড়ায়ে কাব্যে- কাব্যে দুলিবে এই ব্লগ।

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:

গ্যলারিতে বসে পড়ুন; চিড়া ও মুড়ি যেটা আপনার পছন্দ সেটাই খেতে থাকুন।আর কাব্যে লড়াই দেখতে থাকুন। :-B



ধন্যবাদ সুজন ভাই।

২৯| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৫

মলাসইলমুইনা বলেছেন: তোমাকে ভুলতে শিখিয়ে দাও.....
আজ তোমার অনুভবে তুমি
করো অনুভব, বুঝে নাও;
সেদিন কত রিখটার স্কেলে হৃদয় কম্পন দিয়েছিল--এ হৃদয়ে! [/sb

হৃদয়ের রিখটার স্কেলে উঠেছিলো কম্পন তাতেইতো আপনি মহাকাব্য লিখে ফেললেন ! কিন্তু আমার কবিতা ভালোলাগার রিখটার স্কেলে এখনতো কম্পন চলছেই ! যেন থামতেই চাইছে না কবিতা ভালোলাগার দুরন্ত কম্পন ! দুর্ধর্ষ !!!

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:

মহাকাব্যে !!!!!!!!!! :-B আপনার কথায়, আর না হেসে পারলাম না। দারুণ বলেছেন। গতকাল শায়মা আপু, আমাকে বললো যে, একটা প্রতিকাব্যে লেখো, তখন ১০-১৫ মিনিট হবে, লিখে ফেললাম। তারপরে তাকে দেখালাম ...। অবশ্য, এ কবিতা লেখার উৎসাহ শায়মা আপু দিয়েছেন.....।


আবারও আপনাকে ধন্যবাদ ভাই।

৩০| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:



অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই। :)

৩১| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৪

জাহিদ অনিক বলেছেন:

লেখক বলেছেন:

জাহিদ ভাইয়া সায়মার কথার উত্তর দেন, প্লিজ ।। আমি কিন্তু কিছু শুনিনি। :)

আপনারা সকলেই কবি। কবিদের অবচেতন মনে সচেতন মনের থেকে বেশি কথা জমা থাকে। এসব ভাবতে গেলে দুনিয়া ওলট পালট হয়ে যাবে। তাই নিরবে কবিদের দেখাই শ্রেয়।

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:

গভীর চিন্তাবিদ মানেই জাহিদ !!!! ঠিক আছে মেনে নিলাম ।। :)

৩২| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

বিলিয়ার রহমান বলেছেন: আপনার যত গুলো কবিতা পড়েছি তার মধ্যে এই কবিতাটিকে আমি বেশ উপড়ে স্থান দেব!:)


+++++

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:

বলেন কী !!!! পরে যদি এর চেয়ে ভাল লিখি তখন ?????

৩৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২

বিলিয়ার রহমান বলেছেন: কবিতার শেষে কম্পনের মাত্রাটা বুঝে নিতে বলেছেন!


বুঝে নিলাম !:)


রিকটার স্কেলে মাত্রা ছিলো মাত্র আড়াই!;)

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
রিকটার স্কেলে মাত্রা কি করিয়া বুঝিলেন ? মেয়াবাই।।। :-B

৩৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

বিলিয়ার রহমান বলেছেন: পরো আরো ভালো লিখলে আপনার এই রেকর্ড ভেঙে যাবে!! :D


রেকর্ড গড়াইতো হয় ভাঙার জন্য নাকি???

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২১

শাহরিয়ার কবীর বলেছেন:

এই বার বিষয়টা ক্লিয়ার,,,,,, !!!! মানে, সেইরাম ক্লিয়ার হইলাম মেয়াবাই।। :)

৩৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২২

বিলিয়ার রহমান বলেছেন: বুঝি আম্রা বুঝি
কোনটা ময়দা
আর কোনটা সুজি!:)

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:


এখন বুঝেছি, ওটা ছিল আপনার অতীতের অভিজ্ঞাতা =p~ .......।


৩৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: ভাবতেছি সামনের হপ্তায় আফনে সহ আর চারপাঁচ জনরে একটা ব্লগ পোস্টে রোস্ট করমু!!!:)


আইডিয়াটা দারুন না!:)

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:


ঢাকাইয়া গো দিল খোলা ; তারা খাবার-দাবার ভালা খায়!!!! :) এখন ব্লগে দেখুন কোন ব্লগার ঢাকাইয়া আছে কিনা। আর আমরা নদী ভাঙ্গন এলাকার মানুষ,আমাদের দিন পথ যায়, যায় না.... এতো ভুড়িভোজ খাওয়াতে পারমু না । ক্লিয়ার কথা বলিয়া দিলুম।। =p~ :)

৩৭| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: আফনেরোতো খাওয়ামু না মেয়াবাই!:)


আফনেরে রোস্ট বানামু! ;)

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:

আমি আইডিয়া দিলাম ভালাডা, আর আপনি কিনা ।।। উল্টা !!! :( =p~


৩৮| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: বিকাশ টিকাশ করলে ব্যাপারটা নিয়ে অবশ্য ভেবে দেখা যায়!!!:)


ইহা কুনো থ্রেট না মিউচুয়ালি সন্ধির আওভান আরকি!:)

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:

গায়ে-গতরের শক্তি দিয়ে আপনার কাজ করে দিতে আছি, কিন্তু কোন টাকা-পয়সা রাজি নাই। (এটা বরিশাইল্লা গো ডায়লক।) :-B =p~

৩৯| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: আফনেরে আর বাচাইতে পারলাম কই ব্রো!!!:)

রোস্টিং এর জন্য রেডি হন!:)


(দুপুরের খাবার খেতে যাচ্ছি; বিদায়!:))

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা যান !!!!



আমার দুপুরের খাবারটা ৩.৫০-৪.০০ এর মধ্যে .... হবে বলে আশা রাখি!!!


৪০| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৭

নাগরিক কবি বলেছেন: বাহ, সুন্দর B-)

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:

ধন্যবাদ প্রিয় কবি !!!!!


৪১| ২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১

জাহিদ অনিক বলেছেন:


বিলিয়ার ভাই কয়েছেন,


রিকটার স্কেলে মাত্রা ছিলো মাত্র আড়াই!;)
এত কম !!!!!!!! হৃদয় তো নড়বেই না, খাটও না !



আপ্নারা কি খাওয়া দাওয়া করছেন ??? আমারে না দিয়াই !!!!!!!!!

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:

খাওয়া-দাওয়ার ব্যপারের বিস্তারিত তথ্য জন্য বিলিয়ার মেয়াবাইয়ের সাথে যোগাযোগ করুণ :)

৪২| ২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৯

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। তবে শেষ প‌্যারায় আরো একটু সময় দিলে ভালো হতো।
+।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
এ কবিতা আসলে খুব অল্প সময় নিয়ে লেখা, দাদা।


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ ভালো

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২১

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২১

কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার লেখনী!!

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২২

শাহরিয়ার কবীর বলেছেন:


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, আপু।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় অনেক ভাল লাগা রইল ।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯

কাছের-মানুষ বলেছেন: চমতকার হয়েছে। কবিতায় লেখায় আপনার হাত চমতকার। বরাবরের মতই মুগ্ধ হয়ে পড়লাম।

নীলপরী আর আপনার কাব্য যুদ্ধ দেখতে গেলারিতে অবস্থান নিলাম আপাদত।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:

হা, হা, হা..... কবি লড়াই দেখুন থাকুন, আর বাদাম খেতে থাকুন ।। :)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪৭| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিলি ভাইয়ের তো আমাকেও রোস্ট করার কথা।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১১

শাহরিয়ার কবীর বলেছেন:

দেখা যাক কি হয় !!! :-B

৪৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩

সামিয়া বলেছেন: কবিতার নামটা তো বেশ সুন্দর হয়েছে।।
কবিতায় ভালোলাগা।।+++++

২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪৯| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৮

শাহানাজ সুলতানা বলেছেন:
তুমি কি জানো ?
সেদিন চন্দ্র তিথির রজনী ভেদ করে
লক্ষ কোটি দূরে তোমার নগরীতে গিয়েছিলাম,
তোমার দ্বারে
আমাদের ভালবাসার মিলন মেলা হবে বলে!

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

শাহরিয়ার কবীর বলেছেন:

ধন্যবাদ.....


ভাল থাকুন।

৫০| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

নীলপরি বলেছেন: পোষ্ট দিলাম

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম পড়লাম ,,,,,,, অনেক সুন্দর হয়েছে!!!!!

৫১| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫

এফ.কে আশিক বলেছেন: চমৎকার
কবিতা ভালো লেগেছে...

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৫২| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: আজ তোমার অনুভবে তুমি
করো অনুভব, বুঝে নাও;
সেদিন কত রিখটার স্কেলে হৃদয় কম্পন দিয়েছিল--এ হৃদয়ে!
- কিছু কিছু হৃদয়ে কোন রিখটার স্কেল থাকেনা, তাই কোন কম্পনও সেখানে অনুভূত হয় না।
কবিতা ভাল লেগেছে। + +

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা.. বড়ভাই, খুব সুন্দর বলেছেন। এ কারণে মনে হয়, কবি গুরু বলেছিলেন,,,সখী, ভালোবাসা কারে কয় ! সে কি কেবলই যাতনাময় ।

৫৩| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:১০

কথাকথিকেথিকথন বলেছেন:





এতো দেখছি ভাঙ্গা হৃদয়ে অভিমানের সুনামি ! নতুন করে শুরু হোক নতুন কুঁড়েঘরে নতুন বাঁশপাতার বসবাস...

এতো অনুভব কথায় রাখি ! তবে এটা ভাল সুন্দর কবিতা ব্লগে বাসা বাঁধছে !

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কথাটা শুনতে খুব সুন্দর লাগে!!!! আপনিও খুব সুন্দর মন্তব্য করেছেন ।



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৫৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:০৭

ডঃ এম এ আলী বলেছেন: লিংক পেয়ে দেখে গেলাম , জব্বর হয়েছে
মুগ্ধতা রেখে গেলাম । যাই সেটা দেখে আসি এবেলায় ।
শুভেচ্ছা রইল ।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৫৫| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

চানাচুর বলেছেন: সেদিন কত রিখটার স্কেলে কম্পন দিয়েছিল- এ হৃদয়ে!


এই লাইন্টা এপিক B-)

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:

হা হা হা .....



কবিতা পাঠে ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.