নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

কল্পনার চোখে তুমি...

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০



রাত্রিগুলো কাটে আমার বিষন্ন অনুভূতির অন্তরালে
এ বন্দিশালার ভিতরে কিংবা বাহিরে থেকেও
আমার বিক্ষিপ্ত হৃদয় জানালায় উঁকি দিয়ে যায়
তোমার মুখছবি,তোমার ঐ ফিনফিনে ধূসর চুল!!
ঐ নক্ষত্রগুলোর চেয়ে বেশি জ্বলজ্বল করে তোমার মুখছবি...
কল্পনার চোখে আমি তোমায় দেখি !!


কোন এক পৌষের রাতে
কিংবা, আরেক ফাল্গুনে
কাঙ্গালের বেশে তোমায় ভালবাসে
তোমার কাছে যেতে চাই...

শুধু একবার বল-
আমার এ নীরবতার শব্দ কি তুমি শুনতে পাও?


ছবি নেট

মন্তব্য ৬৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: শুধু একবার বল,
আমার এ নীরবতার শব্দ কি তুমি শুনতে পাও?

খুব সুন্দর।ভাল লাগা রইলো কবির ভাই।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: নীরবতা অনুভব করা যেতে পারে। নীরবতার শব্দ বুঝবে কেমন করে ।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা.... নীবরতার শব্দ হয় ,কিনা আমি নিজেও জানি না!!! :) তবে অনুভবের বিষয় কিছু লুকিয়ে থাকতে পারে .....। :)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৮

আখেনাটেন বলেছেন: এত অাকুলভাবে ডাকলে তো না শুনে থাকার কথা নয়।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:

কল্পনার চোখে তাকে ডাকি ..... এখন দেখি, আমার মত কাল্পনিক কেউ সাড়া দেয় নাকি।। :) :)

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,ভাই ।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৮

উম্মে সায়মা বলেছেন: কবিতা ভালো হয়েছে।+ (আপনার স্টাইলে মন্তব্য ;))

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা..... মনের ভাব প্রকাশের জন্য মানুষ যে সব অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি ব্যবহার করে তাকে ভাষা বলে। আমি ছোট করে আমার মনে ভাব প্রকাশ করে দেই ।। :) :)


কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৭

জাহিদ অনিক বলেছেন:



উম্মে সায়মা বলেছেন: কবিতা ভালো হয়েছে।+ (আপনার স্টাইলে মন্তব্য ;))


উম্ম সায়মা স্টাইলে শাহরিয়ার কবীরকে নকল করলাম।





কবিতা পড়ে মন্তব্য করব কবি।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম,দুজনে কি আজ কোন যুক্তি বুদ্ধি করে,এসেছেন নাকি? :) :)

মনের ভাব প্রকাশের জন্য মানুষ যে সব অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি ব্যবহার করে তাকে ভাষা বলে। আমি ছোট করে আমার মনে ভাব প্রকাশ করে দেই ।। :P

আচ্ছা, সময় করে কবিতা পড়ে নিয়েন।।


ধন্যবাদ।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০০

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো, ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৩

মনিরা সুলতানা বলেছেন: পায় পায় নিরবতার শব্দ যে পায়ে পায়ে ই আসে _
আর পায় বলেই হয়ত চন্দ্রমল্লিকার রাত হয় !


ভালোলাগা কবীর ।

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,আপু।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২৩

জাহিদ অনিক বলেছেন:

নক্ষত্রেরাও একদিন মরে যায়;
রয়ে যায় প্রিয়ার ঝাপসা মুখচ্ছবি।


- আচ্ছা কবি, আপনার কোন কবিতাটা আপনাকে তৃপ্ত করেছিল শেষ ?

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: মনে নাই !!!! :)

ধন্যবাদ ।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:১৬

উম্মে সায়মা বলেছেন: আরেকজন এসেছে আবার কপির উপর কপি করতে :|| বিলি ভাইয়া দেখলে কিন্তু একদম কেস (পোস্ট) দিয়ে দেবে জাহিদ অনিক ভাইয়া B-)

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

শাহরিয়ার কবীর বলেছেন: আমি এসব ঝামেলার মধ্যে নেই!!!! :)

১০| ৩০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩০

ফেরদৌসা রুহী বলেছেন: নীরবতার শব্দ কেউ শুনে, কেউ শুনেনা।

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,আপা।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১১| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনার সকল নিরব অনুভুতি গুলোও পৌছে যাক প্রেয়সীর কাছে।

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১২| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার হৃদয়ের আকুতি পৌঁছে যাক প্রেয়সীর কাছে। ডাকার মত ডাকলে শুনতে না পাবার কারণ নেই। খুব সুন্দর করে লিখেছেন।

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনাকে আর সহজে বিশ্বাস করব না। /:)

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:

এটা কি কোন জোকস বলে গেলেন? =p~

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৩য় প্যারাটা সুন্দর হয়েছে কবি।

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩১

জাহিদ অনিক বলেছেন:



উম্মে সায়মা বলেছেন: আরেকজন এসেছে আবার কপির উপর কপি করতে :|| বিলি ভাইয়া দেখলে কিন্তু একদম কেস (পোস্ট) দিয়ে দেবে জাহিদ অনিক ভাইয়া B-)



আমি কি আর কাউরে ডরাই,
ভাঙতে পারি লোহার কড়াই।

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

শাহরিয়ার কবীর বলেছেন:

আমি এসব ঝামেলার মধ্যে নেই!!!! :)

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

জাহিদ অনিক বলেছেন:




মন্তব্য পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়..

=p~ =p~ =p~

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: শুভ সন্ধ্যা ........ :)

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাহলে কি উদাস মাঝি আমাকে ভুল তথ্য দিছে?

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: মাঝি গেল কই?

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ++++

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ,ভাই।

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শেষ খবর পাওয়া পর্যন্ত বাসা থেকে বাইরে বের হয়েছিল।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: কই যান =p~ :)

২০| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উনি আমাকে বলেছিল.... ওহ ভুলেই গেছিলাম এটা পাবলিক প্লেস। উহু, এখানে বলা যাবেনা।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ........ :)

২১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখন আর সেই দিন নেই ভাই, গরিবের ছেলে ছবি আর প্রোডাকশনে নেই, কাঙ্গাল হয়ে গেলে ভাল বাসবে না। কবিকে অাবার বিরহের ঢালী সাজাতে হবে।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১

শাহরিয়ার কবীর বলেছেন: তাইলে তো প্রেমিকের জিন্দিগি বরবাদ!!! :P


কবিতা পড়ার জন্য ধন্যবাদ জানবেন সুজন ভাই।

২২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সুজন ভাই একটা রকিং কমেন্ট করছে। :#)

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
:P

২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নীরবতার পংক্তিমালা হুট করে হাওয়াই-মিঠাই এর মত মিইয়ে গেল। মুগ্ধতা রইল কবিতায় +++

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

সুমন কর বলেছেন: আশা করি, এ কবিতা পড়ার পর আমাদের ইয়ে....নীরবতার শব্দ শুনতে পারবে।

কবিতায় ভালো লাগা রইলো।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা...... নীরবতা সুম্মতির লক্ষণ !!! কি বলেন !!!



কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১০

কবি হাফেজ আহমেদ বলেছেন: নীরবতার শব্দ যেন শুনতে পায়, সেই শুভকামনা রইলো। শেষের দুটি লাইন আমাকেও নীরব করে দিলো।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

নীলপরি বলেছেন: বাহ! দারুণ লাগলো
শুভকামনা

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন আঁকুতি।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

এম আর তালুকদার বলেছেন: কল্পনার মাঝে যে শক্তি লুকিয়ে থাকে তা যদি বাস্তবে প্রয়োগ করা যেত তাহলে সবচেয়ে বৃহৎ কল্প শক্তি হত ভালবাসার শক্তি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩২

মৌমুমু বলেছেন: চিৎকার করে কত কথা বলি তাই শুনে না আর নিরবতার ভাষা বুঝবে!!!
শিরোনামটা সুন্দর। কিছু মানুষ কল্পনাতেই থাকুক সারাজীবন। কিছু মানুষকে কখনো বাস্তবে ধরা যায়না।
কবিতা ভালো লেগেছে কবি শাহরিয়ার কবির!
শুভকামনা আপনার জন্য।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

অলিউর রহমান খান বলেছেন: বেশ হয়েছে ভাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগলো,।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়...

৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাইইই (ভাই)

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: কল্পনার কেউ ধরা দিল নাকি ??? কল্পনার চোখে তুমি কবিতার পোষ্টে বাইই মানে কি ???

৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্রাকেটে লিখে দেয়ার পরেও বুঝেন নাই?

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি বুঝে ফেলেছি ...... :P

৩৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

কথাকথিকেথিকথন বলেছেন:



যদি হয় প্রেম খাঁটি তবে অবশ্যই শুনতে পাবে । এই হৃদয়ের নেটওয়ার্ক কাভারেজ বেশ বিস্তৃত এবং স্ট্রং !!

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা,,,,,, দেখা যাক!!! এ অঘটন কখন ঘটে!!! :)




ধন্যবাদ, কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.