নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের শতরঞ্জ

২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩



নীলিমা-
আমি কখনো দাবা খেলিনি,
তবে আমকে নিয়ে আয়েশি ভঙ্গিতে
তোমার দাবা খেলা দেখেছি রোজ পড়ন্ত বিকেলে,
অথচ তুমি আমাদের এ এক আমরণ নেশার বোবাটে প্রেম-কাহিনীর
বিসর্জন দিয়ে চলে গেল।


তবু এ বিক্ষিত হদয়ের জানালায় উঁকি দিয়ে যায় বারে বারে সেসব রঙিন স্মৃতিগুলো
আজ আমার সময়ের রঙিন চশমা পড়ে কত আঁকাবাঁকা পথ বয়ে গেছে,
ভালবাসায় তলিয়ে গেছে অস্পষ্ট অন্ধকারে
এ শহরের অন্ধকার গলিতে।


এ হৃদপিণ্ডের প্রতি শিরা উপশিরায় দাগ লাগিয়ে চলে গেলে
তোমার ছলনা নামক বিষের বিষে।।
এখন সীমাহীন ঘৃণার আরেক নাম তুমি !
তোমার ছলনার কাছে আমি কখনো হেরে যাইনি
শুধু হেরে যাওয়ার অভিনয়টুকু করেছি!
এ আমার আত্মবিশ্বাস ও এ আমার বিজয় উল্লাস
আমি বেঁচে থাকব নিষ্প্রভ এক কৃষ্ণ পাথর হয়ে,
অতীত স্মৃতি ও ভবিষ্য স্বপ্ন নিয়ে।

ছবিঃ নেট।

মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

শায়মা বলেছেন: তোমাকে নিয়ে নীলিমা দাবা খেলেছে!

এত বড় সাহস!!!!!!

আবার কৃষ্ণপাথরও বানিয়ে দিয়েছে!!!!!
এ কোন ডাকিনী যোগীনি!!!!!!!!!!!

২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: কি বলিবো সে দুঃখের কথা গো বহিন !!! সে এক বড় করুন ইতিহাসের কথা। =p~

২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

তারেক_মাহমুদ বলেছেন: আমি বেঁচে থাকব নিষ্প্রভ এক কৃষ্ণ পাথর হয়ে,
অতীত স্মৃতি ও ভবিষ্য স্বপ্ন নিয়ে

এই লাইনটা বেশি ভাল লাগলো

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিলিমা'রা দাবা খেলায় পটু ভাই ....!

কাব্যের কথামালায় মুগ্ধতা

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ, নয়ন ভাই।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

কাছের-মানুষ বলেছেন: নীলিমা নিয়ে আপনার কবিতা আমাকে মুগ্ধ করেছে ।

বরাবরের মতই আপনার শব্দ চয়ন কবিতাকে ভিন্ন মাত্রা দিয়েছে ।

আমার ভাল লাগা রইল ।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ,ভাই।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ,দাদা।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

ধ্রুবক আলো বলেছেন: বেশ কঠিন মনোভাবের কবিতা।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ,ভাই।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি হেরেও বিজয়ী! আপনি বীর!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ....দারুন বলেছেন কবি । হুমম, এখন এমনটাই তো মনে হচ্ছে !! :)


ধন্যবাদ।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০

শামচুল হক বলেছেন: দারুণ লাগল।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই, মেয়েটার হাত ছেড়ে দেন।

=p~ :P

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা .... মরে গেলে আবার মমলা খাওয়ার ভয় আছে। :)

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি ও খেলিনি :( !:#P

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার দেখি কপাল পোড়া ! :(


ধন্যবাদ।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

সামিয়া বলেছেন: ভালো লাগলো । ছবিটা সুন্দর।।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ !

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

জাহিদ অনিক বলেছেন:
আপনার হৃদয়ের শতরঞ্জ বেশ ভালো লাগলো কবি।

আপনি দাবা খেলাটা যেভাবে ভাবেছেন আমি তাতে একদম শিক্ষানবীশ।
একটা চাল ভুল হলেই আমি খুইয়ে ফেলি মন্ত্রী নৌকো।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ...দারুণ বলেছেন ।


ধন্যবাদ ।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অনেকেরেই দেখি রিপ্লাই দেন নাই! B:-)

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: আজ দিলাম।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাক্য গঠনে মনোযোগ নেই ?

নিশ্চয় গভীর বিরহে আছেন....................................

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: একটু ব্যস্ততার কারণে .......


ধন্যবাদ।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

আটলান্টিক বলেছেন: তুমি এসেছিল আমার জীবনে ব্ল্যাক হোল হয়ে।শুষে নিয়েছ আমার হৃদয়।বিকিরণ করেছ শুধু ঘৃণা আমার মনের মহাকাশে
চমৎকার কবিতা ভাইয়া।দিনকাল ভাল না।খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো বলেছেন ।

ধন্যবাদ।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

সেলিম আনোয়ার বলেছেন: করুণ !!!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধুর মিয়া, আইছে ৪ দিন পর রিপ্লাই দিতে। /:)

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: এটার রিপ্লাই আবার চার দিন পরে দেই কেমন ? :)

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫২

মনিরা সুলতানা বলেছেন: বেশ তো কিছু তো হচ্ছে !!!
লেখায় ভালোলাগা শাহরিয়ার কবীর ।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ আপা।

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মজার বুদ্ধি দিছেন। =p~

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার খবর কি বলুন !! ;)

২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: খবর হচ্ছে, আপনাকে আড্ডাঘরে পেলে ভাল লাগত ।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২২

শাহরিয়ার কবীর বলেছেন: বুড়া বয়সে আর আড্ডা ...... দেখি সময় পেলে যাবো।

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: ব্যর্থ প্রেমের কড়চা ভেবেছিলাম, তবে শেষ এসে আত্মবিশ্বাস আর বিজয়োল্লাস এর কথা পড়ে ভাল লাগলো। দুঃখকে জয় করেই ভূ-জগতে টিকে থাকতে হবে!
কবিতায় ভাল লাগা + +

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: এটাও কাল্পনিক কবিতা ছিল....


আপনার ভালো লেগেছে দেখে খুব ভাল লাগলো ।


ধন্যবাদ ভাইয়া।

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৩:০৭

সোহানী বলেছেন: হাহাহাহা মন্তব্য দেখি সবাই নীলিমারে ধুইছে.... শায়মার মন্তব্যে সুপার লাইক।

শক্ত করে ধরেন নাইলে সত্যিই মামলা খাবেন... যাহোক কবিতায় ভালোলাগা ও ছবিতে সুপার ভালোলাগা।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা...দারুন বলেছেন।


কবিতা পড়ার জন্য ধন্যবাদ আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.