নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

জীবনের খেলাঘরে আমি এক খেলার পুতুল

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭


অদ্ভুদ এক ঘন কুয়াশার আঁধারে
আমার ধূসর স্বপ্নগুলো
এ মূল্যহীন জীবনে
মোমবাতি মত জ্বলে-পুড়ে
যাচ্ছে নিভে।


একটি মাত্র জন্ম পেয়েও
তবুও কেন আমার জীবনে
এতো সব পূর্ণতার সঙ্গে আড়ি?


এ হল আমার মধ্যেকার গল্প
এখন আমার জীবন প্রবাহ
একবার ভাঙ্গে আরেকবার গড়ে
এ ভাঙ্গা গড়ার খেলাঘরে
আমি এক খেলার পুতুল...


ছবিঃ আমার তোলা।

মন্তব্য ৬৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

আটলান্টিক বলেছেন: সবার আগে পড়ছি।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমার বউ এখনো, তার বাপের বাড়ীতে .... বাসায় চা বা কপি বানানোর মত কেউ নেই, আর এখন বাসায় খাওয়ার মত তেমন কিছু নেই !! এখন কয়ডা শুকনা চানাচুর আছে ,,,,, :-B

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

আটলান্টিক বলেছেন: শুধুই চানাচুর?
একটু ভাল করে খুজে দেখেন অন্য কিছু আছে কিনা।না থাকলে দোকান থেকে আনান।
OffTopic:আমি একটু আগে চানাচুরের ব্লগ থেকে ঘুরে এলাম।আশ্চর্য ভাবে আপনিও চানাচুর পাঠিয়েছেন।এইটা কি সুপারন্যাচারাল নাকি কাকতালীয়?

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা...... কয়ডা চানাচুর ছাড়া আর কিছু নেই।

হায়, হায়, হায়......... বলেন কি কাকতালীয় ..... ;)

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

মোস্তফা সোহেল বলেছেন: পূর্নতার সাথে আড়ি দিয়ে কি দরকার অপূর্ন থাকার।
তার চেয়ে পূর্নতার সাথে ভাব করে ফেলুন।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: চেষ্টা আছি..........দেখি কতদূর যেতে পারি সোহেল ভাই।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

শায়মা বলেছেন: বাহ বাহ ভাইয়ু! :)

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: শায়মা আপা হাসো কেরে...!!! ;)

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

আখেনাটেন বলেছেন: কবিকে বিষাদগ্রস্ত মনে হচ্ছে।

কবিতা চলবেক।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: আছি একটু দৌড়ের উপরে ..... এই আর কি !


ধন্যবাদ ।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা সবাই খেলার পুতুল
আবার জানিও না পরের চাল কি হবে! অথচ খেলার মাঠেই নিত্য ব্যাস্ত!
একদিন রেফারির ফু আসে অগোচরে
সাঙ্গ হয় খেলা- ফুরোয় বেলা!!!!

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক বলেছেন...... একদিন নিভে যাবো। দম পুরাইলে ফুঁস,তবুও নাই একটু হুশ ।


ধন্যবাদ ভাই।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: এবার, মোটামুটি.....

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ দাদা।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪

কানিজ রিনা বলেছেন: আটলান্টিক বলেছেন এই মাত্র চানাচুর ব্লগে
ঘুরে এলাম, এখন আপনিও চানাচুর দিলেন।
ঘরে দেখেন আর কিছু আছে কিনা হা হা হা
বেশ মজা পেলাম কবিতা ভাল লাগল। ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা......সুযোগ বুঝে আটলান্টিক ওনার সাথে একটু মজা নিচ্ছিলাম। :)



ধন্যবাদ আপা।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এক্কেবারে ঠিক বলেছেন ভাই, মাটির পুতুল হয়েই পড়ে আছি পৃথিবী নামক সাজঘরে।

অনেক অনেক ভালো লাগা রইল কাব্যের কথামালায়

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন: হায়রে মানুষ রঙ্গিন ফানুষ দম ফুরাইলে ঠুস .....


ধন্যবাদ নয়ন ভাই।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:




আমরা সবাই পুতুল হয়েই স্বপ্নের পেঁছনে দিকভ্রান্ত দৌড়াচ্ছি !

কবিতা ভাল লেগেছে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন: এইতো জীবন.....যেন দৌড়ের শেষ নেই।



ধন্যবাদ।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

জাহিদ অনিক বলেছেন:
কবিতায় ৩ টা স্তর,
সবশেষ স্তরে এসে আপনি বলছেন, এইতো আমি। এটাই আমি।
যেন মনে হচ্ছে উপরের সব কথায় আপনি বেশ মানিয়ে গেছেন।


ছবিটা ভালো হয়েছে বেশ, শুভ সকাল সকাল।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: গভীর চিন্তাবিদ মানেই জাহিদ !!!
হা হা হা তাই আপনার কথাগুলোর প্রতিউত্তর দিতে আমি অক্ষম !! ;)

ধন্যবাদ কবি।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

মনিরা সুলতানা বলেছেন: কবি তো ছবি ও ভালো লেখে !!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ আপা!

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

রিএ্যাক্ট বিডি বলেছেন:
BANGALI TEACHER VS STUDENTS | New Bangla Funny Video | New Video 2017
<< https://goo.gl/3mjLXw

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: এটা কি মনু ?

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

অর্ধ চন্দ্র বলেছেন: অদ্ভুত সুন্দর হয়েছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: আপনি খেলোয়াড়। পুতুলের আগমন এখানে হয়েছে । :P

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: এতো জ্ঞান বুদ্ধি নাই বলে তো জীবনে এতো হতাশা । :)

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

ধ্রুবক আলো বলেছেন: শাহরিয়ার কবির ভাই,


এই এক জীবন অনেক কম!!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আমরা সবাই খেলার পুতুল।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: হুমমম... হায়রে মানুষ রঙ্গিন ফানুষ দম ফুরাইলে ঠুস .....


ধন্যবাদ।

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ১ নং মন্তব্যের রিপ্লাই এ মজা পাইছি। আমার বউ এখনো বাপের বাড়ি। =p~

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: একটু সুযোগ বুঝে ব্লগার একটি আটলান্টিকের সাথে একটু মজা নিচ্ছিলাম। :)

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

সামিয়া বলেছেন: সুন্দর ছবি তুলেছেন।

নতুন বছর সমস্ত দুঃখ হতাশা ভাঙ্গা গড়ার সমাপ্তি ঘটুক।
আপনার জীবন হোক সুন্দর সুখী ও বৈচিত্র্যময় সেই কামনা।।
কবিতায় বেদনার ছাপ স্পষ্ট ।।

নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকেও নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ভালো থাকুন।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কবিতা ভাল লেগেছে।
কষ্টের কবিতা।

কবির ভাই কেমন আছেন?।শেষ মূহুর্তের বিজয়ের শুভেচ্ছা আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছাসহ ভাল লাগা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভাল আছি ।।

আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ও নতুন বছরের শুভেচ্ছা।


ধন্যবাদ।

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

প্রামানিক বলেছেন: জীবনের লক্ষ্যে পৌছার আগেই জীবন শেষ হয়ে যায় জীবনটা খুব ছোট। ধন্যবাদ

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ প্রমাণিক ভাই।


নতুন বছরের শুভেচ্ছা রইল।

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: আপানাকেও নতুন বছরের শুভেচ্ছা রইল।


ধন্যবাদ।

২৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

নীলপরি বলেছেন: একেবারেই ঠিক বলেছেন । পুতুল সবাই ।

কবিতায় +++++

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দুয়া করি নতুন বছরে যাতে আল্লাহ আপনাকে কল্যাণময় জিনিস দিয়ে জর্জরিত করে ফেলে! :D

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: আমীন !!!

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




শুধু আপনি একাই বা কেন ? এ পৃথিবীতে সবাই-ই খেলার পুতুল ! কেউ নাচে-গায় । কেউ শুধু কেঁদে কেঁদে বুক ভাসায় !

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার এ প্রশ্নের উত্তর হয়তো, আমার জানা নেই। কিন্তু আমার বেলায়, আমার পাল্লা বেশ ভারী মনে হয়। যদিও প্রতিটি মানুষ ভাবে যার যার দুঃখ তার তার কাছে বড়। সবসময় স্বপ্ন দেখি কিন্তু সে স্বপ্ন গুলো এক নিমেষে মারা যায়... কিন্তু কেন এমন হয়, ঠিক ধরতে পারি না। আমার লক্ষ্যে পৌছানোর পথ, সবকিছু জানি, বুঝি,তারপরেও পৌছাতে পারি না, এ ক্ষেত্রে রাহুগ্রাস জনিত বাধা বলতে পারেন, বারে বারে ভাগ্যটা আমার সাথে কানামাছি খেলতে ভালবাসে। এ ছিল এ বছরের হিসাব।

কবিতা পাঠ ধন্যবাদ ভাই।
নতুন বছরের শুভেচ্ছা রইল।

২৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা অনেক।



০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: সুজন ভাই, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

২৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: জীবনের খেলা ঘরে আমি এক পুতুল
এক্কেবারে খাটি কথা বলেছেন ।
নতুন বছরের শুভেচ্ছা রইল ।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই,

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

২৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:





শুভ ভোর ২০১৮!

জীবনের গতিপথে শৃংখল হয়ে সুখগুলো বয়ে যাক....

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই,


আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা!!!

৩০| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


আসিবেনা আর ফিরিয়া কোনদিন
ফেলে আসা সময়গুলো
সুখ কিংবা মন ভাঙনের কোনোকোনো বিশেষ মুহূর্ত
যে অপ্রিয় কিংবা প্রিয় ক্ষণগুলো ভেবেছি রঙিন।
হ্যাপী নিউ ইয়ার, নাই তো কিছুই চাওয়ার,
নতুন বছরের শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় সুপ্রিয়
সুন্দর সুস্থ জীবন বয়ে আনুক অনাবিল সুখসমৃদ্ধি আর আনন্দ,
শুভ হোক প্রতিক্ষণ।
শুভকামনা জানবেন সবসময়, থাকুন ভাবনাহীন।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ রয়ন ভাই,


আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৬

অর্ধ চন্দ্র বলেছেন: অবশেষে পুতুল আমরা! দারুন চিত্তদাহ, ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ।

৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩

আটলান্টিক বলেছেন: শাহরিয়ার ভাই আপনাকে দেখছি না.....

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: আমি এসে পরেছি... ;)

৩৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: আসলে, জীবনের এই ভাঙা গড়ার খেলাঘরে আমরা সবাই যেন একেকটি খেলার পুতুল। আমরা কেউ কেউ সেটা উপলব্ধি করি, কেউ করিনা।
কবিতায় ভাল লাগা + +
আপনার তোলা জেনেই বোধ হয়, ছবিটাও খুব ভাল লাগলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.