নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

তুমিও কি শুনতে পাও?

১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১


পরম নারী মূর্তির
অগ্নি-পরীক্ষার আরেক পরীক্ষার প্রতিচ্ছবি
মায়াবীনী তোমার মধ্যে কি এমন পবিত্র মায়া
তা হয়তো আমি জানি না !
কিন্তুু কি যেন এক সুর বাজে
দিশেহারা এ হৃদয়ের মাঝে।
তুমিও কি শুনতে পাও?
আমার এ হৃদয়ের আকুলতার আর্তনাদ?

হয়তো,
স্মৃতির পাতায় তোমার-আমার কোন স্মৃতি নাই
তবু বুঝে নিও তোমাকেই বলছি!
সময়ের নিষ্ঠুর খেলায় পরাজিত হতে চাইনা
ছায়াহীন সঙ্গিনী করে রাখতে চাই
আবেগ-মুধুর এ পবিত্র কল্পনায় ?
এ আত্নার শুদ্ধতা চাই ?
দিবে বল-
চল না,
এ লুকোচুরি খেলা রেখে
রচনা করে ফেলি
কল্পনার শূন্য সৌধ আরেক প্রেম কাহিনী।


ছবিঃ নেট।

মন্তব্য ৪৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

আশাই ভেলা, আশাই তরী...

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি,

আশার মানুষের বেঁচে থাকার একমাত্র সম্বল...



ভালো থাকুন সবসময়..
শুভ কামনা রইল।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মনিরা সুলতানা বলেছেন: তাজমহল
তাজমহল !!!
নাকি !!!
মায়া মহল !!!!!


মারহাবা !!
শাহরীয়ার কবীর ....

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ আপা,


মায়া মহল বানানোর দারুণ আইডিয়া দিয়েছেন। তাজমহল বানাতে গেলে অনেক টাকা-পয়সা দরকার। :)



ভালো থাকুন সবসময়..
শুভ কামনা রইল।


৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

শায়মা বলেছেন: লুকোচুরি খেলা সাঙ্গ হোক!!! :)

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ শায়মা আপা,


লুকোচুরিতে একটা বিশেষ মজা আছে, এতো তারাতারি সবকিছু শেষ হলেও তো হবে না। :)


ভালো থাকো সবসময়..
শুভ কামনা রইল।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মিথী_মারজান বলেছেন: এত আকুলতা কি সেই মানুষটা জানে ভাইয়া?
নাকি তাকে বুঝতে না দিয়ে কবিতা লিখে লিখে ফাঁকিবাজ মেঘদূতের মাধ্যমে পাঠানো হচ্ছে!

কবিতা সুন্দর হয়েছে।
আশাকরি উপযুক্ত মানুষটি এবার শুনতে পাবে। :)

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ মিথী আপু,

কাল্পনিক এক পাগলীকে নিয়ে আমার যত কবিতা লেখা ;এখন বাস্তবে যে কোন পাগলী আসবে,তাও আমি জানি না।
আর সবাই আমাকে পাগলীর কবি বলে জানে। এখন সে আমার লেখা কবিতা অনুভব করে কিনা তাও জানি না।:)


ভালো থাকুন সবসময়..
শুভ কামনা রইল।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +। সুন্দর। :)

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০০

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই,

সুন্দরের মাঝে নিজেকে একদম হারিয়ে ফেললাম। :)


ভালো থাকুন সবসময়..
শুভ কামনা রইল।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

আটলান্টিক বলেছেন: আমি সেদিন দেখি রাস্তায় দাঁড়িয়ে এক প্লেটে দুজন ছেলেমেয়ে ফুচকা খাচ্ছে।তখন মনে হলো "হায়রে তোরা যদি শাহরিয়ার কবীর ভাইয়ের কবিতা একবার পড়তি।"

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ব্রদার,


ফুচকা খাওয়ার সাথে আমার কবিতা সম্পক কি? ।আবার একটু কষ্ট করে বিস্তারিত বুঝিয়ে দিবেন। :)


ভালো থাকুন সবসময়..
শুভ কামনা রইল।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২

উম্মে সায়মা বলেছেন: আহা, এত মধুর আহ্বান সেই মায়াবিনীর কানে পৌঁছাচ্ছেই না!
কবিতা ভালো হয়েছে কবীর ভাই.....

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ সায়মা,


সময় হলে পৌঁছাবে পৌঁছাবে একটু সবুরে মেওয়া ফলে। :)


ভালো থাকুন সবসময়..
শুভ কামনা রইল।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

কথাকথিকেথিকথন বলেছেন:


সকল প্রেম গড়ে উঠুক কল্পনায়....

কবিতা ভাল লেগেছে ।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ব্রদার,

কল্পনার কোন সীমা-রেখা নাই,
কখনো কখনো একটা সামন্য মেয়েকে
অসামন্য ভেবে ভেবে লেখা হয় কবিতা।
হাজারো স্বপ্ন গড়ে ওঠে
কবির মনে।


ভাল থাকুন সবসময়.।
শুভ কামনা রইল।


৯| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৪

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ দাদা,
পরে আরো ভালো করার চেষ্টা থাকবে।

ভাল থাকুন সবসময়.।
শুভ কামনা রইল।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫১

জাহিদ অনিক বলেছেন:

স্মৃতির পাতায় তোমার নেই আমার কোন স্মৃতি তবুও তোমাকে বুঝে নিতে হবে আমার এই স্মৃতি কাতরতা কিছু ব্যকুলতা সব তোমাকে নিয়েই।
হ্যাঁ তোমাকে এসব বুঝে নিতে হবেই- যেভাবে আমি বারে বারে বুঝে নেই তোমার অবাধ্য মনের অসম্ভব লুকোচুরি।

কবিতা ভালো লাগেছে কবি।

১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি,
ভাল থাকুন সবসময়.।
শুভ কামনা রইল।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১

মোস্তফা সোহেল বলেছেন: প্রেম কাহিনি পূর্নতা পাক।

১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ধণ্যবাদ সোহেল ভাই,

ভাল থাকুন সবসময়.।
শুভ কামনা রইল।

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: দার্শনিক রুশো বলেছিলেন-- সখি, আমাকে বুঝতে হলে ''রুশোর অভিধান'' বলে একটা জিনিস আছে, আগে সেটা বুঝতে হবে।

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন, রাজীব ভাই ।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত সুন্দর কাব্যের পরে তার রাজি না হওয়ারতো কিছু দেখিনা =p~

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে বাধা না,থাকলে ভাল ....


ধন্যবাদ ভাই।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

ধ্রুবক আলো বলেছেন: একদিন সে সারা দিবেই, কবিতা ভালো লেগেছে +।

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ..... দিলে ভাল !!!


ধন্যবাদ ভাই।।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

তারেক ফাহিম বলেছেন: কবিতায় ++

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রেমের সমাধী ভেঙ্গে পাখি যায় চলে যায়।

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

শাহরিয়ার কবীর বলেছেন: পাখি যাবে আসবে এই জীবন ...



ধন্যবাদ ভাই।

১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫২

কাছের-মানুষ বলেছেন: আশা করি এই সুন্দর কাব্যের পর এবার তার মন গলবে !

চমৎকার কবিতার জন্য ধন্যবাদ কবি ।

++++

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

শাহরিয়ার কবীর বলেছেন: মন গললে ভাল.... নাহ হলে, আবার নতুন বিরহী কাব্য !


ধন্যবাদ ভাই।

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রিয়সখী/প্রিয়সখা মনের মধ্যে বেঁচে থাকা আজীবন। তাকে পাওয়ার জন্য মন ব্যাকুলতা জানায়।

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

শাহরিয়ার কবীর বলেছেন: কবি সবসময় তার প্রেয়সী পাওয়ার আশায় ব্যকুল থাকে।


ধন্যবাদ ভাই।

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




সিধেসাদা কথামালা । দ্যোতনা নেই । দুলিয়ে দিয়ে যাওয়া নেই ।
একটু বেশী মনোযোগী হতে হবে কবিতা লিখতে গেলে । অবশ্যই পারবেন । পারতে হবে ।

শুভেচ্ছান্তে ।

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লেখার অবশ্যই চেষ্টা থাকবে ভাই।



ধন্যবাদ ভাই।

২০| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

শামচুল হক বলেছেন: অনেক সুন্দর কবিতা। ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাই।

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪২

অবনি মণি বলেছেন: প্রেম আর হলো কই......
ভালোলাগা!!

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা.... ফুঁ দিয়ে দিলাম হবে হবেই ।।।



ধন্যবাদ

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর হয়েছে কবিতা । ++++

শুভকামনা

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ বন্ধু ।

২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫২

জুন বলেছেন: কাউকে পাবার আকুলতা ভরা কবিতাটি ভালোলাগলো শাহরিয়ার কবির ।
+

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ আপা।

২৪| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: কাল্পনিক এক মায়াবিনীর মায়াডোরে বাঁধা পড়েছেন বলে মনে হচ্ছে। তাই তো এত কবিতা প্রকাশিত হচ্ছে।
আসলেই, মায়া ছাড়া কবিতা হয় না। কবিতার জগতটাই মায়াচ্ছন্ন।

১২ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: আশা কিংবা কেনকিছুর প্রতি মায়াই জীবন।

সুন্দর মন্তব্য ও কবিতা পাঠে ধন্যবাদ ভাইয়া।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.