নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষিত প্রতীক্ষা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৬


প্রিয়তমা-
এ স্বপ্নহীন যুবকের হৃদয় বিদারক
অশ্রুবিগলিত হৃদয়ের অনুভবে
প্রেম,সুখ,ব্যথা-----এ সবের অর্থ জানা নেই;
এখন আমার লক্ষ বছরের স্বপ্ন তুমি...!
মুক্তির বার্তা নিয়ে এলে এ জীবনে
তুমিও ভেবো না তুমি একা !
আজ নিষ্ক্রিয় এক বর্ণহীন,এক গন্ধহীন হৃদয় নিয়ে
আমরা দুজনে ভালবাসার মৌনতার মিছিলে !


প্রিয়তমা-
তোমার দু'চোখে দেখেছি
আমি অনন্ত অসীম প্রেমের নিমন্ত্রণ
এক আলোকসজ্জা মহাশূন্য!
সেদিন তোমার লাজ রাঙা মুখ ছিল
রাতের নীরবতার মত নীরব
তবুও ভোরের শিশিরের মত ভালোবাসায়
ভেজালে এ হৃদয়_।
আজ রাতের প্রতিটি নক্ষত্র বলেছে
একদিন সব প্রতিক্ষার অবসানে
তোমায় দেখব লাল বেনারসিতে !


ছবিঃ নেট।

মন্তব্য ৭০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০২

উম্মে সায়মা বলেছেন: শাহরিয়ার কবীর ভাই অনেকদিন পর বিরহ থেকে বের হয়ে প্রেমের কবিতা লিখলেন।
খুব সুন্দর হয়েছে! ++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০০

শাহরিয়ার কবীর বলেছেন: সবাই ছ্যাঁকা খাওয়া "কবি" বলে জন্য দু-একটা ছ্যাঁকা
মুক্ত কবিতা লেখার চেষ্টা মাত্র।। ;) ;)


কবিতা পাঠে ধন্যবাদ সায়মা।।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন না জানিয়ে কেমনে যাই ভাই!!!
কতনা কাঙ্ক্ষিত মুহূর্ত আজ খুঁজে পাবে ঠিকানা, মিলবে প্রতীক্ষিত হৃদয়ের প্রাপ্তি!


সুন্দর কবিতা পড়লাম রাতের শেষপ্রহরে। মুগ্ধতা জানবেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ও খুব সুন্দর করে মন্তব্য রেখে যাওয়ার জন্য
অসংখ্য ধন্যবাদ জানবেন নয়ন ভাই।। :)

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

ধ্রুবক আলো বলেছেন: আমরাও চাই এই প্রতীক্ষার অবসান ঘটুক।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন ধ্রুবক আলো ভাই।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর ভালোবাসার কব্য এবং সেই সাথে অত্যন্ত চমৎকার একটা ফটোগ্রাফিতে ভালোলাগা জানিয়ে গেলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছবিখান যা দিয়ে দিয়েছেন মাইরি????

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: শুধু ছবিটাই আপনার মনে ধরলো... কবতে ব্যপারে কিছুই কইলেন না যে.... !! ;)


কবিতা পাঠে ধন্যবাদ।


৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১১

মোস্তফা সোহেল বলেছেন: সব প্রতিক্ষার অবসান হোক।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ সোহেল ভাই।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রতীক্ষা কষ্টের প্রাপ্তি মধুর।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ সেলিম ভাই।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: দশে আট দিলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ !! দারুন.............. আট মানেই“ এ+ “ ;) :)


কবিতা পাঠে ধন্যবাদ রাজীব ভাই।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

বিলিয়ার রহমান বলেছেন: নক্ষত্ররা বুঝি কথা কয়!
অথচ কবির ভাবনাটা এমনই হয়! :)


২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ

কি আর করা আছে মেয়াবাই!! ;)

এখন নক্ষত্রের সাথে কথা বলি !! ;)

কবিতা পাঠে ধন্যবাদ।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: "রাঙা মুখের রাতের মত নিরবতা;
শিশিরের মতো ভালাবাসা "

সিমিলি দুটো ভালো লেগেছে!


+++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২০

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ,,,, ভাল লেগেছে জেনে মুগ্ধ !!! ;)

এ মেয়াবাই, আমার কবিতার লাইন কপি করছেন কেন !! ;)


আবারও ধন্যবাদ !! ;)

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

বিলিয়ার রহমান বলেছেন: পুরোপুরি কপি করতে পারিনি

বেখেয়ালে একটু চেঞ্জ হয়ে গেছে!! :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ,,,,, ঠিক আছে !!! ;)



আবারও ধন্যবাদ!!

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম, ভালবাসার প্রতিক্ষা কষ্টের, তবে ফল মিষ্টি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর বলেছেন,
বেশি মিষ্টি ফল খেলে আবার ডায়াবেটিস হতে পারে ভাই! ;)


কবিতা পাঠে ধন্যবাদ ভাই।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

আশাই জীবন, বেনারসি একটি আরক্তিম সৌন্দর্য!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: আশাই জীবন কথাটির সাথে একমত ! মানুষ কোন না, কোন আশা নিয়ে বাঁচে !

ভালবাসার ক্ষেত্রে মানুষের দু-ধরণের চাহিদা থাকে,

১. ফিজিক্যাল
২. ইমোশনাল

আর এখানে কবিতায় অসম্পূর্ণ চাহিদা কথা বলা হয়েছে বা সম্ভবনার কথা, আর অসম্পূর্ণ চাহিদা মানেই অস্থিরতা। কবিতা তা তুলে ধরার চেষ্টা করেছি। তবে কারো প্রতি যদি জিরো চাহিদা বা জিরো স্বার্থ থেকে কারো জন্য কিছু করাটা সেটাই হয় সত্যিকারের ভালবাসা।।

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

সুমন কর বলেছেন: শুভকামনা........ !:#P

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ দাদা।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৫

তারেক ফাহিম বলেছেন: আজ প্রতিটি রাতের নক্ষত্রেরা বলছে

আজ রাতের প্রতিটি নক্ষত্রেরা বলেছে বললে কেমন হয়, প্রিয় কবি?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: এখানে বোঝাতে চেয়েছি প্রত্যক রাতের নক্ষত্রেরা !!!


আজ আপনার লাইন এডিট করে দিচ্ছি


কবিতা পাঠে ধন্যবাদ ভাইয়া.....

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জয় হউক প্রেমের। কবিতর ভালো লাগল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ সুজন ভাই।

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮

মনিরা সুলতানা বলেছেন: কাব্যে নতুন ধারা মোবারক শাহারিয়ার কবীর !!!!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ আপা।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮

নীলপরি বলেছেন: খুব সুন্দর আশাবাদী কবিতা । +++++
ভালো লাগলো বন্ধু ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ বন্ধু !!

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা :) লাল বেনারসী :)

পুরাই স্বপ্নময় :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ।।

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সালেহ্স্যারইংরেজি বলেছেন: bhai, too much good writings, i have already sent few lines to my beloved.......

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা... ব্যপার না!

কবিতা পাঠে ধণ্যবাদ ভায়া।

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লাল বেনারসীর দাওয়াত পাব কি? ;)
কবিতা অন্যরকম এবং ভাল লাগল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা.... দাওয়াত পাবেন !! তবে ২০১৯ সালের আগে না,,,,,,,, :)

শুধুমাত্র কবিতা লেখার জন্য লেখা........

কবিতা পাঠে ধন্যবাদ ভায়া।

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:






লাল বেনারসি কেন! নীল বেনারসি হতে পারে না!
সেই বেনারসির ঘ্রাণ নিয়ে এগিয়ে চলুন....

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ... নীল তো দাদা বেদনার রঙ !!!

লাল বেনারসি স্বপ্ন একটু অগ্রীম দেখছি এই আর কি !!! :)


কবিতা পাঠে ধন্যবাদ ভাইয়া।

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

ক্ষীণদৃষ্টি মানব বলেছেন: অসম্ভব ভালো লেগেছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ ভাইয়া।

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

শায়মা বলেছেন: তোমার কি বিয়ে নাকি ভাইয়া!!!!!!

লাল বেনারসী কবিতা!!!!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা, বিয়ে হলে ফেসবুকে জানতে পারতে আপু !!! :) তোমাকে আমার বিয়ের অগ্রীম দাওয়াত দিয়ে রাখলাম,
২০১৮তে সম্ভবনা দেখছি না,,, তবে ২০১৯ সালে পরে আর দেরি না!!



কবিতা পাঠে ধন্যবাদ ।।

২৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিটি নক্ষত্রেরা, আমার জানামতে ভুল টার্ম। প্রতিটি নক্ষত্র হওয়া উচিৎ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক করে দিয়েছি ভুল ছিল........

কবিতা পাঠে ধন্যবাদ!!!

২৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১১

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




কবি প্রতীক্ষার অবসান হোক । স্বপ্নহীন যুবক কবির হৃদয় আন্দোলিত হোক লাল বেনারসী আঁচলের দোলায় ..............

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১১:০১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া,
অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা রইল !

২৭| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:০৯

জাহিদ অনিক বলেছেন:






কবি,
লালা বেনারসী হোক কিংবা সাদা গাউন--
গ্রাম অথবা টাউন--
যা হবার তা যেন শীঘ্রই হয়।





কবিতা খুব খুব ভালো লেগেছে

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১১:০২

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা


দারুণ বলেছেন !!!


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

২৮| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: বাহ, খুব সুন্দর একটা প্রেমের কবিতা লিখে ফেলেছেন। শেষ তিনটে লাইন তো ভীষণ আশা জাগানিয়া!
আশাব্যঞ্জক কবিতায় ভাল লাগা + +

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৪

কামরুননাহার কলি বলেছেন: দারুন আর সুন্দর কবিতা ভাইয়া এতো দিন দেখিনি তাই আজ আপনার পেজে এসে দেখলাম।

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে !!!! আগে হোক আর পরের হোক কবিতা পড়লেই হয়েছে আপু !!!


অসংখ্য ধন্যবাদ ।।

৩০| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯

নীলপরি বলেছেন: ব্যস্ত আছেন কী ?

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: বেশকিছু দিন ধরে একটু ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে দিন যাচ্ছে, ব্লগে ঠিকমত আসতে পারি না।




আপনি কেমন আছেন বন্ধু??

৩১| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খাপছাড়া কবির সুন্দর প্রেমের কবিতা

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভাইয়া।

৩২| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৩

আখেনাটেন বলেছেন: প্রতীক্ষার মধু বড়ই মিষ্ট। আরো কিছুকাল না হয় পথপানে চেয়ে থাকুন...। তাতে যদি ফলটা মিঠা হয় ক্ষতি কী?

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১২

শাহরিয়ার কবীর বলেছেন: রাশিফল নাম শুনেছেন নিশ্চয়!!!!

ভলবাসার জন্য রাশি লাগে, সেটা আমার নাই।। ;)


কবিতা পাঠে ধন্যবাদ দাদা ।।

৩৩| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবির ভাই, আপনার নতুন প্রোপিক টা দারুন হয়েছে।☺☺☺

১২ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভায়া।। ;)

৩৪| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:২২

নীলপরি বলেছেন: সত্যি বলতে গেলে ভালো আছি বলাটা বোধহয় ঠিক হবে না ।
খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ বন্ধু ।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: কেন বন্ধু !!! কোন কি সমস্যা মধ্যে আছে !!

৩৫| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: লাল বেনারসিতে
সাজিয়ে তোমায়
নিয়ে যাব বধূ বেশে আমার বাড়ি
..........................................

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভায়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.