নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা চল এবার...

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬


প্রিয়তমা-
একটু বলো না,
তোমার হাতে এ হাত রাখব কিনা?
তোমার অস্তিত্বের মাঝে লুকিয়ে আছে আমার সমস্ত আকাঙক্ষা
নিরন্তর সত্যের বিশেষ এক বিচ্ছুরণ...
এ যেন এক কালজয়ী ধ্রুপদী !
তুমি হয়তো তা জানো না।


প্রিয়তমা-
এ জীবনে চিরকালীন সীমাহীন উপভোগের তাগিদে
বিশ্বাসী মন নিয়ে ঘুরছি যেন
তোমার চারপাশ জুড়ে অজ্ঞাতনামা হয়ে !

প্রিয়তমা-
এতোদিন ছিল তোমার বিশ্বাসে ঘোলা জলের স্রোত ;
আজ চল না,
প্রেম ও নৈতিকতার নিয়মে জোসনা দেখি !
দুজনে হাতে-হাত রেখে.... !






মন্তব্য ৫০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০

শাহিন বিন রফিক বলেছেন: সবাই কি প্রিয়তমার জন্য এমন ব্যাকুল হয়, অনেকেতো যেীতুকের জন্য প্রিয়তমাকে হত্যা করে।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: আমি এই পথে নতুন পাবলিক... ““সখী ভালবাসা কারে কয়”” ! কবিতা লেখার জন্য কবিতা :)

তবে আমি একজন সচেতন নাগরিক হিসাবে সবসময় যৌতুককে ঘৃণা করি..।


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভায়া।

২| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুর্দান্ত লিখেছেন ভাই। দুজনে হাতে হাত রেখে মনের কথাগুলো বলে ফেলুন।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম... ““মনে কথা এবার মুক্তি দিয়ে ছাড়ুম” ;)

এখন শুধু একটু সাহস দেন, আর বলুন কী করিলে কী হয় । ;)


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

৩| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৩

তারেক ফাহিম বলেছেন: অজ্ঞাত হয়েই থাকুক :D
নৈতিকতার নিয়মে জোসনা দেখতে গিয়ে ভাবির চোখে ধরা পড়লে করবেন কি B-)
ঘোলাটে থাক কম হলেও উপভোগ করুন আত্মতৃপ্তিতে :#)

কবিতা পাঠে মুগ্ধতা +

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা... দারুণ বলেছেন!! ;)
এটা কবিতা লেখার জন্য কবিতা, এই আর কী !! :)


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

৪| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৪

কৃষ্ণ কমল দাস বলেছেন: সুন্দর হয়েছে।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

৫| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৫

ভ্রমরের ডানা বলেছেন:


খাটি কথা। মানুষ আর মানুষ নেই!

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

৬| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৭

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো কথাগুলো।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

৭| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২০

ভ্রমরের ডানা বলেছেন:
সব মানুষ নীতি আর নৈতিকতার ফেরেশতা হয়ে জোছনা দেখে তাও আবার হাতে হাত রেখে....

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবি, এটি আসলে আধুনিক যুগের কাব্য তাই হয়তো কবির নৈতিকতা প্রশ্নবিদ্ধ হতেই পারে....।

৮| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ সেলিম ভাইয়া।

৯| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: নেক্সট জোসনা যাতে মিস না যায়......!! ;) ভালো হয়েছে।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: জোসনা সুন্দরী তুমি আর কতদূর !!!! :)


ভালো বলেছেন দাদা !!! ;)

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

১০| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

শায়মা বলেছেন: জ্যোস্না দেখো তাহার সাথে....:)

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: হুমম... দেখিতে চাই !! :)


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ শায়মা আপু।

১১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রেম ও নৈতিকতার নিয়মে জোসনা দেখতে দেখতে ডুবে যাবো হৃদয়সাগরে।
ভালো লাগলো।
শুভেচ্ছা অনন্ত।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

১২| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও শাক ভাই,স্বপ্ন যেনো সত্যি হয়। কবিতায় এত্তগুলান প্লাস।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: প্লাস পেয়ে তো আমি মহা খুশি !!


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ সুজন ভাইয়া।

১৩| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫

ধ্রুবক আলো বলেছেন: যাক কারও হাত মিলে গেছে তাহলে ! ভালো, কবিতাও ভালো হয়েছে।
অশেষ শুভ কামনা ।

২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: মিলেছে আবার ছেড়ে যেতে কতক্ষণ !!! ;)


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভায়া।

১৪| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা!

২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভায়া।

১৫| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২২

নীলপরি বলেছেন: প্রতিটা লাইনই খুব সুন্দর লাগলো । ++++++++

শুভকামনা বন্ধু ।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

১৬| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ব্লগ সার্চম্যান বলেছেন: এটা ভালো হয়েছে তবে আজ এমন দিনে কবির হাতের একটা কবিতা নাই ব্লগে । :(

২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা দিবসে কবিতা লেখা উচিৎ ছিল কিন্তু লেখা হয়নি !!


কবিতা পঠে ধন্যবাদ ভাই।

১৭| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হাতে হাত রাখলে নিজেকে প্রকাশ পায়, অন্য জনকে আবিষ্কার করা যায়।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর বলেছেন,

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

১৮| ২২ শে মার্চ, ২০১৮ ভোর ৫:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার কবিতা ভালো লেগেছে। আরো সুন্দর সুন্দর লিখুন।

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

১৯| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: আফনেতো দেখছি কচি পুলাপাইনের মাথা নষ্ট করে দেবেন মেয়াবাই! ;)




+++

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০০

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা... হইছে, আর বেশি কিছু কইয়েন নাহ ! আপনার শালিকার খবর কী গো মেয়াবাই?? ;)


প্লাসে ও কবিতা পাঠে ধন্যবাদ।

২০| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৮

আখেনাটেন বলেছেন: এই আকূল আবেদনে কি না সাড়া দিয়ে পারবে? ;) :P

ছুটে ছুটে আসুক প্রিয়তমা বাহুডোরে...। ;)

ভালো লাগল।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: ছুটে ছুটে আসুক প্রিয়তমা বাহুডোরে...।

আইবো আইবো !!! ;)


কবিতা পঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

২১| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩

প্রামানিক বলেছেন: দারুণ হয়েছে। ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

২২| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭

জাহিদ অনিক বলেছেন:


কাব্যিক জ্যোৎস্না নেমে আসুক কবির রাজ্যে

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ কবি।

২৩| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মেয়াবাই, আপনার প্রোপিক কি আরেকজন কপি করেছে?

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: হায় হায় কন কী !!

কে এই কাজ করেছে ।

২৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২২

সফেদ বিহঙ্গ বলেছেন: আপনি ভাল লিখেন....

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

২৫| ২৩ শে জুন, ২০১৮ রাত ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: জ্যোৎস্নার স্নিগ্ধতা প্রতিফলিত হয়েছে কবিতায়। + +

২৩ শে জুন, ২০১৮ রাত ১১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.