নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

কবিতার নামঃ প্রেরণা

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৫



আজ শতাব্দীর ব্যবধান ভুলে সে এলো এক আত্মার টানে,
জড়ালে আমায় ভালবেসে নিজেকে ভালবাসার
অলিখিত নিয়ম-নীতির বেড়াজালে,
এখন স্বপ্ন, কল্পনা ,আশায় উদ্দীপ্ত হয়ে জেগে দেখি
স্মৃতিকাতর মন নিয়ে প্রেয়সীকে পাশে পাবো বলে!
সে এলো সমস্ত দিবাস্বপ্ন ঘোর অন্ধকার ঘুচিয়ে....
স্পন্দনহীন এমন নিস্তব্ধ সমুদ্রের মত দাড়িয়ে...
সে আর আমার কাছে স্বপ্ন,কল্পনা কিছু নয়, এখন বাস্তব ।
তার প্রতি আমারও যে এ আত্মার টান ছিল....
তবে কি এ টান সমস্ত নিয়ম ভাঙ্গার-নীতি ভাঙ্গার?


যদি তাই হয় তবে সাদা পৃষ্ঠার মত এ জীবনে সে জড়ালো
বিস্ময় প্রকাশ ভঙ্গিতে হাতে হাত রেখে
আর ভয় নেই।
যদি কোন ঝড় বৃষ্টিজলে এ পৃষ্ঠাতে লাগে
তবুও ভয় নেই
সে আমায় ভালবেসে পাশে আছে বলে।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:০২

জাহিদ অনিক বলেছেন:



যে জীবন জড়িয়ে গেল আষ্টেপৃষ্টে
পথ না না হারাক-
না হোক কভু ভ্রষ্ট।


কবিতা সুন্দর, চমৎকার এবং প্রেরনামূলক।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।

২| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৪

নীল মনি বলেছেন: লেখা ভালো হয়েছে। তবে জাড়ালে নাকি জড়ালে দেখেন তো।
শুভ কামনা।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: বানান ভুল ছিল !!!! ঠিক করে দিয়েছি....


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।

৩| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই।

৪| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৯

নীলপরি বলেছেন: বাহ । কবিতা খুব ভালো লাগলো । কবির স্বপ্নকে অভিনন্দন ।

শুভকামনা বন্ধু ।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ বন্ধু!!

৫| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:১০

শায়মা বলেছেন: সে কে???

ইহা কাহার হাত ভাইয়ু!!!!!!!!!!!


২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:১২

শাহরিয়ার কবীর বলেছেন: প্রেমিকার হাত আপু.. বলিতে লজ্জা নাই !!! ;)

৬| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৮

শায়মা বলেছেন: প্রেমিকা!!!!


আমি ভেবেছিলাম বাসরশজ্জার ফুল এবং হাত!!!!!!!

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা... আরে নাহ আপু,
এটা আমার এক বন্ধুর হাত.... ;)


আর তোমার সাথে সুযোগ বুঝে মজা নিচ্ছি........ !! :)

৭| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কংগ্রাচুলেশন মেয়াবাই! :) আপনার দীর্ঘদিন ধরে উত্তপ্ত শুষ্ক মরুকাননে এক পশলা বৃষ্টি হয়ে কেউ এসেছে। :)
অভিনন্দন মেয়াবাই! :P


২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ..... মেয়াবাই। ;)

৮| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:
এত্ত হাত! কার হাত, কিসের হাত, জাতি জানতে উদগ্রীব কবি!!



=p~

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন: এটা একটা রহস্যময় হাত কবি !! ;)


এটা আমার এক বান্ধবীর হাত; সে উচ্চশিক্ষার জন্য দেশেরে বাহিরে ছিল এতো দিন...
তার খুব ইচ্ছা আমার কবিতার ছবির মডেল হওয়ার কিন্তু আমি তার ছবি ব্লগে না দিয়ে,
তার ইচ্ছাতে তার হাতের ছবি দিয়েছি ... এই হল হাতের রহস্য।। :)

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

৯| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৯

শায়মা বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন:
এত্ত হাত! কার হাত, কিসের হাত, জাতি জানতে উদগ্রীব কবি!!



ভাইয়া ইহা হইলো শাহরিয়ারভাইয়াকে তাহার বঁধুর দেখাইয়া দেওয়া এক হাত! :P

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: শায়মা আপা... বান্ধবী থেকে বঁধু হইতে কতক্ষণ;
যদি থাকে নসিবে আপনা-আপনি আসিবে !! ;)

তবে আপাতত বিয়ের কথা ভাবছি না ; যখন বিবাহ করিব তখন তোমাদের সবাইকে দাওয়াত দেওয়া হইবে। ;)
টেনশন লইও না।। :-B

১০| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২১

নূর-ই-হাফসা বলেছেন: কবিতার কথা গুলো সুন্দর । ভালো লাগলো ।
ছবির হাত কি কোন ছেলের ,ভুল ক্রমে দিয়েছেন ? ছবিটা মজার লাগলো ।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:

হা, হা, হা... মজা পেয়েছেন জেনে খুব মজা পেলাম !! ;)
তবে ছবির হাতটা কোন ছেলের নাহ ; মনে করুন এ হাতটা আপনার ভাবীর হাত... যদি থাকে নসিবে...।। :)


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

১১| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫

মনিরা সুলতানা বলেছেন: এই হাত সমস্ত জীবন হয়ে থাক প্রেরনা !!!
এ হাত পরিপাটি সাজাক জীবন।
শুভ কামনা শাহরিয়ার কবীর।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: জ্বি আপু, এভাবে খাপছাড়া বা এলোমেলো আর কতদিন থাকব.....

দোয়া করবেন ।


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ আপা।

১২| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। শুভ সকাল।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ দাদা!!!

১৩| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৮

তারেক ফাহিম বলেছেন: ভাবি আসতেছে ভাই, ভয় পান কি পান না টের পাবেন :D

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা... আমি জেনে শুনে বিষ পান করতে চলেছি.... তাই তো ! ;)


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

১৪| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৫

সামিয়া বলেছেন: ভালো লিখেছেন ভাইয়া

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে আপনাকে অসংখ্য ধন্যবাদ।


১৫| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১২

এফ.কে আশিক বলেছেন: কবিতায় মুগ্ধতা কবি।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

১৬| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকে নিয়ে কবিতাটা লিখেই ফেলব এবার।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: তারাতারি লিখুন ভাইয়া


আমাকে নিয়ে কবিতা কেউ লিখল না।


১৭| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে শাহরিয়ার ভাই।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

১৮| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসার মানুষের খুব গুণ, পাশে থাকলে দুনিয়া নিজের বলে মনে হয়।

ভালো লাগলো ভাই, সুন্দর কবিতা উপহার দিয়েছেন।

শুভকামনা সবসময়

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা রইল প্রিয় কবি ।।

১৯| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:



পাশে থাকার অনুভূতি সবাই প্রকাশ করে কিন্তু সেই অনুভূতি ধরে রেখে পাশে থাকে কয়জন !

কবিতা ভাল লেগেছে । প্রেম কবু ছাড়ে না কবিকে !!

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা রইল প্রিয় কবি ।।

২০| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৪

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




ভালোবেসে পাশে থাকাটিই আসল । সে ভালোবাসার বৃষ্টিজল মনের সাদা কাগজে রংধনু-ই ছড়ায় ..............।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

২১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো ভাই।

ছবিতে হাতের রহস্য আছে কোন...?!

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: হাতের রহস্য উপরে অনেক প্রতিউত্তরে বলা আছে।

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।।

২২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন কবি।।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

২৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্ররণা দিতে না নিতে ;)
এলাম বুঝি দেরিতে

হা হা হা

শুভেচ্ছা রইল কবি

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: এটা উভয় সংকট দাদা ।। ;)


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।

২৪| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্রেয়সী আমৃত্যু পাশে থাকুক।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিটি প্রেমের ক্ষেতে এমন হওয়া উচিৎ......


মন্তব্য খুব ভাল লাগলো ভাই ।

২৫| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা দশে আট দিলাম।

আমি কেন কবিতা লিখতে পারি না??!!!!

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: আপনিও অনেক ভাল কবিতা লিখেনে রাজীব ভাই ।।


আরো কবিতা লিখতে থাকুন ... পাঠক হিসাবে পাশে আছি।।

২৬| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৮

আলভী রহমান শোভন বলেছেন: কি দরকার এত যন্ত্রণাময় ভালবাসার? :-&

কবিতায় প্লাস :``>>

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২২

শাহরিয়ার কবীর বলেছেন: যন্ত্রণা থেকে মুক্তি মিলবে... আশাবাদী ।


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

২৭| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৫:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো। আরো সুন্দর কবিতার প্রত্যাশা করছি।

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: আরো ভাল লেখার চেষ্টা থাকবে ভাইয়া ।


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

২৮| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২১

আকতার আর হোসাইন বলেছেন: পাশে থাকিলে সে
তবে ভয় কিসে??

প্রেয়সী থাকুক পাশে সব সময়
জীবন হোক স্বপ্নের মত স্বপ্নময়

ভালো লাগলো কবিতাটি

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: হুমমম ,,,, ভয় নাই ভয় ....



কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.