নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য চিঠি ।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯


প্রিয়তমা,
তোমায় আমি এ শহরে অজস্র নারীর ভীড়ে খুঁজে পেয়েছি! তুমি অনন্য এক উপমাহীন..; জানি না, এখন তুমি এই চিঠি পড়বে কিনা, তবুও তোমাকে লিখছি। যদি তোমার কখনো সময় হয় তবে চিঠিটা পড়ে নিও। আমি তোমায় আমার এক অসীম কল্পনা শক্তিতে আবিষ্কার করেছি। এখন তুমি বলো, কেউ কাউকে চোখের আড়াল করে বেঁচে থাকা যায় কি? পৃথিবী বদলে গেছে সেই সাথে জীবনযাত্রার মানও। আজ সত্যিই তোমায় কাছে পাওয়ার স্বপ্নে বিভোর হৃদয়ে আমার গভীরতম স্থানে আলোকিত হয়ে উঠছে! যা কিনা আমার ইচ্ছেডানায় ভর করে চলেছে, সবার কাছে তা এখনো অব্যক্ত! আমাদের আসবে কী সেই সোনালি দিন? এখন সম্ভাবনার এপিঠ ওপিঠ জুড়ে লুকিয়ে আছে শুধু সম্ভাবনা।
আমি স্বপ্ন যখন দেখেছি তা হবে একদিন সত্যি। কারণ আমি কখনো নিরাশাবাদী নই। রোজ সে স্বপ্ন দেখি তা বাস্তবতায় হবে একদিন অর্জন। বিশ্বাস করি কখনো প্রতিফলিত করবে না বিষাদসূচক চিত্র। কারণ তোমারও চোখে সেদিন আমার প্রতি তোমার এক অনন্ত প্রেমর প্রতিফলন দেখেছি। আর খানিকটা প্রাচীন ধারায় ও আধুনিকতার সংমিশ্রণে ভালোবাসার কিছু কথা। এ মায়াজালে যেন যার যার নিজস্ব বিচ্ছুরণ ! সত্যিই এ বিষয়বস্তু আনন্দের, নীতিবোধের এবং বাস্তবতার, এ যেন করেছে প্রকৃতেই সমস্ত আয়োজন। আমাদের নিয়তি নির্দিষ্ট বসবাসের জন্য ছোট এই পৃথিবীতে।এভাবে আর কতদিন নিঃসঙ্গ বটবৃক্ষের মত থাকা যায়। হয়তো সমস্ত প্রতিক্ষার অবসান ঘটবে। একদিন আমরা দুজনে মিলেই লিখব দুজনের এক হওয়ার গল্প ! তুমি কী বলো?


ইতি
তোমার হার্ট।

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:


দারুণ সুন্দর চিটি। প্রিয়তমার অভিমান ভাঙবেই।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:

চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

২| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: চিঠি পড়তে আমার খুব ভাল লাগে।এই চিঠিটি পড়তেও অনেক ভাল লাগল।
কবির চিঠিটি পড়তে কবিতার মত লাগল।
প্রিয়তমার কাছে পৌছে যাক এই চিঠি।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: পোষ্ট অফিস ছাড়া চিঠি পোষ্ট করলে কী ঠিক যায়গায় পৌছাবে!!! ;)



চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই ।।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৫

মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি দারুণ কবিতার মতো চিঠি!
আসলেই, মনের ভাব প্রকাশে চিঠির চেয়ে সুন্দর আর রোমান্টিক মাধ্যম আর হয় না।
শুভ কামনা পত্রলেখক আর প্রাপক দুজনের জন্যই।:)

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ মিথী আপু।

আপনার জন্যও রইল শুভ কামনা।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৮

নীল মনি বলেছেন: চিঠি পৌঁছে যাবে ঠিক একদিন :)। ভালো লাগা রেখে গেলুম

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাইরে আছি। পরে মন্তব্য করছি।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: তারাতারি আইসেন ভাইয়া।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চিঠি পৌঁছে যাক নিজস্ব ঠিকানায়। প্রাপক নিশ্চয়ই খুশি হবে চিঠি পেয়ে। প্রেরক-প্রাপক দু'জনের মন একাকার হোক নিরবচ্ছিন্ন ভালবাসার বন্ধনে। :)

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর চিঠি।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


সময় ছিল, যখন চিঠি ছিলো মনের কথা ও কল্পনার বাহন।

"ভালোবাসা অনুভব করলে, মুখের উপর বলে দিও,
ভালো না বাসলে, চিঠি লিখে জানিয়ে দিও"

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর বলেছেন চাঁদগাজী ভাই।

চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১

সামিয়া বলেছেন: আপনার চিঠিটি খুবই সুন্দর হয়েছে। অসাধারণ। এরকম চিঠি পড়ে পাথরের মন গলতেও বাধ্য। যাই হোক আমার বান্ধবীর সম্প্রতি একজনের সাথে কদিন প্রেম ট্রেমের পর দেখা গেলো ছেলেটি প্রচুর মিথ্যা কথা বলে, সে তার আশেপাশের যে মেয়েকে দেখেছে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান হয়েছে, সেই জন্য ছেলেটি ক্ষমা প্রার্থী হওয়া সত্ত্বেও আমার বান্ধবী মনে করে ছেলেটি বাতিল, সাত ঘাটের ঘোলা জল খাবার চেষ্টা করতে করতে বিতারিত হয়েছেন। তার চার আনি ম্যান ইজ্জত ও নাই, এখন আমার সেই বান্ধবীর জন্য কি একটা চিঠি লেখা যাবে???

শুভকামনা জানবেন ভাইয়া।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: প্রথমে চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখিকা।


দ্বিধা করে যে পুরুষ মেয়েদের সামনে নিজেকে যথেষ্ট জোরের সাথে প্রত্যক্ষ করায় না,
কোন মেয়ে তাকে স্পষ্ট করে প্রত্যক্ষ করে না....কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ।।


সে ছেলেটার সমন্ধে আপনার বান্ধবীর ধরনাটা ভুলও হতে পারে ; এ ক্ষেত্রে আরো সত্য মিথ্যা যাচাই করা উচিৎ।। প্রতিটি ভালবাসার শুরুটা হয়ে থাকে কিছু মিথ্যার ভিত্তি দিয়ে.. পরে সবকিছু ঠিক হয়ে যায়।। আর ভালবাসায় মান ইজ্জত বলে কিছু থাকে না । :)

তাবে হ্যাঁ, ভালবাসায় মিথ্যার কোন জায়গা হয় না আর যেখানে মিথ্যা আছে সেখানে ভালবাসা নেই।
ভালবাসার নৌকা বিশ্বাসেই বয়ে যায় আর যদি ঐ নৌকা নিজের কেউ ছিদ্র করে দেয়... তবে সেটা কেমন ভালবাসা হয়।

আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইল।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সুমন কর বলেছেন: চিঠি পুরো পড়িনি............ :(

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা ঠিক আছে দাদা।।


যতটুকু পড়েছেন ততটুকুর জন্য ধন্যবাদ।। ;)

১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬

স্বপ্ন কুহক বলেছেন: ৯ নং কমেনটের সাথে আমিও একমত

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: আশা করি, ৯ নং প্রতিউত্তর দেখবেন ।।


ধন্যবাদ।।

১২| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩

কাছের-মানুষ বলেছেন: চমৎকার মনমুগ্ধকর চিঠি, চিঠিতে আবেগ ঝরে ঝরে পরছে।

এখন চিঠির যুগ নেই, এই চিঠি পাওয়ার এবং পড়ার সম্ভবনা খুবই ক্ষীণ, তাই খুবই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ইমেইল লেখলে ভাল হত! যেমন 'এখন তুমি এই চিঠি পড়বে কিনা ' এর বদলে 'এখন তুমি এই ইমেইল বা ফেবু মেসেজ পড়বে কিনা ' লেখলে যুতসই হত !! (একটু ফান করলাম।)

আমার ভাল লাগা রইল।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগে চিঠিটা লিখি রাখলাম ঠিক ডাইরি লেখার মত করে ভাই।


না, না ফান হবে কেন ঠিক আছে ..চিঠিটা মূলত ব্লগে পোষ্ট দেওয়া জন্য তাকে লেখা।। :)


চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।।

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

নীলপরি বলেছেন: চিঠি খুব সুন্দর হয়েছে বন্ধু ।+++++++

অনেক শুভকামনা ।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: চিঠি পড়ার জন্য অনেক ধন্যবাদ বন্ধু ।।


আপনার জন্যও শুভ কামনা রইল।।

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: সুন্দর চিঠি। ধন্যবাদ

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।।

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

দিবা রুমি বলেছেন: ভালো হয়েছে চিটি।
চিটির প্রতিটা বর্ণে বর্ণে প্রাণ,
নির্মল স্নিগ্ধতার ঘ্রাণ

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম ।।


চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর চিটিং। কেউ চিঠির জবাব চিঠি লিখলেন মন্দ হতো না।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ...

কে দিবে এই অভাগার চিঠির জবাব ।। ;)


চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই।।

১৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৭

জাহিদ অনিক বলেছেন:


চিঠি চিরকুট এসব আমার নিজেরও খুব পছন্দের। কিন্তু কখনও তেমন রাঙিয়ে লিখতে পারিনি।
আপনি খুব ভালো লিখেছেন। একজন কবি যখন চিঠি লেখে তখন সেটা কবিতাই মনে হয়।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: চিঠির ভাষা আরো কঠিন মনে হয়; তারপরেও ব্লগে একটা চিঠি লেখার ইচ্ছা জাগলো আর লিখে ফেললাম ।।


চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।।

১৮| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯

বুদ্বিমান গাধা বলেছেন: এ ধরনের চিঠিগুলি কেনো যেনো প্রাপকের কাছে কখনই পৌছায় না! কেন পৌছায় না কে জানে। যদি পৌছাতো, কত ভালোই না হতো।

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: চিঠি পড়ার জন্য ধন্যবাদ ভাই।।

১৯| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।


আমি এক সময় অনেক চিঠি লিখতাম। নিজের জন্য এবং অন্যের জন্য।

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে দেখলেই বোঝা যায় আপনি অনেকটাই রোমান্টিক ।। ;)

২০| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৮

বলেছেন: চিঠির যুগ কি এখনো আছে???

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: চিঠি যুগ থাকবে না কেন !!


এখন যে যেমন ভাবে নেয় ।। :)

চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।।

২১| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা!!!
ভালো লেগেছে :)

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু ।।

২২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:





একদিন ফিরে আসুক দু'জন মিলে গল্প লিখতে.....

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।

২৩| ০৬ ই মে, ২০১৮ রাত ৩:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "যদি আমার কোন আচারণে কষ্ট পেয়ে থাকেন সে ক্ষেত্র আমাকে একা ডোবাতে পারেন...আমি কিছু মনে করবো না।":(
--ও, কাম অন কবি।
ক্ষমা তো আমারই চাওয়া উচিত।।:(



ওটা(বিয়ের কথা) আমি মজা করে বলেছি। আর পরীর(মি. মা.) পোস্টের কথাটাও ফান ছিল। ঐ লেখক তাতে কিছু মনে করে নি। আপনি শুধুই মন খারাপ করছেন।।


কমেন্ট অপশন চালু রাখেন। সবার সাথে আড্ডা দিন, ভাল লাগবে।:)



আরে ভাই, আমরা আমরাই তো!!!:)

২৪| ০৬ ই মে, ২০১৮ রাত ৩:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সামনের দিন থেকে কোন বিষয়ে মনে খটকা লাগলে আমাকে বলবেন। আমি দু-চার কথায় মন খারাপ করি না। তবে কেন জানি কেউ কেউ আমাকে ভুল বোঝে?:(:(



নাচ দেখুন Soja Zara( Baahubali 2) ।

২৫| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: চিঠিটি তার উদ্দিষ্ট প্রাপককে খুঁজে পাক, এখানে ওখানে বা যেখানেই হোক!
"ভালোবাসা অনুভব করলে, মুখের উপর বলে দিও,
ভালো না বাসলে, চিঠি লিখে জানিয়ে দিও"
- ৮ নং মন্তব্যে এ কথাগুলো উদ্ধৃতি চিহ্নের ভেতরে উল্লেখ করা হয়েছে। জানিনা, এ কথাগুলো কি চাঁদগাজী সাহেবের নিজেরই, নাকি অন্য কারো। যারই হোক, কথাগুলো স্পষ্ট, চাঁদগাজী সাহেবের অন্যান্য কথার মতই।
ভালবাসায় মিথ্যার কোন জায়গা হয় না আর যেখানে মিথ্যা আছে সেখানে ভালবাসা নেই (৯ নং প্রতিমন্তব্য) - কথাগুলো ঠিকই বলেছেন।

২৮ শে জুন, ২০১৮ রাত ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: "ভালোবাসা অনুভব করলে, মুখের উপর বলে দিও,
ভালো না বাসলে, চিঠি লিখে জানিয়ে দিও"


আমি নিজেও জানিনা চাঁদগাজী ভাইয়ের মন্তব্যের উদ্ধৃতিটি কার।


চিঠিটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.