নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

নিঃশেষ ও বিধ্বস্ত পরাজিত সৈনিক

২০ শে মে, ২০১৮ রাত ১১:১০


জীবন সৌন্দর্যের অপার বিস্ময়ের মাঝে
কান্না-কাটি,হাসি ও দুঃখের সংমিশ্রনে
প্রবল ভাবে বেঁচে থাকার ইচ্ছাতে
জীবনবোধের রুপহীনতার এক প্রত্যয়,,,;
নিষ্ক্রয় মরিচিকার মত ছুটে চলা অবিরাম
তবুও পায় না কোন সুখের নীড়
জীবনের গতিপথে এ কেমন চলছে এক বৈরাগ্য সাধন।


জীবন যাকে করেছে নিঃশেষ ও বিধ্বস্ত পরাজিত সৈনিকে
তার আর কিসের ভয় ?
তবুও থেকে যায় জীবনের কাছে কিছু প্রশ্ন!!
এ যেন এক যৌক্তিক প্রশ্নের কাছে অযৌক্তিক প্রশ্ন;
ভালো আর মন্দের এ সংগ্রামের ইতিহাসে।



ছবিঃ আমার তোলা।।





মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ রাত ১১:১৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ভালো লাগলো।

২০ শে মে, ২০১৮ রাত ১১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।।

২| ২০ শে মে, ২০১৮ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


পরাজিত সৈনিকের ভয় কেটে যায়, আগামীবার জয়ের ভাবনার জাল বুনে।

তয় লাইনে, "প্রবাল" কি সঠিক?

২০ শে মে, ২০১৮ রাত ১১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:

আমরা আমাদের কল্পনা দিয়ে সর্বদাই সত্যের খোরাকে বাঁচিয়ে রাখতে পারিনা
নিজের মনের সঙ্গে বাহিরে মনের একটা সংঘাত চলে..... ঠিক ভয়ের জায়গা এটাই ।।

প্রবল হবে বানান ভুল ছিল ,ঠিক করে দিয়েছি।।


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।।

৩| ২১ শে মে, ২০১৮ রাত ১২:১৪

কাইকর বলেছেন: বেশ ভাল লাগলো পড়ে। শব্দচয়ন খুব ভাল। লিখে যান। ধন্যবাদ আপনাকে।আমি নতুন ব্লগার। সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে স্বাগতম !!


শুভ ব্লগিং


ব্লগিং করতে থাকুন
সবসময় পাশে আছি ।।

৪| ২১ শে মে, ২০১৮ রাত ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: পরাজয়ে ডরে'না যে বীর
তার নাম শাহরিয়ার কবীর !!!!

চমৎকার লেখা ও ছবিঃ
শুভ কামনা।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১১

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা দারুণ বলেছেন আপু

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

৫| ২১ শে মে, ২০১৮ সকাল ৯:৪৬

শামচুল হক বলেছেন: খুব ভালো লাগল কবিতা। ধন্যবাদ

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

৬| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই ।।

৭| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:৩৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো হয়েছে।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

৮| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩২

জাহিদ অনিক বলেছেন:

আপনার ইদানীংকালের কবিতায় দু'টা জিনিস প্যারালালে চলে।
এক। বাস্তব জীবনের নিষ্টুর বাস্তুবতা
দুই। সবকিছু ছাপিয়ে প্রেম।

কবিতায় ভালোলাগা

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
জীবনটা শুধু প্রেম ;কারণ জীবন চলে প্রেমের দ্বারা।

আর বাস্তব জীবনের কিছু নিষ্টুর বাস্তুবতা অভিজ্ঞতার কারণে তখন জীবনটা বিষাদে ভরে উঠে
এই তো আমাদের জীবন প্রবাহ ।।


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ কবি ।।

৯| ২১ শে মে, ২০১৮ রাত ৮:০৫

সুমন কর বলেছেন: খারাপ নয়।

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ দাদা ।।

১০| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৩৪

সামিয়া বলেছেন: জীবন মানেই এক অর্থে যুদ্ধ, সবাই সবার জায়গায় কোন না কোনভাবে যুদ্ধ করে যাচ্ছে, সে যুদ্ধে কখনো হারতে হচ্ছে কখনো জিতেও যাচ্ছে, এটাই হচ্ছে জীবনের নিয়ম, আপনি আমি কেউ নিয়মের বাইরে না অতএব বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে চলুন, সবকিছু সহজ হয়ে যাবে।

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
মানুষ তার ভাগ্যে আর দারিদ্রতার কাছে সবচেয়ে অসহায়...



সুন্দর বলেছেন আমি আপনার সাথে একমত !!
ব্যর্থতা সফলতার অগ্রমী বার্তা....



কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

১১| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:০১

ধ্রুবক আলো বলেছেন: জীবনে সংগ্রাম থাকবেই। কবিতা খুব সুন্দর লিখেছেন +

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

১২| ২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৪৪

নীহার দত্ত বলেছেন: জীবনের গতিপথে বৈরাগ্য থাকা ভালো। জীবনে হাপিয়ে ওঠা থেকে রেহাই পাওয়া যায় কিছুটা।
কবিতা সুন্দর লেগেছে

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

১৩| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৪৪

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

১৪| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৫১

মিথী_মারজান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভাইয়া।
ছবিটাও সুন্দর।
৪নং কমেন্টে মনিরা সুলতানা আপুর কথায় খুব মজা পেলাম।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ আপু ।।

১৫| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সৌন্দর্যের কিছু ভাবের সমাহার।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

১৬| ২৭ শে মে, ২০১৮ সকাল ৯:০৮

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার ছবির ফ্যান(পাখা না) হয়ে গেলাম।এতো মুগ্ধতা!!আর লিখনি!
সেও আমার মতো ক্ষুদ্র মানুষ কি বলবে!
ভালো লেগেছে অনেক...

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

১৭| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৩৫

শিমুল_মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন ভাইয়া।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

১৮| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: জীবনের নাম সংগ্রাম। এ সংগ্রামে জয় পরাজয় থাকবেই। কখনো বিজয় আসে, কখনো পরাজয়। এ নিয়েই জীবন এগিয়ে চলে।
ছবিটা সুন্দর।
মনিরা সুলতানা এবং সামিয়ার যথাক্রমে ৪ ও ১০ নং মন্তব্যদুটো ভাল লেগেছে।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২২

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর বলেছেন ; জীবন একবার ভাঙ্গে যাবে আবার গড়বে !!


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.