নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

প্রেমানুভূতি

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:০৮


প্রভাব ও প্রেরণার মাঝে লুকিয়ে আছে কিছু স্বপ্ন
যা কখনো বিচিত্র, কখনো কল্পনাপ্রবণ,
কখনো স্বপ্নময়, কখনো মহত্তম রহস্য...
ঘেরা অনুভূতিগুলোর অস্তিত্ব জুড়ে
মিশে আছে কুয়াশা আর ধুপছায়া;
যা পরক্ষণেই উল্কার মত মিলিয়ে যায়।


এ যেন শ্বাশত সুন্দর একটি প্রেমের মুহূর্ত
অলৌকিক জগৎ যা মেঘের মত বিচরণশীল;
নৈসর্গিক এক দৃশ্য,
সহজ অলক্ষ্য রূপ দেওয়া যা বিস্ময়কর।



উৎসর্গঃ সামিয়া



মন্তব্য ৭০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:১২

স্রাঞ্জি সে বলেছেন: আহা! প্রেমানুভূতি।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভায়া।।

২| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:২২

সাহসী সন্তান বলেছেন: সুন্দর! বারবার পড়ার মত একটা কবিতা! তবে মুহূর্ত বানানটা ভুুল হইছে, ঠিক করে নিয়েন...

আর সামিয়া কি ব্লগার সামিয়া ইতি? যদি উনি হন তাইলে ব্লগ লিংক সহ এড করে দিলে ভাল হয়!

কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: উৎসর্গ ব্লগার সামিয়া ইতি, তবে ওর নিক এখন শুধু সামিয়া নামে আছে...
আচ্ছা ওর নিকটা লিংকসহ উপরে এ্যাড করে দিচ্ছি ।।

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

৩| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:২৮

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! চমৎকার কবিতা। প্রেমের অনুভূতি যেন এমনই হয়।

শুভেচ্ছা কবি

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।

৪| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩১

শরিফ ৯৬ বলেছেন: জীবনকে সুন্দর করে সাজাতে এটি একান্ত সকলের কাম্য।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভায়া।

৫| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৭

ঋতো আহমেদ বলেছেন: বাহ্, সুন্দর লিখেছেন

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভায়া।

৬| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩

ঋতো আহমেদ বলেছেন: আপনার পি পি তে এই ছবিটা তো গোপালভাড় কার্টুনের ঐ কুচক্রী মন্ত্রী টার মনে হচ্ছে !!

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ঠিক ধরেছেন ।।


আবারও ধন্যবাদ।।

৭| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৮

সিগন্যাস বলেছেন: প্রেমানুভূতি মস্তিষ্কের নিউরনের আলোড়ন ছাড়া কিছু না।আর কয়েকদিন পরে ভার্চুয়াল রিয়েলিটিতে প্রেমানুভূতিও দেওয়া সক্ষম হবে।

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা

দেখার অপেক্ষায় থাকলাম ।। :P

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

৮| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:১০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

৯| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৫

ধ্রুবক আলো বলেছেন: শুভেচ্ছা কবি।

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

১০| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১:২১

কাইকর বলেছেন: বাহ.....

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

১১| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই ।।

১২| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রেমময় ভালোবাসার কবিতা।

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

১৩| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।

১৪| ২১ শে জুন, ২০১৮ রাত ৮:০২

সুমন কর বলেছেন: বাহ....সুন্দর হয়েছে। +।

২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ দাদা।।

১৫| ২১ শে জুন, ২০১৮ রাত ১১:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ্ বাহ্ শাক ভাই অনেক সুন্দর কবিতা উপহার দিলেন।
তারপর কেমন আছেন?

২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি ভাই
আপনিও নিশ্চয় ভালো আছেন।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

১৬| ২১ শে জুন, ২০১৮ রাত ১১:৩৫

সামিয়া বলেছেন: মরুভূমিতে পথ ভ্রষ্ট পথিকেরা নাকি মরীচিকায় আক্রান্ত হয়, এক্ষেত্রে বেশিরভাগ পথিক তীব্র তাপদাহে আবিস্কার করে মরুভূমির মাঝে টলটলে পানির প্রবাহ, দূর থেকে বালিকে মনেহয় বন-জঙ্গল গাছপালা, বালি ঝড়কে মনে হয় বৃষ্টি,তারপর সেদিকে ছুটতে ছুটতে ছুটতে ছুটতে আবিষ্কার করে কিছুই না।আপনার কবিতাটা আমার কাছে পড়তে পড়তে নিজেকে মরুভূমির সেইসব পথভ্রষ্ট পথিকের মতই রিয়ালাইজ করলাম। উৎসর্গে অনুপ্রেরণা থাকলো,
ধন্যবাদ,
প্রিয়তে নিলাম।।
ডট ডট ডট

২২ শে জুন, ২০১৮ দুপুর ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার কবিতাটা আমার কাছে পড়তে পড়তে নিজেকে মরুভূমির সেইসব পথভ্রষ্ট পথিকের মতই রিয়ালাইজ করলাম।

পথভ্রষ্ট পথিকের মত পথভ্রষ্ট হবেন কেন। মরীচিকা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফল মাত্র।মরীচিকা এক ধরনের চোখের বিভ্রম। :)

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যা কিছু পাওয়া যায় তাকেই পরিপূর্ণভাবে গ্রহণ করবার শক্তিকে যদি উজ্জ্বল রাখতে হয় তাহলে নিজেকে অতিপ্রাচুর্য্য থেকে বঞ্চিত করা চাই।

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

১৭| ২২ শে জুন, ২০১৮ রাত ১২:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর ।

২২ শে জুন, ২০১৮ দুপুর ১:১২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।

১৮| ২২ শে জুন, ২০১৮ রাত ১:৩২

সনেট কবি বলেছেন: চমৎকার কবিতা।

২২ শে জুন, ২০১৮ দুপুর ১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

১৯| ২২ শে জুন, ২০১৮ রাত ২:৫৮

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: কবির কবিতা সুন্দর হয়েছে।
সময় পেলে ব্লগটি ঘুরে আসবেন।

২২ শে জুন, ২০১৮ দুপুর ১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ব্লগে স্বগাতম ....



কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।

২০| ২২ শে জুন, ২০১৮ সকাল ৭:২০

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো কবিতা ।

শুভকামনা

২২ শে জুন, ২০১৮ দুপুর ১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ বন্ধু ।

২১| ২২ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! কল্পনায় প্রেমানুভূতি!! বেশ উপভোগ্য।


শুভ কামনা প্রিয় কবি কবীর ভাইকে।

২২ শে জুন, ২০১৮ দুপুর ১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই ।

২২| ২২ শে জুন, ২০১৮ সকাল ১০:৩০

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২২ শে জুন, ২০১৮ দুপুর ১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।

২৩| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুভূতির ব্যবচ্ছেদে ভাল লাগা রইল!

গভীরে ডবলেই না মেলে মুক্তো মানিক! :)

+++++

২২ শে জুন, ২০১৮ দুপুর ১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: গভীরে ডবলেই না মেলে মুক্তো মানিক!

মনে হয়, এই ডুব দিতে গেলে
বাধা স্বরুপ আসতে পারে
বহুমাত্রিক ও জটিল প্রকৃতি....।।

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।

২৪| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:১১

নতুন নকিব বলেছেন:



অনন্য। মুগ্ধতা।

২২ শে জুন, ২০১৮ দুপুর ১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই ।

২৫| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১:৩১

কাইকর বলেছেন: বাহ....অতি সুন্দর

২৩ শে জুন, ২০১৮ রাত ১১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: আবারও ধন্যবাদ ।।

২৬| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫১

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে শাহরিয়ার ভাই।

২৬ শে জুন, ২০১৮ রাত ১১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই ।

২৭| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

সিগন্যাস বলেছেন: আহ শাহরিয়ার ভাই কেমন আছেন?

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: আছি ভালো .. কিন্তু.কিছুদিন ছিলাম একটু দৌড়ের উপরে । ;)


আপনি কেমন আছেন?

২৮| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫০

সিগন্যাস বলেছেন: আমি হাটাঁহাটিঁর উপর আছি :) :) :)
আপনি কিছু লিখছেন না কেন?

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:

নতুন ব্লগ লিখব তবে কিছুদিন পরে । আর আগের মত কিছু লিখতে ইচ্ছা করে না বুড়া হয়ে যাচ্ছি :P

২৯| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:
বাহহহহহ! কবির ভাই, বাহ! চমৎকার! দুর্দান্ত কবিতা।

২৮ শে জুন, ২০১৮ রাত ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই ।

৩০| ২৭ শে জুন, ২০১৮ রাত ৮:০৫

চঞ্চল হরিণী বলেছেন: শাহরিয়ার ভাই, আপনার প্রেমানুভূতিকে সাধুবাদ জানাই। কেমন আছেন ? আমার প্রেমানুভূতি থেকে আমি "প্রিয় ব্লগারগণ" শিরোনামে একটা লেখা লিখেছিলাম যেখানে আপনার প্রতিও নিবেদন ছিল। পড়ার অনুরোধ রইলো।

২৮ শে জুন, ২০১৮ রাত ১১:০১

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি। আপনিও নিশ্চয় ভালো আছেন।


আপনার লেখা "প্রিয় ব্লগারগণ" পড়তে আসছি ।

৩১| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

রাকু হাসান বলেছেন: প্রথম দু লাইন দেখেই ভাল লাগা কাজ করছে । শব্দের গাথুঁনি চমৎকার ্ কুয়াশা উল্কার মতই মিলেয়ে যায় ,সেখানে কুয়াশা ধিরে ধিরে উল্কা হঠাৎ করে । সত্যিই বাস্তবে দৃশ্যে রুপ দেওয়া যায় না ।

২৮ শে জুন, ২০১৮ রাত ১১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

৩২| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৭:৩৬

সিগন্যাস বলেছেন: আবার প্রোফাইল পিক চেঞ্জ!!!! :||
আগে ছিল ছোট বাচ্চামেয়ের ছবি।তারপরে মন্ত্রীর ছবি।এখন চশমার ছবি

০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১২

শাহরিয়ার কবীর বলেছেন: আজ আবার আরেকটা দিতে পারি । ;)

৩৩| ৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৪৮

আখেনাটেন বলেছেন: কবি দেখি আধ্যাত্মিক লাইনের দিকে ধাবিত হতে লাগছে। লক্ষণ সুবিধার মনে হচ্ছে না। :D

ভালো লেগেছে কথার বুনন।

৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: পীর, ফকিরি ও কবি আমার চৌদ্দগুষ্ঠিতে কেউ ছিল না, আমার আধ্যাত্মিক লক্ষণ গুলো বলে যান।
এখন এ সূত্র ধরে, দেখি এ নিয়ে মাজার ব্যবসা করা যায় কিনা। খুব লাভজন ব্যবসা ;)

৩৪| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন:





প্রেমের অনুভূতিকে কী সংক্ষেপে প্রেমানুভূতি বলে? একটু একটু প্রেমের কবিতা মনে হলো!!

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয় কবি, অপমান করলেন না প্রশ্ন করলেন? ;)



কবিতা পাঠে আন্তরিক ধন্যবাদ।

৩৫| ০২ রা জুলাই, ২০১৮ রাত ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: শুরুর লাইন দুটো খুব ভাল হয়েছে।
শিরোনামটা সুন্দর, ছবিটাও।
প্রেমানুভূতি সুখানুভূতি। স্বপ্নিল ও স্বর্গীয়।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
সরি ভাইয়া প্রতিউত্তর দেরিতে দেওয়ার জন্য।


কবিতা পাঠে আন্তরিক ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.