নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

culture and heritage activiti

কাজী চপল

সংষ্কৃতিকর্মী

কাজী চপল › বিস্তারিত পোস্টঃ

বাদাবন মায়ের আঁচল অভয়রে, নিওনা কাড়িয়া নিরদয়

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬

বাদাবন মায়ের আঁচল অভয়রে নিওনা কাড়িয়া নিরদয়/ উন্নয়নের ঝড়ে ওড়াও এমন সুন্দরবন / সুন্দর যতি না থাকে তবে না থাকুক দুনয়ন। বাদাবন মায়ের আঁচল অভয় রে নিওনা কাড়িয়া নিরদয়। এ এক অন্য রকম আকুতী, অন্য এক আক্ষেপ। সম্প্রতি মাভৈঃ গানের দল সুন্দরবন রক্ষায় সুতীব্র এক আকুতী জানিয়ে বেঁধেছে বাদাবনের জারী। গানের কথাগুলো শুনলে হৃদয়ে এক ব্যাথা অনুভূত হয়। গভীর এক ষড়যন্ত্রে কি তাহলে আমরা আমাদের সুন্দরবন ধংস করে ফেলছি।
মাভৈঃ গানের দলের পরিবেশিত সুন্দরবন সুন্দর রাখবই মুখে মাভৈঃ মাভৈঃ বল্ ! জারি ঢংয়ের গানটি বিশ্বপ্রকৃতির সুন্দরতম তিলক সুন্দরবনকে রক্ষার সংগ্রামে তিলেকমাত্র প্রেরণা তৈরি করতে পারলে আমরা কৃতার্থ হব-জানিয়েছেন মাভৈঃ দলপতি। সুন্দরবন সংলগ্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় রচিত গানখানিতে সুন্দরবন রক্ষায় আছে আহবান আকুতি আর এক আবেগ মেশান সুর। সুন্দরবনের অস্তিত্ব নিশ্চিত হুমকিতে ফেলে গড়ে উঠছে বিশাল কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পের কারণে দুঃখভারাক্রান্ত হৃদয়ের নিবেদন বাদাবনের জারি। এই গানটিতে সুন্দরবন মায়ের অভয় আঁচলের রূপে কল্পনা করা হয়েছে। মায়ের আচঁল সম সুন্দরবন নিয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়াতেই তাদের এ আয়োজন।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে বিস্তৃত সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল। এটি শুধু ৫ লক্ষ মানুষের জীবন ও জীবিকার একমাত্র অবলম্বনই নয়, এটি প্রাকৃতিক দূর্বিপাক থেকে আমাদের রক্ষা পাবার একমাত্র সহায়। সিডর-আইলার উন্মত্ততা আমাদের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যেত যদি না সুন্দরবন বুক চিতিয়ে বাধা হয়ে না দাঁড়াত। প্রকৃতির রুষ্ঠতা থেকে এই বন বরাবরই আমাদের রক্ষা করেছে। নীরবে আমাদের অর্থনীতিতে রেখে চলছে বিরাট অবদান। আমরা এবার সেই বনটিকেই হত্যা করতে যাচ্ছি রামপাল প্রকল্পের মাধ্যমে। বিশাল এই প্রকল্প কাজে ইতোমধ্যেই অধিগ্রহণের নামে জোর করে দখল করা হয়েছে ১৮৩৪ একর জায়গা। মাটি ভরাটের যে প্রারম্ভিক কাজ চলছে তার মাধ্যমে দূষণ চক্র ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
প্রতি বছর লক্ষ টন ধান আর হাজার টন মাছের উৎপাদন জলাঞ্জলি দিয়ে যে বিশাল কেন্দ্র গড়ে তোলা হচ্ছে তাতে ভারত হয়েছে আমাদের ব্যবসায়িক অংশীদার। র জ্বালানীর ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। রামপালে বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের জন্য বড় হুমকি এর মধ্যেই সেখানকার জলজ প্রাণীর উপর এর প্রভাব পড়তে শুরু করেছে, কারণ সেখানের শুশুক বা ডলফিনগুলো সেই এলাকা ছেড়ে চলে যেতে শুরু করেছে।

বাদাবনের জারী গানটি রচনা করেছেন মাভৈ দলনেতা মুসা কলিম মুকুল, সঙ্গে আছেন মারুফা, তুরাগ, রাসেল, পুলক, ঐক্য ও শাবা। তাদের আহবান -যাঁরা দেশের প্রতি, বিশ্বপ্রকৃতির প্রতি দায়বদ্ধতা অনুভব করেন তাঁরা গর্জে উঠুন, বাঘের মতো, সুন্দরবন রক্ষার প্রত্যয়ে, সমস্বরে। ছড়িয়ে পড়ুক মুসা কলিম মুকুলের এ আবেদন দেশ দেশান্তরে।
বাদাবন মায়ের আঁচল অভয় রে নিওনা কাড়িয়া নিরদয়। গানটি শুনুন। পাঠকের জন্য বাদাবনের জারী গানটির কথা নিচে লেখা আছে।

বাদাবনের জারী - মুসা কলিম মুকুল

ওরে হিমালয় থে এয়েচে নেমে গঙ্গাজলের ধারা
দেশ দেশ হতে তীর্থযাত্রী প্রনমি আত্মহারা।
সেই সে গঙ্গা তীর্থে এয়েচে কোন পবিত্র ধাম
বিশ্বধামের রাণী সে যে বঙ্গভূমি নাম।

ওরে গঙ্গা নদী বঙ্গে পলি জলে নুনে এসে করিলা সৃজন
ভয়ঙ্কর সুন্দর করিয়া অভয় সুন্দরবন।
গাজীপীর আর বনবিবির আশীর্বাদ সম্বরি
চরণধূলি লইয়া গাইনু বাদাবনের জারী।

হিম হিম হিম হিমেল হাওয়া হিমালয় তারে রুখে
হারিকেন সেও হার মানিতেছে সুন্দরবনের বুকে।
মার আঁচলে মুখটি লুকোয় শিশুটি ভয় পেলে
বাদাবনে বঙ্গজননী তাঁর আঁচল দেছে মেলে।।

বাদাবন মায়ের আঁচল অভয় রে
নিওনা কাড়িয়া নিরদয়।।

বাইন গাছের খুঁটির পরে গরাণ গাছের আড়া
গোলপাতার শীতল ছানি হেঁতাল গুঁড়ির বেড়া।
দক্ষিণে তার জানলা কাটা বইস রে একবার
এসি-ফ্যানের নাম লইবানা এই জনমে আর।।

বাদাবন মায়ের আঁচল অভয় রে
নিওনা কাড়িয়া নিরদয়।।

গাঙের জলে কামোট-কুমির বন্ধু হুঁশিয়ার
একটা খাপণ জাল ফেলিবা তাতেই কাম সাবার।
পারইশে মাছের সাথে হবে ক্যাওড়া টকের ঝোল
জম্মের শোধ বন্ধ হবে গো, ও মুখে ফুটবে না আর বোল।।

বাদাবন মায়ের আঁচল অভয় রে
নিওনা কাড়িয়া নিরদয়।।

ভেটকি-ভাঙান-তোপসে-পারশে-বেলে-গুলে মাছ
লাগলি ক্ষিধে অঢেল পাবা গোল ফলের শ্বাস।
জুয়েল আইচ, পি সি সরকার বঙ্গদেশের যাদু,
জিভের ডগায় ঠেকাই দেকো গো বাদাবনের মধু।।

বাদাবন মায়ের আঁচল অভয় রে
নিওনা কাড়িয়া নিরদয়।।

এই জঙ্গল মৌয়াল-বাওয়াল কতো জেলের প্রাণ
এতেই কাপড়, এতেই ভাত, এতেই গলার গান।
সাত সমুদ্দুর তেরো নদী পার হইয়া আজতক
হৃদয়জ্বালা জুড়াইতেছে কতো পর্যটক।

বাঘ-হরিণ-শুয়োর-বান্দর-গোখরো-গুলবাহার
গাজী পীরের দোয়ায় সুখে করছে চরাচর।
আইলা-সিডর-ঘূর্ণি-বান আর মহাজলোচ্ছ্বাস
খোদা কি শান সুন্দরবন আছে বারোমাস।

গিরিন হাউজ গ্যাসের বিষ নিজের বুকে লইয়া

বাঁচে নীলকন্ঠ সুন্দরবন সবারে বাঁচাইয়া

উন্নয়নের ঝড়ে ওড়াও এমন সুন্দরবন

সুন্দর যতি না থাকে তবে না থাকুক দুনয়ন।

সালাম নমস্কারে জারি করবাম হেথা শেষ
শ্যামল বাংলা শ্যামল থাকলি তাতেই সোনার দেশ।
মাভৈঃ মাভৈঃ রবে বলি মাভৈঃ গানের দল
সুন্দরবন সুন্দর রাখবই, মুখে মাভৈঃ মাভৈঃ বল।

বাদাবন মায়ের আঁচল অভয় রে
নিওনা কাড়িয়া নিরদয়।।

মুসা কলিম নামটি আমার নিবাস সাতক্ষীরা
এসো বন্ধু খাতি দেবো চিংড়ে মাছের বড়া।
কারেন দেবার নাম করিয়া মুসা বেয়াক্কেলে

হাসা মুসা বেয়াক্কেলে হাসা হাসা বেয়াক্কেলে
কয়লা পোড়ায় কালি ওড়ায় গো, মায়ের আঁচলে।।

বাদাবন মায়ের আঁচল অভয় রে
নিওনা কাড়িয়া নিরদয়।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.