নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

culture and heritage activiti

কাজী চপল

সংষ্কৃতিকর্মী

কাজী চপল › বিস্তারিত পোস্টঃ

ফোনেই মিলবে জাতীয় তথ্যসেবা

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২১

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ভয়েস অ্যাকসেস তৈরির কার্যক্রম হাতে নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন [এটুআই] প্রোগ্রাম। মূলত তথ্যপ্রযুক্তি দেশের সর্বস্তরের জনগণের কাছে সহজলভ্য করাই এর উদ্দেশ্য। এই সেবাটি বাস্তবায়নে গত মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এটুআই প্রোগ্রাম ও রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক [প্রশাসন] ও এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার এবং রবি আজিয়াটার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ। ফলে এখন থেকে গ্রাহকদের ফোনেই যেকোনো সময় বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের তথ্য পাওয়া যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এনএম জিয়াউল আলম।

চুক্তির আওতায় এটুআই ও রবির যৌথ উদ্যোগে একটি কল সেন্টার স্থাপন করা হবে। ফলে যেকোনো সেলফোন অপারেটরের সংযোগ ব্যবহারকারী সর্বনিম্ন কলরেটে ভয়েস কল, এসএমএস, আইভিআর এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও ই-মেইল ব্যবহার করে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের সব তথ্য পাবেন। এ ছাড়া নাগরিককেন্দ্রিক ই-সেবা, সেলফোন অ্যাপস তৈরি ও প্রচারের বিষয়ে এটুআইকে সহায়তা দেবে রবি। সব সরকারি ওয়েবসাইটকে একত্রে সংযুক্ত করে প্রতিটি নাগরিকের তথ্য ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করতেই এই বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে ২৫ হাজারের বেশি ওয়েবসাইট যুক্ত রয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.