নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

culture and heritage activiti

কাজী চপল

সংষ্কৃতিকর্মী

কাজী চপল › বিস্তারিত পোস্টঃ

গল্প চুরির দায়ে বৃহন্নলার সব জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

অন্যের গল্প অনুকরণ করে চলচ্চিত্র তৈরির অভিযোগে সরকারি অনুদানে নির্মিত বৃহন্নলার তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল করেছে সরকার। চলচ্চিত্রটির কাহিনী সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট গল্প ‘গাছটি বলেছিল’র সঙ্গে হুবহু মিলে যায়, কিন্তু এজন্য লেখকের অনুমতি নেয়া হয়নি। এমনকি চলচ্চিত্রের ভেতরে লেখককে কোনোরকম স্বীকৃতি দেয়া হয়নি। এমন একটি চলচ্চিত্রকে জাতীয় পুরষ্কার দেয়ায় সমালোচনার ঝড় ওঠে।

সরকারি অনুদানের চলচ্চিত্র বৃহন্নলা মুক্তি পায় ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে। এরপর একই বছরে চলচ্চিত্রটি তিনটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পায়। সেগুলো হচ্ছে শ্রেষ্ঠ সিনেমা, শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা।

এ বিষয়ে তথ্য সচিব মরতুজা আহমদ জানান, তদন্ত কমিটির সুপারিশের আলোকে বৃহন্নলার সবগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল করা হয়েছে। কিন্তু অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না- সে বিষয়ে কিছু জানাননি তিনি। তবে পরিচালকের কাছ থেকে অনুদানের অর্থ ফেরত নেয়াসহ অন্যান্য বিধিবদ্ধ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.