নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

culture and heritage activiti

কাজী চপল

সংষ্কৃতিকর্মী

কাজী চপল › বিস্তারিত পোস্টঃ

মুস্তাফিজের জন্য দোভাষী নিয়োগ

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭

মুস্তাফিজুর রহমানের জন্য দোভাষী নিয়োগ দিলো সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজ যে কতটা গুরুত্বপূর্ণ তা আরও একবার বোঝা গেল। বাংলাদেশের উদীয়মান এ পেসার প্রথমবারের মতো ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলতে গেছেন। তিনি ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট।

কিন্তু ভাষাগত কারণে শুরু থেকেই কিছুটা বিপদে রয়েছেন মুস্তাফিজ। ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলতে পারেন না। এমন কি ভালো বুঝতেও পারেন না। তবে তার বোলিং নিয়মিত কথা বলে যাচ্ছে। তাই ভাষাগত সমস্যা কাটিয়ে ওঠার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করেছে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ। তার জন্য একজন বাংলাভাষী মুসলিম তরুণকে নিয়োগ দিয়েছে তারা। এতে ক্লাব কর্তৃপক্ষ ওই ‘দোভাষী’র মাধ্যমে মুস্তাফিজের দলের খেলোয়াড় ও কোচরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন- ‘মুস্তাফিজের যেন অসুবিধা না হয় সেজন্য একজন বাঙালি মুসলিম ছেলেকে নিয়োগ দিয়েছে হায়দরাবাদ’। ক্রিকেট ইতিহাসে কোনো খেলোয়াড়ের জন্য আলাদা করে ‘দোভাষী’ নিয়োগ দেয়ার ঘটনা সম্ভবত প্রথম।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: সাবাস বাংলার টাইগার এগিয়ে যাও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.