নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

culture and heritage activiti

কাজী চপল

সংষ্কৃতিকর্মী

কাজী চপল › বিস্তারিত পোস্টঃ

ভেজাল ও নিম্ন মানের ওষুধ তৈরি করায় ২০ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬

কি হবে আমাদের? কি হবে আমাদের ভবিষৎ বংশধরদের? নিজেরা নিজেদেরকে হত্যা করছি, এতো আত্মহত্যা!!
সম্প্রতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভেজাল ও নিম্ন মানের ওষুধ তৈরি করায় সংসদীয় কমিটির সুপারিশে ওষুধ প্রস্তুতকারী ২০টি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দ্রুত এই সিদ্ধান্ত নিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দেন।
জেনে নিন যে কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে সেগুলোর নাম- এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মাসিউটিক্যাল, ডলফিন ফার্মাসিউটিক্যাল, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ, জলপা ল্যাবরেটরিজ, কাফিনা ফার্মাসিউটিক্যাল, মেডিকো ফার্মাসিউটিক্যাল, ন্যাশনাল ড্রাগ, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, রিমো ক্যামিকেল, রিদ ফার্মাসিউটিক্যাল, স্কাইল্যাব ফার্মাসিউটিক্যাল, স্পার্ক ফার্মাসিউটিক্যাল, স্টার ফার্মাসিউটিক্যাল, সুনিপুন ফার্মাসিউটিক্যাল, টুডে ফার্মাসিউটিক্যাল, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যাল ও ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুকের নেতৃত্বে গঠিত একটি তদন্ত দলের প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার ২০টি কোম্পানির লাইসেন্স বাতিলের সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। এর একদিন বাদে সচিবালয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ওই সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন।

এছাড়া ১৪টি প্রতিষ্ঠানের সব ধরনের অ্যান্টিবায়োটিক (নন-পেনিসিলিন, পেনিসিলিন ও সেফালোস্পোরিন গ্রুপ) উৎপাদনের অনুমতি বাতিল, ২২টি কোম্পানির পেনিসিলিন ও সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়েটিক উৎপাদনের অনুমতি স্থগিত করার সুপারিশও করে সংসদীয় কমিটি।

যে যে খাতে এ ধরণের আত্মহত্যা চলছে তা খুজে বের করা আর জনসচেনতা দরকার খুব দরকার। আমাদের দেশের মানুষতো করছে এসব, তাহলে কাদের নিয়ে গর্ব আমাদের?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

আচার্য বাঙালি বলেছেন: ভেজাল ওষুধ তৈরিকারী মানবতাবিরোধীদের ফাাঁসি দেওয়া উচিত।
আপনাকে ধন্যবাদ।

২| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২

ঢাকাবাসী বলেছেন: বাতিল হলেও ওদের অষুধ বাজারে চলবেই, কেউ কিচু বলেবেনা। কারণ ঘুষ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮

গোধুলী রঙ বলেছেন: দুনিয়াতে আমাদের মতন আরেকটা কুজাত আছে বলে মনে হয় না, পয়সার জন্য হেন আকাম নাই যা বাঙালী করতে পারে নাহ।

৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

বিজন রয় বলেছেন: টাকা খাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.