নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

culture and heritage activiti

কাজী চপল

সংষ্কৃতিকর্মী

কাজী চপল › বিস্তারিত পোস্টঃ

কবির জন্য ভালবাসা

১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৬

তোমার উদ্ধত কলম ধারাল তরবারী থেকে তীক্ষ
তুমিতো তোমার মস্তিষ্কের তুর্পূণ দিয়ে নির্মান কর
সাবলীল যাবতীয় অহমিকা।
যে অহমিকা নিয়ে যুগে যুগে গড়ে ওঠে সভ্যতা।
মানুষের মস্তিষ্ককে তুমি পথ দেখাও,
প্রক্ষালন ঘটাও স্নায়ুতন্ত্রের মরচে পড়া, জং ধরা
বিবর্ণ পাশবিকতার।
কবি তুমি তিল তিল করে কর্নিক দিয়ে সভ্যতার
ঐতিহ্যের যে পাহাড় গড়ে তোল, কে তার বিনাশ ঘটায়।
প্রতিদিন যে সূর্য এসে আলোকিত করে বঞ্চনাময়
এ নগর গ্রাম প্রান্তর, ডিমের কুসুমের মত সাহসী রঙ মাখায়
বিবর্ণ মুখমন্ডলে। তা যে তোমারই অন্তরাত্মা ভেদ হয়ে আসা
কূহক বিনাসী কোরাস।
সে কোরাস দিয়ে অবগাহিত হয় আমার ধমনী, পবিত্র হয় সব জীবন।
তুমি আকাশের পানে চাও, সূর্য সকাল থেকে সন্ধ্যেয় নামুক।
পৃথিবী স্তব্ধ হয়ে যাক।
মেঘের এক দারুন বজ্রপাত ঘটুক তোমার শৃঙ্খলে
তোমার হ্যান্ডকাপে। কবি তোমার জন্য শুধু ভালবাসা।


কাজী চপলের কবিতা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.