নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

culture and heritage activiti

কাজী চপল

সংষ্কৃতিকর্মী

কাজী চপল › বিস্তারিত পোস্টঃ

প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক

১১ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৭

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সঠিক সময়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গত ৭ আগস্ট এ পরিপত্র জারি হয়। এ নির্দেশনার ব্যতয় ঘটলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক, ক্লাস্টারের সহকারি শিক্ষা কর্মকর্তা ও থানা শিক্ষা কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে পরিপত্রে বলা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি) মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত পরিপত্রে আরও বলা হয়, ইদানিং পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায় দেশের প্রায় ১৩ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত জাতীয় সঙ্গীত গাওয়া হয় না এবং পতাকা উত্তোলন করা হয় না। ফলে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম গঠনে ভূমিকা রাখতে পারছে না, যা মোটেই কাম্য নয়। প্রতিটি কর্মদিবসে বাধ্যতামূলকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে এবং জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। মাঠ বা খোলা জায়গা না থাকলে বিদ্যালয়ের বারান্দায় বা শ্রেণিকক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি ॥

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি ॥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.