নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

একটি অসমাপ্ত গল্পের অসমাপ্ত কবিতা !

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০৮

গল্পের শুরুটা হয়েছিল সেদিন
কোন এক শপিং মলের সিঁড়িতে দাড়িয়ে থাকা তোমার
লাল হয়ে যাওয়া চোখ দুটোতে চোখ রেখেছিলাম যেদিন!
সর্বনাশের শুরু বুঝি এভাবেই হয়
আর কি পেরেছি বের হতে
সে চোখের মায়ার গভীরতা ছিল এতটাই গহীন!

গল্পটায় রঙ ধরা শুরু হয়েছিল সেদিন
যেদিন মুঠোফোনে তোমার খুদে বার্তাতে
হৃদস্পন্দন বেড়ে হয়ে গিয়েছিল দ্বিগুণ !
উড়ে বেড়াচ্ছিলাম আমি ফেসবুক এর স্ট্যাটাস এ
সারাটি রাত কেটেছিল অস্থিরতায় ঘুমহীন !

গল্পের রঙটা হচ্ছিল আরও বেশী পাকা আর রঙিন
কোন এক পার্কের প্রিয় সেই উঁচু জায়গাটায় পা ঝুলিয়ে বসে
তোমাকে পাশে পেয়ে আহ্লাদে আটখানা আর চারপাশ ভুলে যাওয়া
চঞ্চল আমার বকবকানি চলত
ঘণ্টার পর ঘণ্টা ক্লান্তিহীন !

গল্পের থেকে তখনো মেলেনি আমাদের ছুটি
পাশাপাশি দীর্ঘ পথ হেটে চলার সময়
কিংবা রিকশায় ঘুরে বেরানোর সময়
তোমার হাত ধরা নিয়ে
ক্রমাগত চলত আমার খুনসুটি !

গল্পের মাঝে কালো ছায়াটি পরেছিল সেদিন
তোমার লেখনির শব্দ যুদ্ধে এক আততায়ীর চাওয়া
ভালোবাসা রুপে প্রকাশ পেয়েছিল যেদিন!
রঙিন দুনিয়ার ঝলকানিতে দুজন পা রাখলাম যেই
লোভে আর পাপে তলিয়ে যাওয়া নাবিকের
ফিরবার পথ আর কই !

গল্পটির ঠাই হচ্ছিল যখন কাঙ্খিত গন্তব্বের কুলে
শেষ বিকেলে দুষ্ট ছায়ার হাতছানিতে পা বাড়ানো ভুলে,
জীবনের পথে একে একে পার করে সব বৈরিতা
অসমাপ্ত গল্পটি এখন অসমাপ্ত আমার কবিতা !

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:০২

কাওসার চৌধুরী বলেছেন:


শুভেচ্ছা নেবেন। সত্যি, বলছি অনেক দিন পর এত চমৎকার একটি রুমান্টিক কবিতা পড়লাম। এক কথায় Awesome............। আপনি লেখে যান, আমি আপনার একজন নিয়মিত পাঠক। দেখবেন একটা সময় আসবে, সবাই আপনাকে নিয়ে গর্ব করবে। যত লেখবেন, লেখার মান ততো ভাল হবে। অনেক শুভ কামনা রইল।

আমার ব্লগে তো একবারও গেলেন, না। এজন্য একটু মন খারাপ।

০৮ ই মে, ২০১৮ সকাল ১০:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: শুভ সকাল! আপনাকে আমার লেখার একজন নিয়মিত পাঠক হিসেবে পেয়ে আমি খুবই আনন্দিত এবং অনুপ্রানিত। সত্যি বলতে, আমি অপেক্ষায় ছিলাম আপনার মন্তব্বের :P
তবে যদি ভুল না হয় আপনার বাক্তিত্ত নিয়ে লেখাটি পড়ার সময় আমি আপনার ব্লগে গিয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারনে অন্যান্য লেখাগুলো দেখা হয়নি। :(

২| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:৪১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভালো লাগল।

০৮ ই মে, ২০১৮ সকাল ১০:১৫

কথার ফুলঝুরি! বলেছেন: শুভ সকাল ! ধন্যবাদ আপনাকে, আমার কবিতা পাঠ এবং আপনার মন্তব্বের জন্য। :D

৩| ০৮ ই মে, ২০১৮ রাত ১২:৩১

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

০৮ ই মে, ২০১৮ সকাল ১০:১৬

কথার ফুলঝুরি! বলেছেন: শুভ সকাল আপনাকে ও! অনেক ধন্যবাদ সময় নিয়ে কবিতা টি পাঠ করার জন্য এবং মন্তব্য করার জন্য। :D

৪| ০৮ ই মে, ২০১৮ সকাল ১০:২৩

কাওসার চৌধুরী বলেছেন: শুভ সকাল। দেরীতে হলেও প্রতিউত্তর করেছেন এজন্য ধন্যবাদ। লেখটা চালিয়ে যান। পৃথিবীতে কেউ লেখক হয়ে জন্মায় না। সবাই নিজের পরিশ্রম আর দক্ষতা দিয়ে লেখক হয়। আরেকটি কথা, শুধু লেখার জন্য লেখলে হবে না। লেখা হতে হবে ইউনিক। এজন্য লেখার আগে প্রচুর পড়তে হবে, জানতে হবে।

অনেক শুভ কামনা আপনার জন্য।

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: "লেখাটা চালিয়ে যান। পৃথিবীতে কেউ লেখক হয়ে জন্মায় না। সবাই নিজের পরিশ্রম আর দক্ষতা দিয়ে লেখক হয়। আরেকটি কথা, শুধু লেখার জন্য লেখলে হবে না। লেখা হতে হবে ইউনিক। এজন্য লেখার আগে প্রচুর পড়তে হবে, জানতে হবে" অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সাপোর্ট এর জন্য।

৫| ০৮ ই মে, ২০১৮ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

০৯ ই মে, ২০১৮ সকাল ৯:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: শুভ সকাল! অনেক ধন্যবাদ কবিতা পাঠ এবং মন্তব্য করে আমাকে অনুপ্রানিত করার জন্য।

৬| ০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।

শুভ ব্লগিং।

০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: শুভ সকাল। আপনাকে ও অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন

৭| ০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:২৩

কাওসার চৌধুরী বলেছেন: আমার প্রশ্নের উত্তরও নেই, নতুন কবিতাও নেই!!!

০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: বলেছেন: আমি খুবই দুঃখিত, আপনি কোন প্রশ্নের কথা বলছেন ঠিক মনে করতে পারছিনা :( আসলে দুইদিন ধরে অনেক Busy অফিসের কাজে, সময় করে ব্লগে আসা হচ্ছেনা তাই হয়ত skip হয়ে গিয়েছে :( যদি আরেকবার বলতেন খুশী হতাম।

৮| ০৯ ই মে, ২০১৮ দুপুর ১:২৬

কাওসার চৌধুরী বলেছেন: সরি, বিজি সময়ে বিরক্ত করলাম। এই পোস্টে আমার আরেকটি কমেন্ট আছে, আপনি হয়তো খেয়াল করেন নাই, এজন্য উত্তর দেন নাই। আসলে ফান করে কথাগুলো বলছি। আর আমার পোস্টে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ।

অনেক শুভ কামনা, আপনার জন্য। পথ চলা নিরাপদ হোক, এই প্রত্যাশা রইলো।

০৯ ই মে, ২০১৮ দুপুর ২:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: অহ আচ্ছা! এখন বুঝতে পেরেছি। আসলে খেয়াল করেছি কিন্তু পরে উত্তর দিব ভেবে আর দেয়া ই হয়নি :P মাঝে মাঝে ফান মন্দ না, এতে সম্পর্ক আরও সুন্দর হয়।
Busy তো থাকবই তাই বলে কি ব্লগে আমার প্রিয় মুখ গুলোকে ভুলে থাকলে চলবে! সত্যি বলতে ভুলে থাকতে ও পারিনা। আপনাদের ভালোবাসা ই তো আমাকে শত কাজের মাঝেও এখানে টেনে আনে।

৯| ০৯ ই মে, ২০১৮ দুপুর ২:১২

কাওসার চৌধুরী বলেছেন: আপনি কী পেশায় ডাক্তার? সবচেয়ে ব্যস্ত তো ডাক্তাররা এদেশে!!!

১০ ই মে, ২০১৮ সকাল ১০:৪২

কথার ফুলঝুরি! বলেছেন: নাহ! ডাক্তার দের অনেক সাহস থাকে, আমার অত সাহস নেই। আমিতো সামান্য রক্ত দেখলেই ভয় পাই। :( একটা ছোটখাটো Private Company তে Job করি।

১০| ০৯ ই মে, ২০১৮ দুপুর ২:৩৭

কাওসার চৌধুরী বলেছেন: বুঝতে পারছি। আমিও রক্ত ভয় পাই। একটা মুরগী জবাাই করাও সহ্য করতে ওারি না। https://m.facebook.com/profile.php?ref=book

০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! মজা পেলাম জেনে :D

১১| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: বড্ড এলোমেলো লাগলো।
আর একটু গুছিয়ে লিখুন।

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: পরের লেখায় চেষ্টা করবো ভাইয়া আর একটু গুছিয়ে লেখার।

১২| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পরের লেখায় চেষ্টা করবো ভাইয়া আর একটু গুছিয়ে লেখার।

অনেক ধন্যবাদ।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: আপনাকে ও ধন্যবাদ প্রিয় রাজীব নুর ভাইয়া। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.