নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

কবি যখন আঁকে ছবি

২৬ শে মে, ২০১৮ সকাল ১০:২৭



হে কবি! তুমি আঁকিয়াছ ছবি
হৃদয়ের ক্যানভাসে মোর
বড় যতন করিয়া মনের মাধুরী মিশাইয়া
পরতে পরতে বেদনার নীল রঙ
দিয়াছ ছড়াইয়া ছিটাইয়া !

চিত্রকর হইয়া যে হৃদয় দিয়াছিলে প্রিয়
ভালোবাসার রঙ্গে ভরিয়া ভরিয়া
পাষাণের মত সে হৃদয়ের ক্যানভাস হইতে
নিয়াছ সে রঙ কাড়িয়া।

তোমারই প্রিয় নীল রঙ, তাই বুঝি
দিয়াছ সে রঙ ছড়াইয়া ছিটাইয়া
হৃদয়ের ক্যানভাসে মোর
বড় যতন করিয়া মনের মাধুরী মিশাইয়া !


ফটো-গুগল

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৩৪

কাওসার চৌধুরী বলেছেন: একজন কবি, এভাবে তার প্রেমিকা কবির মনে নীল বিষ ঢেলে দেওয়া ঠিক হয়নি। পাষাণ তুমি!! :( রং তুলি দিয়ে হৃদয়টাকে রংয়ের আঁচড়ে রঙিন করিয়া চলে যাওয়া, অবজ্ঞা করা এমন নিষ্টুরতা প্রত্যাশিত ছিল না। হে, প্রিয় কবি। :(( তোমার প্রিয় নীল রঙ দিয়ে কেন এ সাদা মনটিকে বিষিয়ে তুল্লে!!! জবাব দাও, প্লীজ!!!

তুমি পারলে এমন পাষাণ হতে!!! পারলে!!!

বিঃদ্রঃ মন খারাপের কিছু নেই, এক খান কবি গেছে তা কী হয়েছে। দেশে, ব্লগে অসংখ্য কবি আছেন। সো, চিয়ার্স।

২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! শুভ সকাল, কাউসার ভাই! আমার বিরহের কবিতায় আপনার মন্তব্য গুলো পড়লে মজা লাগে :P

"তোমার প্রিয় নীল রঙ দিয়ে কেন এ সাদা মনটিকে বিষিয়ে তুল্লে" কোন সমস্যা নাই ভাইয়া, কারন আমার ও নীল রঙ প্রিয় :D :P

"বিঃদ্রঃ মন খারাপের কিছু নেই, এক খান কবি গেছে তা কী হয়েছে। দেশে, ব্লগে অসংখ্য কবি আছেন। সো, চিয়ার্স" হাহা! যত কবি থাকুক ওই একজন কবিই তো বিশেষ কবি ;) :P

২| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:২৬

কাওসার চৌধুরী বলেছেন:

কবির অমর বাণী: (১) কারন আমার ও নীল রঙ প্রিয় :D :P
বাণী: (২) যত কবি থাকুক ওই একজন কবিই তো বিশেষ কবি ;) :P

(হারিয়ে যাওয়া কবি বড়ই অভাগা)। বিঃদ্রঃ নতুন কবি/ছড়া থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা উত্তম। B-) B-) B-)

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:০২

কথার ফুলঝুরি! বলেছেন: "কবির অমর বাণী: (১) কারন আমার ও নীল রঙ প্রিয় :D :P
বাণী: (২) যত কবি থাকুক ওই একজন কবিই তো বিশেষ কবি ;) :P" জী জী ইহা সত্য :P

"বিঃদ্রঃ নতুন কবি/ছড়া থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা উত্তম" উপদেশ গ্রহণ করিলাম :P

ছবিটির জন্য ধন্যবাদ।

৩| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১:২৪

জোকস বলেছেন: ভালোইতো।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: জী ভালো :P ধন্যবাদ জোকস ভাইয়া :D

৪| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক? প্রোপিক টা সেরাম হইচে!!!;)


ওরে?
কে কোথায় আছিস শুনে রাখ তোরা
এসে গেছে মহাবীর!
যেদিকে পারিস সরে যা সব
এখানে করিস নে ভীড়!!:P

লেখকের আজ রিমান্ড হইবে
কি যাতা সব লিখে??X(
লিখতে পারে না সহজ কিছু
আমার থেকে শিখে??:P

তৈল মন্ত্রী আগেই হাজির?:(
ভেবেছিনু যা আমি,
বিষিয়ে তুলেছে লেখকের মন
পাঠক হইতে নামি!!:(

লেখকেরা সব শুনিয়া রাখুক
আমি হনু মহাবীর,
কবিদের আমি কেয়ার করি না
মানিনা কাউকে পীর!!!X(

লিখিব না আর কোন কিছু আমি
লিখলেই আসে বড়াই, :(
ডাইরেক্ট অ্যাকশানে বিশ্বাসী আমি
তবে হয়ে যাক লড়াই??X(

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: "প্রোপিক টা সেরাম হইচে" আমারও অনেক পছন্দ হয়েছে ভাইয়া :D

"লিখিব না আর কোন কিছু আমি
লিখলেই আসে বড়াই, :(
ডাইরেক্ট অ্যাকশানে বিশ্বাসী আমি
তবে হয়ে যাক লড়াই??X("
আজকে লড়াই করার মুড নাই ভাই :P আজ কবিতা মুড :( কি দারুন কথাগুলো ভাই। আসলেই আপনি মন্তব্য এর খনি :P আমি আপনার শিষ্য হতে চাই গুরু :P

৫| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আমার পোস্ট গুলো পড়ে আপনার মতামত জানানোর জন্য। :D

৬| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:০৭

কাওসার চৌধুরী বলেছেন: নতুন কবিদের এড়িয়ে চলাই শ্রেয়। :-B :-B

২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৪৪

কথার ফুলঝুরি! বলেছেন: "নতুন কবিদের এড়িয়ে চলাই শ্রেয়" কথার ফুলঝুরির কবিদের নয় বরং কবিদের কথার ফুলঝুরি কে এড়িয়ে চলা ভালো ;)

৭| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:১২

কাওসার চৌধুরী বলেছেন:


তৈল মন্ত্রী আগেই হাজির?:(
ভেবেছিনু যা আমি,
বিষিয়ে তুলেছে লেখকের মন
পাঠক হইতে নামি!!:(

যত লেখ কবিতা হে বীর
লাভ হবে না কোন
ব্লগে আছি মুই সব খানেতে
রাখবো তোমায় বিনো।

২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! আপনি এবং নিজাম ভাই দুইজনেই আছেন সবখানে :D :P

৮| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, কবিতা পড়ে আপনার ভালোলাগা জানানোর জন্য :D

৯| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:৫২

কাওসার চৌধুরী বলেছেন: ডাইরেক্ট অ্যাকশানে বিশ্বাসী আমি :(
এর খনি :P আমি আপনার শিষ্য হতে চাই গুরু :P

লাইন দু'টির শানে নজুল বুঝতে পারিনি। B-)

২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: "লাইন দু'টির শানে নজুল বুঝতে পারিনি" না মানে :P নিজাম ভাই তো তার মন্তব্বের জন্য বিখ্যাত তাই আরকি ভাবলাম যদি তার শিষ্য হয়ে আমিও একটু বিখ্যাত হতে পাড়ি :P
তবে আরও একজন আছেন যিনি তার পোস্ট এর জন্য বিখ্যাত ;) একই সাথে তার শিষ্য হলেও মন্দ হয়না :P তাহলে আমি পোস্ট এবং মন্তব্য দুটোতেই বিখ্যাত হয়ে যাব :D :-B

১০| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: সবাই কবির কবিতা প্রেমের কিন্তু কেউ কবির প্রেমের পড়েনা ; কারণ কবিতা দিয়ে জীবন চলেনা । ;) ;)

২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: "কবিতা দিয়ে জীবন চলেনা" কথা সত্যি ভাইয়া :P কিন্তু টাকা দিয়ে না হয় জীবন চলবে কিন্তু মন ? ? মন কে চালাতে হলে চাই কবিতা :P

তবে আমি কিন্তু ভাইয়া আগে কবির প্রেমে পরেছি তারপর কবিতার, কবিতা আমার জন্য বোনাস :P

১১| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:০৫

ন্যায়দন্ড বলেছেন: সুন্দর কবিতা।
তবে মন ভরে না্ই।

২৭ শে মে, ২০১৮ সকাল ১১:১২

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য।
"তবে মন ভরে না্ই" হাহা! চেষ্টা করবো পরবর্তী লেখাগুলো এমন ভাবে লিখতে যেন পাঠকের মন ভরে যায় :P

১২| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:১৬

নাজিম সৌরভ বলেছেন: কবিতা তো নয়, যেন মিষ্টি কথার ফুলঝুড়ি । আপনার নামের সাথে পোস্টগুলো মানিয়েছে দারুণ !

২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: "কবিতা তো নয়, যেন মিষ্টি কথার ফুলঝুড়ি" :P হাহা! ধন্যবাদ ভাইয়া আপনার চমৎকার মন্তব্য এর জন্য।

"আপনার নামের সাথে পোস্টগুলো মানিয়েছে দারুণ' হুম! আমাদের শুধু নামে নয় কাজে পরিচয় দেওয়া উচিত :P

১৩| ২৮ শে মে, ২০১৮ রাত ২:২৪

কাওসার চৌধুরী বলেছেন:


সারাদিন কোন খবর নাই? হোপ, কবি ইজ বেক!!! :-B :-B,
দোলনা ইজ ফুল নাউ!!! :( :( :(

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: "সারাদিন কোন খবর নাই? হোপ, কবি ইজ বেক" ইয়েস ভাইয়া :-B

"দোলনা ইজ ফুল নাউ" হাহা! দোলনার সাথে সামুর সম্পর্ক নেই :P ওইটা জাস্ট পার্ট অফ মাই লেখা :P দোলনা তো সর্বদাই ফুল ;)

১৪| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:০৩

নিশাচড় বলেছেন: আমর নীল রঙ প্রিয়। বেদনার রঙ নীল সেটাও ঠিক। ভালো লেগেছে কবি। ভালোবাসা রইলো।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৫

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য এর জন্য। আপনার ও প্রিয় রঙ নীল জেনে ভালো লাগল। শুভকামনা আপনার জন্য।

১৫| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৩১

নিশাচড় বলেছেন: আপনার জন্যও শুভ কামনা।

আমার ব্লগে আসার নিমন্ত্রণ রইলো।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: অবশ্যই আসবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.