নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

সুখের সন্ধানে

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৪৬



বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন “ তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও”

ভাবলাম আজ একটু সুখের সন্ধানে বেড়িয়ে পরি

যদি এমন একটা প্রশ্ন করা হয় যে “সুখ কাকে বলে? সুখ কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও” এই প্রশ্নের উত্তর লেখার জন্য কতোগুলো কলম ও কতোগুলো কাগজের দরকার পরবে তার হিসাব করা কঠিন। কারন সুখের সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম। পৃথিবীর মানুষ যদি একশো কোটি হয় এই একশো কোটি মানুষের কাছে সুখের একশো কোটি মানে। আমার খুব ইচ্ছে হয় আমি প্রতিটি মানুষের কাছে থেকে জানি কার কাছে সুখের সংজ্ঞা কি? সুখের মানে কি?

তবে বিষয়গুলো অনেকটা এরকম হতে পারে

**একটি ৫ বছরের শিশুর জন্য হকারের কাছে দেখা বেলুন কিংবা একটা খেলনা পাওয়া টা সুখ আবার সেই হকারের কাছে এইরকম হাজার টা শিশুর কাছে বেলুন কিংবা খেলনা বিক্রি করতে পারাটা সুখ।

**একজন রিকশাওয়ালা, দিনমজুর কিংবা একজন হকার এমন অল্প আয়ের মানুষগুলোর কাছে পেট ভরে তিনবেলা খাওয়া, ছেলে মেয়েদের কিছু আবদার পূরণ আর মাঝে মধ্যে একটু বিনোদন, এই তার কাছে সুখ।
আবার যিনি কোটি টাকার মালিক যার কোন কিছুর অভাব নেই অভাব শুধু একটু শান্তির। সংসারে শান্তি, ব্যবসায়িক জীবনে শান্তি, এই শান্তিই তার জীবনের সুখ।

**কোন এক অবিবাহিত যুবতী যে কিনা বড় হওয়ার পর থেকে শুধুমাত্র বিয়ে, সংসার, স্বামী, সন্তান এসবের স্বপ্ন দেখে এসেছে তার কাছে একটা ভালো পরিবারে ভালো একটা ছেলের কাছে বিয়ে হওয়াটা সুখ।
আবার যে যুবতী স্বামী, সংসার সব থাকা সত্ত্বেও প্রতিনিয়ত শ্বশুরবাড়ির মানুষের অত্যাচারে অতিস্ট, চরিত্রহীন স্বামীর মিথ্যাচারে অতিস্ট, তার কাছে এ সংসার থেকে মুক্তি পাওয়াটা সুখ।
আবার যে কিনা স্বামী, সংসার সব নিয়ে পরিপুষ্ট, তার কাছে সুখ মানে শুধু একটি সন্তান।

**যে কিশোরী নতুন নতুন প্রেমে পরেছে, ভালবাসতে শিখছে সে যখন কাউকে, তার কাছে তার ভালোবাসার মানুষের দেখা পাওয়া, তার সাথে একটু সময় কাটানো, একটু কথা বলতে পারাটা সুখ।

**যে তরুণী মন প্রান দিয়ে কাউকে ভালোবেসে অস্থির, তার কাছে সেই মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া মানে সুখ।

** একজন যুবক যে কিনা একটা চাকরীর জন্য হন্যে হয়ে ঘুরছে, প্রতিনিয়ত তার বেকারত্ব নিয়ে পরিবার আর সমাজের কথা শুনছে তার কাছে একটা চাকরি ই সুখ।

** যে বাবা টাকার অভাবে ছেলে মেয়েদের পড়াশোনা চালাতে হিমশিম খাচ্ছে, মেয়ে বিয়ে দিতে পারছেনা, তার জন্য কিছু টাকা হলে ছেলে মেয়েদের ভালো স্কুলে কিংবা কলেজে ভর্তি করানো, মেয়ে বিয়ে দিয়ে ভারমুক্ত হওয়া মানে সুখ।

** একজন বৃদ্ধ যে কিনা বার্ধক্য এর ভারে নুয়ে পরে অসহায়, ছেলে মেয়েদের অবহেলা পেতে পেতে যে অতিস্ট, মৃত্যুর আগে শুধু একটু শান্তিতে বসবাসের জন্য মাথা গোজার একটা জায়গা পাওয়া তার জন্য সুখ।

এরকম হাজার হাজার কোটি কোটি ছোট বড় সুখ ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের আশে পাসে। তবে সুখ কিন্তু পরিবর্তনশীল। মানুষের চাওয়ার উপর নির্ভর করে তার সুখ। একটি চাওয়া পূরণ হয় তৈরি হয় আরও একটি চাওয়া। তখন মনে হয় এই চাওয়া টি পূরণ হলে আমি সুখী। মানুষের চাওয়ার কোন শেষ নেই তেমনি শেষ নেই সুখের মানের।

তাই যার চাওয়া যত কম, যার দুনিয়া যত ছোট তার সুখ মনে হয় ততটাই বেশী।

আর থাকতে হবে সন্তুষ্টি। যার সন্তুষ্টি যত বেশী তার মনে এবং জীবনে সুখ তত বেশী। আর যে কোন কিছুতে সন্তুষ্ট না, যার শুধু চাই আর চাই তাঁকে তো আকাশের চাঁদ এনে দিলেও বলবে এটা গোল কেন।

কিছু মানুষ আছে সুখী হওয়ার মত সবকিছু থাকা সত্ত্বেও তার শুধু হাহাকার এটা নিয়ে ওটা নিয়ে। অথচ তার জীবন সমুদ্রে যতখানি জল আছে তার একফোঁটা জল হলে আরেকটা মানুষের জীবন পরিপূর্ণ হয়ে যায়।

বড় অদ্ভুত জিনিস এই সুখ।

তবে পৃথিবীর কোন মানুষ ই হয়তো পরিপূর্ণ ভাবে সুখী হতে পারেনা। কারন সব মানুষের ই কিছু না কিছু অপূর্ণতা থাকে, দীর্ঘশ্বাস থাকে। অনেক সুখের মাঝেও কিছু কিছু সময়ে যেটা কষ্টের কারন।

আচ্ছা, সুখকে যদি বিনিময় করা যেত তাহলে অনেক ভালো হত, তাইনা? আশে পাশের মানুষ গুলোকে একটু একটু করে সুখ বিনিময়। তবে এটা সম্ভব হলেও হয়তো আমরা সুখ বিনিময় করতাম না। আমরা মানুষ এতটাই লোভী আর খারাপ। ব্যাংক এর টাকা পয়সা আর গয়নার মত সুখগুলোকে ও হয়তো জমা করে রেখে দিতাম কিন্তু তা দিয়ে আরেকটা অসুখী মানুষকে সুখী করার চেষ্টা করতাম না ।

তবে সুখ কে বিনিময় করা না গেলেও ভালোবাসা কিন্তু বিনিময় করা যায়। আমরা কিন্তু পারি আমাদের আশে পাশের মানুষের কার কি সমস্যা, কার কি প্রয়োজন তা জানার চেষ্টা করতে এবং তার প্রতি নিজের মমতা আর ভালোবাসার হাত টা বাড়িয়ে দিয়ে তাঁকে সুখী করার চেষ্টা কি একটু করতে পারিনা? তাহলে একসময় দেখা যাবে আমাদের আশে পাশের, এ পৃথিবীর সব মানুষ পুরোপুরি না হলেও অনেকটা সুখী ও শান্তির জীবন যাপন করছে, আমাদের একে অপরের ভালোবাসা বিনিময় দ্বারা।

ভবিষ্যতের পৃথিবী সুখময় হবে কিনা জানা নেই তবে বর্তমান পৃথিবী কে নিয়ে, গীতিকার লতিফুল ইসলাম শিবলীর লেখা এবং আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া গানে এভাবে বলতে পারি

"সুখের ই পৃথিবী
সুখের ই অভিনয়
যত আড়ালে রাখো
আসলে কেউ সুখী নয়"

আসলেই কেউ সুখী নয়!

মন্তব্য ৩৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

সৈয়দ ইসলাম বলেছেন: আপনি দেখছি এখনো প্রথম পাতায় আসেননি?

লেখা তো ভালই লেখেন।
মনোমুগ্ধকর লেখা লেখে চলুন।
ও হ্যা, ঢাবিয়ানের পোস্টে আপনার মুগ্ধতা মাখা মন্তব্য দেখেই আপনার ব্লগবাড়িতে আসলাম।

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:১৫

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার ব্লগবাড়ি ঘুরে যাওয়ার জন্য এবং মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। একজন সিনিয়র হিসেবে এই নতুন লেখিকার পাশে থাকবেন আশা করি।

"আপনি দেখছি এখনো প্রথম পাতায় আসেননি?" না ভাইয়া, যাচ্ছি না তো প্রথম পাতায় :(

২| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৩১

কাওসার চৌধুরী বলেছেন:
সুখি হওয়ার আসলে নির্দিষ্ট কোন ছক নেই। আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় হয়তো হয়ে উঠে না। আপনি চমৎকারভাবে বিষয়টি বিশ্লেষণ করেছেন।

"কোন এক অবিবাহিত যুবতী যে কিনা বড় হওয়ার পর থেকে শুধুমাত্র বিয়ে, সংসার, স্বামী, সন্তান এসবের স্বপ্ন দেখে এসেছে তার কাছে একটা ভাল পরিবারে একটা ছেলের কাছে বিয়ে হওয়াটা সুখ।".................

কবির অমর বাণীটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম :( :(। হে পরওয়ার দিগার কবির একমাত্র এ চাওয়াটাকে তুমি কবুল আর মঞ্জুর কর। B-) B-) (আমিন)

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া, আপনার ছবিটির জন্য এবং তার মধ্যে কথার ফুলঝুরি কে নিয়ে যে লেখাটি তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে কথার ফুলঝুরি তো রূপবতী নয় :P

লেখার মধ্যে কবির তো আরও কিছু অমর বানী ছিল সব রেখে আপনার এই বানী টি ই মনে ধরল :P আপনার দোয়ায় দোয়ায় এবার আর ফাঁকা দোলনা ফাঁকা থাকবেনা বুঝি :P :-B

৩| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৫০

কাওসার চৌধুরী বলেছেন: লেখার মধ্যে কবির তো আরও কিছু অমর বানী ছিল সব রেখে আপনার এই বানী টি ই মনে ধরল :P আপনার দোয়ায় দোয়ায় এবার আর ফাঁকা দোলনা ফাঁকা থাকবেনা বুঝি :P :-B

এই অমর বাণীখানা কবির জন্য বড়ই উপকারী এখন। :( দোলনাটা কবিতাময় হয়ে উঠুক তাড়াতাড়ি। B-) B-)

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: "এই অমর বাণীখানা কবির জন্য বড়ই উপকারী এখন" হাহা :P

" দোলনাটা কবিতাময় হয়ে উঠুক তাড়াতাড়ি" ধন্যবাদ আপনার শুভকামনার জন্য :-B

৪| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: একেই বলে ব্লগিং, চালিয়ে যান। প্রথম লাইক ;)

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: "একেই বলে ব্লগিং" খুবই ছোট একটি কথা কিন্তু অনেক বড় মানে :P :D

পাশে থাকার জন্য এবং বরাবরের মত উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রান্তর ভাইয়া ।

৫| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে!
কেউ বলে সবার মনে তোমার বাসা ।।
কারো মনে তুমি আবার চৈতি তৃষা
তুমি বধুর মধুর হাসি
নাকি বিষের বাশী
আমার জানতে ইচ্ছে করে
সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: "সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে" আমার ও খুব জানতে ইচ্ছে করে।

অনেক ধন্যবাদ আমার লেখা পড়া এবং খুব চমৎকার একটি মন্তব্বের জন্য। আমার পোস্ট এ আপনার মন্তব্য পেয়ে অনেক খুশী হলাম, সাথে অনুপ্রানিত। সামনের দিনগুলোতে পাশে থাকবেন আশা করি।

৬| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: সবাই তো সুখী হতে চায় !“ ;)

২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: তবু কেউ সুখী হয়, কেউ হয়না ;)

৭| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আবার এলাম একটা কথা বলার জন্য, "আমরা সুখের তরঙ্গে ভেসে আছি, কিন্তু সেই সুখ খুঁজে পাওয়া দায়।"
আমার নাম প্রান্ত, আমাকে তুমি করে বলবেন, আমি বয়সে আপনাদের অনেক ছোট :) । ধন্যবাদ।

২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: আবার এসেছেন তাই আবার ও আপনাকে ধন্যবাদ ভাইয়া।

"আমার নাম প্রান্ত, আমাকে তুমি করে বলবেন, আমি বয়সে আপনাদের অনেক ছোট" অনুমতি যখন দিয়েছ তখন ছোট ভাইকে তুমি করে বলতে পারি :P তবে ব্লগে তো তুমি আমার বড় ভাই :P

৮| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক?
আমি একটু খাটাশ টাইপের! যাদের সাথে মিশি তাদের জ্বালিয়ে মারি! অতিরিক্ত কমেন্ট করি! তাতে আপনি বিরক্ত হতে পারেন! (দু-একটা কমেন্ট সভ্যতা বর্জিতও হতে পারে।) আমার কাছে ওগুলো স্বাভাবিক, কিন্তু ব্লগের অনেকে সে সবে অভ্যস্ত নয়। এজন্য ফাউল কবিদের(৩-৪জন আবেগী নওজোয়ান) সাথে আমার বিরোধ!!



আমি চাই না অচেনা কারো সাথে সম্পর্ক খারাপ হোক!
তাই কমেন্ট আর করছি না!
কিবোর্ড ভাঙুন, লেখালেখি করুন.....;)
কোন সমস্যা হলে পাঠক আছে!!

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:১১

কথার ফুলঝুরি! বলেছেন:

নিজাম ভাই কি বললেন এসব
মনেতে পেলাম কষ্ট
আপনার কথার/মন্তব্বের ঢং ই যে এমন
কিন্তু নয়তো আপনি দুষ্ট ! ;)

আপনি যতই মন্তব্য করেন
হবনা আমি বিরক্ত
আমার ভাই ভালোবাসার লোভ
আপনাদের ভালোবাসায় হতে চাই আমি সিক্ত :P

কবিতা পছন্দ করেন না আর
কবিদের সাথে বিরোধ ? :(
কোন সমস্যা নেই ভাই
একদিন তাদের মনেও জাগবে সুবোধ :-B

আপনার সাথে বিরোধ যাদের
সব কপাল পোড়ার দল
আপনি আমার ভাই বন্ধু
আপনাকে চিনতে নইতো আমি দুর্বল :-B

বন্ধুত্তের মাঝে অসৌন্দর্য
জানি সে তো বিরোধ আনে
কথার ফুলঝুরি পায়না তো ভয়
কারন সে, ভালোবাসা দিয়ে
মানুষের মন জয় করে নিতে জানে :-B

৯| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:১৮

উদাস মাঝি বলেছেন: সুখ বিনিময় করা গেলে, মন্দ হত না । দরকার হলে, ছিনতাই করা যেত ! ;)

সুখ নিয়ে মেয়েদের এত রেফারেন্স দিলেন কেন ? ঘটনা কি ?
ছেলেরা কি দোষ করল :-&

চিন্তাশীল এরকম আরও বিষয় নিয়ে লিখুন । ভাল লেগেছে ।

আর প্রথম পাতায় জলদি আসুন ।
আপনার জন্য শুভকামনা রইল :)

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:১০

কথার ফুলঝুরি! বলেছেন: "সুখ নিয়ে মেয়েদের এত রেফারেন্স দিলেন কেন ? ঘটনা কি ?
ছেলেরা কি দোষ করল" আসলে নিজে তো মেয়ে তাই মেয়েদের বিষয়গুলো ভালো বুঝি :P আর ছেলেদের তো শুধুমাত্র দুই টাই সুখ :P অবিবাহিত ছেলেদের চাকরী পেয়ে বিয়ে করতে পারলে সুখ আর বিবাহিত দের বউ কে ফাঁকি দিয়ে বন্ধু দের সাথে আড্ডা দিতে পারা টা সুখ :P

"চিন্তাশীল এরকম আরও বিষয় নিয়ে লিখুন" চেষ্টা করবো ভাইয়া ।
"ভাল লেগেছে" খুশী হলাম, সাথে অনুপ্রানিত ।
"আর প্রথম পাতায় জলদি আসুন" সামুর মডু ভাইয়েরা যদি প্রথম পাতায় যাওয়ার দরজা টা খুলে দেয় :(

সবশেষে শুভ সকাল এবং অনেক ধন্যবাদ উদাস মাঝি ভাইয়া আমার ব্লগ বাড়ি ঘুরে যাওয়ার জন্য এবং মন্তব্য করার জন্য।

১০| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: একটু সুখের খোঁজ করতে এসেছিলাম ;) :P
একটু সুখ হবে ??

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৪২

কথার ফুলঝুরি! বলেছেন: আপনার তো এখন সুখের অভাব নেই ভাইয়া :P আপনার প্রেয়সী যে গলায় মালা পরাতে রাজি হয়েছে :-B
এই অভাগী রে বরং একটু সুখ ধার দিতে পারেন :( :P

১১| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩০

আখেনাটেন বলেছেন: তবে পৃথিবীর কোন মানুষ ই হয়তো পরিপূর্ণ ভাবে সুখী হতে পারেনা। কারন সব মানুষের ই কিছু না কিছু অপূর্ণতা থাকে, দীর্ঘশ্বাস থাকে। অনেক সুখের মাঝেও কিছু কিছু সময়ে যেটা কষ্টের কারন। -- এটাই সত্যি। অালটিমেইট হ্যাপিনেস বলতে কিছু নেই। এটা থাকলে দুনিয়াটা পানেসে হয়ে যেত।

কারণ যখন কেউ জানবে তার আর চাওয়া পাওয়ার কিছু নেই, এর পরের অবস্থাটা ভাবুন ব্যাচারার। এই রকম অবস্থায় উন্নত বিশ্বের অনেকেই সুইসাইডও খায়। 'অধিক শোকে পাথরের মতো অধিক সুখে পরপার'। :D

অসুখি মানুষই পারে নতুন কিছুর সম্ভাবনা জাগাতে। দেখবেন বেশির ভাগ কবি সাহিত্যিকেরাই নানারকম অসুখী অবস্থার মধ্যেই জীবনের সেরা কাজগুলো করেছেন।

অনেক ব্লগে আপনার সুন্দর মন্তব্য দেখে আপনার ব্লগে এসে হতাশ হয় নি। চমৎকার একটি লেখা লিখে রেখেছেন। এখনও সেফ ব্লগার না হলে এভাবে লিখতে থাকুন বেশি দিন সময় লাগবে না সেফ হতে।

শুভকামনা নিরন্তর আপনার জন্য।

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০১

কথার ফুলঝুরি! বলেছেন: "কারণ যখন কেউ জানবে তার আর চাওয়া পাওয়ার কিছু নেই, এর পরের অবস্থাটা ভাবুন ব্যাচারার" হাহা! নিজেকে একটু সেই জায়গায় দাড় করিয়ে দেখলাম :P আসলেই এই অবস্থা পানসে। সবকিছু একবারে পাওয়া হয়ে গেলে নতুন কিছু পাওয়ার আনন্দ থেকে বঞ্ছিত হতে হবে।

"দেখবেন বেশির ভাগ কবি সাহিত্যিকেরাই নানারকম অসুখী অবস্থার মধ্যেই জীবনের সেরা কাজগুলো করেছেন" আমার ক্ষেত্রে ও অনেকটা এরকম হয়েছে :P তবে সামনে অসুখী না, সুখী অবস্থায় কিছু কাজ করতে চাই :P দেখা যাক কি হয়

"অনেক ব্লগে আপনার সুন্দর মন্তব্য দেখে আপনার ব্লগে এসে হতাশ হয় নি। চমৎকার একটি লেখা লিখে রেখেছেন। এখনও সেফ ব্লগার না হলে এভাবে লিখতে থাকুন বেশি দিন সময় লাগবে না সেফ হতে" আপনার কথাগুলো আমার জন্য অনেক অনুপ্রেরনা। আপনাদের মত সিনিয়র কেউ যখন আমার পোস্ট এবং মন্তব্য নিয়ে এমন সুন্দর কিছু কথা বলেন তখন যেন ভালো কিছু লেখার দায়িত্ব আরও বেড়ে যায় এবং সামনের লেখা গুলোকে নিয়ে আরও বেশী ভাবতে হয়। এভাবেই আপনাদের অনুপ্রেরনা সামনের দিনে আমাকে ভাল এবং মানসম্মত কিছু লিখতে খুব ই উৎসাহ দেয়।

অনেক ধন্যবাদ আপনাকে, আমার ব্লগ বাড়ি ঘুরে যাওয়া এবং মন্তব্য করে এই নতুন লেখিকা কে উৎসাহ দেওয়ার জন্য।


১২| ৩০ শে মে, ২০১৮ ভোর ৪:০৯

বৃষ্টি বিন্দু বলেছেন: সন্তুষ্টি না থাকলে হাজার প্রাপ্তিতেও সুখের মধ্যে অবগাহন করা অসম্ভব। কারণ মানুষ সুখি হতে চায়। কিন্তু সুখের যে একটা মন্ত্র আছে তা বুঝহনা, খেয়ালও করেনা। তবে সুখ আসলে অলীক তার চেয়ে শান্তিটুকুই তৃপ্তির রেশ ঢালতে প্রস্তুত সর্বদা শুধু ওই যে বলেছেন সন্তুষ্টি সেটাই দিরকার।
ফুলঝুরি আপু এতো মুল্যবান একটি বিষয় তুলে ধরার জন্য আপনাকে এত্ততোগুলা +++++++++++++++++++ :)

৩০ শে মে, ২০১৮ সকাল ১০:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: শুভ সকাল বৃষ্টি বিন্দু আপু। আমার লেখা পড়া, আপনার চমৎকার একটি মন্তব্য এবং এতোগুলো +++++++ এর জন্য আপনাকে ও এতগুলো ধন্যবাদ :D

১৩| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুখের সংগাগুলো ভালোই দিয়েছেন। অনেক আগে যায় যায় দিনে এরকম 'সুখ' বিষয়ক একটা সিরিজ ছাপানো হতো, যাতে বিভিন্ন পাঠকের বিভিন্ন রকমের সুখের সংজ্ঞা জানা যেত।

পোস্টের শেষের কথাগুলো বেশি ভালো লেগেছে।

৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৪৩

কথার ফুলঝুরি! বলেছেন: যায় যায় দিনের সুখ বিষয়ক লেখাগুলো পড়তে পারলে খুব ভালো লাগত।

"পোস্টের শেষের কথাগুলো বেশি ভালো লেগেছে" ভালো লেগেছে জেনে খুশী ও অনুপ্রানিত হলাম ভাইয়া।

অনেক ধন্যবাদ আমার ব্লগ বাড়ি ঘুরে যাওয়া এবং পোস্ট পড়ে আপনার মতামত জানানোর জন্য।

১৪| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৫

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগলো।
সুখ একটি আপেক্ষিক বিষয়। একেকজনের কাছে একেকরকম সুখের ডেফিনিশনটাই স্বাভাবিক...

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: জি ভাইয়া, সুখ আপেক্ষিক বিষয়।

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য এর জন্য। লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম ।

১৫| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর লিখেছেন।

৩০ শে মে, ২০১৮ দুপুর ২:০৭

কথার ফুলঝুরি! বলেছেন:
সহজ সরল মানুষের সহজ সরল লেখা :P
ধন্যবাদ অনেক ভাইয়া, আপনার মতামত জানানোর জন্য।

১৬| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: “কথার ফুলঝুরি”নানী কেমন আছেন ?? :)

মন ভালা নাই একটু গল্প গুজব করতে আসলাম ।। :P

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: বল আমার নাতী, মন ভালা নাই কেন ? :P তোমার মালা ওয়ালি ভালা আছেনি ? :P নানী ভালা আছেন =p~

১৭| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:২৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন প্রাণ সকলই দাও
তার মতো সুখ কোথাও কি আছে
আপনার কথা ভুলিয়া যাও।
.................................
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেউ অবণি পড়ে
সকলে আমরা সকলের তরে
প্রত্যেকে মোরা পরের তরে।
(কামিনী রায়ের এই ক’টা কথায় আমি সুখ খুঁজে পেয়েছি) আপনার লেখা আমাকে খুব আকষর্ণ করেছে । ভালালাগা রইলো আপনার লেখা ও আপনার চলার ছন্দময় গতির প্রতি।

২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক দিন পর খুব পছন্দের একটি কবিতা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার মত যদি সবাই এই বিষয় টি অনুধাবন করতো তাহলে হয়তো আমাদের আসে পাশে অসুখী মানুষের সংখ্যা অনেক কমে যেত।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

রাকু হাসান বলেছেন: খুব সুন্দর বলেছেন । এক সুখের সঙ্গায়নের মত ভিন্ন জিনিস আর নেই । সুখ জিনিসটা মনস্তাত্বিক । যেমন পাগলের সুখ মনে মনে ,বইপোকার সুখ বইয়ের পাতায় । নানী সুখ নাতি-পুতিদের আড্ডায় ;) :) + ভালো লিখেছেন সুন্দর ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: @এক সুখের সঙ্গায়নের মত ভিন্ন জিনিস আর নেই । সুখ জিনিসটা মনস্তাত্বিক । যেমন পাগলের সুখ মনে মনে ,বইপোকার সুখ বইয়ের পাতায়--- হ্যাঁ কাকু, ঠিক বলেছেন । সুখ মনস্তাত্ত্বিক বিষয়। আমার কাছে সুখ এক জিনিস আপনার কাছে আরেক । তবে পাগলের সুখটা নিয়ে আমি বেশী কৌতূহলী :|| পাগল মনে মনে কি ভাবে ? আর মনে মনে কিভাবে এতো সুখ পায় /:)


@নানী সুখ নাতি-পুতিদের আড্ডায় - হুম, নাতী পুতিরা না থাকলে যে নানী একলা :((

@+ ভালো লিখেছেন সুন্দর ।-- পেলাস :#)

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

রাকু হাসান বলেছেন:

:|| পাগল মনে মনে কি ভাবে ? আর মনে মনে কিভাবে এতো সুখ পায় :( :( এত রাগ ক্যান X(( X((
বুড়োদের রাগ করতে নেই ;)
পাগল হয়ে হতে হবে বলতে গেলে কি ভাবে । তবে এক গভেষণায় দেখা গেছে পাগলরা মনে মনে সুখ পাই । গভেষণার প্রতিবেদনে অবসরে আছে ,তাই খুঁজে পাওয়া যাইনি বলে দুঃখিত =p~

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

কথার ফুলঝুরি! বলেছেন: @এত রাগ ক্যান X(( X((
বুড়োদের রাগ করতে নেই ;)
-- হাহা ! বুড়ো বুড়ি দের রাগ থাকে বেশী :P আমার দাদুমনি কে যদি দেখতেন ৯০ বছর বয়স । এখনও কি দাপট আর রাগ ওরে বাবা :|| দারোগার মেয়ে তো :P

@পাগল হয়ে হতে হবে বলতে গেলে কি ভাবে । তবে এক গভেষণায় দেখা গেছে পাগলরা মনে মনে সুখ পাই । গভেষণার প্রতিবেদনে অবসরে আছে ,তাই খুঁজে পাওয়া যাইনি বলে দুঃখিত =p~-- নো সমস্যা কাকু । আমিও পাগল হয়ে পাগলদের নিয়ে গবেষণায় নামবো ভাবছি =p~

২০| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮

নীল আকাশ বলেছেন: আমার নতুন একটা গল্প নিয়ে ব্যস্ত ছিলাম দেখে আসতে দেরী হয়ে গেল।
আপনার পুরো লেখাটা বেশ কয়বার পড়েছি। অনেক কিছু মনের ভিতরে কিলবিল করছে। কোনটা রেখে কোন টা লিখি?

১। প্রতিটি মানুষ সুখী হতে চায়। প্রতিটি মানুষের চাওয়ার ভেতরেই থাকে সুখী হবার অদম্য আগ্রহ।

২। মানুষের মানুষের জন্য, পাখি আকাশের জন্য, জল নদির জন্য, সবুজ প্রকৃতির জন্য, পাহাড় ঝর্নার জন্য, আর ভালোবাসা সবার জন্য। সুখি হতে গেলে ভালোবাসতে শিখতে হবে.............

৩। অন্যের সুখ দেখে হিংসা হলে নিজে কখনো সুখি হতে পারবেন না।

৪। সুখ একক কোন বিষয় নয়, সুখি হতে গেলে আশেপাশের কাছের সবাই কে নিয়েই সুখি হতে হবে.........না হলে আসল সুখ
পাওয়া যাবে না।

বড় একটা বিষয় মাথায় ঢুকিয়ে দিয়েছেন। এই বিষয়ে একটা কিছু লিখতে হবে...........

ভালো থাকবেন, আর এত বড় বড় লিখেন কখন, অফিসের কাজ ফাকি দিয়ে না! ;)
শুভ কামনা রইল।





আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.