নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

জন্মদিন ও উপহার ভাবনা, সাথে একটি ফালতু ছড়া :P

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৮



জন্মদিন বা জন্মতারিখ যা ই হোক, বছরের ৩৬৫ টি দিনের মধ্যে এই একটি দিন অনেক অনেক বিশেষ একটি দিন। আর হবেই বা না কেন, একজন মানুষ পৃথিবীতে আসার আগে থেকে শুরু হয় তার জন্ম হওয়ার দিনের জন্য অপেক্ষা। তারপর পৃথিবীতে আসার পরে থেকেও চলে প্রতিবছর সেই বিশেষ দিনটির জন্য অপেক্ষা। আর এই বিশেষ দিনটিকে ঘিরে ও চলে কত রকম আয়োজন। B-)

এই দিনে একজন মানুষ পৃথিবীতে আসার কারনে যেমন বিশেষ তেমনি প্রতিবছর এই দিনটিই কিন্তু সেই পৃথিবীতে আমাদের শেষ দিনটির দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিক দিয়ে বিবেচনা করলে জন্মদিন তো আমার কাছে মোটেও আনন্দের নয়। বরং এই জন্মদিনের দিনে ভাবা উচিত যে আমার জীবন থেকে আরও একটি বছর চলে গেল। :((

প্রতিবছর নববর্ষের দিনে আমরা বিভিন্ন ধরনের New Year Resolution নেই। আমার তো মনে হয় নিউ ইয়ার এ না হয়ে আমাদের সবার উচিত Birthday Resolution নেয়া। একটি একটি বছর করে জীবন চলে যাচ্ছে তাই প্রতি বছর এ জন্মদিনের দিনে ভাবা উচিত গত বছর ও আগামী বছর নিয়ে।

কি বিশেষ দিন এই জন্মদিন। একজন ৯৯ বছরের বৃদ্ধ ও তার ৯৯ তম জন্মদিন তার নাতী নাতনী দের কে নিয়ে মহা আনন্দে পালন করে, এই পৃথিবীতে সে দীর্ঘ ৯৯ টি বছরের জীবনের পথ চলেছে, যেখানে এই ৯৯ বছরে জীবনের শেষ পর্যায়ে একটি জন্মদিন মানে আরও এক ধাপ অনেক বেশী কাছে এগিয়ে যাওয়া সেই বিশেষ দিনটির কাছে।

এতক্ষণ তো বললাম যার জন্মদিন তার কথা, এবার আসি এই জন্মদিনের দিনে তার আসে পাশের মানুষগুলোর কথায়। কারও জন্মদিন মানেই তো উপহার দেওয়া। যার জন্মদিন সে তো মহা খুশী তে থাকে উপহার পাবে বলে আর যারা উপহার দিবে তারা পরে যায় মহা চিন্তায়, কি উপহার দেওয়া যায় সেই চিন্তা। :P

উপহার পেলে কে না খুশী হয়। তাই উপহার এমন হওয়া উচিত যেন যাকে উপহার দিব সে যেন উপহার টা পেয়ে খুশী হয় এমন কিছু। তাই কাউকে উপহার দেবার আগে যাকে উপহার দিব তার সম্পর্কে যদি একটু জেনে নেওয়ার চেষ্টা করি কি পেলে তিনি খুশী হবেন তাহলে উপহার টা কি আরও একটু আকর্ষণীয় হবেনা?

আপনি বই পড়তে ভালোবাসেন কিন্তু যার জন্য উপহার দিবেন তিনি সিনেমা দেখতে ভালোবাসেন। আপনি যদি তার জন্য একটি বই নিয়ে যান তিনি হয়তো সেই বইটি পড়লোই না। তাহলে এই উপহারের সার্থকতা টা কোথায় রইল ?

আপনার কলিগের ৫ বছরের বাচ্চার জন্মদিন । আপনি জন্মদিনের উপহারস্বরূপ বাচ্চাটির জন্য একটি সাইকেল নিয়ে গেলেন। কিন্তু গিয়ে দেখলেন বাচ্চা টি পঙ্গু, সে হাটতেই পারেনা। এই অবস্থায় বাচ্চাটি ও তার বাবা মা যেমন কষ্ট পাবে তেমন আপনি নিজে ও পরে যাবেন একটা বিব্রতকর অবস্থার মধ্যে।

আবার উপহার যে সবসময় বস্তুগত কিছু হতে হবে এমন কিন্তু নয়।

আমার কাছে উপহার মানে খুশী। তাই যে কোন কিছু একজন মানুষকে খুশী করবে সেটিই তো তার জন্য উপহার। হতে পারে সেটি কোন সারপ্রাইজ, কোন গুড নিউজ, তার পছন্দের খাবার রান্না করে খাওয়ানো, পুরনো কোন পছন্দের বা ভালোলাগার স্মৃতি মনে করিয়ে দেওয়া, কিংবা জন্মদিনে তার মন খারাপ থাকলে তাঁকে একটু মজা বা আনন্দ দেওয়ার মত কোন কৌতুক।

তাই জন্মদিন হোক শুভ ও উপহার হোক আনন্দের বা খুশীর। !:#P

বিঃ দ্রঃ আজকে আমার খুব প্রিয় একজন মানুষের জন্মদিন। অনেক পরিকল্পনা থাকা সত্ত্বেও তার এবারের জন্মদিনে তাঁকে নিয়ে লেখা একটি ফালতু ছড়া ছাড়া তাঁকে উপহার দিয়ে খুশী করার মত বা আনন্দ দেবার মত আর কিছু খুজে পেলাম না। কোন আবেগি কবিতা হয়তো লিখতে পারতাম যেটি তার ভালো লাগত তবে সেটি না করে একটি ফালতু ছড়া লিখলাম তাঁকে নিয়ে যেটি পড়ে সে মজা পাবে, আনন্দ পাবে। তাই তার জন্মদিনে উপহারস্বরূপ জন্মদিন ও উপহার ভাবনা নিয়ে আমার আজকের লেখা ও একটি ফালতু ছড়া। :P


জন্মদিন তোমার জন্মদিন
ভেবেছিলাম দিনটি হবে যে রঙিন
চলছে আমাদের ঝগড়া ঝাটি
তাই বলে কি বন্ধ হবে
জন্মদিনের আনন্দ বাটা বাটি :P

ভেবে পাচ্ছিলাম না কি দিব কি উপহার
হঠাৎ মনে উদয় হল
জন্মদিন উপলক্ষে নিয়ে আসি কিছু ছন্দের সমাহার !:#P

এইদিনে তুমি এসেছিলে পৃথিবীতে
তোমার আপনজনরা তোমায় জানিয়েছিল স্বাগতম
কে জানত সে ছোট শিশুটি
বড় হয়ে সবাইকে বানাবে আলুর দম =p~

মুখে তুমি যা ই বলনা কেন
মনেতে রাখো কথা বাকি
অন্যদের সাথে তুমি যত কর অভিনয়
আমাকে তুমি দিতে পারবেনা তো ফাঁকি ;)

জন্মদিনে কাটা হলনা কেক
একা তুমি দূরে আছ সবার
তবু বলি শোন, ভয় পেওনা কভু
আমাদের দোয়া সবসময় সাথে আছে তোমার B-)

জানি লিখেছি এক ফালতু ছড়া
তবুও পড়তে চাই তোমার হাতে ধরা :P
পাগলী আমি শুধু যে তোমায় ভালোবাসি
ছড়ায় ছড়ায় ছড়িয়ে দিতে চাই
তোমার মুখে হাসি :-B

শুভ জন্মদিন বলে
আপাতত আমি বিদায় নিতে চাই
চলনা ঝগড়া ঝাটি ভুলে আমরা
মিলে মিশে দিন কাটাই :(

*উপলক্ষ যা ই হোক, তা সার্থক হল কি হলনা জানিনা, তবে আমার পাঠক বন্ধুদের যদি আমার লেখা ভালো লাগে তবেই আমার প্রচেষ্টা সার্থক*






মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৪

লাবণ্য ২ বলেছেন: সুন্দর ছড়া।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: ফালতু ছড়া ভালো লেগেছে জেনে খুশী হলাম আপু । :P :-B

ধন্যবাদ মন্তব্য এর জন্য লাবণ্য আপু।

২| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৫

সিগন্যাস বলেছেন: হুমায়ুন আহমেদের "লীলাবতীর মৃত্যু" বইটা পড়েছেন?

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: না ভাইয়া, এটা পড়া হয়নি :(( তবে জানতে পারি কি বইটির কথা কেন জিগ্যেস করলেন ?

৩| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি
বিষয়ে গুছিয়ে লেখার জন্য।
আপনার বিশেষ মানুষটির জন্য
জন্ম দিনের শুভেচছা।

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম নূর মোহাম্মদ নূরু ভাইয়া।

"আপনার বিশেষ মানুষটির জন্য
জন্ম দিনের শুভেচছা" অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, শুভেচ্ছা ও মন্তব্য দুটোর জন্যই :P

৪| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:০৩

সনেট কবি বলেছেন: সুন্দর ছড়া।

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: ছড়া ভালো লেগেছে জেনে খুশী হলাম কবি।

অনেক ধন্যবাদ মন্তব্য করে আপনার ভালো লাগা জানানোর জন্য।

৫| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:১১

শাহরিয়ার কবীর বলেছেন:

আইজকা তো আমার জন্মদিন নানী !! :P

কিন্তুু

তোমার প্রিয় নাতিকে কোন শুভেচ্ছা জানালে না ।। :( :P

যাকহোক,

তোমার প্রিয় মানুষটার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ।। !:#P

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: 'আইজকা তো আমার জন্মদিন নানী" যদি সত্যি হয় -------

শুভ জন্মদিন শাহরিয়ার কবীর নাতী
করো না তো বেশী দুষ্টুমিতে মাতামাতি :P
নানী তোমার বুড়ী মানুষ তাই
উপহার স্বরূপ এই চারটি লাইন দিতে চাই :-B

"তোমার প্রিয় মানুষটার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো" অনেক অনেক ধন্যবাদ B-)

৬| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:১৪

অচেনা হৃদি বলেছেন: 8-| ভালো লাগার মতই একটি ছড়া । আশা করি যার জন্য লিখেছেন তিনি আপনার ছড়াটা পছন্দ করবে ।

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৯

কথার ফুলঝুরি! বলেছেন: সময়ের অভাবে আপনার সাথে পরিচিত হওয়া হয়নি অচেনা হৃদি আপু। :( সেফ হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা আপনার জন্য, যদি ও অনেক দেরীতে । একদিন সময় করে আপনার লেখা গুলো পড়ব ইনশাল্লাহ।

"ভালো লাগার মতই একটি ছড়া" ফালতু ছড়া ভালো লেগেছে জেনে খুশী হলাম আপু। :P

"আশা করি যার জন্য লিখেছেন তিনি আপনার ছড়াটা পছন্দ করবে" হয়তো হা হয়তো না :(

৭| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:২৫

জাহিদ অনিক বলেছেন:

জন্মদিন মানুষের জন্য অনেকটা ইয়ার রেজ্যুলেশনের মতই হওয়া উচিত।
জন্মদিনের ছন্দ-কথা ভালো লাগলো।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:০২

কথার ফুলঝুরি! বলেছেন: "জন্মদিনের ছন্দ-কথা ভালো লাগলো" ভালো লেগেছে জেনে খুশী হলাম জাহিদ ভাইয়া।

ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।

৮| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: ছড়াটা ভালো হয়েছে।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: "ছড়াটা ভালো হয়েছে" ভালো হয়েছে জেনে খুব খুশী হলাম রাজীব নুর ভাইয়া।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য।

৯| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জন্মদিন সম্পর্কিত সুন্দর চিন্তাভাবনা, ভালো লাগলো
সুন্দর কবিতা লেখেন আপনি,
শুভকামনা রইল

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাইয়া।

ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য ।

১০| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: "ছড়াটা ভালো হয়েছে" ভালো হয়েছে জেনে খুব খুশী হলাম রাজীব নুর ভাইয়া।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য।


ভালো থাকুন।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:১১

কথার ফুলঝুরি! বলেছেন: আপনি ও ভালো থাকবেন ভাইয়া, সাথে আমাদের আদরের মামনি এবং ভাবী।

১১| ১১ ই জুন, ২০১৮ রাত ৩:১৮

কাওসার চৌধুরী বলেছেন: আমি ইচ্ছা করেই একটু দেরীতে আসলাম। দেখি কথা আপু রাগ করেন কিনা!!! :( :( জন্মদিনের উপহার নিয়ে চমৎকার বিশ্লেষণধর্মী একটি লেখা। আমার বেশ ভাল লেগেছে। আর কবিতাটি তো আরো চমৎকার। B-) B-)

পোস্টে লাইক দিলাম ++++ B-)

জন্মদিন নিয়ে আমার একটি পোস্ট আছে।

১১ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৩

কথার ফুলঝুরি! বলেছেন: "আমি ইচ্ছা করেই একটু দেরীতে আসলাম। দেখি কথা আপু রাগ করেন কিনা" আপু রাগ করেনি ভাইয়া, তবে আপু নিজেই ভাবছিল ভাইয়া কি রাগ করল কিনা :P ভাইয়ার কোন মন্তব্য নেই কেন :(( আমি কোন পোস্ট দিলে সবার আগে আমার ভাইয়ার মন্তব্য আশা করি :-B

লেখা ও কবিতা/ছড়া ভালো লেগেছে জেনে খুশী হলাম।

১২| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১:১০

শামচুল হক বলেছেন: জন্মদিনের লেখা এবং কবিতা দুটোই ভালো লাগল।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগল শামচুল হক ভাইয়া।

ধন্যবাদ আমার লেখা ও কবিতা পড়া ও আপনার মন্তব্য এর জন্য।

১৩| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:৫১

সৈয়দ ইসলাম বলেছেন: আপনার নিক নেইমের প্রশংসা শুনেছি অনেক।
কবিতাও দেখছি ভাল পারেন।
প্লাস+++

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৪

কথার ফুলঝুরি! বলেছেন: "আপনার নিক নেইমের প্রশংসা শুনেছি অনেক" শুনে খুব ই ভালো লাগল ভাইয়া, সাথে অনুপ্রানিত হলাম সামনের দিনগুলোর জন্য। তবে প্রশংসা পাওয়া ও যেমন কঠিন তেমন সেটি ধরে রাখা ও অনেক কঠিন।

খুব চমৎকার মন্তব্য করে আমাকে অনুপ্রানিত করার জন্য অনেক ধন্যবাদ সৈয়দ ইসলাম ভাইয়া।

১৪| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: ভালো লাগলো আপু।আসলেই সারপ্রাইজ এর চেয়ে বড় উপহার এবং যা খুশি এনে দিবে তার চেয়ে বড় আর কিইবা আছে???

১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২০

কথার ফুলঝুরি! বলেছেন: "ভালো লাগলো আপু" লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম বৃষ্টি বিন্দু আপু।

"আসলেই সারপ্রাইজ এর চেয়ে বড় উপহার এবং যা খুশি এনে দিবে তার চেয়ে বড় আর কিইবা আছে" জি আপু, কথা সত্যি :-B কিন্তু এমন সুন্দর ভাবে কেউ উপহার দিবে এমন মানুষ জীবনে পাওয়া খুব কঠিন :(

১৫| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: ছড়াটা আরেকবার এসে পড়লাম।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২১

কথার ফুলঝুরি! বলেছেন: আমি খুব ই আনন্দিত ভাইয়া, যে আমার লেখা ছড়া আপনার ভালো লেগেছে এবং আপনি সেটি আবার এসে পড়লেন !:#P

১৬| ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:২৫

সৈয়দ তাজুল বলেছেন: পড়লাম, ভাল লাগলো।



ঈদুল ফেতরের শুভেচ্ছা জানবেন। পরিবারের সবাইকে নিয়ে আনন্দের সাথে ঈদ কাটাবেন এটাই কামনা।


একটা অনুরোধ থাকবে প্রিয়ের জন্য,
বেশি করে ছড়া ও কবিতা পড়, আর ছড়ার নিয়মগুলোকে বেশিবেশি করে নেড়েচেড়ে দেইখো!

১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগল ভাইয়া !:#P


"বেশি করে ছড়া ও কবিতা পড়, আর ছড়ার নিয়মগুলোকে বেশিবেশি করে নেড়েচেড়ে দেইখো" আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ সৈয়দ তাজুল ভাই। ছড়া ও কবিতা পড়া হয় কিন্তু নিয়ম আমি মানতে পারিনা বিশেষ করে লেখার ক্ষেত্রে :(( আমি শখে লিখি, ভালো লাগা থেকে লিখি, বেশী নিয়ম মানতে গেলে আমার লেখা হারিয়ে যাবে জানি, কারন আমি নিয়ম মেনে চলতে পারিনা যেটা স্বতঃস্ফূর্ত ভাবে আমার থেকে আসে সেটাই বেস্ট হয় আমার ক্ষেত্রে :P

১৭| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩২

সৈয়দ তাজুল বলেছেন: বোনটি,

পুরো লেখাটা দু'বার পড়লাম। খুব সুন্দর প্রতিমন্তব্য করলে; ধন্যবাদ ও শুভকামনা জানবে। দেখো বোন, তোমার কথা ঠিক, তবে ছড়ার বেলায় যদি নিয়ম মানতে না পারা যায় তবে সেটা ছড়া হয় না। কবিতা বা প্রবন্ধের বেলায়ও সৌন্দর্যবর্ধন করতে কিছুটা বৈশিষ্ট্য লক্ষ করতে হয়; লেখনিশক্তিতে শৈল্পিক করার জন্য। চেষ্টা করলে সবই পারা যায়।
আবারো ধন্যবাদ।

২০ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া, আপন মনে করে এমন সুন্দর আন্তরিক ভাবে কেউ বললে খুব ভালো লাগে সত্যি ই।

"ছড়ার বেলায় যদি নিয়ম মানতে না পারা যায় তবে সেটা ছড়া হয় না। কবিতা বা প্রবন্ধের বেলায়ও সৌন্দর্যবর্ধন করতে কিছুটা বৈশিষ্ট্য লক্ষ করতে হয়; লেখনিশক্তিতে শৈল্পিক করার জন্য"-------- তা অবশ্য ঠিক ভাইয়া, নিয়ম মেনে লিখলে লেখা গুলো আরও মানসম্মত ও শৈল্পিক হবে । আপনার পরামর্শে এই অধম আনাড়ি লেখিকার প্রচেষ্টা থাকবে লেখার নিয়ম জানা ও সেটি লেখায় নিয়ে আসা।

অনেক ধন্যবাদ সৈয়দ তাজুল ভাই, এই বোন টির পাশে থাকার জন্য।

১৮| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:১১

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাল লেগেছে, আপনার প্রচেষ্টাও স্বার্থক হয়েছে, শুভ কামনা জানবেন।

২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: "ভাল লেগেছে, আপনার প্রচেষ্টাও স্বার্থক হয়েছে" খুশী হলাম জেনে ভাইয়া সাথে অনুপ্রানিত।
ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনার জন্য ও রইল শুভকামনা ও ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.