নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

সনেট, সনেট কবি এবং একজন কথার ফুলঝুরি !:#P

১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

যেহেতু সনেট কবির উদ্দেশে লেখাটি লেখা তাই লেখার শুরুটা করতে চাই সনেট সম্পর্কে কিছু কথা বলে।

সনেটের সাথে প্রথম পরিচয় হয় স্কুল এ থাকতে মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ এর মাধ্যমে। তখন কবিতা কি তাইতো বুঝিনা আবার সনেট? ওরে বাবা ! সেই সনেট পড়তে, তার অর্থ উদ্ধার করতে, অনুশীলনীর প্রশ্ন মুখস্ত করতে, সনেটের নিয়ম আরও কত কি প্রশ্ন এগুলো পড়তে গিয়ে দাত ভেঙ্গে যাওয়ার অবস্থা। আর সনেটের অন্ত্যমিল গুলো পড়তে গেলে তো তোতলামো শুরু হয়ে যেত =p~

ঠিক কোন ক্লাস এ সনেট পড়েছি সেটি মনে নেই তবে স্কুল এ যত পড়া পড়েছি তার মধ্যে সবচেয়ে কঠিন ছিল সেই সনেট এমনকি তা পিথাগোরাসের উপপাদ্য, রসায়ন এর বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ও ব্যাকরণ এর নিয়ম এর চাইতে ও কঠিন :(( তখন সনেটের প্রতি কোন রকম ভালোবাসা জন্মেনি । ছেড়ে দে মা কেঁদে বাঁচি এমন করে কোন রকম শুধু পরীক্ষায় পাশ করার উদ্দেশে পড়া শেষ করি। তারপর আর সনেটের সাথে দেখা হয়নি। দেখা করার সাহসও হয়নি |-)

এবার আসি সনেট লেখার নিয়ম কিংবা সনেটের বৈশিষ্ট্য কি ? এই বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলত হবে তবে আমি বেশী কিছু বলবো না শুধু দু একটা কথা বলতে চাই।

সনেট বা চতুর্দশপদী কবিতার উদ্ভব হয় ইটালিতে। বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি ইটালির কবি পেত্রার্ক এর সনেট থেকে অনুপ্রানিত হয়ে সনেট লিখেন। এবং তিনিই বাংলাতে এর নাম দেন চতুর্দশপদী কবিতা। সনেট কবিতার চরণ হতে হয় ১৪ টি যার প্রতিটি চরণে আবার সাধারনভাবে থাকতে হবে ১৪ টি অক্ষর। প্রথম ৮ টি চরণকে বলা হয় অষ্টক আর পরবর্তী ৬ টি চরণকে বলা হয় ষষ্টক। অষ্টকে মুলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিনতি।

তবে কেউ যদি সনেট নিয়ে আরও বেশী কিছু জানতে চান তাহলে আমাদের আরেকজন শ্রদ্ধেয় ব্লগার
"সোনাবীজ; অথবা ধুলোবালিছাই" ভাইয়ার নিচের লেখা দুইটি পড়তে পারেন।

সনেটের অন্ত্যমিল ও পঙ্‌ক্তি-বৈচিত্র্য : প্রথম পর্ব

সনেটের অন্ত্যমিল ও পঙ্‌ক্তি-বৈচিত্র্য : দ্বিতীয় পর্ব

এখন আসি আমাদের প্রিয় সনেট কবির কথায় । সনেট কবির আসল নাম ‘ফরিদ আহমদ চৌধুরী’ । তবে আমি তাকে সনেট কবি বলতেই বেশী পছন্দ করি এবং সনেট কবি বলেই সম্বোধন করি। যদিও কবির আসল নামের টাইটেল আর আমার নিজের আসল নামের টাইটেল এক, “চৌধুরী”, কিন্তু আমি তাকে সনেট কবিই বলবো। তার পরিচয় সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই। কারন আমরা অনেকেই ইতোমধ্যে জানি তাকে। আমাদের আরেকজন প্রিয় ব্লগার “অচেনা হৃদি’ আপু সনেট কবিকে নিয়ে লেখা তার লেখায়ও অনেক কিছু বলেছেন কবি সম্পর্কে। কেউ কবি সম্পর্কে জানতে চাইলে পড়তে পারেন

একজন সনেট কবি

স্কুল এর সেই ভয়ংকর সনেট দেখার পর আর সনেটের সাথে দেখা হয়নি কিন্তু সামুতে আসার পর আবার বহুবছর পর দেখি সেই সনেট কবিতা আমাদের শ্রদ্ধেয় সনেট কবির লেখায় । কিন্তু এই সনেট দেখে মোটেও ঘাবড়ে যাইনি কারন এখানে তো আর কোন শিক্ষক নেই যে সনেট মুখস্ত করতে বলবে :P । সবচেয়ে বড় কথা সনেট কবির লেখা সনেটগুলো এত নির্মল যে আমি মুগ্ধতা নিয়ে পড়ি আর অবাক হই কিভাবে পারে কবি ?
আমি প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছিলাম কারন আমি ভাবতাম যে সনেট কবিতা মানেই পড়তে গেলে আর অর্থ উদ্ধার করতে গেলে দাতভেঙ্গে যাবে এমন কবিতা। কিন্তু সনেট কবি কি নির্মল, স্নিগ্ধ আর কোমলভাবে সনেট কে উপস্থাপন করেন যেন প্রতিটা সনেট আমার মনের মধ্যে এক আলতো ছোঁয়া দিয়ে যায়। এক মৃদু বাতাস আর প্রশান্তি যেন বয়ে যায় আমার মনে !:#P
সনেট কবির সনেট পড়ে সনেট সম্পর্কে আমার ধারনা পুরোটাই পালটে যায় এবং সনেট কে ভালবাসতে শুরু করেছি তখন থেকেই ।

সেই ভালোবাসা থেকে একদিন নিজে গুগল এ সনেট নিয়ে কিছু পড়াশোনা করে ভাবছিলাম দেখি তো চেষ্টা করে লিখতে পারা যায় কিনা কিছু :P হাহা! কিন্তু আমি তো নিয়ম পড়েই অজ্ঞান আর লেখা তো দুরের কথা। তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি সেই পথ থেকে ফিরে আসি এবং সেই দুঃসাধ্য সাধন করা আর সম্ভব হয়নি :((

কিন্তু সনেট কবি কলম ধরলেই যেন একটা সনেট লেখা হয়ে যায়। কি অদ্ভুত ক্ষমতা কবির। তাও আবার ৭৩৫ টি সনেট ? (জুন-২০১৮ পর্যন্ত) আমার তো ভাবলেই মাথা ঘুরিয়ে যায় কিভাবে সম্ভব ? :||

আর যখন দেখলাম কবি ব্লগের এক একজন করে প্রতিটা ব্লগার কে নিয়ে সনেট লিখছেন তখন তো তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়ে যায়। এমনিতে সনেট লেখা চারটি খানি কথা না তার উপর যখন একজন নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে লিখতে হবে তখন তো কষ্ট টা আরও কয়গুন বেশী। আর কতখানি ভালোবাসা থাকলে একজন মানুষ, লেখক, কবি এই মহান কাজটি করতে পারেন তা ভাবতেই তো শ্রদ্ধা আর ভালোবাসা জাগে মনে ।

সনেট কবির হাজারের বেশী সনেট লেখার ইচ্ছে আছে, আর ১৬০ জন ব্লগারের প্রত্যেককে নিয়ে ৩ টি করে সনেট রচনার মধ্য থেকে সেরাটা নিয়ে ১৬০ সনেটের ‘সনেট কাব্যে সামু ব্লগার’ নামে একটা কাব্য গ্রন্থ ছাপানোর ইচ্ছা আছে কবির। আমি দোয়া করি মহান সৃষ্টিকর্তা শ্রদ্ধেয় কবিকে হায়াত এবং সামর্থ্য দিন যেন তার স্বপ্ন পূরণ হয় আর ভাবতেই কি খুশী লাগে সনেট কবির লেখা সেই বইটিতে আমাকে নিয়েও একটি সনেট থাকবে :P

এবার আসি খুবই সাধারন একজন মানুষ আর আনাড়ি লেখিকা কথার ফুলঝুরির কথায় :P কথার ফুলঝুরি মানে আমি, বরাবরই মানুষের ভালোবাসা পাওয়ার জন্য পাগল !:#P আমি মানুষের ভালোবাসা জমা করার অদৃশ্য একটা ব্যাংক এ আমার জন্য সবার হৃদয়ে যে ভালোবাসা তা জমা করতে চাই এবং টাকা পয়সার দিক দিয়ে নয় বরং মানুষের স্নেহ আর ভালোবাসা জমা করে আমি ধনী হতে চাই। এবং আল্লাহ্‌ এর রহমতে এখন পর্যন্ত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্র, বন্ধু মহল ও পরিবার সবার কাছে থেকেই অনেক আদর আর ভালোবাসা পেয়েছি। আলহামদুলিল্লাহ! আর সামুও তার ব্যতিক্রম নয় । এখানে আসার পর থেকেই সবার ভালোবাসা পেয়ে আসছি আর আমার ভালোবাসা জমা করার ব্যাংক এও জমা হচ্ছে ভালোবাসা আর আমি হচ্ছি ধনী :-B

ভাবতেই অবাক লাগে, যে আমি মাঝে মাঝে মন চাইলে দু একটা কোনরকম কবিতা লিখতাম সেই আমি এখন ব্লগে লিখি তাও আবার সামুতে আর সামুর বিখ্যাত সনেট কবির কবিতায় আমি । আর আমি কত ভালো আর গুণী লেখকদের সংস্পর্শে আছি। কত ভালোবাসা পাচ্ছি তাদের থেকে যারা আমাকে দেখেনি পর্যন্ত এবং জানেও না ব্যক্তিগত ভাবে। সামুকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

সনেট কবির ব্লগারদের নিয়ে সনেট লেখা দেখে আমারও লোভ লাগত, আহ কবি কবে আমাকে নিয়ে লিখবে ? আজ আমার সেই স্বপ্ন পূরণ হল :-B

ব্লগার কবি কথার ফুলঝুরি

আমি একটি কবিতা লিখেছি, যার প্রতিটি চরণের প্রথম অক্ষর মেলালে একটি বার্তা হবে, আমি এক বিশেষ কবির কবিতা দেখে অনুপ্রানিত হয়ে সেটি লিখেছি !:#P

প্রতিটি চরণের প্রথম অক্ষরে যখন মনের কথা উঁকি মারে ;)

এবং কাল দ্বিতীয়বারের মত নিজের সেই লেখাকে আলোচিত ব্লগে দেখে অনেক খুশী ছিলাম :D আরও খুশী হয়েছিলাম এটা জেনে যে , সনেট কবির আমার কবিতার বিষয়টি ভালো লেগেছে এবং তিনিও তার প্রিয়াকে নিয়ে একই ঢং এ একটি সনেট লিখেছেন, আজকে সেটি পোস্ট করেছেন কবি

রাবু (কবি প্রিয়া)

এই লেখাটি সনেট কবির লেখা আমার সর্বকালের সবচেয়ে প্রিয় কবিতা। কারন কবিতাটি কবি তার প্রিয়া কে নিয়ে লিখেছেন এবং কবিতার মধ্যে একটি অসম্ভব সুন্দর বার্তা আছে। কবির লেখা আমার আরও একটি প্রিয় কবিতা হচ্ছে

সাহিত্য কন্যে সস-১ এটি

আমার মত অচেনা হৃদি আপুও লিখেছেন সনেট কবিকে নিয়ে । কিন্তু তাতে কি ? আমিও না হয় লিখলাম কবি কে নিয়ে :P তাকে নিয়ে যত বলবো ততই যেন কম।

একটা গান আছে “কথা যদি শুরু করি শেষতো হবেনা” ঠিক তেমন আমি যখন লেখা শুরু করি তখন যেন কলম আর থামতেই চায়না । এমনিতে কিন্তু আমি কথা কম বলি বাস্তবে, যদিও দু একজন বিশেষ মানুষ পাশে থাকলে আর যখন মন ভালো থাকে এবং অনেক খুশী থাকি তখন আমার বকবকানি থামতেই চায়না, আমিও হাপিয়ে যাই কথা বলতে বলতে। লিখতেও আমার এখন এত ভালো লাগে তাই হয়তো কলমও থামতে চায়না।

কিন্তু শেষ তো করতেই হবে । আর শেষটা করতে চাই আমাদের সামু ব্লগের সবার প্রিয় আর শ্রদ্ধেয় কবি সনেট কবিকে নিয়ে লেখা আমার কয়েকটি লাইন দিয়ে

নাম তাঁর ফরিদ আহমদ চৌধুরী
কিন্তু আমরা সবাই তাকে সনেট কবি হিসেবে চিনি
সনেটের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন যিনি !
আমাদের সবার প্রিয় সনেট কবি
হৃদয়ে একে যায় ভালোবাসার ছবি
তার সনেটে হয় সামুতে কলরব
তিনি যে আমাদের সামুর গৌরব !
শান্তিপ্রিয় আর নির্ঝঞ্ঝাট মানুষ, যাকে আমরা সবাই ভালোবাসি
তাঁর কাছে থেকে পেতে চাই সনেট, আরও বেশী বেশী !
দোয়া করি কবির স্বপ্ন হোক পূরণ
তিনি আমাদের হৃদয়ে থাকবেন আমরণ !

বিশেষ বার্তা সনেট কবির প্রতি “প্রিয় সনেট কবি, আমার খুব ইচ্ছে কোন এক বিশেষ কবির কবিতার নায়িকা হবার । তার কোন একটা কবিতা লেখার আয়োজনের উপলক্ষ হবার। আমার সেই ইচ্ছে পূরণ হয়নি, হবে কিনা তাও জানিনা, তবে আমি সনেট কবির কবিতার নায়িকা হতে পেরেছি, আমি পেরেছি সনেট কবির একটি কবিতা লেখার উপলক্ষ হতে। ধন্য আমি সনেট কবির এবং সামুর সবার ভালোবাসা পেয়ে।

(লেখায় কোন ভুল ত্রুটি পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কবি)

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনি আনন্দিত, উৎসাহিত, কৃতজ্ঞ; এটাই একটা বড় অনুভুতি

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৫

কথার ফুলঝুরি! বলেছেন: জি ঠিক বলেছেন চাঁদগাজী সাহেব, আসলেই আমি অনেক আনন্দিত ও কৃতজ্ঞ এই প্রথম আমাকে নিয়ে কেউ কবিতা লিখল । আর তা ছাড়া কবিতার মাধ্যমে যে ভালোবাসা পেয়েছি সনেট কবি থেকে তা আমার জন্য অনেক কিছু । :D আর হা, সনেট কবির ব্লগারদের নিয়ে কবিতা লেখা একজন ব্লগারকে অনেক বেশী উৎসাহ দেয়।

২| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @"আমার খুব ইচ্ছে কোন এক বিশেষ কবির কবিতার নায়িকা হবার ।"

আমি একটা গল্প লিখমু "আমার হৈমন্তী!"

আমি যদি জানতে পারি তুমি আমার বড়! তবেই আমি তোমাকে নাইকা বানামু!

ছড়াঃ
কথা, হে কাজিন? তুমি পড় মোর মনে
তোমার কথা ভাবি এ বিরনে!:P


পুনশ্চঃ
লুল নামক কলঙ্কের জন্য আমি আপুদের নিয়ে লিখি না।

@সনেট কবি,
নিষেধ করেছি বলেই কি আমি সনেট থেকে বঞ্চিত হবো?X(
বইয়ে আমার নামে সনেট না লিখলে কবিদের খবর আছে!X(

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: @আমি একটা গল্প লিখমু "আমার হৈমন্তী!" ---- কি বললেন গো নিজাম ভাই, হৈমন্তী নাম টা আমার ভীষণ পছন্দের, আর গল্পটিও।

@আমি যদি জানতে পারি তুমি আমার বড়! তবেই আমি তোমাকে নাইকা বানামু!--- হাহা! নিজাম ভাই কি জানেননা, যে ছেলেদের বেতন আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই :P

@ছড়াঃ
কথা, হে কাজিন? তুমি পড় মোর মনে
তোমার কথা ভাবি এ বিরনে!:P---

ভাবাভাবি পরে করেন
আগে গল্প লেখায় মন দেন ;)
কথা কিন্তু বলতে হয়না অল্প
গল্প চাই গল্প :D

@লুল নামক কলঙ্কের জন্য আমি আপুদের নিয়ে লিখি না। ====
কলঙ্কের জন্য কে লিখতে করেছে মানা
চাঁদের ও যে কলঙ্ক আছে
সেটা কি নেই জানা ? X((


@সনেট কবি,
নিষেধ করেছি বলেই কি আমি সনেট থেকে বঞ্চিত হবো?X(
বইয়ে আমার নামে সনেট না লিখলে কবিদের খবর আছে!------ এবার নিশেধাজ্ঞা তুলে নেন । আমরা প্রিয় মন্ডল ভাই কে নিয়ে একটা সনেট পাই। :D


৩| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৫

আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!



আসলেই সনেট লেখা বড্ড ঝকমারী । এই যেমন আপনি সনেট লিখতে গিয়ে ফেল্টুস হয়েছেন । আপনার মতো ফেল্টুসদের আরামের দিকে চিন্তা করেই আমি কিন্তু আগেই "সনেট" এর বদলে "ননেট" নিয়ে কথার ফুলঝুরি ছড়িয়ে গেছি এখানে ----- ;) “ননেট” - ইচ্ছাবৃত্ত কবিতা !!

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

কথার ফুলঝুরি! বলেছেন: @"আসলেই সনেট লেখা বড্ড ঝকমারী । এই যেমন আপনি সনেট লিখতে গিয়ে ফেল্টুস হয়েছেন" ----হাহাহা! ঠিক বলেছেন ভাইয়া। সনেট লেখার কথা ভাবলেই তো ভয় লাগে :((

@আপনার মতো ফেল্টুসদের আরামের দিকে চিন্তা করেই আমি কিন্তু আগেই "সনেট" এর বদলে "ননেট" নিয়ে কথার ফুলঝুরি ছড়িয়ে গেছি এখানে ----- ;) “ননেট” - ইচ্ছাবৃত্ত কবিতা !!' -------------------- হাহাহা! =p~ "ননেট" ইনি কি সনেটের চাচাতো ভাই ? :P নাম টা খুব পছন্দ হয়েছে। লেখা টা পড়লাম , দারুন লাগলো। কি আইডিয়া আপনার ! এখন তো সনেটের সাথে সাথে ননেট নিয়েও মাঠে নামতে হবে :P

৪| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৪

অচেনা হৃদি বলেছেন: সব মিলিয়ে ভালো লেগেছে আপু। আমার লেখার লিংক দিলেন, ধন্যবাদ। আমার লেখার চেয়েও আপনার লেখা বেশি তথ্যবহুল।

আচ্ছা আপু, আপনারা কিভাবে এতো সুন্দর করে কবিতা লেখেন? আমি কেন পারি না)?
:(

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম হৃদি আপু :D


"আমার লেখার লিংক দিলেন, ধন্যবাদ" এ আর তেমন কি :P আপনার লেখায় সনেট কবিকে নিয়ে অনেক কিছু লেখা ছিল । যদি কেউ কবি সম্পর্কে জানতে চায় তাই দিয়েছি । পাশাপাশি লেখাটি ও ভালো হয়েছে। !:#P

@আচ্ছা আপু, আপনারা কিভাবে এতো সুন্দর করে কবিতা লেখেন? আমি কেন পারি না)?" ---------- কে বলেছে হৃদি আপু কবিতা লিখতে পারেনা। মা আর মেয়েকে নিয়ে লেখা আপনার সেই কবিতাটি আমার প্রিয় কবিতার তালিকায় আছে কিন্তু 8-| অমন কবিতা আরও চাই কিন্তু ।

৫| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

সনেট কবি বলেছেন: যখন নজরে আসলো তখন পড়ার সময় নেই। পরে পড়ে মন্তব্য করব ভাবছি। তবে সুখবর হলো ফুল ঝুরি এখন আলোচিত পাতায় ফুল হয়ে ঝরছে।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১২

কথার ফুলঝুরি! বলেছেন: @যখন নজরে আসলো তখন পড়ার সময় নেই। পরে পড়ে মন্তব্য করব ভাবছি" -------- অনেক শখ করে লেখাটি লিখেছি কবি। লেখাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্য এর অপেক্ষায় রইলাম কিন্তু। তা না হলে যে লেখাটি সার্থক হবেনা :(

@তবে সুখবর হলো ফুল ঝুরি এখন আলোচিত পাতায় ফুল হয়ে ঝরছে---------- হা। কালকের দিন পুরোটাই তো আমার ছিল :-B আপনার লেখা সনেটের বদৌলতে :P লেখাটি এখনও ফুল হয়ে ঝরছে আলোচিত পাতায় 8-| !:#P

৬| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১১

সিগন্যাস বলেছেন: আমার একটাই দুঃখ সনেট সাহেব ভূতপ্রেতে বিশ্বাস করেন না :(

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৫

কথার ফুলঝুরি! বলেছেন: @ আমার একটাই দুঃখ সনেট সাহেব ভূতপ্রেতে বিশ্বাস করেন না :(---- হাহা! =p~ তবে কথা হচ্ছে, না মানে , ইয়ে, বলতে চাচ্ছিলাম যে আমিও কিন্তু ভুত প্রেতে বিশ্বাস করিনা :P যতক্ষণ পর্যন্ত না আমার তেনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত করছিনা।

আর যদি দেখা হয়েই যায়, বেঁচে থাকলে, সবার আগে ব্লগে এসে সিগন্যাস ভাইয়াকে খবর দিব :P

৭| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২১

কাওসার চৌধুরী বলেছেন:


প্রিয় সনেট কবিকে নিয়ে চমৎকার বিশ্লেষণধর্মী ফিচারটি পড়ে খুব ভাল লেগেছে। একজন গুণী কবিকে নিয়ে আরেকজন গুণী ব্লগারের এই সম্মানবোধ দেখে ভাল লাগলো। আর সনেট সম্বন্ধে অনেক তথ্য জানতে পারলাম। শুভ কামনা রইলো প্রিয় আপু আর কবির জন্য।

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: প্রিয় কাওসার ভাইয়া, আপনার ব্যস্ততা কি কমেছে ? এখন ও কিন্তু আপনাকে আগের মত দেখতে পাচ্ছিনা :(

লেখা ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম ভাইয়া। অনেক যত্ন করে লিখেছি লেখাটি 8-|

৮| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪২

সনেট কবি বলেছেন: একজন ফুলঝুরি পাঠকদেরকে সনেটের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আশা করি এতে সবাই উপকৃত হবে। আর পোষ্ট সাকুল্যে অনেক মান সম্পন্ন হয়েছে। আর আমি অনেক খুশী হয়েছি। আর কি বলব? কথা খুজে পাচ্ছিনা।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: @একজন ফুলঝুরি পাঠকদেরকে সনেটের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আশা করি এতে সবাই উপকৃত হবে----- আমি চেষ্টা করেছি মাত্র । বাকিটা পাঠকরাই বলতে পারবে।

@আর পোষ্ট সাকুল্যে অনেক মান সম্পন্ন হয়েছে। আর আমি অনেক খুশী হয়েছি--- অনেক খুশী হলাম যে প্রিয় সনেট কবিকে নিয়ে আমার লেখা, সনেট কবির কাছে ভালো লেগেছে এবং কবি খুশী হয়েছেন । 8-|

@আর কি বলব? কথা খুজে পাচ্ছিনা--- হাহা! :P আমারও কাল আমাকে নিয়ে লেখা আপনার সনেট দেখে এমন হয়েছিল :P এত খুশী হয়েছিলাম যে আমিও কি বলবো ভাষা খুজে পাচ্ছিলাম না :P তবে আপনি যতটুকু বলেছেন তাতে আমি অনেক অনেক খুশী এবং অনুপ্রানিত !:#P

ভালোবাসা ও শ্রদ্ধা প্রিয় কবির প্রতি।

৯| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৭

আশরাফুল অ্যাস্ট্রো বলেছেন: আমারও বেশ ইচ্ছে করে কিন্তু <<< :((

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: @আমারও বেশ ইচ্ছে করে কিন্তু

১০| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: পোস্টের প্রথমদিকের কথাগুলো পড়ে ছোটকালের পড়াশোনার কথা মনে পড়ে গেল! এসব কতবার মুখস্থ করেছি বুঝে না বুঝে! :)

সনেট কবিকে নিয়ে হৃদি আপুর পোস্টে এবং সনেট কবির পোস্টেও অনেককিছু বলেছি। আবার সেসব রিপিট করছি না। আন্তরিক ব্লগারটিকে নিয়ে লেখার জন্যে ধন্যবাদ।

আর আমি আল্লাহর কাছে দোয়া করি, জীবনে সবসময় এভাবেই মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পেতে থাকুন ও দিতে থাকুন! ভীষন ধনী হোক আপনার হৃদয়!

গোছালো ও সাবলীল লেখনীতে লাইক।

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১২

কথার ফুলঝুরি! বলেছেন: @পোস্টের প্রথমদিকের কথাগুলো পড়ে ছোটকালের পড়াশোনার কথা মনে পড়ে গেল! এসব কতবার মুখস্থ করেছি বুঝে না বুঝে! :)---- হাহাহা! হা রে আপু, আর বইলেন না সেই দিনগুলোর কথা। ওইসব কঠিন কঠিন পড়া মুখস্ত করার কথা মনে পরলে এখনও ভয় লাগে :(( :(( তবে যত যাই হোক, সেই দিনগুলো ছিল সব থেকে সেরা। আর এত কঠিন কঠিন পড়া পড়ে পরীক্ষা দেওয়ার পর যেদিন রেজাল্ট দিত সেদিনের যে Excitement :P আহ! কি দিনগুলো, এগুলো বলতে গেলে তো লেখা থামতেই চায়না :((


@আর আমি আল্লাহর কাছে দোয়া করি, জীবনে সবসময় এভাবেই মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পেতে থাকুন ও দিতে থাকুন! ভীষন ধনী হোক আপনার হৃদয়--- ইশ, আপুরে 8-| মনটা ভরে গেল আমার :-B আপনাদের সবার ভালোবাসা পাই বলেই তো সামু কে এত ভালোবাসি !:#P

অনেক ভালোবাসা আমার প্রিয় হারিয়ে যাওয়া বোন টা কে 8-|

১১| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো বলেছেন ।।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৯

কথার ফুলঝুরি! বলেছেন: শুভসকাল মামুন ভাইয়া। লেখা পড়া ও মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ ।

ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো।

শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

১২| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

এ.এস বাশার বলেছেন: সনেট কবির প্রতি শ্রোদ্ধা ও ভালবাসা বেড়ে গেল। শুভকামনা আপনার জন্য।
সেই সাথে আমার আজকের কবিতা পড়ার নিমন্ত্রণ।

১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: @সনেট কবির প্রতি শ্রোদ্ধা ও ভালবাসা বেড়ে গেল--- জি, আসলেই কবি সবার ভালোবাসা ও শ্রদ্ধা পাওয়ার যোগ্য।

@সেই সাথে আমার আজকের কবিতা পড়ার নিমন্ত্রণ--- অবশ্যই অবশ্যই। এখনই যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.