নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

আমার ভালো না লাগার কাব্য :P :-<

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৫



ভালো লাগেনা আর ভালো না লাগা
ভালো লাগেনা নীরব থাকা
ভালো লাগেনা মন খারাপও আর
ভালো লাগেনা কবিতা লেখা :-<

ছুটির দিনেতে সারাদিন ঘুমাই
বাইরে যাবার সঙ্গী যে নাই
টিভি দেখতেও লাগেনা ভালো
সিনেমা নাটক, কি সব ধুর ছাই X((

দিনের আলোয় রাত ভোর হয়
তবুও ঘুমের দেখা কই
বিছানায় শুয়ে এপাশ ওপাশ
আর মনের ঘরেতে হয় হৈচৈ :-&

অফিসের কাজে মনোযোগ নাই
সাজ গোঁজের বাসনা কোথায় পাই
বন্ধুর আড্ডায় আমার দেখা নাই
কি করি না করি কোন ঠিক নাই B:-)

ফেসবুকেও আর মজা নাই
ব্লগেও তেমন মন নাই
ভালো লাগা আর না লাগাতে
সময়ও বলে যাই যাই :((

এইভাবে আর চলছেনা আমার
যা ভালো লাগে তা সব চাই
ধরেছে অসুখ ভালো না লাগার
জীবনটা যে যাচ্ছে তাই |-)

মন্তব্য ৬৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৯

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার ভালো না লাগার কাব্যটা আমার কাছে ভালো লাগল। তবে কাব্যে বয়সের যে রোগ আপনার সেটা ফুটে উঠেছে ।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: @আপনার ভালো না লাগার কাব্যটা আমার কাছে ভালো লাগল--- খুশী হলাম জেনে যে আমার ভালো না লাগার কাব্য আপনার কাছে ভালো লেগেছে :D

@তবে কাব্যে বয়সের যে রোগ আপনার সেটা ফুটে উঠেছে --- --- হাহা! =p~ হা, ভালো না লাগা এটা আসলেই বয়সের রোগ :(( আমারও একই অবস্থা :P

২| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! ভালো না লাগাটাও বেশ মুগ্ধকরা। আহা এমন অলস সময় আমি যদি পেতাম তাহলে কাজ কর্ম ফেলে স্রেফ ঘুৃমোতাম। যাইহোক আমার ভালো লাগা জানিয়ে গেলাম আমার ছোট্টবোনকে ++
সময় পেলে আবার আসছি।
নিরন্তর শুভকামনা রইল।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৪

কথার ফুলঝুরি! বলেছেন: @বাহা!! ভালো না লাগাটাও বেশ মুগ্ধকরা--- তাই নাকি ভাইয়া !:#P ভালো লাগলো জেনে ।


@আহা এমন অলস সময় আমি যদি পেতাম তাহলে কাজ কর্ম ফেলে স্রেফ ঘুৃমোতাম
-- ঘুমের চেয়ে সুখের আর কিছু কি এই দুনিয়াতে আছে ভাইয়া :P আমিতো ছুটির দিনে ম্যারাথন ঘুম দেই :D

@যাইহোক আমার ভালো লাগা জানিয়ে গেলাম আমার ছোট্টবোনকে ++ --- প্রিয় ভাই কে মন্তব্বে পেয়ে এবং তার কাছে থেকে ++ পেয়ে এখন একটু ভালো লাগছে :-B

৩| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

সাগর শরীফ বলেছেন: ভাল ছিল!
পদাতিক ভাই এনার ভাল লাগেনা রোগের কোন টীকা নাই?

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: @ভাল ছিল--- হাহাহা! ধন্যবাদ সাগর ভাইয়া :-B

@পদাতিক ভাই এনার ভাল লাগেনা রোগের কোন টীকা নাই?--- বিজ্ঞানীরা বসে বসে কি করছে বলুন তো ভাইয়া। এখন পর্যন্ত ভালো না লাগা রোগের একটা টীকাই আবিষ্কার করতে পারলো না B:-) :P

৪| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: সবারই এক সমস্যা ভালো লাগে না।
বই পড়ুন, গান শুনুন, মুভি দেখুন। লিখুন।
মনটা স্থির করুন। ভাবুন, চিন্তা করুন।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: @সবারই এক সমস্যা ভালো লাগে না-- হাহা! =p~ ভাইয়া, ভালো না লাগা একটা ছোঁয়াচে রোগ ।

@বই পড়ুন, গান শুনুন, মুভি দেখুন। লিখুন।
মনটা স্থির করুন। ভাবুন, চিন্তা করুন।
--- হা, ভাইয়া সবগুলোই চেষ্টা করছি করার। রবীন্দ্রনাথের উপন্যাসের একটা মোটা বই এনে রেখেছি বাসায় কিন্তু ধরতেই তো পারলাম না এখনও সময়ের অভাবে :(

৫| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আমি বলব আপনি নামাজ পড়ুন।
নামাজ পড়লে খুব শান্তি পাওয়া যায়। মনটা শান্ত হয়ে যায়।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৯

কথার ফুলঝুরি! বলেছেন: @আমি বলব আপনি নামাজ পড়ুন।
নামাজ পড়লে খুব শান্তি পাওয়া যায়। মনটা শান্ত হয়ে যায়
--- আমি পুরোপুরি একমত ভাইয়া। নামাজ তো পড়ি ভাইয়া। অফিসে থাকার কারনে সবগুলো পারিনা কিন্তু এশার টা রেগুলার পড়ি। আসলেই ভাইয়া, নামাজ পড়লে খুব শান্তি পাওয়া যায় । আমি যখন খুব বেশী অস্থিরতা আর অশান্তিতে ভুগি তখন আমি নামাজ পড়ি।

৬| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জীবনটা এমনই রে বইন!

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০১

কথার ফুলঝুরি! বলেছেন: @ জীবনটা এমনই রে বইন!--- হা, আমার দেশী ভাই। জীবনটা এমনই :|| ভালো লাগুক আর না লাগুক চলতে হবে জীবনের পথেই ।

৭| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫

ঋতো আহমেদ বলেছেন: একটু লবণ(আয়োডিন যুক্ত) ছিটিয়ে নিন। ভালো লাগবে। ;)

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১১

কথার ফুলঝুরি! বলেছেন: @একটু লবণ(আয়োডিন যুক্ত) ছিটিয়ে নিন। ভালো লাগবে। --- হাহাহা! =p~ আইডিয়া মন্দ না ঋতো আহমেদ ভাইয়া। তবে কথা হচ্ছে, এখন তো যে হারে ভেজাল হচ্ছে সবকিছুতে, লবনেও তো থাকবে ভেজাল :P তবে আমার ভালো না লাগাতে কিন্তু ভেজাল নেই =p~

৮| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৩

অচেনা হৃদি বলেছেন: ছুটির দিনেতে সারাদিন ঘুমাই
বাইরে যাবার সঙ্গী যে নাই


হিহিহি...

হে কবি আপু, এই দুই লাইনে তো না বলা সব কথা বলে দিলেন। সঙ্গী নেই কেন? জন্মদিনে যাকে কবিতা উপহার দিয়েছিলেন উনি কোথায়?

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

কথার ফুলঝুরি! বলেছেন: @হে কবি আপু, এই দুই লাইনে তো না বলা সব কথা বলে দিলেন--- হাহাহা =p~ হা হৃদি আপু, বাইরে যাবার সঙ্গী না থাকলে ছুটির দিনগুলো খুব বিরক্তিকর আর একাকী :((

@সঙ্গী নেই কেন? জন্মদিনে যাকে কবিতা উপহার দিয়েছিলেন উনি কোথায়? --- ওয়াও :|| হৃদি আপু দেখি আবার জন্মদিনের কবিতার কথা মনেও রেখেছে :-B
তার কথা আর না ই বললাম আপু । তিনি একটা পচা :(

৯| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৩

ভ্রমরের ডানা বলেছেন:




নিজের গালে থাপ্রান! কিছুক্ষণ পর সব ভাল লাগবে!

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: @নিজের গালে থাপ্রান! কিছুক্ষণ পর সব ভাল লাগবে--- হাহাহা =p~ ভাইয়া, আপনার মন্তব্য পড়েই এমন হাসি পাচ্ছে যে নিজের গালে আর থাপড়ানো লাগে নাই =p~

১০| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১০

ভ্রমরের ডানা বলেছেন:

মজা কইরালাইচি...

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: @মজা কইরালাইচি... -- আইন্নের মজা কইরালানের কারনে মুই একটুশখানি হাসিবার পাইরলাম =p~ হের লাগি ধইন্নবাদ =p~

১১| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:


কবি বলেছেন-


হাসিবে যখন তুমি ঢাকিও না মুখ...
গালে নাকে লাগে বিশুদ্ধ হউক বুক

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৪

কথার ফুলঝুরি! বলেছেন: @হাসিবে যখন তুমি ঢাকিও না মুখ...
গালে নাকে লাগে বিশুদ্ধ হউক বুক
----

বিশুদ্ধ বাতাস লাগিয়ে গায়ে হয়ে গেলাম স্নিগ্ধ !:#P
ভালো লাগা আর না লাগার মাঝেই
হাসি মুখে করে যাব জীবন যুদ্ধ :P

১২| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:
টাইপো হয়েছে। গালে নাকে বাতাস লাগে হবে!

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: হাসিবে যখন তুমি ঢাকিও না মুখ
গালে নাকে বাতাস লেগে বিশুদ্ধ হউক বুক

এবার ঠিক আছে #:-S
বিঃ দ্রঃ লাইন দুইটা সুন্দর হয়েছে। ধন্যবাদ ভ্রমরের ডানা ভাইয়া।

১৩| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

নতুন নকিব বলেছেন:



ভাল লাগলো আপনার ভাল না লাগার কাব্য

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: @ভাল লাগলো আপনার ভাল না লাগার কাব্য। --- আমার ভালো না লাগার কাব্য নতুন নকিব ভাইয়ার কাছে ভালো লেগেছে জেনে খুশী হলাম !:#P

ধন্যবাদ ভাইয়া। :D

১৪| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৮

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

বৃষ্টির দিনে ভাল লাগেনা কবিতা পড়তে কিন্তু এটা ভাল না লাগার কাব্য বিধায় না পড়তে পারিনি।

ইমোজি গুলো আমার মন খারাপ করে দিল। :-&

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: @বৃষ্টির দিনে ভাল লাগেনা কবিতা পড়তে কিন্তু এটা ভাল না লাগার কাব্য বিধায় না পড়তে পারিনি কিন্তু ভাইয়া, বৃষ্টির দিনই তো আমার কাছে কবিতার জন্য একদম পারফেক্ট লাগে কারন বৃষ্টির সাথে সাথে মনটাও তখন রোমান্টিক হয়ে যায় আর মাঝে মাঝে বিরহী ।

@ইমোজি গুলো আমার মন খারাপ করে দিল--- আপনার মন ভালো করার জন্য এই ইমোজি গুলো দিলাম :D :#) :#) B-)) :-B =p~ :-0 !:#P । আশা করি কাজ হবে :P

বিঃ দ্রঃ বৃষ্টির দিনে কবিতা পড়তে ভালো না লাগার পরেও ভাইয়া যে আমার কবিতা পড়েছে তার জন্য ভাইয়াকে বিশেষ ধন্যবাদ ও বৃষ্টিদিনের শুভেচ্ছা ।

১৫| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৬

আখেনাটেন বলেছেন: ঘোড়া রোগে পেয়েছে আপনারে। জাস্ট কিডিং।

মজার কোনো বিষয় নিয়ে লিখতে থাকুন। কন্সেন্ট্রেশন একদিকে থাকলে ভালোলাগাও শুরু হবে। আমরাও ভালো কিছু লেখা পাব।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১০

কথার ফুলঝুরি! বলেছেন: @ঘোড়া রোগে পেয়েছে আপনারে। জাস্ট কিডিং--- হাহাহা! হা ঠিক বলেছেন ভাইয়া =p~ ভালো না লাগা আসলেই ঘোড়া রোগ =p~

@মজার কোনো বিষয় নিয়ে লিখতে থাকুন। কন্সেন্ট্রেশন একদিকে থাকলে ভালোলাগাও শুরু হবে। আমরাও ভালো কিছু লেখা পাব- এই আইডিয়া টা ভালো লেগেছে ভাইয়া । কিছু মজার মজার জিনিস মাথায় আছে লেখার জন্য। দেখি কাল তো ছুটি এই ফাঁকে লিখে ফেলব আর মনটাও যদি ঘোড়া থেকে একটু মানুষ হয় :P

১৬| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জান্টু আপু! জান্টু আপু! তোমার জন্য আজকে একটা স্পেশাল কমেন্ট করলুমঃ

★পাঠকের অভিমতঃ

কবিতার ভেতরের কথাগুলো এর চরনকে ছাপিয়ে গিয়েছে। যেহেতু এটা মন খারাপ করার কবিতা সুতরাং লাইক দিলুম না।(লাইকের লোভে যেন কেউ এসব না লিখে সেই জন্য!)
আচ্ছা! কবিতা পড়ে কি আমার মনও খারাপ হয়ে গেল?
কি জানি??


একটু ফান/লুলামিঃ
কমেডি-রোমান্স যদি না করি হায়
পেটের ভাত মোর হজম নাহি হয়।
কিন্তু কথা হল গিয়ে,
দেখে শুনে কথার আপুর দিতে হবে বিয়ে...:P
আমি তাহলে বর খুঁজি গিয়ে,
নাকি আপুর আগে থেকেই ইয়ে??:P

@সাজ গোঁজের বাসনা কোথায় পাই, হিরো থাকতে নো চিন্তা;)

@ফেসবুকেও আর মজা নাই
ব্লগেও তেমন মন নাই,

(ওই একটা কবি ছাড়া, অকবিদের কি চোখে পড়ে না??)X(X(

গানাঃ
১. আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছ?
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া...

২. আজ শ্রাবণী পূর্ণীমা রাতে চল পলায়ে যাই.....

না পলালে বসে বসে তোমার খাটাশ/খচ্চর/পাষাণ/রোবট কবির জন্য বিরহের গান গাও...X(
১. সারাদিন তোমায় ভেবে
হলো না আমার কোন কাজ
হলো না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ.....
২. আজি ঝর ঝর মুখরও বাদলও দিনে.... কিছুতে কেন যে মন লাগে না...

পুনশ্চঃ
মন্তব্য করার জন্য সামুর লেখকদের থেকে টাকা দেয়া দরকার। :P

কাল বেড়াতে যাচ্ছি। প্রায় এক সপ্তাহের ট্যুর। তোমাদের বাঘ বকরির এলাকাতেও যাবো...;)

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতার ভেতরের কথাগুলো এর চরনকে ছাপিয়ে গিয়েছে। যেহেতু এটা মন খারাপ করার কবিতা সুতরাং লাইক দিলুম না।(লাইকের লোভে যেন কেউ এসব না লিখে সেই জন্য!)----- হিহি :P এটাতো ভালো না লাগার কবিতা :P

লাইক চাই লাইক চাই
তা না হলে কিন্তু কোন কথা নাই X((

@কিন্তু কথা হল গিয়ে,
দেখে শুনে কথার আপুর দিতে হবে বিয়ে...:P
আমি তাহলে বর খুঁজি গিয়ে,
নাকি আপুর আগে থেকেই ইয়ে??:P

-----
বিয়ের কথা শুনলেই আমি করিতে চাই পলায়ন
বিয়ে নামক দিল্লি কা লাড্ডু না খেয়েই আমি থাকতে চাই আজীবন :P
ইয়ে আছে নাকি না আছে সে কথা দিলাম বাদ
আমার আছে একজন বিশেষ কবি
তিনি থাকলেতো বাকিরা সব বরবাদ =p~

@সাজ গোঁজের বাসনা কোথায় পাই, হিরো থাকতে নো চিন্তা;)--- হাহাহা! হিরো তো দেখি পুরোই মেক আপ বক্স নিয়ে এসেছে =p~ কিন্তু কথা আপুর সাজ মানেতো শুধু চোখে কাজল আর লিপস্টিক :P তারপরেও মেক আপ বলে কথা, আমি মহা খুশী :#)

@ওই একটা কবি ছাড়া, অকবিদের কি চোখে পড়ে না??)-- অকবি কিংবা অন্য কবিদের দেখে আমি থাকি চোখ বুজে :P আমার চোখ যে শুধু আমার বিশেষ কবিকেই খোঁজে !:#P

@না পলালে বসে বসে তোমার খাটাশ/খচ্চর/পাষাণ/রোবট কবির জন্য বিরহের গান গাও..-- গান দুইটা পছন্দ হয়েছে :D কিন্তু আমার কবির জন্য এইসব বিশেষণ কেন X(( X(( X((

@মন্তব্য করার জন্য সামুর লেখকদের থেকে টাকা দেয়া দরকার--- টাকা দিবার পারুম না :#) ধইন্নবাদ দিবার পারুম খালি :P


@কাল বেড়াতে যাচ্ছি। প্রায় এক সপ্তাহের ট্যুর। তোমাদের বাঘ বকরির এলাকাতেও যাবো...-- এই কথা টা তো শেষে না বললেও চলতো :( কতদিন যাইনা বেড়াতে :(

১৭| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২

চঞ্চল হরিণী বলেছেন: কথা আপুর কবিতার কথা পড়ে আমিও ভালো না লাগায় আক্রান্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু মন্তব্য পড়ার পর, বিশেষ করে পাঠকের প্রতিক্রিয়া ভাইয়ের মন্তব্য পড়ার পর হাসি যেন আর না ধরে =p~ । ঠিকই আছে আপু, ভালো না লাগার কবিতা লেখার পরে এখন মন্তব্য পড়ে তোমার মন ভালো হয়ে যাবে :)

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

কথার ফুলঝুরি! বলেছেন: @কথা আপুর কবিতার কথা পড়ে আমিও ভালো না লাগায় আক্রান্ত হয়ে গিয়েছিলাম-- হাহাহা! আপু ভালো না লাগাতো ছোঁয়াচে রোগ =p~

@কিন্তু মন্তব্য পড়ার পর, বিশেষ করে পাঠকের প্রতিক্রিয়া ভাইয়ের মন্তব্য পড়ার পর হাসি যেন আর না ধরে =p~ -- হা আপু, আমি প্রায়ই বসে বসে মন্তব্য গুলো সব পড়ি । খুব ভালো লাগে। আর হা, পাঠকের প্রতিক্রিয়া মানে মন্ডল ভাই বরাবরই মজার মানুষ :#)

@ঠিকই আছে আপু, ভালো না লাগার কবিতা লেখার পরে এখন মন্তব্য পড়ে তোমার মন ভালো হয়ে যাবে-- হা আপু, আমার ভালো না লাগার কাব্য তে আপনাদের ভালোবাসা পেয়ে এখন আমার মন ভালো লাগছে :-B

১৮| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫০

অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগেনা এটা মেইবি একটা রোগ, যেটা আমারো আছে। অনেক সুন্দর কবিতা পড়লাম, ভালো না লেগে উপায় নেই। আচ্ছা যদি এ রোগের ঔষধ পাই তাহলে অবশ্যই আপনাকে জানাবো। :)

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: @ভালো লাগেনা এটা মেইবি একটা রোগ, যেটা আমারো আছে---- হা হৃদয় ভাইয়া, এটা একটা রোগ। আখেনাটেন ভাইয়ার ভাষায় এটা একটা ঘোড়া রোগ =p~

@কবিতা পড়লাম, ভালো না লেগে উপায় নেই-- আমার ভালো না লাগার কাব্য আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাইয়া :-B

@আচ্ছা যদি এ রোগের ঔষধ পাই তাহলে অবশ্যই আপনাকে জানাবো। :)-- বিজ্ঞানী গুলো সব বসে বসে করছে কি বলেনতো ভাইয়া :|| এখন পর্যন্ত পারলো না ভালো না লাগা অসুখের কোন ওষুধ আবিষ্কার করতে :P

১৯| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের খুব সুন্দর উত্তর দিয়েছেন। ধন্যবাদ। ভালো থাকুন।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: @আমার মন্তব্যের খুব সুন্দর উত্তর দিয়েছেন-- খুশী হলাম ভাইয়া যে প্রতিউত্তর ভালো লেগেছে 8-|

আপনিও অনেক ভালো থাকবেন ।

২০| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:


ছুটির দিনে সারাদিন ঘুমাই
বাইরে যাওয়ার সঙ্গী যে নাই;
কাজের দিনে সারাদিন বিজি
লাইফটায় কিন্তু রসকস নাই।

এমন একটা সময় ছিল মোর
থাকতাম বিজি ছুটির দিনে
বসতো না মন পড়ার টেবিলে
যখন ছিলাম মশগুল তার প্রেমে।

এখন সেও অতীত, মুইও বৃদ্ধা
কাটে সময় তার স্মৃতির ঘোরে
অপেক্ষায় আছি দক্ষিণের পানে
দাও দেখা অন্তত স্বপনের ঘরে।।

কথা আপুর কথামালা, মান অভিমান মিশ্রিত কাব্য ভাল লাগলো। হতাশ হওয়া কিছু নেই; সামনে আসছে নিশ্চিত সুদিন। শুভ কামনা রইলো, আপু।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: প্রিয় কাওসার ভাইয়ার প্রেমের কথা শুনে
ভীষণ পেলাম মজা :P
প্রেম তো ভাইয়া প্রেম নয়
এ যেন এক সাঁজা :((

প্রেম যতই অতীত হোক
যায়না সে তো মুছে
প্রেমের মরা জ্বলে ডুবেনা
থাকে যে লেগে পিছে :((

আমার ভালো না লাগার কাব্য ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাইয়া :-B

@হতাশ হওয়া কিছু নেই; সামনে আসছে নিশ্চিত সুদিন--- হিহি :P আমার প্রিয় ভাইয়া আমাকে সবসময় ভরসা দেয় !:#P

২১| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০

করুণাধারা বলেছেন: আহারে! কি কষ্ট ভালো না লাগার!

আশা করি শিগগিরই ভালোলাগার দিন আসবে।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: @আহারে! কি কষ্ট ভালো না লাগার-- হাহা ! =p~ করুনাধারা আপু, এই অসুখ যাকে ধরে সেই বুঝে কি জ্বালা :((

@আশা করি শিগগিরই ভালোলাগার দিন আসবে।
-- হয়তো হা, হয়তো না :| তবে আপুর শুভকামনার জন্য অনেক ধন্যবাদ।

২২| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১

কুঁড়ের_বাদশা বলেছেন:


আমারও মন বসে না ব্লগ বাড়ীতে!!!! ;) :P :)

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: @আমারও মন বসে না ব্লগ বাড়ীতে!!!!--- কুঁড়ের বাদশার যদি ব্লগ বাড়ীতে মন না বসে তাহলে লেখা চোরদের ধরবে কে শুনি :P

২৩| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১

কুঁড়ের_বাদশা বলেছেন:

আফা চোর ধরা কাজে
মাফও চাই, সেই সাথে দোয়াও চাই!!!!!!!!! ;) :P :)

কারণ,
হাতে-নাতে চোর ধরলেও উল্টা কুঁড়ের বাদশাকে চোর বানিয়ে দিবে.... ;)
এখন সামু ব্লগে দালালের আখড়া !!!!!!!!! ব্লগে হক কথা বলার লোকের অভাব!!!!!! ;) :)

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: @আফা চোর ধরা কাজে
মাফও চাই, সেই সাথে দোয়াও চাই!!!!!!!!!
-- ওকে, আপনাকে দোয়া ও মাফ দুইটাই দিলাম :P

@হাতে-নাতে চোর ধরলেও উল্টা কুঁড়ের বাদশাকে চোর বানিয়ে দিবে.... ;)
এখন সামু ব্লগে দালালের আখড়া !!!!!!!!! ব্লগে হক কথা বলার লোকের অভাব!!!!!! ;) :)
-- আমি নিরীহ মানুষ :( তাই এই বিষয়ে নো কমেন্ট :P

২৪| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

কুঁড়ের_বাদশা বলেছেন:

আমি নিরীহ মানুষ :( তাই এই বিষয়ে নো কমেন্ট :P

আপনার কমেন্ট করা লাগবে না; তবে আয়নায় একটু নিজের মুখখানা দেখার অনুরোধ রইলো ।আপাতত এতোটুকু সান্ত্বনার বাণী। সবাই নিরীহ মানুষ, সেই আমিও!!!!!!!! ;) ;)

২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

কথার ফুলঝুরি! বলেছেন: @তবে আয়নায় একটু নিজের মুখখানা দেখার অনুরোধ রইলো- ঐ কুঁড়ের বাদশা ভাই :(( এভাবে বললেন, কেমন কেমন লাগে :P
আয়নায় তো চেহারা দেখিই প্রতিদিন :-B আর একই তো চেহারা, প্রতিদিন দেখার দরকার কি । হাহা =p~

২৫| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
ফেসবুকের সব মজা Rantages Goatposting গ্রুপ এ ;)

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৯

কথার ফুলঝুরি! বলেছেন: @ফেসবুকের সব মজা Rantages Goatposting গ্রুপ এ ;)--- এটা আবার কোন গ্রুপ, যেখানে এত মজা :|| গিয়ে দেখতে হয়তো তাহলে একবার :P

২৬| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহ! কি দারুণভাবে নিজেকে প্রকাশ করেছেন কাব্যরসে, মুগ্ধতা জানবেন।

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: @আহ! কি দারুণভাবে নিজেকে প্রকাশ করেছেন কাব্যরসে, মুগ্ধতা জানবেন-- -- নিজের কথাই লিখেছিতো তাই হয়তো :P আমার ভালো না লাগার কাব্য ভাইয়ার কাছে ভালো লেগেছে জেনে খুশী হলাম !:#P

ধন্যবাদ, নাঈম জাহাঙ্গীর নয়ন ভাইয়া !:#P

২৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৭

সূচরিতা সেন বলেছেন: বাহ! দারুন আড্ডাবাজী চলছে মনে হচ্ছে এখানে ।

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১২

কথার ফুলঝুরি! বলেছেন: @! দারুন আড্ডাবাজী চলছে মনে হচ্ছে এখানে --- হা আপু :-B ভালো না লাগার কাব্য লেখার আগে আমার ভালো লাগছিলনা একদম :( কিন্তু এখন আপনাদের সবাইকে পেয়ে অনেক ভালো লাগছে :D

২৮| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: 'ভাল্লাগেনা' রোগে মুইও আক্রান্ত। তবুও কবিতাডা পড়তে ভাল্লাগছে!

শুভকামনা...

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২১

কথার ফুলঝুরি! বলেছেন: @ 'ভাল্লাগেনা' রোগে মুইও আক্রান্ত--- হাহা =p~ আন্নের আবার কিতা হইলো B:-) ভাল্লাগেনা কিল্লাই :P তয় দুংখের বিষয় হইলো এই রোগের কোন ঔষধ নাই :((

@তবুও কবিতাডা পড়তে ভাল্লাগছে--- যাক, একটু ভালো লাগাইতে পারছি শুনে খুশী :-B

২৯| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৪৩

সিগন্যাস বলেছেন: ফেসবুকেও আর মজা নাই
ব্লগেও তেমন মন নাই
ভালো লাগা আর না লাগাতে
সময়ও বলে যাই যাই 

আমারো একই দশা :) কোনকিছুতেই মন নাই । হতাশ হয়ে ভেড়ার পাল গুনছি

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: @আমারো একই দশা :) কোনকিছুতেই মন নাই । হতাশ হয়ে ভেড়ার পাল গুনছি--- সিগন্যাস ভাইয়া, চলেন আমরা তেনাদের দেশে চলে যাই :P কিংবা অদৃশ্শ হয়ে সবাইকে ভয় দেখাই :P তাহলে নির্ঘাত ভালো লাগবে :-B :D

৩০| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুন্দর ছড়া। অভিনন্দন ছড়াকার

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: @ সুন্দর ছড়া-- লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাইয়া :-B


@অভিনন্দন ছড়াকার--- ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্যও ভাইয়া ।

৩১| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:১৯

সনেট কবি বলেছেন: ভাল নালাগার অসুখ খুব খারাপ অসুখ। দ্রুত চিকিৎসা গ্রহণ জরুরী।

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: @ভাল নালাগার অসুখ খুব খারাপ অসুখ--- ঠিক :( প্রিয় কবি ।


@দ্রুত চিকিৎসা গ্রহণ জরুরী--- এই রোগের কোন ঔষধতো নেই :(( :( তবে অন্য চেষ্টা করতে হবে ।

৩২| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: কিতা হইছে, হেইডা নিজে ধরতে পারলে কি আর রোগ মনে লইয়া ঘুরতাম। তয় দুশ্চিন্তার কারণ নাই, পোস্টের কমেন্ট পইয়া মনে হইতাছে- ইহা বাংলার বাতাসে বাতাসে ঘুরিয়া বেড়াইতেছে। এবং ছুঁয়াচে রোগের চারিদিকে মতন ছড়িয়া পড়িতেছে।

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

কথার ফুলঝুরি! বলেছেন: @কিতা হইছে, হেইডা নিজে ধরতে পারলে কি আর রোগ মনে লইয়া ঘুরতাম-- এটাইতো এই রোগের আসল সমস্যা B:-) তবে এটা আসলে বয়সের রোগ :P

@পোস্টের কমেন্ট পইয়া মনে হইতাছে- ইহা বাংলার বাতাসে বাতাসে ঘুরিয়া বেড়াইতেছে। এবং ছুঁয়াচে রোগের চারিদিকে মতন ছড়িয়া পড়িতেছে
--- জি, ইহা ছোঁয়াচে রোগ কথা সত্য :P =p~

৩৩| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫০

এ.এস বাশার বলেছেন: কবিতা পাঠে ভিষন ভাল লাগা......
সব মন্তব্য পড়েছি বেশ ইন্টার্টেইন হইছি....

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০২

কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতা পাঠে ভিষন ভাল লাগা--- জেনে আমিও ভীষন খুশী :-B

@সব মন্তব্য পড়েছি বেশ ইন্টার্টেইন হইছি-- -- হাহা =p~ আসলেই, মজা পাওয়ার মতনই মন্তব্যগুলো =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.