নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

ছদ্মনামের আড়ালে যারা তাঁদেরকে নিয়ে আমার দুষ্টু আর মিষ্টি ভাবনারা :P

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৭



যেহেতু ছদ্মনাম নিয়ে লিখছি এবং ব্লগে আমার নিজেরও ছদ্মনাম তাই খুব স্বাভাবিক যে আমার পাঠকরা আমার নিজের নাম নিয়েও জানতে চাইতে পারেন তাই যাদের মনে আমার নাম নিয়ে ভাবনা আসবে তাদের জন্য বলছি, আমি একদম হুট করে সামুতে একাউন্ট খুলি। মাঝে মাঝে দু একটা কবিতা লিখতাম ডায়েরিতে কিন্তু সামুকে একবার দেখেই প্রেমে পরে যাই আর তখন এখানে লেখার লোভটা আর সামলাতে পারিনি :P তবে আমি নিজের নাম ব্যাবহার না করে ছদ্মনাম ব্যাবহার করছি কারন আমি ব্লগটাকে আমার ব্যক্তিগত জীবন থেকে আলাদা রাখতে চাই, আপাতত।

আপাতত বলছি এই কারনে কারন, কখনোবা হয়তো আমি আত্মপ্রকাশ করতেও পারি। আর ব্লগটাকে আমার অন্য এক ভুবন মনে হয় এখানে আমি একদম মন খুলে লিখতে পারি !:#P নিজের নামে থাকলে তখন একটা ভয় বা সংকোচ কাজ করত মনে যে, আমার পরিচিতরা লেখা পড়ছে আমার লেখা নিয়ে তারা কি ভাবে না ভাবে এসব :|| তাই আমি আমার ভালোলাগা ও ভালোবাসার এই অন্য এক ভুবনটাকে সম্পূর্ণ আলাদা রাখতে চাই !:#P
আর যখন অ্যাকাউন্ট খুলি তখন কেন জানি এই নামটিই মনে এসেছিল, কোন কারন ছাড়াই। তবে একটু সময় নিলে হয়তো আমি আমার ছব্দ নাম হৈমন্তী রাখতাম। এই নামটা আমার খুব পছন্দ 8-|

যাই হোক, নিজেকে নিয়ে অনেক বেশী বলে ফেলেছি আর না। আমার মত ব্লগে অনেকে ছদ্মনাম ব্যাবহার করেন যদিও তার মধ্যে অনেকের আসল নাম ও পরিচয় সম্পর্কেও আমরা জানি। শুধু জানিনা সেই নামটি সিলেক্ট করার পেছনের কথা (দু একজনের জানি) । এইসব ছদ্মনামের আমার সহব্লগারদের নিয়ে আমার কিছু দুষ্টু আর মিষ্টি ভাবনা নিয়ে আমার আজকের পোস্ট।

১। প্রান্তর পাতা- ইনি আমাদের ব্লগের ডোরেমন । পড়াশোনার ফাঁকে ফাঁকে ব্লগিং করেন। তবে সাবধান। যখন তিনি খুব বেশী সময় পাবেন ব্লগিং করার জন্য তখন কিন্তু তিনি এই ব্লগের মাফিয়া/রাজা হবেন B:-) তবে তিনি যদি কোনদিন সিনেমার হিরোও হয়ে যান কেউ অবাক হবেন না প্লিজ, কারন তিনি কিন্তু দেখতে নায়ক সাকিব খানের চেয়েও সুন্দর :P আমার একজন পছন্দের মানুষের মত তারও মিরিন্ডা পছন্দ :P ডোরেমন ভাইয়া সম্প্রতি তাঁর নাম পরিবর্তন করে ব্লগার প্রান্ত রেখেছেন। প্রান্তর ভাইয়া, ইয়েস Success has no shortcuts। ভাইয়া কথা সত্যি, মিরিন্ডা পছন্দ করা মানুষগুলো আসলেই ভালো হয় :P


২। সামু পাগলা০০৭
- হেই সামু পাগলী আপু, অল্প কিছু কথায় আসলেই নিজেকে ব্যক্ত করা সম্ভব না । তবে আমরাও আপনাকে জানছি একটু একটু করে। যেমন জেনে গিয়েছি আপনি আসলে পাগলা না পাগলী :P পাগলী আপু আসলেই মনে হয় আমার হারিয়ে যাওয়া বোন !:#P আমার মত আপনারও নাকফুল সবচেয়ে পছন্দ আর আপনিও দেখি অতিআবেগী ঠিক আমারই মত। হা আপু, আমরা যে অতিআবেগী বিষয়টা লুকানোর কিছু নেই, আমার আর আপনার মত আবেগী মানুষগুলো আছে বলেই পৃথিবীতে এখনও ভালোবাসা আছে ।

৩। পাঠকের প্রতিক্রিয়া ! – ইনি কিন্তু লেখক না । ইনাকে কেউ লেখক ভেবে ভুল করবেন না দয়া করে :P হাহা। শুধুমাত্র মন্ডল ভাই বলেই আমি এমন করে বলতে পারলাম, আমার কাজিন বলে কথা :P ইনি মন্ডল বাড়ির পাজি ছেলে মোঃ নিজাম উদ্দিন মন্ডল ভাই। উনাকে আমি ক্যাঙ্গারুর সাথে তুলনা করতে পারি কারন ইনি লাফালাফি করেন আর সারা ব্লগ ঘুরে বেরান এবং পাঠক হিসেবে তার প্রতিক্রিয়া প্রকাশ করেন । ওহে কাজিন, কবে থামবে তোমার নাচা নাচি, তা ধিন ধিন X(( X(( X((

৪। ভুয়া মফিজ - ভাইয়া লিখেছেন ভুয়া মফিজ এর সাথে ভুয়ামি না করাই ভালো :P ভাইয়ার নাম ভুয়া মফিজ হলেও ভাইয়া কিন্তু পাঠকদের ভুয়া ভুয়া লেখা উপহার দেননা :P তবে মফিজ নামটা কি ভাইয়ার আসল নাকি ছদ্ম তা আমি নিশ্চিত না। কারন অনেকে দুষ্টুমি করেও অনেককে মফিজ ডাকে যারা একটু গবেট টাইপ এর মানুষ :P কিন্তু ভুয়া মফিজ ভাই, না ভুয়া আর না মফিজ। তাহলে কেন তিনি ভুয়া মফিজ ? :|

৫। স্রাঞ্জি সে- স্রাঞ্জি সে ভাইয়া, থুক্কু স্রাঞ্জি সে, আপু :P এই আপুটাকে আমি সেই প্রথম থেকে ভাইয়া ভেবে আসছিলাম কিন্তু দু একদিন আগেই জানতে পারলাম তিনি ভাইয়া না আপু :| এ এক বিশাল বিড়ম্বনা ব্লগে ছদ্মনামের ক্ষেত্রে। আচ্ছা চিন্তা করে দেখেনতো, কোন এক ব্লগার আরেকটা ব্লগারের লেখা পড়ে তার প্রেমে পড়ে গেল :P কিন্তু আমার মত সেও একদিন জানতে পারল যে, তিনি যাকে ছেলে/মেয়ে ভেবেছিলেন আসলে তার উল্টো :(( আল্লাহ আমাকে বাঁচিয়েছে যে আমি স্রাঞ্জি সে আপুর প্রেমে পড়ে যাইনি :P

৬। চাঁদগাজী- চাঁদগাজী সাহেব আমাদের সামু ব্লগের চাঁদ । একজন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা তিনি। আমি তার নাম জানিনা তবে চাঁদগাজী যে একটি গ্রামের নাম তা জানি । সেই গ্রামের স্মরণে তিনি এই নামটি ব্যাবহার করছেন। আর বেশী কিছু আমি জানিনা তার নাম সম্পর্কে এবং আর বেশী কিছু বলতেও ভয় পাচ্ছি না জেনে, কারন আমি তাকে কিঞ্চিৎ ভয় পাই :P

৭। সনেট কবি- নামেই যে তার পরিচয় এবং আমি তার আসল নামও জানি । তিনি আমাদের সামু ব্লগের গৌরব শ্রদ্ধেয় সনেট কবি । তবে এটি কবির ছদ্ম নাম না, এটি কবির পরিচয় বহনকারি নাম 8-|

৮। চাঙ্কু- চাঙ্কু ভাইয়ার প্রোফাইলটা প্রথমে দেখে আমি ভয় পেয়েছিলাম । তিনি ১০ বছর ধরে সামুতে আছেন আর আমার বয়স তো ১০ মাসও না। তাঁর মত অবশ্য এমন অনেক সিনিয়র ব্লগার আছেন সামুতে। তাদের দেখলে আমার কেমন জানি একটু ভয় লাগে । সিনিয়র বলে কথা, যদি বকা টকা দেন :||
তাকে দেখলে আমার নায়ক চাঙ্কি পান্ডে আর আমার খুব মজা লাগে এমন একটা ডায়ালগ মনে পড়ে যায় “মাম্মা মিয়া! আই অ্যাম জোকিং “ =p~ তবে আমি কিন্তু জোক করছিনা, চাঙ্কু ভাইয়াকে যেমন ভেবেছিলাম তিনি মোটেও তেমন না। খুবই ভালো মানুষ তিনি। হা, ভাইয়া আঁধার শেষে আলো আসবেই, আমিও তা বিশ্বাস করি।

৯। সিগন্যাস – ইনি আমাদের সামুর অতিপ্রাকৃত বন্ধু । তিনি নাকি ঘণ্টায় দেড়শ পৃষ্ঠা পড়তে পারেন B:-) সিগন্যাস ভাইয়া, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস এর বই এনে রেখেছি প্রায় এক মাস হল, মাত্র ৮ পৃষ্ঠা পড়তে পেরেছি সময়ের অভাবে :( আমাকে যদি একটু শিখিয়ে দিতেন কিভাবে ঘণ্টায় দেড়শ পৃষ্ঠা পড়ব খুব খুশী হতাম :-B আমি ভেবে দেখেছি আমাদের কাছে থেকে আপনার আসল নাম গোপন রাখা হয়েছে :P আমাকে কিন্তু ভয় দেখিয়ে লাভ নেই, আমি ভুতের ভয় পাইনা =p~

১০। কুঁড়ের_বাদশা- ইনার নাম কুঁড়ের বাদশা হলেও ইনি কিন্তু কুঁড়ে না। ইনি খুবই মজার মজার মন্তব্য করেন খুব পরিশ্রম করে । তবে ইনি কেন জানি লেখালিখি কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বুঝলাম না /:) ভাইয়া, কথা সত্য “অলস মস্তিষ্ক শয়তানের কারখানা” । সে ক্ষেত্রে আপনি ব্লগে নিরলস শয়তানি করে মস্তিষ্ক কে অলসতার হাত থেকে রেহাই দিতে পারেন :P

১১। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই- ভাইয়ার নামটা আমার কাছে খুব ভালো লাগে। ভাইয়াও ১০ বছর ধরে ব্লগে আছেন আর তাঁর ব্লগ ভিসিট হয়েছে ৫,০৭,৯৮৬ বার (এই লেখাটি লেখা পর্যন্ত) :|| ভাইয়াতো ব্লগের সোনাবীজ আর আমি ধুলোবালিছাই :( ভাইয়া ঠিক বলেছেন, প্রেমের সাহিত্য সবচেয়ে নির্ঝঞ্ঝাট, নিরাপদ, ঝুঁকিমুক্ত তাই আমি নিরীহ প্রাণী শুধু প্রেম নিয়ে সাহিত্য করি :P

১২। আখেনাটেন- ইনি আমাদের আনেটাখেন ভাইয়া ও সরি থুক্কু আখেনাটেন, ভাইয়া :P ভাইয়া নাকি এখনও নিজেকে চিনতে পারেন নি তাই বলে কি আসল নামটা লুকিয়ে রেখেছেন ভাইয়া :P তবে আশা করি মহাকালের পথে শেষ রেখা আঁচড় কাটার আগেই নিজেকে চিনতে পারবেন। ভাইয়া, আমার কিন্তু চিরতার রস একদম পছন্দ না তবে আখের রস খুব পছন্দ :-B

১৩। বিচার মানি তালগাছ আমার- ভাইয়া খুব সম্ভবত ঝামেলা পছন্দ করেন না এমন মানুষ, ঠিক আমার মত। তাইতো বিচার মেনে নিয়ে তালগাছ নিজের করে নিয়েছেন :P

১৪। করুনাধারা- আপুকে দেখলে আমার কিন্তু কোন করুনার কথা মনে হয়না । আপুকে দেখলে আমার শুধু একটা প্রিয় গানই মনে বাজে “আনন্দধারা বহিছে ভুবনে” । আপু আপনার নাম করুনাধারা না হয়ে আনন্দধারা হলে ভালো হতো খুব। করুনা চাইনা আনন্দ চাই। জীবন যখন শুকিয়ে যাবে তখন কবিতা লিখবেন আপু, আমার মত :(

১৫। কাইকর- ইনি আমাদের গল্পকার ভাইয়া। তার নাম আমরা সবাই জানি, আব্দুল্লাহ আল মামুন। তার ছদ্মনামের অর্থটা খুব জানার ইচ্ছা আমার। ভাইয়া আপনি লিখে যান, এক সময় তা হয়ে যাবে এক পৃথিবী সমান। ভাইয়া দোয়া করি আপনি একদিন অনেক বড়মাপের মঞ্চে দাড়িয়ে যেন আপনার মা এর নাম বলতে পারেন। আর সাথে সাথে অনেক বড় মাপের একজন মানুষ হন 8-|

১৬। ঠ্যঠা মফিজ- আচ্ছা ঠ্যঠা মফিজ ভাইয়া কি আসলেই ঠ্যঠা :P ভাইয়ার পরিচয় “কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি”, ভালো লেগেছে কথাটা । আমিও অনেকটা ভাইয়ার মত কম বুঝি তবে যতটা মানুষ ভাবে ততটা না । :P

১৭। নীলপরি- আমাদের পরি কবি নীলপরি। আপু আপনার কবিতা আমার খুব ভালো লাগে আর নীল রঙও। আপু আপনার মত আমিওযে গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি। চিমটি :P আপনি লিখে যান আপু সাথে সাথে আমরাও জানি আপনার বলা আর না বলা কথাগুলো।

১৮। চঞ্চল হরিণী- আপুর নাম চঞ্চল হরিণী হলেও আপুকে কেন জানি আমার চঞ্চল মনে হয়না :P অভ্যস্ত জীবনের শেকলটা ভাঙতে পারলে আসলেই খুব ভালো হতো আপু :( আপু আপনি অনুভুতি গাথার সাধনায় মগ্ন থাকুন আর আমাদেরকে সুন্দর সুন্দর লেখা উপহার দিন এই কামনা ।

১৯। ঢাবিয়ান- দুঃখজনক হলেও সত্যি ভাইয়ার ব্যাপারে আমার তেমন কিছু জানা নেই :( আরও দুঃখ যে ভাইয়ার প্রোফাইলেও কিছু লেখা নেই । এখন কি উপায় ? ভাইয়াকে দেখলে আমার অ্যারাবিয়ান নাইটস এর কথা মনে পরে :P

২০। কাল্পনিক_ভালোবাসা- ইনি আমাদের সামুর সম্মানিত মডারেটর। তাঁকে নিয়ে না লিখলে যদি আবার আমার পোস্ট ডিলিট করে দেয় :P ভাইয়া, ভালোবাসা যতক্ষণ কাল্পনিক ততক্ষণই স্বর্গীয়। বাস্তব, ভালোবাসার সব স্বর্গীয় অনুভুতি কে খুন করে ফেলে নৃশংস ভাবে :( যেদিন সব হাসির ময়নাতদন্ত করা হবে সেদিন জানতে পারবেন ভাইয়া কিছু হাসি একদম সত্যি আর স্নিগ্ধ 8-| ভাইয়া আমিও যে আপনার মত কাউকে বশীকরণের যাদু শিখতে চাই। আমার হৃদয় হরন করেছে এমন এক বিশেষ কবিকে বশ করার জন্য :P

২১। উদাস মাঝি- ইনি আমাদের ব্লগের উদাস আর গরীব মাঝি :P তবে অনেকদিন হল তাঁর দেখা নেই :( তিনি কি খুব বেশী গরীব হয়ে গেলেন যে ব্লগে আসার সময়টুকু নেই ভাইয়ার। ভাইয়া তাঁর পরিচয়ে লিখেছেন “কারও কেউ নইকো আমি, কেউ আমার নয় কোনো নাম নেইকো আমার, নেইকো পরিচয়” ভাইয়া আমরা কিন্তু আছি ।

২২। ক্স- এই ভাইয়ার তো প্রোফাইল এ কিছুই লেখা নেই আর লেখাও খুব কম তাই আমি তার সম্পর্কে তেমন কিছু বলতে পারবোনা। তবে ভাইয়ার এমন আধা নামের পেছনে কি রহস্য তা আমার খুব জানার ইচ্ছে। ভাইয়াকে দেখলে আমার ফক্স এর কথা মনে পরে যায় :P আর মনে পরে প্রিয় কক্সবাজারের কথা :(

২৩। উদাসী স্বপ্ন- আমার পরিচয়ে ভাইয়া লিখেছেন “ বান্দর হাটে, বান্দর গায়... সবাই তাকাইয়া দেখে, অবাক হইয়া চায়। মনের দুঃখ চোখের পানি, হারায় সব আনন্দ খেলায়” :P কিছু সপ্ন উদাসী হলে মন্দ হয়না তবে ভাইয়া তার লেখার ক্ষেত্রে মোটেও উদাসী না। এমনিতেই আমার অনেক উদাস উদাস স্বপ্ন ভাইয়াকে দেখলে সেগুলো মনে পরে আরও হয়ে যাই উদাসী। ভাইয়া, সবচাইতে খারাপ নেশা হচ্ছে ভালোবাসার নেশা ।

২৪। ভ্রমরের ডানা- ভাইয়ার নামটা দেখে আমার মনে হয় ভাইয়া একজন আপু কিন্তু তার লেখা পড়ে লাগে তিনি একজন ভাইয়া :P তার পরিচয়ে কিছু লেখা নেই :( তবে তাঁকে আমি আমার পোস্টে নিয়মিত পাই। ভাইয়া আমার যদি দুটো ডানা থাকতো আমি উড়াল দিয়ে চলে যেতাম একটি যায়গায় :P

২৫। সুখী মানুষ- ভাইয়া যে আসলেই একজন সুখী মানুষ তা তার প্রোফাইল এর ছবিটার অনেক সুন্দর মনোরম হাসিটা দেখলেই বোঝা যায় 8-| এমন একটা হাসিমুখের কাউকে দেখলে কখনো মনে জাগে দীর্ঘশ্বাস কখনো লাগে খুব ভালো। ভাইয়ার ছদ্ম নামটি যেন চিরজীবন থাকে সার্থক । তবে ভাইয়ার সাথে এখনও পরিচয় হয়নি :(

২৬। ল –ইনার ছদ্মনাম ল হলেও তিনি খুব সুন্দর ভাবে তাঁর প্রোফাইল এ লিখে রেখেছেন তাঁর নাম রহমান লতিফ। ভাইয়া নাম নিয়ে এমন কিপ্টামি কেন? :P

২৭। টারজান০০০০৭- ইনি কিন্তু ব্লগের টারজান :P টারজানের মত তিনিও ব্লগের পশু পাখির ভালোবাসা অর্জন করুক এই কামনা। ভাইয়াকে দেখলেই আমার টারজানের মত গাছের লতা পাতায় ঝুলে সারা বন জঙ্গল ঘুরে বেরাতে মন চায় =p~

২৮। সাইন বোর্ড- ভাইয়ার প্রোফাইলে গিয়ে শুধু একটাই সাইন বোর্ড দেখতে পেলাম “সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে খুব ইচ্ছে হয়...” । ঠিক বলেছেন ভাইয়া, একটা দশ তালা বিল্ডিং এর উপরে উঠতে গেলেই তো হাপিয়ে যাই আর বাকি সব কিছুর কথা না হয় বাদই দিলাম :((

২৯। কাছের মানুষ- নাম তার কাছের মানুষ হলেও তিনি ব্লগ থেকে কিছুটা দুরেই থাকেন। তবে আমি তাঁকে আমার পোস্ট এ পেয়েছি। তার পরিচয়ে কিছু লেখা নেই :(( ভাইয়া/আপু আমরা চাই আপনি আমাদের আরও বেশী কাছের মানুষ হয়ে যান নিয়মিত ব্লগে থাকুন 8-|

৩০। রসায়ন- আমার মনে হয় এই ভাইয়ার রসায়ন বিষয়টা ভালো লাগে :|| আমি নিশ্চিত ইনি একজন ভাইয়া, কারন কোন মেয়ের রসায়ন পড়তে ভালো লাগে বলে আমার মনে হয়না, অন্তত আমার কাছে তো না। আচ্ছা রসায়ন ভাইয়া বলেন তো , রসায়নে H20 মানে কি ? :P ভাইয়া, “DEATH IS BETTER THAN DISGRACE” কথা পুরোপুরি মিথ্যা। ভাইয়া, জীবন যতদিন আছে মানুষকে সম্মান করে যান যেন আপনাকে দেখে সবাই শিখে কিভাবে অন্যকে সম্মান করতে হয়। আর মৃত্যু কখন বেটার? সেটা না হয় তিনিই নির্ধারণ করুন যিনি জীবন দিয়েছেন ।

৩১। ওমেরা- আমার আপুর আসল নামটা জানার খুব ইচ্ছা। আপু ঠিক বলেছেন মৃত্যুই একমাত্র অবসর আর হা শালীনতাই সৌন্দর্য। আপুকে দেখলে আমার প্রিয় একটি গান মনে পরে আর গুন গুন করে গাই 'মেরা দিল ভি কিতনা পাগল হ্যাঁয়" :P

৩২। লায়নহার্ট- নাম লায়ন হার্ট হলেও তাঁর হার্ট আসলেই কটুটুকু লায়নের মত চিন্তার বিষয় :P তিনি ব্লগে নতুন, এখনও কোন লেখা পোস্ট করেন নি তবে মন্তব্য করেছেন ২৩৩ টি (এই লেখা লেখার সময় পর্যন্ত) । তবে সবাই যদি লিখেই যায় লিখেই যায় তাহলে লেখা পড়বে কে। ভাইয়া আপনি একজন ভালো পাঠক, আমার পোস্টে পেয়েছি আপনাকে । প্লিজ কিপ ইট আপ।

৩৩। দানবিক রাক্ষস- এই ভাইয়া সম্পর্কে আমি কিছুই জানিনা :|| আর কখনও দেখিওনি এতদিন । তবে লেখাটা লেখার সময়ে পেয়ে গেলাম তাই নিয়ে আসলাম । আমি নিঃসন্দেহে বলতে পারি ইনি একজন ভাইয়া :P কারন রাক্ষস খোক্ষস এই ধরনের নাম ছেলেরাই রাখতে পারে। তবে নাম রাক্ষস হলেও লেখাতো মনোরম । ভাইয়া ৫ বছর ধরে ব্লগে আছেন আর আমার তো ৫ মাসও হয়নি :| ভয় হচ্ছে রাক্ষস ভাইয়া যদি এই নিরীহ প্রাণী টাকে খেয়ে ফেলে :P

৩৪। জানা- - ইনিও আমাদের সামু ব্লগের একজন মডারেটর । বলতে নেই মানা, আমার আসলেই নেই খুব বেশী জানা, তার সম্পর্কে। তার পরিচয়েও কিছু পেলাম না :((

৩৫। মলাসইলমুইনা-- এই ভাইয়াটা কে আমি আমার ছদ্মনামের সহব্লগারদের লিস্টে অ্যাড করবো কিনা আমি আসলে দিধাগ্রস্থ। কারন তার নামের মাঝেই আছে তার আসল নাম, নাইমুল ইসলাম :P তবে যারা সেটি জানেনা তাদের জন্যতো এটি একটি ছদ্মনাম। ভাইয়া আপনার নামটা পড়তে গেলে আমার মাথা ঘুরিয়ে যায় :|| আমি যখন সামুতে জয়েন করি তখন ভাইয়া অনিয়মিত ছিল। তাঁকে নিয়ে একটি লেখাও দেখেছিলাম। সেই লেখা এবং সেখানে তার সম্পর্কে খুব সুন্দর সুন্দর মন্তব্য দেখে আমার লোভ হয়েছিল ভাইয়ার সাক্ষাৎ পাবার। সেই ইচ্ছে পূরণ হয়েছে :-B কিন্তু আবার অনেকদিন হল তিনি অনিয়মিত :(

৩৬। :) :) :) :( :( :( হাসু মামা- আমাদের ব্লগের মামা, হাসু মামা :P তবে ইনি মামা না মামি তা নিয়ে কোন সন্দেহ নেই। :P কারন ইনি মেরি ভাই হাসু মামা ভাই =p~ আমার মামা ভাই এর পরিচয়ে কিছু লেখা নেই তবে আমি কিভাবে বেমালুম ভুলে গেলাম তাঁকে লেখায় আনতে তা আমার মাথায় আসছেনা :(( মামা ভাই আপনার প্রোফাইল পিক টা আমার দারুন লাগে :-B মামা মন্তব্বে বলেছেন তিনি আসল নামে ব্লগে আছেন কিন্তু আমার মনে হয় এটা ছব্দ তাই নিয়ে আসলাম হাসু মামাকেও :P (পরে এডিট করে অ্যাড করলাম =p~ )

৩৭। বিদ্রোহী ভৃগু- ভাইয়া অনাচার আর অনিয়ম এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। ভাইয়ার মত সবারই সেটি করা উচিত। তবে ভাইয়া যে তাঁর সহব্লগারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেননি তাই বেঁচে গিয়েছি :#) ভাইয়া, আমার মনে হয়না আপনার সেই দিনটি আদৌ আসবে যেদিন আপনি শান্ত হবেন কারন পৃথিবীতে অনাচার আর অনিয়মের শেষ কখনো হবেনা :( ভাইয়াও ব্লগে ১০ বছর ধরে আছেন, আমি কিছু উল্টাপাল্টা লিখলে ভাইয়া যদি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তাহলে আমার খবর আছে :(( ভাইয়া আমি কিন্তু নিরীহ প্রাণী :P (ভাইয়াকে অ্যাড করতে বেমালুম ভুলে গিয়েছিলাম, কারণটা ৩৬ নং মন্তব্বের প্রতিউত্তরে বলেছি)

৩৮। নীলআকা৩৯- আচ্ছা ভাইয়াকি নীল রঙ দিয়ে ছবি আঁকতে পছন্দ করেন? নীল রঙ আমার এবং আমার একজন পছন্দের মানুষের পছন্দের রঙ :P ভাইয়াকে তো আমি নতুন ভেবেছিলাম কিন্তু তিনি দেখি ৫ বছর ধরে সামুতে আছেন :|| এতদিন পরিচয় হয়নি কেন ? :(( ভাইয়া ঠিক বলেছেন “আপনি যদি নিজের মধ্যে শান্তি খুঁজে না পান, তাহলে আপনি এটি কোথাও খুঁজে পাবেন না” । কিন্তু ভাইয়া, এ পৃথিবীতে যে শান্তির বড়ই অভাব :( মরার আগে মনে হয় আর শান্তি নাই । ভাইয়া দূরবীন দিয়ে দেখা কবে শেষ হবে নাকি দেখতেই থাকবেন ? :P হা ভাইয়া, প্যায়ার কিয়া তো ডরনা কিয়া :-B ( নীলআকা৩৯- ভাইয়া, পুননির্বাচনের আগেই আপনাকে মনোনয়ন দিয়ে দিলাম)

৩৯। আর্কিওপটেরিক্স - এই ভাইয়াকে নিয়ে লেখার সময় আমার কলম থেমে গিয়েছিল :|| তাকে নিয়ে আমিযে কি লিখবো তা ভেবেই পাচ্ছিলাম না । আমার কাজ কারবার প্রেম, ভালোবাসা, জীবন আর বাস্তবতা নিয়ে আর ভাইয়া দেখি ভিন গ্রহের বাসিন্দা :(( যা কিছু নিয়ে তাহার কাজ কর্ম তা তো আমার মাথার উপরে দিয়ে যায় । তাকে নিয়ে আমার একদমই জানা নেই তবে তার ব্লগ ঘুরে যা বুঝলাম এটা ছাড়াও তার আরেকটা নিক আছে হয়তো এবং তিনি চাঁদগাজী সাহেবের ভক্ত। দু একদিন আগে দুইটি পোস্টে চাঁদগাজী সাহেবের মন্তব্য দেখে আমিও যে তার মন্তব্য এর ভক্ত হয়ে গিয়েছি । ভাইয়ার নামটা গুগল করে দেখলাম তার অর্থ পাখির ডানা এইরকম কিছু । উফ ভাইয়া আপনার নাম কাজ কারবার সবকিছু নিয়ে ভাবতে গেলেই দেখি ফাপর লাগছে :(( ভাইয়াকে পোস্টে পেয়ে আজ ১০ অক্টোবর তাকে আমার পোস্টে অ্যাড করা। ভাইয়ার ব্লগে দেখলাম মাত্র দুইটা পোস্ট তাও অদ্ভুত । কেউ লেখক না হলে হয় পাঠক কিন্তু ভাইয়াতো রিসার্চে বিজি থাকে, তাহলে আসলেই আপনি কি ভাইয়া ? আচ্ছা ভাইয়া আপনি কি কবিতা লিখতে পারেন ? আপনি কবিতা লিখলে নিশ্চয় সাইবার, প্রোগ্রাম এসব নিয়ে লিখবেন । আমার জানতে ইচ্ছে হচ্ছে খুব, আপনার লেখা কবিতাটি কেমন হবে :P


আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে সবাইকে নিয়ে লিখতে কিন্তু শুধু মনে হচ্ছে কেউ কি বাদ গেল? মনে হচ্ছে লেখা পোস্ট করার পরেই এমন একজন কেউ মন্তব্য করবে যার কথা লিখতে চেয়েও আমি বেমালুম ভুলে গিয়েছি :|| যাই হোক, যদি কেউ বাদ পরে যায় প্লিজ কিছু মনে করবেন না । না হয় আপনার নামটা এডিট করে অ্যাড করে দিব :P আর যাদের সম্পর্কে লিখেছি কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।

উপরের নামগুলো ছাড়াও আরও কিছু ছদ্মনামের সহব্লগারদের নিয়ে ইচ্ছা থাকা সত্ত্বেও একটি পোস্ট এ তাদেরকে নিয়ে আসা সম্ভব হয়নি :( আমি সরি তাদের কাছে । তবে পাঠকরা যদি লেখাটা পছন্দ করে আমি সানন্দে বাকীদের নিয়ে লিখবো :-B

আরও কিছু ছদ্মনামের সহব্লগার -

স্বপ্ন লোকের চাবি, অকপটে, শুন্য বিলাস, দূর আকাশের নীল তারা , ডট কম ০০৯ , পরছায়ার প্রতিধ্বনি, প্রশ্নবোধক (?), অপ্রকাশিত কাব্য, বাকপ্রবাস, দোদূল্যমান, ঢাকার লোক, পিকো মাইন্ড, সচেতনহ্যাপী, এটম২০০০, কাউয়ার জাত, নম্রতা, জাজাবর পৃথিবী,নাবিক সিনবাদ, স্বপ্নের শঙ্খচিল, বোকা পুরুষ, হবা পাগলা , চাডেরনুর, শ্মশান ঘাট, আউটকাস্ট

পুনশ্চ ঃ ও আরও একটি কথা, আমার নাম নিয়েও যদি কারও মনে কোন দুষ্টু কিংবা মিষ্টি ভাবনা থাকে, তাহলে তা নির্দ্বিধায় বলতে পারেন :P

মন্তব্য ১৫৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৫৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, আমি চোখে ধুলো দিয়েছি। আর অ্যাড করলে খেলবোনা।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: @হা হা হা, আমি চোখে ধুলো দিয়েছি। আর অ্যাড করলে খেলবোনা-- আমার চৌধুরি ভাইয়া কি বলে এসব :|| এটাকি আপনার ছব্দনাম নাকি :|| আজকে যে ভাইয়া, আমি শুধু আমার ছব্দনামের সহব্লগারদের নিয়ে লিখেছি :((

তবে আমার প্রিয় পদাতিক চৌধুরি ভাইয়া আমার পোস্ট এর প্রথম মন্তব্যকারী :-B

২| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

স্রাঞ্জি সে বলেছেন:

অনেক কষ্ট করেছেন গলাটা ভিজান একটু।

অনেক কষ্ট করেছেন গলাটা ভিজান এবার

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: @অনেক কষ্ট করেছেন গলাটা ভিজান একটু।-- হা স্রাঞ্জি সে আপু, বহুত কষ্ট হয়েছে লেখাটা লিখতে :(( তবে কষ্ট থেকে যদি দারুন কিছু হয় তবে কষ্টই ভালো =p~ আমার নিজের পছন্দ হয়েছে লেখাটা :P

এত সুন্দর ফল আর তার জুসের জন্য ধন্যবাদ আপু :-B মাত্র কোল্ড কফি খেলাম গলা ফিজিয়ে :P

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০১

ভ্রমরের ডানা বলেছেন:
কিরে ভাই, আমি কই?

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: @কিরে ভাই, আমি কই? --হাহাহা =p~ ভাইয়া কি লেখা না পড়েই মন্তব্য করেছেন নাকি ভাইয়ার চোখের পাওয়ার কমে গিয়েছে =p~ আপনার এমন সুন্দর দুইটা ডানা আছে আর আপনাকে কিভাবে ভুলি ভাইয়া :P

২৪ নং এ দেখেন =p~

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ভ্রমরের ডানা বলেছেন:

থুক্কু! এত্তো নিচে!

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০

কথার ফুলঝুরি! বলেছেন: @থুক্কু! এত্তো নিচে! -- হাহা =p~ নিচে না ভাইয়া কিছুটা মধ্যেখানে :P যাক, পেয়েছেন তাহলে :-B

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



আমি খেলমু না!

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

কথার ফুলঝুরি! বলেছেন: @আমি খেলমু না-- খেলার দরকার নেই ভাইয়া :P আপনার দুইটা ডানা থাকতে খেলবেন কেন ? উড়াউড়ি করেন =p~

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: হা হা হা। সত্যিই খুব ভালো লিখেছেন। লাইক জবাব

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: @হা হা হা। সত্যিই খুব ভালো লিখেছেন। লাইক জবাব -- হাহা :P লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম মামুন ভাই 8-| লাইক এর জন্য অশেষ ধন্যবাদ ।

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: আমি চৌধুরী একশো শতাংশ সত্য। ঠিক উল্টোটা প্রথম ক্ষেত্রে।

তাহলে বলি গল্পটা, যেদিন প্রথম ব্লগ খুৃলি নিজের নামে ব্লগ হচ্ছিল না। ইতিপূর্বে অন্য একজন এনামে ব্লগ খুলে আছেন - এই যুক্তিতে । তখন একে একে প্রাথমিক থেকে হাইস্কুল পর্যন্ত স্যারদের দেওয়া একটির পর একটি নাম দিই। এবার আর তেমন কোনও কারন না দেখালেও ব্লগ খুলছিল না। তারপরে শিশুকাল থেকে বহন করা বন্ধুদের বিভন্ন নাম দিয়েও ব্যর্থ হই। তবে একটা ধারনা তৈরী হয়েছিল, আমার নেওয়া নিকগুলিতে কারও না কারও নিক আছে। প্রত্যেকক্ষেত্রে আমি পদবী বদল করিনি। একেবারে শেষে যখন মনে হয়েছিল এবার না হলে আজ আর চেষ্টা করবোনা, ঠিক তখনই আমার এখনকার নিকটিতে ব্লগ খুললো।

কাজেই এবার ক্লিয়ার আমার নিকের আসল রহস্য ।


শুভকামনা রইল।

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: @আমি চৌধুরী একশো শতাংশ সত্য। ঠিক উল্টোটা প্রথম ক্ষেত্রে- কি বলেন কি ভাইয়া :|| এই কাহিনী ? B:-) যাক, অন্তত চৌধুরী টা সত্যি :-B কারন আপনি যে আমার মত চৌধুরী, আমার চৌধুরী ভাই :P

@তাহলে বলি গল্পটা, যেদিন প্রথম ব্লগ খুৃলি নিজের নামে ব্লগ হচ্ছিল না। ইতিপূর্বে অন্য একজন এনামে ব্লগ খুলে আছেন - এই যুক্তিতে । তখন একে একে প্রাথমিক থেকে হাইস্কুল পর্যন্ত স্যারদের দেওয়া একটির পর একটি নাম দিই। এবার আর তেমন কোনও কারন না দেখালেও ব্লগ খুলছিল না। তারপরে শিশুকাল থেকে বহন করা বন্ধুদের বিভন্ন নাম দিয়েও ব্যর্থ হই। তবে একটা ধারনা তৈরী হয়েছিল, আমার নেওয়া নিকগুলিতে কারও না কারও নিক আছে। প্রত্যেকক্ষেত্রে আমি পদবী বদল করিনি। একেবারে শেষে যখন মনে হয়েছিল এবার না হলে আজ আর চেষ্টা করবোনা, ঠিক তখনই আমার এখনকার নিকটিতে ব্লগ খুললো। --- হাহাহা =p~ গল্প টা খুবই মজার, ভাইয়া। অনেক সময় এমন হয়, যখন একদম হাল ছেড়ে দেই দেই ভাব ঠিক তখনই প্রবলেম সল্ভ =p~

৮| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

বাকপ্রবাস বলেছেন: এটা প্রিন্ট করে টেবিলে রাখা দরকার, মাঝের মধ্যে ভাবি ভাইয়া লিখব নাকি আপু লিখব, এইযে ভ্রমরের ডানা, ডানা-পাখা সাধারণ আপুরা লাগিয়ে থাকেন, ভাইয়াটা ডানা লাগিয়ে আমাকেও গোলমালে ফেলে দিয়েছিলেন। অনেক সময় নিজ ছবি দেখে বুঝা যায় এটা ভাইয়া হবে নাকি আপুন হবে। সে যাই হোক কথার ফুলঝবি খুব সুন্দর ফুল ঝরিয়েছেন, ভালই সুবাস বেরুচ্ছে। ধন্যবাদ জানবেন চমৎকার কাজটা করেছেন।

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: @এটা প্রিন্ট করে টেবিলে রাখা দরকার, মাঝের মধ্যে ভাবি ভাইয়া লিখব নাকি আপু লিখব-- হাহা =p~ হা বিষয় টি ইন্টারেস্টিং কাকে কি বলে সম্বোধন করে বিপদে পরে যাই :P

@এইযে ভ্রমরের ডানা, ডানা-পাখা সাধারণ আপুরা লাগিয়ে থাকেন, ভাইয়াটা ডানা লাগিয়ে আমাকেও গোলমালে ফেলে দিয়েছিলেন-- হা ঠিক ঠিক, আমিও ঠিক এই বিষয়টিই লিখেছি ভ্রমরের ডানা ভাইয়া কে নিয়ে (আল্লাহ জানে তিনি যদি আপু হন :|| =p~ )

@অনেক সময় নিজ ছবি দেখে বুঝা যায় এটা ভাইয়া হবে নাকি আপুন হবে-- হা তা ঠিক, তবে ছবি না থাকলেই আমার বেশী ভালো লাগে । লেখালেখির জগত যেহেতু, লেখা দিয়েই যদি পরিচয় প্রকাশ পায় তাহলেই বেশী ভালো লাগে আমার।

@সে যাই হোক কথার ফুলঝবি খুব সুন্দর ফুল ঝরিয়েছেন, ভালই সুবাস বেরুচ্ছে। ধন্যবাদ জানবেন চমৎকার কাজটা করেছেন-- লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাইয়া।

বিঃ দ্রঃ তবে ভাইয়া আপনার নামের রহস্য কি সেটিও জানিনা। তবে আপনি প্রবাসে থাকেন এটা জানি ।

৯| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

মিথী_মারজান বলেছেন: বাহ্!
খুব মজার পোস্ট।
স্রাঞ্জি সে নিকটাকে আমিও প্রথম প্রথম ভাইয়া ভাবতাম।
আরেকটা মজার কথা শোনেন, এক ব্লগার ভাইয়া একদিন আমাকে বলেছিলো যে, কথার ফুলঝুরি নিকটাকে তার নাকি মনেহয় এটা আমার মাল্টি কোন নিক। হা হা হা।

কথার ফুলঝুরি নিকটা আমিতো বলবো একদম সঠিক চয়েজ।
আমার কিন্তু দারুণ পছন্দ! :)

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: অনেকদিন পর আপুকে পেয়ে খুব ভালো লাগলো সাথে দারুন মন্তব্য 8-|

@স্রাঞ্জি সে নিকটাকে আমিও প্রথম প্রথম ভাইয়া ভাবতাম
-- নিকটা আসলেই সুন্দর । তবে নামের অর্থটা জানতে চাইতে হবে আপুর কাছে ।

@আরেকটা মজার কথা শোনেন, এক ব্লগার ভাইয়া একদিন আমাকে বলেছিলো যে, কথার ফুলঝুরি নিকটাকে তার নাকি মনে হয় এটা আমার মাল্টি কোন নিক। হা হা হা।--- হাহা মাল্টি :|| এটা ছিল জোক অফ দা ইয়ার, মিথী_মারজান আপু =p~

@কথার ফুলঝুরি নিকটা আমিতো বলবো একদম সঠিক চয়েজ।
আমার কিন্তু দারুণ পছন্দ!
-- হাহা তাই বুঝি আপু :-B অ্যকাউন্ট খোলার সময় এত বেশী একসাইটেড ছিলাম যে অন্য কোন নাম ভাবার সময়ও নেইনি =p~ আর এই নিকটাই কেনযে মনে এসেছিল তা আমি নিজেও জানিনা ।

১০| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:
ধুর্মিয়া! খালি উড়াউড়ির কথা কন ক্য! আমার কাজ মাটিতে, উড়ুম কেলা?

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: @আমার কাজ মাটিতে, উড়ুম কেলা?-- হাহা =p~ উড়তে না চাইলে মিয়া ডানা দুইডা আমারে দিয়া দ্যান, আমি উড়াল দিয়া আমার বিশেষ কবির কাছে যাইগা :P

১১| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমাকে ভয় পাবার কিছু নেই, আমি অনেকের মতোই খুবই সাধারণ ব্লগার, পোষ্ট পড়লে মন্তব্য করি; সম্প্রতি আপনার লেখাগুলো পড়া হয়নি, স্যরি।

"চঁদগাজী" ফেনী শহরের কাছাকাছি, গ্রামটি ব্লগার গিয়াসুদ্দিন লিটন চেনেন, সেখানে "যেড-ফোর্স" সন্মুখ যুদ্ধ করেছিল, অনেক ঘটনার সাক্ষী সেই গ্রাম; আমার নিকটি সেই গ্রামের সন্মানে।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: @আমাকে ভয় পাবার কিছু নেই, আমি অনেকের মতোই খুবই সাধারণ ব্লগার, পোষ্ট পড়লে মন্তব্য করি; -- আমি জানিনা কেন, কিন্তু আপনাকে কোন মন্তব্য প্রতিমন্তব্য করতে গেলে আমি তিন চারবার ভাবি :P তবে এটাকে আপনি পজিটিভলি সমীহ হিসেবে নিতে পারেন 8-|


@"চাঁদগাজী" ফেনী শহরের কাছাকাছি, গ্রামটি ব্লগার গিয়াসুদ্দিন লিটন চেনেন, সেখানে "যেড-ফোর্স" সন্মুখ যুদ্ধ করেছিল, অনেক ঘটনার সাক্ষী সেই গ্রাম; আমার নিকটি সেই গ্রামের সন্মানে।-- কোন একটি পোস্টে আপনি বিষয়টি বলেছিলেন কিন্তু আমি ভুলে গিয়েছিলাম :( শুধু এটি যে একটি গ্রামের নাম তা মনে ছিল । যাক, আজ আবার জানলাম । এবার আর ভুলবো না 8-|

@সম্প্রতি আপনার লেখাগুলো পড়া হয়নি, স্যরি।- কোন ব্যাপার না চাঁদগাজী সাহেব 8-| এইযে আজকেইতো আপনাকে পেলাম :-B

১২| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন লিখেছো মেরা বোন । তুমিও ছদ্ধ নামে ব্লগীং করছো বেশ ভালো ;)
তাহলে সামুতে শুধু আমিই জিনোইন নামে ব্লগীং করছি :)

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: ও আল্লাহ যা ভেবেছিলাম ঠিক তাই :|| আমার মামা, থুক্কু ভাই দেখি বাদ পরে গিয়েছে :(( তাইতো মনে হচ্ছিলো কি যেন মিস হচ্ছে :(

@তাহলে সামুতে শুধু আমিই জিনোইন নামে ব্লগীং করছি
-- আমি জানিনা আপনার আসল নাম কি তবে আমি অবশ্যই আপনার সম্পর্কে লিখতে চেয়েছিলাম, কারন আপনার নাম আমার ছব্দনামই মনে হয় :P কিন্তু একবার খেয়াল হয়ে পরে আর হয়নি তাড়াহুড়ো তে :(

@দারুন লিখেছো মেরা বোন
-- খুশী হলাম মেরা ভাই :P :-B

@তুমিও ছদ্ধ নামে ব্লগীং করছো বেশ ভালো ;)-- জি হা :P তবে আসল নামটাকে মিস করি কারন আমার নাম আমার খুব পছন্দ :(

বিঃ দ্রঃ মামা, আপনাকে লেখায় অ্যাড করে দিলাম :P

১৩| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই আপনার কাজের প্রশংসা করতে হয়। অনেক দিন ব্লগে থেকে বেশ কিছু তথ্য আজই আপনার পোষ্ট থেকে জানতে পারলাম। আপনার এমন গবেষণা চলতে থাকুক নিরন্তর।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: @সত্যিই আপনার কাজের প্রশংসা করতে হয়।-- ধন্যবাদ সাদা মনের মানুষ ভাইয়া।


@অনেক দিন ব্লগে থেকে বেশ কিছু তথ্য আজই আপনার পোষ্ট থেকে জানতে পারলাম-- খুশী হলাম জেনে 8-|


@আপনার এমন গবেষণা চলতে থাকুক নিরন্তর।-- শুভ কামনার জন্য ধন্যবাদ।

আপনার ছব্দনামটি সুন্দর, ভাইয়া। নামের মত আপনার মনটি আসলেই সাদা বলে আমার মনে হচ্ছে । আপনার মত বাকী সবার মনও যেন সাদা হয়।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সাদা মনের মানুষ বলেছেন:

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ আপনার কফির জন্য ভাইয়া :-B একটু আগে অফিস থেকে বাসায় ফিরলাম । এখনই তো কফি খাওয়ার সময় আমার :D

১৫| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঙ্কু বলেছেন: ওরে জেডা কি কও এইগুলা!! স্রাঞ্জি সে - কে তো আমিও ছেলে মনে করেছিলাম। আফসুস
নাইমুল ইসলামের নিক দেখে আমি প্রথমে ভাবছিলাম উনি ক্রিফটোগ্রাফার কিনা!! ;)
অধিকাংশ ব্লগারই খুব ফ্রেন্ডলি, সিনিয়র বা জুনিয়র বড় কথা না। ফান করতে জানলে ব্লগে বিনুদনের অভাব নাই।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৪

কথার ফুলঝুরি! বলেছেন: @ওরে জেডা কি কও এইগুলা!! স্রাঞ্জি সে - কে তো আমিও ছেলে মনে করেছিলাম। আফসুস -- হাহা =p~ আর কে কে আছে এই দলে জানা দরকার =p~

@নাইমুল ইসলামের নিক দেখে আমি প্রথমে ভাবছিলাম উনি ক্রিফটোগ্রাফার কিনা!! -- এই ভাইয়ার নাম পড়তে গেলে আমার মাথা ঘুরায় :|| তবে দারুন আইডিয়া ;)


@অধিকাংশ ব্লগারই খুব ফ্রেন্ডলি, সিনিয়র বা জুনিয়র বড় কথা না। ফান করতে জানলে ব্লগে বিনুদনের অভাব নাই
-- হা চাঙ্কু ভাইয়া, আপনারা সবাই অনেক বেশী ভালো। তবে শুধু ফান না, এখানে শেখার ও জানারও অনেক কিছু আছে। সবচেয়ে বড় কথা, আমার মত ছোট খাটো নিরীহ প্রাণী তার আলুথালু লেখার জন্য পাঠক পাচ্ছি :P তাও আবার আপনাদের মত গুণী।






১৬| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

জাহিদ অনিক বলেছেন: হুম্মম্মম্মম্মম্মম্ম -------------- সব্বাই মুখোশ পড়ে আছেন-
ছদ্মনাম ব্যাপারটা ভালো।
লেখাটা ভালো লাগলো

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: @হুম্মম্মম্মম্মম্মম্ম -------------- সব্বাই মুখোশ পড়ে আছেন- -- হুম,তবে এই মুখোশ উন্মোচন না হলেও মন্দ না 8-| একজন লেখকের পরিচয়তো তার লেখার মাধ্যমেই ।

@ছদ্মনাম ব্যাপারটা ভালো। -- হুম, আর সাথে মজারও :P


লেখা ভালো লাগায় খুশী হলাম জাহিদ অনিক ভাইয়া।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বাকপ্রবাস বলেছেন: বিঃ দ্রঃ তবে ভাইয়া আপনার নামের রহস্য কি সেটিও জানিনা। তবে আপনি প্রবাসে থাকেন এটা জানি ।

আমি প্রথম যখন ব্লগে সন্ধান পাই তখন একাউন্ট করেছি কমেন্ট করার জন্য, পরে কমেন্ট করতে করতে লেখা শুরু। একাউন্ট করার সময় মনে হয়েছিল, প্রবাসে থাকি তায় আমার কথা বা বাক টা আসবে প্রবাস থেকে, তায় বাকপ্রবাস বা প্রবাসবাক। একাউন্ট করার সময় ভেবেছি নামটা একটু ব্যতিক্রম হোক তায় ওভাবে দেয়া, আর নিজেকে আড়াল রাখার ইচ্ছে থেকেই নিজের নামটা না দেয়া।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: @ প্রথম যখন ব্লগে সন্ধান পাই তখন একাউন্ট করেছি কমেন্ট করার জন্য, পরে কমেন্ট করতে করতে লেখা শুরু। একাউন্ট করার সময় মনে হয়েছিল, প্রবাসে থাকি তায় আমার কথা বা বাক টা আসবে প্রবাস থেকে, তায় বাকপ্রবাস বা প্রবাসবাক। একাউন্ট করার সময় ভেবেছি নামটা একটু ব্যতিক্রম হোক তায় ওভাবে দেয়া, আর নিজেকে আড়াল রাখার ইচ্ছে থেকেই নিজের নামটা না দেয়া-- হা ভাইয়া, আপনার মত অনেকেই নিজের জীবনের সাথে কোন বিষয়ে সামঞ্জস্য রেখে ছব্দনাম রাখে। তবে আমার মাথায় কোন কারন ছাড়াই কথার ফুলঝুরি নামটা এসেছিল :P যাক, এই উসিলায় আপনার নামের কাহিনীও জানা হয়ে গেল ।

১৮| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৫

সাইন বোর্ড বলেছেন: সাইন বোর্ডে গিয়ে সাইন বোর্ড ছাড়া তেমন কিছু দেখতে না পাওয়ায় দুঃখবোধ করছি, দেখা যাক ভবিষৎ এ কিছু উল্লেখ করা যায় কিনা । অাপনার অালোচনায় সাইন বোর্ডকে তুলে অানায় ধন্যবাদ ।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: @সাইন বোর্ডে গিয়ে সাইন বোর্ড ছাড়া তেমন কিছু দেখতে না পাওয়ায় দুঃখবোধ করছি, দেখা যাক ভবিষৎ এ কিছু উল্লেখ করা যায় কিনা-- হাহা । ওটা তো দুষ্টুমি করে বলেছি সাইন বোর্ড ভাইয়া/আপু :P তবে আপনার নিকটাও চমৎকার।

@অাপনার অালোচনায় সাইন বোর্ডকে তুলে অানায় ধন্যবাদ ।-- ধন্যবাদ গ্রহন করলাম 8-|

১৯| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: একজন ব্লগারের প্রতি আরেকজন ব্লগারের ভালোবাসা আন্তরিকতা দেখলে ভালো লাগে।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: @একজন ব্লগারের প্রতি আরেকজন ব্লগারের ভালোবাসা আন্তরিকতা দেখলে ভালো লাগে।- আপনারা সবাই এত বেশী ভালো আর আন্তরিকভাবে নতুনদের আপন করে নেন যে, আপনাদেরকে ভালো না বেসে থাকতেই পারিনা 8-|

২০| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২২

কাওসার চৌধুরী বলেছেন:
অনেক খোঁজাখুঁজি করে কথাপু, থুক্কু হৈমন্তী ম্যাডামের ছবিটা পেলাম; বেশ কিছুদিন আগের হওয়ায় হারিয়ে ফেলেছিলাম!! তিনি সরাসরি দেখতে শতভাগ না হলেও মোটামুটি ৯৯.৯৯% সঠিক৷

আপুর ব্লগারদের নিয়ে শানে নযুল পড়ে বেশ ভাল লেগেছে৷ বলতেই হবে, আপুটার কিউরেসিটি ও আন্দাজ বেশ প্রখর৷সবাইকে নিয়ে আলাদা আলাদা লেখাগুলো বেশ বুদ্ধিদীপ্ত৷ এজন্য ধন্যবাদ দিতেই হয়৷

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: অন্য সব কথা পরে, আগে বলেন এতদিন কোথায় ছিলেন কাওসার ভাইয়া ? আপনাকে মিস করেছি ব্লগে :( যাক, এতদিন পরে আপনাকে পেয়ে খুশী :#)

@অনেক খোঁজাখুঁজি করে কথাপু, থুক্কু হৈমন্তী ম্যাডামের ছবিটা পেলাম; বেশ কিছুদিন আগের হওয়ায় হারিয়ে ফেলেছিলাম-- হাহা =p~ ভাইয়া, আপনার শত্রু কিন্তু হৈমন্তী নামের বিরোধিতা করছে :P আমার কিন্তু পোস্ট লেখার সময় অতকিছু মনে ছিলনা :((

ছবির ম্যাডামটি তো সুন্দর :P

@আপুর ব্লগারদের নিয়ে শানে নযুল পড়ে বেশ ভাল লেগেছে৷ বলতেই হবে, আপুটার কিউরেসিটি ও আন্দাজ বেশ প্রখর৷সবাইকে নিয়ে আলাদা আলাদা লেখাগুলো বেশ বুদ্ধিদীপ্ত৷ এজন্য ধন্যবাদ দিতেই হয়-- হিহি :P লেখাটি লেখা্র সময় খুব একসাইটেড ছিলাম ভাইয়া আর কিছুটা ভীত #:-S একটু কষ্ট যদিও হয়েছে এটা লিখতে বাট আমি খুশী আপনাদের ভালো লেগেছে বলে :D আমার কষ্ট সার্থক।




২১| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১৯ - ঢাবিয়ান ঢাবি থেকে পাস করেছে। তাই ঢাবিয়ান!

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: @১৯ - ঢাবিয়ান ঢাবি থেকে পাস করেছে। তাই ঢাবিয়ান!-- তাই বুঝি ভাইয়া, ঢাবিয়ান ভাইয়ার নাম নিয়ে ঢাবি এর বিষয়টি মাথায় আসেনি । যাক, আজ আপনার মাধ্যমে জেনে ভালো লাগলো 8-| তবে আপনারটা তো জানা হলনা ।

২২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এটা কি আপু গোয়েন্দা নাকি???:P
আজকে এমন মন্তব্য করবো, তোমার মাথা হ্যাং হয়ে যাবে.....

কথার ফুলঝুরি!
এক আর দুই
জবা আর জুঁই।;)
ব্লগে একটা আপু আছে। খালি পটর পটর কথা বলে। আচ্ছা, তার প্রোপিকের কিউট মেয়েটি একপা তুলে সারাদিন দাঁড়িয়ে থাকে কীভাবে? সেটা ভাবতে ভাবতে আমার ঘাড় ব্যাথা হয়ে গেল। :( চৌধুরি বাড়ির মেয়েটা খুব পাজি। বদের হাড্ডি।
পুনশ্চঃ হৈমন্তী নামের তীব্র প্রতিবাদ জানাচ্ছি.....X(






স্রাঞ্জি সেঃ ঐ গিরগিটির ছবি আমার গোয়েন্দারা বের করেছে...:D তবে অনুমতি ছাড়া তার পরিচয় আমি বলিব না।
কাছের মানুষ আমাদের ভাইয়া।
জানা আপুই সামু ব্লগটা তৈরী করেছে। বলতে গেলে ব্লগের মালিক সেই..:)


পড়ো..
কন্যা (অগাস্ট ২৩- সেপ্টেম্বর ২২)
কন্যা রাশির নারী যেমন একেবারে তুলতুলে নারী নয়, তেমনি এই রাশির পুরুষকে মেয়েলি ভাবলেও ভুল করবেন। তিনি হয়ে থাকেন কঠোর পরিশ্রমী এবং তার ওপরে দেওয়া কাজের শেষ দেখেই ছারেন তিনি। যে কোনও কাজ নিখুঁত করে করতেও তার তুলনা নেই। খুঁটিনাটি বিষয়েও তার পূর্ণ মনোযোগ থাকে। অন্যকে সাহায্য করতেও তিনি সিদ্ধহস্ত।কন্যা রাশির পুরুষ হয়ে থাকেন সুবিচারি এবং ন্যায়পরায়ন। ভদ্রতা এবং নিষ্পাপতার মতো দুর্লভ গুণ দেখা যায় তার মাঝে।
তবে তিনি হয়ে থাকেন একটু ছটফটে। :P

সব কিন্তু রাশির দোষ, আমি ভালোমানুষ...





@ কাওসার চৌধুরী
কাওসার ভায়া, আমি কিন্তু ছবিটার..... :``>>:``>>

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৬

কথার ফুলঝুরি! বলেছেন: @এটা কি আপু গোয়েন্দা নাকি???-- লেখাটি লিখতে গিয়ে একটু গোয়েন্দাগিরি তো করতেই হয়েছে কাজিন :P তবে যা করেছি খুব সাবধানে, যেন কেউ টের না পায় :P আই মিন, লগ আউট করে তারপর প্রোফাইল দেখেছি =p~ ;)

@এক আর দুই
জবা আর জুঁই।;)
ব্লগে একটা আপু আছে। খালি পটর পটর কথা বলে। আচ্ছা, তার প্রোপিকের কিউট মেয়েটি একপা তুলে সারাদিন দাঁড়িয়ে থাকে কীভাবে? সেটা ভাবতে ভাবতে আমার ঘাড় ব্যাথা হয়ে গেল। :( চৌধুরি বাড়ির মেয়েটা খুব পাজি। বদের হাড্ডি।
-- হয় নাই, হয় নাই, না জবা আর না জুই :P আসল নাম বলবনা ;) পারলে গোয়েন্দাগিরি করেন তো দেখি :P

ওরে আল্লাহ বলে কি, আমি নাকি পটর পটর কথা বলি B:-) নামের সার্থকতা রাখতে হবেতো =p~

চৌধুরী বাড়ীর মেয়েকে নিয়ে কিছু বলার আগে সাবধান, মন্ডল বাড়ীর পাঁজি ছেলে ;) আমার চৌধুরী ভাইয়ারা আছে কিন্তু ব্লগে :-B

@পুনশ্চঃ হৈমন্তী নামের তীব্র প্রতিবাদ জানাচ্ছি.....X(-- কাজিন তো তাই দুইজনের একই নাম পছন্দ :P তবে আমার কিন্তু শুধু নামটিই পছন্দ ;) বিশ্বাস করেনগো কাজিন হৈমন্তী নিয়ে লেখার সময় অত কিছু মনে ছিলনা :((

@স্রাঞ্জি সেঃ ঐ গিরগিটির ছবি আমার গোয়েন্দারা বের করেছে...:D তবে অনুমতি ছাড়া তার পরিচয় আমি বলিব না
-- খুব তো গোয়েন্দাগিরি করেন, দেখি আমার সম্পর্কে কি বের করতে পারেন :P আমার আপুকে গিরগিটি বলা হচ্ছে X(( আপনি
তেলাপোকা =p~

@কাছের মানুষ আমাদের ভাইয়া।
জানা আপুই সামু ব্লগটা তৈরী করেছে। বলতে গেলে ব্লগের মালিক সেই..:)
-- এই দুইজন সম্পর্কে বলার জন্য ধন্যবাদ


@পড়ো..
কন্যা (অগাস্ট ২৩- সেপ্টেম্বর ২২)
কন্যা রাশির নারী যেমন একেবারে তুলতুলে নারী নয়, তেমনি এই রাশির পুরুষকে মেয়েলি ভাবলেও ভুল করবেন। তিনি হয়ে থাকেন কঠোর পরিশ্রমী এবং তার ওপরে দেওয়া কাজের শেষ দেখেই ছারেন তিনি। যে কোনও কাজ নিখুঁত করে করতেও তার তুলনা নেই। খুঁটিনাটি বিষয়েও তার পূর্ণ মনোযোগ থাকে। অন্যকে সাহায্য করতেও তিনি সিদ্ধহস্ত।কন্যা রাশির পুরুষ হয়ে থাকেন সুবিচারি এবং ন্যায়পরায়ন। ভদ্রতা এবং নিষ্পাপতার মতো দুর্লভ গুণ দেখা যায় তার মাঝে।
তবে তিনি হয়ে থাকেন একটু ছটফটে। :P

সব কিন্তু রাশির দোষ, আমি ভালোমানুষ...
-- হঠাৎ নিজের এত গুণগান কেন, কাহিনী কি :P আমার কিন্তু আবার ভালোমানুষ একদম পছন্দ না ;) সত্যি বলছি কিন্তু ;)

@ কাওসার চৌধুরী
কাওসার ভায়া, আমি কিন্তু ছবিটার..... :``<<:``<<
-- ম্যাডামকে আমারও পছন্দ হয়েছে :-B

২৩| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগারদের সম্পর্কে পড়তে ভালো লাগে। তাছাড়া, একজন সহ ব্লগার সম্পর্কে অন্য সহ ব্লগার কি ভাবেন; কৌতূহলী মন এটা জানার সুযোগও মিস করতে না।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: @ব্লগারদের সম্পর্কে পড়তে ভালো লাগে। তাছাড়া, একজন সহ ব্লগার সম্পর্কে অন্য সহ ব্লগার কি ভাবেন; কৌতূহলী মন এটা জানার সুযোগও মিস করতে না-- আসলেই ভাইয়া, ঠিক বলেছেন। আমারও ভালো লাগে :D

আচ্ছা জুনায়েদ ভাইয়া, আপনি যদি ছব্দনামে লিখতেন তাহলে কি নামে লিখতেন ? আমার জানতে ইচ্ছে হল :P

২৪| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৭

স্রাঞ্জি সে বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া বলেছেনঃ স্রাঞ্জি সেঃ ঐ গিরগিটির ছবি আমার গোয়েন্দারা বের করেছে...:D তবে অনুমতি ছাড়া তার পরিচয় আমি বলিব না।
কাছের মানুষ আমাদের ভাইয়া।

বাপু আপনি টিকটিকি হইয়া পোকামাকড় খাইয়েন।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: @বাপু আপনি টিকটিকি হইয়া পোকামাকড় খাইয়েন।-- আপু, টিকটিকির চাইতে ক্যাঙ্গারু নামটা বেশী যায় তার সাথে =p~

২৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৭

ঢাবিয়ান বলেছেন: দুজন অতি জনপ্রিয় ব্লগার বাদ গেছে। কলাবাগান এবং কালবৈশাখি। উনারা না থাকলে ব্লগটা বড় পানসে ঠেকত =p~

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: @ দুজন অতি জনপ্রিয় ব্লগার বাদ গেছে। কলাবাগান এবং কালবৈশাখি। উনারা না থাকলে ব্লগটা বড় পানসে ঠেকত- তাদের সাথে পরিচিত হতে পারলে খুবই খুশী হতাম ঢাবিয়ান ভাইয়া :( এই অল্প সময়ে তাদেরকে আমি পাইনি । তবে কলাবাগান ভাইয়া/আপু কে দেখেছি খুব সম্ভবত, কিন্তু খুব বেশী পরিচয় নেই বলে লেখার সময়ে মনে ছিলনা :P

যদিও আপনি বলেননি, তবে আজ কিন্তু বিচার মানি তালগাছ আমার ভাইয়ার মাধ্যমে আপনার নামের কাহিনী জেনে গিয়েছি :D

২৬| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

সনেট কবি বলেছেন: পোষ্ট ও মন্তব্য বেশ উপভোগ্য হয়েছে।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: @ পোষ্ট ও মন্তব্য বেশ উপভোগ্য হয়েছে- আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম, প্রিয় সনেট কবি 8-| হা, আমার সহব্লগাররা মন্তব্য করতে খুবই আন্তরিক ।

২৭| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: আর যারটা যেমন হোক, আপনার ছদ্মনামটা ঠিক আছে। লেখাতে তো বটেই, ধারণা করি, কথাতেও। :)
স্রাঞ্জি সে এর নামটা হোক যেমন তেমন,
প্রোপিকটা জানি কেমন কেমন! (অর্থাৎ ভাল লাগে না!) :)

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৫

কথার ফুলঝুরি! বলেছেন: @আর যারটা যেমন হোক, আপনার ছদ্মনামটা ঠিক আছে। লেখাতে তো বটেই, ধারণা করি, কথাতেও। :) -- তাই নাকি, ভালো লাগলো জেনে :-B

@স্রাঞ্জি সে এর নামটা হোক যেমন তেমন,
প্রোপিকটা জানি কেমন কেমন! (অর্থাৎ ভাল লাগে না!)
-- হাহা । আমার কিন্তু তাকে খুব পছন্দ । আমার মনে হয় আপনারও =p~

আচ্ছা, একটা কথা :|| আমি বরাবরই আপনাকে কিছু সম্বোধন করতে গিয়ে থেমে যাই :( মানে, আপনাকে ভাইয়া বলতে ইতস্তত লাগে :P আপনিই বলেনতো কি উপায় :||

২৮| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০০

রাকু হাসান বলেছেন:

সুন্দর লিখেছেন আপু ,খুব সুন্দর । এত বড় বড় নাম :|| ,তাঁরা নিজের নাম লুকিয়ে লিখছে ,একসাথে দেখে অবাক হচ্ছি :( । আপনার দেওয়া লজিক টা দারুণ লাগলো । মনে হচ্ছে ,আমার ও সেভাবে শুরু করলে ভাল হত । হাস্যরস পেলাম লেখায় ।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৬

কথার ফুলঝুরি! বলেছেন: @এত বড় বড় নাম :|| ,তাঁরা নিজের নাম লুকিয়ে লিখছে ,একসাথে দেখে অবাক হচ্ছি --- হা, রাকু হাসান ভাইয়া, আমি লেখা শুরু করার আগে ভাবিনি নামগুলো সংখ্যায় এতো হয়ে যাবে, লেখা শুরু করার পর দেখি আর শেষ হয়না, তখন কাকে রেখে কাকে বাদ দেই, সবাইকে নিয়েই লিখতে মন চায় :( তবে সবাই কিন্তু লুকানোর জন্য ছব্দনাম নিয়ে লিখেনা, ছব্দনাম ভালো লাগে বলে ছব্দনামে লিখে । কিন্তু আমি লুকানোর জন্য ছব্দনামে লিখি :P আমি আমার আসল নাম মিস করি ব্লগে :(


@আপনার দেওয়া লজিক টা দারুণ লাগলো । মনে হচ্ছে ,আমার ও সেভাবে শুরু করলে ভাল হত । -- হা, ছব্দনাম নিয়ে লেখাও মন্দ না । ধরা খাওয়ার ভয় থাকেনা :P পরিচিত কেউ পাশে থাকলেও চিনবেনা,বিষয়টা মজার না ? =p~

@হাস্যরস পেলাম লেখায়-- আমার দুষ্টুমি ভাবনাতো তাই =p~

২৯| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি নিজেতো গোয়েন্দামি করি না, আমার সৈন্যরা ওকাজ করে। তবে আজকাল ওরা ব্লগে আসছে না, তাই...:(




তুমি ভূত হলেই কী, আর পেত্নী হলেই কী? X(X(
তবে পপি নামটা দারুন..:D:D

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪২

কথার ফুলঝুরি! বলেছেন: @আমি নিজেতো গোয়েন্দামি করি না, আমার সৈন্যরা ওকাজ করে। তবে আজকাল ওরা ব্লগে আসছে না, তাই...-- হাহা , আমি অপেক্ষায় রইলাম কবে তারা ফিরবে =p~

@তুমি ভূত হলেই কী, আর পেত্নী হলেই কী?-- আমি ভুত ও না আর পেত্নীও না X(( আমি, আমি X(( X((

@তবে পপি নামটা দারুন-- আর কোন নাম কি নাই দুনিয়াতে :|

৩০| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

নতুন নকিব বলেছেন:



দারুন লিখেছেন। পরিশ্রমী পোস্টে ধন্যবাদ।

মহিয়সী জানা (৩৪ নং এ উল্লেখিত) এই সুন্দর ব্লগ ভূবনের স্বপ্নদ্রষ্টা এবং রূপকার। অাপনি এই ব্লগে খুব বেশি পুরাতন নন তাই বিষয়টি জানিয়ে দেয়া উচিত মনে হল।

ও অাচ্ছা, অাসল কথা বলা হয়নি। নতুন নকিব অাপনার তালিকায় নেই কেন? অামিও কিন্তু স্ব-নামে নই। সুযোগ পেলে অারেক দিন বিস্তারিত বলবো ইনশাঅাল্লাহ।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: @মহিয়সী জানা (৩৪ নং এ উল্লেখিত) এই সুন্দর ব্লগ ভূবনের স্বপ্নদ্রষ্টা এবং রূপকার। অাপনি এই ব্লগে খুব বেশি পুরাতন নন তাই বিষয়টি জানিয়ে দেয়া উচিত মনে হল।-- অনেক ধন্যবাদ নতুন নকিব ভাইয়া, জানা আপুর সম্পর্কে বলার জন্য। আপুকে অনেক ভালোবাসা, আমাদের জন্য এমন একটা প্লাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। 8-|

@ও অাচ্ছা, অাসল কথা বলা হয়নি। নতুন নকিব অাপনার তালিকায় নেই কেন? অামিও কিন্তু স্ব-নামে নই। সুযোগ পেলে অারেক দিন বিস্তারিত বলবো ইনশাঅাল্লাহ-- তাই নাকি ভাইয়া :|| আমি ভেবেছিলাম আপনার কথা, কিন্তু নকিব নামটাকে ছব্দ মনে হয়নি তাই স্কিপ করেছি :( অপেক্ষায় রইলাম ভাইয়া আপনার নামের রহস্য জানার ।

@দারুন লিখেছেন। পরিশ্রমী পোস্টে ধন্যবাদ।-- লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাইয়া। হা, একটু পরিশ্রম তো হয়েছেই, তবে যাদেরকে ভালোলাগে আর ভালোবাসি তাদের জন্য পরিশ্রম করতেও ভালো লাগে।

৩১| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯

সুমন কর বলেছেন: এ ধরনের পোস্ট সামুতে পূর্বে আরো এসেছে। সমসাময়িক ব্লগার নিয়ে আপনার পোস্টটিও সুন্দর হয়েছে এবং মজা পেলাম।
+।

পুরনো এক ব্লগারের মতো করে বলি, "কেন যে আমার একটি ছন্দনামের নিক নেই?"

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৯

কথার ফুলঝুরি! বলেছেন: @এ ধরনের পোস্ট সামুতে পূর্বে আরো এসেছে-- তাই বুঝি ভাইয়া। আমি মাত্র ৪ মাস হল ব্লগে পদার্পণ করেছি :( তাই দেখিনি।


@সমসাময়িক ব্লগার নিয়ে আপনার পোস্টটিও সুন্দর হয়েছে এবং মজা পেলাম।
-- আপনাদের ভালোলাগাই যে আমার লেখার ক্ষেত্রে অনুপ্রেরনা, সুমন কর ভাইয়া 8-| আপনারা পাশে আছেন বলেইতো আমি লিখি ।

@পুরনো এক ব্লগারের মতো করে বলি, "কেন যে আমার একটি ছন্দনামের নিক নেই?-- হাহা। সবার ছব্দনাম হলে আমাদের আসল নামগুলোর কি হবে :P আপনার মত কারও কারও থাকুক না নিজের আসল নামটি । তবে আমিতো আমার আসল নাম মিস করি ব্লগে :(

৩২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুব ভালো লিখেছেন।
তবে নতূন ব্লগারদের অবজ্ঞা করেছেন ( লিষ্টে আমিও আছি )
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
লেখাটা ভালো লাগলো
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: @নতূন ব্লগারদের অবজ্ঞা করেছেন ( লিষ্টে আমিও আছি )- ওহো :|| আমি খুবই দুঃখিত স্বপ্নের শঙ্খচিল ভাইয়া/আপু :( আমি কখনো কোনকিছুতে, কে নতুন আর কে পুরাতন এসব বিবেচনা করিনা । ঠিক তেমন আজকের লেখার ক্ষেত্রেও করিনি । কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও পারিনি সবাইকে অ্যাড করতে :( তবে আপনার নাম কিন্তু ঠিকই আমার লেখায় আছে #:-S আর হা, আমিও কিন্তু ব্লগে নতুন ।

লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম 8-|

৩৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ২:১৬

উম্মে সায়মা বলেছেন: বাহ! এই ছদ্মবেশীদের মুখোশ আমাদের সামনে কিছুটা উন্মোচিত হল ;)

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০০

কথার ফুলঝুরি! বলেছেন: @বাহ! এই ছদ্মবেশীদের মুখোশ আমাদের সামনে কিছুটা উন্মোচিত হল ;) হাহা =p~ হা সায়মা আপু, কিছুটা চেষ্টা করেছি তাদের সম্পর্কে লিখতে ।

মজার মন্তব্বে ধন্যবাদ ও শুভকামনা রইল সায়মা আপু ।

৩৪| ২৮ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়লাম। ভালো লাগলো আপনার অনুসন্ধিৎসু মনোভাব!

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: মন্তব্বে আরও একজন ছদ্মনামের সহব্লগারকে পেয়ে ভালো লাগলো রূপক বিধৌত সাধু ভাইয়া।

আপনার লেখা আমার পড়া হয়নি, আর না আপনাকে তেমন অনলাইনে পেয়েছি :( তাই আপনার সাথে তেমন পরিচয় নেই ভাইয়া। তবে যখন আপনি মন্তব্যটি করেছেন তখন আপনাকে অনলাইনে দেখে ভেবেছিলাম, আগে কেন দেখিনি আপনাকে। যাক, আজ আপনার সাথে পরিচিত হতে পেরে আনন্দিত :-B

@পড়লাম। ভালো লাগলো আপনার অনুসন্ধিৎসু মনোভাব-- লেখা ভালো লেগেছে জেনে খুশী আর অনুপ্রানিত হলাম ভাইয়া।

৩৫| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২৭

নতুন নকিব বলেছেন:



দয়া করে শিরোনামে ব্যবহৃত 'ছব্দনামের' শব্দটি ঠিক করে নিলে খুশি হব। শব্দটি হবে 'ছদ্মনামের''ছদ্ম' (ছ+দ্+ম) এভাবে লিখতে হয়।

পোস্ট বডি এবং কমেন্টসগুলোর প্রত্যুত্তরেও একই শব্দ বহুবার এসেছে। একইরকম ভুলভাবে।

অনেক শুভকামনা।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: @দয়া করে শিরোনামে ব্যবহৃত 'ছব্দনামের' শব্দটি ঠিক করে নিলে খুশি হব। শব্দটি হবে 'ছদ্মনামের'। 'ছদ্ম' (ছ+দ্+ম) এভাবে লিখতে হয়-- সকালবেলা ঘুম ভাঙ্গার পর আপনার মন্তব্য দেখে তো আমার হার্টফেল হবার অবস্থা নতুন নকিব ভাইয়া B:-) আমি সবসময় আমার লেখায় বানান বা অন্য কোন ভুলের ব্যাপারে খুব সচেতন থাকি। একটি লেখা লিখে অনেকবার পড়ি, পোস্ট করার আগে। কোন বানান নিয়ে দ্বিধা হলে গুগুল করে দেখি সঠিকটা কি । তারপরেও অনেক বড় লেখা হলে কিংবা তাড়াহুড়ো কিংবা বেখেয়ালে অনেক সময় দু একটি ভুল থেকে যায়। তাই আমি সবাইকে বলি, আমার লেখায় যদি কোন ভুল চোখে পরে তা যেন নির্দ্বিধায় শুধরে দেয়। ব্লগ শুধু মন খুলে লেখার জায়গা না শেখারও জায়গা, আমার জন্য। ছদ্মনাম বানান টি যে এমন তা আমার জানাই ছিলনা :|| কারন এই শব্দ টি সাধারণত চোখে পরেনা ।

কিন্তু ভাইয়া আপনি আগে কেন বলেননি :( কাল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার লেখাটি একটি ভুল বানানের শিরোনাম নিয়ে আলোচিত ব্লগে ছিল :(

@পোস্ট বডি এবং কমেন্টসগুলোর প্রত্যুত্তরেও একই শব্দ বহুবার এসেছে। একইরকম ভুলভাবে।
-- শিরোনাম এবং পোস্ট এর বডি ঠিক করে দিয়েছি ভাইয়া, কিন্তু প্রতিউত্তর গুলো পারছিনা :(

ভাইয়াকে অশেষ ধন্যবাদ বিশাল একটা ভুল শুধরে দেবার জন্য 8-| আশা করি সামনের দিনগুলোতেও এমন করে ভাইয়াকে পাশে পাব 8-|

৩৬| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

পড়ে শুধু মনে হলো -
ঐ নতুনের কেতন ওড়ে কাল বোশেখির ঝড়
তোরা সব জয়ধ্বনি কর! :)

দারুন আয়োজনে আর মন্তব্য প্রতিমন্তব্যে বেশ লাগলো।
৯৯% ছবিটা দেখে মনে হল নামের সাথে মানুষের মিলটা বুঝি থেকেই যায় ;)
হা হা হা

পোষ্টে ++++

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: সবার আগে একটা মজার কথা শোনেন বিদ্রোহী ভাইয়া :P লেখার আইডিয়াটা মাথায় আসার পর আমি ভেবেছিলাম সবার নামের সাথে তাদের প্রোফাইলের স্ক্রিনশট দিব । সেই উদ্দেশে প্রথমে ৫ জনের প্রোফাইলের স্ক্রিনশট নিয়েও রেখেছিলাম, তাঁর মধ্যে আপনিও আছেন। কিন্তু লেখা শুরু করার পরে দেখলাম এক এক করে অনেক হয়ে যাচ্ছে এবং তখন স্ক্রিনশট দিতে গেলে লেখা বিশাল হয়ে যাবে তাই আর দেইনি। কিন্তু লিখতে লিখতে আর সবাইকে খুজতে খুজতে আপনার নামটাই বাদ পরে গেল :( তাইতো বলি, লেখার সময় আমার বার বার মনে হচ্ছিলো কি ভুলে যাচ্ছি, কি ভুলে যাচ্ছি :|| যাক, অবশেষে আপনি যে পোস্টে মন্তব্য করেছেন, এবং আমি আপনাকে লেখায় অ্যাড করতে পেরেছি তাঁর জন্য খুশী :#) লেখার শেষে আপনার অংশটুকু পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভাইয়া।

@পড়ে শুধু মনে হলো -
ঐ নতুনের কেতন ওড়ে কাল বোশেখির ঝড়
তোরা সব জয়ধ্বনি কর
-- আমি ধন্য ভাইয়া আপনার মন্তব্বে 8-|


@দারুন আয়োজনে আর মন্তব্য প্রতিমন্তব্যে বেশ লাগলো।-- লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম বিদ্রোহী ভাইয়া সাথে অনুপ্রানিত। হা, আমার সহব্লগারদের প্রতিমন্তব্য গুলোও খুব সুন্দর ও আন্তরিক ।

@৯৯% ছবিটা দেখে মনে হল নামের সাথে মানুষের মিলটা বুঝি থেকেই যায় -- মিল রেখে চলাই ভালো :P হাহা =p~ পোস্ট এর ছবিটা সিলেক্ট করেছি এই ভেবে যে লেখাটা পড়ে একেকজনের একেক রকম রিঅ্যাকশন হবে :P তাই বিভিন্ন রকম ইমো =p~

৩৭| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

নীল আকাশ বলেছেন: আপনার লেখাটা পড়ে ভালো লাগলো। আমার নাম কৈ? :(
আমাদের মতো যাদের কে বাংলাদেশের নিবার্চন কমিশনের মতো বাদ দিয়ে দিয়েছেন তাদের পক্ষ থেকে পূনর্নিবাচনের তীব্র আবেদন জানাচ্ছি!
প্রয়োজনে ২্য় পর্ব লিখুন X((

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১

কথার ফুলঝুরি! বলেছেন: @আমার নাম কৈ?-- দেখেনতো ভাইয়া এখন পান কিনা আপনার নাম ;)

@আমাদের মতো যাদের কে বাংলাদেশের নিবার্চন কমিশনের মতো বাদ দিয়ে দিয়েছেন তাদের পক্ষ থেকে পূনর্নিবাচনের তীব্র আবেদন জানাচ্ছি!-- পুননির্বাচনের আগেই আপনাকে মনোনয়ন দিয়ে দিয়েছি নীলআকা৩৯ ভাইয়া B-)

লেখা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ভাইয়া। তবে আসলেই আপনি ভাইয়া তো ? :||

৩৮| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: আমার কিন্তু তাকে খুব পছন্দ । আমার মনে হয় আপনারও (২৭ নং প্রতিমন্তব্য) - হ্যাঁ, তাকে আমারও পছন্দ, তবে প্রোপিকটা নয়।
আমি বরাবরই আপনাকে কিছু সম্বোধন করতে গিয়ে থেমে যাই - কিছু না ডাকাই তো ভাল মনে হয়।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: @হ্যাঁ, তাকে আমারও পছন্দ, তবে প্রোপিকটা নয়-- কিন্তু আমার কাছে স্রাঞ্জি সে আপুর প্রোপিকটা ভালো লাগে ।


@কিছু না ডাকাই তো ভাল মনে হয়- কিন্তু আমারযে সবাইকে সম্বোধন করে বলতে ভালো লাগে :( আপনি অনেক সিনিয়র তাই আপনাকে ভাইয়াও বলতে পারিনা :(( যদিও আরও অনেকে আপনার বয়সী থাকতে পারেন ব্লগে কিন্তু তাদের প্রোপিক এ নিজের পিক নাই বলে নির্দ্বিধায় ভাইয়া বলে ফেলি :P

৩৯| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর । দারুণ হয়েছে।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: @সুন্দর । দারুণ হয়েছে-- ধন্যবাদ মাইদুল ভাইয়া। খুশী হলাম লেখা ভালো লেগেছে জেনে ।

৪০| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯

মো: নিজাম গাজী বলেছেন: আপনার কথার ফুলঝুরি তো দারুণ। এখন আপনি বলুন আপনি কি আপু নাকি ভাইয়া? :(

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: @এখন আপনি বলুন আপনি কি আপু নাকি ভাইয়া? :(-- হাহাহা =p~ এই প্রথম আমি আমার নিক নিয়ে এমন প্রশ্ন পেলাম :P কিন্তু আমিযে বলবনা নিজাম ভাইয়া, আমি আপু নাকি ভাইয়া :P দেখি আপনার আইডিয়া কি :#)

৪১| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: হৈমন্তী আমি তো নেই। :( এটা কোন পোস্ট হলো আমি ছাড়া। ;) তারাপরও ভালোলাগা দিলাম। :P
ভবিষ্যতে পোস্ট দিবেন আশায় থাকলাম। !:#P

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: @ হৈমন্তী আমি তো নেই-- ওরে সর্বনাশ :P এই নামে ডাকার আগে সাবধান সেলিম আনোয়ার ভাইয়া, কারন এই নাম নিয়ে কিন্তু মন্ডল বাড়ির পাঁজি ছেলে বিরোধিতা করেছে :P কিন্তু লেখার সময়ে আমার অত কিছু মাথায় ছিলনা, আমার নামটা আসলেই অনেক পছন্দ আমি কি করব :(( যেমন, আপনি হৈমন্তী বলে সম্বোধন করলেন দেখে আমার খুব ভালো লাগলো !:#P :P

@এটা কোন পোস্ট হলো আমি ছাড়া-- আই ওয়িশ! আপনি আসল নামে না হয়ে ছদ্মনামে থাকতেন তাহলে আপনাকে এই লেখায় আনতে পারতাম :( কিন্তু কোন সমস্যা নেই, আমার যেসব সহব্লগার নিজের নামে আছেন তাদেরকে নিয়েও কিছু একটা লেখার আইডিয়া বানিয়ে ফেলব :P যদিও, আমার এই ধরনের লেখা খুব একটা পছন্দ না, কারন তখন, লেখায় যাদেরকে আনা হয় তারা যেমন অনেক খুশী হয় আবার যাদেরকে আনা হয়না বা সম্ভব হয়না আনা তারা মনখারাপ করে :( কিন্তু কেন জানি হুট করে লিখে ফেললাম এই লেখাটা :( যারা বাদ পরেছে তাদের জন্য কিছু একটা করতে হবে। আমি চাইনা কারও মন খারাপ হোক :(


@ভবিষ্যতে পোস্ট দিবেন আশায় থাকলাম-- অবশ্যই অবশ্যই দিব , আগে আইডিয়া পেতে হবে যে :P

পোস্টে ভালো লাগা প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।

৪২| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫

বিজন রয় বলেছেন: বলেন তো আমার ছদ্মনাম কি?

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: @বলেন তো আমার ছদ্মনাম কি?-- আপনার কোন ছদ্মনাম আছেকি বিজন রয় ভাইয়া ? আমিতো জানি এটা আপনার আসল নাম :|| এখন তো দেখছি আপনাকে নিয়েও গোয়েন্দাগিরি করতে হয় :P

তবে পূর্বের মন্তব্যটাতেই সেলিম আনোয়ার ভাইয়াকে বলছিলাম, ব্লগে যারা নিজের আসল নামে আছে তাদের নিয়ে লেখার জন্য একটি আইডিয়ার কথা। আর সাথে সাথেই আপনার মন্তব্য এর মাধ্যমে পেয়ে গিয়েছি আইডিয়া ;)

৪৩| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৭

ভুয়া মফিজ বলেছেন: আমার এই নিকটা অনেকের কাছেই কেন জানি কৌতুহলের কারন। :(
এ কারনে অনেককে অনেকবারই ব্যাখ্যা দিয়েছি। ভেবেছিলাম আর দিব না। তবে আপনার এই পোষ্ট দেখে মনে হলো শেষবারের মতো আরেকবার দেই! প্রতিবারের দেয়া ব্যাখ্যাটাই কপি-পেষ্ট করে দিলাম!

"আমাদের দেশের কিছু এলাকার মানুষকে একটু বোকা ভাবা হয়, তাদেরকে মফিজ বলে জানেন বোধহয়! জীবনে কিছু কিছু বোকামীর জন্য নিজেকে মাঝে-মধ্যে মফিজ মনে হয়। আবার জীবন পুরাটাই তো আর বোকামীতে পরিপূর্ণ না! তাই আমি সত্যিকারের মফিজ না, মিথ্যা মফিজ, অর্থাৎ ভুয়া মফিজ... :)।"

মফিজ যেহেতু আমার নাম না, তাই সঙ্গত কারনেই অামার পরিচিতরা আমাকে মফিজ নামে ডাকে না। কিন্তু সামুতে আমাকে যখন কেউ ভুয়া মফিজ, মফিজ কিংবা মফিজ ভাই/ভাইয়া যেভাবেই ডাকে, আমার খুব ভালো লাগে! প্রথম প্রথম নিজের এই নতুন পরিচয়ে খুব মজা পেতাম।:) অবশ্য এই ব্যাপারে মন্ডল বাড়ীর ছেলে ওরফে পাঠকের প্রতিক্রিয়া একেবারেই ব্যাতিক্রম (সে অবশ্য অনেক কিছুতেই ব্যাতিক্রম ;)। সে আমাকে ডাকে মফিভাই। এটাতেও আমি খুব আনন্দ পাই!

বিভিন্ন কারনেই আমি ছদ্মনামে ব্লগিং করতে স্বাচ্ছন্দ বোধ করি। তার মধ্যে কিছু কারন আপনার সাথে মিলে যায়। তবে ব্লগে এই যে আমরা কেউ কাউকে চিনি না, অনেকের এমনকি আসল নামও জানিনা, তবু সবাই সবার কতো কাছের; এটা আমি ভীষণভাবে উপভোগ করি। একটা পরিবারের মতোই ঝগড়া করি, আবার মিলে-মিশে থাকি। সবার জন্য সবার ভালোবাসা, উদ্বেগ, উৎকন্ঠা; সবই উপভোগ্য। তাই যতোদিন এই পরিবারের সদস্য থাকবো, এ্যানোনিমাসই থাকবো।

আপনার উদ্যোগটা অভিনব! আরো কয়েক পর্ব চলুক। :)

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২০

কথার ফুলঝুরি! বলেছেন: @আমার এই নিকটা অনেকের কাছেই কেন জানি কৌতুহলের কারন।-- হাহাহা =p~ মফিজ বলে কথা, তাঁর উপর আবার ভুয়া =p~

@এ কারনে অনেককে অনেকবারই ব্যাখ্যা দিয়েছি। ভেবেছিলাম আর দিব না। তবে আপনার এই পোষ্ট দেখে মনে হলো শেষবারের মতো আরেকবার দেই
-- ব্যাখ্যা না দিলে বা না বললে আমারা নতুনরা কিভাবে জানব আমাদের সিনিয়র ভাই বোনদের সম্পর্কে । না চাওয়ার পরেও যে, আমার পোস্টে আরেকবার ব্যাখ্যা দিয়েছেন তাঁর জন্য অশেষ শুকরিয়া ভুয়া মফিজ ভাইয়া :( এমনিতে কাউকে ভুয়া বললে অবশ্যই সে রেগে যাবে কিন্তু আপনাকে যত খুশী ভুয়া বলতে পারি হাহা =p~

@আমাদের দেশের কিছু এলাকার মানুষকে একটু বোকা ভাবা হয়, তাদেরকে মফিজ বলে জানেন বোধহয়! জীবনে কিছু কিছু বোকামীর জন্য নিজেকে মাঝে-মধ্যে মফিজ মনে হয়। আবার জীবন পুরাটাই তো আর বোকামীতে পরিপূর্ণ না! তাই আমি সত্যিকারের মফিজ না, মিথ্যা মফিজ, অর্থাৎ ভুয়া মফিজ..
--- হাহা। চমৎকার বিশ্লেষণ আপনার ছদ্মনামের । আমি আমার লেখায় আপনার অংশটাতে লিখেছি, যে, কিছু গবেট টাইপের লোককে আমরা দুষ্টুমি করে মফিজ বলি :P কিন্তু নির্দিষ্ট এলাকার বিষয়টা জানা নেই ।

@মফিজ যেহেতু আমার নাম না, তাই সঙ্গত কারনেই অামার পরিচিতরা আমাকে মফিজ নামে ডাকে না। কিন্তু সামুতে আমাকে যখন কেউ ভুয়া মফিজ, মফিজ কিংবা মফিজ ভাই/ভাইয়া যেভাবেই ডাকে, আমার খুব ভালো লাগে! প্রথম প্রথম নিজের এই নতুন পরিচয়ে খুব মজা পেতাম।:) অবশ্য এই ব্যাপারে মন্ডল বাড়ীর ছেলে ওরফে পাঠকের প্রতিক্রিয়া একেবারেই ব্যাতিক্রম (সে অবশ্য অনেক কিছুতেই ব্যাতিক্রম ;)। সে আমাকে ডাকে মফিভাই। এটাতেও আমি খুব আনন্দ পাই!
--- হা, তিনি বরাবরই একটু ব্যাতিক্রম। লম্ফ ঝম্প করেন বেশী । হাহা =p~ আমি ভাবছি আপনাকে শুধু ভুয়া ভাইয়া বলে ডাকবো :P

@বিভিন্ন কারনেই আমি ছদ্মনামে ব্লগিং করতে স্বাচ্ছন্দ বোধ করি। তার মধ্যে কিছু কারন আপনার সাথে মিলে যায়। তবে ব্লগে এই যে আমরা কেউ কাউকে চিনি না, অনেকের এমনকি আসল নামও জানিনা, তবু সবাই সবার কতো কাছের; এটা আমি ভীষণভাবে উপভোগ করি। একটা পরিবারের মতোই ঝগড়া করি, আবার মিলে-মিশে থাকি। সবার জন্য সবার ভালোবাসা, উদ্বেগ, উৎকন্ঠা; সবই উপভোগ্য। তাই যতোদিন এই পরিবারের সদস্য থাকবো, এ্যানোনিমাসই থাকবো।-- আপনার মত আমিও যে ভাইয়া বিষয়টি খুব উপভোগ করি । হা, আসলেই সবাই খুব ভালো ও আন্তরিক। সবচেয়ে বড় কথা আপনারা সিনিয়ররা এত বেশী ভালো, কি সুন্দর নতুনদের আপন করে নেন। আপনাদের সবাইকে পেয়েই তো আমি সামুকে ভালোবেসে ফেলেছি !:#P ্তবে ভাইয়া, কেউ যখন ব্লগ ছেড়ে চলে যায় তখন খুব খারাপ লাগে, সবচেয়ে বড় দুঃখ তাদেরকে আর খুজে পাওয়ারও কোন উপায় নেই :( এভাবে কেউ চলে গেলে আমার খুব খারাপ লাগে :(

@আপনার উদ্যোগটা অভিনব! আরো কয়েক পর্ব চলুক।
-- যদিও, আমার এই ধরনের লেখা খুব একটা পছন্দ না, কারন তখন, লেখায় যাদেরকে আনা হয় তারা যেমন অনেক খুশী হয় আবার যাদেরকে আনা হয়না বা সম্ভব হয়না আনা তারা মনখারাপ করে :( কিন্তু কেন জানি হুট করে লিখে ফেললাম এই লেখাটা :( যারা বাদ পরেছে তাদের জন্য কিছু একটা করতে হবে। আমি চাইনা কারও মন খারাপ হোক :( তাই আরও একটা পোস্ট লিখতে হবে। আর যারা আসল নামে আছে তারাই বা বাদ যাবে কেন , তাদের জন্য লেখার একটা আইডিয়া ইতোমধ্যে পেয়েও গিয়েছি । সময় হলেই আবার লিখবো :-B

৪৪| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: সবাই কে নিয়ে চমৎকার লিখেছেন!! অনেক মজার।
স্রাঞ্জি সে কি আপু !!!! ??
আমি ও ভাইয়া ই ভাবতাম ।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: @সবাই কে নিয়ে চমৎকার লিখেছেন!! অনেক মজার।-- ধন্যবাদ আপু। লেখা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।


@স্রাঞ্জি সে কি আপু !!!! ??
আমি ও ভাইয়া ই ভাবতাম ।
-- হাহাহা =p~ আরও একজন কে পেলাম এই দলে । যদিও তিনি এখনও স্বীকার করেননি যে তিনি আপু । কিন্তু আমি ৯৯% নিশ্চিত তিনি আপু :P

৪৫| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন:

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

কথার ফুলঝুরি! বলেছেন: হোয়াট এ প্লিজেন্ট সারপ্রাইজ আমার ডোরেমন ভাইয়া :#) আমিতো ভেবেছিলাম তুমি বুঝি আমার এই পোস্টটা পড়বেই না :( কারন ঈদ এর ছুটি শেষ আর তোমার পড়াশোনা শুরু । কিন্তু আমি যে আমার ছোট্ট ডোরেমন ভাইয়াটা কে মন্তব্বেই পেয়ে গেলাম !:#P :-B

ছবিটার মত আমারও যে তোমাকে পেয়ে এই অবস্থা =p~

৪৬| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৩

বিজন রয় বলেছেন: তাহলে পরের পোস্টেই আসল নামে আমরা যারা ব্লগিং করছি তাদের নিয়ে আপনার আইডিয়া অনুযায়ী পোস্ট দিবেন আশা করি।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১২

কথার ফুলঝুরি! বলেছেন: @তাহলে পরের পোস্টেই আসল নামে আমরা যারা ব্লগিং করছি তাদের নিয়ে আপনার আইডিয়া অনুযায়ী পোস্ট দিবেন আশা করি-- ঠিক পরের পোস্টেই সেটি হবে কিনা বলতে পারছিনা বিজন ভাইয়া :( সময়ের ব্যাপার। তবে আমি এই পোস্টটার মত সেটি নিয়েও খুব একসাইটেড ফিল করছি :-B তাই হয়ত রাতে না ঘুমিয়ে লিখে ফেলব হাহা =p~

৪৭| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২

ভুয়া মফিজ বলেছেন: নির্দিষ্ট এলাকার বিষয়টা জানা নেই ওই অন্চলের নাম বলতে চাই না, সেখানের যারা আছে তারা আবার রাগ করবে! ;)
আমি ভাবছি আপনাকে শুধু ভুয়া ভাইয়া বলে ডাকবো ওকে, আজ থেকে আমি আপনার ভুয়া ভাইয়া। :)
কেউ যখন ব্লগ ছেড়ে চলে যায় তখন খুব খারাপ লাগে, সবচেয়ে বড় দুঃখ তাদেরকে আর খুজে পাওয়ারও কোন উপায় নেই :( এভাবে কেউ চলে গেলে আমার খুব খারাপ লাগে :(
দুঃখ করে লাভ কি, আর খুজেই বা কি লাভ! সবাইকেই একদিন চলে যেতে হয়। এটাই চিরসত্য :((

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: @ওই অন্চলের নাম বলতে চাই না, সেখানের যারা আছে তারা আবার রাগ করবে! ;)-- তাহলে ওই অঞ্চলের সবাই মফিজ =p~

@ওকে, আজ থেকে আমি আপনার ভুয়া ভাইয়া।--- সম্মতি দেবার জন্য ধন্যবাদ ভুয়া ভাইয়া :P


@দুঃখ করে লাভ কি, আর খুজেই বা কি লাভ! সবাইকেই একদিন চলে যেতে হয়। এটাই চিরসত্য -- হা ভাইয়া, পৃথিবীর সব চিরসত্যই অনেক কঠিন :(

৪৮| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২

মোস্তফা সোহেল বলেছেন: পোষ্ট ভাল লাগল। :D

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২০

কথার ফুলঝুরি! বলেছেন: @পোষ্ট ভাল লাগল। -- ধন্যবাদ ও শুভকামনা রইল , মোস্তফা সোহেল ভাইয়া 8-|

৪৯| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমার সদ্য প্রকাশিত পোস্টে বোনকে আমন্ত্রণ জানাচ্ছি।

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১১

কথার ফুলঝুরি! বলেছেন: আমি অনেক বেশী আনন্দিত পদাতিক চৌধুরি ভাইয়া !:#P আমাকে এই ভালোবাসা টুকু দেবার জন্য কৃতজ্ঞতা । আমারযে সবার ভালোবাসা পাবার বড় লোভ ভাইয়া !:#P আমার ভালোবাসা জমা করার ব্যাংক এ জমা হয়ে গেল আপনার তরফ থেকে পাওয়া ছোট বোনের জন্য এই ভালোবাসা টুকুও ।

৫০| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩

নীল আকাশ বলেছেন: আপনার লেখায় আমাকে অন্তর্ভূক্ত করার জন্য আমি কত খুশী হয়েছি দেখুন <

নীল রং ভালোই লাগে তবে আমার পছন্দ রং সবুজ। নীল রং আমার বিশেষ মানুষটার পছন্দ। আপনাদের সাথে মিলে গেছে সে জন্য ভালো লাগলো।
নিক নেম - সামুতে আ্যাকাউন্ট খোলার সময় হটাত এই নামে মনে ধরল! ব্যাস।
ছবি আমি আঁকতে পারিনা, কিভাবে মানুষ আঁকে সেটাও বুঝি না। ইন্জিনিয়ারিং পড়ার সময় বড়ই ফাপড়ে ছিলাম। কোন রকমে পাশ করে গেছি ;) :(
শান্তির বড়ই অভাব। শান্তির অভাবের জন্যই আজ পৃথিবীর এই অবস্থা। "আপনি যদি নিজের মধ্যে শান্তি খুঁজে না পান, তাহলে আপনি এটি কোথাও খুঁজে পাবেন না।" এটাই চরম সত্য কথা।
দুরবিন দিয়ে আমি নিজেকেই খুজে ফিরি। আমৃত্যু এই খুজে যাওয়া চলবে!
ব্লগে আছি অনেক দিন তবে সেরকম লেখা হয়না । আলসেমি আসল দায়ী। কত কত লেখা ড্রাফটে রয়ে গেছে! শেষ করার সময় হয় না। মাথায় একটা লেখা আসে, বেশ খানিক টা লেখার পরে আলসেমী চলে আসে.............। ব্লগে পড়তে বেশি ভালো লাগে । আমি সবার লেখা পড়ি। কমেন্ট করি । এটাই ভালো লাগে।
অসাধারন একটা লেখা দেবার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। তবে আপনার কাছে এরকম আরো ভাল ভালো লেখা চাই। আপনার জন্য শুভ কামনা রইল।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৬

কথার ফুলঝুরি! বলেছেন: @আপনার লেখায় আমাকে অন্তর্ভূক্ত করার জন্য আমি কত খুশী হয়েছি দেখুন -- আপনার খুশী খুশী ছবি দেখে এখন তো আমার মনে হচ্ছে যে আমার লেখায় আপনাকে অন্তর্ভুক্ত করাটা একটা বিশাল অন্যায় কাজ হয়েছে :|| এতো খুশী হয়েছেন যে আপনার সবগুলো দাত নাই হয়ে গিয়েছে =p~


@নীল রং ভালোই লাগে তবে আমার পছন্দ রং সবুজ। নীল রং আমার বিশেষ মানুষটার পছন্দ। আপনাদের সাথে মিলে গেছে সে জন্য ভালো লাগলো।
-- আমারও ভালো লাগলো জেনে ।

@ব্লগে আছি অনেক দিন তবে সেরকম লেখা হয়না । আলসেমি আসল দায়ী। কত কত লেখা ড্রাফটে রয়ে গেছে! শেষ করার সময় হয় না। মাথায় একটা লেখা আসে, বেশ খানিক টা লেখার পরে আলসেমী চলে আসে.............--- আলসেমি মাঝে মাঝে আমাকেও ধরে লেখার ক্ষেত্রে । অনেক লেখার টপিক মাথায় আছে কিন্তু কাগজ কলম নিয়ে আর বসা হয়না সেগুলোকে প্রকাশ করার জন্য। আমি আবার একটু বেশী খুতখুতে স্বভাবের, একদম মনের মত হওয়া যে চাই, লেখাও । আগে কাগজে রাফ করবো, তারপর হাজার বার পড়বো, ঠিক ঠাক করবো তারপর টাইপ করে আবার কতবার দেখে পোস্ট :|| তাই সময় নিয়ে না লিখলে তা আমার মনের মত হয়না ।


@অসাধারন একটা লেখা দেবার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। তবে আপনার কাছে এরকম আরো ভাল ভালো লেখা চাই। আপনার জন্য শুভ কামনা রইল।
---- আমাকে এপ্রিশিয়েট করার জন্য ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করবো ভালো লিখতে তবে আপনারা যদি পাশে থাকেন তবেই তা সম্ভব।

আপনার জন্যও রইল শুভকামনা, ভাইয়া । আলসেমি ভেঙ্গে ড্রাফ্‌ট এর লেখাগুলো জলদি পোস্ট করুন :P

৫১| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭

কুঁড়ের_বাদশা বলেছেন:
দার্শনিক কুঁড়ের বাদশা র অনুমতি ব্যতীত এ পোস্টে তার নাম ব্যবহার করাতে দার্শনিক কুঁড়ের বাদশা অতীব mind করেছে। ;) ;)

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

কথার ফুলঝুরি! বলেছেন: @দার্শনিক কুঁড়ের বাদশা র অনুমতি ব্যতীত এ পোস্টে তার নাম ব্যবহার করাতে দার্শনিক কুঁড়ের বাদশা অতীব mind করেছে।-- সর্বনাশ :|| এ তো বিশাআআল মিশটেএএকক হয়ে গিয়েছে :P এখন কি কুঁড়ের_বাদশা তাঁর কুঁড়েমি ভেঙ্গে আমার কোন গোপন কথা ফাঁস করে দিবে :||

৫২| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: কথাপু,
হাজার ব্যস্ততার মাঝে আমি এসে দেখে যাই, আপনারা আমাকে ছাড়া কি কি মজা করছেন :(
শুধু মাত্র আপনার পোষ্টে কমেন্ট করার জন্য লগইন করলাম। শত শত হোক আমার নামটা যে প্রথমে দিয়েছেন B-) B-)
অনেক অনেক ধন্যবাদ আপু।
এখন আপনাকে একটা গোপন কথা বলি। মন্ডল ভাই, যে এতো গোয়েন্দা গোয়েন্দা করছে, তিনি কিন্তু আমার কথা বলছেন। হ্যাঁ আমি আর মন্ডল ভাই একসাথে অনেকদিন গোয়েন্দাগিরি করেছি, (সৈন্যরা ব্লগে আসে না হাহাহা =p~ ) । আর স্রান্জি ভাইয়ুর কথা কি আর বলবো। আপনি মন্ডল ভাইয়াকে জিগ্যেস করে দেখুন কত কান্ড করে ফেলেছি স্রান্জি কে নিয়ে।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: @কথাপু,
হাজার ব্যস্ততার মাঝে আমি এসে দেখে যাই, আপনারা আমাকে ছাড়া কি কি মজা করছেন :(
শুধু মাত্র আপনার পোষ্টে কমেন্ট করার জন্য লগইন করলাম। শত শত হোক আমার নামটা যে প্রথমে দিয়েছেন B-) B-)
--- আমি অনেক খুশী হলাম তোমাকে পোস্টে পেয়ে প্রান্ত ভাইয়া। তুমি আমাদের সবার আদরের ডোরেমন ভাই তাই ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি :#) ধন্যবাদ গ্রহন করিলাম ।

@এখন আপনাকে একটা গোপন কথা বলি। মন্ডল ভাই, যে এতো গোয়েন্দা গোয়েন্দা করছে, তিনি কিন্তু আমার কথা বলছেন। হ্যাঁ আমি আর মন্ডল ভাই একসাথে অনেকদিন গোয়েন্দাগিরি করেছি, (সৈন্যরা ব্লগে আসে না হাহাহা =p~ ) । আর স্রান্জি ভাইয়ুর কথা কি আর বলবো। আপনি মন্ডল ভাইয়াকে জিগ্যেস করে দেখুন কত কান্ড করে ফেলেছি স্রান্জি কে নিয়ে। ---- তাহলে তুমি সেই পাঁজি মন্ডলের ডান হাত :|| তাইতো বলি, ওই ক্যাঙ্গারুটা অত লম্ফ ঝম্প করে কেন :P কিন্তু স্রাঞ্জি আপু কে আবার ভাইয়া কেন :|| আসলেই তিনি কি ? এ যে এখন সময়ের দাবী তাঁর মুখোশ উন্মোচন । আর তাকে নিয়ে এত কিছু কবে কখন হয়ে গেল। আমি কই ছিলাম ? ঘুমিয়ে ছিলাম নাকি ঝিমাচ্ছিলাম :||

৫৩| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

টারজান০০০০৭ বলেছেন: ২৭ নম্বরে আমারে দেখিয়া বিস্মিত হইলাম ! আমার বনে স্বাগতম ! :)

জেন কিন্তু গাছে গাছে ঝুলিয়া একাকী ভ্রমণ করিতে পারে না ! টারজানের কান্ধে ঝুলিয়া ভ্রমণ করে ! :D

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন:
@২৭ নম্বরে আমারে দেখিয়া বিস্মিত হইলাম ! আমার বনে স্বাগতম ! :)-- আপনাকে বিস্মিত করতে পেরে আমিও খুশী হলাম ।

এই ব্লগে কোন জেন কি আছে ;)

৫৪| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন:

আর আপু,
আমি কবে বলিলাম, সাকিব খানের চেয়ে আমার মুন্ডু সুন্দর?? :P সিনেমায় নায়কের "ফ্রেন্ড", কাজের লোক, ওয়েটার এসব চাইলে অনায়াসে হইতে পারিব =p~
খুব ভালো থাকুন আপু।
আপনার ব্লগ টিকে থাকুক হাজার বছর।
(আপনি চাইলে ছবিটি ডিলেট করে দিতে পারেন :) )

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: @আর আপু,
আমি কবে বলিলাম, সাকিব খানের চেয়ে আমার মুন্ডু সুন্দর?? :P সিনেমায় নায়কের "ফ্রেন্ড", কাজের লোক, ওয়েটার এসব চাইলে অনায়াসে হইতে পারিব
-- হাহা =p~ আর আমি কবে বলিলাম যে সাকিব খান গান অনেক বেশী সুন্দর :P তবে প্রান্ত ভাই হিরো হবে এটা শিওর। সিনেমার না হলেও সামুর হবে এটা মাস্ট B-)

@(আপনি চাইলে ছবিটি ডিলেট করে দিতে পারেন :) ) -- ছবিটি প্রমান স্বরূপ থাকলো :P আমার ব্লগের মত হাজার বছর থাকুক ;)

৫৫| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

নাবিলা নিতু বলেছেন: ভালো লেগেছে

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

কথার ফুলঝুরি! বলেছেন: @ভালো লেগেছে -- সামুতে এবং আমার লেখায় আপনাকে স্বাগতম নাবিলা আপু !:#P

লেখা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।

শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

৫৬| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: পরিচিত লেখার ফ্লেভার পাই ব্লগ এবং কমেন্টে!

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: @পরিচিত লেখার ফ্লেভার পাই ব্লগ এবং কমেন্টে-- হাহা =p~ তাই নাকি অপর্ণা আপু ! কিন্তু আমার পরিচিত কোন আপু ব্লগ লিখে বলেতো আমার জানা নেই :P

আপনাকে পোস্টে পেয়ে এবং পরিচিত হতে পেরে ভালো লাগলো অপর্ণা আপু । ভালোবাসা ও শুভকামনা আপনার জন্য।

৫৭| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ গবেষণা দেখছি
ছদ্মনাম না খুঁজে বরং আসল নাম খুঁজুন। আসল নামের সংখ্যা খুব কম এবং আমি ছাড়া আর কে আসল তা নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে
আমার এই নামের আদি নিক ছিল 'ফারিহান মাহমুদ' (আমার ছোটো ছেলে)। কিন্তু কিছু ব্লগার আমাকে আপু ডাকিতেন। কেন, কীজন্য ডাকিতেন মুই মালুম নেহি করতা পারতা হ্যায়
কিছু নকল নিককে 'আপু' বলিতেছেন কেন?

শেষ্মেষ একটা শ্লোকঃ

আপনি কথার ফুলঝুরি
মেঘ কদমের মূলকুঁড়িটি
ফুটছে দারুণ সন্ধ্যায়
একটা যুবক ব্লগিং ফেলে
সেই সুগন্ধে মন দ্যায়

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: @দারুণ গবেষণা দেখছি
ছদ্মনাম না খুঁজে বরং আসল নাম খুঁজুন। আসল নামের সংখ্যা খুব কম এবং আমি ছাড়া আর কে আসল তা নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে
--- গবেষণা সহজ কিন্তু গোয়েন্দাগিরি যে অনেক বেশী কঠিন ভাইয়া :(( তাঁর উপর আবার সামুর ব্লগারদের নিয়ে গোয়েন্দাগিরি :|| আসল নাম খুজতে গেলে যে আরও অনেক বেশী গোয়েন্দাগিরি করতে হবে । তবে আমার এই পোস্ট এর মাধ্যমে অনেকের ছদ্মনামের ইতিহাস জানতে পেরেছি এবং তাতে আমি অনেক খুশী :D কার নাম আসল আর কার নাম নকল তাতে সন্দেহ থাকলেও সবার লেখাগুলো কিন্তু আসল আর তাতেই চলবে কারন নামে কি বা আসে যায়, লেখকের পরিচয় তাঁর লেখায় ।

@আমার এই নামের আদি নিক ছিল 'ফারিহান মাহমুদ' (আমার ছোটো ছেলে)। কিন্তু কিছু ব্লগার আমাকে আপু ডাকিতেন। কেন, কীজন্য ডাকিতেন মুই মালুম নেহি করতা পারতা হ্যায়-- ভাইয়ার, ছেলের নাম জানতে পেরে ভালো লাগলো খুব এবং খুব সুন্দর নাম । নামটা আমাকে টেনেছে, কারন, মাহমুদ আমার একজন প্রিয় একজন মানুষের ভালো নামের একটা অংশ। আপনার প্রোফাইল এর পিকটাও খুব সম্ভবত ফারিহান এর । আদর, ভালোবাসা ও দোয়া ওর জন্য।
ছেলে নামের নিক হবার পরেও আপু ডাকতো :|| ইয়ে তো মুঝে ভি সামাঝ মে নেহি আরেহি হে, কিউ :|| উন লোগো কো দিমাগ খারাব থা কেয়া ? =p~

@কিছু নকল নিককে 'আপু' বলিতেছেন কেন?-- ও মোর খোদা :|| বলেন কি, কাকে কি ডাকার আর কি ডাকছি কোনই মাথা মুণ্ডু নাই =p~ সব নিকের পরিচয় যে আমার জানা নেই ভাইয়া :(


@আপনি কথার ফুলঝুরি
মেঘ কদমের মূলকুঁড়িটি
ফুটছে দারুণ সন্ধ্যায়
একটা যুবক ব্লগিং ফেলে
সেই সুগন্ধে মন দ্যায়
--- ওয়াও, কি দারুন কয়টা লাইন তাও আবার আমার জন্য B-)

কোন সে যুবক ব্লগিং ফেলে আমার পানে চায় :P
আমিওকি একটু দেখব চেয়ে, নাকি মুখ লুকাবো জানালায় ;)
জানাই না হয় তাকে একটা ছোট হ্যালো হাই B-)
সে কি সোনাবীজ নাকি ধুলোবালিছাই B:-)

৫৮| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

নাহিদ০৯ বলেছেন: মিরিন্ডা পছন্দ করা মানুষগুলো আসলেই ভালো হয় ;)

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১

কথার ফুলঝুরি! বলেছেন: @মিরিন্ডা পছন্দ করা মানুষগুলো আসলেই ভালো হয়--- জি কথা সত্যি B-)

তবে কোকা কোলা পছন্দ করা মানুষগুলো কিন্তু খুব খারাপ হয় ;)

৫৯| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৭

লায়নহার্ট বলেছেন: {সমস্যাটা হচ্ছে, আবহাওয়ার সাথে শরীর মন কিছুই খাপ খাচ্ছে না, আমার নিকে কোন স্পেস নেই। আমার কথা লিখেছেন, খানিক অবাক হলাম।
গুগলে Richard I of England এর উপাধিটা কি ছিলো, জানুন। ক্রুসেড সম্পর্কে জানুন। আমি ক্রিস্টান নই। মুসলিম। আমার বাস্তব নামের সাথে নিকের ভাবগত একটা মিল আছে, ধন্যবাদ। রান্না বান্না করেন, করতে পারেন, ভালো। আপনার পরিবারের মানুষজন নিশ্চয়ই ভাগ্যবান। শুভকামনা।
আমি কলম ছেড়ে পড়তে বসেছি, তাই লিখিনা, তবে সময়ের দাবিতে, আমার রক্ত মিছিল করতে করতে হাজির হবে}

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: @সমস্যাটা হচ্ছে, আবহাওয়ার সাথে শরীর মন কিছুই খাপ খাচ্ছে না, আমার নিকে কোন স্পেস নেই। আমার কথা লিখেছেন, খানিক অবাক হলাম-- আপনার শরীর আর মন দুটোই ভালো হোক এই কামনা 8-| নিকটি সঠিক করে দিয়েছি লেখায়, দুঃখিত বিষয়টির জন্য এবং ধন্যবাদ ভুলটা বলার জন্য।

@গুগলে Richard I of England এর উপাধিটা কি ছিলো, জানুন। ক্রুসেড সম্পর্কে জানুন। আমি ক্রিস্টান নই। মুসলিম। আমার বাস্তব নামের সাথে নিকের ভাবগত একটা মিল আছে,-- প্রতিমন্তব্য করার আগে পড়লাম এবং জানলাম । তাহলে আপনাকে রাজা রিচার্ড এর মত আমাদের সামু ব্লগের সাহসী সৈনিক বলা যেতে পারে B-)

@রান্না বান্না করেন, করতে পারেন, ভালো। আপনার পরিবারের মানুষজন নিশ্চয়ই ভাগ্যবান-- হা তা পারি কিছুটা, তবে মেয়েরা রান্না বান্না করতে পারলে তাঁর বাবার বাড়ির পরিবারের চাইতে শ্বশুরবাড়ির পরিবার বেশী ভাগ্যবান হয়, সেই হিসেবে এখনও কাউকে ভাগ্যবান করতে পারিনি :( আর আমার বাবার বাড়ির পরিবার ভাগ্যবান নয় আমাকে নিয়ে, কারন আমি তাদের দুষ্টু মেয়ে :(

@আমি কলম ছেড়ে পড়তে বসেছি, তাই লিখিনা, তবে সময়ের দাবিতে, আমার রক্ত মিছিল করতে করতে হাজির হবে}
-- আপনি পাঠক হিসেবে যেমন খুব ভালো আশা করছি লেখক হিসেবেও হবেন । অপেক্ষায় রইলাম সেই দিনটির ।

৬০| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:

আমার দুষ্ট নানীর মিষ্টি ভবনা কি আর খারাপ বলতে পারি !! ;)


নানী কেমন আছো ?

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: আজকে সকালে কার মুখটা দেখে আমার ঘুম ভেঙ্গেছিল যে ব্লগে আমার নাতীর চাঁদ মুখখানি দেখতে পেলাম B-)

কই ছিলেন এতদিন? কত কি হয়ে গেল এই ফাঁকে :(( তবে আমি নিশ্চিত আপনি লুকিয়ে লুকিয়ে সব দেখেছেন ;)


@নানী কেমন আছো ? -- কে যেনো বলেছিল নানীর জন্য একটি কবিতা লিখবে :P নানী তো সম্মতি দিয়েছিল, সেই ভয়েই কি পালিয়েছিল এতদিন :P

৬১| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জানা ছদ্ম নাম নয়।
পুরা নাম সৈয়দা গুলশান আরা জানা। এই ব্লগের মালকিন ।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: @জানা ছদ্ম নাম নয়।
পুরা নাম সৈয়দা গুলশান আরা জানা। এই ব্লগের মালকিন
-- বিষয়টি জানা ছিলনা আমার ভাইয়া। যাক, তবুও জানতে তো পারলাম আপনার মাধ্যমে, তাতে খুশী আমি B-) এই পোস্ট টি দিয়ে ভালোই হয়েছে, অনেকের মাধ্যমে জানতে পেরেছি আমি সহ সবাই :D আপনাকে অসংখ্য ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাইয়া জানা আপুর কথা আমাকে জানানোর জন্য ।

আর জানা আপুকে জানাই অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে সামু দিয়েছেন ।

৬২| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
কই যে ছিলাম আমি নিজেও জানিনা। এতদিন কি কি হয়েছে বলেন তো। ;) এখন থেকে নিয়মিত লেখার চেষ্টা করব নিজের ব্যস্ততার কারণে আসলে মূলত ব্লগে আসতে পারি নাই। মোটামুটি ব্যস্ততা শেষ।

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: @কই যে ছিলাম আমি নিজেও জানিনা- হাহা ! মাঝে মাঝে একটু দূরে থাকা ভালো। তাতে দরদ বাড়ে ;)

@এতদিন কি কি হয়েছে বলেন তো
-- সে যে বিরাট বিরাট ইতিহাস, আর ইতিহাস আমার একদম পছন্দ না :P

@এখন থেকে নিয়মিত লেখার চেষ্টা করব নিজের ব্যস্ততার কারণে আসলে মূলত ব্লগে আসতে পারি নাই। মোটামুটি ব্যস্ততা শেষ। -- হুম, ব্যস্ততা কেন লেখকদের আটকে রাখে :(

৬৩| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭

নীল আকাশ বলেছেন: আপু, আপনার বকাতে মনে হয় কাজ হয়েছে। একটা লেখা অবশেষে শেষ করলাম। আপনার জন্যই এই লেখাটা শেষ হলো। তাই আপনাকে উৎসর্গ করলাম।
http://www.somewhereinblog.net/blog/nilakas39/30251867

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: @আপু, আপনার বকাতে মনে হয় কাজ হয়েছে। একটা লেখা অবশেষে শেষ করলাম। আপনার জন্যই এই লেখাটা শেষ হলো। তাই আপনাকে উৎসর্গ করলাম-- ওয়াও !:#P আমি অনেক অনেক বেশী আনন্দিত নীলআকা ভাইয়া।

বকা থেকে যদি দারুন কিছু হয় তাহলে বকা ই ভালো :P

ভাইয়া, একটু পর আসছি আপনার লেখা পড়বো !:#P

৬৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

করুণাধারা বলেছেন: আসতে আসতে খুব দেরি করে ফেললাম, কথার ফুলঝুরি! মজাদার মন্তব্য সহ পোস্টটিতে আগে কেন আসিনি ভেবে এখন আফসোস হচ্ছে। আসলে আমি অনলাইনে আসি খুব কম।

আমার নিকটা নিজের কাছে একেবারে পছন্দসই না। যখন রেজিস্ট্রেশন করছিলাম, তখন যে নিক নিতে চাই দেখি সেটা আগেই কেউ নিয়েছে। একের পর এক চেষ্টা করতে করতে হয়রান হয়ে গিয়েছিলাম। সেসময় "জীবন যখন শুকাইয়া যায়......" বাজ ছিল। আমি করুনাধারা নাম দিতেই সেটা গৃহীত হয়ে যায়। তারপর না পেরেছি সেটা বদলাতে, না পেরেছি অন‍্য কোন নিক নিতে। অতএব অপছন্দের হলেও এই নিকটাই আমাকে রাখতে হলো।

তবে কথার ফুলঝুরি নিক তোমার সাথে দারুন মানানসই!

শুভকামনায়.......

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: @আসতে আসতে খুব দেরি করে ফেললাম, কথার ফুলঝুরি! মজাদার মন্তব্য সহ পোস্টটিতে আগে কেন আসিনি ভেবে এখন আফসোস হচ্ছে। আসলে আমি অনলাইনে আসি খুব কম।
-- দেরিতে হলেও যে আপুর খোঁজ নিতে এসেছেন ও লেখা পড়ে মন্তব্য করেছেন তার জন্য ধন্যবাদ করুণাধারা আপু । আমিও প্রতিমন্তব্য দিতে দেরী করে ফেললাম । দুঃখিত তার জন্য । বিজি ছিলাম :(

@আমার নিকটা নিজের কাছে একেবারে পছন্দসই না। যখন রেজিস্ট্রেশন করছিলাম, তখন যে নিক নিতে চাই দেখি সেটা আগেই কেউ নিয়েছে। একের পর এক চেষ্টা করতে করতে হয়রান হয়ে গিয়েছিলাম। সেসময় "জীবন যখন শুকাইয়া যায়......" বাজ ছিল। আমি করুনাধারা নাম দিতেই সেটা গৃহীত হয়ে যায়। তারপর না পেরেছি সেটা বদলাতে, না পেরেছি অন‍্য কোন নিক নিতে। অতএব অপছন্দের হলেও এই নিকটাই আমাকে রাখতে হলো।--- আমার কাছে ভালো লাগে আপনার নিকটা, যদিও আমি বলেছি নামটা আনন্দধারা হলে ভালো হতো। তবে করুণাধারা নামটায় এক অন্য রকম ভালো লাগা আছে । যাক আপুর নামের কাহিনী জেনে ভালো লাগলো । 8-|


@তবে কথার ফুলঝুরি নিক তোমার সাথে দারুন মানানসই-- হাহা ! তাই নাকি আপু :P

৬৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মো: নিজাম গাজী বলেছেন: @এখন আপনি বলুন আপনি কি আপু নাকি ভাইয়া? :(-- হাহাহা =p~ এই প্রথম আমি আমার নিক নিয়ে এমন প্রশ্ন পেলাম :P কিন্তু আমিযে বলবনা নিজাম ভাইয়া, আমি আপু নাকি ভাইয়া :P দেখি আপনার আইডিয়া কি :#


আইডিয়া হচ্ছে আপনি সাবেক হৈমন্তী, আমি বোধহয় তখন হৈমন্তীর অপু ছিলাম :) :#

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: @আইডিয়া হচ্ছে আপনি সাবেক হৈমন্তী, আমি বোধহয় তখন হৈমন্তীর অপু ছিলাম :) :# -- হাহা! সাবেক, বর্তমান ভবিষ্যৎ :P

৬৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

এ.এস বাশার বলেছেন: এত কিছু ঘটে গেল টেরই পেলাম না..... হা হা হা...
আজ সব পড়ে তছনছ করে দিয়ে গেলাম......

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: @এত কিছু ঘটে গেল টেরই পেলাম না..... হা হা হা.-- হা, আসলেই অনেক কিছু ঘটে গিয়েছে =p~

৬৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

মো: নিজাম গাজী বলেছেন: লেখক বলেছেন: @আইডিয়া হচ্ছে আপনি সাবেক হৈমন্তী, আমি বোধহয় তখন হৈমন্তীর অপু ছিলাম :) :# -- হাহা! সাবেক, বর্তমান ভবিষ্যৎ :

ইচ্ছা থাকলে অতীত, বর্তমান, ভবিষ্যত সব হওয়া সম্ভব প্রিয় হৈমন্তী :(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: @ইচ্ছা থাকলে অতীত, বর্তমান, ভবিষ্যত সব হওয়া সম্ভব প্রিয় হৈমন্তী :(-- ইচ্ছা ? খুবই কঠিন বিষয়

৬৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

হয়ত তোমারই জন্য বলেছেন: ছোটবেলায় স্যারের কাছে নামকরনের সার্থকতা পরেছিলাম সেটা আজ এতদিন পরে মনে পরলো!কথার ফুলঝুরি শুধু ইউজার নেমই নয় এ যে বাস্তবেই কথার ফুলঝুরি!আর এই লেখায় অনেক ইউুজারের সম্পর্কে জানাগেল,ধন্যবাদ ভাইয়া কথার ফুলঝুরি শুভকামনা নিরন্তর!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: @ছোটবেলায় স্যারের কাছে নামকরনের সার্থকতা পরেছিলাম সেটা আজ এতদিন পরে মনে পরলো!কথার ফুলঝুরি শুধু ইউজার নেমই নয় এ যে বাস্তবেই কথার ফুলঝুরি-- বাস্তবের ফুলঝুরি আর সামুর ফুলঝুরি একরকম নয় ;) বাস্তবে কথা কম বলতে পছন্দ করি এবং সবার সাথে বলিনা :P তবে সামুকে ভালোবাসি বলে হয়তো এখানে বেশী কথা বলি :|| এখানে আমার নামকরনের সার্থকতা সম্পর্কে শুধু আপনি নয় অনেকে বলেছে হয়তো ভবিষ্যতেও বলবে =p~

@এই লেখায় অনেক ইউুজারের সম্পর্কে জানাগেল-- হা তা ঠিক, তবে আপনার সম্পর্কে কিন্তু জানা হয়নি । আপনার ও তো ছদ্মনাম ।

শুভকামনা রইলো আপনার জন্য ও ।

৬৯| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২

মো: নিজাম গাজী বলেছেন: লেখক বলেছেন: @ইচ্ছা থাকলে অতীত, বর্তমান, ভবিষ্যত সব হওয়া সম্ভব প্রিয় হৈমন্তী :(-- ইচ্ছা ? খুবই কঠিন বিষ

কঠিন বলেইতো বারবার করতেছি মন্তব্য , দেখি হয় কিনা সহজ গন্তব্য- প্রিয়া হৈমন্তী :)

৭০| ০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

হয়ত তোমারই জন্য বলেছেন: @কথার ফুলঝুরি ৷আমার সম্পর্কে কি বলবো বুজতে পারছিনা ,নাম আহমেদ দোহা খান পেশায় মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার
ছদ্মনাম বলতে ফেসবুক ইউজার নেইম থেকেই ব্লগ এর নামটা চুজ করেছিলাম ৷আর সত্যি বলতে গেলে ব্লগ আমার কাছে একদম হিজি, বিজি লাগে ৷আমার পেশাগত কাজে আমাকে সারাদিনই বিভিন্ন ওয়েব সাইট এবং বিভিন্ন ফোরাম ব্রাউজ করতে হয় ব্লগ টা যদি ফোরামের মত হত তাহলে অনেক ভাল হতো ৷আর মোবাইল দিয়ে যখন ব্লগ ব্রাউজ করি তখন মনেহয় স্যার কোন কঠীন অংক দিয়েছেন ১থেকে১০ পাতা পরতে আধাঘন্টা লেগেজায় ৷
তোবুও ভাললাগে ব্লগিং অনেক ভাললেখা খুজেপাই এখানে আর সবাই বন্ধুর মতই, সবাই আপন ফেসবুকের গতানুগতিক অলতু ফালুতু সময় কাটানোর চেয়ে ব্লগিং অনেক ভাললাগে ৷ধন্যবদ সবইকে ৷

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: @আমার সম্পর্কে কি বলবো বুজতে পারছিনা ,নাম আহমেদ দোহা খান পেশায় মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার -- ভালো লাগলো আপনার সম্পর্কে জেনে ।

@আর সত্যি বলতে গেলে ব্লগ আমার কাছে একদম হিজি, বিজি লাগে ৷আমার পেশাগত কাজে আমাকে সারাদিনই বিভিন্ন ওয়েব সাইট এবং বিভিন্ন ফোরাম ব্রাউজ করতে হয় ব্লগ টা যদি ফোরামের মত হত তাহলে অনেক ভাল হতো ৷আর মোবাইল দিয়ে যখন ব্লগ ব্রাউজ করি তখন মনেহয় স্যার কোন কঠীন অংক দিয়েছেন ১থেকে১০ পাতা পরতে আধাঘন্টা লেগেজায় ৷-- হাহা ! হিজি বিজি লাগারই কথা । পেশাগত কারনে সারাদিন থাকেন এক জগতে আর ব্লগ পুরোই অন্য এক জগত । আমি মোবাইল দিয়ে শুধু লেখা পড়ি আর ঘোরাঘুরি করি । মোবাইল দিয়ে মন্তব্য করে মজা পাইনা ।

@তোবুও ভাললাগে ব্লগিং অনেক ভাললেখা খুজেপাই এখানে আর সবাই বন্ধুর মতই, সবাই আপন ফেসবুকের গতানুগতিক অলতু ফালুতু সময় কাটানোর চেয়ে ব্লগিং অনেক ভাললাগে -- হা ব্লগের বেশীরভাগ মানুষই শিক্ষিত আর সুশীল আর এখানে শুধু লেখালিখি নিয়ে কথা হয় তাই আমারও ব্লগ ভালো লাগে । আর হা, ব্লগও আমার কাছে একটা পরিবারের মত হয়ে গিয়েছে এখন । বিজি থাকলে দু একদিন ব্লগে আসতে না পারলে, প্রিয় মানুষগুলো কে না দেখলে একদম ভালো লাগেনা ।

৭১| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

আখেনাটেন বলেছেন: কথার ঝুলফুরি থুক্কু ফুলঝুরি আমাকে নিয়েও লিখেছে দেখছি এখানে। :P


আর চিরতার রস শুধু বিশেষ শ্রেণির লোকেদের জন্য বরাদ্দ। অন্যদের ভালো না লাগারই কথা। :(

'মানুষ নিজেকে চিনতে পারে না বলেই বুড়ো সক্রেটিস বলে গেছেন 'নো দাইসেলফ'। আমিও অপেক্ষায় আছি কবে বুড়োকে বুড়ো আঙুল দেখাবো। হা হা হা।

ভালো লাগল আপনার এই প্রযোজনা।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১

কথার ফুলঝুরি! বলেছেন: @কথার ঝুলফুরি থুক্কু ফুলঝুরি আমাকে নিয়েও লিখেছে দেখছি এখানে। -- ছদ্মনাম নিয়ে লিখবো আর সেখানে আনেখাটেন ও সরি :|| আখেনাটেন ভাইয়া থাকবে না তা কি করে হয় :P কিন্তু এতদিন পরে মিললো আপনার দেখা :(

@আর চিরতার রস শুধু বিশেষ শ্রেণির লোকেদের জন্য বরাদ্দ। অন্যদের ভালো না লাগারই কথা।-- হাহা ! চিরতার রস আদৌ কি কারও ভালো লাগে =p~ তবে ইহার কিছু উপকারিতা আছে তাই সেগুলো পেতে হলে তাহা পান করা প্রয়োজনীয় ;)

@মানুষ নিজেকে চিনতে পারে না বলেই বুড়ো সক্রেটিস বলে গেছেন 'নো দাইসেলফ'। আমিও অপেক্ষায় আছি কবে বুড়োকে বুড়ো আঙুল দেখাবো। হা হা হা। --- সেই বুড়ো কে বুড়ো আঙ্গুল দেখানো কি সম্ভব ? :|| বুড়োকে বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে আপনি না বুড়ো হয়ে যান তারপর কয়দিন পরে :((

@ভালো লাগল আপনার এই প্রযোজনা।-- আপনাদের ভালো লাগাই যে আমার অনুপ্রেরনা ভাইয়া । দেরীতে হলেও ভাইয়াকে পোষ্টে পেয়ে আনন্দিত হলাম :#)

৭২| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার নামটা যোগ করেন B-)

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০

কথার ফুলঝুরি! বলেছেন: @আমার নামটা যোগ করেন -- এতদিন কোথায় ছিলেন আপনি ভাইয়া ? আপনাকে কেন পাইনি এতদিন আমার পোস্টে ? যাই হোক অবশেষে পেলাম যখন মহান কাজটা সেরেই ফেললাম ;) পোস্টটি কি আরেকবার পরবেন ভাইয়া :P

৭৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: এইতো আমি B-)
আমার নাম যোগ করার জন্য ধন্যবাদ ;)
আর হ্যা আমি কবিতা লিখি B-))
Here is one:
........ BINARY.......
0 and 1 are used in binary
They both are compulsory
00001111111000 :-B

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: @আমার নাম যোগ করার জন্য ধন্যবাদ ;)-- আমার লেখায় রিসার্চার ভাইয়ার নাম থাকবে না তা কি করে হয় ।

@আর হ্যা আমি কবিতা লিখি B-))
Here is one:
........ BINARY.......
0 and 1 are used in binary
They both are compulsory
00001111111000 :-B
-- বাহ বাহ ! দারুন । 0 আর 1 এর বাইনারি প্রেম ;)

৭৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার আর কোনো নিক নেই
আমার সাথে কাকে মিলিয়ে ফেলেছেন????
দু একদিন আগে দুইটি পোস্টে চাঁদগাজী সাহেবের মন্তব্য দেখে আমিও যে তার মন্তব্য এর ভক্ত হয়ে গিয়েছি
কোন দুটি মন্তব্য????
কার ভক্ত হয়েছেন :-B

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

কথার ফুলঝুরি! বলেছেন:
@আমার আর কোনো নিক নেই
আমার সাথে কাকে মিলিয়ে ফেলেছেন????
-- ও আচ্ছা ! মেলাইনি কারও সাথে । আপনার ব্লগে কিছু মন্তব্য পড়ে মনে হয়েছিল আপনার হয়তো পুরনো কোন নিক আছে ।

@দু একদিন আগে দুইটি পোস্টে চাঁদগাজী সাহেবের মন্তব্য দেখে আমিও যে তার মন্তব্য এর ভক্ত হয়ে গিয়েছি
কোন দুটি মন্তব্য????
কার ভক্ত হয়েছেন :-B
--- হা হা ! আমি চাঁদগাজী সাহেবের মন্তব্য এর কথাই বলেছি । চাঁদগাজী সাহেবের মন্তব্য এর ভক্ত হয়ে গিয়েছি ।

৪ - ৫ দিন আগে কি আবদুল্লাহ নামে এক ফালতু একের পর এক উল্টা পাল্টা সব পোস্ট দিচ্ছিল । তার এক পোস্টে চাঁদগাজী সাহেব মন্তব্য করেন "আপনি কি বেকার?" তারপর আবার তার আরেক পোস্টে বলেন "আপনার প্রোটিনের অভাব, বেশী করে দুধ ডিম খান" =p~

সেই আবদুল্লাহ কে ব্লগ থেকে উচ্ছেদ করার জন্য কে ত ন ভাইয়া পোস্ট দিয়েছিল । এই উৎপাতের হাত থেকে রেহাই চাই। সবচেয়ে মজা পেয়েছিলাম সেই পোস্টে চাঁদগাজী সাহেবের মন্তব্বে “একত্রে, আপনাদের ২ জন থেকে রেহাই পেলে আরো ভালো হতো।“ =p~

৭৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ০ আর ১ এর প্রেম B:-)
জোসস বলেছেন B-)

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: @০ আর ১ এর প্রেম B:-)
জোসস বলেছেন B-)
-- হা হা ! বিরহী প্রেমিকা কবিতো তাই সবকিছুতেই আমি প্রেম খুজি ;) ঠিক যেমন করে আপনি সাইবার, সফটওয়্যার এগুলো খুজেন =p~

৭৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০২

করুণাধারা বলেছেন: এই পোস্ট আগে পড়েছি, কিন্তু মন্তব্য যে করিনি তা তো খেয়াল করিনি।

আমার নিকটা আমার পছন্দ নয়। এটা ভুলবশত হয়ে গেছে। যখন আমি সামুতে প্রথম প্রথম নাম লেখালাম, তখন একের পর এক নিক দিচ্ছিলাম, সবসময় দেখি লেখা আসছিল এটা আগেই ব্যবহৃত হয়েছে। তখন একটা গান হচ্ছিল "জীবন যখন শুকাইয়া যায় করুণাধারায় এসো" সেটা শুনতে শুনতে আমি করুনাধারা লিখলাম, আর সেটাই গৃহীত হয়ে গেল! ব্যস, আর পাল্টাতে পারলাম না। এই হল কাহিনী।

শুভেচ্ছা রইল ফুলঝুরি!

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: @আমার নিকটা আমার পছন্দ নয়। এটা ভুলবশত হয়ে গেছে। যখন আমি সামুতে প্রথম প্রথম নাম লেখালাম, তখন একের পর এক নিক দিচ্ছিলাম, সবসময় দেখি লেখা আসছিল এটা আগেই ব্যবহৃত হয়েছে। তখন একটা গান হচ্ছিল "জীবন যখন শুকাইয়া যায় করুণাধারায় এসো" সেটা শুনতে শুনতে আমি করুনাধারা লিখলাম, আর সেটাই গৃহীত হয়ে গেল! ব্যস, আর পাল্টাতে পারলাম না। এই হল কাহিনী। -- বাহ দারুন তো , তাহলে আইডি খোলার সময় যদি আপনি "আনন্দধারা বহিছে ভুবনে" এই গানটি কোথাও শুনতে পেতেন তাহলে নিকটি হত আনন্দধারা ।

আমার কিন্তু আপু আপনার নিকটা পছন্দ । এক অন্যরকম অনুভূতি, আবেগ কাজ করে নিকটায় ।

আপনার জন্যও ভালোবাসা ও শুভকামনা করুণাধারা আপু ।

৭৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: ৪ - ৫ দিন আগে কি আবদুল্লাহ নামে এক ফালতু একের পর এক উল্টা পাল্টা সব পোস্ট দিচ্ছিল । তার এক পোস্টে চাঁদগাজী সাহেব মন্তব্য করেন "আপনি কি বেকার?" তারপর আবার তার আরেক পোস্টে বলেন "আপনার প্রোটিনের অভাব, বেশী করে দুধ ডিম খান"
=p~ =p~ =p~ =p~

২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: =p~ =p~এবার বুঝেছেন, কেন আমি চাঁদগাজী সাহেবের ভক্ত হয়েছি :P

৭৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার সম্পর্কে এখন কি ধারণা আপু B-))

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২১

কথার ফুলঝুরি! বলেছেন: @আমার সম্পর্কে এখন কি ধারণা আপু B-))-- এখন আপনাকে আমাদের গ্রহের বাসিন্দা বলেই মনে হয় ভাইয়া =p~ আপনার লাস্ট কয়টা লেখা ভালো লেগেছে, যদিও মন্তব্য করতে পারিনি । একসময় পড়বো আবার ভালো করে তারপর মন্তব্য করবো ভেবে রেখেছি । সত্যি বলতে ওই সময়ে ভিন গ্রহের কেউ মনে হয়েছিল আপনাকে :||

৭৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: Okay.I like alien girls ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: =p~

৮০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

জাহিদ হাসান বলেছেন: সবাইকেই চিনি। কাউকে কাউকে একটু বেশিই চিনি।

আর হ্যা আমি কিন্তু নিজ নামেই ব্লগিং করি। যদিও আমার ডাকনাম শিশির বাদ পড়ে গেছে।
পুরো নাম জাহিদ হাসান শিশির। আমার ব্লগে আপনাকে আমন্ত্রন রইলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

কথার ফুলঝুরি! বলেছেন: @সবাইকেই চিনি। কাউকে কাউকে একটু বেশিই চিনি। - আমি তখনও তেমন চিনতাম না তবে এখন চিনি ।

@আর হ্যা আমি কিন্তু নিজ নামেই ব্লগিং করি। যদিও আমার ডাকনাম শিশির বাদ পড়ে গেছে।
পুরো নাম জাহিদ হাসান শিশির
-- হা ভাইয়া, এটা যার যার পছন্দ নিজের নামে না ছদ্মনামে লিখবে । আপনার শিশির নামটি সুন্দর ।

@আমার ব্লগে আপনাকে আমন্ত্রন রইলো-- অবশ্যই যাবো সময় করে । পরীক্ষা নিশ্চয় ভালো হয়েছে আশা করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.