নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

দুটি কথা (জীবন থেকে নেয়া)

৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১২



ক) যে বাগান ফুলে ফুলে তাঁর সুবাস আর মাধুর্য ছড়িয়ে আকর্ষণীয় সেটিও বাগান আবার যে বাগান মালীর পরিচর্যার অভাবে গাছে ফুল ফুটোতে না পেরে রঙহীন আর মলিন সেটিও কিন্তু বাগান ।

খ) মাঝে মাঝে এতো দমবন্ধ লাগে যে ইচ্ছে করে ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাই । ফেসবুক, ব্লগ, ইমেইল, হোয়াটসআপ, ইন্সটাগ্রাম সবকিছু ছেড়ে কোন এক উচু পাহাড়ে গিয়ে বসবাস করবো আর বাতাস খাবো। দমবন্ধ পৃথিবী, যেন কাগজে মোড়া।

গ) একঘেয়েমি কাটিয়ে উঠার জন্য মাঝে মাঝে মাতামাতি করা ভালো কিন্তু তাই বলেতো বেশী মাতামাতি করতে গিয়ে মাতাল হয়ে গেলে চলবেনা :||

ঘ) আমি ভাবতাম ব্লগে মানুষ লেখালেখি করে। লেখালেখি মানে কিন্তু শুধু গল্প আর কবিতা নয়, লেখালেখি অনেক ধরনের। কিন্তু ইদানিং ব্লগে কেমন ফেসবুক ফেসবুক আমেজ পাচ্ছি :P আই মিন, ফেসবুকে যেমন জনপ্রিয়তা নিয়ে টানাটানি, ফেসবুকে যেমন কারও প্রতি প্রেম ভালোবাসা, রাগ, ঘৃণা, হতাশা, কষ্ট, বেদনা এসব প্রকাশ করার জন্য ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি কাউকে দেখানোর জন্য কোন স্ট্যাটাস দেওয়া হয় ব্লগেও দেখছি সেম :|| যাক, ফেসবুকটা ডিএকটিভেট করে রেখে তাহলে আমার তেমন লস হচ্ছেনা। ফেসবুকের মজা ব্লগেও যে পাচ্ছি =p~

ঙ) আমার কোন বিশেষ ক্ষমতা থাকলে আমি বাংলা স্বরবর্ণ থেকে অ কে উঠিয়ে দিতাম। এই অ এর জন্য যত যন্ত্রণা । অবহেলা, অসম্মান, অস্বীকৃতি, অমর্যাদা, অশান্তি সব যে অ এর দান। তবে অ থাকুক, শুধুমাত্র অমর হওয়ার জন্য। কারন আমি যে মরে গিয়েও অমর হয়ে থাকতে চাই মানুষের হৃদয়ে ।

চ) মিথী_মারজান আপু সেদিন বলল, আমার নিকটাকে নাকি কোন ভাইয়া মাল্টি ভেবেছিল, হাহা =p~ খুব মজা পেয়েছি কথাটায় । এখন মনে হচ্ছে আমার নিকটা রাধাকৃষ্ণ হলেও মন্দ হতোনা 8-| তাহলে আমি হতাম ভাপু। আই মিন ভাইয়া কিংবা আপু সেই সত্যিটা যখন অপ্রকাশিত তখন তাকে ভাপু বলি আমি :P

ছ) জনপ্রিয় হওয়ার চাইতে প্রিয় হওয়াটা অনেক বেশী কঠিন । আমি জনপ্রিয় হতে চাইনা কিন্তু প্রিয় হতে চাই।

জ) আপনি জীবনে যখন অনেক বড় কিছু হারিয়ে ফেলবেন তখন জীবনে আর কোন কিছু হারানোর ভয় আপনাকে কাবু করতে পারবেনা। কিন্তু সমস্যা হচ্ছে, তখন আপনি অনেক বেপরোয়া হয়ে যাবেন।

ঝ) আমি কখনোই অনিয়ম, অযৌক্তিক আর কমনসেন্স বিহীন কাজকর্ম মেনে নিতে পারিনা। আগে বিষয়গুলো ইগনোর করতাম কিন্তু ইদানিং আর মেজাজটা ঠিক রাখতে পারছিনা। এইসকল বিষয়েই গতকাল সন্ধ্যায় শপিং এর উদ্দেশে ৩ কলিগ মিলে রিকশায় যেতে যেতে এক কলিগের সাথে এক কথায় দু কথায় এমন লাগলো আর মেজাজ এতো বেশী খারাপ হয়ে গেল যে সাথে সাথে রিকশা থামিয়ে নেমে গেলাম । এমন ঘটনা আমার জীবনে প্রথম :|| পরে কলিগ হোয়াটসআপ এ সরি বলে টেক্সট দিল, কল করল কিন্তু আমি না টেক্সট সিন করলাম না কল রিসিভ ।

ঞ) তুমি ছাড়া নিঃশ্বাস নেওয়া যায়, বেঁচে থাকা যায়, মুখে হাসি নিয়ে দারুন পোজ দিয়ে ছবি তোলা যায়, কবিতাও লেখা যায়, শুধু জীবনকে জীবন মনে হয়না, এ পৃথিবীতে স্বর্গের সুখ পাওয়া যায়না, জীবনটাকে অনেক বেশী সুন্দর মনে হয়না, নিজেকে পরিপূর্ণ মনে হয়না।

ট) জীবনের কঠিন পরিস্থিতি গুলো একা একা হ্যান্ডেল করতে শিখুন। সমস্যা বা বিপদ পরিবার ও সমাজে ছড়িয়ে না দিয়ে তা আপনার নিজের মাঝেই রাখুন এবং নিজেই নিজের সমস্যা সমাধান করতে শিখুন । তাতে লাভবান আপনিই হবেন । মানসিক ভাবে স্ট্রং হবেন আর আসে পাশের মানুষের দু চারটে আজে বাজে কথা থেকেও রেহাই পাবেন ।

ঠ) পোস্ট এর ছবিটির মত একটি গ্রামে বেড়াতে যেতে খুব ইচ্ছে করে । তবে বিশেষ কাউকে নিয়ে সেখানে একটি নতুন ঠিকানা গড়লেও মন্দ হয়না !:#P ছবিটি অনেক বেশী পছন্দ হয়েছে । একটি গান মনে পড়লো "বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি" । কিন্তু আমিতো বলব, বাঁশির সুর এবং বাঁশিওয়ালা দুইজনেই ডাকাতিয়া :|| আচ্ছা, মেয়েটি কি বাঁশিওয়ালার সাথে অভিমান করে ওদিকে ঘুরে বসে আছে ? :( বাঁশিওয়ালা কি অভিমানীর অভিমান ভাঙানোর জন্য তাঁর প্রিয় কোন সুর বাজাচ্ছে ? এ প্রশ্নের উত্তর আমি কই পাই :( আহারে ! বাস্তব যদি এই ছবিটির মতই এমন সুন্দর হতো :( তাই, থাকুক না হয় কিছুটা অভিমান।

ড) পাশের বাড়িতে ইলিশ মাছ ভাঁজা হচ্ছে । সেই সুবাসে টিকে থাকা কঠিন । এই অত্যাচার সৈহ্য হয় ? X(( :((

ঢ) বাংলা ব্যঞ্জনবর্ণ গুলো একদম ভুলেই যাচ্ছিলাম। তাই ভাবলাম একটু চর্চা করে নেই । যদিও সবগুলো হলনা ।

ণ) গতকালকের বিষয়টি আমার মাথা থেকে এখনও যায়নি :| তাই আজকে আমার কারও সাথে ঝগড়া ঝাঁটি করার বিন্দুমাত্র ইচ্ছে নেই :P যদি কারও ইচ্ছে হয় একটু কষ্ট করে সেই ইচ্ছেটা কে কিছুদিন দমিয়ে রাখুন প্লিজ । অন্য কোনদিন না হয় ঝগড়া করা যাবে ।

লাইফ টা একদম ডাল
হুম, ডাল
দারুন মজা
উঁহু, পানসে
না, টেস্টি
প্রান ডাল এর বিজ্ঞাপনটা আমার কাছে দারুন লাগে । কারও কাছে লেখাটা পানসে মনে হলে একটু প্রান ডাল খেয়ে দেখতে পারেন :P


(ও আচ্ছা, আমার কিন্তু কথা শেষ হয়নি । আরও অনেক কথা আছে, সেগুলো না হয় আরেকদিন বলি)


ব্লগ শুধু লেখার জায়গা না, ব্লগ থেকে নাকি লেখা শেখাও যায় । আমিও তেমন এই লেখার ধরনটা শিখেছি আমাদের কারও কারও প্রিয় আবার কারও কারও অপ্রিয় একজন সিনিয়র ব্লগার থেকে :P ধরনটা মনে ধরেছে তাই। তাঁর নামটা প্রকাশ করতে ইচ্ছে করছেনা । কেন জানি একটু ধোঁয়াশা রাখতে ইচ্ছে হল । কিন্তু যারা বোঝার ঠিকই বুঝবে ;) আর সেই বিশেষ ব্লগার, যার কাছে থেকে লেখার ধরণটা শেখা, আপনার অনুমতি ব্যতীত আপনার লেখার ধরন কপি করলাম বলে কিছু মনে করবেন না। মাঝে মাঝে যাদেরকে বেশী আপন মনে হয় তাদের কাছে থেকে কোনকিছুর জন্য আমার অনুমতি নিতে ইচ্ছে করেনা । কিছু করার নেই, আমি এমনই :P





মন্তব্য ৯৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ব্লগ একটা ভালো মাধ্যম হতে পারে।
কেননা, এখানে শিক্ষিত মানুষের আনাগোনা বেশী।

৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: @ব্লগ একটা ভালো মাধ্যম হতে পারে।
কেননা, এখানে শিক্ষিত মানুষের আনাগোনা বেশী।
--- জি ভাইয়া ঠিক বলেছেন। এ জন্যই ব্লগটাকে আমার বেশী পছন্দ । কিন্তু ইদানিং ব্লগটাও কেমন কেমন হয়ে যাচ্ছে, যদিও আমি এখানে অল্পদিন হল এসেছি কিন্তু তারপরেও ইদানিং ব্লগটাও কেমন কেমন লাগছে ।

২| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:


বাহ! নানী আমার অল্প কিছুদিনের মধ্যেই দার্শনিক হতে চলেছে।। :P

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: @বাহ! নানী আমার অল্প কিছুদিনের মধ্যেই দার্শনিক হতে চলেছে।।----- আমিযে সক্রেটিসের শিষ্য, তা কি জানা আছে নাতী ? ;)

আমার গুরু বলেছেন
“ বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো। ” 8-|

৩| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: কী যে হচ্ছে!! কিচ্ছু বুঝতে পারছিনা। ঈদের পরপরই কেমন যেন ব্লগের পরিবেশটা বদলে গেল।। সবাই কেমন যেন হয়ে যাচ্ছে। আনার বোনটি আবার দার্শনিক হয়ে গেছে। কলিগের সঙ্গে অভিমান করে রিক্সা থেকে নেমে যাওয়া, পরে আর যোগাযোগ না করা, সবমিলিয়ে আমি বড় দুশ্চিন্তায় আছি।

আমি রব নিষ্ফলে হতাশার দলে।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: কী যে হচ্ছে!! কিচ্ছু বুঝতে পারছিনা। ঈদের পরপরই কেমন যেন ব্লগের পরিবেশটা বদলে গেল[/sb-- হাহাহা :P সবার মনে হয় মাংস একটু বেশী খাওয়া হয়ে গিয়েছে :P কোন চিন্তা নেই পদাতিক ভাইয়া, পরিবেশ বদলে আবার আগের মত হয়ে যাবে।

@সবাই কেমন যেন হয়ে যাচ্ছে। আনার বোনটি আবার দার্শনিক হয়ে গেছে
-- হা ভাইয়া, আসলেই :( আমিও যেন কেমন কেমন হয়ে যাচ্ছি :( নিজেকে চিনতে পারিনা ইদানিং :( তবে দার্শনিক ভাবটাযে আমার আগে থেকেই আছে :P

@কলিগের সঙ্গে অভিমান করে রিক্সা থেকে নেমে যাওয়া, পরে আর যোগাযোগ না করা, সবমিলিয়ে আমি বড় দুশ্চিন্তায় আছি।
---ভাইয়া অভিমান না, সে যে কি রাগ উঠেছিল আমার । আমি নিজেই ভেবে অবাক হই :|| আমি কেমন কেমন হয়ে যাচ্ছি, এটা তারই একটা উদাহরন :(

৪| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯

ভুয়া মফিজ বলেছেন: চানাচুর পোষ্ট ভালো হয়েছে। আসেন শ্লোগান দেই, ''আমরা সবাই রাজীব হবো, মনের সুখে গীত গাবো।'' :)
সবগুলোই ভালো হয়েছে। ঙ, জ বেশী ভালো। আর ইলিশ ভাজার গন্ধ পাচ্ছি কেন বুঝলাম না। একটু আগে এক সন্নাসীর দেখা পেলাম, এখন দার্শনিক!!! ;)
ব্লগে হচ্ছেটাকি তাও বুঝলাম না।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২

কথার ফুলঝুরি! বলেছেন: @আসেন শ্লোগান দেই, ''আমরা সবাই রাজীব হবো, মনের সুখে গীত গাবো।'' :)-- হি হি হি :P ভুয়া ভাইয়া ধরে ফেলেছে =p~

@সবগুলোই ভালো হয়েছে। ঙ, জ বেশী ভালো-- খুশী ও অনুপ্রানিত হলাম জেনে । তাহলে আমার দার্শনিকতা চলবে B-)

@ ইলিশ ভাজার গন্ধ পাচ্ছি কেন বুঝলাম না -- জাতীয় মাছ বলে কথা। নাম শুনলেই গন্ধ পাওয়া যায় :#)

@একটু আগে এক সন্নাসীর দেখা পেলাম, এখন দার্শনিক!!! ;)
ব্লগে হচ্ছেটাকি তাও বুঝলাম না।
--- এটাতো খুব ভালো, ভুয়া ভাইয়া । সব ধরনের মানুষের সমাগম হোক আমাদের সামুতে :P আমরাও সব ধরনের লেখার স্বাদ পাই ।

৫| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

ঢাবিয়ান বলেছেন: ভাল লেগেছে। ছবি এবং লেখা দুটোই।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: @ভাল লেগেছে। ছবি এবং লেখা দুটোই। -- আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো ঢাবিয়ান ভাইয়া । খুশী ও অনুপ্রানিত হলাম !:#P

৬| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২২

মিথী_মারজান বলেছেন: ভালোলাগলো কথাগুলো প্রিয় ফুলঝুরি।
আর, কোন ছেলের মাল্টি নিকের কথা বলিনি তো! আমি বলেছিলাম যে, ভাইয়াটা আপনার নিকটাকে আমার মাল্টি অর্থাৎ আরেকটা নিক ভেবেছিলো। হা হা।
কথাটায় আমিও খুব মজা পেয়েছি।=p~=p~

তবে আমিও মিলিয়ে দেখেছি, আপনার অনেক কথার স্টাইল, কমেন্ট বা ভাবনা আমার সাথে আসলেই কিভাবে যেন অনেক মিলে যায়।
আর এটা আমার খুব ভালো ও লাগে।
ঙ. নাম্বার পয়েন্টটিতে অনেক ভালোবাসা রইল ফুলঝুরি।:)

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: @কোন ছেলের মাল্টি নিকের কথা বলিনি তো! আমি বলেছিলাম যে, ভাইয়াটা আপনার নিকটাকে আমার মাল্টি অর্থাৎ আরেকটা নিক ভেবেছিলো। হা হা-- হাহা =p~ মজার বিষয়টি আরও মজার হয়ে গেল আমার ভুলে =p~ কিন্তু ভুলটা কি লেখায় ভুলই থাকবে ? :(( থাকুক না হয় :P

@তবে আমিও মিলিয়ে দেখেছি, আপনার অনেক কথার স্টাইল, কমেন্ট বা ভাবনা আমার সাথে আসলেই কিভাবে যেন অনেক মিলে যায়।
আর এটা আমার খুব ভালো ও লাগে।
-- তাই বুঝি মিথী আপু !:#P তাহলে সামু পাগলা আপুর মত আপনিও মনে হয় আমার হারিয়ে যাওয়া আরেক বোন B-) সামু পাগলা আপুর সাথেও আমার অনেক মিল ।

লেখা ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু ।

৭| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩০

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন, পড়ে ভাল লাগল।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: @ভাল লিখেছেন, পড়ে ভাল লাগল-- জেনে খুশী হলাম মোস্তফা সোহেল ভাইয়া। আমার লেখা পড়া ও মন্তব্য করে আপনার ভালোলাগা জানানোর জন্য অনেক ধন্যবাদ। 8-|

৮| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৬

লায়নহার্ট বলেছেন: {অনেক অসীম অপলক অন্তর}

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: @{অনেক অসীম অপলক অন্তর} -- এই অসীমতার মাঝেই লুকিয়ে আছে কত ভালোবাসা ।

৯| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

লায়নহার্ট বলেছেন: {সন্ন্যাসী হওয়ার একটা উপায় হলো, স্মার্ট ফোন ব্যবহার না করা, বাসায় নেট লাইন থাকলে কেটে দেয়া। নিয়মিত নীলক্ষেত যাওয়া। ভালো}

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: @ {সন্ন্যাসী হওয়ার একটা উপায় হলো, স্মার্ট ফোন ব্যবহার না করা, বাসায় নেট লাইন থাকলে কেটে দেয়া। নিয়মিত নীলক্ষেত যাওয়া। ভালো} --- হাহা =p~ আপনি তো ভাইয়া পাগল কে আরও রাস্তা দেখিয়ে দিলেন :P আপনার উপায় অনুযায়ী আমি অলরেডি একজন সন্ন্যাসী । আমার ফেসবুক নাই, মেসেঞ্জারে অনলি দু একজন কাছের বন্ধু, এ ছাড়া আমার স্মার্ট ফোনে আর কোন কাজ নেই :P তবে বাসায় যদি নেট লাইন না থাকে তাহলে আপনাদের পাব কই :( আর নীলক্ষেত বই এর সাম্রাজ্যে আমার খারাপ লাগেনা B-) তাহলে আমি হলাম হাফ সন্ন্যাসী =p~

১০| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

রাকু হাসান বলেছেন:



আমার বিশেষ ক্ষমতা থাকলে বাংলা একাডেমির পরিচালক বানিয়ে দিতুম আপনারে ;) B-) ।তবু অসম্মান,অমর্যাদা মুক্ত বাংলা বর্ণমালা হোক :)
আমি একটু ঝগড়া করতে চাই B-) ,টপিক নির্বাচন হোক আজ ,আরেক দিন ঝগড়া হবে নে :P । উনিশ শো ছোট সালে এভাবে বাঁশি বাঁজাতাম কিন্তু কোন তরুণী এভাবে বসে থাকেনি । =p~ ,ছবিটিা খুব সুন্দর :-B
কিছূ কথা সুন্দর বলেছেন । জনপ্রিয় হওয়ার চেয়ে প্রিয় হওয়া টা জরুুরি এবং কঠিন । শুভকামনা থাকলো প্রিয় হওয়ার জন্য । আশু এসব কাটিয়ে উঠবে সবাই সেই দোয়া করি । :-B

চাইবো সব সময় সবাই মিলে মিশে ব্লগের সময় টা দারুণ কাটুক । এতে সকল ব্লগারের সহযোগিতা কাম্য,প্রত্যাশা করছি আমরা সবাই নিজ জায়গা থেকে বুঝবো বিষয় টা ।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: @আমার বিশেষ ক্ষমতা থাকলে বাংলা একাডেমির পরিচালক বানিয়ে দিতুম আপনারে ;) B-) ।তবু অসম্মান,অমর্যাদা মুক্ত বাংলা বর্ণমালা হোক-- দুর্ভাগ্যবশত আমাদের কারোরই এমন কোন বিশেষ ক্ষমতা নেই :( তবুও আমরা আশাবাদী, জীবন থেকে এই অ এর যন্ত্রণা দূর হোক 8-|

@আমি একটু ঝগড়া করতে চাই B-) ,টপিক নির্বাচন হোক আজ ,আরেক দিন ঝগড়া হবে নে-- হাহা =p~ আজকে আমি ঝগড়া করবো না বলে পন করেছি রাকু হাসান ভাইয়া । আজকে আমাকে ঝগড়া করতে উৎসাহিত করা যাবেনা মোটেই B-) যদিও আমি এমনিতেও ঝগড়াটে নই :P

@উনিশ শো ছোট সালে এভাবে বাঁশি বাঁজাতাম কিন্তু কোন তরুণী এভাবে বসে থাকেনি
-- উনিশশো বুড়া সালে বাজিয়ে দেখতে পারেন কাজ হয় কিনা :P

@জনপ্রিয় হওয়ার চেয়ে প্রিয় হওয়া টা জরুুরি এবং কঠিন । শুভকামনা থাকলো প্রিয় হওয়ার জন্য
-- শুভকামনার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি আপনার কাছেও প্রিয় হতে পারবো :P


@চাইবো সব সময় সবাই মিলে মিশে ব্লগের সময় টা দারুণ কাটুক । এতে সকল ব্লগারের সহযোগিতা কাম্য,প্রত্যাশা করছি আমরা সবাই নিজ জায়গা থেকে বুঝবো বিষয় টা
-- হা, এটাই কামনা ।

১১| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০১

তারেক_মাহমুদ বলেছেন: বাহ রাজীব নুর ভাইয়ের প্রভাব আপনার উপরও পড়েছে, আমারো মাঝে মাঝে এমন পোষ্ট দিতে ইচ্ছে করে। ইলিশ মাছের ঘ্রাণ আমার নাকেও আসছে।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: @বাহ রাজীব নুর ভাইয়ের প্রভাব আপনার উপরও পড়েছে, আমারো মাঝে মাঝে এমন পোষ্ট দিতে ইচ্ছে করে-- হা ভাইয়া, শিখে নিয়েছি রাজীব নুর ভাইয়ার লেখার স্টাইল :P আপনিও দিয়ে ফেলুন ভাইয়া, আমরাও পড়ি আপনার টুকরো টুকরো ভাবনাগুলো । রাজীব নুর ভাইয়ার স্টাইল ছড়িয়ে যাক সামুতে । তবে আশা করি ভাইয়া এতে মনক্ষুণ্ণ হবেনা !:#P

১২| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৪

কাওসার চৌধুরী বলেছেন:



আপুনি,
চানাচুর পোস্ট দারুন হয়েছে৷এখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে; বিষয়গুলো যৌক্তিক এবং ভাবনার৷তবে ব্লগ শুধু লেখার জায়গা না, শেখারও জায়গা৷আমি গত কয়েক মাস ব্লগিং করে অনেক কিছু শিখেছি, অনেক গুণী লেখকের পোস্ট পড়ে, কমেন্ট পড়ে নিজের জানা বিষয় ও ভাবনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছি, নিজের চিন্তা শক্তিকে আরো উন্নত করার রসদ পেয়েছি৷এগুলো ফেইসবুকে হয়তো সম্ভব নয়৷

ব্লগে সব সময় গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করলে ব্লগ ঝিমিয়ে পড়ে এজন্য মাঝে মাঝে চানাচুর পোস্ট পড়তে ভাল লাগে৷আমি এই টাইপের পোস্ট লিখি না বলে অন্যের পোস্ট থেকে আনন্দ পাই৷ তবে একজন ব্লগার সব সময় চানাচুর পোস্ট লিখলে বিষয়টি হয়তো ভাল লাগবে না, লেখায় ভেরিয়েশন থাকলে ভাল৷

আরেকটি বিষয়, ব্লগের লেখাগুলো পড়ে নিজের লেখাকে উন্নত করার প্রয়াস থাকতে হবে৷আর পরিশ্রম করে লিখে যা পোস্ট করেছেন তার ভ্যালু থাকাটা বাঞ্ছনীয়৷শুধু লেখার জন্য লিখলে কিংবা জনপ্রিয়তার জন্য লিখলে এতে দীর্ঘমেয়াদি সফলতা আসে না৷আপনার প্রতিভা আছে, লিখুন মন খুলে৷

রাগ, অভিমান তো জীবনেরই একটি অংশ এজন্য মেজাজ গরম হয়, আবার একটা সময় ঠিক হয়ে যায়৷আশা করি আপনার কলিগ মাইন্ড করবে না৷আমার প্রিয় আপুটার জন্য অনেক শুভ কামনা রইলো৷

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: @চানাচুর পোস্ট দারুন হয়েছে৷এখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে; বিষয়গুলো যৌক্তিক এবং ভাবনার৷তবে ব্লগ শুধু লেখার জায়গা না, শেখারও জায়গা৷আমি গত কয়েক মাস ব্লগিং করে অনেক কিছু শিখেছি, অনেক গুণী লেখকের পোস্ট পড়ে, কমেন্ট পড়ে নিজের জানা বিষয় ও ভাবনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছি, নিজের চিন্তা শক্তিকে আরো উন্নত করার রসদ পেয়েছি৷এগুলো ফেইসবুকে হয়তো সম্ভব নয়৷-- যাক, প্রিয় ভাইয়াটাকে পাওয়া গেল । আমি খুশী B-) ইদানিং তো ভাইয়া কে পাওয়াই যায়না :( আমার ভাবনাগুলো নিয়ে চানাচুর পোস্ট ভালো লেগেছে জেনে খুশী ও অনুপ্রানিত হলাম ভাইয়া । আপনার মত আমিও সামু থেকে অনেক কিছু শিখছি । এখানে আপনার মত সুন্দর চিন্তা চেতনার মানুষগুলো কে পাই বলেই সামু আমার এতো ভালো লাগে । ফেসবুক আমার একটুও ভালো লাগেনা এখন, ওখানে শুধু শো অফ আর শো অফ ।



@আরেকটি বিষয়, ব্লগের লেখাগুলো পড়ে নিজের লেখাকে উন্নত করার প্রয়াস থাকতে হবে৷আর পরিশ্রম করে লিখে যা পোস্ট করেছেন তার ভ্যালু থাকাটা বাঞ্ছনীয়৷শুধু লেখার জন্য লিখলে কিংবা জনপ্রিয়তার জন্য লিখলে এতে দীর্ঘমেয়াদি সফলতা আসে না৷আপনার প্রতিভা আছে, লিখুন মন খুলে
-- এই ধরনের শিক্ষণীয় কথা সেই প্রথম থেকে আপনার কাছে থেকে পেয়ে আসছি ভাইয়া । আমি সবসময় চেষ্টা করি সেগুলো ফলো করতে । সামু পরিবারের একজন নতুন সদস্যকে সিনিয়র হিসেবে এভাবে উৎসাহ আর পরামর্শ দেওয়াটা প্রশংসাজনক ।


@রাগ, অভিমান তো জীবনেরই একটি অংশ এজন্য মেজাজ গরম হয়, আবার একটা সময় ঠিক হয়ে যায়৷আশা করি আপনার কলিগ মাইন্ড করবে না-- হাহা। আমি যে বেশিক্ষণ রাগ পুষে রাখতে পারিনা ভাইয়া। রাগের মাথায় কাউকে দু একটা কথা বলে ফেললেও পরে আরও অনেক বেশী মানসিক যন্ত্রণা হয় এই ভেবে যে কেন বললাম সে হার্ট হল কিনা :(

১৩| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: আপনার অনেক অভিজ্ঞতা আছে।
ভালো। খুব ভালো।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: @আপনার অনেক অভিজ্ঞতা আছে-- হাহা । তা তো একটু আছেই ভাইয়া :P মেঘে মেঘে বেলা তো আর কম হলনা :P

ভাইয়া, আপনার স্টাইল টা নিয়ে গেলাম ধার করে (কখনো ফেরত দিবনা কিন্তু) :P কিছু মনে করবেন না আশা করি :P

১৪| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮

মৌরি হক দোলা বলেছেন: পোস্টে অনেক অনেক ভালোলাগা আপু

++++++

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: @পোস্টে অনেক অনেক ভালোলাগা আপু

++++++
-- ওয়াও :D প্লাস :-B অনেক খুশী হলাম দোলা আপু । পোস্ট ভালো লাগায় অনুপ্রাণিত ।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

আখেনাটেন বলেছেন: খ) মাঝে মাঝে এতো দমবন্ধ লাগে যে ইচ্ছে করে ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাই । -- লক্ষণ বেশি সুবিধার মনে হচ্ছে না। ইতোমধ্যেই একজন সন্নাসী হয়ে পোস্ট দিয়েছেন।

আপনাদের সন্ন্যাসী হওয়া দেখে ব্লগের অনেক হুজুরে আলা ভার্চুয়াল সন্নাস বেশ ধরলে আমাকে তখন দোষ দিতে পারবেক লাই। সাবধান করে দিলুম। যা করেন গুপ্ত থেকেই করেন। =p~ :-P

লেখা ভালা পাইছি।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: @লক্ষণ বেশি সুবিধার মনে হচ্ছে না। ইতোমধ্যেই একজন সন্নাসী হয়ে পোস্ট দিয়েছেন। -- হাহা । ধরে নেন আমি আরও একজন সন্নাসী । সন্নাসী যে হয়ে গিয়েছি এই লেখা হয়তো তারই প্রমান :P সন্নাসীরাই তো ভালো থাকে ভাইয়া, তাদের তেমন কোন চাহিদাও নেই আর দুঃখ কষ্টও নেই :(

@আপনাদের সন্ন্যাসী হওয়া দেখে ব্লগের অনেক হুজুরে আলা ভার্চুয়াল সন্নাস বেশ ধরলে আমাকে তখন দোষ দিতে পারবেক লাই। সাবধান করে দিলুম। যা করেন গুপ্ত থেকেই করেন। =p~-- হাহা =p~ হুম, হুজুর, সন্ন্যাসী, দার্শনিক এসবে ভরে যাক সামু =p~


@লেখা ভালা পাইছি-- খুশী হইলেম :P

১৬| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লিখতে থাকুন অবিরাম। শুভকামনা রইল।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: @লিখতে থাকুন অবিরাম-- আপনারা পাশে থাকলেই তা সম্ভব ভাইয়া । আশা করি পাশে পাবো আপনাদেরকে 8-|

শুভকামনার জন্য অনেক ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট ভাইয়া।

১৭| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কঠিন লেখা! আরেকবার পড়তে হবে! :(
চানাচুর না হয় ঝালমুড়ি দাও, খাইতে খাইতে পড়ি..;)






পুনশ্চঃ
আমি কিন্তু ইচ্ছেমত মন্তব্য করমু, আমার উপর কেউ যেন কোন রকম নিষেধাজ্ঞা আরোপ না করে।X(

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২

কথার ফুলঝুরি! বলেছেন: @কঠিন লেখা! আরেকবার পড়তে হবে! -- শুধু তরল আর বায়বীয় না মাঝে মাঝে যে কঠিন লেখাও লিখতে হয় কাজিন :P

@চানাচুর না হয় ঝালমুড়ি দাও, খাইতে খাইতে পড়ি--- চানাচুর পোস্ট পড়তে চানাচুর আর কোক ভালো B-) পাশে দোকান থাকলে আমার নামে কিনে খান :P

@পুনশ্চঃ
আমি কিন্তু ইচ্ছেমত মন্তব্য করমু, আমার উপর কেউ যেন কোন রকম নিষেধাজ্ঞা আরোপ না করে
-- আজে হাজারটা মন্তব্য করলেও কিছু বলবো না, হাজারটা কারন থাকলেও ঝগড়া করবোনা :P পন করেছি B-)

১৮| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমার পণ দিয়ে, তুমি বিয়ে করো। আমার কি??? X(


ছবি দেখে গানাঃ
১. কে বাঁশি বাজায় রে
মন যেন না চায়রে,
আমার প্রাণ যে মানে না
কিছুই ভালোলাগে না....

২. প্রাণো সখিরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে....;)

৩.... আমি যখন রানতে বসি বন্ধু বাজাও বাঁশি
রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি...;)

৪. ওরে ও কিশোরী বাজাবো বাঁশরী
একেলা আইসো নদীর কিনারায় কিনারায়
দেখবো তোমায় চাঁদের জোছনায়
ও কিশোরী দেখবো তোমায় চাঁদের...;)


পুনশ্চঃ
তুমি কোনদিন সন্ন্যাসিনী হলে আমাকে বলো। এ জগৎ সংসার আমারও ভাল্লাগে না..:(

কলিগের সাথে কাইজা হলে একদিন খাইয়ে দেবে। প্রবলেমো সলভড..;)

ওরে শাপলা, পদ্ম, লিলি
ন্যানো, মাইক্রো, মিলি...:(

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: @তোমার পণ দিয়ে, তুমি বিয়ে করো। আমার কি???-- বিয়ের কথা শুনলেই আমার মাথায় আগুন ধরে যায় X(( X((

১ নং গানা খানা বেশী মনে ধরেছে B-) কে বাঁশী বাজায় আমি জানি ;)

@পুনশ্চঃ
তুমি কোনদিন সন্ন্যাসিনী হলে আমাকে বলো। এ জগৎ সংসার আমারও ভাল্লাগে না..:(
-- সন্ন্যাসী কি আর সাদ করে হতে চাই :( তবে আমি চাইনা আমার মত কাজিনের মাথাটাও খারাপ হোক :P

@কলিগের সাথে কাইজা হলে একদিন খাইয়ে দেবে। প্রবলেমো সলভড..
-- এই প্রথম কাইজা হল কারও সাথে :( মানুষের ভালো করতে গিয়েছিলাম । ডেইলি লেট করে আসে, বসের চোখে পরে বকা খাওয়ার আগে সাবধান করতে গিয়েছিলাম, উল্টা আমিই হয়ে গেলাম দোষী :( শিক্ষা হয়েছে খুব আমার । আর সমাজসেবা না X((

@ওরে শাপলা, পদ্ম, লিলি
ন্যানো, মাইক্রো, মিলি
-- আহারে কত ফুলের নামে ডাকে আমাকে :( আমার ইচ্ছে করে
আমার আসল নামটা কাজিন কে বলে দেই, কিন্তু আমি যে ধরা খেতে চাইনা :|| অবশ্য না বললেও ভালো, তাহলে অনেকগুলো ফুলের নাম পাওয়া যায় :D তবে আমার নিজেরটা বেশী সুন্দর B-)

(কার যেন হাত কেটে গিয়েছিল । কি অবস্থা এখন ? )

১৯| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথাগুলো ভালো। মনের ভেতর ক্ষোভ থাকলে সেটা প্রশমিত করার একটা জায়গাও হতে পারে ব্লগ। মানুষ বেশিদিন রাগ করে থাকতে পারে না, কারো উপরে রাগ করলে সে নিজেই ব্যথীত হয়, যদি তার ভেতর মানবতা থাকে।

আপনার লেখার মান ভালো। কাউকে অনুসরণ না করে নিজের একটা স্টাইল গড়ে তুলুন। স্বকীয়তা আমাদের কর্মক্ষেত্র ও শিল্পক্ষেত্র দু জায়াগাতেই গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তরও হয় উন্নত মানের। অনেক ব্লগার আছেন, তাদের পোস্টে খুব সময় নিয়ে একটা ভালো কমেন্ট করলেন, আর তিনি একটা শুষ্ক ইমোটিকন দিয়ে হালকা ধন্যবাদ জানালেন। মেজাজ খারাপ হবে, এবং তাদের এড়িয়ে চলাটাই ভালো।

বিনয় আমাদের বড়ো সম্পদ। আমাদের অনেকের মধ্যে ভয়াবহ ট্যালেন্ট আছে, কিন্তু একই সাথে চরম বেয়াদপ। তাদের সঙ্গ আমি এড়িয়ে চলি, কারণ, তাদের কারণে আমার মানসিক চাপ বেড়ে যেতে পারে, আমার আচরণে অন্যরা ক্ষুব্ধ হতে পারে।

অন্য ব্লগারদের বুদ্ধিমাত্রা নির্দেশ করে কিছু বলা আমি অপছন্দ করি- যেমন, আপনি লেখাটা বুঝতে পারেন নি, আপনি আরেক বার লেখাটা পড়ুন, ইত্যাদি।

সাহিত্যে সমালোচনা আপনাকে আহত করবে, ক্ষুব্ধও করবে। কিন্তু ধৈর্য ধরুন এবং সমালোচনাটা যে সঠিকও হতে পারে তা গভীরভাবে ভাবুন এবং সে অনুযায়ী আপনার লেখা ইম্প্রুভ করুন। একজন সমালোচক পরোক্ষভাবে আপনার অনেক উপকার করে যাচ্ছেন। আমি যাদের পছন্দ করি, সময় নিয়ে তাদের লেখা পড়ে সমালোচনা করি, যাতে তাদের লেখার মান বাড়ে। তার লেখার মান বাড়লে সে আমাকে, আপনাকে ছাড়িয়ে উপরে উঠে যাচ্ছে, লাভ তো আল্টিমেটলি তারই।

বেশ কিছু কথা লিখে ফেললাম। ব্লগ থেকে নেয়া :)


শুভেচ্ছা।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: @মানুষ বেশিদিন রাগ করে থাকতে পারে না, কারো উপরে রাগ করলে সে নিজেই ব্যথীত হয়, যদি তার ভেতর মানবতা থাকে-- এই বিষয়টি আমার অনেক বেশী হয় ভাইয়া :( আমি যতই রাগ করিনা কেন, পরে একটু হাসিমুখে কথা বললেই সব ভুলে যাই । তখন আবার রাগের সময়ে বলা কথাগুলো নিয়েই নিজের ভেতরে অশান্তি হয় :( বিশাল জ্বালা ।

@আপনার লেখার মান ভালো। কাউকে অনুসরণ না করে নিজের একটা স্টাইল গড়ে তুলুন। স্বকীয়তা আমাদের কর্মক্ষেত্র ও শিল্পক্ষেত্র দু জায়াগাতেই গুরুত্বপূর্ণ-- আমার লেখার মানযে আপনার কাছে ভালো লেগেছে ভাইয়া, তা আমার কাছে অনেক বেশী অনুপ্রেরণা !:#P ঠিক বলেছেন ভাইয়া, নিজস্ব কিছু স্বকীয়তা থাকা উচিত । তবে আমাদের মনে অনেক ছোট ছোট ভাবনা থাকে যেগুলো সুন্দর কিন্ত তার জন্য পুরো একটি পোস্ট দেওয়া যায়না। সেক্ষেত্রে এই ধরন টা ভালো লেগেছে :P


@আপনার কমেন্টের উত্তরও হয় উন্নত মানের। অনেক ব্লগার আছেন, তাদের পোস্টে খুব সময় নিয়ে একটা ভালো কমেন্ট করলেন, আর তিনি একটা শুষ্ক ইমোটিকন দিয়ে হালকা ধন্যবাদ জানালেন। মেজাজ খারাপ হবে, এবং তাদের এড়িয়ে চলাটাই ভালো-- ধন্যবাদ, আপনার প্রশংসার জন্য ভাইয়া। আমি একটা মন্তব্য করতে গেলেও তা অনেকবার পড়ি পোস্ট করার আগে । আমি পোস্ট এর ক্ষেত্রেও যেমন খুত খুতে, নিখুত হওয়া চাই, তেমন মন্তব্য এর ক্ষেত্রেও। আর এখানে সবাই কাজ কর্মের মানুষ । কারোরই ওইরকম সময় নেই, তারপরেও যখন কেউ ওই একটু সময়েও আমার লেখাটা পড়ে সুন্দর একটি মন্তব্য করে, আমি কেন তাকে একটি সুন্দর প্রতিমন্তব্য করবোনা ।


@বিনয় আমাদের বড়ো সম্পদ। আমাদের অনেকের মধ্যে ভয়াবহ ট্যালেন্ট আছে, কিন্তু একই সাথে চরম বেয়াদপ। তাদের সঙ্গ আমি এড়িয়ে চলি, কারণ, তাদের কারণে আমার মানসিক চাপ বেড়ে যেতে পারে, আমার আচরণে অন্যরা ক্ষুব্ধ হতে পারে
-- হা ভাইয়া, ঠিক কথা। কিন্তু তা বোঝার ক্ষমতা যে সবার নেই । আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে, দাপট দেখিয়ে চলতে পেরেই বুঝি বড় হয়ে গেলাম। আর বড়দের সব সময়ই সম্মান করে চলা উচিত। তারাও ভুল বলতে কিংবা ভুল করতে পারে কিন্তু তার প্রতিউত্তরটাও হতে পারে বিনয়ী ।


@অন্য ব্লগারদের বুদ্ধিমাত্রা নির্দেশ করে কিছু বলা আমি অপছন্দ করি- যেমন, আপনি লেখাটা বুঝতে পারেন নি, আপনি আরেক বার লেখাটা পড়ুন, ইত্যাদি
- এটা আমিও খুব অপছন্দ করি । আরও একটি বিষয় আছে খোঁচা মেরে কথা বলা, যেটি চরম অসহ্যকর । আমরা এখানে অনেক সময়ই দুষ্টুমি করে অনেক কিছু বলি, আবার সেটি দুষ্টুমি মনে করেই ভালোভাবে গ্রহন করি, কিন্তু একবার কারও পোস্টে ওইরকম দুষ্টুমি করে কিছু বলেছিলাম, প্রতিউত্তরে তিনি আমাকে খোঁচা মেরে কিছু বলেছিলেন। আমি কিছু আর বলিনি কিন্তু সেটিই ছিল আমার পড়া ও মন্তব্য করা তার শেষ পোস্ট ।


@সাহিত্যে সমালোচনা আপনাকে আহত করবে, ক্ষুব্ধও করবে। কিন্তু ধৈর্য ধরুন এবং সমালোচনাটা যে সঠিকও হতে পারে তা গভীরভাবে ভাবুন এবং সে অনুযায়ী আপনার লেখা ইম্প্রুভ করুন। একজন সমালোচক পরোক্ষভাবে আপনার অনেক উপকার করে যাচ্ছেন। আমি যাদের পছন্দ করি, সময় নিয়ে তাদের লেখা পড়ে সমালোচনা করি, যাতে তাদের লেখার মান বাড়ে। তার লেখার মান বাড়লে সে আমাকে, আপনাকে ছাড়িয়ে উপরে উঠে যাচ্ছে, লাভ তো আল্টিমেটলি তারই।
-- আমি সমালোচনাকে পজিটিভলি নেই যদি সেটি সুন্দরভাবে বলা হয় কিন্তু তা যদি বাকা করে বলা হয় তাহলে সেটিকে চ্যাঁলেঞ্জ হিসেবে নেই, কিন্তু মনে মনে । আর হা, দুটোতেই আমার লাভ । আমি চাই, পাঠকরা আমার সমালোচনা করুক, যদি করা উচিত বলে মনে করে ।

@বেশ কিছু কথা লিখে ফেললাম। ব্লগ থেকে নেয়া :)-- আপনার কাছে থেকে পাওয়া এ কথাগুলো আমার জন্য অনেক কিছু B-)

ভাইয়াযে সময় নিয়ে আমার লেখাটি পড়ে অনেক সুন্দর আন্তরিক ও অনুপ্রেরণামুলক মন্তব্য করেছেন, তার মানে ভাইয়া আমাকে পছন্দ করেন। আমি অনেক খুশী । তবে যখন কেউ প্রশংসা করে তখন আমার আরও ভয় বেড়ে যায়, প্রশংসাটা ধরে রাখতে পারবোতো । প্রশংসা পাওয়া সহজ, কিন্তু তা ধরে রাখাটাযে কঠিন । শুধুমাত্র আপনার আজকের কথাগুলোর জন্য আমি অবশ্যই চেষ্টা করবো ভাইয়া, নতুন কিছু করার ।

২০| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

সুমন কর বলেছেন: আপনার অভিজ্ঞতা কিংবা চিন্তাগুলো ভালো লেগেছে। +।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: @আপনার অভিজ্ঞতা কিংবা চিন্তাগুলো ভালো লেগেছে। +।- আপনাদের ভালো লাগাই যে আমার সামনে পথ চলার ক্ষেত্রে অনুপ্রেরণা, সুমন ভাইয়া । প্লাস পেয়ে অনেক খুশী :D

২১| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ক) বুনো ফুল সব সময়ই অনন্য, যেমন পথের ধারে ফুটে থাকা হাজার হাজার ভাট ফুল/বন জুঁই এতো চমৎকার সুঘ্রাণ ছড়ায় যে পথিক হাটা ভুলে তার পানে দুটি দন্ড দাঁড়ায়। আরেকটা ফুল আছে সোনালু, ওটা যখন ফুটে পুরো গাছটাই হলুদ হয়ে যায় তা দেখে যে কেউ বলবে এই রূপ দেখে আমি মরতে পারি, কৃষ্ণ চুড়া, জারুল এসবের কথা না হয় নাই বললাম।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: @বুনো ফুল সব সময়ই অনন্য, যেমন পথের ধারে ফুটে থাকা হাজার হাজার ভাট ফুল/বন জুঁই এতো চমৎকার সুঘ্রাণ ছড়ায় যে পথিক হাটা ভুলে তার পানে দুটি দন্ড দাঁড়ায়। -- আমি সেই সকল পথিকদের মধ্যে একজন B-) আমার মন চায়, আমি যতবার আমার প্রিয় মানুষটির সাথে দেখা করতে যাবো ততবার তার জন্য একটি করে ফুল নিয়ে যাবো। কারন আমিযে ফুল ও সে, দুটোই অনেক বেশী ভালোবাসি :P


@আরেকটা ফুল আছে সোনালু, ওটা যখন ফুটে পুরো গাছটাই হলুদ হয়ে যায় তা দেখে যে কেউ বলবে এই রূপ দেখে আমি মরতে পারি, কৃষ্ণ চুড়া, জারুল এসবের কথা না হয় নাই বললাম
-- এই ফুলটি দেখা হয়নি ভাইয়া :( কিংবা হয়তো দেখেছি, নাম জানিনা ।

২২| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: খ) এখানটায় আপনি আমারই মতো। সংসরের যাতাকল থেকে পালিয়ে যাবার জন্য শুধু সুযোগ খুজি, আর যখন সেটা পাই আমি নিখোজ হয়ে যাই।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪২

কথার ফুলঝুরি! বলেছেন: @এখানটায় আপনি আমারই মতো। সংসরের যাতাকল থেকে পালিয়ে যাবার জন্য শুধু সুযোগ খুজি, আর যখন সেটা পাই আমি নিখোজ হয়ে যাই[/sয়@-- আমিও পালাতে পারলে অনেক বেশী খুশী হতাম :(

২৩| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: গ) মাঝে মাঝে মাতাল হলে মন্দ কি?

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৪

কথার ফুলঝুরি! বলেছেন: @গ) মাঝে মাঝে মাতাল হলে মন্দ কি?-- হাহা =p~ যে মাতাল তার কোন সমস্যা নেই, সমস্যা হচ্ছে তার আসেপাশের মানুষের =p~

২৪| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ঘ) ব্লগে আপনি ফেজবুকের ফ্লেবার খুব একটা পাবেন না, ব্লগে সৃজনশীলতার চর্চা হয়। আর ফেজবুক ইদানিং শুধুই নিজেকে জাহির করার আয়না।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: @ব্লগে আপনি ফেজবুকের ফ্লেবার খুব একটা পাবেন না, ব্লগে সৃজনশীলতার চর্চা হয়। আর ফেজবুক ইদানিং শুধুই নিজেকে জাহির করার আয়না।
-- ব্লগকে আমি ফেসবুকের চাইতে বেশী পছন্দ করি । তবে ইদানিং পাচ্ছি যেন, ব্লগে ফেসবুকের আমেজ :P

২৫| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ঙ) চলেন বাংলা একাডেমিতে যোগাযোগ করি =p~

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৯

কথার ফুলঝুরি! বলেছেন: @ঙ) চলেন বাংলা একাডেমিতে যোগাযোগ করি =p~-- তাঁরা এই অভাগীকে জায়গা দিবে বলে মনে হয়না /:)

২৬| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: চ) এখন তো আমারও তাই মনে হচ্ছে :-B

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০০

কথার ফুলঝুরি! বলেছেন: @চ) এখন তো আমারও তাই মনে হচ্ছে :-B-- হাহা =p~ কোন সমস্যা নেই । কে ভাইয়া আর কে আপু তাতে কিছু যায় আসেনা =p~ তবে লেখা, মন্তব্য ও প্রতিমন্তব্বে অনেক কিছু যায় আসে :P

২৭| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ সাদা মনের মানুষ
সাদা ভায়া আজ ক্ষেপেছে ক্যান?:P



কোরবানির ক্ষত সেরেছে। গতকাল আবার দুজায়গায় কেটেছে। বুঝো কী কষ্টে টাইপ কচ্চি...:(

@অ
অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের...
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার নাম...

শিউলী ফুল, শিউলী ফুল
চিনতে তোমায় হয় নিকো ভুল....;)

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: @ @ সাদা মনের মানুষ
সাদা ভায়া আজ ক্ষেপেছে ক্যান?:P
-- সাদা ভাইয়া আজ ধবধবে সাদা হয়ে গিয়েছে তাই :P


@কোরবানির ক্ষত সেরেছে। গতকাল আবার দুজায়গায় কেটেছে। বুঝো কী কষ্টে টাইপ কচ্চি...-- এত কাটাকাটি হচ্ছে কেন ? মন কোথায় থাকে শুনি B:-) হাতে কাটাকাটি নিয়েও যে কাজিনের পোস্টে মন্তব্য করেছেন তাঁর জন্য এক কেজি বেশী ধন্যবাদ :#) তাও আবার বিলকুল ফ্রী =p~

@@অ
অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের...
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার নাম...
-- আহারে অ :( আমি অ কে পছন্দ করিনা । তবে আ কে অনেক পছন্দ করি কারন "আমি তোমাকে ভালোবাসি" তা লিখতে যে আ লাগে :P


@শিউলী ফুল, শিউলী ফুল
চিনতে তোমায় হয় নিকো ভুল..
.---

কোথায় ফুটে কদম কেয়া
সে কি আছে জানা ;)
হাজার ফুলের নাম পেতে যে
করবো না আজ মানা !:#P




২৮| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: বোনডি, পোস্ট'টা দারুণ ছিলো।
ফেইসবুকের আমেজ'টা ব্লগে পাওয়া যাচ্ছে কথা সত্য। লাইক, কমেন্ট, ছেলে-মেয়ে নিক নিয়ে কয়েকদিন ধরে বেশ লিখালিখি হচ্ছে। ব্লগে এটা অপ্রত্যাশিত। পোস্ট তো দূরের কথা, আমি তো শুরুতে কমেন্ট'ই করতাম না। চুপচাপ শুধু পড়তাম। কতো ভালো ভালো লিখা ব্লগে আসতো। পরে যখন দেখলাম, কপি পেস্ট; এটা-সেটা,কাকেরঠ্যাং, বকেরঠ্যাং সব ব্লগে পোস্ট হচ্ছে; গতানুগতিক কমেন্টের বন্যায় ভালো পোস্টগুলোও ভেসে যাচ্ছে তখন বাধ্য হয়েই পছন্দের পোস্টগুলোতে কমেন্ট করা শুরু করলাম। যাইহোক, তবুও ফেবু নাকম জায়গাটার চাইতে ব্লগ শতগুণ ভালো। অন্তত এখানে কেউ গুজব ছড়িয়ে পার পায় না।

শুভ হোক ব্লগিং।


"জনপ্রিয় হওয়ার চাইতে প্রিয় হওয়াটা বেশি কঠিন। আমি জনপ্রিয় হতে চাই না, প্রিয় হতে চাই।"

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২২

কথার ফুলঝুরি! বলেছেন: @বোনডি, পোস্ট'টা দারুণ ছিলো-- খুশী হলাম ভাইডি B-)

@পোস্ট তো দূরের কথা, আমি তো শুরুতে কমেন্ট'ই করতাম না। চুপচাপ শুধু পড়তাম। কতো ভালো ভালো লিখা ব্লগে আসতো। পরে যখন দেখলাম, কপি পেস্ট; এটা-সেটা,কাকেরঠ্যাং, বকেরঠ্যাং সব ব্লগে পোস্ট হচ্ছে; গতানুগতিক কমেন্টের বন্যায় ভালো পোস্টগুলোও ভেসে যাচ্ছে তখন বাধ্য হয়েই পছন্দের পোস্টগুলোতে কমেন্ট করা শুরু করলাম-- যাক, তবুও যে আপনি লেখালেখি শুরু করেছেন এবং সাথে সাথে সুন্দর ও আন্তরিক মন্তব্য প্রতিমন্তব্য করে আমাদের পাশে আছেন তাঁর জন্য অসংখ্য ধন্যবাদ কপি পেস্ট পরিহার করে ব্লগ হোক সৃজনশীলতার জায়গা ।

@যাইহোক, তবুও ফেবু নাকম জায়গাটার চাইতে ব্লগ শতগুণ ভালো--- হা, জুনায়েদ ভাইয়া ঠিক বলেছেন। ফেবু তে শুধু শো অফ আর ন্যাকামি। ব্লগ অনেক বেশী সুশীল আর সুস্থ ।


@"জনপ্রিয় হওয়ার চাইতে প্রিয় হওয়াটা বেশি কঠিন। আমি জনপ্রিয় হতে চাই না, প্রিয় হতে চাই।" -- কথাটি কি ভাইয়ার কাছে ভালো লেগেছে ? :-B নাকি আপনিও আমার মত প্রিয় হতে চান !:#P

২৯| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮

শিখা রহমান বলেছেন: ফুলঝুরি পোষ্ট আর ছবিটা ভালো লেগেছে। পোস্টের (ঠ) সবচেয়ে ভালো লেগেছে।

শুভকামনা। ভালো থাকাটাই বড় ব্যাপার। ভালো থাকবেন সবসময়।

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: @ফুলঝুরি পোষ্ট আর ছবিটা ভালো লেগেছে। পোস্টের (ঠ) সবচেয়ে ভালো লেগেছে। --- শিখা আপু, আমারও যে (ঠ) এবং ছবিটি বেশী ভালো লেগেছে 8-| আপনারও সেম জেনে খুশী হলাম ।

আপনার শুভকামনার জন্য অনেক ধন্যবাদ আপু ।

৩০| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১০

চঞ্চল হরিণী বলেছেন: আলাদা করে মন্তব্য করার কিছু নাই। ইতোমধ্যেই মন্তব্যে সব চলে এসেছে। কথার ফুলঝুরির পোস্টের সবগুলো কথাই ভালো লেগেছে :)। সোনাবীজ ভাইয়া সবচেয়ে সুন্দর মন্তব্য করে গেছেন। কথার রেলগাড়ি ব্লগের পথ দিয়ে চলুক :)

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: @আলাদা করে মন্তব্য করার কিছু নাই। ইতোমধ্যেই মন্তব্যে সব চলে এসেছে--- হাহাহা =p~ আপনি যেমন সেদিন ঠাকুরমাহমুদ ভাইয়ার পোস্টে আমার মনের কথা বলে দিয়েছেন, আজ কি আমার পোস্টে সবাই আপনার মনের কথা বলে দিয়েছে ? :P

@কথার ফুলঝুরির পোস্টের সবগুলো কথাই ভালো লেগেছে-- আপনার ভালোলাগা আপনার জন্য অনুপ্রেরনা, চঞ্চল হরিণী আপু 8-|

@সোনাবীজ ভাইয়া সবচেয়ে সুন্দর মন্তব্য করে গেছেন-- আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য, আপু ।


@কথার রেলগাড়ি ব্লগের পথ দিয়ে চলুক-- হাহা। হা চলবে, যদি আপনারা সেই রেলগাড়ির যাত্রী হন :P

৩১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫৯

চাঙ্কু বলেছেন: দুটি কথার বদলে অনেকগুলো কথা বলছেন দেখে ভাল্লগাছে।

জনপ্রিয় হইতে চান না কেনু? কয়েকজনের ভালু লাগলে প্রিয় হয়, একজনের ভালু লাগলে প্রিয়তম আর অনেক বেশী লুকের ভাল লাগলে অটো-জনপ্রিয় হয়ে যায়। আপনার পোষ্ট এর কমেন্ট দেখে মনে হচ্ছে আপনি অটো-জনপ্রিয় :-*

তবে একটা হাঁচা কথা কইছেন- ব্লগ লেখার চেয়ে বেশী শিখার জায়গা!

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: sb]@দুটি কথার বদলে অনেকগুলো কথা বলছেন দেখে ভাল্লগাছে। --- হাহাহা :P বাঙালী তো ভাইয়া তাই আর কি । ৫ টায় আসবো বলে আসবে ৭ টায়, চারটা ভাত চেয়ে নেয় হাজারটা, আমিও সেম দুটি কথা বলবো বলে অনেক কথা বলেছি =p~
[sb

@জনপ্রিয় হইতে চান না কেনু? কয়েকজনের ভালু লাগলে প্রিয় হয়, একজনের ভালু লাগলে প্রিয়তম আর অনেক বেশী লুকের ভাল লাগলে অটো-জনপ্রিয় হয়ে যায়-- জনপ্রিয়তার অনেক বিড়ম্বনা আছে চাঙ্কু ভাইয়া, ওইসব বিড়ম্বনা চাইনা :P তবে আপনার মন্তব্য পড়ে এখন প্রিয়তম হওয়ার শখ টা আরও বেড়ে গেল যে :(


@আপনার পোষ্ট এর কমেন্ট দেখে মনে হচ্ছে আপনি অটো-জনপ্রিয় :-*
-- হাহাহা । এর মধ্যে আপনার পূর্ববর্তী ৬ এবং পরবর্তী ৬ টা কমেন্টই যে সাদা মনের মানুষ ভাইয়ার =p~


@তবে একটা হাঁচা কথা কইছেন- ব্লগ লেখার চেয়ে বেশী শিখার জায়গা!
-- জি, এই ধরন টা রাজিব নুর ভাইয়ার কাছে থেকে শিখলাম, এরপর আপনি ও আরও কিছু সিনিয়র দের কাছে থেকেও কিছু শিখবো :P তারপর আমি আমার নতুন ধরন নিয়ে আসবো তখন হয়তোবা তা ভালো লাগলে সেটিও কেই শিখে নিবে :P এভাবেই চলতে থাকুক আমাদের সামু ব্লগ স্কুল B-)

৩২| ৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ছ) দুটো এক সাথে হতে পারলে মন্দ কি? গাছেরটাও খেলাম, নিচেরটাও কুড়ালাম B-)

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: @ছ) দুটো এক সাথে হতে পারলে মন্দ কি? গাছেরটাও খেলাম, নিচেরটাও কুড়ালাম B-)-- মোটেও মন্দ নয়, তবে জনপ্রিয়তার অনেক বিড়ম্বনা আছে কিন্তু প্রিয় হওয়ার কোন বিড়ম্বনা নেই ;)

৩৩| ৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৩১

সাদা মনের মানুষ বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া@ ক্ষত এখনো পুরোটা সাড়েনি, আপনি আবার কিভাবে কি করলেন?

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: @পাঠকের প্রতিক্রিয়া@ ক্ষত এখনো পুরোটা সাড়েনি, আপনি আবার কিভাবে কি করলেন?-- ঈদ এর দিন তাহার হাত কাটিয়া গিয়াছিল :(

৩৪| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: জ) হতে পারে, আপনি নিশ্চয়ই অভিজ্ঞতা থেকে লিখেছেন :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: @জ) হতে পারে, আপনি নিশ্চয়ই অভিজ্ঞতা থেকে লিখেছেন-- জি, কথা সত্যি। তবে এমনটি যেন কারও সাথে না হয় ।

৩৫| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ঝ) এমন হঠাৎ রাগটা ভালো না, এটা আমার মাঝেও খুব আছে, তবে চেষ্টা করছি কমিয়ে আনতে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২

কথার ফুলঝুরি! বলেছেন: @ঝ)) এমন হঠাৎ রাগটা ভালো না, এটা আমার মাঝেও খুব আছে, তবে চেষ্টা করছি কমিয়ে আনতে।-- কিছু সময় কিছু বিষয়ে রাগ হওয়াটা স্বাভাবিক। তবে আগে ইগনোর করতাম কিন্তু ইদানীং পারছিনা ।

৩৬| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ঞ) খাটি প্রেমিকার মতো কথা

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: ঞ) খাটি প্রেমিকার মতো কথা-- জি ঠিক বলেছেন, তবে ভাইয়া সমস্যা হচ্ছে, চারিদিকে যে এখন ভেজালের জয়জয়কার, তাই খাঁটি কোন কিছুই আর এখন চলেনা ।

৩৭| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ট) বিষয়টা বেশ কঠিন, মিনিমাম কয়েকজন কাছের বন্ধুকে হলেও জানাতে হয়, অন্যথায় মনের ভেতর খচখচানি রয়েই যায়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: ট) বিষয়টা বেশ কঠিন, মিনিমাম কয়েকজন কাছের বন্ধুকে হলেও জানাতে হয়, অন্যথায় মনের ভেতর খচখচানি রয়েই যায়-- কঠিন কিন্তু অসম্ভব নয় । কিছু সময় বন্ধুদেরকেও পাওয়া যায়না আর কিছু বিষয় বন্ধুদের সাথেও শেয়ার করা যায়না ।

৩৮| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: জনপ্রিয় হওয়ার চাইতে প্রিয় হওয়াটা বেশি কঠিন। আমি জনপ্রিয় হতে চাই না, প্রিয় হতে চাই।" -- কথাটি কি ভাইয়ার কাছে ভালো লেগেছে ? :-B নাকি আপনিও আমার মত প্রিয় হতে চান !:#P
- দুটোই।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

কথার ফুলঝুরি! বলেছেন: হাহা =p~ যাক ভালো, একজনকে অন্তত আমার দলে পেলাম B-)

৩৯| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ঠ) আমার মনে হচ্ছে মেয়েটি কোন কারণে ছেলেটির প্রতি অভিমান করেছে, আর ছেলেটি মান ভাঙ্গানো সূর তুলছে তার বাশিতে, মানে আপনি যেমনটা বলেছেন। আর এমন চমৎকার গ্রাম আমার চেনা আছে, এবং আমি নিয়মিত ওদিকে যাই। আর আমি বলি এটা বাংলাদেশের সব থেকে সুন্দর গ্রাম। আর সেই গ্রাম আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলায়, এই সময়টায় ওখানে এতো বেশী শাপলা শালুক ফুটে তা না দেখলে বিশ্বাস করা কঠিন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২০

কথার ফুলঝুরি! বলেছেন: @এমন চমৎকার গ্রাম আমার চেনা আছে, এবং আমি নিয়মিত ওদিকে যাই। আর আমি বলি এটা বাংলাদেশের সব থেকে সুন্দর গ্রাম। আর সেই গ্রাম আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলায়, এই সময়টায় ওখানে এতো বেশী শাপলা শালুক ফুটে তা না দেখলে বিশ্বাস করা কঠিন।-- লোভ লাগালেন যে ভাইয়া :(

৪০| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ড) ইলিশ মাছে বেশী কাটা, এমনটি ভাবলেই সব ঠিক হয়ে যাবে :-B

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২

কথার ফুলঝুরি! বলেছেন: ড) ইলিশ মাছে বেশী কাটা, এমনটি ভাবলেই সব ঠিক হয়ে যাবে :-B-- হাহা কি দারুন আইডিয়া B:-)

৪১| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @সাদা মনের মানুষ
বলেছেন:পাঠকের প্রতিক্রিয়া@ক্ষত এখনো পুরোটা সাড়েনি, আপনি আবার কিভাবে কি করলেন?

হোয়াইট বিউটি, থুক্কু সাদা ভাই!
কুরবানি দিতে গিয়ে ছোটখাট আরেকটা কুরবানি হয়ে গিয়েছে। (হিরোর মত জোরে জোরে গোস্ত কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছিলুম।)

তবে ভাগ্য ভালো অল্পতে ফাঁড়া গিয়েছে, আপনার মত সেলাই করতে হয় নি..:)




পুনশ্চঃ
নিন, ড, ঢ , ণ... থেকে ঁ ঠেকিয়ে ফেলুন। ;)

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: @পুনশ্চঃ
নিন, ড, ঢ , ণ... থেকে ঁ ঠেকিয়ে ফেলুন।
-- আপনার কাজিন যে একটা টিউব লাইট তা কি নেই জানা :(( কোন মিষ্টেক পেলে শুদ্ধটা সহ না বললে যে বুঝিনা :P

৪২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!




জীবন থেকে নিয়ে শুধু দুটি কথা-ই নয় অনেক কথারই ফুলঝুরি ছড়িয়ে গেছেন । পৃষ্ঠা জুড়ে থাকা লেখা আর মন্তব্য-প্রতিমন্তব্য দেখে মনে হলো ---- আসলেই নিজের ভেতর একটা নিজস্ব ভুবন গড়ে তোলা চাই যেখানে আর কারও প্রবেশাধিকার নেই । দিনান্তের অবসরে সেখান ডুব দিয়ে জীবনের যতো অপ্রাপ্তি, যতো কষ্ট, যতো হাহাকার ধুঁয়েমুছে সাফ করা যায় । নিঃশ্বাস নিতে পারা যায় নিজস্ব বাতাসে । একান্ত নিজের মতো করে পাওয়া যায় যেখানে নিজেকেই । তখন আমি কারও নই, নই এই পৃথিবীর, সংসারেরও নই কেউ ! হারানোর মতো থাকে শুধু একেলা " আমি " ।

ভালো লাগলে লেখা । নিজেকে ছড়িয়ে দিয়ে লিখেছেন ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: @জীবন থেকে নিয়ে শুধু দুটি কথা-ই নয় অনেক কথারই ফুলঝুরি ছড়িয়ে গেছেন-- তবুও সব বলা শেষ হয়নি, এখনও আরও অনেক কথা আছে :P


@আসলেই নিজের ভেতর একটা নিজস্ব ভুবন গড়ে তোলা চাই যেখানে আর কারও প্রবেশাধিকার নেই । দিনান্তের অবসরে সেখান ডুব দিয়ে জীবনের যতো অপ্রাপ্তি, যতো কষ্ট, যতো হাহাকার ধুঁয়েমুছে সাফ করা যায় । নিঃশ্বাস নিতে পারা যায় নিজস্ব বাতাসে । একান্ত নিজের মতো করে পাওয়া যায় যেখানে নিজেকেই । তখন আমি কারও নই, নই এই পৃথিবীর, সংসারেরও নই কেউ ! হারানোর মতো থাকে শুধু একেলা " আমি " ।-- বাহ! খুব চমৎকার কথা বলেছেন ভাইয়া । প্রতিটি মানুষেরই নিজের একটি ভুবন থাকে আর সেখানে থাকে আনন্দ, হাসি, খুশী, বেদনা, হতাশা, দীর্ঘশ্বাস, আশা ও স্বপ্ন ।

লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।

৪৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
আপনার কাজিন যে একটা টিউব লাইট তা কি নেই জানা:((কোন মিষ্টেক পেলে শুদ্ধটা সহ না বললে যে বুঝিনা:P
যাকে যার লাগে ভালো।
হোক না সে একটু কালো।;)
যাকে আমার ভালোলাগে তার ভুলগুলো ভুল মনে হয় না। :( শুদ্ধটা তো পরের কথা। :P তবে সামনের পোস্ট থেকে একটু ভালোভাবে পড়বানি...




@২২|০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২
সোনাবীজের (খলিল ভাই) পোস্টে, কথার ফুলঝুরি!বলেছেন:
ভাইয়ার প্রেমের সাহিত্য দারুন লেগেছেবিশেষ করে নায়িকার চরিত্রটি । একেবারে কিনা কামড় বসিয়ে দিলকি দস্যি মেয়েরে বাবাক্লাস ওয়ান এ থাকতেই প্রেমপত্রবাকী ক্লাসগুলোতে কি কাহিনীজাতি জানতে চায়প্রেমপত্র নিয়ে একটা আফসোস আছেক্লাস এইট এ থাকতে একজন প্রেমপত্র দিয়েছিলবাহিরে থেকে দেখেছিলাম সবুজ আর লাল রঙ এ লেখা। কিন্তু মা এর ভয়ে সেই পত্র খুলে পড়ার আর সাহস হয়নিপুকুরে ফেলে দিয়েছিলাম পত্রবাহক বান্ধবীর সামনেই

★ আহারে আবার যদি কেউ মুরে একখান প্রেমপত্র দিত আমি তাহা বান্ধাইয়া রাখিতাম

...আপু! আপু!
আমি দেই! আমি দেই..... :)

প্রিয় কথার ফুলঝুরি!
কেয়া ফুলের শুভেচ্ছা নিও। আইলা ভিউ। খবরদার, কারো সাথে প্রেম করিও না। তাড়াতাড়ি কবিরে বিদায় করো। তোমার বিয়া করার দরকার নাই। আমি আরেকটু বড় হয়ে নেই। তারপর...:P
ইতি
নিজু।


পুনশ্চঃ আমাকে বামন বলিয়া খোঁটা দিও না। (বামন হয়ে চন্দ্রের দিকে হস্ত বাড়ানো...:P)

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

কথার ফুলঝুরি! বলেছেন: @যাকে যার লাগে ভালো।
হোক না সে একটু কালো।;)
-- ভালো লাগিলো লাইন দু খানি !:#P

@★ আহারে আবার যদি কেউ মুরে একখান প্রেমপত্র দিত আমি তাহা বান্ধাইয়া রাখিতাম
...আপু! আপু!
আমি দেই! আমি দেই.....
--- কথাটা লেখার সময় আমিতো ভু্লেই গিয়েছিলাম যে ব্লগে মন্ডল বাড়ীর একটি পাঁজি ছেলে আছে, যে কিনা ক্যাঙ্গারুর মত লাফায় আর সারা ব্লগ ঘুরে বেরায় =p~


@
প্রিয় কথার ফুলঝুরি!
কেয়া ফুলের শুভেচ্ছা নিও। আইলা ভিউ। খবরদার, কারো সাথে প্রেম করিও না। তাড়াতাড়ি কবিরে বিদায় করো। তোমার বিয়া করার দরকার নাই। আমি আরেকটু বড় হয়ে নেই। তারপর...:P
ইতি
নিজু।
-- ওহে নিজু,

কেয়া ফুলের শুভেচ্ছা, তাই নিতে বাধ্য হইলাম ;) । আমি আবার ইংলিশ কম বুঝি কিনা, তাই ইংলিশে কি বলিলেন তা বুঝিতে পারিলাম না :P যত হোক বিশ্বকবি, আমার বিশেষ কবিরে বিদায় করিবে এই সাধ্য কারও নাই B-) তবে আপনি মনে দুঃখ লইয়েন না, তাড়াতাড়ি বড় হন। আমি আপনার জন্য একখান কবি পাত্রী দেখিব :P তখন দেখা যাইবেক, আপনার কবিদের সাথে বিদ্রোহ হয় নাকি ভালোবাসা হয় ;)

ইতি
আপনার কাজিন কথার ফুলঝুরি!


@পুনশ্চঃ আমাকে বামন বলিয়া খোঁটা দিও না। (বামন হয়ে চন্দ্রের দিকে হস্ত বাড়ানো...:P)--- আমি নিজেই তো এক বামন :(

(আজকে নিজুর সাথে বিদ্রোহ হইবে, কবিতা নিয়ে আসছি B-)

৪৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

নীল আকাশ বলেছেন: অনেক দেরী তে আসলাম। সেজন্য দু:খিত। পুরো লেখাটা ভালো করে পড়লাম। লেখার ধরন টা আমার পছন্দ হয়েছে। কেমন যেন আমরা অফিসে মিটিং মিনিটস এর বুলেট এ ভালো ভালো পয়েন্ট এক জায়গায় লিখে ফেলি অনেক টা সেরকম । সব ভালো ভালো কথা গুলি এক গুছিয়ে লেখা। দারুন ! ;) আমার সবচেয়ে ভালো লেগেছে - ঙ, ছ, ঞ, ড আর ট। একদম আমার মনের কথা গুলি মনে হয় আপু তুলে দিয়েছেন।
তবে ড মনে হয় সাবর্জনীন। ইলিশ ভালো লাগে না সে আবার বাংলাদেশি নাকি ? এর শক থেরাপি দরকার :P

বাংলা বর্ণ মালা নিয়ে বড়ই সমস্যা এ আছি। সারা দিন ইংলিশে সব কিছু লিখতে হয় অফিসে। HSC পর বাংলায় কিছু পড়ি নি।
ব্লগে এসে বাংলায় লিখতে বসলে মাঝে মাঝে খুব কষ্ট হয় লিখতে। তবে বাংলা কে ভালোবাসি দেখেই এতো কষ্ট করে লেখার চেষ্টা করে যাই। কত টুকু পারি জানি না! :(

ইদানিং ব্লগটাও কেমন কেমন লাগছে। ঈদের পরপরই কেমন যেন ব্লগের পরিবেশটা বদলে গেল।। সবাই কেমন যেন হয়ে যাচ্ছে।
যেমন ই লাগুক। এটা আমাদের । আমাদেরই এটা ঠিক করতে হবে । তবে এজন্য সবার সহযোগিতা দরকার। আমি চাই সব সময় সবাই মিলে মিশে ব্লগের সময় টা দারুণ কাটুক । প্রত্যাশা করছি আমরা সবাই নিজ জায়গা থেকে বুঝবো এবং মেনে চলবো।

ছবি টা জোস হয়েছে। এসব ছবি দেখলে মন টা যেন কেমন হয়ে যায়! :``>>

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: @অনেক দেরী তে আসলাম। সেজন্য দু:খিত-- আমার পোস্টে দেরীতে আসা মানে নিশ্চয় আপনি আমার কথা মনে করে এসেছেন আমার লেখা পড়তে, চোখের সামনে পরেছে বলে নয় । আর আমাকে মনে করে যারা আমার লেখা পড়তে আসে তারা দুঃখিত কেন হবে ভাইয়া 8-|


@পুরো লেখাটা ভালো করে পড়লাম। লেখার ধরন টা আমার পছন্দ হয়েছে। কেমন যেন আমরা অফিসে মিটিং মিনিটস এর বুলেট এ ভালো ভালো পয়েন্ট এক জায়গায় লিখে ফেলি অনেক টা সেরকম । সব ভালো ভালো কথা গুলি এক গুছিয়ে লেখা
-- লেখার ধরনটা রাজিব নুর ভাইয়ার থেকে নেওয়া :P মনের ছোট ছোট ভাবনাগুলো কে একসাথে নিয়ে আসা যায় তাই ভালো লাগে ধরনটা ।


@আমার সবচেয়ে ভালো লেগেছে - ঙ, ছ, ঞ, ড আর ট। একদম আমার মনের কথা গুলি মনে হয় আপু তুলে দিয়েছেন। -- হাহাহা! জেনে ভালো লাগলো ভাইয়া ।

@বাংলা বর্ণ মালা নিয়ে বড়ই সমস্যা এ আছি। সারা দিন ইংলিশে সব কিছু লিখতে হয় অফিসে। HSC পর বাংলায় কিছু পড়ি নি।
ব্লগে এসে বাংলায় লিখতে বসলে মাঝে মাঝে খুব কষ্ট হয় লিখতে। তবে বাংলা কে ভালোবাসি দেখেই এতো কষ্ট করে লেখার চেষ্টা করে যাই। কত টুকু পারি জানি না!
--- --- ইংলিশে কাজকর্ম করতে হবেই, কিন্তু তাই বলে তো বাংলা ভুলে গেলে চলবেনা। কেউ ইংলিশে পারদর্শী হলে আমরা তাকে বাহবা দেই, কিন্তু কয়জন পারে বাংলায় পারদর্শী হতে ? আপনি বাংলাকে ভালোবাসেন জেনে ভালো লাগলো ভাইয়া।

ব্লগ শুধু লেখার জায়গা না শেখারও জায়গা। ছোট বোন হিসেবে একটা ছোট পরামর্শ দেই ভাইয়া, যে কোন লেখায় বানান ভুল টা যেন কম হয় তা অবশ্যই খেয়াল রাখবেন। অনেক বানান আমরা জানিনা সেক্ষেত্রে গুগুল করে জেনে নিতে পারেন। ব্লগে অনেক লেখায় আমি খুব সিম্পল সিম্পল বানান ভুল দেখি, যেমন পড়াশোনা এই বানান টা আমি কয়েক জায়গায় দেখেছি পড়াশুনা । আমরা সবাই পড়াশোনা করেছি তারপরেও এই বানান টা কিভাবে ভুল হয় জানা নেই । আমার আবার লেখা পড়লেই বানান ভুল চোখে পরে :P আপনার একটা চমৎকার লেখার মান নষ্ট হয়ে যাবে যদি সেখানে কোন বানান ভুল থাকে। আমরা কেউই ভুলের উর্ধে নই, এবং অভ্র দিয়ে লেখায় অনেক সময় অনেক বানান সঠিক টা পাইনা, তারপরেও চেষ্টা করবেন যতটুকু পারা যায় ।

@ইদানিং ব্লগটাও কেমন কেমন লাগছে। ঈদের পরপরই কেমন যেন ব্লগের পরিবেশটা বদলে গেল।। সবাই কেমন যেন হয়ে যাচ্ছে।
যেমন ই লাগুক। এটা আমাদের । আমাদেরই এটা ঠিক করতে হবে । তবে এজন্য সবার সহযোগিতা দরকার। আমি চাই সব সময় সবাই মিলে মিশে ব্লগের সময় টা দারুণ কাটুক । প্রত্যাশা করছি আমরা সবাই নিজ জায়গা থেকে বুঝবো এবং মেনে চলবো।
-- কোন সমস্যা নেই ভাইয়া, আশা করি সব ঠিক হয়ে যাবে। কারন আমরা সবাই সামু কে ভালোবাসি ।

@ছবি টা জোস হয়েছে। এসব ছবি দেখলে মন টা যেন কেমন হয়ে যায়! :``<<-- আমার অনেক অনেক ভালো লেগেছে ছবিটি, অনেকটা বাস্তবের সাথে মিল আছে তাই :( হা, মনটাও কেমন হয়ে যায় :(


৪৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

এ.এস বাশার বলেছেন: দুটি কথার মাঝে যে এত কথা লুকিয়ে থাকে তা তো জানতাম না...... :D

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: @দুটি কথার মাঝে যে এত কথা লুকিয়ে থাকে তা তো জানতাম না- হাহা! বাঙ্গালী বলে কথা। কোন কথারই ঠিক ঠিকানা থাকেনা =p~

৪৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ইনস্টা আইডি চাই ;)

হা হা B-)) মজা করলাম আপু.....

দুটো কথা নাকি দুটো ভাবসম্প্রসারণ :D

লাইক দিলুম B-)

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: @ইন্সটা আইডি চাই --- আমার ইন্সটা আইডি আছে কে বললো B:-) ইন্সটা' ফেবু সবকিছুই useless লাগে আমার কাছে' অযথা সময় নষ্ট। নিজের ছবি দুনিয়াকে দেখিয়ে দুইটা বাহবা পেয়ে কি লাভ :-& যেখানে অনলি একজনেরই বাহবা Matter ;) :P

@দুটো কথা নাকি দুটো ভাব সম্প্রসারণ --- রচনা বলতে পারেন :P

লাইকের জন্য এক্সট্রা Thanks :D

৪৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: যেখানে অনলি একজনেরই বাহবা Matter
=p~ =p~ =p~

থাক তাইলে যাই গা :D

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: হা হা ! না থাকতে পারেন ভাইয়া, এটা তো আর ফেবু কিংবা ইন্সটা না =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.