নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

কুড়নো কবিতার ঝুড়ি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮



* * বহুদিন ধরে বৃষ্টির দেখা না পেয়ে
মনের জমিন যখন ফেটে চৌচির
হঠাৎ কোন বিকেলে
মৃতপ্রায় এ মনকে জীবন ফিরিয়ে দিতে
এক পশলা বৃষ্টি যেন তুমি

* * তুমি বিদ্রোহী?
আমি প্রেমী
আমি ভালোবাসা দিয়ে করবো জয়
তোমাকে না হোক, তোমার হৃদয়

* * চাইলেই যদি ছুঁতে পারতাম
তোমার মাথায় হাত বুলাতাম
আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে
হেঁটে বেরাতাম পথে

* * আজ কি আকাশে চাঁদ উঠেছে
কিংবা কোন তারা ?
নাকি আকাশ অন্ধকারে হচ্ছে পাগলপারা ?

* * চাঁদের আলো ছড়াবে কি শুধু সমুদ্রের ওই পাড়ে?
এপারের কেউ কি তবে পাবেনা আলো
রয়ে যাবে অন্ধকারে ?

* * মদন চাঁদ এত কৃপণ হল কবে
আলো নিয়ে করে খেলা !
এপারে কি তবে হবে শুধুই বিলাপ
বসবে না আনন্দের মেলা ?

* * অন্ধকারকে আমি করিনা ভয়
অন্ধকারেই তো হয় জোছনার জয়
অন্ধকারের কোন সৌন্দর্য নেই কে বলে
চাঁদ আর তারা সে তো অন্ধকারেই জ্বলে

* * জীবনের খোঁজে জীবন হারিয়েছে
হারিয়েছে সব রঙ এর বাহার
জীবন্মৃতার তবুও আলো ছিল
আর আমার আছে শুধু অন্ধকার

* * কেউ শুনুক আর না শুনুক
তাতে কমবে কি হৃদয়ের কান্না
ক্লান্ত পায়ে হেঁটে চলেছি একা
হাসিতে লুকাই বেদনা

* * এভাবেই যদি রাত থেকে যায়
আর যদি না হয় ভোর
তবু জেনো আমি আজও জেগে আছি
নিশ্চুপ হয়ে গুনছি প্রহর

* * নিভে যায় যদি সন্ধ্যাতারা
চাঁদও যদি নেয় হাসিমুখে বিদায়
তবু জেনো তুমি আছ ভালোবাসায়
আর আছো প্রতি প্রার্থনায়

** রোদ বৃষ্টির লুটোপুটি তে
আজ শেয়ালের বিয়ে
উপহার দিতে হাজির হলাম তাই
কথার ফুলঝুরি নিয়ে

মন্তব্য ৭২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

সূর্যালোক । বলেছেন: ভালো লিখেছেন । প

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

কথার ফুলঝুরি! বলেছেন: @ ভালো লিখেছেন -- লেখা ভালো লেগেছে জেনে অনুপ্রানিত হলাম সূর্যালোক ভাপু (ভাইয়া অথবা আপু) B-)

ধন্যবাদ ও শুভকামনা রইলো আপনার জন্য ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

নীল আকাশ বলেছেন: ১২ টার মধ্যে আমার পছন্দ হয়েছে ১ ৩ ৫ ৬ ৮ ৯ ১০ ১১ ১২।
গুচ্ছ কবিতার ষ্টাইল টা পছন্দ হয়েছে।
শুভ কামনা রইল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

কথার ফুলঝুরি! বলেছেন: @১২ টার মধ্যে আমার পছন্দ হয়েছে ১ ৩ ৫ ৬ ৮ ৯ ১০ ১১ ১২-- আমার বেশী পছন্দ -- আমার যে সবগুলোই পছন্দ :||

@গুচ্ছ কবিতার ষ্টাইল টা পছন্দ হয়েছে-- এগুলো বিভিন্ন সময়ে টুকে রাখা কবিতা ও কিছু বিশেষ বার্তা ;)

@শুভ কামনা রইল।-- আপনার জন্যও রইলো ।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

করুণাধারা বলেছেন: ছবির ফুলঝুড়ি সুন্দর!

ছোট ছোট কবিতা গুলো ভালো লাগলো। এগুলোকে কি শায়েরী বলে?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: @ছবির ফুলঝুড়ি সুন্দর-- ফুল তো সবসময়ই সুন্দর করুণাধারা আপু !:#P



@ছোট ছোট কবিতা গুলো ভালো লাগলো। এগুলোকে কি শায়েরী বলে? -- কবিতাগুলো ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো আপু । আমি আসলে জানিনা শায়েরী কাকে বলে । বিভিন্ন সময় হুট করে কিছু কথা, ভাবনা মাথায় আসে সেগুলো টুকে রাখি । এগুলো তারই একাংশ । তাইতো শিরোনাম দিয়েছি কুড়নো কবিতার ঝুড়ি B-)


৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

রাকু হাসান বলেছেন: কথার ফুলঝুড়ির ফুলের ঝুড়ি ,কবিতার ফুল ঝুড়ি ভালো হয়েছে । :-B বিরহের কবিতা পড়তে পড়তে বিরহকাতর হয়ে গেছিলাম ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: @কথার ফুলঝুড়ির ফুলের ঝুড়ি ,কবিতার ফুল ঝুড়ি ভালো হয়েছে-- হি হি হি :P ধন্যবাদ রাকু হাসান ভাইয়া :P রাকু হাসান ভাইয়া আমার না আপনাকে কাকু বলে সম্বোধন করতে ইচ্ছে হচ্ছে, যদি কিছু মনে না করেন তাহলে কি কাকু বলে সম্বোধন করতে পারি আপনাকে :P


@বিরহের কবিতা পড়তে পড়তে বিরহকাতর হয়ে গেছিলাম ;)-- মাঝে মাঝে বিরহকাতর হওয়া ভালো, তাতে সুন্দর সুন্দর কবিতা লেখা যায় ;) আমি কবিতা লিখতে গেলেই অটোমেটিক বিরহী হয়ে যাই :(

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

আবু হাসান লাবলু বলেছেন: মন মুগ্ধকর কবিতা গুলো
পড়তে মজা ভারি
আবার নিয়ে আসবে কবে
কথার ফুল ঝুরি?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

কথার ফুলঝুরি! বলেছেন: @মন মুগ্ধকর কবিতা গুলো
পড়তে মজা ভারি
আবার নিয়ে আসবে কবে
কথার ফুল ঝুরি
--- ফুল কুড়োতে লাগে ভালো
কবিতাও তাই !
আবার কিছু কবিতা কুড়িয়ে
তারপর আসতে চাই B-)

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

আবু হাসান লাবলু বলেছেন: ফুল কুড়োতে লাগে ভালো
কবিতাও তাই !
আবার কিছু কবিতা কুড়িয়ে
তারপর আসতে চাই B-)

বেশ বলেছো বেশ বলেছো
রেখেছো বেশ মিল
সাঝের বেলার আগেই এসো
নইলে দরজায় পাবে খিল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: @বেশ বলেছো বেশ বলেছো
রেখেছো বেশ মিল
সাঝের বেলার আগেই এসো
নইলে দরজায় পাবে খিল
---

দরজায় যদি থাকে খিল
বসবো আমি কই
ভেতরে আমায় বসতে দিয়েন
খেতে দিয়েন মিষ্টি খই :-B

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

রাকু হাসান বলেছেন:

রাকু হাসান ভাইয়া আমার না আপনাকে কাকু বলে সম্বোধন করতে ইচ্ছে হচ্ছে, যদি কিছু মনে না করেন তাহলে কি কাকু বলে সম্বোধন করতে পারি আপনাকে :P ---হাহাহহা =p~
কাকু বুড়ো বুড়ো লাগে |-) ,কিন্তু আমি একদম ই বুড়ো না B-)
যাক ব্লগে সংসার গড়েছি অনেক দিন । বোন-ভাই, জেডা,মামা,চাচা,কাকু :P । আর অনেক কিছু হোক , আস্তে আস্তে ,হবেও ;) =p~
রাকু কে অনেকে কাকু ডাকতে চাই বুঝলাম না :(

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

কথার ফুলঝুরি! বলেছেন: @কাকু বুড়ো বুড়ো লাগে |-) ,কিন্তু আমি একদম ই বুড়ো না B-)-- তাতে কি :P আপনি তো তাও কাকু হয়েছেন
আর আমি যে নানী হয়ে গিয়েছি =p~

@যাক ব্লগে সংসার গড়েছি অনেক দিন । বোন-ভাই, জেডা,মামা,চাচা,কাকু :P । আর অনেক কিছু হোক , আস্তে আস্তে ,হবেও ;) =p~ -- সবই তো হয়ে গিয়েছেন দেখছি :|| আর কি চান ;) কিছু না হয় বাকীই থাক :P

@রাকু কে অনেকে কাকু ডাকতে চাই বুঝলাম না-- অনেকের কথা জানিনা। আজ থেকে আপনি আমার কাকু :-B

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ওগো কথার ফুলঝুরি, আপনি কি আসলেই কথার ফুলঝুরি নাকি হুম? ;) একটু মিষ্টি সূরে কথা বলুন। শুনবো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

কথার ফুলঝুরি! বলেছেন: @ওগো কথার ফুলঝুরি, আপনি কি আসলেই কথার ফুলঝুরি নাকি হুম?-- ফারিহা আপু, আমি যখন অনেক খুশী থাকি তখন আমার কথার ফুলঝুরি ফুটে কিন্তু তা শুধুমাত্র একটি বিশেষ মানুষ পাশে থাকলে :( তবে এখানে আমাকে অনেকে বলে যে আমার নামের সাথে কথার মিল আছে :P আমি সামু কে এবং আপনাদের কে অনেক পছন্দ করিতো তাই হয়তো :-B

@একটু মিষ্টি সূরে কথা বলুন। শুনবো।-- আপু গো আমি যে মিষ্টি সুরে কথা বলতে পারিনা :(

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সনেট কবি বলেছেন: খুব সুন্দর

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: @খুব সুন্দর--- প্রিয় সনেট কবির ভালোলাগা আমার জন্য অনুপ্রেরণা হয়ে রইলো 8-|

শুভকামনা রইলো আপনার জন্য ।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধুই কথার ফুলঝুড়ি নয়!!
দারুন কাব্যে ভর্তি ঝুড়ি!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১

কথার ফুলঝুরি! বলেছেন: @শুধুই কথার ফুলঝুড়ি নয়!!
দারুন কাব্যে ভর্তি ঝুড়ি!
-- হ্যাঁ নুরু ভাইয়া, কথার ফুলঝুরির কুড়নো কাব্য কবিতার ঝুড়ি B-) ছোট ছোট কবিতা গুলো কুড়িয়ে কুড়িয়ে ঝুড়ি ভরলাম :P

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

বলেছেন:



শুভকামনা,অনেক সুন্দর কথার ফুলঝুড়ি পড়লাম ---
মনমুগ্ধকর

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: @শুভকামনা,অনেক সুন্দর কথার ফুলঝুড়ি পড়লাম ---
মনমুগ্ধকর
-- আমার কবিতার ঝুড়ি ভালো লেগেছে জেনে খুশী হলাম লতিফ ভাইয়া :D ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া ।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

বলেছেন: আরও অনেক কিছু হোক @রাকু হাসান

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২

কথার ফুলঝুরি! বলেছেন: @আরও অনেক কিছু হোক @রাকু হাসান-- হাহা ! তিনি এমনিতেই অনেক কিছু হয়ে গিয়েছেন, আর বেশী কিছু হলে কাকুর জন্য তা সামলানো মুশকিল হয়ে পড়বে :P

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!



ঝুড়ি ভরা কবিতা তাতে আবার আনন্দ-বেদনার ফুলঝুরি ছড়ানো ।
গুচ্ছ কবিতায় গুচ্ছের ভালোলাগা !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

কথার ফুলঝুরি! বলেছেন: @ঝুড়ি ভরা কবিতা তাতে আবার আনন্দ-বেদনার ফুলঝুরি ছড়ানো-- হ্যাঁ ভাইয়া, বিভিন্ন সময়ে লেখা কবিতা তো তাই বিভিন্ন রকমের অনুভূতি ।


@গুচ্ছ কবিতায় গুচ্ছের ভালোলাগা --- ধন্যবাদ ভাইয়া B-)

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: কথার ফুলঝুড়ি! এই ঝুড়ি কী শূন্য হবে না?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

কথার ফুলঝুরি! বলেছেন: @কথার ফুলঝুড়ি! এই ঝুড়ি কী শূন্য হবে না?-- হাহা ! শুন্য কিংবা পূর্ণ সবই নির্ভর করে আপনাদের ভালোবাসার উপর ।

তবে মেহেদী ভাইয়া, ফুলঝুরি বলতে কিন্তু আসলে ফুলের ঝুড়ি বোঝায় না । ফুলঝুরি খুবই পরিচিত একটি আতশবাজীর নাম। আমরা সবাই চিনি কিন্তু নাম জানিনা ।

এটি



তার সাথে মিল রেখে কথার ফুলঝুরি একটি বাগধারা ।

তবে আমার কবিতার ঝুড়ি কিন্তু আসলেই ঝুড়ি ভর্তি কবিতা :P

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কথার ফুলঝুরি আবার সুন্দর করে কথা বলতে পারেনা এটা হয়না। অপেক্ষায় রইলাম আপু। শুভরাত্রি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: @কথার ফুলঝুরি আবার সুন্দর করে কথা বলতে পারেনা এটা হয়না-- হাহা ! একেবারেই যে পারিনা আপু তা অবশ্য না :P

@শুভরাত্রি-- শুভরাত্রি আপনাকেও ফারিহা আপু, সাথে মিষ্টি স্বপ্নের কামনা ।

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

কাওসার চৌধুরী বলেছেন:



এবার অনুভূতিগুলো কবিতাময়; দারুন ছন্দে প্রকাশ। প্রতিটা অংশই আমার দারুন লেগেছে। ইউ আর সো রুমান্টিক!! শুভ কামনা রইলো আপু। ভাল থাকুন সব সময়।

শুভ রাত্রি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

কথার ফুলঝুরি! বলেছেন: @এবার অনুভূতিগুলো কবিতাময়; দারুন ছন্দে প্রকাশ। প্রতিটা অংশই আমার দারুন লেগেছে-- প্রিয় ভাইয়ার কাছে আমার কবিতার ঝুড়ি ভালো লেগেছে জেনে খুশী হলাম B-)

@ইউ আর সো রুমান্টিক!! -- হি হি , রোমান্টিক বিরহী :P

@শুভ কামনা রইলো আপু। ভাল থাকুন সব সময়।-- আপনিও ভালো থাকবেন ভাইয়া এবং আমাদে্র চমৎকার চমৎকার সব লেখা উপহার দিন ।

@শুভ রাত্রি-- আপনাকেও শুভরাত্রি ।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

হয়ত তোমারই জন্য বলেছেন: দারুন লিখেছেন,ভাললাগা রইলো!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: @দারুন লিখেছেন,ভাললাগা রইলো!-- আপনার ভালোলাগা আমার জন্য অনুপ্রেরণা হয়ে রইলো ।

হয়তো কার জন্য ? :P


১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

সুমন কর বলেছেন: কিছু ভালো ছিল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১

কথার ফুলঝুরি! বলেছেন: @কিছু ভালো ছিল।- জেনে ভালো লাগলো সুমন ভাইয়া 8-|

ধন্যবাদ পাশে থাকার জন্য । সাথে শুভকামনা ।

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯

সিগন্যাস বলেছেন: আজ কি আকাশে চাঁদ উঠেছে
কিংবা কোন তারা ?
নাকি আকাশ অন্ধকারে হচ্ছে পাগলপারা ?


ছন্দগুলো খুব ভাল হয়েছে। বিশেষ করে উপরের তিনটি। আর কিছু বলার নেই

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: @আজ কি আকাশে চাঁদ উঠেছে
কিংবা কোন তারা ?
নাকি আকাশ অন্ধকারে হচ্ছে পাগলপারা ?--
এই তিন লাইনের ছোট কবিতাটি নিয়ে ছোট একটি ছোট্ট গল্প আছে সিগন্যাস ভাইয়া । আমার অনেক পছন্দের তিনটি লাইন । এই লাইন তিনটি একজন বিশেষ ব্যক্তিকে স্টুলিশে পাঠানো বার্তা B-) যাকে পাঠিয়েছিলাম তিনি বুঝতে পেরেছিল কিনা জানিনা যে আমি পাঠিয়েছি কিন্তু এর চেয়েও চমৎকার কিছু কথা, একটি ছোট কবিতা পেয়েছিলাম উত্তর স্বরূপ । :-B !:#P আমি পাঠিয়েছি বুঝতে পারলে হয়তো উত্তর পেতাম না :( তারপরেও এত খুশী লাগছিলো !:#P এই পোস্টে এমন আরও দু একটি বিশেষ বার্তা আছে ;)

প্রথম কবিতাটিরও একটি গল্প আছে । স্টুলিশ এর সেই বিশেষ মানুষকে হারিয়ে ফেলার পর আবার হঠাৎ যখন তাকে খুজে পেয়েছিলাম তখন লিখেছিলাম এটি ;) বলতে গেলে সবগুলো কে নিয়েই একটি গল্প আছে :P

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: একি!! এতো যত পড়ছি যেন অমৃতরস!! আহা কী তাঁর সুধা।
দারুণ হৃদয়মর্মী। এমন রিনঝিন বয়ে চলুক জীবনের পাতায় পাতায়।

ছোট্ট ছোট্ট আকারের কল্পনার অলংকারে মুগ্ধতা একরাশ । ++


বিমুগ্ধতা ♥♥ ও শুভকামনা ছোট্টবোনকে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: @একি!! এতো যত পড়ছি যেন অমৃতরস!! আহা কী তাঁর সুধা।
দারুণ হৃদয়মর্মী। এমন রিনঝিন বয়ে চলুক জীবনের পাতায় পাতায়।
-- বাহ বাহ কী চমৎকার কথা ভাইয়া ।


@ছোট্ট ছোট্ট আকারের কল্পনার অলংকারে মুগ্ধতা একরাশ । ++ -- আপনার চমৎকার মন্তব্যেও একরাশ মুগ্ধতা প্রিয় পদাতিক ভাইয়া ।

@বিমুগ্ধতা ♥♥ ও শুভকামনা ছোট্টবোনকে
-- প্রিয় ভাইয়ার জন্যও ভালোবাসা ও শুভকামনা 8-|

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছন্দময় হলে আরও ভাল লাগতো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: ছন্দময় হলে আরও ভাল লাগতো-- ছন্দময় কবিতা আমিও যে অনেক মিস করছি মাইদুল ভাইয়া । অনেকদিন ছন্দ মিলিয়ে কবিতা লিখিনা ।

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

মোস্তফা সোহেল বলেছেন: মেরে তুড়ি
কবিতা লেখে
কথার ফুলঝুরি!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: @মেরে তুড়ি
কবিতা লেখে
কথার ফুলঝুরি!
---- হাহা ! তুড়ি মেরে কবিতা :P এতখানি দক্ষ এখনো হইনি মোস্তফা সোহেল ভাইয়া :((

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

মনিরা সুলতানা বলেছেন: শেষের টা মজার !
ভালোলাগা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: @শেষের টা মজার-- হাহা ! হ্যাঁ মনিরা আপু, আমার কাছেও ওটা মজার লেগেছে খুব। =p~ প্রথম অনেকদিন ওইটি আমার প্রোফাইলে ছিল ।



@ভালোলাগা
-- আপনার ভালোলাগা আমার জন্য অনেক বেশী অনুপ্রেরনা মনিরা আপু 8-|

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

বিজন রয় বলেছেন: প্রেম আর বিদ্রোহের মধ্যে পার্থক্য কি?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: @প্রেম আর বিদ্রোহের মধ্যে পার্থক্য কি?-- বিজন ভাই, সকাল সকাল এ কি পরীক্ষায় ফেলে দিলেন :((

যাই হোক, পাশ ফেল জানিনা, উত্তরটা এমন - প্রেম মানে ভালোবাসা, মায়া আর বিদ্রোহ মানে এ প্রেম ও ভালোবাসা কে দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা । তবে আমি বিদ্রোহ ভয় পাইনা কারন আমি প্রেমী 8-|

২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২

তারেক ফাহিম বলেছেন: ছন্দে ছন্দে অনুভুতি প্রকাশ, দারুন লাগল ++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

কথার ফুলঝুরি! বলেছেন: @ছন্দে ছন্দে অনুভুতি প্রকাশ, দারুন লাগল ++ --- প্লাস B-) আমার কুড়নো কবিতার ঝুড়ি আপনার কাছে ভালো লেগেছে তারেক ভাইয়া :-B আপনাদের ভালোলাগাই তো আমার লেখার অনুপ্রেরনা । অনেক ধন্যবাদ তারেক ভাইয়া আমাকে উৎসাহিত করার জন্য ।

আপনার জন্যও অনেক শুভকামনা ভাইয়া ।

২৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!

সেকি কাব্যের বাহার!
মুগ্ধতা ছড়ানো জীবন বোধের ফুলঝুড়ি :)

২য়টা পড়েতো চমকেই গেছিলাম ক্ষনিকের জন্য :P
হা হা হা

অসাধারন প্রকাশ। জীবনের পরতে পরতে এভাবেই মানুষ ঋদ্ধ হয়।
ভাবনারা ডানা মেলে দেয় আকাশে
পাঠকের হৃদয় করে জয় :)
সৃষ্টির মাঝেই মানুষ অমর হয়

+++++++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

কথার ফুলঝুরি! বলেছেন: @উরিব্বাস!
সেকি কাব্যের বাহার!
মুগ্ধতা ছড়ানো জীবন বোধের ফুলঝুড়ি :)
-- উরিব্বাস বিদ্রোহী ভাইয়া দেখি :-B বিদ্রোহী শব্দটি দেখলে কিংবা শুনলেই তো ভয় লাগে :|| শুধু বিদ্রোহী ভৃগু ভাইয়া কে দেখলে ভয় লাগেনা :-B

@২য়টা পড়েতো চমকেই গেছিলাম ক্ষনিকের জন্য :P
হা হা হা
-- হাহাহা =p~

@অসাধারন প্রকাশ। জীবনের পরতে পরতে এভাবেই মানুষ ঋদ্ধ হয়।
ভাবনারা ডানা মেলে দেয় আকাশে
পাঠকের হৃদয় করে জয় :)
সৃষ্টির মাঝেই মানুষ অমর হয়
--- কি সুন্দর কথামালাগো ভাইয়া !:#P অনেক ভালো লাগলো । আমিও চাই ভাইয়া, আমার লেখা দিয়ে আপনাদের মন জয় করতে এবং মরে গিয়েও অমর হয়ে থাকতে আপনাদের মনে ।

@+++++++ -- প্লাস পেলে খুশীতে ৩২ টা দাত বের হয়ে যায় :#)

২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

নজসু বলেছেন: নাম আর সৃষ্টি দুটোই এক।
শব্দের ফুলঝুড়ি পাঠকের মন ভরিয়ে দেয়।
আপনাদের যেন যোগ্য অনুজ হতে পারি দোয়া করবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: @নাম আর সৃষ্টি দুটোই এক-- হি হি । আমাদের পিচ্চি বাবু টাও দেখি সবার মত বললো =p~


@শব্দের ফুলঝুড়ি পাঠকের মন ভরিয়ে দেয়।
-- ভালো লাগলো জেনে নজসু ভাইয়া ।

@আপনাদের যেন যোগ্য অনুজ হতে পারি দোয়া করবেন-- অবশ্যই ভাইয়া । শুভকামনা আপনার জন্যও । আমি নিজেও চেষ্টা করছি আমার সিনিয়রদের মত হতে :P

২৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

রাকু হাসান বলেছেন:

@ল ভাইয়া অনেক ধন্যবাদ :)
@নানী-সবই তো হয়ে গিয়েছেন দেখছি :|| আর কি চান ;) কিছু না হয় বাকীই থাক :P --হাহহাহা
তিনি এমনিতেই অনেক কিছু হয়ে গিয়েছেন, আর বেশী কিছু হলে কাকুর জন্য তা সামলানো মুশকিল হয়ে পড়বে :P ---
:|| :||
বুকভরা ভালোবাসা দিয়ে সবাই কে ডুবিয়ে রাখবো ;) =p~
নানী
বন্ধ করো তেরামি
এবার দাও পানি B-) =p~



২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: @বুকভরা ভালোবাসা দিয়ে সবাই কে ডুবিয়ে রাখবো-- হাহা ! বেশী ভালোবাসা হলে আবার ডুবে মরে না যায় ;)

@নানী
বন্ধ করো তেরামি
এবার দাও পানি
-- নানী বলেন আর যাই বলেন তিনি বরাবরই একটু তেরা :P

(সকাল সকাল মন মেজাজটা খারাপ হয়ে গেল কাকু) X((

২৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

এ.এস বাশার বলেছেন: ছন্দে ছন্দে দন্দ্ব
নয় তেমন মন্দ!

ছন্দের খেলা দারুন লাগলো....

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

কথার ফুলঝুরি! বলেছেন: @ছন্দে ছন্দে দন্দ্ব
নয় তেমন মন্দ!
--- বাহ ! মন্তব্বেও ছন্দ , লাগেনি আমার কাছেও মন্দ B-)


@ছন্দের খেলা দারুন লাগলো-- ধন্যবাদ বাশার ভাইয়া । ভালো লাগলো জেনে যে আপনার কাছে লেখা ভালো লেগেছে ।

৩০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

অচেনা হৃদি বলেছেন: কথার ফুলঝুরির আছে কুড়নো কবিতার ঝুড়ি।
ভালো আপু। আপনি গল্পের চেয়ে কবিতাটাই সুন্দর লিখেন! :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: @কথার ফুলঝুরির আছে কুড়নো কবিতার ঝুড়ি।
ভালো আপু
-- হি হি । হা কবিতা কুড়িয়ে ঝুড়ি ভরেছি =p~


@আপনি গল্পের চেয়ে কবিতাটাই সুন্দর লিখেন
-- হাহা ! হৃদি আপু কি ইন্ডাইরেক্টলি বলে দিল যে আমি গল্প লিখতে পারিনা :P হি হি মজা করলাম ।
হুম গল্প লেখা আসলেই কঠিন আপু :(( আমার কবিতাই ভালো :D তবে আমি কোন কিছুতেই কম যাই না, এটা আমি মনে করি । কিন্তু তার জন্য চাই সময় ও মুড । মুড ভালো থাকলে আর সময় থাকলে মনোযোগ দিলে আমি যে কোন কিছু ভালো করতে পারি । গল্পেও পারবো জানি কিন্তু তার জন্য সময়ের দরকার, যা হয়ে উঠেনা :( অনলি ফ্রাইডে পাই ছুটি আর ওই দিন ঘুমোতে ঘুমোতে আলসেমি তে দিন শেষ :((

তবে হৃদি আপুর গল্প আমার ভালো লাগে শুধু ওইসব চুরেল টুরেল ছাড়া :P

৩১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সিনিয়র আপু! লুতুপুতু কমেন্টু...... :P
আমি হনু ভিজে বিড়াল
ডাকি তাই মিউ,
আইলা ভিউ। :P


পুনশ্চঃ
১. কবিতাগুলো নাম্বারিং করে দিলে ভালো হত।
2. ২য় টা কি ছ্যাঁকা খাওয়া?
৩। শেষেরটাই ভালো। শেয়াল মামার বিয়ে..;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

কথার ফুলঝুরি! বলেছেন: @সিনিয়র আপু! লুতুপুতু কমেন্টু...... -- ভাগ্যিস লুতুপুতু পোস্ট বলেন নি :|| তাহলে কমেন্ট ডিলিট করে দিতাম :P শব্দটি ভালো লাগেনা ।


@আমি হনু ভিজে বিড়াল
ডাকি তাই মিউ,
আইলা ভিউ।
-- আমি আবার ইংলিশে কাঁচা কিনা অত শত বুঝিনা =p~


@১. কবিতাগুলো নাম্বারিং করে দিলে ভালো হত।-- একবার ভেবেছিলাম, পরে আবার ভাবলাম থাক ।

@2. ২য় টা কি ছ্যাঁকা খাওয়া? -- হাহা ! আমার কোন কবিতাটা ছ্যাঁকা খাওয়া না ? =p~ আমিতো কবিতা লেখার জন্য কলম ধরলেই তা অটোমেটিক ছ্যাঁকা খাওয়া কবিতা হয়ে যায় :(( বিরহ রোগে ধরেছে মোরে :(

@৩। শেষেরটাই ভালো। শেয়াল মামার বিয়ে..;)
-- হুম, জানিতো কাজিনের ওইটাই ভালো লাগবে =p~

৩২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ চিহ্ন দিয়ে যদি প্রতিউত্তর করো, তোমারে ধরে ঠ্যাঙামু। X(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

কথার ফুলঝুরি! বলেছেন: @@ চিহ্ন দিয়ে যদি প্রতিউত্তর করো, তোমারে ধরে ঠ্যাঙামু। X(-- হাহা ! উহা তো কথার ফুলঝুরির স্টাইল B-) ;) আপনার ঠ্যাঙানির ভয়ে আমি কেন আমার স্টাইল চেঞ্জ করবো :|| তার উপর আমি একটু ত্যাড়া, কেউ কিছু বললে আমার উহা শুনিতে মন চায়না :P দুঃখিত আমি উহাই কন্টিনিউ করিবো =p~

আমি মোটেও অবলা নারী নই । আমিকি ঠ্যাঙাতে পারিনা নাকি X((

৩৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

রাকু হাসান বলেছেন: (সকাল সকাল মন মেজাজটা খারাপ হয়ে গেল কাকু) --- :( :( :( কিনু B:-) এ কী! ঘটনা কি ? :|| :P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: টাইগার পাস নামে এক নতুন আইডি আজে বাজে মন্তব্য করেছিলো X(( একটা পোস্টও দিয়েছিলাম তা নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ও আপনাদের সাবধান করতে, কিন্তু সরিয়ে নিয়েছি পরে। একই সাথে কাওসার ভাই এর ব্লগেও সেম হয়েছে কাল রাতে । অনেক চেষ্টা করেও আইডি টাকে ব্লক করতে পারলাম না । মেজাজটা কিভাবে আর ঠিক থাকে X((

৩৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

রাকু হাসান বলেছেন: :( হ্যাঁ আমি দেখলাম একটি পোস্টে ওর বেশ কিছু কমেন্ট মুছে দিয়েছে । আমি মাত্র জানলাম ।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ও আপনাদের সাবধান করতে, ---- :|| উনার পয়েন্টা কী? কেন বা কি কারণে সাবধান করতে বললো ? এ রকম পোস্ট বেশিক্ষণ থাকে না তাই তখনই সংগ্রহ করে রাখা উচিত ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: @কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ও আপনাদের সাবধান করতে- সেই পোস্টটি আমি দিয়েছিলাম আপনাদের সাবধান করতে ।

৩৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জান্টু আপু!

আজকের পোস্ট ড্রাফট করে ভাল করেছ। সুখবর হল, টাইগার সাব মার গেয়া।। ;)
http://www.somewhereinblog.net/blog/tigerpass



আইলা ভিউ শব্দটা ছোট থাকতে আমার আবিষ্কার করা। ছোট থাকতে বড় আপুদের কাছে ওটার জিকির করতাম। (এখনো আই লাভ ইউ শব্দ বাদ, যে যা বলে বলবে
আমার কাছে আগেরটাই চলবেই চলবে।)



তুমি অবলা নও তো টাইগারকে ব্লক করতে চাচ্চো কেন? (কমেন্ট মডারেশন অপশনে গিয়ে কাউকে ব্লক করা যায়। আমি মোবাইল থেকে ব্লক করতে পাচ্চি না। তুমি আমার উপর পরীক্ষটা চালাও দেখি....)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

কথার ফুলঝুরি! বলেছেন: @আজকের পোস্ট ড্রাফট করে ভাল করেছ। সুখবর হল, টাইগার সাব মার গেয়া।।-- প্রথমে মেজাজ বিগড়ে গিয়েছিল খুব X(( আর সাথে ভাবছিলাম অন্যদেরকেও সাবধান করা দরকার তাই পোস্ট দিয়েছিলাম । পরে কেউ একজন দেখি রাগান্বিত হয়ে আমার পোস্টেই তাকে গালাগালি করছে । আমি আমার ব্লগে কোন আজে বাজে শব্দ দেখতে চাইনা X(( তাই পোস্ট ড্রাফটে নিয়েছি । আর আমি অযথা ঝামেলায় জড়ানো পছন্দ করিনা ।


@আইলা ভিউ শব্দটা ছোট থাকতে আমার আবিষ্কার করা। ছোট থাকতে বড় আপুদের কাছে ওটার জিকির করতাম। (এখনো আই লাভ ইউ শব্দ বাদ, যে যা বলে বলবে
আমার কাছে আগেরটাই চলবেই চলবে।)
-- ছোটবেলা থেকেই বড় আপুদের সাথে দুষ্টুমি :|| মন্ডল বাড়ির ছেলেটা তাহলে ছোটবেলা থেকেই দুষ্টু =p~


@তুমি অবলা নও তো টাইগারকে ব্লক করতে চাচ্চো কেন? (কমেন্ট মডারেশন অপশনে গিয়ে কাউকে ব্লক করা যায়। আমি মোবাইল থেকে ব্লক করতে পাচ্চি না। তুমি আমার উপর পরীক্ষটা চালাও দেখি....)--- তো আপনি কি চান আমি ওর ওইসব ফাজলামো দেখবো বসে বসে X( সামনে পেলে থাবড়ায়ে ওর ৩২ টার জায়গায় ৪০ টা দাত ফেলে দিতাম X(( কমেন্ট মডারেশন এ গিয়ে তাহা ট্রাই করিয়াছি কিন্তু সফল হইনি :( আমার মনে হয় কাজিন কে ব্লক করতে গেলে অবশ্যই সফল হব :P

৩৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বর্ষার ফুল !
রাতে ব্লগে কী করো? প্রেম করবে???:P


একটা গম্ভীরা শোনঃ
same age ভাল সেটা জানি,
তবু senior ভালো লাগে;
স্নেহ-শাসন সবই করবে
চাকরি পাইবো মোর আগে..;)
নানা হে....

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

কথার ফুলঝুরি! বলেছেন: @বর্ষার ফুল !-- হি হি ! এখন বলেন তো দেখি আমার নাম কি ;) আই মিন আমার আসল নাম কি :P


@রাতে ব্লগে কী করো? প্রেম করবে???:P-- ব্লগ কি ফেসবুক নাকি যে রাতে অনলাইন থাকা মানেই প্রেম করবো :||
আমার সাথে প্রেম করবে সাহস আছে কার শুনি ? মেরে হাড্ডি গুড্ডি গুড়ো গুড়ো করে দিবনা X(( =p~

@একটা গম্ভীরা শোনঃ
same age ভাল সেটা জানি,
তবু senior ভালো লাগে;
স্নেহ-শাসন সবই করবে
চাকরি পাইবো মোর আগে..;)
নানা হে....
-- হাহাহা ! সকাল সকাল আপনার গম্ভীরা পড়ে হাসি পেল আর আমার মন ভালো হয়ে গেল =p~ এত সিনিয়র সিনিয়র করলে একটা ৮০ বছরের বুড়ীর সাথে আপনার বিয়ে দিয়ে দিব কিন্তু =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.