নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির দিনের আহবান

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫



মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
বৃষ্টি নামে ওই
ভিজতে চাই তোমায় নিয়ে
ও বন্ধু তুমি কই :P

বৃষ্টির জ্বলে ভিজেনা শুধুই
মাটি আর গাছের পাতা
ভিজে আমার হৃদয় আঙিনাও
জাগে যে মনে ব্যথা :(

বৃষ্টি দিনে মনে পড়ে খুব
পুরনো দিনের কথা
ও বন্ধু তুমি কোথায় আছগো
দেবেকি একটু দেখা :P

চলো মাতোয়ারা হই দুজনে
বৃষ্টির জ্বলে ভিজে
হারাই সব কাজ ফেলে আজ
কেউ পাবেনা খুজে !:#P

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৯

বাকপ্রবাস বলেছেন: আসেন আজকে আমরা অন্ত্যমিলটা একটু ঝালাই করি

ওই - কই , এখানে অন্ত্যমিলে একটু মুশকিল আছে, ওই এর সাথে সুঁই, মুই, রুই, পুঁই ইত্যাদি হবে কই হলে আধামিল
তায় আমরা এভাবে বলতে পারি
মেঘু গুড়গুড় মেঘ গুড় গুড়
বৃষ্টি নামে অই
ভিজতে চায় তোমায় নিয়ে
বন্ধু তুমি কই?
-
পাতা - ব্যথা, অন্ত্যমিলে একটু মুশকিল আছে, পাতা এর সাথে - মাথা, ছাতা, হাতা, খাতা ইত্যাদি হতে পারে ব্যথা হলে আধামিল
তায় আমরা এভাবে বলতি পারি
বৃষ্টির জলে ভিজে মাটি
আর ভিজে পাতা
হৃদয়পটে ভিজে তেমন
মনের ভাজে কাঁথা।
-
কথা আর দেখা, অন্ত্যমিলে একটু মুশকিল আছে, কথা এর সাথে প্রথা, যথা, ইত্যাদি হতে পারে, দেখা হলে আধামিল
তায় আমরা এভাবে বলতে পারি
বৃষ্টি দিনে মনে পড়ে
পুরোনো দিনের স্মৃতি
বন্ধু তুমি কোথায় আছো
নাওগো আমার প্রীতি।
টেকনিক হলো যদি কোন শব্দ অন্ত্যমিল পেতে সমস্যা হয় তাহলে তাকে একটু ঘুরিয়ে অন্য শব্দ দিয়ে চেষ্টা করা যায়, যেমন কথা এর সাথে অন্ত্যমিল মেলাতে একটু কষ্ট তায় আমি সেটা চেন্জ করে দিলাম।
-
ভিজে - খুঁজে যথারীতি অন্ত্যমীলে আধামিল, তায় আমরা এভাবে বলতে পারি
চল মাতোয়ারা হই
বৃষ্টি জলে ভিজে
চল আজ ভেসে বেড়ায়
লাগবে ভাল কি'যে।
-
আরেকটা ব্যাপার হল কিছু শব্দ পড়তে গিয়ে একটু ছন্দ বেজে যাচ্ছে আমি সেটা এভয়েড করলাম।
-
আমি আমার মতো করে ব্যপারটা শেয়ার করলাম, যারা কাব্য বা ছড়া লিখতে চায় তাদের জন্য অন্ত্যমিলটা খুব প্রয়োজন তায় শেয়ার করলাম ব্যাপারটা। অতি কথন হয়ে গেলে মাফও চাই দোয়া ও চাই। :-P =p~

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ বাহ ! এমন একজন গুরু থাকলে আর ঠেকায় কে B-) আপনার মিলগুলো চমৎকার হয়েছে ভাইয়া । আসলে আমি লেখালিখির অত নিয়ম কানুন জানিনা আর কেন জানি কোন নিয়ম জানতেও ইচ্ছে হয়না । ভালোলাগা আর শখের বশে লিখি, তবে কিছু নিয়ম জেনে ডেভেলপ করতে পারলে ভালো ।

@অতি কথন হয়ে গেলে মাফও চাই দোয়া ও চাই।--- হাহাহা ! দুইটাই দিলাম =p~ সাথে ধন্যবাদ ।

সত্যি কথা বলি ভাইয়া, কবিতাটির প্রথম ৪ লাইন কোন এক সময় লিখে রেখেছিলাম অফিসের পিসির নোট প্যাড এ :P আজ সকাল সকাল বৃষ্টি দেখে মনটা কেমন কেমন লাগছিল :( ইচ্ছে হল কিছু লিখতে । তাই ১০ মিনিটের মধ্যে বাকী লাইনগুলো লিখেছি । অত ভাবাভাবির সময়ই নেইনি :P একবার ভাবলাম লেখাটি প্রথম পাতায় দিবনা পরে আবার ভাবলাম থাক দেই । সবসময় অত কিছু ভাবতে ভালো লাগেনা :P নিজের ভালো লাগে তাই লিখি । তাই পাঠকদের কেমন লাগলো অত কিছু মাঝে মাঝে ভাবতেই ইচ্ছে হয়না :P হা হা

তবে আপনার সাজেশন এর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া । আমি পরবর্তীতে অবশ্যই চেষ্টা করবো অন্তমিলগুলো খেয়াল রাখতে । আপনাদের মত গুণী লেখকরা আছেন বলেই ব্লগ ভালো লাগে ।

২| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০

কাওসার চৌধুরী বলেছেন:



"বৃষ্টি ভেজা এই দুপুরে, পথের কিনারায়,
দাঁড়িয়ে আছি একা আমি, তোমার অপেক্ষায় ৷
তুমি আসবে পরীর রূপে, স্পর্ষ করবে হাতে,
তোমার সাথে হারিয়ে যাবো; দূর অজানায়।"

কথাপু, চমৎকার কবিতা; দিনটি সুন্দর হোক আপনার জন্য।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: @"বৃষ্টি ভেজা এই দুপুরে, পথের কিনারায়,
দাঁড়িয়ে আছি একা আমি, তোমার অপেক্ষায় ৷
তুমি আসবে পরীর রূপে, স্পর্ষ করবে হাতে,
তোমার সাথে হারিয়ে যাবো; দূর অজানায়।"
--- ভাইয়া অতিসত্তর তার পরীর দেখা পেয়ে যাক এই কামনা :P

ভাইয়া, আমার এখন আমার বন্ধুর সাথে বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি বাদ দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে করছে :((

@কথাপু, চমৎকার কবিতা; দিনটি সুন্দর হোক আপনার জন্য। -- ধন্যবাদ ভাইয়া । কিন্তু আমার বন্ধু ছাড়া বৃষ্টি দিন কিভাবে সুন্দর হবে :( খিচুড়ি খেয়ে মন ভালো করতে হবে :P

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৭

এ.এস বাশার বলেছেন: ভালো লেগেছে আপু....
শুভেচ্ছা নিও....

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: @ভালো লেগেছে আপু....-- বৃষ্টির দিনে হুট করে মন চাওয়াতে লেখা কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো বাশার ভাইয়া । :P


@শুভেচ্ছা নিও....-- আপনার জন্যও রইলো শুভকামনা ।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বৃষ্টি দিনে মনে পড়ে খুব
পুরনো দিনের কথা
ও বন্ধু তুমি কোথায় আছগো
দেবেকি একটু দেখা :P

.............................................................................................
এই যে আমি দিলেম দেখা

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

কথার ফুলঝুরি! বলেছেন: @এই যে আমি দিলেম দেখা-- হা হা হা ! আমিতো চেয়েছিলাম আমার বন্ধুর দেখা :P

যাক বন্ধু না হোক, আপনি যে দেখা দিয়েছেন তার জন্য ধন্যবাদ :P

ভাইয়া আপনার প্রোফাইল এর ছবিটা দেখলে মন খারাপ লাগে :(

৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬

নজসু বলেছেন: সুন্দর। সুন্দর সুন্দর।
কেমন যেন কানে গানের মতো সুমধুর লাগলো।
কেউ যদি সুর দিয়ে এটা গেয়ে দেন তাহলে খুব শ্রুতিমধুর হবে।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: @সুন্দর সুন্দর।
কেমন যেন কানে গানের মতো সুমধুর লাগলো
-- বাহ তাই বুঝি । কিন্তু এই মুহূর্তে আপনাকে দেখে আমার এই গানটা মনে পরছে :P
"সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না।" -- আমাদের সুজন ভাইয়াও কি প্রেমের ঘাটের মাঝি নাকি ? :P

@কেউ যদি সুর দিয়ে এটা গেয়ে দেন তাহলে খুব শ্রুতিমধুর হবে।-- আমার বিশেষ কবি খুব সুন্দর গান গাইতে পারেন তবে এইটা তো সে জীবনেও গাইবে না । হা হা =p~ সে আবার অনেক সুন্দর বাঁশীও বাজায় । সে যদি বাঁশী বাজায় আমি না হয় একটু চেষ্টা করলাম গাইতে ;) :-B

৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:

নানীর,দেখি বৃষ্টির দিনে ভীমরতি ধরেছে। ;)

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৫

কথার ফুলঝুরি! বলেছেন: @নানীর,দেখি বৃষ্টির দিনে ভীমরতি ধরেছে-- নানীর তো সারাবছরই ভীমরতি ;) তবে বৃষ্টি হলে একটু বেশী ধরে এই আর কি =p~

(অনেকদিন বলবো করে বলা হয়নি, প্রোফাইল এর ছবিটা খুব সুন্দর)

৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাঁ অনেকেই তা বলছে, আসলে তখন তেমন কিছু ভেবে নেইনি
কিন্ত ওটার একটা মজার অর্থ আছে যা আজ অবধি কেউ বুঝতে পারছে না ।
এখন ঐ প্রোপিক ছবি কি পরিবর্তন করা ঠিক হবে ।?

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১

কথার ফুলঝুরি! বলেছেন: @হাঁ অনেকেই তা বলছে, আসলে তখন তেমন কিছু ভেবে নেইনি
কিন্ত ওটার একটা মজার অর্থ আছে যা আজ অবধি কেউ বুঝতে পারছে না ।
-- তার মানে আপনি আসলেই কাউকে মিস করছেন না :P কিছুক্ষণ ভেবে ছবির মজার অর্থটা বের করার চেষ্টা করলাম কিন্তু পেলাম না কিছুই । আর কি মজার অর্থ হতে পারে :|

@এখন ঐ প্রোপিক ছবি কি পরিবর্তন করা ঠিক হবে ।? -- যে যাই বলুক আপনার মন না চাইলে পরিবর্তন করবেন না । আমি হলে কেউ কিছু বললে আরও বেশীদিন সেই ছবি রাখবো X( :P আমাকে কেউ কিছু বললে তা শুনতে ইচ্ছে করেনা =p~

৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

রাকু হাসান বলেছেন:

মেজাজটা গরম আছে নানি X((

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: @মেজাজটা গরম আছে নানি X((--- কেন কেন :|| ওই বলদটার জন্য নাকি ? কি যেন নাম কি কবির আবদুল্লাহ =p~

৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫

বলেছেন: বাকপ্রবাসের কথাগুলো কপি করে নিলে কবিতার মান বাড়বে।
সুন্দর ভাবনা কিন্ত

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: @বাকপ্রবাসের কথাগুলো কপি করে নিলে কবিতার মান বাড়বে-- হ্যাঁ, বাকপ্রবাস ভাইয়া খুব সুন্দর বলেছেন । পরবর্তীতে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো । তবে এই কবিতায় আর কিছু করতে ইচ্ছে হচ্ছেনা। ভালো হোক মন্দ হোক, নিজের সৃষ্টি কে নিজের মত করেই রাখতে ইচ্ছে হচ্ছে ।

@সুন্দর ভাবনা কিন্ত -- হ্যাঁ বৃষ্টির দিনের ভাবনা ।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: @সুন্দর ছড়া। -- রাজীব ভাইয়ার কাছে বৃষ্টির দিনের ছড়া ভালো লেগেছে জেনে খুশী হলাম ।

ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া ।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!



ছড়া কবিতাটি পড়তে গিয়ে একটা বৃষ্টির গান মনে পড়ে গেলো ----
রিমঝিম ঝিম বৃষ্টি
মাটির কানে কানে
কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে,
আমার সারাদিন
কিভাবে কেটে যায়
শুধু তুমি তুমি করে ....


তবে প্রথম লাইনে " মেঘ গুর গুর.... " মনে হয় " মেঘ গুড় গুড় " হবে ।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪২

কথার ফুলঝুরি! বলেছেন: @ছড়া কবিতাটি পড়তে গিয়ে একটা বৃষ্টির গান মনে পড়ে গেলো ----
রিমঝিম ঝিম বৃষ্টি
মাটির কানে কানে
কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে,
আমার সারাদিন
কিভাবে কেটে যায়
শুধু তুমি তুমি করে ....
-- বৃষ্টি নিয়ে অনেক মজার মজার ছড়া কবিতা ও গান আছে ।

@তবে প্রথম লাইনে " মেঘ গুর গুর.... " মনে হয় " মেঘ গুড় গুড় " হবে । -- ধন্যবাদ ভাইয়া । ঠিক করে দিয়েছি ।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০২

স্রাঞ্জি সে বলেছেন:
হালকা অবাক হলাম ঝুড়িক আপু..... মন্তব্যে এত পিছে হয়েও আমি পছন্দের তালিকায় থার্ড হয়েছি। X(


প্রথম মন্তবে লাইক দিয়েছি.....

আমি বৃষ্টিতে ভিজে, সর্দি ডেকে নিয়ে আসছি। B:-/

তাই বৃষ্টির সাথে কিঞ্চিত অভিমান।.........

১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: @হালকা অবাক হলাম ঝুড়িক আপু..... মন্তব্যে এত পিছে হয়েও আমি পছন্দের তালিকায় থার্ড হয়েছি। X( --- বিষয়টি কি ঠিক বুঝলামনা তো স্রাঞ্জি ভাইয়া :||

@প্রথম মন্তবে লাইক দিয়েছি..... -- হা বাকপ্রবাস ভাইয়া খুব সুন্দর শিখিয়েছেন । এই লেখাটি আর কিছু করতে ইচ্ছে হলনা । কিন্তু পরের লেখায় খেয়াল রাখবো বিষয়গুলো ।

@আমি বৃষ্টিতে ভিজে, সর্দি ডেকে নিয়ে আসছি। B:-/

তাই বৃষ্টির সাথে কিঞ্চিত অভিমান।.........
-- হা হা ! বৃষ্টি সর্দি আনুক আর যাই আনুক তার সাথে আমার সবসময় ভাব ভালোবাসা । অভিমান তো অন্য কারও সাথে :(


( প্রফাইল এর ছবিটায় এমন মনমরা ভাব কেনগো ভাইয়া । দুঃখ দুঃখ ভাব ভালো লাগেনা :( আমার ছবিটা কত সুন্দর :P মেয়েটি কত চঞ্চল আর আনন্দে , সাথে আবার বৃষ্টি !:#P দুঃখ কষ্ট আর মন খারাপ যতই থাক তা থাকবে গোপনে )

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০

রাকু হাসান বলেছেন:

হুম ,পুরোই আউলায়ে দিছিন । আরও খারাপ লাগছে । অভিযোগ করতে গিয়ে ,বলে ,আপনার অভিযোগগুলো পর্যালোচনা করুন । বারবার । তার দেখি লেখাটা ও নিজেই সরিয়ে ফেলছে ।
বৃষ্টি বিলাস করতে ইচ্ছা করতেছে পড়ে B-)

১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: @হুম ,পুরোই আউলায়ে দিছিন । আরও খারাপ লাগছে । অভিযোগ করতে গিয়ে ,বলে ,আপনার অভিযোগগুলো পর্যালোচনা করুন । বারবার । তার দেখি লেখাটা ও নিজেই সরিয়ে ফেলছে --- হুম আমিও মন্তব্য করেছিলাম ওইটাতে । মডুদের বিষয় আশয় মাঝে মাঝে বুঝিনা । কি সব দেখে এগুলোকে সেফ করে B:-/ তবে চাঁদগাজী সাহেবকে অনেকে তার কাটখোট্টা মন্তব্য এর কারনে পছন্দ করেনা । কিন্তু ওই বলদটার পোস্ট ও বলদটাকে নিয়ে যে পোস্ট দিয়েছিল, কে ত ন , তার পোস্টে করা চাঁদগাজী সাহেব এর মন্তব্যগুলো দারুন ছিল । আমার পছন্দ তার মন্তব্য ।

@বৃষ্টি বিলাস করতে ইচ্ছা করতেছে পড়ে-- হা হা ! কতদিন হয়না বৃষ্টি বিলাস :( ভালোলাগার সবকিছু এখন অসহ্য লাগে ।

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: আপু
পূজার দোহাই নিয়ে ব্লগে এসে পড়লাম !
আচ্ছা, কবিতা বৃষ্টি দিনের কিন্তু ১ম ছবিতে তো তুষার পড়ছে কেন B-)
আপনার ভাবনাহীন, রঙিন আর দুরন্ত শৈশব, পড়ে ভাবছিলাম, আমার ছোটবেলা নিয়ে একটা লেখা দিবো কিনা। কিন্তু ছবি স্ক্যান করানো লাগবে বলে আলসেমি লাগে :-/

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: @আপু
পূজার দোহাই নিয়ে ব্লগে এসে পড়লাম
--- ছোট্ট ভাইয়াটা কে ব্লগে নিয়মিত পে্লে খুব ভালো লাগতো । তবে যাই হোক, আগে পড়াশোনা । কিন্তু পূজার ছুটিতে নতুন লেখা কই প্রান্তর ভাইয়া ?


@আচ্ছা, কবিতা বৃষ্টি দিনের কিন্তু ১ম ছবিতে তো তুষার পড়ছে কেন B-)
-- হা হা ! তাইতো :|| খেয়ালই তো করিনি =p~ মাত্র ১০-১৫ মিনিটে ছবি সহ কবিতাটা লিখে পোস্ট করেছি, তাই সব উল্টা পাল্টা =p~ তবে বিষয়টা এমনও হতে পারে, প্রথম ছবিতে আমার বন্ধুর দেখা না পেয়ে অভিমানে বৃষ্টি জমে তুষার হয়ে গিয়েছে :P আর পরের ছবিতে বন্ধু যখন দেখা দিল তখন অভিমান ভেঙ্গে বৃষ্টি নেমেছে, ভালোবাসার বৃষ্টি ;)


@আপনার ভাবনাহীন, রঙিন আর দুরন্ত শৈশব, পড়ে ভাবছিলাম, আমার ছোটবেলা নিয়ে একটা লেখা দিবো কিনা। কিন্তু ছবি স্ক্যান করানো লাগবে বলে আলসেমি লাগে
--- ছবিগুলো আমাকে পাঠিয়ে দাও আমি স্ক্যান করে দেই B-) লেখাটা লিখে ফেলো ভাইয়া । আমরাও জানি আমাদে্র সামু ব্লগের ভবিষ্যৎ মাফিয়া শৈশবে কি কি কাহিনী করেছে :-B তবে তুমিতো এখনও পিচ্চি :P

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১

কথার ফুলঝুরি! বলেছেন: অনেকদিন পর আমার দেশী ভাইয়াটা কে পেয়ে খুব ভালো লাগলো ।


@Excellent-- মন্তব্য পেয়ে অনুপ্রানিত, ভাইয়া ।

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপু আগামীকাল আমরা কলেজ থেকে টাঙ্গাইল পিকনিকে যাচ্ছি, আশা করি তারপর কিছু নিয়ে লিখবো, আপনি কি কিছু লিখছেন বা কম্পোজ করছেন?

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: @আপু আগামীকাল আমরা কলেজ থেকে টাঙ্গাইল পিকনিকে যাচ্ছি, আশা করি তারপর কিছু নিয়ে লিখবো,-- ওয়াও ! নিকনিক :-B (স্কুলে থাকতে পিকনিক কে আমরা নিকনিক বলতাম =p~ ) অনেক মজা করে পিকনিক কর ভাইয়া । তারপর অবশ্যই চাই নতুন লেখা ।

@আপনি কি কিছু লিখছেন বা কম্পোজ করছেন?-- আগে ড্রাফ্‌ট এ কোন লেখা রাখতাম না । এখন সময় সুযোগ পেলে আলাদা অন্য জায়গায় কম্পোজ না করে সরাসরি ড্রাফ্‌ট করি, সেটাই দেখি সুবিধা । আজ আমার ছুটি । আরাম করে খাটে হেলান দিয়ে সাথে এক কাপ চা নিয়ে বসেছি :-B কিছু ইনকমপ্লিট লেখা শেষ করলাম, কিছু ড্রাফ্‌ট । একটা কবিতা চেয়ে্ছিলাম দিতে, দেখি কি করি । আমি আমার সময়কে ভাগ করে নিয়েছি, নিজের লেখা পোস্ট করার বিরতিতে অন্যদের লেখা পড়বো । মাঝে মাঝে লিখবো মাঝে মাঝে তোমাদের লেখা পড়বো । সময়ের অভাবে মন চাইলেও অনেক লেখা পড়তে পারিনা তাই এই বুদ্ধি :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.