নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

হিংসা /:)

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮



এক বিড়ালছানা নিচ্ছে আদর
তোমার পাশে বসে
আবার আমায় করতে দুখী
বাঁকা ঠোঁটে হাসে :||

বিড়ালছানার সাহস কত
তোমার আদর চায়
পাগলী তোমার রাগছে খুব
যাচ্ছে পুড়ে হিংসায় X(

এখন আমি দূরে তাই
আমার কবির দিকে মনোযোগ ? X((
দিন ফুরোলে আমিই রানী
আর দিচ্ছিনা কোন সুযোগ B-)

বিড়ালছানা বিড়ালছানা
বলছি তোমায় শোন
কবি কিন্তু শুধুই আমার
আর কারও যে সুযোগ নেই কোন B-)

আমার কিন্তু লাগছেনা ভালো
হচ্ছে ভীষণ রাগ
বিড়ালছানা আমার আদরের
নিচ্ছে কেন ভাগ ? X(

তোমায় আমি দিলাম বলে
আর কিছু না পাই
ভাগ দিবনা একটুকুও আমি
তোমার আদরের সবটুকুই আমার চাই :``>>

বি ঃ দ্র ঃ ইহা একটি প্রথম পাতা বহির্ভূত লেখা । বিশেষ কারনবশত লেখাটি প্রথম পাতায় প্রকাশ করা গেলনা :P

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০০

স্রাঞ্জি সে বলেছেন:

কবিতাটা প্রথম পাতায় না দিয়ে জাতিকে (ব্লগারদের) মারুন করলেন। :-B


তো এত হিংসা থাকা ভালনা। X((

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতাটা প্রথম পাতায় না দিয়ে জাতিকে (ব্লগারদের) মারুন করলেন। :-B-- হা হা ! আসলে লেখাটি প্রথম পাতায় দিলে আমার আবার ধরা পড়ে যাওয়ার ভয় ছিল তাই দেইনি :((


@তো এত হিংসা থাকা ভালনা। X((
-- আমার মদন চাঁদ বলে কথা, হিংসা তো হবেই :( তাই বলে একটি বিড়ালছানাকেও হিংসা :|| হয়তোবা একটু বেশীই কিন্তু কিছু করার নেই আমি এমনই :P

লাইক এর জন্য ধন্যবাদ ভাইয়া । কাল আপনাদের ব্লগ ডের ছবি দেখে অনেক ভালো লেগেছে ।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

হাবিব বলেছেন: হরতালের কারনে পাবলিক পরীক্ষা না হলে শিক্ষা মন্ত্রনালয় বলে " বিশেষ কারনে পরীক্ষা হবে না"
আপনিও তেমন বললেন। আসলে আমরা অনেকেই বুঝি আসল ঘটনা..... :P

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

কথার ফুলঝুরি! বলেছেন: @হরতালের কারনে পাবলিক পরীক্ষা না হলে শিক্ষা মন্ত্রনালয় বলে " বিশেষ কারনে পরীক্ষা হবে না"
আপনিও তেমন বললেন। আসলে আমরা অনেকেই বুঝি আসল ঘটনা...
-- হা হা হা ! হাসালেন ভাইয়া =p~ আপনারা বুঝেন কোন সমস্যা নেই, সে না বুঝলেই হলো :P

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

হাবিব বলেছেন:





যার জন্য বলেছেন সে না বুঝলে কি সমাধান হবে?
আমাদের প্রিয় বোনটিকে তো হিংসায় ফেলে রাখতে পারিনা, তাইনা?

এ ব্যাপারে অবশ্যই তিন সদস্য বিশিষ্ট নিরপেক্ষ কমিটি গঠন করার দাবি জানাচ্ছি.....

তিনজন না পাওয়া গেলে ১ সদস্য বিশিষ্ট কমিটি হবে....
আমি একাই....... :P


আর হ্যাঁ, কবিতাতে কিন্তু আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন। আমারও হিংসা লাগে খুব...
কিন্তু কেন হিংসা লাগে সেইটা বলবো না... B-)

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

কথার ফুলঝুরি! বলেছেন: @যার জন্য বলেছেন সে না বুঝলে কি সমাধান হবে?
আমাদের প্রিয় বোনটিকে তো হিংসায় ফেলে রাখতে পারিনা, তাইনা?
-- হুম তাওতো ঠিক :||

@এ ব্যাপারে অবশ্যই তিন সদস্য বিশিষ্ট নিরপেক্ষ কমিটি গঠন করার দাবি জানাচ্ছি.....
তিনজন না পাওয়া গেলে ১ সদস্য বিশিষ্ট কমিটি হবে....
আমি একাই....... :P
--- হা হা ! এ ধরনের কমিটি গঠন করা হলে শুধু যে আপনি না ভাইয়া আরও অনেক সদস্য এসে হাজির হবে =p~


@আর হ্যাঁ, কবিতাতে কিন্তু আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন। আমারও হিংসা লাগে খুব...
কিন্তু কেন হিংসা লাগে সেইটা বলবো না... B-)
-- বাহ তাই বুঝি ভাইয়া ? ভালোবাসি তাই হিংসা লাগে :P সত্যি বলছি বিড়ালছানাকেও হিংসা লাগে :((

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

হাবিব বলেছেন:




এ ধরনের কমিটি গঠন করা হলে শুধু যে আপনি না ভাইয়া আরও অনেক সদস্য এসে হাজির হবে =p~ .......

তাহলে কমিটি নির্বাচনের জন্য আপনাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিতে হবে........ :P

সত্যি বলছি বিড়ালছানাকেও হিংসা লাগে
আসলেই.......
ভালোবাসা এমনই হয়......।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: @তাহলে কমিটি নির্বাচনের জন্য আপনাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিতে হবে......-- না থাক দরকার নেই । নির্বাচন মানেই মারামারি :|| আমি মারামারি চাইনা শান্তি চাই 8-|

@সত্যি বলছি বিড়ালছানাকেও হিংসা লাগে
আসলেই.......
ভালোবাসা এমনই হয়..
-- হা ভাইয়া, ভালোবাসা এমনই আর আমিও এমনই ;)

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: ১ম পাতায় দেন বা না দেন, আমরা তো পড়বোই =p~

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: @১ম পাতায় দেন বা না দেন, আমরা তো পড়বোই =p~-- হা হা ! তোমরা পড়লে সমস্যা নেই শুধু আমি তার কাছে ধরা না পড়লেই হল ;)

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



আহা

আমাকে নিয়ে কেউ আজো হিংসা করল না ।

এ দুঃখ নিয়ে ই ছেড়ে যেতে হবে ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: @আহা
আমাকে নিয়ে কেউ আজো হিংসা করল না ।
এ দুঃখ নিয়ে ই ছেড়ে যেতে হবে ।
-- ভাইয়া, সবুরে মেওয়া ফলে ;)

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পাতায় না দেওয়ার কারনে চোখে পড়েনি তবে বেশ ভালই হয়েছে।

আগামী দিনে আরো ভালো হবে ....


শুভকামনা ও ভালোবাসা রইলো।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: @প্রথম পাতায় না দেওয়ার কারনে চোখে পড়েনি তবে বেশ ভালই হয়েছে।-- কোন একটি অবস্থার পরিপ্রেক্ষিতে লেখা :P


@আগামী দিনে আরো ভালো হবে ....
-- ইনশাআল্লাহ্‌ ! চেষ্টা করবো ভাইয়া ।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.