নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

রাজকুমার

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭



ঘোড়ায় চড়ে টগবগিয়ে
ঐ আসে রাজকুমার
অবাক চোখে তাকাই শুধু
দৃষ্টি ফেরেনা আর 8-|

ও রাজকুমার তোমার নাম কি শুনি
কোথায় তোমার সাম্রাজ্য
তোমার তরে জীবন দিবো
এই করলাম ধার্য্য :P

কত বড় রাজ্য তোমার
কত সৈন্য সামন্ত
কিছুই জানার নেই বাসনা
তোমায় দিয়েই প্রেমের শুরু তুমিই হবে অনন্ত 8-|

কথা দিলাম বাসবো ভালো
কভু যাবোনা ছেড়ে
আসুক যতই আপদ বিপদ
আসুক শত্রু তেড়ে B-)

রাজত্ব কিংবা রানীর মুকুট
কিছুই চাইনা আমার
তুমিই হবে মুকুট আমার
তুমিই অলংকার !:#P

তোমায় ভেবে কত রাজকন্যার
হয় বুঝি ঘুম হারাম
হাজার হলেও একজনই রানী
একজনের সাথেই জুড়বে তোমার নাম :||

আমি হলাম এক বর্ষার ফুল
সাগর পাড়ে বসবাস
নাও যদি তুলে তোমার ঘরে
ছড়িয়ে যাবো ভালোবাসার সুবাস :``>>

মন্তব্য ৪৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

নজসু বলেছেন:



হাজির। :)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: B-) শুভ সকাল প্রিয় ছোট্ট ভাই 8-|

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

নজসু বলেছেন:



আপা, হাজিরা খাতার প্রসঙ্গ যেন তুলো না আবার। :D
আমি কিন্তু প্রথম লাইকদাতাও।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: আপা, হাজিরা খাতার প্রসঙ্গ যেন তুলো না আবার। :D[/sb-- =p~


@আমি কিন্তু প্রথম লাইকদাতাও।
- ধন্যবাদ ধন্যবাদ :#)

আমার পছন্দের চকবার আইসক্রিম ভাইটির জন্য :#)

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

তারেক ফাহিম বলেছেন: স্বপ্নের?? B-)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: @স্বপ্নের?? B-)-- না বাস্তবের ;)

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

ডার্ক ম্যান বলেছেন: মেহেরিন এর রাজকুমার নামে একটা গান ছিল , সেটার কথা মনে পড়ে গেল ।
https://www.youtube.com/watch?v=un0l0GpgazU

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

কথার ফুলঝুরি! বলেছেন: @মেহেরিন এর রাজকুমার নামে একটা গান ছিল , সেটার কথা মনে পড়ে গেল ।-- গানটি আমারও খুব পছন্দ "ও রাজকুমার কবে হবে দেখা তোমার আমার"

পছন্দের গানটির কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া 8-|

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

নজসু বলেছেন:



ও চাঁদ ভাই,
শুনে রাখো তুমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান।
এমন ভালোবাসা কয়জনে পায় বলো?

(আমার এই কমেন্টটা সম্ভব হলে অবশ্যই চাঁদ ভাইকে দেখবে। )

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

কথার ফুলঝুরি! বলেছেন:
@ও চাঁদ ভাই,
শুনে রাখো তুমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান।
এমন ভালোবাসা কয়জনে পায় বলো?
--- :``>>


(আমার এই কমেন্টটা সম্ভব হলে অবশ্যই চাঁদ ভাইকে দেখবে। )-- আই ওয়িশ আই কুড ।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আজকাল কতজনের সাথে ;) ;) ;)

তুমার রাজকুমাল কাওয়াসাকি লইয়া আইবে B-))

চুন্দল কুবিতা :D

লাইকু দিলুম B-)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: @আজকাল কতজনের সাথে ;) ;) ;)-- ওরে বাবা কি বলে এসব :|| দিস ইজ কথার ফুলঝুরি ;) আমার ওয়ান অ্যান্ড অনলি, একজনই, আমার বিশেষ কবি আমার মদন চাঁদ :``>> তবে আজকাল তিনি ঘোড়ায় চড়ে বেরান কিনা ;)

@তুমার রাজকুমাল কাওয়াসাকি লইয়া আইবে B-))-- তার বাইকও ভীষণ পছন্দ তবে ইদানীং পছন্দ ঘোড়া :#) তাইতো ঘোড়ায় চড়ে টগবগিয়ে আসে আমার রাজকুমার :P

@চুন্দল কুবিতা :D-- তাই নাকি :D


@লাইকু দিলুম B-)--- ধন্যবাদ, আপনার জন্য নিয়ে এলুম :)




৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

নীল আকাশ বলেছেন: যেই রাজকন্যার ছবি দিয়েছেন তাতেও রাজকুমারের এফ-১৬ নিয়ে চলে আসার কথা! ছবি সুন্দর হয়েছে।
১২ নাম্বার লাইন টা আবার লিখুন, এত থাকতে অনন্ত জলীল কে ডেকে আনলেন শেষ পর্যন্ত! লাইনটা মানাচ্ছে না। জলীল আসলে কিন্তু রাজকুমারের ভাত শেষ।
ছন্দ মিলিয়ে লেখার প্রয়াস ভালো হয়েছে। চরে আর ধার্য বানান ঠিক করুন।
শুভ কামনা রইল!

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: @যেই রাজকন্যার ছবি দিয়েছেন তাতেও রাজকুমারের এফ-১৬ নিয়ে চলে আসার কথা! ছবি সুন্দর হয়েছে।-- হা হা ! রাজকুমার আসলেই হল :D আমারও অনেক ভালো লেগেছে ছবিটি, একদম আমার লেখার সাথে মানিয়ে গিয়েছে ।


@১২ নাম্বার লাইন টা আবার লিখুন, এত থাকতে অনন্ত জলীল কে ডেকে আনলেন শেষ পর্যন্ত! লাইনটা মানাচ্ছে না। জলীল আসলে কিন্তু রাজকুমারের ভাত শেষ।-- অনন্ত এর বদলে তো আর কিছু মাথায় আসছেনা আপাতত :(( কিন্তু একটু ঘুরিয়ে দিলাম, এখন একটু ভালো লাগতে পারে । জলিল আসুক কিংবা টম ক্রুজ আমার রাজকুমারের ভাত শেষ করে এই সাধ্য কারও নেই ;) রাজকুমার বলে কথা ।


@ছন্দ মিলিয়ে লেখার প্রয়াস ভালো হয়েছে। চরে আর ধার্য বানান ঠিক করুন।
-- ধন্যবাদ ভাইয়া। বানান ঠিক করে দিয়েছি ।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

কুঁড়ের_বাদশা বলেছেন:



বেশি ভালুবাসা ভালু না ! ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১

কথার ফুলঝুরি! বলেছেন: @বেশি ভালুবাসা ভালু না ! ;)-- ওহে কুঁড়ের_বাদশা একদম নামের সাথে মিল রেখে মন্তব্য ;) বেশী ভালোবাসতে কুঁড়ের বাদশার কুঁড়েমি লাগতে পারে কিন্তু কথার ফুলঝুরির না :P আমি ভালোবেসে যাবো যত মন চায় তত B-)

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: আহা বেশ বেশ----

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: @আহা বেশ বেশ---- ---- B-) ভাইয়া, বাস্তবের রাজকুমার কিন্তু স্বপ্নের না :P

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! কথার ফুলঝুরির মতই লেখা!! এমন অকপট স্বীকারোক্তি কয়জনই বা দিতে পারে? আপনার ভালোবাসার মানুষটার জন্য অফুরন্ত শুভকামনা আর আপনার জন্য আরও বেশি। ভালো থাকুন।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: @হুম! কথার ফুলঝুরির মতই লেখা!! এমন অকপট স্বীকারোক্তি কয়জনই বা দিতে পারে?--- লজ্জা পেলাম গো ভাইয়া :``>>


@আপনার ভালোবাসার মানুষটার জন্য অফুরন্ত শুভকামনা আর আপনার জন্য আরও বেশি। ভালো থাকুন। -- অনেক ধন্যবাদ ভাইয়া । আপনার শুভকামনা পৌঁছে যাক আমার রাজকুমার পর্যন্তও 8-|

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশি টাইট দিয়ো না.... মদন ভাইয়ার অবস্থা খারাপ হয়ে যাবো ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: :|

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: না আমি টাইট দেওয়ার মত মানুষ আর না আমার মদন চাঁদ অবস্থা খারাপ হওয়ার মতো মানুষ :P

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~
তাহলে তোমারটাও তো মনে হয় শায়নাপুর চায়নাম্যানের মতো ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

কথার ফুলঝুরি! বলেছেন: বুঝি নাই /:) শায়নাপুর চায়নাম্যান :||

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: ওহ মাই হাসবেন্ড নামক শামার পোস্টটা পড়ো.....
সেই B-)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: ওহ আচ্ছা #:-S পড়ে নিব সময় করে একদিন

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান ভাইয়া । লেখা ভালো লাগায় অনুপ্রাণিত 8-|

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

বাকপ্রবাস বলেছেন: অবশেষে করল তারা বিয়ে
চাঁদের দেশে গিয়ে :D

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: @অবশেষে করল তারা বিয়ে
চাঁদের দেশে গিয়ে :D
-- আপনার মুখে ফুলচন্দন পড়ুক বাকপ্রবাস ভাইয়া :P চাঁদকে নিয়ে চাঁদের দেশেই তো যাবো :``>>

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: এই কবিতার মর্ম উদ্ধার, আমার মতো আনাড়ির পক্ষে অসম্ভব

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

কথার ফুলঝুরি! বলেছেন: @এই কবিতার মর্ম উদ্ধার, আমার মতো আনাড়ির পক্ষে অসম্ভব --- হা হা ! প্রান্ত ভাইয়া বলে কি । খুবই সহজ অর্থ, এক ঘোড়ায় চড়া রাজপুত্রের প্রতি বর্ষার ফুলের আহবান ;)

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশেষে করল তারা বিয়ে
চাঁদের দেশে গিয়ে
=p~ =p~ =p~
একি শুনলাম ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

কথার ফুলঝুরি! বলেছেন: @একি শুনলাম ;)--- =p~ :``>>

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

পদাতিক চৌধুরি বলেছেন: সহজ সরল কবিতা । সুন্দর বাসনা ও তার অভিব্যক্তি। নাইবা থাকুক রাজ্যপাট , এমন হৃদয় মোরা সিংহাসন যার; আসুক না সে র রাজপুত্র সেজে।

শুভকামনা ও ভালোবাসার প্রিয় ছোটবোনকে।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

কথার ফুলঝুরি! বলেছেন: @নাইবা থাকুক রাজ্যপাট , এমন হৃদয় মোরা সিংহাসন যার; আসুক না সে র রাজপুত্র সেজে। -- ভাইয়া, আপনার বোনের কাছে তার মদন চাঁদ সবসময়ই একজন মহারাজার মত 8-|

লেখা ভালো লাগায় অনুপ্রাণিত ভাইয়া ।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে আপি

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

কথার ফুলঝুরি! বলেছেন: @সুন্দর হয়েছে আপি --ছবি আপু, আপনাকে পোষ্টে পেয়ে ভালো লাগলো খুব 8-| আপনার ভালোলাগা অনুপ্রেরণা হয়ে রইলো । অনেক ধন্যবাদ, লেখা পড়ে আপনার ভালো লাগা জানানোর জন্য । ভালোবাসা রইলো আপি ।

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

বলেছেন:
অনেক সুন্দর।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: @অনেক সুন্দর। -- লেখা ভালো লাগায় অনুপ্রাণিত প্রিয় লতিফ ভাইয়া 8-| শুভকামনা রইল বোনটির পক্ষ থেকে ।

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯

হাবিব বলেছেন: আমি আসতে দেড়ি করেছি........

আমার হাজিরা কি নেয়া যাবে?

চকলেট পাবার আশা করতে পারি?

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: মনে হয় একটু বেশী দেরি করে ফেলেছেন ভাইয়া :`> এখনতো দোকান বন্ধ হয়ে গিয়েছে তাই চকলেট দিতে পারছিনা :`> তবে হাজিরা টা দিয়ে দিলাম =p~

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

সাইন বোর্ড বলেছেন: দারুণ প্রাণবন্ত, মন ভাল হয়ে যাবার মত ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭

কথার ফুলঝুরি! বলেছেন: ছড়াটি লেখার সময় আমারও মন ভালো হয়ে গিয়েছিল ভাইয়া' অনেক আনন্দ লাগছিলো মনে' অকারনেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.