নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

প্রতিটি চরণের প্রথম অক্ষরে এক বিশেষ কবির প্রতি আকুতি উঁকি মারে

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯

এক আকাশ শুন্যতায় পুর্ণ হৃদয়
কটা সুখময় স্মৃতি বিশ্বাসের সুতোয়
টানে ভালোবাসার পথে ।

কত দিন যায় গুনে গুনে
বিচ্ছেদের ছায়া ঢাকা সময়, বিরহ ব্যাথা মনে
তারপরও এক বুক আশা নিয়ে চেয়ে আছি পথ পানে।

হয় যদিও ঘৃনা, নিয়ম ভেঙে না হয় দেখিয়ে কিছুটা মমতা
বেশী কিছু নয়
কিঞ্চিৎ ভালোবেসে দেবে কি একটা কবিতা?

কবিতা চাই একটা কবিতা
বিহনে তুমি, ব্যথিত হৃদয়ে ভালোবাসার সবই তা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪

ডার্ক ম্যান বলেছেন: https://www.youtube.com/watch?v=7jdyXV_GhMM এই গানটা শুনুন । মন আমার কেমন কেমন করে

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

কথার ফুলঝুরি! বলেছেন: হুম, শুনলাম বাট পুরোটা নয় ।

এনিওয়ে, শুভ সকাল ডার্ক ম্যান ভাইয়া ।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৯

বলেছেন: বিষাদ ছুঁয়েছে হৃদে

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: @ বিষাদ ছুঁয়েছে হৃদে -- যাক ছুঁয়ে ।


শুভ সকাল লতিফ ভাইয়া ।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কাজিন!

জানু!

ব্লগে আসলে খবর দিও

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: এতদিন পর বুঝি কাজিনকে মনে পরলো?

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:২৯

কাওসার চৌধুরী বলেছেন:



কেমন আছেন, কথাপু? বেশ কিছুদিন হলো ব্লগে কম দেখছি। জানি না ব্যস্থতা বেড়ে গেছে হয়তো। আশীর্বাদ করি, যেখানেই থাকেন ভাল থাকবেন। সময় সুযেগে ব্লগে আসবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: আলহামদুলিল্লাহ! ভালো আছি ভাইয়া। আশা রাখি আপনিও ভালো আছেন। অভিনন্দন আপনাকে বায়স্কোপ এর জন্য। বইমেলায় হয়তো যাওয়া হবেনা, গেলে অবশ্যই আপনার বইটি কিনবো।

ভাইয়া যে আমার খোজ নিতে এসেছে তা দেখে আরও ভালো লাগলো। আসলেই ভাইয়া, ব্লগে আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য। তাইতো খুব বেশী দিন পারিনা ব্লগ ছেড়ে থাকতে।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রতি এতটা আবেগ, এতটা ভালবাসা দেখে মুগ্ধ হ'লাম। আর শিরোনাম পড়ে মনে যে ধাঁধার উদয় হয়, কবিতার বিন্যাস দেখে দেখে সে ধাঁধার উত্তর খোঁজাটাও বেশ মজার মনে হলো। (একটা কবিতা হবে কি কবি?)
অভিনব একটা ভাবনা নিয়ে লেখা কবিতায় প্রথম প্লাসটি রেখে গেলাম। +

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! আমার অনুপস্থিতিতে আপনি আমার ব্লগ বাড়িতে এসে আমার লেখা পড়েছেন সাথে আপনার ভালো লাগা জানিয়েছেন' অনেক খুশী হলাম ভাইয়া।

কবিতায় প্লাস পেয়ে অনুপ্রাণিত।

কবিতা লেখার এই অভিনব ভাবনাটি সেই বিশেষ কবি থেকেই শেখা এই কবিতাটি যে কবির উদ্দেশ্যে।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

স্রাঞ্জি সে বলেছেন: আপু____ এতদিন কই লুকিয়ে ছিলেন????? কেমন আছেন?? নাকি নতুন বই নিয়ে আসছেন ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: আপনাদের সাথেইতো ছিলাম স্রাঞ্জি ভাইয়া, তবে অদৃশ্য। ব্লগকে ভালোবাসি তাই আবার টানে চলে আসি। ভালো আছি ভাইয়া' আলহামদুলিল্লাহ। আপনিও আশা করি ভালো আছেন।

বই লেখার মত যোগ্যতা যে এখনো হয়নি ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.